মুর্শিদাবাদের বিকৃত ইতিহাস || Distorted history of Murshidabad

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @ArifHossain-TBT
    @ArifHossain-TBT 4 года назад +51

    40 মিনিটের ভিডিও দেখে ভাবলাম দেখে শেষ করতে পারবো না, কিন্তূ প্রথম 20 মিনিট শুধু হেসেছি । বেশীর ভাগ মানুষ ভুল ধরলে রেগে যায়, অথচ যে মানুষ 75 বছর ধরে ভুল ধারণা নিয়ে ছিল তাকে না রাগিয়ে ভূল শুধরে দিলেন। দারুন কৃতিত্ব আপনাদের ❤️❤️🎉🎉।
    খুব ভালো লাগলো ভিডিও দেখে

    • @RoYaLRoAr5
      @RoYaLRoAr5 4 года назад +1

      Ekmot R uni nijer bhool ta bujhe sunlen o

    • @SanatBanerjee-xc7oi
      @SanatBanerjee-xc7oi 10 месяцев назад +1

      খুব সুন্দর লাগলো ভিডিওটা? গাইড দেরও ইতিহাসের সঠিক তথ্য জানা একান্ত প্রয়োজন? শিক্ষার শেষ নেই? শিক্ষার কোনও বয়স লাগে না? বিকৃত ইতিহাসের সঠিক তথ্যটি জানা গেলো? অসংখ্য ধন্যবাদ।

  • @anandabanerjee7973
    @anandabanerjee7973 4 года назад +22

    মানসবাবু মুর্শিদাবাদের সঠিক ঐতিহাসিক তথ্য এভাবে গাইডদের সামনে তুলে ধরে তাদেরকে সঠিক তথ্য সঠিকভাবে বলার জন্য অনুরোধ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    খুব ভালো কাজ করেছেন ভাই।
    বিকৃত ইতিহাস শুনে মানুষের মনে মুর্শিদাবাদ সম্পর্কে ভুল বার্তা যাওয়া বন্ধ অবিলম্বে হওয়া উচিৎ।
    আর সরকার থেকে এঁদের সঠিক ইতিহাস জানার জন্য ট্রেনিংএর ব্যবস্থা করা দরকার।

  • @kishalaybhaumik
    @kishalaybhaumik 4 года назад +162

    গাইড দের শিক্ষিত করার এক সুন্দর প্রচেষ্টা, সরকারি তরফে এই ধরণের ট্রেনিং এর প্রয়োজন, সেটা আপনারা করছেন । অনেক ধন্যবাদ, সাথে থাকার ইচ্ছে রইল।

    • @omorshekh5897
      @omorshekh5897 4 года назад +5

      Akdom

    • @gayatrimondal8856
      @gayatrimondal8856 4 года назад +1

      Sundar video abong porikalpana

    • @abhoyroy4617
      @abhoyroy4617 3 года назад +3

      Honourable Manas babu apnake Tarapith mondire asar amantran janai, Mondir sebeyet Abhoy Roy,

    • @mdalmgir3429
      @mdalmgir3429 3 года назад +1

      Bai apnara bangalir ahankar pora bangali satea acea from bangladesh

    • @kooksoop1569
      @kooksoop1569 3 года назад

      L

  • @niharbasu6004
    @niharbasu6004 3 года назад +2

    আপনাদের মুর্শিদাবাদ সম্পর্কে তথ্যমুলক প্রতিবেদন ভাল লাগলো । ভবিষ্যতে তথ্যমুলক ভিডিও আরো দেখতে চাই। বিশেষত প্রাচীণ অবিভক্ত বাংলার ইতিহাস। ধন্যবাদ।

  • @joybhattacharyya2927
    @joybhattacharyya2927 3 года назад +36

    অসম্ভব ভালো উপস্থাপনা। আপনার মতো সামান্য কয়েকজন গুণী মানুষ আছেন বলেই বাংলা তথা অবিভক্ত ভারতের ইতিহাসের শিকড়ের সন্ধান এখনও আমাদের কাছে সঠিক ভাবে পৌঁছয়। অনেক ধন্যবাদ আপনাকে।

    • @woodman9083
      @woodman9083 3 года назад

      ❤️

    • @20peegee
      @20peegee 9 месяцев назад

      প্রথম কথা, নবাব সম্পত্তি রক্ষা করার কোনো বোর্ড আছে কিনা? থাকলে তাদের দায়িত্ব। রাজ্যে সরকার বা পৌরসভা জানে কি? কারণ এই সরকার আসার পর হাজারদুয়ারি সহ বিভিন্ন স্থাপত্য কে ঠিকঠাক করেছে।

  • @najmul1812
    @najmul1812 4 года назад +61

    অনেক ধন্যবাদ মানস দা আপনাকে।
    আপনার জন্য মুর্শিদাবাদ এর ইতিহাস গুলো দেখতে পারি ও জানতে পারি।

