আপু আপনাকে অনেক ২ ধন্যবাদ এত সুন্দর এবং গঠনমুলক আলোচনা করে ভিডিও দেওয়ার জন্য এতে খামারিরা উপকৃত হবে এবং একজন দখ্খ খামারি হতে পারবে এধরনের ভিডিও আরো চাই আপনার সু--সাস্হ্য কামনা করছি ধন্যবাদ।
আপা আপনি মেডিসিন সম্পর্কে ভিডিও চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমাদের অনেক উপকারে আসে। আমার তো মনে হয় যে আপনার সম্পর্কে মন্তব্য করছে সে মুরগির খামারি না।আপনি চালিয়ে যান আমরা অপনার সাথে আছি
আসসালামু আলাইকুম। আমি আমার কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা দেখে আমার মন একদম ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পাশে থাকার জন্য অনেক দোয়া ও ভালোবাসা ও ধন্যবাদ। আল্লাহ পাক আপনার সহায় হোন
অপনার ভিডিও গুলো অসাধারণ। আপনি যে ভাবে সুন্দর করে ঔষধ সম্পর্কে এবং উপকারিতা সম্পর্কে যে ভাবে ব্যাখ্যা দেন , মন দিয়ে শুনলে ও চর্চা করলে কোন খামারি সমস্যায় পরবেন না। নিজের খামারের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। ইনশাআল্লাহ। আমি নিজে আপনার ব্লগ দেখে নিজেকে তৈরী করার চেষ্টা করছি। কারন, উপজেলা লেভেলে সরকারি বেসরকারি পশু চিকিৎসক সম্পর্কে আমার আভিগ্গতা ভয়াবহ খারপ। যারা বাজে মন্তব্য করে তাঁরা জীবনে ভালো কিছু করতে শেখেনি। তাঁরা বাস্তবে না ইউটিউবে খামারের লাভের হিসাব দেখে। ১০টি মুরগীতে একমাসে ৩০ হজার টাকা লাভ। ইত্যাদি। ওরা সবসময় সবকিছুতে নেগেটিভ। নেগেটিভ !!!
আপু, আপনার প্রত্যেকটা ভিডিও আমি মনোযোগ দিয়ে দেখি। আপনার মতো এতো সুন্দর করে কেউ কোনো চ্যানেলে বলে না। আর আপনার বাচন ভঙ্গি+বুঝানোর কৌশল অনেক ভালো মাশআল্লাহ। আপনি এভাবেই চালায়ে যান আপু, একমাত্র আপনার চ্যানেল থেকেই অনেক কিছু জানতেছি শিখতেছি। আপনার পুরো পরিবার এটার প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। অনেক অনেক দোয়া রইলো। আর নেগেটিভ কমেন্ট গুলো ইগনোর করেন প্লিজ, ওগুলোর রিপ্লাই দেওয়ারও দরকার নাই।
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ.... একদম ঠিক বলেছেন। এখন থেকে নেগেটিভ কমেন্ট ইগনোর করবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষন করুন
আপু❤ আপনার কমেন্টে যে বিরূপ মন্তব্য করবে আসলে তার ডিভাইস চালানোর যোগ্যতা হয়নি। আমি ওষুধ ব্যবস্থাপনার উপর ভালো জ্ঞান না রেখে প্রথমদিকে বাসায় কিছু মুরগি পেলে লস খেয়েছি। ওষুধ ব্যবস্থাপনা সম্পর্কে যখন ধারণা নিতে গেলাম আপনার ভিডিও + আরও কিছু সোর্স আমার অনেক অনেক উপকার করছে। তাদের ভিতরে আপনিই বেস্ট। আমি অনেকের সামনে আপনার ভিডিওর প্রশংসা করি। আল্লাহ আপনার খিদমতকে কবুল করুন এবং আপনাকে ভালো রাখুন।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ উনার জ্ঞানের অভাব যার কারণে এভাবে কথা বলতে পারছে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর সবুর করেন আপনার ভিডিও এমন সুন্দর সাজিয়ে গুজিয়ে বলেন ডাক্তাররা এভাবে বুঝিয়ে বলে না আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আশাকরি ভাল আছেন। আপনার ভিডিওটা দেখলাম খুবই উপকারি পোস্ট। আপু একটা কথা না বলে পারলাম না যখন আপনি একা কোন ভাল কাজ করবেন তখন দেখবেন শয়তান আপনার তেমন ক্ষতি করবেনা। আর যখন আপনি সকল কে নিয়ে ভাল কাজ করবেন অর্থাৎ নিজে এবং অপরের উপকার করবেন তখন শয়তানের গায়ে আগুন জ্বলে ওঠে এটাই শয়তানের চরিত্র। কেয়ামত পর্যন্ত এটা থাকবে। সুতরাং আল্লাতায়ালার কাছ থেকে ভাল কিছু পাওয়ার আশায় বিনা স্বার্থে মানুষের উপকার করতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাতায়ালা আপনাকে জাযাখায়ের দান করবেন।আমীন। আশাকরি এরপর থেকে আর মন খারাপ করবেন না। ভাল থাকবেন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। আমিন.... ভাই... আমি আমার কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা আমার পরিবার এর অংশ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমাকে এভাবে মানষিক সাপোর্ট দেবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা ও ধন্যবাদ। দোয়া করেন যেন আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করেন। অনেক ধন্যবাদ ভাই। মহান আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষন করুন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপু আপনার ভিডিওগুলো খুব উপকারে আসবে আমাদের ছোট্ট নতুন উদ্যোক্তাদের জন্য যে এন্টিবায়োটিক গুলোর নাম বললেন এবং এর পাশাপাশি মাল্টিভিটামিন বা অন্যান্য কমপ্লেক্স, ইসেল এগুলো মুখ খোলার পরেকতদিন পর্যন্ত ব্যবহার করতে পারব দয়া করে বলবেন
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওষুধের মুখ খোলার পর ডেট থেকে দুই মাস পর আর না ব্যবহার করাই ভালো। তবে আপনার সংরক্ষণ পদ্ধতি যদি খুব ভালো হয় সে ক্ষেত্রে, আপনি ইমু খোলার পরেও তিন মাস থেকে সাড়ে তিন মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন
আসসালামু আলাইকুম আপি❤️ মাসে ২ বার করে রসুন বাটা ১ চা চামচ কালোজিরা গুরা ১ চা চামচ প্রতি ১ লিটার পানিতে খাওয়াবেন, মাসে ২ বার হলুদ গুড়া মিশ্রিত পানি খাওয়াবেন এবং অবশ্যই সকাল বেলার প্রথম পানিতে ভালো থাকবেন
ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ অনেক অনেক দোয়া ও ভালোবাসা ও ধন্যবাদ। সবসময় আপির পাশে থাকবেন তো! আপনার পরামর্শ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ আমি এগুলো অবশ্যই দেবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ
