আইসিসি ট্রপি ১৯৯৭ 🏆 ফাইনাল ম্যাচ 🏏বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় দিন💗

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 377

  • @Dgfi-f9i
    @Dgfi-f9i 6 месяцев назад +143

    এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন বাংলাদেশ জাতীয় দলের।

  • @ShohelRana-ly8xk
    @ShohelRana-ly8xk 6 месяцев назад +115

    হাতে হাতে রেডিও ছিলো মোবাইলের মতো, আমিও একটা ছোট মোবাইলের মতো রেডিও কিনে খেলা শুনতে শুনতে হটাৎ ছক্কার কথা শুনে খুশিতে চলন্ত রিক্সা থেকে লাফ দিয়ে পড়ি, ওহ কি দারুন ছিলো সেই মুহুর্তটি।

    • @AnwarHossain-w9g
      @AnwarHossain-w9g 4 месяца назад +5

      আমরাও রেডিওতে খেলা দেখছি,ছক্কার কথা শুনে টক্কা মারতাম,জয়ের খবর শুনে হাইওয়ে রাস্তায় রং মারামারি শুরু করে দেয়েছি।

  • @Rashidulkarim
    @Rashidulkarim 7 месяцев назад +143

    এই ম্যাচের পর থেকেই মূলত বাংলাদেশে ক্রিকেট নামের খেলাটি তুমুল জনপ্রিয় হয়ে উঠে।

    • @indiaworld8278
      @indiaworld8278 6 месяцев назад +1

      Janapriyo hoye ar ki holo, sei to mathe neme bangladeshira match e hare ar nongrami kore

    • @farhanmahmudhimel1403
      @farhanmahmudhimel1403 6 месяцев назад

      ​@@indiaworld8278nongrami Indiao kom korena, tai nijer dosh dheke onner dosh khujte jaienna

  • @MohammadHoli-in7nk
    @MohammadHoli-in7nk 6 месяцев назад +98

    ১৯৯৭ সাল আহ,সেই ম্যাচে উপস্থিত থাকা আজ কতো মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে মাটির সাথে মিশে গিয়েছে😭ভাবতেই অবাক লাগে কত মানুষ ছিলো উপস্থিত মাঠে আর সেই অনেক মানুষ দুনিয়াতে নেই😭

  • @SwopnoNill
    @SwopnoNill 6 месяцев назад +34

    এটাই বাংলাদেশ এর ক্রিকেট ইতিহাসের সবচে স্মরণীয় ম্যাচ। পুরো খেলা টা রেডিও তে শুনেছিলাম, পরে টিভি তে দেখেছি।

  • @AzizulHakim-ym6rk
    @AzizulHakim-ym6rk 6 месяцев назад +52

    কে কে আমার মত কমেন্ট পড়তে আসছেন এবং ঐ সময়ের কথা স্বরণ করে চোখের সামনে ভাষায়ছেন.মন আবার ফিরে চায়ছে ঐ দিন গুলি.যতবার দেখি বিরক্ত হই না

  • @marufmansur4751
    @marufmansur4751 6 месяцев назад +75

    চোখে পানি এসে গেল। বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি!

    • @isaacnewton4277
      @isaacnewton4277 6 месяцев назад +3

      দেশপ্রেম কী শুধু ক্রিকেটে জেগে উঠে নাকি? দেশটা যে ইন্ডিয়ার অঙ্গরাজ্যে পরিণত হয়েছে সেই খেয়াল আছে?

    • @jahednizami9221
      @jahednizami9221 6 месяцев назад

      একহজন পাওয়ার গেছে, আপনিই একমাত্র দেশপ্রেমিক যাদের বংশধর ৭১ সালে পাকিস্তান জিন্দাবাদ বলেছিলো​@@isaacnewton4277

    • @durontosaddam2105
      @durontosaddam2105 6 месяцев назад

      আপনার মনে হয় আভেগে লারা দিছে নইলে পানি আসতোনা

    • @muhammadismail1690
      @muhammadismail1690 3 месяца назад

      SAME TO U

  • @md.salahuddin7482
    @md.salahuddin7482 6 месяцев назад +45

    তখন ক্লাস ৪ এ পড়ি। সারাদিন মাঠে ব্যাট বল নিয়ে পড়ে থাকতাম! আহা! কী সুন্দর ছিল আমাদের শৈশব।

    • @MuradUzzman
      @MuradUzzman 6 месяцев назад +1

      আমি ৮ এ পড়ি,তখন খুব ক্রিকেট খেলতাম

    • @rokonzaman-y5g
      @rokonzaman-y5g 6 месяцев назад

      আমিও ক্লাস ৪ পড়ি তখন সারাদিন তো ব্যাট বল নিয়ে থাকতাম আহ সেই সব দিন খুব মিস করি

    • @rakomarisomahar239
      @rakomarisomahar239 5 месяцев назад

      সিক্সে পড়ি

  • @muzahidulalam9619
    @muzahidulalam9619 4 месяца назад +3

    পূরোনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @mohammadullahbhuiyan7213
    @mohammadullahbhuiyan7213 6 месяцев назад +19