  • @mridulbagchi8500
    @mridulbagchi8500 3 года назад +7

    বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শিক্ষার্থীর মন নিয়ে গাইড এর শরণাপন্ন হয়ে থাকি এবং এরকমই বিকৃত ইতিহাস শুনে ঘরে ফিরি l সত্যি-ই সরকারি ভাবে এদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন l আপনাদের উদ্যোগ কে সাধুবাদ জানাই l

  • @nizamahmed4316
    @nizamahmed4316 2 года назад +3

    মানস দা ,,সত্যিই কোনো ভাষা নেই আপনার মুর্শিদাবাদ এর সত্য ইতিহাস তুলে ধরার যে মানসিকতা। দুজন কে আমি প্রণাম জানাই।
    আপনার সমস্ত ভিডিও আমি দেখি বিভোর হয়ে ,কখনো কমেন্টস লিখতে সাহস হয়না। আজ শুধু লিখছি গাইড দের গাইড করার যে প্রচেষ্টা নিয়েছেন ,আপনাকে নমন করি। .

  • @bappadityapaul9712
    @bappadityapaul9712 4 года назад +6

    খুব ভাল উদ্যোগ, আপনার সাথে parikshit বাবুকে ও অসংখ্য ধন্যবাদ জানাই।গাইডদের প্রশিক্ষণ দিলে এতদিন যারা মুর্শিদাবাদের বিকৃত ইতিহাস শুনে এসেছে তারা খুবই উপকৃত হবে,আসল ঘটনা জানতে পারবে।

  • @karunkumarbiswas6949
    @karunkumarbiswas6949 3 года назад +1

    খুব সুন্দর গাইডদের অবশ্যই টেনিং এর প্রয়োজন। সুন্দর প্রচেষ্টা।ধন‍্যবাদ আরও অপেক্ষায় রইলাম।

  • @JohiruddinAhmed
    @JohiruddinAhmed 4 года назад +64

    খুব সুন্দর প্রচেষ্টা। গাইড দের এরকম একটা ট্রেনিং এর ব্যাবস্থা করলে খুব ভালো হয়। আপনাকে অনেক ধন্যবাদ।

  • @abdulkhalek2834
    @abdulkhalek2834 3 года назад +19

    মুর্শিদাবাদের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপনাদের ধন্যবাদ জানাই । আপনাদের এই মহত্ প্রচেষ্টা সফল হোক কামনা করি ।

  • @Shifakhana
    @Shifakhana 3 года назад +44

    এটা আমার গ্রাম আর ছোট থেকে এখানে আসি।কিন্তু আমার গ্রামের লোকটি এসব বলে আমি জানতাম না। আপনার মাধ্যমে জানতে পারলাম তাই অসংখ্য ধন্যবাদ মানস দা কে।

    • @muniverse6762
      @muniverse6762 3 года назад +1

      Gramer lokti apnar theke senior

  • @arifezazi5344
    @arifezazi5344 2 года назад +1

    খুব ভালো লাগলো মুর্শিদাবাদের ইতিহাস জেনে। ভিক্টোরিয়ার থেকে হাজার দুয়ারী ভালো। কালই ঘুরে এসেছি ওখান থেকে অনেক প্রশ্ন ছিল মনের মধ্যে ইউটিউবে তাই সার্চ দিলাম আপনাদের ভিডিও এলো দেখলাম। এখন অনেকখানি কৌতুহল নিবৃত্ত হলো।

  • @delowarabegum5663
    @delowarabegum5663 2 года назад +3

    অসংখ্য ধন্যবাদ মানস দাকে। সঠিক ইতিহাস অনুসন্ধানে আপনার কর্মপ্রচেষ্টাকে সাধুবাদ জানাই।

  • @quamrunnahar6641
    @quamrunnahar6641 3 года назад +2

    এক কথায় চমৎকার। অনেক অজানা ইতিহাস জানলাম। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।

  • @mehebubbiswas4595
    @mehebubbiswas4595 4 года назад +16

    খুব ভালো এবং নিঃস্বার্থ সৎ চেষ্টা
    আসা করি আগামীতে এই রকম ভিডিও দেখতে পাবো
    অসংখ্য ধন্যবাদ

  • @ashokebanerjee2661
    @ashokebanerjee2661 3 года назад +2

    অসাধারণ প্রচেষ্টা, মুর্শিদাবাদ জেলার ইতিহাস সঠিক জানার আশায় রইলাম, ভারতের ইতিহাস যে ভাবে বিকৃত হয়েছে সেভাবেই এই জেলার ইতিহাস ও সঠিক ভাবে লেখা হয়নি, জানা খুব কষ্টকর কোন টা ঠিক আর কোনটা ভুল,যাহোক প্রচেষ্টা অসাধারণ, অনেক কিছু জানতে পারলাম, শুভেচ্ছা রইলো আরও জানার , অভিনন্দন

  • @arindam2024
    @arindam2024 3 года назад +9

    সঠিক এবং ঐতিহাসিক সত্য কথা বলা হয়েছে, এগুলি দরকার আছে।অনেক ধন্যবাদ মানস দা আপনাকে.....

