অল্প কথায় গোটা ইতিহাসটাই বলে দিয়েছেন অসাধারণ। মুর্শিদাবাদের ইতিহাস জানতে পেরে অনেক ভালো লাগলো। প্রচুর মেধাবী না হলে অল্প সময় এত কিছু বলা সম্ভব না থ্যাংক ইউ মানস দা
আমি আগের সপ্তাহের মঙ্গলবার আমি কাটরা মসজিদ এ গিয়ে ছিলাম। খুব সুন্দর লেগেছে আমার। ওখানকার গাইড খুব খুব খুব ভালো। খুব friendly. আমি চারটে বই কিনেছি। আমি সেগুলো পড়ছি। আমার ভিষণ ভালো লাগছে। মনে হচ্ছে যেন ওই নবাবী আমলে চলে গেছি।
গল্পের শুরু বা আলোচনা র শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ অনবদ্য অতুলনীয়, আপনার গল্প করা বা আলোচনা করাটাও একটুও skip করা যায় না এতটাই সামান্য অথচ মূল্যবান আলোচনা
খুবই ভালো লাগলো।।। মাঝে মাঝে এই ভাবে আলোচনা করলে ভালোই হবে।।। আসলে, আপনার এই কাজ "exercised understanding" এবং "informed appreciation" এর প্রতিফলন।।। তাছাড়া আপনার বাচনভঙ্গির বিশেষত্ব তো রয়েইছে।।।। অনেক অনেক শুভেচ্ছা।।।
ধন্যবাদ দাদা। ইতিহাস নিয়ে আমার যৎকিঞ্চিত কৌতুহল আছে। আজকে আপনার দেয়া তথ্যগুলো আমার অবজারভেশনের সাথে পুরোপুরি মিলে গেছে। আমি অনেক আগে থেকেই বিশ্বাস করতাম সিরাজ উদ দৌলা কখনোই স্বাধীন নবাব ছিলেন না। কখনোই প্রজাবৎসল ছিলেননা। সত্যিকার অর্থে সেই আমলে নবাব, রাজা, বাদশাহদের সাথে আম জনতার কোন সম্পর্কই ছিল না। জনগন ছিল শুধু টেক্স আদায়ের উৎস। এর বেশী কিছু নয়। নবাবী ক্ষমতায় কে এলো আর কে গেল, জনগন তার কোন খবরই রাখত না। সবচেয়ে বড় কথা সিরাজ আদৌ বাঙ্গালী ছিলেন না। বাংলায় কথা বলতে পারতেন কিনা সেটাই সন্দেহ। সে সময় অভিজাত ভাষা ছিল ফারসি। সিরাজকে মহানায়ক বানানোর পুরো বিষয়টাই আবেগের জায়গা থেকে, এটা আমি বিশ্বাস করি। কোন ভুল হলে বলবেন আশা করি। আমার আরেকটা বিশ্বাসের কথা একান্তে বলে রাখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সবাই হিটলারকে খলনায়ক হিসেবে চিহ্নিত করে। আমার মতে হিটলার ছিল জাতীয়তাবাদী নেতা। সে যা করেছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের প্রতি অবিচারের প্রতিশোধের জন্যই করেছে। যদিও পরে তাকে বিশ্বজয়ের নেশায় পেয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার জয়ী হলে আজ ইতিহাস উল্টো হতো। এবিষয়ে আপনার মন্তব্য আশা করব।
অনেক অনেক সমৃদ্ধ হলাম, এইরকম ইতিহাস চর্চার আরও অঙ্গ হতে চাই, আরও অনেক অজানা ইতিহাস জানতে চাই আপনাদের থেকে, দয়া করে বঞ্চিত করবেন না, আমার অনুরোধ বিবেচনায় রাখবেন, সবশেষে প্রনাম নেবেন।
অনেকেই বই এর আসল ইতিহাস পড়েন না।গাইড রা যে ইতিহাস বর্ণনা করেন সেটাকেই দর্শনার্থীরা মুর্শিদাবাদের সঠিক ইতিহাস বলে মেনে নেন।তাতে অনেক বিকৃত তথ্য থাকে। সমস্ত গাইডদের নিয়ে ইতিহাসের ট্রেনিং প্রয়োজন।
Looks like a synchronized chorus against Serajuddoula and his family, not at all convincing ! Obviously, here the presenters have a motive to degrade and demean Serajuddoula and promote the cause of Mirzafor, the traitor. This is rubbish !