    স্মরণীয় একটা মুহূর্ত
    সম্পূর্ণ খেলা রেডিওতে শুনেছিলাম

  • @Myname-rg9mw
    @Myname-rg9mw 6 месяцев назад +7

    সত্যি, কারেন্ট চলে গিয়েছিল ঐ সয়য়। আজ থেকে 26 বছর আগের কথা.. কিন্তু মুহূর্তটা অসাধারণ। রেডিও ছিল একমাত্র ভরসা। আর আজকে হাতে হাতে লাইভ ম্যাচ, কিন্তু পাতানো খেলা আর জুয়ার আরেক নাম হয়ে গেছে ক্রিকেট। আফসোস হয় খুব।

  • @mofazzalhosen1121
    @mofazzalhosen1121 4 месяца назад +2

    আজকে এই খেলাটা দেখে চোখ দিয়ে পানি চলে আসলো সত্যিই অনেক আনন্দ মুহূর্ত ছিল। এই বাংলাদেশকে অনেক ভালোবাসি। 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤❤😢

  • @mdrayhan6319
    @mdrayhan6319 6 месяцев назад +28

    খেলার পরে যে মিছিল করছিলাম তা জীবনেও ভুলব না।মিছিলের পরে আমাদের সুইটি বিস্কিট দিছিল।

    • @uzzalhasan3122
      @uzzalhasan3122 6 месяцев назад

      হাসলাম একটু ভাই 😁😁মন খুলে ❤️❤️‍🩹❤️❤️‍🩹

    • @AponKhan-xc1km
      @AponKhan-xc1km 4 месяца назад

      আমরা খেয়েছি বেলা বিসকুট

  • @drmanikroton8624
    @drmanikroton8624 6 месяцев назад +244

    খেলার শেষ মুহূর্তে কারেন্ট না থাকায় আমরা রেডিওতে ধারাভাষ্যকারের মাধ্যমে শুনতে ছিলাম। সে এক অন্য লেভেলের অনুভূতি;যা বলে বোঝানো সম্ভব নয় 🥰 আমরা পুরো এলাকায় রং ছিটিয়ে মিছিল করেছিলাম 💕🥰

    • @anifxtutorialsite
      @anifxtutorialsite 6 месяцев назад +17

      এই খেলা সরাসরি বিটিভি সম্প্রচার করেনি। হাইলাইটস দেখিয়েছিল। আপনি কি স্টার স্পোর্টসে দেখেছিলেন?

    • @khalidshams2060
      @khalidshams2060 6 месяцев назад +5

      Sotti to current chole gechilo. Tokhon ami mirpur a thaktam.

    • @FM00038
      @FM00038 6 месяцев назад +23

      আমরা মফস্বলে থাকতাম। সেখানেও ঐ সময় কারেন্ট চলে গিয়েছিল। রেডিও অফ, ব্যাটারি সিস্টেম ছিল না। পরে রাস্তায় এক প্রাইভেট কার আটকিয়ে সেটার রেডিও ছেড়ে দরজা খুলে সবাই চারপাশে ঘিরে কমেন্ট্রি শুনেছিলাম।
      কিন্তু একটা কথা, এই ম্যাচ বাংলাদেশের জন্য বাচামরার ছিল না কিন্তূ প্রেস্টিজিয়াস ছিল যদি চ্যাম্পিয়ন হতে পারে। বাংলাদেশ ততক্ষণে ওয়ার্ল্ডকাপে খেলার টিকেট কনফার্ম করে ফেলেছিল সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে। এই টূর্ণামেন্টে বাংলাদেশের জন্য সবচে স্বরণীয় ম্যাচ ছিল হল্যান্ডের সাথে বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচ যেটা হারলে বা ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশ টুর্ণামেন্ট থেকে ছিটকে যেত, খেলা হত না সেমিফাইনালে। সেই ১৯৯৪ সালের আইসিসি ট্রফির মতো যেখানে কেনিয়ার সাথে ১৩ রানে হেরে উপমহাদেশে ওয়ার্ল্ডকাপ খেলার স্বপ্ন যেদিন মরে গিয়েছিল। কি যে কষ্ট পেয়েছিলাম সেই দিন। রেডিওতে কমেন্ট্রি শুনতে শুনতে কান্নায় চোখ ভেসেছিল। যদিও কেনিয়ের ২৯৫ রান তাড়া করতে গিয়ে দারুণ সুচনা ছিল বুলবুল আর জাহাঙ্গীর এর। যাই হোক ১৯৯৭ এ হল্যান্ডের সাথে সেই ম্যাচ যখন বৃষ্টির জন্য আটকে যায় তখন বাংলাদেশের অবস্থাও খারাপ ছিল। বৃষ্টি থামলে মাঠ শুকানোর জন্য বাংলাদেশের সব খেলোয়াড়, কোচ মাঠে নেমে গিয়েছিলেন। তারপর আকরাম খানের ৬২ রানের সেই বিখ্যাত ইনিংস। সাথে মনি ও সাইফুলের সাপোর্টিং দুটো ইনিংস যাতে অত্যন্ত মূল্যবান দুটো পার্টনারশিপ হয়েছিল। সেইদিন জেতার পর বাংলাদেশের কনফিডেন্স অনেক উপরে চলে গিয়েছিল যাতে সেমিফাইনালে স্কটল্যান্ডকে হেসে খেলে হারিয়েছিল। সেই ম্যাচে আকরাম খান সেই অবিস্মরণীয় ৬২ রানের ইনিংস না খেললে সেই টুর্ণামেন্ট থেকে তখনই ছিটকে যেত। খেলা হতো না তারপরের ওয়ার্ল্ডকাপে। বিলম্বিত হতো ব্যাক টু ব্যাক ওয়ানডে ও টেষ্ট স্ট্যাটাস পাওয়া। তাই আমার কাছে সব সময়ই মনে হয় বাংলাদেশের ক্রিকেটের এই সামনে এগিয়া যাওয়া আজও দাঁড়িয়ে আছে আকরাম খানের সেই ৬২ রানের উপর। কিন্তু এখনকার প্রজন্মের কতজনই বা সেই ইতিহাস জানে কিংবা আগের প্রজন্মের কতজনই বা সেই ইনিংস মনে রেখেছে। সেই ম্যাচ নিয়ে মিডিয়াতে পরে কখনও কোন আলোচনাও শুনিনি। ভাল থাকুক বাংলাদেশের ক্রিকেট।

