টিপু সুলতান মসজিদের অজানা তথ্য (জানা-অজানা পর্ব ৪)

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • টিপু সুলতান মসজিদের অজানা তথ্য (জানা-অজানা পর্ব ৪)
    About NBTV.
    NBTV পশ্চিমবঙ্গের অন্যতম অনলাইন নিউজ সংস্থা।
    আমাদের উদ্দেশ্য মূলত সমাজের পিছিয়ে পড়া মানুষের চাওয়া-পাওয়া তুলে ধরা। বাংলা মেইন্সট্রিইম মিডিয়া পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ও দলিত সমাজের কথা তুলে ধরতে ব্যর্থ। আমরা পিছিয়ে পড়া মানুষদের কথা প্রচারের আলোয় নিয়ে আসার লক্ষ্য নিয়েই আমাদের এই যাত্রা শুরু করেছি।
    আমাদের পাঠক ও দর্শকদের কাছে আমরা প্রত্যাশা করি যে আপনারা আমাদের এই কাজে আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন।
    আপনি কোন খবরের বিষয়ে প্রশ্ন বা খবরে পাঠাতে চাইলে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করুন নীচের নাম্বারে।
    +91 6290 10 70 10/ 7980 743 092
    আমাদের চ্যানেলের ভিডিও প্রতি মাসে ২ কোটি ৫০ লাখের বেশি দেখা হয়।
    আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চাইলে ফোন করুন +91 9735 422 505
    সামাজিক মাধ্যমগুলিতে ফলো করে সঙ্গে থাকুন আমাদের।
    Website: nbtv.news, Facebook: / nbtvbangla , RUclips: / nbtvbengali , Twitter: nbtvbangla, Instagram: nbtvbangla
    বিধিসম্মত সতর্কীকরণঃ
    ১) আমাদের চ্যানেলে প্রকাশিত সমস্ত বক্তার বক্তব্য নিজস্ব। NBTV কোনভাবেই বক্তার মতের সঙ্গে সহমত বা বিরোধীতা পোষণ করেনা। বক্তব্যের দায়ভার একান্তই বক্তার নিজস্ব।
    ২) আমাদের চ্যানেলে প্রকাশিত সমস্ত বিজ্ঞাপনের বক্তব্য ও বিষয়বস্তু বিজ্ঞাপনদাতাদের নিজস্ব, এ ব্যাপারে NBTV কর্তৃপক্ষ কোনভাবে দায়বদ্ধ নয়। তাই কোনও বিজ্ঞাপনের সূত্র ধরে বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করার আগে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে তারপরেই যোগাযোগ করবেন।

Комментарии • 17

  • @নতুনঠিকনা-জ৩জ
    @নতুনঠিকনা-জ৩জ 2 года назад +7

    ভাই তোমার খবর খুব ভালো লাগে আমরা গর্ব এমন মিডিয়া দের জন্য

  • @MDHasan-nh2bx
    @MDHasan-nh2bx 2 года назад +5

    সাকিরুল ভাই এই ধরণের পুরণো ইতিহাস আরো দেখাবে ধধ্যবাদ ।

  • @matinmufti9055
    @matinmufti9055 2 года назад +4

    সংবাদ পরিবেশনার জগতে ক্রমাগত ব্যতিক্রম বৈশিষ্ট্যের ছাপ ফুটে উঠছে।
    NBTV এর উচ্চ সাফল্য ও সমৃদ্ধি কামনা করি ❤️