স্যার আমি আর আমার এক বন্ধু এই মাসের 30 তারিখে মুর্শিদাবাদ জেলার এই ইতিহাস কে জানার ও বোঝার জন্য রওনা হবো দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা থেকে । আমাদের ইচ্ছা আছে যে ওখানে ২ বা ৩ দিন থেকে নবাবি ইতিহাস নিয়ে চর্চা করার । তাই ওই সময় আপনার সাথে একটু যদি দেখা করতে পারতাম । আর আপনিও আমাদের কে একটু মুর্শিদাবাদ টা ঘুরিয়ে এই জেলার ইতিহাস টা যদি একটু বর্ণনা করতেন , তাহলে খুবই উপকৃত হতাম । আর আপনার প্রতি কৃতজ্ঞ থাকতাম ।
sir murshidabad er history somporke onek kichu apnar kache theke janlam,er jonno thanks, kintu banglar Baro-Bhuyan upor episode korle valo lagto,valobasha neben
Dada apnar ei shoot ta ki aji korechhen? Tobe sotti apnar sannidhyo ta miss korlam katra te thekeo...asar pothe vabte vabte esechhi... Jodi dekha hoy tobe to khub valo hoto.... Aji siliguri fire jachhi. Abar je kobe asa hoy ke jane.... Apnar moto byktider jonne aaj sokole asol itihas ta jante parchhe.... Valo thakbe dada.
আপনার সমস্যাটা কোথায়? একজন ব্লগার হিসেবে কোনো ঐতিহাসিক স্থানে আমার গলায় মাইক্রফোন থাকবে, ব্যাগে ক্যামেরা থাকবে সাথে ট্রাইপড থাকবে এটাই কি স্বাভাবিক নয়। জীবনে চলার পথে অনেক কিছুই ঘটে যার জন্য সবসময় আমাদের প্রস্তুত থাকতে হয়। এসব আপনি বুঝবেন না, আপনার কাছে সবকিছুই নাটক মনে হবে।
Ami kabita durgapur, vedio banate gele anek jankari darkar ,jeta apni o samorpita di korchhen, ami Bagla Bihar Orishar Nabab k respect kori, bohubar sekhane gechhi ,ai week a abar jabo, tini hoyto nei kintu amader moddhe tini benche thakben, amio tader niye study kori, tipu sultan, siraj ud doula dujonei biswasghatokatar sikar , tao desher loker kachhe, a Kato baro lajja , tar sohid minar sustho bhabe hok atai komona kori,amio achhi apnader samgee
1) মন্দিরের নকশা বা ডিজাইন এইভাবে হয়না। 2)যখন বাদশাহ এটা মসজিদ বানাতে লাগলো তখন কি মুর্তিগুলোকে রেখে দেবে? মূর্তি থাকলে সেই মসজিদে কোন নামাজ হয়না। তাহলে কি করে ওই মূর্তিগুলো চোখের সামনেই থাকলো?
Part ১: সিরাজের ৩৫ -৪০ হাজার সৈন্যের ( মোঘল, আফগান, রাজপুত ও ফরাসি সৈন্য সহ) ইংরেজদের ৩-৪ হাজার সৈন্যর কাছে পরাজিত হওয়া অবশ্যই এক পরিকল্পিত চক্রান্তের পরিণতি। এই vlog নিয়ে আমার কিছু বলার আছে। Vlog টি শুনে আমার মনে হয়েছে এটা যথেষ্ঠ biased। প্রায়ই সম্পূর্ন টা আলীবর্দী খাঁর ও সিরাজের প্রতিকূলে বলা হয়েছে। অথচ মীরজাফরকে clean chit দেওয়া হয়েছে, কেন ? এর পেছনে মূল উদ্দেশ্য কি? ১) আলীবর্দী খাঁ ও সিরাজ কে নৃশংস নবাব বলা হলো অথচ ভারতের প্রায় সমস্ত মুসলিম Dynasty তে নৃশংসতার অজস্র নজির রয়েছে। সিরাজ বন্দী হওয়ার পর মীরজাফরের ছেলে মিরণের আদেশে সিরাজ ও তার পরিবারের সকলকে হত্যা করা হয়নি ? জানা যায় মীরজাফরের পালেসে এই নৃশংস ঘটনাটি ঘটে। মীরজাফরের অজান্তে এ ঘটনা ঘটে, এতে তার সায় ছিল না, এটা বিশ্বাসযোগ্য ? ২) মীরজাফর বরাবরই একজন উচ্চাকাঙ্খী। ছলে ও কৌশলে সে ক্ষমতায় থাকতে চেয়েছিল এবং পেরেও ছিল। ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতায় তাঁর নিপুণতার প্রমাণ সে রেখে গেছে। নবাব আলবর্দী খাঁ তাঁকে সিংহাসন দেননি, দেন সিরাজকে। এতে অবশ্যই মীরজাফর ক্ষুণ্ন ছিলো। তাঁকে সন্দেহের চোখে দেখলেও নবাব সিরাজ তাঁর প্রাণনাশ করেনি। করলে ভারতের ইতিহাসটা অন্য রকম হতো। অন্তত ব্রিটিশরা ভারতকে ২০০ বছর ধরে শাসন করতো না। ৩) পলাশীর যুদ্ধের আগে সিরাজ মীরজাফরকে বন্দী করতে যাননি বরঞ্চ তাঁর সাহায্য চাওয়া হয় এবং তাঁকে প্রধান সেনাপতির পদ দেওয়া হয়। এখানে বারংবার বলা হয়েছে মীরজাফর যুদ্ধ করতে চাননি। নানা ইতিহাসবিদদের রেফারেন্স দেওয়া হয়েছে। ৩টি সর্তের কথা বলা হলো যা কিনা মীরজাফর সিরাজকে দিয়ে ছিল যুদ্ধের ঠিক পূর্বে। এই ঘটনার কোনো প্রামাণ্য তথ্য আছে কি ? বা তথ্যের উৎস সম্মন্ধে কিছু জানালে ভালো হতো। তবে যুদ্ধে কেন সে যেতে চাইবে? যে কিনা প্রতিপক্ষের সঙ্গে সে হাত মিলিয়েছে তার বিরুদ্ধে কেন সে যুদ্ধ করতে চাইবে? এ ব্যাপারে ইতিহাসবিদদের লেখা উল্লেখ করা হলো কিন্ত কত কত ইতিহাসবিদ তাঁকে প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে গেছেন সে বিষয়ে এনারা মুখ খোলেননি। যুদ্ধক্ষেত্রে মীরজাফর, ইয়ারলতিফ ও রায়দূর্লভ দের ভূমিকা কি ছিল তার ইতিহাস সবার জানা। চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করে ছিলো এঁরা। ৩০ হাজার সৈন্য নিয়ে এঁরা কেবল দাড়িয়ে ছিল, আক্রমণের আদেশ দেয়নি। অথচ এনারা বলছেন মীরজাফরের অন্যায় সামান্য, সে কেবল misguide করে ছিলো। একজন প্রধান সেনাপতি শত্রুর সাথে যুদ্ধ না না করে শুধু নবাবকে misguide করে গেলো এটাই তো বিশ্বাসঘাতকতার চূড়ান্ত নিদর্শন। নবাব সিরাজের বয়স তখন মাত্র ২৩-২৪, যুদ্ধে ও কূটনীতিতে সে নিতান্তই অনভিজ্ঞ। তাঁর প্রয়োজন ছিল সুপরামর্শ দেবার জন্য একজন বয়স্ক বিচক্ষণ লোক। তাই সে মীরজাফর কে নিযুক্ত করে। এটাই ছিলো তাঁর মারাত্মক ভুল। আর মীরজাফরের এ ভাবে মসনদে বসা ! যদি সে ইংরেজদের পক্ষে যোগ দিয়ে নবাব সিরাজের বিরুদ্ধে যুদ্ধ করতো তাও মানা যেত। সে যুগে নিজের কোনো সৈন্য সামন্ত না থাকলেও কেবল ছল চাতুরী এবং ষড়যন্ত্র করে মসনদে বসে যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত মীরজাফর। তার পর সেই মসনদে তার বংশধররা ২০০ বছর বসে এসেছে।
সিরাজের অনেক দুর্বলতা ছিল কিন্তু তিনি ইংরেজের কাছে মাথা নত করেন নি।সুতরাং তিনি স্বাধীনতার স্বপক্ষেই ছিলেন। আপনাদের অধিকাংশ আলোচনাও প্রচলিত মত অনুযায়ীই হয়েছে। এটি সর্বাংশে সঠিক ইতিহাস নয়।এর বিপক্ষেও মত রয়েছে।
সিরাজ কিম্বা মীরজাফর কেউই আমার সাত কুলের কেউ ছিল না। তাই কারোর Advocacyর কোনো প্রয়োজন অনুভব করিনি। ইতিহাস বহির্ভূত কোনো বিষয় এখানে আলোচনা হয়নি। উপযুক্ত রেফারেন্স দিয়ে আমার বক্তব্য খন্ডন করে দেখান।
নিজের দেশের গর্ব 🇧🇩💪 হয় আজ আর্জেন্টিনা দেশে।শহরে রাস্তায় দোকানে মিছিল বাংলাদেশে পতাকা উড়ছে টিভি চ্যানেল বাংলাদেশের খবর আর্জেন্টিনা কোচ লিওনেল মেসি মা তার বউ বাংলাদেশের প্রশংসা করছে 2023 আসছে লিওনেল মেসি এম বাপ্পি নেইমার বাংলাদেশে আসাম রাজ্যের ত্রিপুরা রাজ্যের পাকিস্তান প্রশংসা আর্জেন্টিনা দেশে
মানস বাংলা মানেই একটা আস্ত ইতিহাস ব ই ভীষণ ভালো লাগে, আমি একজন ইতিহাস প্রেমী মানুষ তাই অধীর আগ্রহ এ অপেক্ষা য় থাকি আপনার ভিডিও র।
অল্প কথায় গোটা ইতিহাসটাই বলে দিয়েছেন অসাধারণ। মুর্শিদাবাদের ইতিহাস জানতে পেরে অনেক ভালো লাগলো। প্রচুর মেধাবী না হলে অল্প সময় এত কিছু বলা সম্ভব না থ্যাংক ইউ মানস দা