  • @dhimansarkarcenex
    @dhimansarkarcenex 2 года назад +1

    অপূর্ব! আপনাদের এই প্রচেষ্টায় আমরা আপ্লুত। নিজেদের দেশের ইতিহাস এইভাবে বিকৃত হওয়া থেকে রক্ষা করার এই উদ্যোগ কে কি ভাবে সাধুবাদ জানাবো তা ভাষায় প্রকাশ করতে পারছি না। ভিড়ের মাঝেও আপনার এই মৌলিক ও নিঃস্বার্থ পরিবেশন কে আমার সশ্রদ্ধ প্রণাম।

  • @FairylandPhotograph78
    @FairylandPhotograph78 4 года назад +29

    সঠিক ইতিহাস না জেনে শুধুমাত্র লোকমুখে শুনে গাইড করাটা অপরাধ না হলেও এটা উচিত নয়। কারন এভাবেই ইতিহাস বিকৃতি হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের মাঝে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য।

    • @juwelchowdhuryjuk461
      @juwelchowdhuryjuk461 Год назад

      মুসলিম গাইডরা তো জংলি জিহাদী মোল্লাদের কলঙ্কিত ইতিহাস গুলো তুলে ধরবেনা।। মুসলিম শাসকরা কিভাবে হিন্দুদের উপর নির্যাতন ধর্মান্তরকরণ হাতের উপর অতিরিক্ত কর ছাপিয়ে দিয়েছিল সেটা তো মুসলিম গাইডরা বলবে না।। হিন্দুরা যারা যে মানুষের কল্যাণ করেছিলে সেটাও বলবেনা এই জিহাদীরা।। সুদর্শন নারায়ন কুলি ছেলেটাকে এই জেহাদীরা গলায় তলোয়ার ঠেকিয়ে বাধ্য করেছিল ধর্মান্তর হতে এবং বাল কোরান শরীফ পড়তে

  • @mohidulmohidislam-7430
    @mohidulmohidislam-7430 8 месяцев назад +1

    সত্যি কারের ইতিহাস তুলে ধরার জন্য, আমার দুইু গুণী ভাই জান কে ও মানুষ বাংলা চেনেল কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইলো সব সময় ফি আমানিল্লাহ্ আমি মুহিত বাংলাদেশ থেকে মেহের পুর মুজিব নগর থেকে।

  • @somabhaduri4427
    @somabhaduri4427 3 года назад +4

    সরল মানুষের সহজ আচরণ - গাইড মানুষটিকে বড়ো ভালো লাগলো। আপনার চ্যনেলটির ভক্ত হয়ে গেলাম

  • @mdmozaffarahmed6461
    @mdmozaffarahmed6461 2 года назад +1

    সুন্দর হয়েছে, আরও ভালো কিছু আশা করি

  • @hillncer1
    @hillncer1 4 года назад +3

    অসাধারণ উদ্যেগ আপনার মানস দা.
    গাইডদের কে অবশ্যই এব্যাপারে জানানো উচিত যে তারা লোকমুখে শোনা অনেক বিকৃত কথাকেই ইতিহাস ধরে নিচ্ছে আর প্রচার করছে পর্যটকদের নিকট.
    আশা করি মানস দা যে এবারে আর মুর্শিদাবাদের ইতিহাস কোথাও বিকৃত হবেনা কারণ আপনি নিজেই আছেন সঠিক ইতিহাস প্রচারের জন্যে. আপনার সাথে সাথে পরীক্ষিত বাবুকেও অশেষ ধন্যবাদ.

  • @rumman617
    @rumman617 4 года назад +27

    দাদা, আপনার সবকটি ঐতিহাসিক ভিডিও আমি বাংলাদেশ থেকে দেখি। ঐতিহাসিক ভিডিওগুলো খুবই শিক্ষামূলক।

  • @nimaikhata6552
    @nimaikhata6552 3 года назад +25

    সঠিক এবং ঐতিহাসিক সত্য কথা বলা হয়েছে, এগুলি দরকার আছে। খুব ভালো লাগলো, ধন্যবাদ ।

  • @alamgirsworld1976
    @alamgirsworld1976 2 года назад +2

    অনেক ধন্যবাদ মানস দা আপনাকে। সঠিক ইতিহাস জানাতে আপনি ও পরীক্ষিত দা গাইডকে উদ্বুদ্ধ করার জন্য। বাংলাদেশ থেকে অনেক অনেক শুভ কামনা।

