তোরে কতো ভালবাসি।শিল্পী সম্পা পাগলী।গানের কথা লিখেছেন উস্তাদ গুরু স্বপন শাহ্ শ্যামলাপুরী

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • তোরে কতো ভালবাসি পাষাণ রে তুই বুঝলি না।শিল্পী সম্পা পাগলী গানের কথা লিখেছেন উস্তাদ গুরু স্বপন শাহ্ শ্যামলাপুরী

Комментарии • 1

  • @shamolapuritv3884
    @shamolapuritv3884 8 дней назад +1

    পোস্ট তাং ২৬/০৯/২০২৪ ইং
    গান নং ৯৬৪০
    """" বিচ্ছেদ যন্ত্রণার গান """"
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    তোরে কতো ভালবাসি, পাষাণরে তুই বুঝলি না।।
    বুঝলে কি আর বেঈমানরে তুই, দিতি আমায় যন্ত্রণা।।
    ওরে পাষাণ ওরে বেঈমান, ওরে স্বার্থপর।।
    বোকা পাইয়া ধোঁকা দিলি, ভাংলি মন অন্তর।।
    কার প্রেমেতে হইয়া বিভোর।। করলি এমন ছলনা। ঐ
    কতো আশা কতো স্বপ্ন, দেখাইলিরে তুই আমায়।।
    সব স্বপ্ন ভাইঙ্গা চুইরা, ডুবাইলি আমায় হতাশায়।।
    পুড়ছি আমি বিরহের জ্বালায়।। নীরবে করি কান্না। ঐ
    লোকে আমায় মন্দ বলে, বলে যে কলঙ্কিনী।।
    পাড়া পড়শি আত্মীয় স্বজন, বলে আমায় কুলনাশিনী।।
    কান্দি আমি দিন-রজনী।। এই দুঃখ সহা যায়না। ঐ
    অতীতের কতো মধুর স্মৃতি, আজো মনে পড়ে।।
    বুকের ব্যথা বুকে লইয়া, ভাসি নয়ন নিরে।।
    স্বপন শাহ্ শ্যামলাপুরী বলেরে।। কেমনে সই এই যাতনা। ঐ
    পোস্ট তাং ২৭/০৯/২০২৪ ইং
    গান নং ৯৬৪১
    """"" প্রেম প্রম প্রেয়সীর প্রেমের গান """""
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    আমায় ভালবাসতে বন্ধু, কে বাঁধা দিলো তোমায়।।
    আমায় দেখে দূরে দূরে, থাকো কেনো বলো আমায়।।
    এই দেহ মন জীবন যৌবন, সবি যে তোমায় দিছি।।
    সব সপিয়া নিঃস্ব হইয়া, আমি কি আমার আছি।।
    তোমায় কতো ভালবাসি।। বেন্ধেছি হৃদয় মায়ায়।
    কোন কারণে আমার সনে, করো গো বন্ধু এমন।।
    কার কথা শুনিয়া বন্ধু, দাও আমায় বিরহের দহন।।
    ভাঙ্গো কেনো মোর হৃদয় মন।। জ্বালাইয়া প্রেম জ্বালায়।
    ছিলাম আছি থাকবো তোমার, প্রেম বিশ্বাস ভক্তিতে।।
    পারবো না ভুলিতে তোমায়, যতই রাখো কষ্টেতে।।
    আমি জন্মান্তরের বাঁধনেতে।। বাইন্ধা যে রাখবো তোমায়।
    প্রেম পবিত্র চিরসত্য, প্রেম স্বর্গের সেরা দান।।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, তাইতো প্রেমে সঁপেছি প্রাণ।।
    গাইবো সদা প্রেমেরও গান।। যতই জ্বলি দহন জ্বালায়।
    পোস্ট তাং ২৪/০৯/২০২৪ ইং
    গান নং ৯৬৩৭
    """"" প্রেম ভালবাসার বিরহ বিচ্ছেদ গান """""
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    কেনো আমায় ভাবিস পর, কেনো আমায় ভাবিস পর।।
    কতো ভালবাসি তোরে, রাখলি না তুই সেই খবর।।
    অকারণে ভুল বুঝিলি, আমায় ছাইড়া চইলা গেলি।।
    কারে আবার ভালবাইসা, বাঁধলিরে তুই সুখ বাসর।।
    রাখলি না তুই সেই খবর,,,,। ঐ
    এই দেহ মন জীবন যৌবন, সবি দিয়া করছি আপন।।
    সব জানিয়া তবু কেনো, ভাঙ্গিস আমার মন অন্তর।
    রখলি না তুই সেই খবর,,,,। ঐ
    যতই তুই দিসরে জ্বালা, তবু তোরেই বাসবো ভালা।।
    গলে লইয়া কলঙ্কের মালা, ছিলাম আছি থাকবো তোর।
    রাখলি না তুই সেই খবর,,,,। ঐ
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, আয়রে আয় মোর বুকে ফিরি।।
    আমি যে তোর প্রেম ভিখারি, জন্ম থেকে জন্মান্তর।
    রাখলি না তুই সেই খবর,,,,,। ঐ