Kamarpukur Jairambati Tour|Jayrambati Kamarpukur Tour|1 Day Trip From Kollkata

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 12

  • @dollybasu6148
    @dollybasu6148 8 месяцев назад +1

    গতকাল ই আমরা ঘুরে এসেছি। কুপন তো খাওয়া র ঘরে নিয়ে নিয়েছে প্রমাণ কি ভাবে দেবো।

    • @travellervi
      @travellervi  8 месяцев назад

      ও দারুণ, জায়গাটি। বাঙালির সেরা একদিনের বেড়ানোর জায়াগা।
      যাইহোক, প্রমাণ দেওয়া দরকার। আমরা চেষ্টা করছি প্রায় নিখুঁত তথ্য দেওয়ার।
      শুভেচ্ছা নেবেন। চলুন অন্য কোথাও অন্যকোনোখানে।

  • @suparnadutta449
    @suparnadutta449 8 месяцев назад +1

    Return train time janale bhalo hoto

    • @travellervi
      @travellervi  8 месяцев назад

      দুপুর ১ টা, সন্ধ্যা ৭ টা, রাত ৯ টা- মোটামুটি এইরকম। তবুও যাওয়ার সময় গোঘাট স্টেশনে একটু জিজ্ঞেস করে নিলে আরও ভালো কারণ, আরামবাগ লোকাল, তারকেশ্বর লোকালে এসেও হাওড়া ফেরা সহজ হবে।
      শুভেচ্ছা নেবেন। চলে আসুন। ভালো লাগবে।

  • @daliadas4207
    @daliadas4207 8 месяцев назад +2

    সব ভালো এবং খুব ভালো জায়গা কিন্তু মঠের স্টাফদের ব্যবহার একদম ভালো না । ঠিক সেই এরকমই ওখানকার ভোগের ব্যবস্থা। আমি বলবো আপনারা ঐ জায়গা থেকে ঘুরে আসুন কিন্তু খাওয়া দাওয়া বাইরে সেরে নিন। 🙏🙏🙏

    • @travellervi
      @travellervi  8 месяцев назад +2

      এটা নির্ভেজাল সত্যি। বলার জন্য শুভেচ্ছা। তবে, অন্য জনপ্রিয় এইধরনের প্রতিষ্ঠানে এই ব্যাপারটা আরও সাংঘাতিক।
      তাও বলি, আমরা যারা বেড়াতে ভালবাসি, ওসব পাত্তা দিই না।
      চলুন বেড়িয়ে আসি।

  • @AditiRoy-se5eh
    @AditiRoy-se5eh 8 месяцев назад +1

    Ferar train kokhon

    • @travellervi
      @travellervi  8 месяцев назад

      আগের কমেন্টেই বলা আছে। তবুও, দুপুর ১ টা, বিকেল ৪ টে, সন্ধ্যা ৭ টা এবং রাত ৯ টা নাগাদ। মোটামুটি এইরকম।
      খুব ভাল হয়, স্টেশনে নেমেই টোটো-অটো বন্ধুদের সঙ্গে কথা বলে নেওয়া, তাহলে কিছু বেশি সময় কাটানো যায়। কারণ, গোঘাট থেকে তারকেশ্বর, শেওড়াফুলি ইত্যাদি লোকাল থাকে।
      একবেলা একটা সুন্দর বেড়ানোর অগ্রিম শুভেচ্ছা।

  • @dollybasu6148
    @dollybasu6148 8 месяцев назад +1

    ভোগের মূল্য অবশ্য ই নেওয়া হয়। 40/-- per head.

    • @travellervi
      @travellervi  8 месяцев назад +1

      সবিনয়ে জানাই, ভুল তথ্য দিলেন ; হয়তো অজান্তেই।
      না, কোনও ভোগ- মূল্য নেই এখানে অন্য কিছু এমন টাইপ জায়গার মতো - যা আমারা অনিচ্ছা সত্ত্বেও গিয়েছিলাম। খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল। কত রকম 'ভোগ'- কত রকম মূল্য!!
      আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অল্প প্রমাণ দরকার। দিতেই পারেন।
      স্বাগত। শুভেচ্ছা।

  • @chandana4723
    @chandana4723 8 месяцев назад +1

    Doler din khola thkbe kina blte parben?

    • @travellervi
      @travellervi  8 месяцев назад

      রোজ খোলা থাকে বলেই জানি। দোলের দিনও।