ম্যাম যে যা বলুক কিছু ভালো কাজ করতে গেলে সমালোচনা হবেই।তা বলে নিজেকে গুটিয়ে রাখা অনেক বরো ভুল হবে।আপনার এইসব ভিডিও দেখে হয়তোবা আমার সখের পাখিগুলোর উপকার হয়।সামনের দিন গুলিতে আপনার আরো অনেক ভিডিও দেখার আসা রাখছি।ধন্যবাদ আপনাকে।
খালা আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি আপনি থার্ড পার্টির কোন কথা মনে কষ্ট নিয়ে আবার এই কাজ থেকে অফ থাকবেন না। আপনি কনটিনিউ করেন আমাদের প্রয়োজনে। আপনার খামারের কাজে প্রয়োজনীয় দরকারী কথা সবার প্রয়োজনে আসবে এটা কোন কথা না। আবার সকলেই যে খামারি তাও কথা না
আমি যখন পানির পট খাঁচার নিচে রাখি মুরগি গুলো পা দিয়ে নারিয়ে ফেলে দিত। অনেক সময় মল পরে যেত । তাই আমি পটের যে আংটা তাঁর দুই পাশে দুটো ছিদ্র করে ফিতা ঢুকিয়ে, খাঁচার একটু উপরে আটকে ফিতা বেঁধে দিয়ছি।এতে পটিটি পরে যায়না ,পানিও পরিস্কার থাকে। এভাবে আরেকটা পটে খাবার ও রাখা যায়। আপনার খাঁচায় পানির পট নিচে দেখে বললাম। তবে কোন সমস্যা না হলে যা আছে তাই ভালো।
আপু আসসালামু আলাইকুম বড় মুরগী র এমন একটা বিডিও দিবেন রানীখেত রোগের একটি ঔষধ খাওয়ালে আর অন্য কোনো ঔষধ খাওয়ানো না লাগে আপু আপনার বিডি ও বড় হলে ও কোনো সমস্যা নেই আপনার নতুন কোনো বিডি ও দেখে লাইক সেয়ার দুই টা করতে বুলি না আপু
আন্টি বলেই ডাকলাম। যেহেতু আমি আপনার ছেলের সমান। আরো একটা সমস্যা হলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ডিসপেনসারিতে গিয়ে জিজ্ঞেস করি, আমার মুরগির তো এই এই হয়েছে। তখন তারা মন গড়া ঔষধ দিয়ে দেয়। যেমন সেদিন আমি এমাইনো কিনলাম। লোকটা আমাকে বলে দিলেন লিটারে ২ এম এল দিতে। আমি বাসায় এসে ম্যানুয়াল পড়ে দেখি ১ লিটারে ৪ এম এল। উনার কথামতো দিলে হয়তো খুব তারাতাড়ি ওয়েট গেইন করতো ঠিকি। তবে মুরগির স্থায়ী কোনো ক্ষতি হয়ে যেতে পারতো।
আসসালামু আলাইকুম। বাবা.... সমস্যা সব জায়গায়। আপনি যেটা উল্লেখ করলেন ---- সেটা তো মারাত্মক সমস্যা। এই কারণে ঔষধের ভিতর এ থাকা ম্যানুয়াল পড়তে হবে বা কাউকে দিয়ে পড়াতে হবে। আমাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষন করুন
আপু আপনি ডাক্তারের পরামর্শে ওষুধ চালিয়ে যান। কে কি বলছে এত কিছু না দেখে, যারা আপনার ভিডিও পচ্ছন্দ করে তাদের চিন্তা করুন। সমালোচনা করা সহজ, কাজ করে শেখা বড় কঠিন। পরিশ্রম করলে সাফল্য আসবে।ইনশাল্লাহ
আপু আপনাকে অনেক দন্যবাদ কারো কথায় কান দিবেননা দয়াকরে একদিনের বাচছা থেকে দুই মাস পোরজনতো দস দিন দস দিন করে বিডিও দিবেন কি কি ঔসাদ খাওয়ান ব্যগছিন করেন সবআমাদের দেখাবেন জে লোকটা বেসি কথা বলছে সে কোনো খামারি ইনা তাই বুজেনা হয়তো আপনার সব বিডিও দেখেওনা আমি আপনার সব ডিডিও দেখি দেখবে এই পোরথম কমেন্ট করালাম কথাটা রাখবেন এতে জারা বোকা মানুস তারাও বুজবে ❤
আপু আসসালামু আলাইকুম আল্লার উপর ভরসা রেখে এগিয়ে জান আপনারা বিডি ও দেখে অনেক উপকৃত আপনার আরো ভিডিও চাই পিলিজ আপনি মানুষের কথায় কাণ দিবেন না আপনার বিডি ও বড় হলে কোনো সমস্যা নেই আপনি যে ভাবে বুজিয়ে বলেন এমন ভাবে কেউ বলে আপু
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আমার ভেতর স্বার্থের কোন চিন্তা না ঢোকে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন
কোনভাবে এটা করবেন না। কৃমির ওষুধ দিলে এমনিতেই মুরগি দুর্বল হয়ে পড়ে। কৃমির ওষুধ যখন দেবেন পরের বেলা থেকে লিভার টনিক দিবেন তিন দিন। তারপরে আপনি ভ্যাকসিন করেন
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ.... শুনে খুব ভালো লাগছে যে আপনি খামার করা শুরু করেছেন। শুরু করা টাই সমস্যার। একবার যখন শুরু করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক বরকত দান করবেন। আমি আমার কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন
আপু আসসালামুয়ালাইকুম দেশী মুরগি কি ফিড ছাড়া খাঁচায় রেখে পালন করে ভাল ফলাফল পাওয়া যাবে, মাংস ও ডিম পরিমাণ ঠিক থাকবে অনুগ্রহ পূর্বক পরামর্শ নির্দেশনা দিলে উপকৃত হব ধন্যবাদ
ওয়ালাইকুম আসসালাম। যাবে কিন্তু আপনাকে সঠিক পুষ্টিগুণ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং সেই অনুযায়ী নিয়মিত ফিড তৈরি করে দিতে হবে। পাশাপাশি অবশ্যই বিভিন্ন সাপ্লিমেন্ট এর মাসিক কোর্স করাবেন।
ওয়ালাইকুম আসসালাম। টু প্লাস হচ্ছে টক্সিন বাইন্ডার, এর কাজ হচ্ছে মুরগির পেটে ছত্রাক জনিত সমস্যা নির্মূল করা। আর অরিগো প্লাস হচ্ছে এক ধরনের ভিটামিন, -- যা মুরগির দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
Assalamualaikum wa rahmatullahi wa barkatuhu wa magfiratu.Apu .. মনে রাখবেন আপনি মানুষের উপকারের জন্য কাজ করলে ALLAH তার প্রতিদান হিসেবে আপনাকে পুরস্কৃত করবেন। কিন্তু সমাজের অনেক বা কিছু হীন মনের মানুষ থাকবেন সবসময় তারা দোষ খুঁজবে বা মন্দ কিছু বলবে। তাদের কথবার্তা না ভাবাই ভালো।আপু ভুল বললে plz ক্ষমা করবেন।May Almighty ALLAH bless you and your family members and your chicks.Apu ভালো থাকবেন সবসময় আর অপেক্ষায় থাকলাম পরবর্তী ভিডিওর জন্য।Plz pray for me and my family members and all friends and MURGI PALOK.ameen summameen.