আমি আগের সপ্তাহের মঙ্গলবার আমি কাটরা মসজিদ এ গিয়ে ছিলাম। খুব সুন্দর লেগেছে আমার। ওখানকার গাইড খুব খুব খুব ভালো। খুব friendly. আমি চারটে বই কিনেছি। আমি সেগুলো পড়ছি। আমার ভিষণ ভালো লাগছে। মনে হচ্ছে যেন ওই নবাবী আমলে চলে গেছি।
বই গুলো র নামগুলো একটু বলবেন প্লিজ
গল্পের শুরু বা আলোচনা র শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ অনবদ্য অতুলনীয়, আপনার গল্প করা বা আলোচনা করাটাও একটুও skip করা যায় না এতটাই সামান্য অথচ মূল্যবান আলোচনা
খুবই ভালো লাগলো।।। মাঝে মাঝে এই ভাবে আলোচনা করলে ভালোই হবে।।। আসলে, আপনার এই কাজ "exercised understanding" এবং "informed appreciation" এর প্রতিফলন।।। তাছাড়া আপনার বাচনভঙ্গির বিশেষত্ব তো রয়েইছে।।।। অনেক অনেক শুভেচ্ছা।।।
পরিখিত বাবু ও মানস বাবু আপনাদের দুজনের কথোপকথন শুনলাম আনেক ইতিহাস জানতে পারলাম। এই সব ইতিহাস আমাদের অজানা । এজন্য আপনাদের ধন্যবাদ।
খুব সুন্দর আলোচনা অনেক অজানা ইতিহাস প্রকাশ হল।
খুব ভালো লাগলো। অনেক কিছু ই জানতে পারছি। হাঁ।কাজে লাগবে। দারুন দারুন দারুন।
*গল্প কথায় মুর্শিদাবাদের ইতিহাস*
মনোমুগ্ধকর প্রতিবেদন দেখলাম শুনলাম জানলাম এবং সর্বোপরি অনেক কিছু ই শিখলাম। আপনাদের সবাইকে অতি শুভকামনা জানাই। রাধে রাধে 🙏🌷💕
ধন্যবাদ দাদা। ইতিহাস নিয়ে আমার যৎকিঞ্চিত কৌতুহল আছে। আজকে আপনার দেয়া তথ্যগুলো আমার অবজারভেশনের সাথে পুরোপুরি মিলে গেছে। আমি অনেক আগে থেকেই বিশ্বাস করতাম সিরাজ উদ দৌলা কখনোই স্বাধীন নবাব ছিলেন না। কখনোই প্রজাবৎসল ছিলেননা। সত্যিকার অর্থে সেই আমলে নবাব, রাজা, বাদশাহদের সাথে আম জনতার কোন সম্পর্কই ছিল না। জনগন ছিল শুধু টেক্স আদায়ের উৎস। এর বেশী কিছু নয়। নবাবী ক্ষমতায় কে এলো আর কে গেল, জনগন তার কোন খবরই রাখত না। সবচেয়ে বড় কথা সিরাজ আদৌ বাঙ্গালী ছিলেন না। বাংলায় কথা বলতে পারতেন কিনা সেটাই সন্দেহ। সে সময় অভিজাত ভাষা ছিল ফারসি। সিরাজকে মহানায়ক বানানোর পুরো বিষয়টাই আবেগের জায়গা থেকে, এটা আমি বিশ্বাস করি। কোন ভুল হলে বলবেন আশা করি।
আমার আরেকটা বিশ্বাসের কথা একান্তে বলে রাখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সবাই হিটলারকে খলনায়ক হিসেবে চিহ্নিত করে। আমার মতে হিটলার ছিল জাতীয়তাবাদী নেতা। সে যা করেছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের প্রতি অবিচারের প্রতিশোধের জন্যই করেছে। যদিও পরে তাকে বিশ্বজয়ের নেশায় পেয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার জয়ী হলে আজ ইতিহাস উল্টো হতো। এবিষয়ে আপনার মন্তব্য আশা করব।
দারুণ আকর্ষণীয় আলোচনা। সত্যিই সমৃদ্ধ হলাম। একেই বলে কনস্ট্রাকটিভ আড্ডা। দুই ইতিহাস সন্ধানীকে অসংখ্য ধন্যবাদ। 👌👌
দাদা ওনেক সুন্দর ভিডিও ফুটেজ ভাল লাগল
সুন্দর মনোমুগ্ধকর আলোচনা শুনলাম এবং জানলাম । মানস দা ও পরিক্ষীত বাবু কে অসংখ্য ধন্যবাদ ।
দারুন আড্ডা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এরকম আড্ডা আবার হোক.. ❤️
Khub sundoor aakta aalochona
Plz aabaro arokom news daben. Thanks 🙏🙇
Osadharon protibedan, onek kichhu abar notun kore sunlam, janlam. Onek dhonyobad apnake. Amader jelar itihas khubi sundor bhabe tule dhorchhen......erpor Baharampur gele kokhono apnar songe dekha korbar ekanto ichche roilo.