  • @badalbera7532
    @badalbera7532 4 года назад +4

    মুর্শিদাবাদের প্রকৃত ইতিহাস সম্পর্কে আপনাদের গবেষণামূলক উদ্যোগ সত্যই প্রশংসনীয় ।এ জন্য অসংখ্য ধন্যবাদ রইল।

  • @kaziharun133
    @kaziharun133 4 года назад +1

    ব্যতিক্রমধমী' আজকের এই ভিডিও টি দেখে খুবই ভাল লাগলো।মুশি'দাবাদের সঠিক ইতিহাস পাঠকদের সামনে তুলে ধরার আপনাদের এই আন্তরিক প্রয়াস সব সময় অব্যাহত থাকবে এই প্রত্যাশাই করি।পরিক্ষিত বাবু সহ আপনাকে অশেষ ধন্যবাদ।

    • @manasbangla
      @manasbangla  4 года назад

      ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন।

  • @AriyanKhan-kr4qd
    @AriyanKhan-kr4qd 3 года назад +15

    চাচার ইতিহাস অনেকটা ভুল ছিলো। তবুও মানস বাবু নবাব সুজাউদ্দিন খান নিয়ে সঠিক ইতিহাস টা তুলে ধরার জন্য ধন্যবাদ।

  • @pithuntaheem2464
    @pithuntaheem2464 3 года назад +2

    মুর্শিদাবাদ আমার দাদাবাড়ি।। সুন্দর উপস্থাপনা এবং সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঢাকা, বাংলাদেশ থেকে।।

  • @muhsinmuhammad1546
    @muhsinmuhammad1546 3 года назад +3

    আপনাদের চেষ্টাকে ধন্যবাদ জানাই, অনেক কিছু জানতে পারলাম। সত্যি কথা বলতে কি আমি মাঝে মাঝে খুব কস্ট পাই মুশির্দাবাদের করুন অবস্থা দেখে। আমি সত্যি'ই হারিয়ে যায় মুশির্দাবাদের পথে পথে অনুভব করি বাংলার মানুষের সেই সোনালী দিনের কথা! অশেষ ধন্যবাদ

  • @ishtiaqueahmed4757
    @ishtiaqueahmed4757 4 года назад +2

    আপনার বর্ননা করা ইতিহাস আমার জানামতে সঠিক । সবচেয়ে যেটা ভাল লাগলো তা হলো ঐ গাইডকে সঠিক তথ্য বলে দিয়ে ভবিষ্যত প্রজন্মকে ভুল তথ্য জানা থেকে রক্ষা করা । আপনাদের এই বাংলার গৌরবময় ইতিহাস অনুসন্ধান সফল হোক ।

  • @bablubaidya3499
    @bablubaidya3499 4 года назад +3

    ভীষন ভালো লাগলো সচেতনতা মূলক সুন্দর ভিডিওটি দেখে। অসংখ্য কৃতজ্ঞতা জানাই। সবাই খুব ভালো থাকবেন 🙏🌷💕

  • @hasaniqbalbahar1833
    @hasaniqbalbahar1833 4 года назад +1

    সত্যি sir বহু অজানা তথ্য আমারা আপনার কাছ থেকে পাচ্ছি এটার জন্য ধন্যবাদ আপনাকে ।আর আমরা যাতে এইরকমই সব অজানা ইতিহাস ভবিষ্যতে জানতে পারি তার জন্য অনেক শুভকামনা রইলো আপনাকে।BIGGGG FANNN SIRR👍🏼👍🏼👍🏼👍🏻👍🏻👍🏻👌👌👌

  • @kalpanasarkar8284
    @kalpanasarkar8284 3 года назад +4

    মানস বাঙলা দেখলাম ভাল লাগল আর গাইড দের নিয়ে একসঙ্গে বসে যে আলচনা র মাধ্যমে টেনিস দিয়ে সত্য জানা নো মহৎ কাজ। ধন্যবাদ জনাই।

  • @mousumichakraborty8807
    @mousumichakraborty8807 3 года назад +1

    Khub vlo laglo.. Onk ojana totho jante parlm.. Eirokom aro emn ghotona jante chai

  • @najminakhatun3699
    @najminakhatun3699 3 года назад +3

    আমি একজন ইতিহাস অনার্স এর ছাত্রী। আপনাদের মুখে ইতিহাস গুলো শুনে উপকৃত হলাম ধন্যবাদ।

    • @kamalhosen4022
      @kamalhosen4022 Год назад +1

      Bolento hazi md mohsin kon bordner chilo

  • @abdulmatin7479
    @abdulmatin7479 2 года назад +1

    খুব ভালো লাগলো মুর্শিদাবাদের সঠিক ইতি হাস জানতে পেরে।

  • @mebms4622
    @mebms4622 3 года назад +5

    Sir aaj theke sob episode gulo dekha start korechi khub sundor lagche sooti gulo tule dhorar jonnno .... ধন্যবাদ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SohelRana-lx4lu
    @SohelRana-lx4lu 3 года назад +2