আমিন... সুম্মা আমিন। আমি কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার মন টা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সব সময় পাশে পাবো আশা করি। অনেক দোয়া ও শুভেচ্ছা। আল্লাহ পাক আপনার ও আপনার পরিবারকে, খামার কে হেফাজত করুন। আমাদের সবার উপর রহমত বর্ষন করুন
আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমি কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। মহান আল্লাহ পাক আপনার উপর রহমত নাজিল করুন
আপু আমিও আপনার ভিডিও গুলা দেখতেছি,তো আপু এখনতো শীত চলে তো আমাগো ৫টা মুরগি আছে ৪টার বয়স ৪মাস আর একটা বড় মুরগি আছে এখন এগুলোকে কোন ঔষধ খাওয়ালে অসুস্থ হবে না,,দয়া করে আপু বইলেন,,
আপনি তো কাউকে বাধ্য করেন নাই আপনার ভিডিও দেখতে, যার ভালো লাগে না তার ভিডিও দেখার দরকার নেই। কে কি বললো গায়ে জরাবেন না, আপনি চালিয়ে যান। আমি অহেতুক আপনার ভিডিও দেখি শুধু জেনে রাখার জন্য
আসসালামু আলাইকুম আপু, আপনাকে কে বিরক্ত করছি অনেক, কিন্তু অনেক কিছু জানতে পারছি🥰,আপু (টিলমিকোসিন) এর জায়গায় কি (levofloxasin) ব্যাবহার করতে পারবো,জেহেতু (levofloxasin) আর (টিলমিকোসিন) ২টাই, mycoplasmasis এ কাজ করে, (FAHIM VAI🥰)
ওয়ালাইকুম আসসালাম। না রে ভাইয়া, বিরক্ত করছেন না মোটেও। টিলমিকোসিন ফসফেট গ্রুপের এন্টিবায়োটিক শুধুমাত্র শ্বাসতন্ত্র জনিত সংক্রমণে কাজে আসে। কিন্তু লিভোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক শ্বাসতন্ত্র জনিত সংক্রমণের পাশাপাশি পেটের সংক্রমনেও ভালো কাজ করে। এ কারণে, আপনাকে আগে বুঝতে হবে যে আপনার মুরগির পেটের কোন সংক্রমণ আছে কিনা। যদি শুধু শ্বাসতন্ত্রের সমস্যা থাকে, সেক্ষেত্রে টিলমিকোসিন ফসফেট দেন। আর স্বাসতন্ত্রের পাশাপাশি যদি পেটের সংরক্ষণ থাকে , সেক্ষেত্রে অবশ্যই লিভোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক দেন
আপু আমার 700 বয়লার মুরগি আছে আজ 32 দিন বয়স মুরগি গুলো খাবার খাচ্ছে না যা খাচ্ছে হজম হচ্ছে না আওয়াজ করে বাথরুম করছে একটু পরামর্শ দেন তো খুবই বিপদে আছি
ভাই, পারলে ডাক্তার দেখান প্লিজ। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে লিভোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক এর সাথে ফাস্ট জাইম দেন। এন্টিবায়োটিক চলাকালীন সময়ে কোন ভিটামিন দেবেন না। এন্টিবায়োটিক এর কোর্স শেষ হলে লিভার টনিক দেন
আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন। আপু আমার বেশ কিছু মুরগি আছে। কিন্তু হঠাৎ করে মুরগি গুলোর ওষুখ লাগছে।বেশ কিছু মুরগি মারা গেছে। মুরগী সবুজ রঙের চুনা পায়খনা করে এবং পানি পানি পায়খানা করছে। এই অবস্থায়।আমি কি করতে পারি।আপু প্লিজ প্লিজ আমাকে একটু দ্রুত জানাবেন
ওয়ালাইকুম আসসালাম। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু খুব দ্রুত ডাক্তার এর পরামর্শ নেন। সালমোনেলোসিস এর লক্ষ্মণ হতে পারে। কিন্তু সালমোনেলোসিস হলে এতো তাড়াতাড়ি মারা যাবার কথা না। আল্লাহ মাফ করেন কোন ভাইরাসের সংক্রমণ কিনা এটা ডাক্তারই বলতে পারবেন। সালমোনেলোসিস এর উপর আমার ভিডিও ফেয়া আছে দেখতে পারেন
আপু একটু পরামর্শ চাচ্ছি লাম।আমার মুরগি ,কয়েল পাখি গুলো বেশ চঞ্চল।খায় ও ভালো মাশাআল্লাহ। কিন্তু প্রায় প্রত্যেকেই সবুজ পায়খানা করছে। কোন ঠান্ডা বোঝা যায় না। ওষুধের দোকানির পরামর্শে পিফ্লক্সাসিন,একমি ল্যাবরেটরিজ এর পিফ্লকস ভেট দিয়েছি ৩ দিন।কিন্তু ভালো হয়নি। আপনি যে রিভফ্লসকসাসিনের উপাদান গুলো বললেন সব উপাদান এই ওষধেও ছিল। আসলে কি এটা কোন অসুস্থ তা নাকি নরমাল।একটু পরামর্শ করে জানাবেন প্লিজ প্লিজ।
আপু আগামী পরশু রাতের ভিডিও টা দেখবেন প্লিজ। ওখানে "হেমিকো- পিএইচ " এর উপর আলোচনা থাকছে। আশা করি "হেমিকো- পি এইচ " দিলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মনে হয় না এটা ভয় পাবার মতো কোন সমস্যা।
