তোমার আমার প্রেম • হাসান সৈয়দের কবিতা • আবৃত্তি- মাহবুবুর রহমান টুনু • Mahbubur Rahman Tunu

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 36

  • @ahandfuloflife1248
    @ahandfuloflife1248 Год назад

    অসাধারন কবিতা ও আবৃত্তি। মুগ্ধ হয়ে শুনলাম 🎉

  • @allabrar3043
    @allabrar3043 11 месяцев назад

    বারবার শুনি

  • @digantabiswas1843
    @digantabiswas1843 Год назад

    বার বার শুনতে ইচ্ছে করে❤️❤️

  • @suparnamondal9978
    @suparnamondal9978 Год назад

    অসাধারণ ❤️❤️❤️

  • @deluwarhossainkhan
    @deluwarhossainkhan Год назад

    ভালো লেগেছে ভাই। 🙏❤️

  • @pinakibaidya6678
    @pinakibaidya6678 Год назад

    খুব সুন্দর দাদা

  • @niloysarkar8602
    @niloysarkar8602 Год назад

    সুন্দর ❤️🌸☘️

  • @ritikaeite4113
    @ritikaeite4113 Год назад

    ভালোবাসা অবিরাম।❤❤❤

  • @reallife704
    @reallife704 Год назад

    আমি আপনাকে ভালোবাসি টুনু ভাই❤️❤️💖💖

  • @azizulkhan3161
    @azizulkhan3161 Год назад

  • @akramhussenhasan9711
    @akramhussenhasan9711 Год назад

    🥰🥰🥰❤️❤️❤️❤️❤️

  • @almamun-jj2rd
    @almamun-jj2rd Год назад

    🖤💮

  • @palash9689
    @palash9689 Год назад

    হাসান ভাই অসাধারণ লেখেনি ❤

    • @Mahbubur_Rahman_Tunu
      @Mahbubur_Rahman_Tunu  Год назад +1

      উনি নিঃসন্দেহে চমৎকার লেখেন। ধন্যবাদ জানবেন

    • @palash9689
      @palash9689 Год назад

      @@Mahbubur_Rahman_Tunu জ্বি ভাই আমার স্কুলের সিনিয়র। ওনার আরও অনেক লেখা পড়িছি। ধন্যবাদ তো অবশ্যই দেই। আপনাকেও ধন্যবাদ যে ভাইয়ের কবিতা এতো সুন্দর করে আবৃত্তি করে সবার নিকট পৌঁছে দিচ্ছেন। ধন্যবাদ টুনু ভাই। ভালবাসা রইলো আপনার জন্য।

  • @swaponvai07
    @swaponvai07 Год назад

    ❤❤❤

  • @khanbadol-yu4zj
    @khanbadol-yu4zj Год назад

    প্রথম কমেন্ট

  • @chyafrin
    @chyafrin 6 месяцев назад

    কবি-দের মনে,অবারিত সৃষ্টি হয়, নতুন নতুন, স্বপ্ন ধারা, দু
    চোখ বন্ধ করলে আরও সীমা
    হীন সৃষ্টি হয়,অসম্ভব, অসমাপ্ত
    সবকিছুই,