  • @mobinahmed6039
    @mobinahmed6039 2 года назад

    Alhamdulillah khub sundor explain korachen thanks

  • @alinurmolla1897
    @alinurmolla1897 2 года назад +3

    Good

  • @ragibsheikh6784
    @ragibsheikh6784 2 года назад

    Allaher Sukriy Aday korchi Alhamdulillah

  • @sahabuddinmunshi908
    @sahabuddinmunshi908 Год назад

    Thank you so much for your good advice

  • @skmostaque5697
    @skmostaque5697 2 года назад +3

    Allah onar jannate ek ghar banaben

  • @ragibsheikh6784
    @ragibsheikh6784 2 года назад +1

    Ei Masjid A Amar Namaz porar Soubhagya hoyeche Alhamdulillah

  • @DoinikShomoy
    @DoinikShomoy 2 года назад +2

    অসাধারণ

  • @alinurmolla1897
    @alinurmolla1897 2 года назад +7

    টিপু সুলতান (বা ফতেহ আলী সাহাব টিপু জন্ম: ২০ নভেম্বর, ১৭৫০[১]- মৃত্যু: ৪ মে, ১৭৯৯) ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা। তিনি একজন বীর যোদ্ধা ছিলেন। ইংরেজদের বিরুদ্ধে তিনি বীরত্ব সহকারে যুদ্ধ করেন। তিনি তার শৌর্যবীর্যের কারণে শের-ই-মহীশূর (মহীশূরের বাঘ) নামে পরিচিত ছিলেন।ভারতের স্বাধীনতাকামীতার জন্য তাকে ভারতের বীরপুত্র বলা হয়। তিনি বিশ্বের প্রথম রকেট আর্টিলারি এবং বিভিন্ন অস্ত্র তৈরি করেছিল।তিনি তাঁর শাসনকালে বেশ কয়েকটি প্রশাসনিক উদ্ভাবন চালু করেছিলেন একটি নতুন মুদ্রা ব্যবস্থা এবং ক্যালেন্ডার সহ।পাশাপাশি একটি নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা যা মহীশূরের রেশম শিল্পের বিকাশের সূচনা করেছিল।দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের শাসক ছিলেন টিপু সুলতান ৷ পিতা হায়দার আলী মহীশূর রাজ্যের সেনাপতি ছিলেন ৷ নেপোলিয়ন বোনাপার্ট তার মিত্র ছিল এবং ইঙ্গ-মহীশূর যুদ্ধে সাহায্য করেছিল। শ্রীরঙ্গপত্তনম গ্রামে কাবেরী নদীর একটি ব-দ্বীপে নির্মিত একটি দুর্গ থেকে রাজ্য শাসন করতেন৷ বর্তমানে শ্রীরঙ্গপত্তনম গ্রাম দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের মান্ডিয়া জেলার অন্তর্গত৷ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সঙ্গে যুদ্ধে ১৭৯৯ খ্রিষ্টাব্দে নিহত হন। টিপুর এক সেনাপতি মীর সাদিক বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের সঙ্গে হাত মেলান৷ পরে তার পরিবারের লোকজনকে ভেলোরের দুর্গে বন্দী করে রাখে ব্রিটিশ শাসকরা৷ জানা যায়, ভেলোরে রাজ পরিবারের সদস্যদের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করার পর ১৮০৬ সালে একটি বিদ্রোহ সংগঠিত হয়। সেই বিদ্রোহে ভেতর এবং বাহিরের প্রচন্ড আক্রমণে শতাধিক ইংরেজ সৈন্য সেদিন নিহত হয়। এমন ঘটনা ইংরেজদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার করে। পরবর্তীতে মাদ্রাজ এবং আশ পাশের সৈন্য নিয়ে তারা আবার দুর্গটি দখল করে নেয়। ইংরেজরা ওই সময় ব্যাপক হত্যাকাণ্ড চালায়। প্রতিশোধের নেশায় প্রায় ছয় শতাধিক মানুষকে তারা হত্যা করে বলে জানা যায়। ইংরেজরা এই হামলার জন্য টিপুর পরিবার এবং রাজপুত্রদের সন্দেহ করে। কিন্তু বিদ্রোহে তাদের সম্পৃক্ততার কোনো প্রমাণ তারা উপস্থাপন করতে পারেনি। পরবর্তীতে টিপু সুলতানের পরিবারের একটি বড় অংশকে কলকাতা পাঠিয়ে দেওয়া হয় আর যাদের সন্দেহ করা হয়নি তাদের ভেলোরে রেখে দেওয়া হয়। এখানে যারা নিহত ও মারা যায় তাদেরকে দুর্গ থেকে দুই কিমি দূরের এই টিপু সুলতান গ্রান্ড মসজিদ এর প্রাঙ্গণে সমাহিত করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার সময় টিপু সুলতানের সর্ব কনিষ্ট পুত্র শাহজাদা ওয়াহিদ উল্লাহ সুলতান ঐখান থেকে পালিয়ে বর্তমান বাংলাদেশ এর সুনামগঞ্জে পরিচয় গোপন করে ওয়াহিদ উল্লাহ নামে সেখানে আশ্রয় নেন ।এভাবেই হত্যা, রক্ত আর বিভক্তর ক্ষত নিয়ে টিপু সুলতানের বংশধরেরা ধুঁকে ধুঁকে নিঃশেষ হয়ে ইতিহাস থেকে হারিয়ে যায়

    • @kumar7586
      @kumar7586 Год назад

      Tipu Sultan was NOT a Bengali Muslim. As you mentioned, he was from Mysore in Karnataka state. He was an Urdu-speaking Muslim.
      You people are dead against Urdu-speaking people. Therefore, HOW can you admire people like Tipu Sultan?
      Imagine, had Tipu Sultan been alive in 1947 and migrated to East Pakistan. He would have ended up in a Bihari refugee camp today!
      How can you treat Urdu-speaking Biharis SO brutally and admire an Urdu-speaking Indian Muslim king from South India? This is the height of hypocrisy and shamelessness!

  • @rosetv2725
    @rosetv2725 2 года назад +1

    Good

  • @najrul2111
    @najrul2111 2 года назад +1

    Good

  • @rosetv2725
    @rosetv2725 2 года назад +1

    Good