অনেক অনেক সমৃদ্ধ হলাম, এইরকম ইতিহাস চর্চার আরও অঙ্গ হতে চাই, আরও অনেক অজানা ইতিহাস জানতে চাই আপনাদের থেকে, দয়া করে বঞ্চিত করবেন না, আমার অনুরোধ বিবেচনায় রাখবেন, সবশেষে প্রনাম নেবেন।
অনেক ধন্যবাদ মানসদা, আপনার পথ চলা এগিয়ে চলুক 🙏🙏🙏
khub khub informative ekta vlog.....thanks manas da.....parikkhwit da ke o thanks janai......
খুবই ভালো লাগলো দাদা।
নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম।
অতি সুন্দর আলোচনা উপভোগ করলাম, 💓💓💓
সঠিক ইতিহাস তুলে ধরার আপ্রাণ চেষ্টা। অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।
Thanks Dada, Tobe apni ai rokom historical add jatee aroo hok, Jamon Hazarduari re bose, Jagath seth er bari te bose, Kathgola palace bose, kichu purono temple nea khub bhalo hobe.
খুব সুন্দর ভিডিও দাদা । অনেক কিছু জানতে পারলাম আপনার জন্য। যেগুলো আমার অজানা ছিল। দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন।👍👍👍
Ekpeshe dharonar bairer ai alochona shotti shihorito holam.....onek chinta vabnar khorak pelam. Valobasha bangladesh thike
অনবদ্য আলোচনা👌
গল্পে-গল্পে ইতিহাস আলোচনা! সত্যিই অপূর্ব।
হযরত আলী (রহঃ) সাথে মীর জাফরের রক্তের সম্পর্ক বিষয়ে বিস্তারিত আলোচনা চাই দাদা। 😊
dhut,,, ajaira
Great information....
মসজিদ গুলো আসলে শক্তি দেখানোর জন্য বানানো,ধর্মের জন্য নয়, এ ধারা আজো চলমান। আপনাদের সাথে আমিও একমত।
মুর্শিদাবাদের কথা শুনলেই মনে পড়ে নবাব সিরাজ দৌলার কথা আরো মনে পড়ে সেই বিশ্বাসঘাতক মীর জাফরের কথা ভিডিও গুলো দেখে খুবই ভালো লাগলো দাদা ভালো থাকবেন
আমার খুব যাওয়ার ইচ্ছা । খুব ভালো ভিডিওটা।।।
আমার অনেক ইচ্ছে মূর্শিদাবাদে যাওয়া।
বাংলাদেশে আমার বাড়ি,জেলা লালমনিরহাট।
Mashaallah video ti khub sundor onekdin por kathra mosjid dekhlam tai sukriya Dada
Ami ooo Murshidabad ar but akon Kuwait a achi jokon e time pai tokon e video dekhi apnar.all the best Dada.
Sundar tothyopurno video
Amnader adaa just awesome ❤️
Osadaharon excellent Dadavai. Manos da apnake Hooghly district a swagoto janai. Dadavai apnake onek onek dhonyabad janai.
Rat 12ta15 tomar video dekhchi ..amio jantamna ..khub bhalo laglo tomar uposthapona..bhalo theko susto o anonde theko....
খুব সুন্দর ❤️
(Pranab Traveller's)
অনেকেই বই এর আসল ইতিহাস পড়েন না।গাইড রা যে ইতিহাস বর্ণনা করেন সেটাকেই দর্শনার্থীরা মুর্শিদাবাদের সঠিক ইতিহাস বলে মেনে নেন।তাতে অনেক বিকৃত তথ্য থাকে। সমস্ত গাইডদের নিয়ে ইতিহাসের ট্রেনিং প্রয়োজন।
অসাধারণ 👌❤️ খুব ভালো লাগলো 👍🥰
Excellent Presentation
Khub Valo hoyecha
আপনাদেৱ আলোচনা থেকে অনেক কিছু জানতে পাৱলাম
Darun laglo Manas da
Amazing.....tar sathe informative...khub bhalo laglo dada🙏
ফার্স্ট ভিউয়ার
মানসদা আজ মনে হচ্ছে পড়শিদেশ থেকে বেশ কিছু গালাগাল উড়ে আসবে আপনার জন্য।
সত্য সবার জন্য নয়। আপনি ভাল কাজ করছেন, শুভেচ্ছা রইল।
Looks like a synchronized chorus against Serajuddoula and his family, not at all convincing ! Obviously, here the presenters have a motive to degrade and demean Serajuddoula and promote the cause of Mirzafor, the traitor. This is rubbish !