    • @nurullahrubel8995
      @nurullahrubel8995 6 месяцев назад +8

      তার ৩ বছর পর আমি পৃথিবীতে আগমন করি

    • @mdsatu3799
      @mdsatu3799 6 месяцев назад +8

      আমরা পুরো খেলা রেডিও তে শুনছিলাম সেকি অনুভূতি বলে বোঝানো যাবেনা আবার যদি সেই দিনটা ফিরে পেতাম

  • @সায়মাসালসাবিল
    @সায়মাসালসাবিল 4 месяца назад +7

    এখন যারা জাতীয় দলে খেলে, তাদের চেয়ে বহুগুন ভাল খেলা ছিল এটি।

  • @theblack4207
    @theblack4207 6 месяцев назад +21

    আমি ক্লাস ওয়ানে ছিলাম।কিন্তু বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যেদিন জিতেছিলো আমার চাচারা আমায় কোলে নিয়ে রেডিওতে শুনছিলাম।। আহ কি মধুর ছিলো দিনগুলো

    • @kaieskas61
      @kaieskas61 6 месяцев назад

      Ami class 7 ay cilam ESPN khela ta dekhacilam ak sas rudhokor khela
      Amar aj pojonto best win Bangladesh ar modde ay rokom khela akhon r painai.

    • @fuadhasan2506
      @fuadhasan2506 6 месяцев назад +1

      Ami tar porer bosor jonmaise😂

    • @Nihalbinsumon
      @Nihalbinsumon 5 месяцев назад

      class seven a cilam

    • @ShohelRana-ly8xk
      @ShohelRana-ly8xk 4 месяца назад

      Ssc chilo amader

  • @shaifulsium948
    @shaifulsium948 6 месяцев назад +10

    এই খেলার আনন্দের ঢেউ বাংলার প্রতিটি পথ প্রান্তরে উৎসবে পরিনত হয়েছিল....

  • @oliveislam6735
    @oliveislam6735 6 месяцев назад +2

    আগের এই দিনগুলো কত সুন্দর ছিল মানুষের উপর মানুষের ভালোবাসা ছিল দয়া ছিল আনন্দ

  • @mahbubulalom6986
    @mahbubulalom6986 5 месяцев назад +4

    আগের যুগের খেলায় খুব আনন্দ লাগতো,

  • @md.akramkhan5249
    @md.akramkhan5249 6 месяцев назад +2

    সেই দিনের মুহূর্তা ছিল অন্যরকম সেদিন খুব স্বল্প সংখ্যক ঘরেই টিভি ছিল। রেডিওতে ইসলামপুর থেকে শুনছিলাম আমাদের দেশ জেতার পর মনটা ভরে গিয়েছিল। কিছুক্ষণ পরে সবাই উল্লাসে ফেটে পড়ে এবং পুরো দেশে রং খেলায় মেতে উঠে সেই মুহূর্তটা ছিল অন্যরকম যা ভাষায় প্রকাশ করা যাবে না

  • @BShah-ep4kf
    @BShah-ep4kf 4 месяца назад +2

    সম্ভবত তখন বিটিভি খেলা টি প্রচার করেনি তাই আমাদের দেখার উপায় ছিলনা কারন সে সময় আমাদের এলাকায় ডিসএন্টিনাই ছিলনা, তার ওপর স্কুলে যাওয়ার চাপ।স্কুল ড্রেস পড়ে স্কুল না গিয়ে চুরি করে এক মুদি দোখানদার আঙ্কেলের সাথে তার দোখানের সামনে বেঞ্চে বসেই গোটা খেলাটি রেডিওতে মনোযোগ দিয়ে শুনেছি।ঐ দিন বাদে আমি কোন দিনই এতসময় ধরে রেডিও শুনিনি।চিরস্মরণীয় মুহুর্ত বাংলাদেশের প্রয়োজন ১ বলে ১ রান। ব্যাট করছেন হাসিবুল হোসেন শান্ত...… আহ কি মধুর স্মৃতি ❤

