আপন মানুষ পর হইয়া যায়।শিল্পী সম্পা পাগলী গানের কথা লিখেছেন উস্তাদ গুরু স্বপন শাহ্ শ্যামলা পুরী

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • আপন মানুষ পর হইয়া যায় আর তো আপন হয় না।শিল্পী সম্পা পাগলী গানের কথা লিখেছেন উস্তাদ গুরু স্বপন শাহ্ শ্যামলাপুরী ।।

Комментарии • 1

  • @shamolapuritv3884
    @shamolapuritv3884 7 дней назад +1

    পোস্ট তাং ১৯/০৯/২০২৪ ইং
    গান নং ৯৬৩২
    """"" প্রেম বিরহ বিচ্ছেদ যন্ত্রণার গান """""
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    আপন মানুষ পর হইলে, আর তো আপন হয় না।।
    কাঁচের আয়না ভেঙে গেলে, যেমন জোরা লয় না।।
    বন্ধু আমার আপন মানুষ, কাছের মানুষ ছিলো।।
    কারে পাইয়া বন্ধু আমায়, ছাইড়া চইলা গেলো।।
    আমার মনে ব্যথা দিলো।। দিলো দুঃখ যন্ত্রণা।।
    কতো কথা কতো স্মৃতি, ছিলো বন্ধুর সনে।।
    সেই বন্ধু ভুল বুঝিলো, বুঝলামনা কি কারণে।।
    পুড়ি আমি বিরহের দহনে।। সহিতে আর পারি না।।
    এই দেহ মন জীবন যৌবন, সব কাড়িয়া নিয়া।।
    কার বাসরে কাটায় রাত্রি, কারে বুকে নিয়া।।
    কার সনে মৌজ করিয়া।। প্রেম করে লেনাদেনা।
    সরল মনে প্রাণ বন্ধুরে, আমি করেছিলাম বিশ্বাস।।
    সেই বন্ধু কেমনে করলো, স্বপন শাহের সর্বনাশ।।
    ফেলছি এখন শুধুই দীর্ঘশ্বাস।। নীরবে করে কান্না।
    পোস্ট তাং ২১/০৯/২০২৪ ইং
    গান নং ৯৬৩৪
    """"" প্রেম বিরহ বিচ্ছেদ যন্ত্রণার গান """""
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    আমার মনটা লইয়া বন্ধু, করলি পাশা খেলা।।
    বুঝলি না বুঝলি না বন্ধু, মনে কতো জ্বালা।।
    সরলে গড়ল মিশাইলি বন্ধু, বোকা পাইয়া দিলি ধোঁকা।।
    মিষ্টি মধুর কথা কইয়ারে বন্ধু, সাজিলি প্রাণের সখা।।
    এখন আমায় রাইখা একা।। তুই করছিস ছলাকলা।।
    তুই যে এমন পাষাণ বেঈমান, আমার জানা ছিলোনা।।
    আমার মনটা ভাইঙ্গা চুইরা, দিবি এমন যন্ত্রণা।।
    নীরবে তাই করছি কান্না।। যায়না তো আর বলা।
    কুল গেলো কলঙ্ক হইলো, আমি হইলাম কলঙ্কিনী।।
    পাড়া পড়শি আত্মীয় স্বজন, কয় যে কুলনাশিনী।।
    ভাবি বসে দিন-রজনী।। এই কি প্রেমের খেলা।
    শুনেছি প্রেম পবিত্র চিরসত্য, স্বর্গের সেরা দান।।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, নরক যে পাইলাম।।
    প্রেম করিয়া ধরা খাইলাম।। ওরে মন বেভুলা।
    পোস্ট তাং ২৪/০৯/২০২৪ ইং
    গান নং ৯৬৩৭
    """"" প্রেম ভালবাসার বিরহ বিচ্ছেদ গান """""
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    কেনো আমায় ভাবিস পর, কেনো আমায় ভাবিস পর।।
    কতো ভালবাসি তোরে, রাখলি না তুই সেই খবর।।
    অকারণে ভুল বুঝিলি, আমায় ছাইড়া চইলা গেলি।।
    কারে আবার ভালবাইসা, বাঁধলিরে তুই সুখ বাসর।।
    রাখলি না তুই সেই খবর,,,,। ঐ
    এই দেহ মন জীবন যৌবন, সবি দিয়া করছি আপন।।
    সব জানিয়া তবু কেনো, ভাঙ্গিস আমার মন অন্তর।
    রখলি না তুই সেই খবর,,,,। ঐ
    যতই তুই দিসরে জ্বালা, তবু তোরেই বাসবো ভালা।।
    গলে লইয়া কলঙ্কের মালা, ছিলাম আছি থাকবো তোর।
    রাখলি না তুই সেই খবর,,,,। ঐ
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, আয়রে আয় মোর বুকে ফিরি।।
    আমি যে তোর প্রেম ভিখারি, জন্ম থেকে জন্মান্তর।
    রাখলি না তুই সেই খবর,,,,,। ঐ