আসসালামু আলাইকুম আপা আমি জদি আগে আপনার ভিডিও দেখতাম তাহলে আপা আমার এত বড় খতি হত না আপা আমি পাখি পালি ছয় হাজার পাখি গোলা গুরের মতপায়খানা ছিল খাবার কম খায় জার কাছ থেকে ঔষধ আনি তাকে বল লাম সে আমাকে আমাশার ঔষধ দিল ককসি কিউর ঔষধ দিবার পরের দিন থেকে পাখি মরা সুর করে ২/১২/২৪ / এই তারিখে আমার পাখি মরে শেষ আপা আমি জানি না যে কোন রোগের কোন চিকিৎসা আপা আপনে জদি একটু হেল্প করেন তাহলে আমার উপকার হবে আপা জুন মাসে ৩৫০০ পাখি মারা গেছে এইবছর আমার ৮ লাখ টাকা র পাখি মারা গেছে আপা অনেক টাকা রিন হয়া গেছি
ওয়ালাইকুম আসসালাম। প্রাণিসম্পদ নিয়ে ব্যবসা শুরু করার আগে ডাক্তারের সাথে যোগাযোগ করে নিতে হয়। যাইহোক যেটা হয়েছে আল্লাহর হুকুমেই হয়ে গেছে। এটা নিয়ে আক্ষেপ করবেন না প্লিজ। আমি তো আসলে ডাক্তার না। তবে ডাক্তারের সাথে আমার ওঠাবসা আছে। যদি হেল্প লাগে আমাকে আপনি বলতে পারেন। ভিডিও গুলো সার্চ করেন দেখবেন আমার ফোন নাম্বার পাবেন। প্রয়োজনে আমি আপনার সাথে ডাক্তার সাহেবের পরিচয় করিয়ে দেব, এতে আপনার উপকার হবে ইনশাল্লাহ। সর্বশক্তিমান আল্লাহ আপনার সহায় হোন
মেডিসিন নিয়ে আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ
❤️❤️❤️
আপনার ভিডিও উপস্থাপন, ভয়েচ সংযোজন, উচ্চারণ সব কিছুতেই মনে হয় আপনি একজন highly educated person. মাশা-আল্লাহ।
আলহামদুলিল্লাহ ❤️
জাযাকিল্লাহ খাইরান।
জাযাকাল্লাহ খাইরান
আপনার এতো শৃঙ্খল ভাবে উপস্থাপন আমার খুবই কাজে আসে আপা। চালিয়ে যান। কে কি বললো দেখার প্রয়োজন নাই।
অনেক ধন্যবাদ ❤️
You are right my dear sister carry on
❤️❤️❤️
আসসালামুয়ালাইকুম আপা আপনার কথা 100% ঠিক আছে আপনি এভাবেই চালিয়ে যান আমরা আছি আপনার সাথে
ওয়ালাইকুম আসসালাম।
❤️❤️❤️
আপা আপনার ফার্মের ভিডিও দেখার জন্য প্রতিদিন অপেক্ষায় থাকি আশা করি আপনি ফার্মের ভিডিও বন্ধ করবেন না। আপনার ফার্মের ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে।
আলহামদুলিল্লাহ....
আমি বন্ধ কোরবো না ইনশাআল্লাহ।
পাশে থাকার জন্য অনেক দোয়া ও ধন্যবাদ।
আপু আপনাকে ধন্যবাদ এতো সুন্দর করে তথ্য শেয়ার করার জন্য।
অনেক দোয়া ও ধন্যবাদ
আপু আপনাকে অনেক ২ ধন্যবাদ এত সুন্দর এবং গঠনমুলক আলোচনা করে ভিডিও দেওয়ার জন্য এতে খামারিরা উপকৃত হবে এবং একজন দখ্খ খামারি হতে পারবে এধরনের ভিডিও আরো চাই আপনার সু--সাস্হ্য কামনা করছি ধন্যবাদ।
অনেক দোয়া ও ধন্যবাদ
keep it up apu
অনেক দোয়া ও ধন্যবাদ
আসসালামু আলাইকুম আপা আপনি চালিয়ে যান। দুই একজনের কথা শুনে থেমে গেলে তো বাকি ৯৮ জনের খতি হবে। ভালো থাকবেন।
ওয়ালাইকুম আসসালাম।
আমি আমার কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
দোয়া করবেন। অনেক অনেক দোয়া, ভালোবাসা ও ধন্যবাদ। আল্লাহ পাক আপনার সহায় হোন
আপু আপনি চালিয়ে যান। না জেনে না বুঝে মানুষ অনেক কিছুই বলে।
আমি চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
আপু আমি আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি খুব ভালো লাগে আপনি সুন্দর করে গুছিয়ে বুঝাই বলেন
❤️❤️❤️
সুন্দর, আপু।
❤️❤️❤️
আপা আপনি মেডিসিন সম্পর্কে ভিডিও চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমাদের অনেক উপকারে আসে। আমার তো মনে হয় যে আপনার সম্পর্কে মন্তব্য করছে সে মুরগির খামারি না।আপনি চালিয়ে যান আমরা অপনার সাথে আছি
আসসালামু আলাইকুম। আমি আমার কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা দেখে আমার মন একদম ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
পাশে থাকার জন্য অনেক দোয়া ও ভালোবাসা ও ধন্যবাদ। আল্লাহ পাক আপনার সহায় হোন
সুন্দর ভাবে বুঝানোর ধন্যবাধ
❤️❤️❤️
অপনার ভিডিও গুলো অসাধারণ।
আপনি যে ভাবে সুন্দর করে ঔষধ সম্পর্কে এবং উপকারিতা সম্পর্কে যে ভাবে ব্যাখ্যা দেন ,
মন দিয়ে শুনলে ও চর্চা করলে কোন খামারি সমস্যায় পরবেন না। নিজের খামারের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। ইনশাআল্লাহ। আমি নিজে আপনার ব্লগ দেখে নিজেকে তৈরী করার চেষ্টা করছি। কারন, উপজেলা লেভেলে সরকারি বেসরকারি পশু চিকিৎসক সম্পর্কে আমার আভিগ্গতা ভয়াবহ খারপ।
যারা বাজে মন্তব্য করে তাঁরা জীবনে ভালো কিছু করতে শেখেনি। তাঁরা বাস্তবে না ইউটিউবে খামারের লাভের হিসাব দেখে। ১০টি মুরগীতে একমাসে ৩০ হজার টাকা লাভ। ইত্যাদি। ওরা সবসময় সবকিছুতে নেগেটিভ। নেগেটিভ !!!