  • @abulkashemdubai2007
    @abulkashemdubai2007 6 месяцев назад +2

    এই ম্যাচটা যখন রেডিওতে শুনেছি আমার বয়স ১১ বছর ক্লাস সিক্স এ পড়ি। গ্রামে বিদ্যুৎ ছিল না টিভিও ছিল না।

  • @alauddinmolla7687
    @alauddinmolla7687 6 месяцев назад +2

    এরকম আনন্দ বাংলাদেশের ইতিহাসের আনন্দ বাংলাদেশের ইতিহাস আর কখনো হয়নি

  • @a.s.m.rahamotullah9256
    @a.s.m.rahamotullah9256 4 месяца назад +4

    আমি রেডিও তে শুনেছিলাম পুরো ম্যাচ।
    জাফরুল্লাহ চৌধুরী এবং শামিম আশরাফ চৌধুরীর কন্ঠে শুনেছিলাম সেই ধারাবিবরণী।

  • @MdrafiSekh-uj9ti
    @MdrafiSekh-uj9ti Месяц назад

    পশ্চিমবঙ্গ থেকে সেদিন আমিও ঐতিহাসিক ঐ খেলা রেডিওতে শূনেছিলাম। তখন আমি বাংলাদেশের খুব ভক্ত ছিলাম। আতাহার আলী খান, মহঃ রফিক, আমিনুল ইসলাম বুলবুল এদের খেলা খুব ভালো লাগতো। ভারতের খেলা থাকলে বাবা আর আমি শুনতাম কিন্তু বাংলাদেশের খেলা আমি একাই শুনতাম। যখন থেকে বাংলাদেশীরা পাকিস্তানের ভক্ত হলো তারপর আর বাংলাদেশী দের ভালবাসি না। তবে খান সাহেব রফিক ভাই বূলবুল ভাই বাংলাদেশের ক্রিকেটকে যে উচ্চতায় নিয়ে গেছেন তা ভোলার নয়। এখনও ভাবি রফিক ভাই তখনকার দিনের নামকরা বোলিং সামলে 10, 15 বলে 25, 30 রান করতেন আর দু তিনটি উইকেট তো নিতেন ই। আর আজ বাংলাদেশ অহংকারের ফল ভোগ করছে।

  • @TheCnfTvcom
    @TheCnfTvcom 6 месяцев назад +12

    ঐ সময় রেডিওতে চৌধুরী জাফরুল্লাহ শরাফত এর ধারাভাষ্য শুনেছিলাম।
    আর আজ প্রথম খেলাটি দেখলাম। অনেক আনন্দ পেলাম। তবে আকরাম খানের ৬ মারা ও বল হারানোটা ছিলো বেশি আনন্দদায়ক।
    সেটাও আজ দেখার সৌভাগ্য হলো।
    ধন্যবাদ মাছরাঙ্গা টিভিকে

    • @md.asifhossain6868
      @md.asifhossain6868 6 месяцев назад

      খোদাবক্স মৃধা ভাই ছিলেন 😀

  • @misterjayenkan
    @misterjayenkan 7 месяцев назад +7

    সেই ভালোবাসার স্মৃতি

  • @rockcobra2706
    @rockcobra2706 2 месяца назад

    Akram khan ,Mohammed rafiq,khaled mahmud sujon ebong aro jara chilen oi match e eder ei obodane Bangladesh aj atodhur obdhi asche. We are proud of them

  • @MdRiazul-fj2ij
    @MdRiazul-fj2ij 5 месяцев назад

    অসাধারণ মুহূর্ত ছিল আজও মনে হলে অনেক আনন্দ লাগে মনে

  • @MdShoyab-oo2qx
    @MdShoyab-oo2qx 6 месяцев назад +2

    এ-ই খেলার দুই বছর পরে আমার জন্ম হইছে, কিন্তু এখন দেখতে পারলাম অনেক ভালো লাগছে

  • @zinnazinna3639
    @zinnazinna3639 Месяц назад +1

    রেডিওতে ধারাভাষ্য শুনেছিলাম চৌধুরী জাফরউল্লাহ শারাফাত খোদা বক্স মৃধার কন্ঠে অনেক মিস করি সেই দিনগুলোকে

  • @md.abulkalamazad7568
    @md.abulkalamazad7568 4 месяца назад

    সে দিনের খেলাটা সরাসরি মাঠে ছিলাম। সে এক অনুভুতি যাহা ভাষায় বুঝানো যাবে না। মাঠে নেমে হাজার বাংলাদেশী কেঁদেছে । আনন্দের মাঝেও একধরনের কান্না আছে

  • @bumblebee2956
    @bumblebee2956 Месяц назад

    Without D/L Bangladesh had no chance that day. One of the best day for us🎉

  • @mdsyfuddin4405
    @mdsyfuddin4405 5 месяцев назад

    এই ম‌্যা‌চের সবাই‌কে দা‌য়িত্ব দি‌লে জাতীয় দ‌লে ভাল কিছু হ‌বে!