    অসাধারণ উদ্যোগ খুবি ভালো লাগলো সঠিক ইতিহাস টা সবার জানা দরকার নাহলে ইতিহাস বিকৃত হয়ে যাবে। মানস দা কে ধন্যবাদ দেয়ার ভাষা আমার নাই।

  • @smarajitchakraborty7673
    @smarajitchakraborty7673 3 года назад +27

    অত্যন্ত উঁচুমানের প্রচেষ্টা। আপনাদের গবেষণা ও প্রচেষ্টার সার্থকতা কামনা করি।

  • @sujoysen7786
    @sujoysen7786 3 года назад +1

    Dada darun lagchy upnar Chanel are ojana tar janar jonny valo lagchay

  • @asitsaha8185
    @asitsaha8185 4 года назад +5

    Thanks for actual information, awareness needed for Murshidabad tour guides as tourist get right historical information, Thanks again for one guide enlightened by you. 👍👍👍

  • @tarunmahata6196
    @tarunmahata6196 3 года назад +1

    Khub sundar video and informative 👌

  • @somapal5267
    @somapal5267 4 года назад +5

    মানস বাবু আপনাদের এই প্রচেষ্টা কে স্বাগত জানাই।আমি বহরমপুরে থাকি।গাইড দের সঠিক তথ্য জানাটা খুবই দরকার।

  • @Rajdip2609
    @Rajdip2609 2 года назад +1

    খুব ভালো লাগলো আপনার এই তথ্য সমৃদ্ধ ভিডিওটি দেখে। অনেক ধন্যবাদ আপনাকে।

  • @peaceforhumanity3084
    @peaceforhumanity3084 3 года назад +3

    From Bangladesh, Thank you to your nice decisions to find the true history of Murshidabd

  • @m.kmahinboss3885
    @m.kmahinboss3885 Год назад +1

    দাদা আপনি ভীষণ ভালো মনের মানুষ, সঠিক ইতিহাস তুলে ধরনের সবসময় আপনার চ্যানেল দেখি বাংলাদেশ

  • @immrb007
    @immrb007 4 года назад +3

    দাদা আপনাদের চ্যানেলের ভিডিও গুলো সুন্দর। গাইডদের ছোট-খাটো প্রশিক্ষণের ব্যাবস্থা করলে ভালো হতো। আমাদের মাঝে বাংলার ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। ❤️❤️🇧🇩

  • @basherkhan5908
    @basherkhan5908 2 месяца назад +1

    Manas Da - Outstanding! You and your friend are very polite professionals who are respectful to others! Thank you for disclosing the truth. Wish you a great success!

  • @kaushikdas21
    @kaushikdas21 3 года назад +5

    খুব ভালো লাগলো, অভিনব প্রয়াস, অপূর্ব উপস্থাপনা

  • @k.bhuiyan3029
    @k.bhuiyan3029 4 года назад +2

    গাইডের অতিরঞ্জন বর্ণনা ইতিহাসকে ধর্ষিত করে চলেছে। আজকে
    আপনার তথ্যবহুল উপস্থাপনা বরাবর এর মতো অসাধারণ।
    আবারও ধন্যবাদ।
    ঢাকা, বাংলাদেশ থেকে।

    • @Mihi_Dana-z2x
      @Mihi_Dana-z2x 4 месяца назад

      @@k.bhuiyan3029 karor rap karor dhoka karor murder nirjaton karor nongrami. Kemne bujlen k ki kore?

  • @ripanghosh2088
    @ripanghosh2088 4 года назад +3

    এটা তো সত্যি, লোকমুখে বানানো ইতিহাস না জেনে সত্যি ইতিহাস জানা অনেক ভালো।
    আপনাদের প্রচেষ্টা খুব ভালো এবং সুন্দর।🙏🙏🙏🙏

    • @Mihi_Dana-z2x
      @Mihi_Dana-z2x 4 месяца назад

      Sob joge biyoge guune vaage dfrnt shit in dfrnt forms

  • @kanishkabanerjee1363
    @kanishkabanerjee1363 Год назад +1

    Khub sundor uposthapona ki sundor kore sothik itihasta bujhie bollen amader darun lagche Sir salute

  • @PinakshiSaha
    @PinakshiSaha 4 года назад +4

    আমার বাড়ি বহরমপুর ..... মুর্শিদাবাদের এই সত্য ইতিহাস উন্মোচন করার জন্য ধন্যবাদ।🙏

  • @sharmilabanerjee1608
    @sharmilabanerjee1608 3 года назад +1

    Bhishon bhalo laglo,koto itihash bhul tothye bhora amader bibrhanto kore,shothik ta jananor jonyo dhonyobad,emni kore egiye jaan

  • @mdsaddamhossain3498
    @mdsaddamhossain3498 3 года назад +4

    Khub sundor laglo sir.