স্যার নবাবী আমলে মুর্শিদাবাদ এর ইতিহাস সমন্ধে ভালো একটা বই এর নাম বললে অনেক উপকৃত হতাম স্যার । অগ্রিম ধন্যবাদ জানালাম স্যার
খুব কাজের ভিডিও টি ❤️
খুব সুন্দর মানস দা। আপনার সাথে সাক্ষাৎ করার খুব ইচ্ছা রইলো। 🙏
Nawab Alivardi Khan aar Nawab Seerajaullah kon palace thakten ektu janale bhalo hoi.
Aap mere byakhya gulo shunte vishon valo lage. Mone hoi jeno sei oitihashik samaye pouche gechi
স্যার আমি আর আমার এক বন্ধু এই মাসের 30 তারিখে মুর্শিদাবাদ জেলার এই ইতিহাস কে জানার ও বোঝার জন্য রওনা হবো দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা থেকে । আমাদের ইচ্ছা আছে যে ওখানে ২ বা ৩ দিন থেকে নবাবি ইতিহাস নিয়ে চর্চা করার ।
তাই ওই সময় আপনার সাথে একটু যদি দেখা করতে পারতাম । আর আপনিও আমাদের কে একটু মুর্শিদাবাদ টা ঘুরিয়ে এই জেলার ইতিহাস টা যদি একটু বর্ণনা করতেন , তাহলে খুবই উপকৃত হতাম । আর আপনার প্রতি কৃতজ্ঞ থাকতাম ।
আসুন স্বাগতম কিন্তু ওই সময় আমি মুর্শিদাবাদে থাকছি না। অন্য জেলায় যাচ্ছি নতুন কিছু ইতিহাসের সন্ধানে।
কে দেখলো না দেখল জানে না তুমি ভিডিও বানাও আমরা আছি দেখার জন্য ঠিক আছে কাজ করতে করতে ভিডিও দেখি আমরা আমরা এই ধরনের ভিডিও বেশি ভালোবাসি
sir murshidabad er history somporke onek kichu apnar kache theke janlam,er jonno thanks, kintu banglar Baro-Bhuyan upor episode korle valo lagto,valobasha neben
হবে।
দাদা অনেক কিছু জানলাম।
মানস দা মুর্শিদাবাদের ভিডিও অনেক দিন ধোরে পাচ্ছি না কিন্তু ভালো লাগছে না মানস দা. আমরা মুর্শিদাবাদের খুঁটিনাটি সব ইতিহাস জানতে চাই প্লিজ মানস দা.???
Nice beautiful video 👌♥️♥️
Thanks 🤗
দাদা আপনি না থাকলে সঠিক ইতিহাস জানতাম না 😍😍
Nice
Mueshidbad , Nadia , Birbhum etc joto historical jaga gulo Jodi repair kora jai..aaro bhalo hobe...
Dada apnar ei shoot ta ki aji korechhen? Tobe sotti apnar sannidhyo ta miss korlam katra te thekeo...asar pothe vabte vabte esechhi... Jodi dekha hoy tobe to khub valo hoto.... Aji siliguri fire jachhi. Abar je kobe asa hoy ke jane.... Apnar moto byktider jonne aaj sokole asol itihas ta jante parchhe.... Valo thakbe dada.
গত রবিবার।
Bhaaaa 🌝🌝🌝
Manas dada Bangladesh thekay dada 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
এই শহরের জনসংখ্যা হল একটি সাধারণ
জ্ঞান ব্যাপী মসজিদ এর blog চাই plz?
Manos da apnar sate aktu murshidabad ghurte chai
Amar bari Jiaganj
দাদা পলাশী ষড়যন্ত্রের রাজা কৃষ্ণচন্দ্র বিষয়ে কিছু বলুন
❤️❤️
Ooo apni gola te microphone set kore golpo korte esechen. Natok er sei level
আপনার সমস্যাটা কোথায়? একজন ব্লগার হিসেবে কোনো ঐতিহাসিক স্থানে আমার গলায় মাইক্রফোন থাকবে, ব্যাগে ক্যামেরা থাকবে সাথে ট্রাইপড থাকবে এটাই কি স্বাভাবিক নয়। জীবনে চলার পথে অনেক কিছুই ঘটে যার জন্য সবসময় আমাদের প্রস্তুত থাকতে হয়। এসব আপনি বুঝবেন না, আপনার কাছে সবকিছুই নাটক মনে হবে।
@@manasbangla na apni bollen to aj vedio korte aasen ni, edike microphone onn kora aache🤣 setai bolchilam.
দাদা আলিবর্দী খান ও মুর্শিদকুর্লী খান প্রাসাদ কোথায় ছিল
বলছি কাকু আপনার সাথে ইতিহাস কিছু জায়গাথেকে যেতে মন চায়..আপনি কি নিয়ে যাবেন.আমি আপনার মতো আগরোহি..plz
👍
🇮🇳❤️🇮🇳
Please support koro🙏❤barir pase asla r bolla na
A66a kaku apni ki blte paren amder priyo nawab Siraj dulla bhagawan gola r thik kothy dhora pore6ilo??????