  • @rokonuzzaman1615
    @rokonuzzaman1615 6 месяцев назад +1

    আমি এই খেলার সাক্ষী। খুব খুব আনন্দ করেছিলাম সেদিন।

  • @simulsimul466
    @simulsimul466 2 месяца назад

    সে সময় খেলা বিদেশে হলেও পুরা বাংলাদেশ ছিলো একটা আসতো গ্যালারী।
    আহারে মানুষের ভালোবাসা

  • @AbdusSalam-zt7yi
    @AbdusSalam-zt7yi 6 месяцев назад +1

    The pioneers of Bangladesh Cricket. Respect to you all.

  • @topuahamed5803
    @topuahamed5803 6 месяцев назад +2

    তামিমের ব্যাটিং আর আকরামের ব্যাটিং একদম সেইম,,,চাচা ভাতিজা বলে কথা,,পার্থক্য শুধুমাত্র হাত স্টাইলে

  • @towfiqahmed3217
    @towfiqahmed3217 28 дней назад +1

    সেই শৈশবের স্মৃতি মনে করে চোখে পানি চলে আসলো। তখনকার সময় কিশোরগঞ্জে আম গাছের নিচে আখড়া বাজার গাড়ির গ্যারেজ ছিল আম নিয়ে বসে খাচ্ছিলাম তখন আম চিলতে শামুক দিয়ে তৈরি সিনাই ব্যবহার করতাম। শেষ মুহূর্তে জিতে আমরা মিছিল বের করলাম কত মানুষ রাস্তায় চকলেট দিলো রঙের খেলা হলো চোখের সামনে এখনো ভাসতেছে সেই দিনগুলি

  • @muhammadhannan6296
    @muhammadhannan6296 6 месяцев назад +5

    সেই দিন আকরাম খানের চোখের আনন্দ অশ্রু আজও আমার চোখে ভাসে।

  • @MdKarim-t7q
    @MdKarim-t7q 5 месяцев назад +1

    মনে পরে গেলেও শেই দিনটার কথা ১বলে ১রান হাসিবুল হোসাইন। সান্ত ❤❤

  • @wallmartstellgaleryandalum5535
    @wallmartstellgaleryandalum5535 23 дня назад +2

    এই খেলা দেখলে তৎকালীন ক্রীড়া মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরর কথা মনে পড়ে। তার মন্ত্রীত্রে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে

  • @MasudRana-if6xr
    @MasudRana-if6xr 6 месяцев назад +6

    দারুন ছিল ম্যাচটি,,, আকরাম জিতিয়েছেন ❤

    • @mahfuzurrahman133
      @mahfuzurrahman133 6 месяцев назад

      রফিক, নান্নু, আকরামের অবদান বেশি। আইসিসি ট্রফির ইতিহাসে পুরো টুর্নামেন্ট গবেষণা করলে দেখবেন সবদিক মিলিয়ে নান্নু এক নাম্বারে থাকবে।

  • @abdullahsafikuddinahmed4062
    @abdullahsafikuddinahmed4062 6 месяцев назад +3

    বাংলাদেশ জাতীয় পুরুষ 🏏 দলের এটাই সবচেয়ে বড় অর্জন। আর যেটাও পুরুষ 🏏 ইভেন্ট-এ বড় সফলতা এসেছে তাও বয়সভিত্তিক বিশেষ করে অনূর্ধ্ব-১৯ দলের।

  • @MohammedImranHossain-y6o
    @MohammedImranHossain-y6o Месяц назад

    অসাধারণ মূহুর্ত!

  • @magla-w3e
    @magla-w3e 6 месяцев назад +1

    আমি সেদিন রেডিওতে জাফরুল্লাহ শরাফতের ধারাভাষ্য শুনছিলাম

  • @MdArif-d1g7m
    @MdArif-d1g7m 6 месяцев назад +12

    আমরা চৌধুরী জাফরুল্লাহ শরাফত এর ধারাভাষ্য শুনতাম। খেল শেষে সবাই রং খেলা করেছি। এটা একটা ঐতিহাসিক মূহুর্ত ছিল।

  • @RayhanAhmed-r5o
    @RayhanAhmed-r5o 21 день назад

    ক্লাস 7 এ পড়ি তখন রেডিও শুলছিলাম মালয়শিয়ার কুয়ালালামপুর কিলাত কিলাব মাঠে থেকে চৌধুরি জাফরউল্লাহ শারাফাত কানে ,এখনও ভেসে উঠে।কি যে নাচানাচি করেছিলাম ওইদিন। মিছিল করেছিলাম এলাকায়। এ ম্যাচের এক ম্যাচ আগে নেদারল্যান্ডস ইমপর্টেন্ট ম্যাচ আকরাম খানে অনবদ্য ৬৮ রানের ইনিংসটি অনেক গুরুত্বপূর্ণ ছিল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে।