  • @MrOhid-oi8lb
    @MrOhid-oi8lb 3 года назад +1

    মানস দা আপনাকে ধন্যবাদ জানাই। যারা ইতিহাস বিকৃত করছে তাদের যেভাবে সংশোধন করছেন সেটা আমার খুব ভালো লেগেছে,এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানস দা, মুর্শীদাবাদের যে সব গাইডরা বিকৃত ইতিহাস পর্যটকদের শোনাচ্ছে সেটা দুঃখজনক। আপনার এ উদ্যোগ আমাকে আনন্দ দিয়েছে। আপনার এ প্রোগ্রাম টার মতো যদি মুর্শীদাবাদের সকল গাইডদের মাঝে চর্চা করা যেত, তাহলে পর্যটকরা সঠিক ইতিহাস জানতে পারত। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।

  • @sunetrabhattacharya
    @sunetrabhattacharya 3 года назад +12

    আমি যখন ২০১৯-এ গেছিলাম, ওনাকে এগুলো সব বলেছিলাম, উনি এখন‌ও ঐ এক‌ই গল্প বলে যাচ্ছেন। এরা আসলে বদলাতেই চায় না।

  • @ranjitpaul8820
    @ranjitpaul8820 4 года назад +2

    এইধরনের উদ‍্যোগের জন্য একজন ইতিহাস প্রেমী হিসেবে আপনার ও এই চ‍্যানেলের সকল সদস্য দের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
    আপনার চ‍্যানেলের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ মুর্শিদাবাদের সঠিক ইতিহাস জানতে পারছেন পাশাপাশি অনেক দর্শনীয় স্থান আছে যা সাধারণ ভাবে ভ্রমণ পিপাসুদের জানা নেই, তার অবস্থান ও ইতিহাস সম্পর্কে জানতে পারছেন পাশাপাশি পর্যটকরা আরও বেশী করে ভিড় জমাচ্ছেন বলেই মনে করি।
    আপনার চ‍্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি। যদি কখনো সাক্ষাৎ করার সুযোগ পাই বাধিত হব। ধন্যবাদ 🙏

    • @manasbangla
      @manasbangla  4 года назад

      দেখা নিশ্চয়ই হবে।

  • @krishnendumaitra5762
    @krishnendumaitra5762 4 года назад +5

    দারুণ উদ্যোগ মানসবাবু।।।। এই মহৎ উদ্দেশ্য আপনাদের সার্থক হোক।।। কল্যাণী থেকে ভালবাসা রইল❤️

  • @preetibanerjee771
    @preetibanerjee771 2 года назад +1

    খুব ভালো লেগেছে,সংশোধনের জন্য ধন্যবাদ

  • @asaduzzaman7834
    @asaduzzaman7834 2 года назад +3

    অসাধারণ। অসাধারণ। অসাধারণ। মানস দাদার ইতিহাস জানার পরিধি দেখে পুরোপুরি অবাক হয়ে গেলাম। প্রণাম দাদাকে অন্তরের অন্তস্থল থেকে।

  • @mintusaha805
    @mintusaha805 4 года назад +1

    Khub sundar bhab e Manas Babu o Parikkhit Babu onek ojana itihash tule dhorlen abong songe songe amra sadharon manush jara onekei Murshidabad ghure bibhinno guide er kach theke je procholito o kalponick golpo sune bhool dharona hoyechilo seta khub sundar bhab e bujhte parlam. Personally ami nijeo Abu Hussein er kach theke ekdom same golpo sunechi...kintu unio je ek kothai apnader ato sundar upasthapona je mon diye sunlen ete onaro khub sundar bhabe Tourist der bojhate kaje lagbe. Abaro apnader Asonkho Dhanyabad ei video tar janno. Durdanto prochesta. Really Awesome 🙏🙏🙏🙏🙏🙏✍🙏✍✍✍✍🙏🙏🙏🙏

    • @manasbangla
      @manasbangla  4 года назад

      শুভেচ্ছা নেবেন।

  • @abujargazi3518
    @abujargazi3518 3 года назад +4

    দাদা খুব সুন্দর উপস্থাপনা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। আপনাদেরকে ছালাম জানাই।

  • @shabuddinshaheen5814
    @shabuddinshaheen5814 3 года назад +2

    guide k etihas bujea bolar jonno dhonnobad,,,,,manasda, porikhit babu, apnader jonno sob etihas jante parlam

  • @nazuddin6346
    @nazuddin6346 4 года назад +4

    Many thanks bhai
    For the history lots to learn
    Best wishes from London❤❤❤
    This guy has passion bhai
    🙏