ভগবানগোলায় ধরা পড়েননি। ভগবানগোলা থেকে হাতি ছেড়ে নৌকায় উঠেছিলেন। রাজমহলের কাছে গিয়ে ধরা পড়েন।
@@manasbangla dhonnobad ❤️
Ami kabita durgapur, vedio banate gele anek jankari darkar ,jeta apni o samorpita di korchhen, ami Bagla Bihar Orishar Nabab k respect kori, bohubar sekhane gechhi ,ai week a abar jabo, tini hoyto nei kintu amader moddhe tini benche thakben, amio tader niye study kori, tipu sultan, siraj ud doula dujonei biswasghatokatar sikar , tao desher loker kachhe, a Kato baro lajja , tar sohid minar sustho bhabe hok atai komona kori,amio achhi apnader samgee
1) মন্দিরের নকশা বা ডিজাইন এইভাবে হয়না।
2)যখন বাদশাহ এটা মসজিদ বানাতে লাগলো তখন কি মুর্তিগুলোকে রেখে দেবে?
মূর্তি থাকলে সেই মসজিদে কোন নামাজ হয়না।
তাহলে কি করে ওই মূর্তিগুলো চোখের সামনেই থাকলো?
Part ১:
সিরাজের ৩৫ -৪০ হাজার সৈন্যের ( মোঘল, আফগান, রাজপুত ও ফরাসি সৈন্য সহ) ইংরেজদের ৩-৪ হাজার সৈন্যর কাছে পরাজিত হওয়া অবশ্যই এক পরিকল্পিত চক্রান্তের পরিণতি।
এই vlog নিয়ে আমার কিছু বলার আছে।
Vlog টি শুনে আমার মনে হয়েছে এটা যথেষ্ঠ biased। প্রায়ই সম্পূর্ন টা আলীবর্দী খাঁর ও সিরাজের প্রতিকূলে বলা হয়েছে। অথচ মীরজাফরকে clean chit দেওয়া হয়েছে, কেন ? এর পেছনে মূল উদ্দেশ্য কি?
১) আলীবর্দী খাঁ ও সিরাজ কে নৃশংস নবাব বলা হলো অথচ ভারতের প্রায় সমস্ত মুসলিম Dynasty তে নৃশংসতার অজস্র নজির রয়েছে। সিরাজ বন্দী হওয়ার পর মীরজাফরের ছেলে মিরণের আদেশে সিরাজ ও তার পরিবারের সকলকে হত্যা করা হয়নি ? জানা যায় মীরজাফরের পালেসে এই নৃশংস ঘটনাটি ঘটে। মীরজাফরের অজান্তে এ ঘটনা ঘটে, এতে তার সায় ছিল না, এটা বিশ্বাসযোগ্য ?
২) মীরজাফর বরাবরই একজন উচ্চাকাঙ্খী। ছলে ও কৌশলে সে ক্ষমতায় থাকতে চেয়েছিল এবং পেরেও ছিল। ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতায় তাঁর নিপুণতার প্রমাণ সে রেখে গেছে। নবাব আলবর্দী খাঁ তাঁকে সিংহাসন দেননি, দেন সিরাজকে। এতে অবশ্যই মীরজাফর ক্ষুণ্ন ছিলো। তাঁকে সন্দেহের চোখে দেখলেও নবাব সিরাজ তাঁর প্রাণনাশ করেনি। করলে ভারতের ইতিহাসটা অন্য রকম হতো। অন্তত ব্রিটিশরা ভারতকে ২০০ বছর ধরে শাসন করতো না।
৩) পলাশীর যুদ্ধের আগে সিরাজ মীরজাফরকে বন্দী করতে যাননি বরঞ্চ তাঁর সাহায্য চাওয়া হয় এবং তাঁকে প্রধান সেনাপতির পদ দেওয়া হয়।
এখানে বারংবার বলা হয়েছে মীরজাফর যুদ্ধ করতে চাননি। নানা ইতিহাসবিদদের রেফারেন্স দেওয়া হয়েছে। ৩টি সর্তের কথা বলা হলো যা কিনা মীরজাফর সিরাজকে দিয়ে ছিল যুদ্ধের ঠিক পূর্বে। এই ঘটনার কোনো প্রামাণ্য তথ্য আছে কি ? বা তথ্যের উৎস সম্মন্ধে কিছু জানালে ভালো হতো।
তবে যুদ্ধে কেন সে যেতে চাইবে? যে কিনা
প্রতিপক্ষের সঙ্গে সে হাত মিলিয়েছে তার বিরুদ্ধে কেন সে যুদ্ধ করতে চাইবে?