  • @mdabdulhamid6143
    @mdabdulhamid6143 6 месяцев назад +7

    আমার শৈশব খুবী ভালো ছিল। যদি আগের দিন ফিরে পেতাম

  • @AbdurRahman-wg9ri
    @AbdurRahman-wg9ri 6 месяцев назад +1

    এই খেলা সরাসরি মাঠে বসে দেখছিলাম।

  • @zohora195
    @zohora195 2 месяца назад

    এই খেলা আজীবন মনে থাকবে

  • @MdIsmail-bt9ly
    @MdIsmail-bt9ly 3 месяца назад +1

    ইন্টারে পড়ছি তখন।
    রেডিও তে খেলা শুনেছিলাম

  • @MdIrfan-ep7zx
    @MdIrfan-ep7zx 6 месяцев назад

    আহ্ কি এক অদ্ভুত অনুভূতি।।
    😅😅😅
    আসলে ক্রিকেট আমাদের রক্তের সাথে মিশে আছে 🙂

  • @MOHAMMADALI-vb9ld
    @MOHAMMADALI-vb9ld 6 месяцев назад +2

    ধন্যবাদ ভাই দারুন একটি আপডেট দেওয়ার জন্য।

  • @mamunurroshid3149
    @mamunurroshid3149 6 месяцев назад

    কখোনো অনুভব করিনি আমার দেশকে আমি কত ভালোবাসি। শুধু মনে করি এই দেশ আমার মা। আমি এই দেশের জন্য সব করতে পারি।

    • @Eternal-Jews
      @Eternal-Jews 4 месяца назад

      হিন্দু নাকি আপনি ?

  • @shanff9330
    @shanff9330 6 месяцев назад +2

    Akram, bulbul great player in Bangladesh

  • @JahangirIslam-tg3ue
    @JahangirIslam-tg3ue 6 месяцев назад

    আমি তখন ছোট্ট ছিলাম। কতো রং খেলেছিলাম। তখন কার কথা মনে হলে নিজেকে ভাগ্যবান মনে হয়।

  • @kabilahmed4868
    @kabilahmed4868 6 месяцев назад +5

    আমার এক মামু আর আমি দুজনেই রেডিওতে খেলা শুনছি। মামার হাতে একটা রেডিও আর আমার হাতেও একটা রেডিও।
    যখন ৮ উইকেট পড়ে গেল তখন মামা তার রেডিওটা একটা আছাড় দিলো। মামার মন খারাপ, আমি আমার রেডিওতে শুনছি, যখন খালেদ মাসুদ পাইলট ছক্কা হাকালেন মামাকে বললাম মামা ছয় মেরেছে , অমনি মামা তাড়াহুড়ো করে ব্যাটারি দুইটা কুরিয়ে এনে আবার রেডিওটা ঠিক করার চেস্টা করছে। ততক্ষনে জিতে গেছি শুনে মামাকে দেখে মনে হলো লুঙ্গিটা খুলে নাছতে পারলে আরও খুশি হতো। সেই দৃশ্য এখনো আমার চোখের সামনে ভাসে।

  • @MasumBillah-me8um
    @MasumBillah-me8um 6 месяцев назад +3

    আকরাম খান তামিম ভাই বাংলাদেশের শেরা খেলোয়াড়

  • @fahrukhakash1323
    @fahrukhakash1323 6 месяцев назад +4

    শান্ত যখন ম্যাচ উইনিং রান,টা নিতে দৌড় দিলো, আমরাও ঘর হতে বের হয়ে এসেছিলাম, এরপরে পুরো মহল্লা জুড়ে রঙ ছিটাছিটি। কি যে অনাবিল আনন্দ। আজো চোখে ভাসে।

  • @RejaulNavy
    @RejaulNavy 2 месяца назад

    ১৯৯৭ সালে আমার ২ বছর,😊 আজকে খেলাটি দেখে ভালো লাগলো❤

  • @nahiyanasadullah9810
    @nahiyanasadullah9810 4 месяца назад

    This was the best Bangladesh team by far.

  • @MdlokmanHossen-w9i
    @MdlokmanHossen-w9i 4 месяца назад +1

    Akram khan you veri nice

  • @kamrulislam-ww8yx
    @kamrulislam-ww8yx Месяц назад

    আমার বাবার সাথে পার্টিতে শুয়ে শুয়ে রেডিওতে এই খেলার ধারা বিবরণী শুনছিলাম ভালো করে কিছুই বুঝতাম না তবুও খোদা বক্স মৃধার ধারা বিবরণী শুনে বুকের ভেতরে ধুপ ধুপ করছিল তারপর বাংলাদেশের সেই জয় ঐতিহাসিক জয় সারাদিন মিছিল আনন্দ রং কেনার জন্য দুই টাকা নিয়া বাবার কাছ থেকে এক টাকার রং এক টাকার খাবার কি যে আনন্দ! কোথায় গেল সেই দিনগুলি......