অনেক ধন্যবাদ ভাই। আমাদের জন্য দোয়া করবেন
আনেক সুন্দর
আলহামদুলিল্লাহ
Avoid Negative People.. keep doing good work 👏 🙌 👍
❤️❤️❤️
আপু, আপনার প্রত্যেকটা ভিডিও আমি মনোযোগ দিয়ে দেখি।
আপনার মতো এতো সুন্দর করে কেউ কোনো চ্যানেলে বলে না।
আর আপনার বাচন ভঙ্গি+বুঝানোর কৌশল অনেক ভালো মাশআল্লাহ।
আপনি এভাবেই চালায়ে যান আপু, একমাত্র আপনার চ্যানেল থেকেই অনেক কিছু জানতেছি শিখতেছি। আপনার পুরো পরিবার এটার প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। অনেক অনেক দোয়া রইলো।
আর নেগেটিভ কমেন্ট গুলো ইগনোর করেন প্লিজ, ওগুলোর রিপ্লাই দেওয়ারও দরকার নাই।
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ....
একদম ঠিক বলেছেন। এখন থেকে নেগেটিভ কমেন্ট ইগনোর করবো ইনশাআল্লাহ।
অনেক অনেক ধন্যবাদ
আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষন করুন
আপু প্রতিদিন আপনার ভিডিও চাই।
আপু তো বুড়া হয়ে গেছে রে ভাই। তারপরও চেষ্টা করবো ইনশাআল্লাহ
আপনি চালিয়ে যান, উদ্দেশ্য আল্লাহ জানেন
Alhamdulillah
আপু চালিয়ে যান,, ধন্যবাদ।।
আলহামদুলিল্লাহ....
আমি আমার কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
অনেক অনেক দোয়া ও ভালোবাসা ও ধন্যবাদ
আপু❤
আপনার কমেন্টে যে বিরূপ মন্তব্য করবে আসলে তার ডিভাইস চালানোর যোগ্যতা হয়নি। আমি ওষুধ ব্যবস্থাপনার উপর ভালো জ্ঞান না রেখে প্রথমদিকে বাসায় কিছু মুরগি পেলে লস খেয়েছি। ওষুধ ব্যবস্থাপনা সম্পর্কে যখন ধারণা নিতে গেলাম আপনার ভিডিও + আরও কিছু সোর্স আমার অনেক অনেক উপকার করছে। তাদের ভিতরে আপনিই বেস্ট। আমি অনেকের সামনে আপনার ভিডিওর প্রশংসা করি। আল্লাহ আপনার খিদমতকে কবুল করুন এবং আপনাকে ভালো রাখুন।
আমিন।
আল্লাহ পাক আপনার সহায় হন
Insha Allah Go ahead
ইনশাআল্লাহ আমি চালিয়ে যাবো। দোয়া করবেন
আপু আমি ফেন্সি মুরগী খামারী।শখ করে আমি মুরগী গুলো পালি।আপনার ভিডিও গুলা খুবই গুরুত্বপূর্ণ।
যারা খারাপ মন্তব্য করছে তারা মূর্খ।
❤️❤️❤️
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ উনার জ্ঞানের অভাব যার কারণে এভাবে কথা বলতে পারছে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর সবুর করেন আপনার ভিডিও এমন সুন্দর সাজিয়ে গুজিয়ে বলেন ডাক্তাররা এভাবে বুঝিয়ে বলে না আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।
আপু আমি আপনার নিয়মিত ভিডিও দেখি এবং আপনার তথ্য খাতায় লিখে তা প্রয়োগ করছি। কারো মন্তব্যে কান না দিয়ে আপনার কাজ চালিয়ে যান। আল্লাহ আপনার সহায় হউন, আমিন।
আমিন।
আপনারা সাথে আছেন.... অবশ্যই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ
আমরা সাথে আছি এবং থাকব এগিয়ে যান
আপু আসসালামু আলাইকুম আল্লা আপনার নেক হয়াত দান করুক
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমিন....
আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হোক আপনার উপর
আপু এগিয়ে যান, সবার কথা কান দিতে নাই।আমাদের প্রয়োজন আমরা জানতে চাই
❤️❤️❤️
আপু ১০০জন লোকের মধ্যে দুই এক জন খারাপ লোক থাকেই আপনি চাইয়ে যান আমার আছি আপনার পাশে
অনেক ধন্যবাদ ভাই
আপনি ঠিক আছেন। আপনি ভালো কাজ করছেন আপু
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম। আশাকরি ভাল আছেন। আপনার ভিডিওটা দেখলাম খুবই উপকারি পোস্ট।
আপু একটা কথা না বলে পারলাম না যখন আপনি একা কোন ভাল কাজ করবেন তখন দেখবেন শয়তান আপনার তেমন ক্ষতি করবেনা। আর যখন আপনি সকল কে নিয়ে ভাল কাজ করবেন অর্থাৎ নিজে এবং অপরের উপকার করবেন তখন শয়তানের গায়ে আগুন জ্বলে ওঠে এটাই শয়তানের চরিত্র। কেয়ামত পর্যন্ত এটা থাকবে।
সুতরাং আল্লাতায়ালার কাছ থেকে ভাল কিছু পাওয়ার আশায় বিনা স্বার্থে মানুষের উপকার করতে থাকেন।
ইনশাআল্লাহ আল্লাতায়ালা আপনাকে জাযাখায়ের দান করবেন।আমীন।
আশাকরি এরপর থেকে আর মন খারাপ করবেন না।
ভাল থাকবেন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ।
আমিন....
ভাই... আমি আমার কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা আমার পরিবার এর অংশ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমাকে এভাবে মানষিক সাপোর্ট দেবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা ও ধন্যবাদ।
দোয়া করেন যেন আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করেন।
অনেক ধন্যবাদ ভাই।
মহান আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষন করুন
আমিন। ছুম্মা আমিন।
অনেক ধন্যবাদ পরিবারের একজন ভাবার জন্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপু আপনার ভিডিওগুলো খুব উপকারে আসবে আমাদের ছোট্ট নতুন উদ্যোক্তাদের জন্য যে এন্টিবায়োটিক গুলোর নাম বললেন এবং এর পাশাপাশি মাল্টিভিটামিন বা অন্যান্য কমপ্লেক্স, ইসেল এগুলো মুখ খোলার পরেকতদিন পর্যন্ত ব্যবহার করতে পারব দয়া করে বলবেন
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
ওষুধের মুখ খোলার পর ডেট থেকে দুই মাস পর আর না ব্যবহার করাই ভালো। তবে আপনার সংরক্ষণ পদ্ধতি যদি খুব ভালো হয় সে ক্ষেত্রে, আপনি ইমু খোলার পরেও তিন মাস থেকে সাড়ে তিন মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন
আসসালামু আলাইকুম আপু। কেমন আছেন। ভালো কোন জিনিসকে নষ্ট করার জন্য কিছু বাজে লোক সব জায়গায় থাকে। চিন্তার কোন কারণ নেই আপনি চালিয়ে যান। ইনশাআল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনি ও ভালো আছেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ ভরসা ভাই।
thanks
Welcome
অনেক ভালো লাগে
❤️
আসসালামু আলাইকুম
আপি❤️
মাসে ২ বার করে রসুন বাটা ১ চা চামচ কালোজিরা গুরা ১ চা চামচ
প্রতি ১ লিটার পানিতে খাওয়াবেন,
মাসে ২ বার হলুদ গুড়া মিশ্রিত পানি খাওয়াবেন
এবং
অবশ্যই সকাল বেলার প্রথম পানিতে
ভালো থাকবেন
ওয়ালাইকুম আসসালাম।
ভাইয়া...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অনেক অনেক দোয়া ও ভালোবাসা ও ধন্যবাদ।
সবসময় আপির পাশে থাকবেন তো!
