পোস্ট তাং ২৮/১০/২০২২ইং গান নং ৭৯৬৬ """" অন্তরজ্বলা হৃদয়বিদারক বিচ্ছেদ গান '"""" লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। না জেনে না বুঝে, আমি ভুল করেছি।। হৃদয়হীন এক পাষাণরে, আমি ভালবেসেছি।। দেখে তাহার মুচকি হাসি, ভালো লেগেছিলো।। মিষ্টি মিষ্টি কথা কইয়া, মনটা নিয়েছিলো।। এটা যো তার অভিনয় ছিলো।। পরে যে বুঝেছি। ঐ কতো স্বপ্ন কতো আশা, দেখাইলো আমায়।। আদর দিতো সোহাগ দিতো, হাত বুলিয়ে মাথায়।। কভু সে ভুলবেনা আমায়।। আশ্বাস পেয়েছি। ঐ সরল মনে তারে আমি, করেছিলাম বিশ্বাস।। সেই আমার করিলোরে, আমার এমন সর্বনাশ।। ফেলছি এখন দীর্ঘশ্বাস।। প্রেমে ধরা খেয়েছি। সবি ছিলো তার বাতুলতা, সবি ছিলো ছলচাতুরী।। মিছে অভিনয় করিয়া, সব নিয়াছে কাড়ি। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী।। আমি প্রাণে মরেছি।
দারুণ গান❤❤
❤❤❤❤❤❤Wow nc❤❤❤❤❤
ধন্যবাদ প্রিয় ভাই
Valo valo
Nice apu ❤❤❤❤❤❤❤
জয় মাতালের জয়
Hi ba great full and butiful i c USA
🎉
Nice ❤❤❤❤❤❤❤❤❤
এই হল জাতশিল্পী অসাধারণ,,,,,।
Naic
পোস্ট তাং ২৮/১০/২০২২ইং
গান নং ৭৯৬৬
"""" অন্তরজ্বলা হৃদয়বিদারক বিচ্ছেদ গান '""""
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
না জেনে না বুঝে, আমি ভুল করেছি।।
হৃদয়হীন এক পাষাণরে, আমি ভালবেসেছি।।
দেখে তাহার মুচকি হাসি, ভালো লেগেছিলো।।
মিষ্টি মিষ্টি কথা কইয়া, মনটা নিয়েছিলো।।
এটা যো তার অভিনয় ছিলো।। পরে যে বুঝেছি। ঐ
কতো স্বপ্ন কতো আশা, দেখাইলো আমায়।।
আদর দিতো সোহাগ দিতো, হাত বুলিয়ে মাথায়।।
কভু সে ভুলবেনা আমায়।। আশ্বাস পেয়েছি। ঐ
সরল মনে তারে আমি, করেছিলাম বিশ্বাস।।
সেই আমার করিলোরে, আমার এমন সর্বনাশ।।
ফেলছি এখন দীর্ঘশ্বাস।। প্রেমে ধরা খেয়েছি।
সবি ছিলো তার বাতুলতা, সবি ছিলো ছলচাতুরী।।
মিছে অভিনয় করিয়া, সব নিয়াছে কাড়ি।
কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী।। আমি প্রাণে মরেছি।