  • @sazidhossain1594
    @sazidhossain1594 4 месяца назад

    এই ম্যাচের উপর এখনকার যে বাংলাদেশের ক্রিকেট তা দাঁড়িয়ে এবং আজীবন থাকবে👍🏾 এই ম্যাচটি শক্ত ভিত্তি বাংলাদেশের ক্রিকেটের জন্য👍🏾

  • @MdIsmail-bt9ly
    @MdIsmail-bt9ly 3 месяца назад +1

    DARUN CHILO

  • @ManCave3664
    @ManCave3664 6 месяцев назад +1

    Bangladesh played way better than the current national team.
    আসছে লিটন যাচ্চে লিটন হাঁসের রাজা ডাকের রাজা আমাদের লিটন কাকা।

  • @md.rakibulmd.rakibulislam732
    @md.rakibulmd.rakibulislam732 6 месяцев назад

    অসাধারণ একটা মুহুর্ত।

  • @HassanAtike
    @HassanAtike 4 месяца назад

    হা হা হা এই স্মৃতি ভুলি কি করে 1997 সাল

  • @MehediHasan-lg6ys
    @MehediHasan-lg6ys 6 месяцев назад

    আজীবন স্মৃতিতে থাকবে,,,,

  • @Apurbodas-u2q
    @Apurbodas-u2q Месяц назад

    দারুন সুন্দর অনু

  • @mostofakamal2144
    @mostofakamal2144 6 месяцев назад

    খেলাটা সুন্দরভাবে উপভোগ করেছিলাম

  • @SottoRasta
    @SottoRasta 4 месяца назад +3

    আমাদের ও তাদের (কাফিরদের) মধ্যে যে পার্থক্য তা হলো সালাত। অতএব, যে সালাত ছেড়ে দিল সে কুফুরী করল।” (আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ)

  • @arobali6924
    @arobali6924 6 месяцев назад +2

    সেই দিন সবার নাচানাচি দেখে আনন্দ পেয়েছি

  • @mdrubel-mu3eu
    @mdrubel-mu3eu 6 месяцев назад

    রেডিওতে শুনেছি খেলা । আজ মনে পড়ে

  • @MdAtik-xj1fb
    @MdAtik-xj1fb 20 дней назад

    মনে হলো যেনো বিশ্বকাপটাই জয় করে ফেলছিলো।

  • @emonhossein-l6x
    @emonhossein-l6x 3 месяца назад

    Rofiq vaiyer 9 balle 23 run onk gurotoporno innings chilo

  • @kaziserajulislam4058
    @kaziserajulislam4058 6 месяцев назад

    সেই মুহূর্তের অনুভূতি কখনও ভুলবো না।ভোলা যায় না !

  • @mdsamad5441
    @mdsamad5441 2 месяца назад

    আমার সোনার বাংলা আমি তোমাই ভালবাসি।

  • @SwapanBiswas-f5n
    @SwapanBiswas-f5n 5 месяцев назад

    Awesome tournament for Bangladesh cricket.

  • @MdManik-zu4eh
    @MdManik-zu4eh 6 месяцев назад +2

    মাঠে থেকে দেখেছি এই খেলা।KL Malaysia.

  • @Shohel-im9kn
    @Shohel-im9kn 6 месяцев назад

    আমার জীবনের সবচেয়ে সেরা খেলা দেখার আনন্দ

  • @mdrafiqulislam7648
    @mdrafiqulislam7648 2 месяца назад

    এই খেলাটির চেয়ে দুই ম্যাচ আগের খেলাটি অধিক গুরুত্বপূর্ণ ছিলো। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড।
    আজকে যে বাংলাদেশ ক্রিকেট খেলে, তা ঐ ম্যাচে জয়ের কারণে।
    আকরাম ছিলো সুপার হিরো।
    পরের দিন জাতীয় পত্রিকার প্রথম পাতা লালে লাল হয়ে গিয়েছিলো।

  • @ShayanQuanta
    @ShayanQuanta 6 месяцев назад

    বাংলাদেশের সেরা অর্জন এটি।

  • @halimasmilinggirls2498
    @halimasmilinggirls2498 4 месяца назад

    এই খেলাটা রেডিওতে বসে শুনছিলাম

  • @sunnyhasan1411
    @sunnyhasan1411 16 дней назад

    স্কুলে যাওয়ার সময় সব ভাইয়েরা রঙ লাগায় দিছিলো! আহা সেই সুখ 😍🥰🇧🇩

  • @mahbubbhuiyan4746
    @mahbubbhuiyan4746 6 месяцев назад +3

    শেষ বল পর্যন্ত খেলা লাগছে। জিততে অনেক কষ্ট হয়েছে।

    • @uzzalhasan3122
      @uzzalhasan3122 6 месяцев назад

      আমার কাছে ক্রিকেটার এই বিষয়টা বরাবরই মজা লাগে।
      শেষ বল পর্যন্ত না খেলতে পারলে আমার মনে হয় খেলাটাই সম্পূর্ণ হইল না।