  • @mdalankhanchowdhury579
    @mdalankhanchowdhury579 3 года назад +2

    ধন্যবাদ জানাই আপনাকে , আমরা নবাব সুজা খানের বংশধর , সরফরাজ খানের ৫ জন পুত্রের এক জন হারিজ খান বা হারি খাঁ , হারিজ খানের কয়েক পুত্রের এক জন ফতে খান , আমরা বর্তমানে বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচং ব্রাক্ষণপাড়াতে বসবাস করছি , আমাদের সবার পক্ষ থেকে আপনার প্রতি ভালবাসা ও আপনার জীবনে সাফল্য কামনা করছি /

  • @priyanka143
    @priyanka143 3 года назад +3

    Ekhane onek bar gechi ami khub sundor jaiga💐💖👌💐💖👌

  • @worldofinnocence
    @worldofinnocence 2 года назад

    অসাধারণ ...আপনার প্রচেষ্টা আমাদের অনেক নতুন তথ্য এনে দিল।সত্যি এত কিছু details জানতাম ই না।

  • @emranhossain4281
    @emranhossain4281 4 года назад +5

    নবাব দের ইতিহাস ভিত্তিক নতুন ভিডিওর অপেক্ষায় ছিলাম..
    ধন্যবাদ আপনাকে দাদা

  • @bduzzal9241
    @bduzzal9241 3 года назад +1

    মানস দা কি রকম আছেন আমার বাড়ি মুন্সিগঞ্জ বাংলাদেশ আমি সৌদিতে কাজ করি আপনার ভিডিওগুলো অনেকদিন ধরে আমি দেখি খুব ভালো লাগে । জানিনা এই লোকটার কথা গুলো মিথ্যে বলেছে কিন্তু সত্য গাইড হিসাবে ভালোভাবে বোঝাতে পেরেছে l আপনাকে অনেক ধন্যবাদ ইতিহাস তুলে ধরার জন্য । আমি জাকির হোসেন উজ্জল

  • @praptichatterjee1160
    @praptichatterjee1160 4 года назад +5

    অনেক কিছু জানলাম ।।।। ধন্যবাদ ❤❤

  • @fmzero3864
    @fmzero3864 3 года назад +1

    এতটাই ভাল লেগেছে যতবারই আপনার চ্যানেলের কাজগুলো দেখছি স্যার ততটাই মুগ্ধ হচ্ছি আপনাদের প্রতি আমরা সব সময় আরো সত্য ঘটনা গুলো শুনতে চাই সত্য ইতিহাস শুনতে চাই গোটা ভারত এবং বাংলাদেশের সব ইতিহাস জানতে চাই যেটা দুই বাংলার সাথে জড়িত সত্য ইতিহাস বা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সবকিছুর সত্য ঘটনা গুলো শুনতে চাই অবশ্যই যেখানেই যাবে সেই দেশের সব সত্য ঘটনাগুলো ইতিহাস গুলো তুলে ধরবেন এই কামনা রাখি

  • @khaledurrahman7555
    @khaledurrahman7555 4 года назад +9

    অনেক ধন্যবাদ দাদা, বাঙলার ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার জন্য।

  • @syedsalim9024
    @syedsalim9024 3 года назад +1

    শ্রদ্ধেয় মানুষ বাবু অসংখ্য ধন্যবাদ আপনি যেভাবে গাইডকে ভুলগুলো সংশোধন করে দিলেন এবং গাইডের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন কথা দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @asishchakraborty432
    @asishchakraborty432 4 года назад +3

    Really very informative knowledge and we are very much greateful for taking such pain to reveal the truth.

  • @abuselim8550
    @abuselim8550 2 года назад +1

    apnake anek anek abhinandan manus da apni egiye cholun apnar safolata asbei insa-allah

  • @alokkumarroy1974
    @alokkumarroy1974 4 года назад +3

    খুব ভালো লাগলো। স্থানীয় গাইডদের এই অনিচ্ছাকৃত ভুল তথ্য পরিবেশন করা থেকে, তাদের প্রকৃত শিক্ষিত করার যে আন্তরিক প্রয়াস, তাকে আমি কুর্নিশ জানাই। অনেক শুভেচ্ছা রইল❤ ভালো থাকবেন।

  • @sinhaonlineshareeingce7849
    @sinhaonlineshareeingce7849 3 года назад +2

    সুন্দর উপস্থাপনা।গাইড ভদ্রলোকের সাক্ষাৎকার শোনার সূযোগ হয়েছিল।

  • @skarobali8439
    @skarobali8439 3 года назад +3

    মানস বাংলাকে অশেষ ধন্যবাদ জানাই।আপনারা আর একটা কাজ করুন।সেটা হলো গাইড দের একটা সুন্দর করে প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করুন।নয়লে মির জাফর।ভরে যাবে।

  • @sagorahmed9327
    @sagorahmed9327 3 года назад +2

    Bangladesh থেকে বলছি, আপনার সব ভিডিও গুলো ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অসখ্য ধন্যবাদ আপনাকে💖💖💖