  • @writer1n
    @writer1n Год назад

    ভাইয়া আমার একটা কবিতা আপনার কন্ঠল শুনতে চাই। পিলিজ রিপ্লাই করবেন ভাই

  • @pinakibaidya6678
    @pinakibaidya6678 Год назад +1

    দাদা লিরিক্স টা দিলে খুব ভালো হয়

    • @Mahbubur_Rahman_Tunu
      @Mahbubur_Rahman_Tunu  Год назад +1

      তোমার আমার প্রেম
      হাসান সৈয়দ
      শুধু তোমাকে পাবার জন্য,
      তোমার ভালোবাসার কুসুম কোমল স্পর্শ পেতে,
      তোমার নীল অতলান্ত চোখে চোখ রেখে হারিয়ে যেতে,
      রুপালি জোছনায় ছায়ামাখা কপাল, কপোল ,গ্রীবায় ;
      বহু শতাব্দী অপেক্ষারত আমার তপ্ত নিঃশ্বাস ফেলতে,
      অপেক্ষার দুর্বিষহ আগুনে পোড়া
      এই হৃদয়ের নিভৃত ঝলসানো বারান্দায়
      তোমার ভালবাসার সামান্য পরশ পেতে,
      আমি কতকাল-কত শতাব্দী হেঁটে চলেছি-
      হরপ্পা,মহেঞ্জোদারো,মেসোপটেমিয়া, ব্যাবিলনীয় সভ্যতার ফার্ণ শ্যাওলা ঘেরা বিবর্ণ সবুজ রাজপথে!
      তোমার উপমা খুঁজতে হায়ারোগ্রিফিক চিত্রলিপি,ফিনিশীয় বর্ণমালায় রেখেছি আমার আণুবীক্ষণিক চোখ।
      প্রিয়তমা,তুমি এতদিন কোথায় লুকিয়ে ছিলে?
      তোমাকে খুঁজে পেতে আমি টুকরো টুকরো করেছি হিরোডোটাসের মস্তিষ্ক মন!
      প্রিয়তমা,বিশ্বাস করো-শুধু তোমাকে পেতে দেবরাজ জিউসের দরবারে গিয়েছি শত শত বার!
      সূর্যদেব অ্যাপলোকে খুঁজে দিতে বলেছি তোমার লাল ওড়না-আমার প্রেমের বেদী!
      সমুদ্রের দেবতা পোসিডন থেকে লুট করেছি সর্বশ্রেষ্ঠ ঝিনুকের হিরন্ময়ী মুক্তোর মালা!
      চন্দ্ররাতে রুপালি আলোয় মাতাল বাতাসে তোমার গলাতে পরাবো বলে।
      প্রস্তর,তাম্র,লৌহ যুগের কোনায় কোনায় খুঁজে তৈরি করেছি এক সুবিশাল দুর্ভেদ্য দুর্গ,
      চৈনিকদের কাছ থেকে শিখেছি রণকৌশল,
      নিয়েছি আগ্নেয়াস্ত্র, গান পাউডার ব্যবহারের ভয়ংকর প্রশিক্ষণ;
      শুধু তোমাকে রক্ষা করার জন্য প্রিয়তমা!
      মনে রেখো প্রিয়তমা,তোমাকে রক্ষার জন্য এই হৃদয়ের শেষ রক্তবিন্দুই যথেষ্ট!
      তোমার নগ্ন শরীরের অপার সুষম সৌন্দর্য অবলোকন করতে,
      দুর্নিবার বিমোহিত প্রেমের কামার্ত পূজা দিতে,
      সৌরজগতের গ্রহ নক্ষত্রের কাছ থেকে ছিনিয়ে এনেছি চিরপ্রভা মায়াবী আলো,
      যে আলোয় রূপ জৌলুসে তুমি- মহাবিশ্বের,দেবরাজের,স্বর্গের,আমার হৃদয়ের রানি হবে;
      তোমার রুপের পূজো দিতে দিতে আমি কাটিয়ে দেবো কোটি কোটি আলোকবর্ষ।
      পৃথিবীর জরা,মরা,হিংসা-বিদ্বেষ,যুদ্ধ থামাতে তোমাকে নিয়ে লেখা আমার একটি কবিতাই যথেষ্ট।
      বহু শতাব্দীর প্রতীক্ষা শেষে,
      প্রতীক্ষার ঘনঘোর অন্ধকারের শেষে,
      তোমার আমার পবিত্র নিসর্গ মিলনের পরিতৃপ্ত নিঃশ্বাসই পারে নিষ্ক্রিয় করতে উদ্যত পৃথিবীর অজস্র পারমাণবিক বোমা!
      তোমার আমার প্রেমের ছায়ানাট্য অস্কার জিতবেই জিতবে;
      তোমার আমার প্রেমের কবিতা নোবেল জিতবেই জিতবে;
      তুমি আমি পৃথিবীর অস্তিত্ব হয়ে বেঁচে থাকবো অনাদি অনন্তকাল নক্ষত্রের ছায়াবিথীতলে।

  • @writer1n
    @writer1n Год назад

    ভাই আমার লেখা একটা কবিতা আপনার কন্ঠে আপনার চ্যানেলে শুনতে চাই
    এখানে আপনার মন্তব্য কি?

  • @কবিতাএবংতুমি

    আমার লেখা কবিতা,আপনার কণ্ঠে আবৃত্তি করাতে চাই। যোগাযোগ করবো কি ভাবে

  • @sumonsutradhar600
    @sumonsutradhar600 Год назад

    অসাধারণ ❤❤❤

  • @habiburrahman490
    @habiburrahman490 Год назад

    ❤🌺