আধখানা চাঁদ হাসিছে আকাশে - মানবেন্দ্র মুখোপাধ্যায়

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 май 2020
  • আধখানা চাঁদ হাসিছে আকাশে
    আধখানা চাঁদ নিচে
    প্রিয়া তব মুখে ঝলকিছে
    গগনে জ্বলিছে অগণন তারা
    দু’টি তারা ধরণীতে
    প্রিয়া তব চোখে চমকিছে।।
    তড়িৎ-লতার ছিঁড়িয়া আধেকখানি
    জড়িত তোমার জরীণ ফিতায় রানী!
    অঝোরে ঝরিছে নীল নভে বারি
    দুইটি বিন্দু তারি
    প্রিয়া তব আঁখি বরষিছে।।
    মধুর কণ্ঠে বিহগ বিলাপ গাহে,
    গান ভুলি’ তা’রা তব অঙ্গনে চাহে,
    তাহারও অধিক সুমধুর সুর তব
    চুড়ি কঙ্কনে ঝনকিছে।।

Комментарии •