  • @kutubuddinahmed6523
    @kutubuddinahmed6523 4 года назад +4

    সুন্দর উদ্যগ মানস বাবু । গাইডদের গাইড দেওয়া যাতে সত্যটা মানুষ জানতে পারে।

  • @samarendrabhukta9704
    @samarendrabhukta9704 3 года назад +2

    এক কথায় অসাধারন!!!
    গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে শুনতে শুনতে।
    ধন‍্যবাদ।

  • @KhaledAhmed-nf1rm
    @KhaledAhmed-nf1rm 4 года назад +5

    আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ,
    অত্যন্ত চমৎকারকরে সটিক ইতিহাস বুঝিয়ে তুলে ধরার জন্য ।

  • @AlamgirHossain-df8jc
    @AlamgirHossain-df8jc 2 года назад +2

    অনেক সুন্দর ঐতিহাসিক প্রতিবেদন,ধন্যবাদ দাদা, ওই বৃদ্ধ ব্যাক্তিকেও ধন্যবাদ উনি খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং সত্য বিষয় মেনে নিলেন

  • @carromloversarif
    @carromloversarif 3 года назад +3

    Khub valo lagche manos da tomar video gulo

  • @anjandas1424
    @anjandas1424 4 года назад +1

    আপনার ভিডিও গুলো বরাবরই ভালো লাগে, এবং সত্য ঘটনা গুলো জানতে পারি।
    ধন্যবাদ আপনাদের🙏
    আপনার এই ভিডিওগুলো একটা বই আকারে লিখলে(চিত্রসহ) খুব ভালো হয়।
    তাহলে বাংলার মানুষ বাংলায় ঘটনা গুলো জানতে পারবে।
    এবং মুর্শিদাবাদের ঐতিহ্যও বাড়বে।
    তাহলে পরবর্তী প্রজন্ম এই বিষয়ে সত্য টা জানতে পারবে।

  • @mohiuddinalamgir8942
    @mohiuddinalamgir8942 3 года назад +3

    আপনি মুর্শিদাবাদের সঠিক ইতিহাস উন্মোচনে সচেষ্ট ,বিষয়টি প্রথম থেকে লক্ষ্য করেছি । মানুষ বাংলার সাফল্য কামনা করছি । (বাংলাদেশ থেকে)

  • @arkabanerjee1627
    @arkabanerjee1627 3 года назад +1

    V great initiative... opurbo opurbo opurbo

  • @rinkuanimikh7454
    @rinkuanimikh7454 4 года назад +5

    খুবই ভালো কাজ। আপনাদেকে ধন্যবাদ ও অভিবাদন।

  • @AbdulSamad-tf7oz
    @AbdulSamad-tf7oz 3 года назад +1

    সঠিক প্রয়াস, অনেক ভূল কথা গাইড গন বলে থাকেন, তাদের প্রশিক্ষণ
    প্রয়োজন। ধন্যবাদ আপনাদের ।

  • @debashisdas2080
    @debashisdas2080 3 года назад +4

    খুব ভাল লাগল ধন্যবাদ

  • @subhashmukherjee1232
    @subhashmukherjee1232 2 года назад +1

    enjoyed your efforts sir keep it up please

  • @ashokeghosh2754
    @ashokeghosh2754 3 года назад +3

    We are having many things of long days ago which are unknown to many of us. Your contents of research and presentation to us is informative and most imaginable.

  • @mddider2297
    @mddider2297 2 года назад +2

    বাংলাদেশ থেকে আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি, ধন্যবাদ দাদা আপনাকে সঠিক ইতিহাস গুলো আমাদের জানানোর জন্য,

  • @SOTOTA66
    @SOTOTA66 4 года назад +4

    মানস ভাই আপনি একটা অসাধারণ কাজ করলেন ! গত সপ্তাহে আমার কয়েকজন আত্মীয়র(বর্ধমানের) সঙ্গে ওখানে গেছিলাম ! ঐ গাইড ভদ্রলোক আমাদেরও ওই একই ভুল গল্প গুলো শোনাচ্ছিলো । আমার খুব অস্বস্থি হচ্ছিল ! আমি আত্মীয়দের সাথে থাকায় তর্কে জড়াতে চাই নি ! ওরা( আত্মীয়রা)কিন্তু বিশ্বাস করে চলে গেলো ! মনের কোথায় যেন খিচখিচ করে বাঁধছিল। অবশ্য সম্পূর্ণ ইতিহাস টা আমিও জানতাম না ! যাইহোক আপনাদের মিশন সফল হোক ! খুব ভালো লাগলো ! আপনি ও পরীক্ষিত ভাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ !

  • @MahabubKaka
    @MahabubKaka Год назад +1

    Kono ghotona ghote jaoa r por por e history te jaiga pai na. Pore ghote jaoa ghotona sabar kach theke sune, onek jaiga theke milia nia bastobota ar sundor ak etihas lipiboddho hoi............
    Manas sir k asonkko thanks❤🌹