এ ব্যাপারে ইতিহাসবিদদের লেখা উল্লেখ করা হলো কিন্ত কত কত ইতিহাসবিদ তাঁকে প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে গেছেন সে বিষয়ে এনারা মুখ খোলেননি।
যুদ্ধক্ষেত্রে মীরজাফর, ইয়ারলতিফ ও রায়দূর্লভ দের ভূমিকা কি ছিল তার ইতিহাস সবার জানা। চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করে ছিলো এঁরা। ৩০ হাজার সৈন্য নিয়ে এঁরা কেবল দাড়িয়ে ছিল, আক্রমণের আদেশ দেয়নি।
অথচ এনারা বলছেন মীরজাফরের অন্যায় সামান্য, সে কেবল misguide করে ছিলো। একজন প্রধান সেনাপতি শত্রুর সাথে যুদ্ধ না না করে শুধু নবাবকে misguide করে গেলো এটাই তো বিশ্বাসঘাতকতার চূড়ান্ত নিদর্শন। নবাব সিরাজের বয়স তখন মাত্র ২৩-২৪, যুদ্ধে ও কূটনীতিতে সে নিতান্তই অনভিজ্ঞ। তাঁর প্রয়োজন ছিল সুপরামর্শ দেবার জন্য একজন বয়স্ক বিচক্ষণ লোক। তাই সে মীরজাফর কে নিযুক্ত করে। এটাই ছিলো তাঁর মারাত্মক ভুল।
আর মীরজাফরের এ ভাবে মসনদে বসা !
যদি সে ইংরেজদের পক্ষে যোগ দিয়ে নবাব সিরাজের বিরুদ্ধে যুদ্ধ করতো তাও মানা যেত। সে যুগে নিজের কোনো সৈন্য সামন্ত না থাকলেও কেবল ছল চাতুরী এবং ষড়যন্ত্র করে মসনদে বসে যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত মীরজাফর। তার পর সেই মসনদে তার বংশধররা ২০০ বছর বসে এসেছে।
একটি বিষয় যোগ করছি, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, নবাব মীর জাফরের সরাসরি বংশধর ছিলেন। মুর্শিদাবাদে জন্মেছিলেন।
বৱগী attack আলিবৱদীৱ ভুমিকাৱ নতুন কথা জানতে পাৱলাম
মিৱজাফৱ বখতিয়াৱ খিলজীকে আপনাৱা যতই ভালো বলুন তাৱা যে কি খাৱাপ লোক ছিল তা আমৱা ভালোই জানি
মসজিদ তৈরি করলে প্রচুর নেকি হয়, কিয়ামতের পর ও সওয়ার পাওয়া যায়। মসজিদ তৈরি করা ভালো কাজ
আপনাদের আলোচনার থেকে এটুকু বুঝলাম সিৱাজেৱ বুদ্ধি ছিল না সেটা ৱনভুমি বা দেশচালানো দুটিতেই তা বোঝা যায়
মানুষ দা ভগবানগোলা কে গোবরাডাঙ্গা বলছেন কেন ?
প্রথমত বলি আমি মানস দা, মানুষ দা নই। দ্বিতীয়ত বলি এখানে গোবরা নালার কথা বলা হয়েছে গোবরাডাঙ্গা নয়।
সিরাজের অনেক দুর্বলতা ছিল কিন্তু তিনি ইংরেজের কাছে মাথা নত করেন নি।সুতরাং তিনি স্বাধীনতার স্বপক্ষেই ছিলেন। আপনাদের অধিকাংশ আলোচনাও প্রচলিত মত অনুযায়ীই হয়েছে। এটি সর্বাংশে সঠিক ইতিহাস নয়।এর বিপক্ষেও মত রয়েছে।
বাংলার নবাবরা মুঘলদের কর্মচারী ছিলেন স্বাধীন ছিলেন না আর ইংরেজরা তখন দেশের শাসক ছিলেন না তাই তাদের কাছে মাথা নত করার প্রশ্নই নেই।
You are trying to set your own opinion against seraj conversely it is an advocacy in favour of mir jafar ali khan.
সিরাজ কিম্বা মীরজাফর কেউই আমার সাত কুলের কেউ ছিল না। তাই কারোর Advocacyর কোনো প্রয়োজন অনুভব করিনি। ইতিহাস বহির্ভূত কোনো বিষয় এখানে আলোচনা হয়নি। উপযুক্ত রেফারেন্স দিয়ে আমার বক্তব্য খন্ডন করে দেখান।
নিজের দেশের গর্ব 🇧🇩💪 হয় আজ আর্জেন্টিনা দেশে।শহরে রাস্তায় দোকানে মিছিল বাংলাদেশে পতাকা উড়ছে টিভি চ্যানেল বাংলাদেশের খবর আর্জেন্টিনা কোচ লিওনেল মেসি মা তার বউ বাংলাদেশের প্রশংসা করছে 2023 আসছে লিওনেল মেসি এম বাপ্পি নেইমার বাংলাদেশে আসাম রাজ্যের ত্রিপুরা রাজ্যের পাকিস্তান প্রশংসা আর্জেন্টিনা দেশে
মামু ভালোই নাটক পারো🐒🐒🐒🐒
Barir pase asla r bolla na 🥺amr ekta channel a6e Animeshvlogs
Please ektu support ❤🙏koro
Eta amr channel
Good