আপনার পরামর্শ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।
আলহামদুলিল্লাহ আমি এগুলো অবশ্যই দেবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ
Tnx Too
❤️❤️❤️
ম্যাম যে যা বলুক কিছু ভালো কাজ করতে গেলে সমালোচনা হবেই।তা বলে নিজেকে গুটিয়ে রাখা অনেক বরো ভুল হবে।আপনার এইসব ভিডিও দেখে হয়তোবা আমার সখের পাখিগুলোর উপকার হয়।সামনের দিন গুলিতে আপনার আরো অনেক ভিডিও দেখার আসা রাখছি।ধন্যবাদ আপনাকে।
❤️❤️❤️
Apu please apni continue Korean
ইনশাআল্লাহ চালিয়ে যাবো। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
আল্লাহ পাক আপনার সহায় হোন
@@jowarfarming I am a farmer of deshi murgi. Thanks for the reply apu
খালা আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি আপনি থার্ড পার্টির কোন কথা মনে কষ্ট নিয়ে আবার এই কাজ থেকে অফ থাকবেন না। আপনি কনটিনিউ করেন আমাদের প্রয়োজনে। আপনার খামারের কাজে প্রয়োজনীয় দরকারী কথা সবার প্রয়োজনে আসবে এটা কোন কথা না। আবার সকলেই যে খামারি তাও কথা না
আসসালামু আলাইকুম।
আমি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ মামা সাথে থাকার জন্য। দোয়া করবেন।
আপু আপনার ভিডিও গোলা বালূ লাগে
আলহামদুলিল্লাহ ❤️❤️❤️
ধন্যবাদ আপু
অনেক অনেক দোয়া ও ভালোবাসা
❤❤❤❤❤❤
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আপু আমি সাকিল ভাইয়ের বিডুও দেরি আপনার বিডুও ওনেক বালো লাগে আমি ওমানে থাকি আমি দেশে এসে দেশী মুরগি পালন করব চালিয়ে জান 🤲🤲🤲🤲🤲🤲🤲
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ...... ভাই দেশে এসে মুরগি পালন করবেন শুনে খুব ভালো লাগছে।
অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল
❤❤❤❤❤❤❤
❤️❤️❤️
Karap kothar answer dabar dorkar ri ba ki,,?apni agiyea jan,
❤️❤️❤️
আপু আসসালামু আলাইকুম সবুজ চুনাপায়খা পায়খানা নিয়ে বেশি বেশি আলোচনা করবেন পিলিজ
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ।
ভিডিও দেবো ইনশাল্লাহ
Ami farm kori etai jani osod chara morgi pala osomvob..
আপু আসসালামু আলাইকুম আপনার বিডি ও আমি দেখি খুব ভালো আপনার কথা বলার দরন আমার অনেক পসন্দ আপনার সাথে যোগা যোগ করবো কি ভাবে
ওয়ালাইকুম আসসালাম।
শেষের দিকের ভিডিও গুলোতে আমার ফোন নাম্বার দেয়া আছে।
ঠিক
❤️
Ata dar a ki rajahaser baccha brooding kara jabe ki babher kara jabe janaben please 🙏
জ্বি যাবে। ব্রুডিং এর ঔষধ এর উপর আমার ভিডিও আছে। দেখে নিতে পারেন
Ekjon k na veby amader sobar Kotha vaben. Kew bujhe kotha bole Abar kew na bujhe kotha bole .Jaihok apu sobsomoy medicin Nia discuss korben. Amra apner Sathe aci inshallah
Inshallah...
Thank you
আমি যখন পানির পট খাঁচার নিচে রাখি মুরগি গুলো পা দিয়ে নারিয়ে ফেলে দিত। অনেক সময় মল পরে যেত । তাই আমি পটের যে আংটা তাঁর দুই পাশে দুটো ছিদ্র করে ফিতা ঢুকিয়ে, খাঁচার একটু উপরে আটকে ফিতা বেঁধে দিয়ছি।এতে পটিটি পরে যায়না ,পানিও পরিস্কার থাকে। এভাবে আরেকটা পটে খাবার ও রাখা যায়। আপনার খাঁচায় পানির পট নিচে দেখে বললাম। তবে কোন সমস্যা না হলে যা আছে তাই ভালো।
খুব চমৎকার.... আমিও ট্রাই করবো ইনশাআল্লাহ। এভাবে আমার পাশে থাকবেন আশা করি
Apu Apni onk valo kaz kortachin, karo kothi kan diban na,👍👍👍🌹❤️
আলহামদুলিল্লাহ ❤️❤️❤️
আপু আসসালামু আলাইকুম বড় মুরগী র এমন একটা বিডিও দিবেন রানীখেত রোগের একটি ঔষধ খাওয়ালে আর অন্য কোনো ঔষধ খাওয়ানো না লাগে আপু আপনার বিডি ও বড় হলে ও কোনো সমস্যা নেই আপনার নতুন কোনো বিডি ও দেখে লাইক সেয়ার দুই টা করতে বুলি না আপু
ওয়ালাইকুম আসসালাম।
রানীক্ষেত একটা ভাইরাস জনিত অসুখ। রানীক্ষেত একবার হলে আর কোন চিকিৎসা নাউ। আপনাকে নিয়মিত ভ্যাকসিন করতে হবে।
আন্টি বলেই ডাকলাম। যেহেতু আমি আপনার ছেলের সমান।
আরো একটা সমস্যা হলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ডিসপেনসারিতে গিয়ে জিজ্ঞেস করি, আমার মুরগির তো এই এই হয়েছে। তখন তারা মন গড়া ঔষধ দিয়ে দেয়। যেমন সেদিন আমি এমাইনো কিনলাম। লোকটা আমাকে বলে দিলেন লিটারে ২ এম এল দিতে। আমি বাসায় এসে ম্যানুয়াল পড়ে দেখি ১ লিটারে ৪ এম এল। উনার কথামতো দিলে হয়তো খুব তারাতাড়ি ওয়েট গেইন করতো ঠিকি। তবে মুরগির স্থায়ী কোনো ক্ষতি হয়ে যেতে পারতো।
আসসালামু আলাইকুম।