    • @mdsazzadhossain1316
      @mdsazzadhossain1316 2 месяца назад

      ঐ সময়ে এটা খুব টাফ ছিল চেইজ করা। আর বাংলাদেশ কেবল এই খেলার মাধ্যমে বিশ্বকাপে চান্স পায়।

  • @jaydipchakrabarti6755
    @jaydipchakrabarti6755 4 месяца назад

    বাংলাদেশের স্ট্যান্ডার্ড, ওই কেনিয়ার সাথে খেলার মতো।

    • @mohammadmamunurrashidkanch6031
      @mohammadmamunurrashidkanch6031 Месяц назад

      ইন্ডিয়ানরাও একসময় বিদেশে জিম্বাবুয়ের সাথে জিতা হেভি খুশি হত।পেসারদের ফেস করার ভয়ে ওয়েস্টইন্ডিজ যেতে চাইত না।পাকিস্হানের সাথে প্রায়ই হারত বলে খেলতে চাইত না।গাভাস্কার ৬০ ওভার বাটিং কইরা ওডিতে ৩০ রানে অপরাজিত ছিলো।তারপর পাঁচ ওইকেট থাকার পরও ১৫০+ রানে হারছিলো।এখনও আইসিসি,পিচ,বল সুবিধামতো না হলে হেরে যায়।

  • @saddam-abu-munshi
    @saddam-abu-munshi 6 месяцев назад

    বাংলাদেশ একদিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ

  • @tanveerrahman7330
    @tanveerrahman7330 6 месяцев назад

    ১৯৭৭ সালের ফাইনাল খেলা ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা খেলা এখন পর্যন্ত। বাংলাদেশের খেলোয়াড় গণ তাঁদের সেরা খেলাটা বাংলাদেশের মানুষ কে উপহার দেয়

  • @md.rakibmidda9366
    @md.rakibmidda9366 6 месяцев назад

    এই খেলাটা যখন হয়, তখন আমি অনেক ছোট,ক্রিকেট তেমন বুঝি না,খেলা দেখে মজা পাই, ঠিক একই দিন বাংলাদেশ যখন জিতে গেল, যাকে পায় তাকে রং দেওয়া শুরু হলো,তখন আমাদের বাড়ি থেকে আমার খালার বাড়ি অনেক দূরে ছিল, কিন্তু মনের অজান্তে কিভাবে যেন আমি পৌঁছে গিয়েছিল, আর আমার মা আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল, মনে মনে ভাবছে আমি হারিয়ে গিয়েছিলাম, খালা আমাকে দেখে অবাক হয়েছিল, এ মুহূর্তে খালা আমাকে আমাদের বাড়িতে নিয়ে এসে ছিল, তখন আমি রাস্তায় দেখতে পেলাম, যাকে রাস্তায় পায় তাকেই রং দেওয়া শুরু হলো, এতটা আনন্দ ছিল তখন,স্মৃতি হয়ে থাকবে এই দিনটা।

  • @RaziaSultana-h9p
    @RaziaSultana-h9p 6 месяцев назад

    Way Better than current national team players obviously that time very limited facilities ❤❤

  • @গর্বিতবাংলা০০৭
    @গর্বিতবাংলা০০৭ 5 месяцев назад

    ছোটবেলায় এই খেলাটা আমি নিজেই দেখেছি

  • @Abulhassan-f3b
    @Abulhassan-f3b 6 месяцев назад +2

    Bangladesh is awesome

  • @n00rmohammed94
    @n00rmohammed94 6 месяцев назад

    মাশাআল্লাহ জয় বাংলাদেশ জয় বাংলাদেশ

  • @shuvrosjmr3540
    @shuvrosjmr3540 6 месяцев назад

    জয়ের মূহুর্তে ই বদলে গেল পুরো বাংলাদেশ 💥💥রং ছরিয়ে লালে লাল বাংলাদেশ .অবিশাস্য এক জয়ে বিশ্বকাপে বাংলাদেশ 🎉মিছিলে মিছিলে হারিয়ে গেলাম ঢাকার রাজপথে ……

  • @fakrulhasanponir9594
    @fakrulhasanponir9594 6 месяцев назад

    খুব আনন্দ করেছিলাম

  • @marrajahmed5495
    @marrajahmed5495 5 месяцев назад

    আমরা এই খেলাটা বসে দেখতেছিলাম চট্টগ্রাম বিমানবন্দরে আবাসিক কলোনিতে কারেন্ট চলে যাওয়ার ফলে রেডিওতে ধারাভাষ্য শুনি (কর্দমাক্ত আকাশ মেঘমুক্ত মাঠ)

  • @mdalamgir2647
    @mdalamgir2647 Месяц назад

    এই খেলা বাঙ্গালী জাতির জন্য ইতিহাস

  • @sohelrana-uj2ur
    @sohelrana-uj2ur 5 месяцев назад

    কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম সেই সোনালী দিনগুলোতে। ইস,,,,,,,, ❤❤❤