পরপর তিনবার বিসিএস দিয়েও যিনি হেরে গেলের জীবনের কাছে হেরে গেলেন। Bangla motivational video|
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Emran Hossen Sumon.
আমাদের ফেইসবুক পেইজ লিংক - / sumon.emranhossen
স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনার নাম হচ্ছে পল্লব বসু বাপ্পি, ৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন, ৪১তমতে বিসিএসে খাদ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং গতকাল ৪৩তম বিসিএসের রেজাল্ট দিয়েছে। উনি প্রশাসন ক্যাডারে ২৮তম হয়েছেন।
কিন্তু দুঃখের বিষয় উনি আর দুনিয়াতে নেই। ২০ ডিসেম্বর রাতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন। এই যে দিনরাত পরিশ্রম করে রাতের পরপর রাত নির্ঘুম কাটিয়ে নিজেকে ওমন একটা অবস্থানে নিয়ে গেছেন, কিন্তু তার ফলটা ভোগ করে যেতে পারেননি। আসলে জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে বেঁচে থাকা। উনার প্রোফাইলের পিন পোস্টের একটা লাইনে চোখ আটকে গেলো
পোস্টটা আপনাদের পড়ে শুনাই ।
সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ৪১ তম বিসিএস হতে খাদ্য ক্যাডারে সহকারী খাদ্য নিয়ন্ত্রক হিসেবে সুপারিশপ্রাপ্ত হলাম৷ আমি মানুষটা সর্বদা পছন্দের খাবার খেতে ও খাওয়াতে ভালোবাসি। সহকারি খাদ্য নিয়ন্ত্রক হিসেবে এখন দেশের হাজারো সাধারণ মানুষের জন্য সুষ্ঠুভাবে খাদ্য সরবরাহের দায়িত্ব মাথায় এলো। এই সামান্য অর্জনের পুরো কৃতিত্ব আমার পরিবার, আত্মীয়জন ও বন্ধুমহলের যারা সর্বদা আমাকে প্রেরণা যুগিয়েছেন৷ আশীর্বাদ করবেন যেন এই চলার পথের সর্বশেষ গন্তব্য এটাই না হয় 🙏🙏
অথচ দেখুন ৪ মাসের ব্যবধানে উনি পরকালের ডাকে সাড়া দিলেন।
আমরা যারা বেঁচে আছি এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা, তাই জীবনে কি করতে পেরেছেন কি করতে পারেননি এসব নিয়ে হতাশ না হয়ে এসবের জন্য নিজেকে শেষ করে না দিয়ে বেঁচে থাকুন।
কে আপনাকে ছেড়ে গেলো কি পেলেননা এসব নিয়ে ভাবা বন্ধ করুন। এমনো তো হতে পারে ওই জিনিসটা পাওয়ার পর ওই জিনিসটার ফল ভোগ করার আগেই আপনাকে পাড়ি জমাতে হলো পরকালে। আপনি আপনার মতো চেষ্টা করে করে যান, পেলে শুকরিয়া না পেলেও শুকরিয়া।
খুব ছোট একটা জীবন আমাদের, কে কখন মৃত্যুর ডাকে সাড়া দিবো আমরা কেউই জানিনা।
তাই যে কদিন বেঁচে থাকেন চেষ্টা করবেন কারো মনে কষ্ট না দিয়ে নিজের অহংকারকে দমিয়ে রেখে বেঁচে থাকতে। সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন।
#bangla_motivational_Video
#bangla_motivational_status
#motivation
#অনুপ্রেরণামুলক_ভিডিও
#মটিভেশনাল_ভিডিও