বাবা.... সমস্যা সব জায়গায়। আপনি যেটা উল্লেখ করলেন ---- সেটা তো মারাত্মক সমস্যা। এই কারণে ঔষধের ভিতর এ থাকা ম্যানুয়াল পড়তে হবে বা কাউকে দিয়ে পড়াতে হবে। আমাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষন করুন
আপু আসসালামু আলাইকুম এক দিন বয়স থেকে এিশ দিন বয়স পযন্ত মুরগির বাচচাকে কি ঔষধ খাওয়াতেহবে এর একটা ভিডিও দিবেন প্লিজ অনুরোধ রইল আপু।
আমি চেষ্টা করব ইনশাল্লাহ
❤❤❤❤
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@@jowarfarming এখন আপনার মুরগির কি পরিস্থিতি আপা সবগুলা ভালো আছে তো
আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে।
দোয়া করবেন
আপু আপনি ডাক্তারের পরামর্শে ওষুধ চালিয়ে যান।
কে কি বলছে এত কিছু না দেখে,
যারা আপনার ভিডিও পচ্ছন্দ করে তাদের চিন্তা করুন।
সমালোচনা করা সহজ,
কাজ করে শেখা বড় কঠিন।
পরিশ্রম করলে সাফল্য আসবে।ইনশাল্লাহ
আলহামদুলিল্লাহ.....।
ভাই মনটা শান্ত হলো। আমি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন।
আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষন করুন
আপু আপনাকে অনেক দন্যবাদ কারো কথায় কান দিবেননা দয়াকরে একদিনের বাচছা থেকে দুই মাস পোরজনতো দস দিন দস দিন করে বিডিও দিবেন কি কি ঔসাদ খাওয়ান ব্যগছিন করেন সবআমাদের দেখাবেন জে লোকটা বেসি কথা বলছে সে কোনো খামারি ইনা তাই বুজেনা হয়তো আপনার সব বিডিও দেখেওনা আমি আপনার সব ডিডিও দেখি দেখবে এই পোরথম কমেন্ট করালাম কথাটা রাখবেন এতে জারা বোকা মানুস তারাও বুজবে ❤
ভিডিও দেবো ইনশাআল্লাহ।
you are doing well. let barking dog bark.
❤️
আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম।
বুঝলাম শুধু লিভোফ্লক্সাসিন দিলে কাজ হবে না আপু সাথে combine মেডিসিন দিতে হয়। এটা প্রতি মাসে ১ বার ডোজ করানো ভালো
আপু আসসালামু আলাইকুম আল্লার উপর ভরসা রেখে এগিয়ে জান আপনারা বিডি ও দেখে অনেক উপকৃত আপনার আরো ভিডিও চাই পিলিজ আপনি মানুষের কথায় কাণ দিবেন না আপনার বিডি ও বড় হলে কোনো সমস্যা নেই আপনি যে ভাবে বুজিয়ে বলেন এমন ভাবে কেউ বলে আপু
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।
আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আমার ভেতর স্বার্থের কোন চিন্তা না ঢোকে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন
Apu ami sokale 10 ta dik a murgi re kimri osud khawaisi akon sondhay ki rani khetre vaccine dete parbo ni...???
কোনভাবে এটা করবেন না। কৃমির ওষুধ দিলে এমনিতেই মুরগি দুর্বল হয়ে পড়ে। কৃমির ওষুধ যখন দেবেন পরের বেলা থেকে লিভার টনিক দিবেন তিন দিন। তারপরে আপনি ভ্যাকসিন করেন
আপু আপনি চালিয়ে যান
আপনাৱ খামাৱ দেখে আমি খামাৱ শুৱু শৱু কৱে দিয়েচি
দু একজনেৱ কথায় মন খাৱাপ কৱবেননা প্লিজ
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ.... শুনে খুব ভালো লাগছে যে আপনি খামার করা শুরু করেছেন।
শুরু করা টাই সমস্যার। একবার যখন শুরু করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক বরকত দান করবেন।
আমি আমার কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
দোয়া করবেন
আপু ফ্লোরফেনিকল কি চুনা পায়খানার কাজ করবে
নিওমাইসিন সালফেট গ্রুপের এন্টিবায়োটিক চুনা মল এর ক্ষেত্রে ভালো কাজ করে
আপু আসসালামুয়ালাইকুম আপু আমার মিশরীয় ফাওমি মুরগির থেকে রক্ত পায়খানা হচ্ছে। আমিAmprol ওষুধটা ব্যবহার করতেছি ।
ওয়ালাইকুম আসসালাম।
রক্ত আমাশা নিয়ে আমার একটা ভিডিও দেয়া আছে। সেখানে রক্তের রঙ দেখে কোন ওষুধ দিতে হবে সেটা বুঝতে পারবেন
আপু আসসালামুয়ালাইকুম দেশী মুরগি কি ফিড ছাড়া খাঁচায় রেখে পালন করে ভাল ফলাফল পাওয়া যাবে, মাংস ও ডিম পরিমাণ ঠিক থাকবে অনুগ্রহ পূর্বক পরামর্শ নির্দেশনা দিলে উপকৃত হব ধন্যবাদ
ওয়ালাইকুম আসসালাম।
যাবে কিন্তু আপনাকে সঠিক পুষ্টিগুণ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং সেই অনুযায়ী নিয়মিত ফিড তৈরি করে দিতে হবে। পাশাপাশি অবশ্যই বিভিন্ন সাপ্লিমেন্ট এর মাসিক কোর্স করাবেন।
আমিও এন্টিবায়োটিকের বিরুদ্ধে
👍
Anti murgi ke ki onno Khabar den. nki shudu fiter uporai chole.
শুধু ফিড দিচ্ছি।
অনেক ধন্যবাদ বাবা। আল্লাহ পাক তোমার সহায় হোন
সবার কথায় কান দিবেন না
জ্বি..... অনেক অনেক সাথে থাকার জন্য
আসসালামু আলাইকুম বোন টু প্লাস আর অরিগো প্লাস কি একই ওষুধ না?
ওয়ালাইকুম আসসালাম। টু প্লাস হচ্ছে টক্সিন বাইন্ডার, এর কাজ হচ্ছে মুরগির পেটে ছত্রাক জনিত সমস্যা নির্মূল করা। আর অরিগো প্লাস হচ্ছে এক ধরনের ভিটামিন, -- যা মুরগির দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
আপু কৃমির ডোজ করানোর পরে কতদিন পরে এন্টিবায়োটিক করা যাবে
কৃমি নাশক দিলে মুরগি একটু ধকলে পড়ে। তাই যদি এন্টিবায়োটিক দেবার দরকার হয় সেক্ষেত্রে ইএসবি৩ ঔষধ দেবার দিন টা বাদ দিয়ে পরের দিন থেকে দিলে ভালো হয়
আসসালামু আলাইকুম আপু, আমার ২২০০ বাচ্চা ২২ দিয়ে ন বয়সে মারা গেছে
ওয়ালাইকুম আসসালাম। এটা অনেক কষ্টের! আল্লাহ পাক আপনার সহায় হোন
আপু মুরগির গায়ে ভীষণ জ্বর এখন কি করব
ভাই প্লিজ ডাক্তার দেখান
Assalamualaikum wa rahmatullahi wa barkatuhu wa magfiratu.Apu .. মনে রাখবেন আপনি মানুষের উপকারের জন্য কাজ করলে ALLAH তার প্রতিদান হিসেবে আপনাকে পুরস্কৃত করবেন। কিন্তু সমাজের অনেক বা কিছু হীন মনের মানুষ থাকবেন সবসময় তারা দোষ খুঁজবে বা মন্দ কিছু বলবে। তাদের কথবার্তা না ভাবাই ভালো।আপু ভুল বললে plz ক্ষমা করবেন।May Almighty ALLAH bless you and your family members and your chicks.Apu ভালো থাকবেন সবসময় আর অপেক্ষায় থাকলাম পরবর্তী ভিডিওর জন্য।Plz pray for me and my family members and all friends and MURGI PALOK.ameen summameen.
আমিন... সুম্মা আমিন।
আমি কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার মন টা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সব সময় পাশে পাবো আশা করি। অনেক দোয়া ও শুভেচ্ছা। আল্লাহ পাক আপনার ও আপনার পরিবারকে, খামার কে হেফাজত করুন। আমাদের সবার উপর রহমত বর্ষন করুন
Alhamdulillah . Ameen summa ameen
আপনি ঔষধের কথা বলবেন খালা।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
অবশ্যই বলবো বাবা।
অনেক অনেক দোয়া ও ভালোবাসা
আপু আসসালামু আলাইকুম মুরগী সবুজ চুনাপায়খা পায়খানা নিয়ে বেশি বেশি আলোচনা করবেন তাহলে আমরা কিছু হলেও সিকতে পারবো মানুষের কথায় কিছু মনে করবেন না পিলিজ
ওয়ালাইকুম আসসালাম।
দেবো ইনশাল্লাহ ভবিষ্যতে পাবেন।
অনেক দোয়া ও ধন্যবাদ
কথা বললে টাকা লাগে না মন চাইলো আর বলে দিলাম আপু এই সব ফালতু লোকের কথায় কান দিয়েন না ওদের কাজই হলো আরেক জনের পা ধরে নিচে টানা কারো ভালো সজ্জ হয় না।
আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
আমি কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
দোয়া করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। মহান আল্লাহ পাক আপনার উপর রহমত নাজিল করুন
১৬ ঘন্টা এন্টিবায়োটিক দেওয়ার পরে , তারপর কি ঔষধ মুরগির জন্য দিব।
সাদা পানি চলবে
আপু আমার একটি বড় মোরগ আছে......তবে কিছুক্ষণ পর পর ঝুটি কালো হয়ে যায় আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে যায় এটা কেন হয়??
আসসালামু আলাইকুম। ভাই.... এই টা তো আমি জানি না। পরে জেনে জানাবো ইনশাআল্লাহ
আফু লিভোফ্লক্সাসিন গ্রুফের মেডিসিন প্রয়োগ করলে মুরগীর ওয়েট কুমে যায় নাকি? দয়াকরে জানাবেন কি ?
না ভাই। যে কোন এন্টিবায়োটিক দিলে মুরগি দূর্বল হয়ে যাবে। এই কারণে এন্টিবায়োটিক এর কোর্স শেষ হলে সাপ্লিমেন্ট এর কোর্স করাতে হয়
@@jowarfarmingআফু সাপ্লিমেন্ট কোর্স বলতে কি বোঝায় ওটা তো আমি বুঝিনা। দয়াকরে বলবেন কি? এন্টিবায়োটিকের কোর্স শেষ হলে কি মেডিসিন সাপ্লিমেন্ট দিতে হয়?
আপু আমিও আপনার ভিডিও গুলা দেখতেছি,তো আপু এখনতো শীত চলে তো আমাগো ৫টা মুরগি আছে ৪টার বয়স ৪মাস আর একটা বড় মুরগি আছে এখন এগুলোকে কোন ঔষধ খাওয়ালে অসুস্থ হবে না,,দয়া করে আপু বইলেন,,
আমার ১৭২ নম্বর ভিডিওটা ফলো করেন প্লিজ।
আপনি তো কাউকে বাধ্য করেন নাই আপনার ভিডিও দেখতে, যার ভালো লাগে না তার ভিডিও দেখার দরকার নেই। কে কি বললো গায়ে জরাবেন না, আপনি চালিয়ে যান। আমি অহেতুক আপনার ভিডিও দেখি শুধু জেনে রাখার জন্য
আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ
আসসালামু আলাইকুম আপু, আপনাকে কে বিরক্ত করছি অনেক, কিন্তু অনেক কিছু জানতে পারছি🥰,আপু (টিলমিকোসিন) এর জায়গায় কি (levofloxasin) ব্যাবহার করতে পারবো,জেহেতু (levofloxasin) আর (টিলমিকোসিন) ২টাই, mycoplasmasis এ কাজ করে,
(FAHIM VAI🥰)
ওয়ালাইকুম আসসালাম।
না রে ভাইয়া, বিরক্ত করছেন না মোটেও।
টিলমিকোসিন ফসফেট গ্রুপের এন্টিবায়োটিক শুধুমাত্র শ্বাসতন্ত্র জনিত সংক্রমণে কাজে আসে। কিন্তু লিভোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক শ্বাসতন্ত্র জনিত সংক্রমণের পাশাপাশি পেটের সংক্রমনেও ভালো কাজ করে। এ কারণে, আপনাকে আগে বুঝতে হবে যে আপনার মুরগির পেটের কোন সংক্রমণ আছে কিনা। যদি শুধু শ্বাসতন্ত্রের সমস্যা থাকে, সেক্ষেত্রে টিলমিকোসিন ফসফেট দেন। আর স্বাসতন্ত্রের পাশাপাশি যদি পেটের সংরক্ষণ থাকে , সেক্ষেত্রে অবশ্যই লিভোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক দেন
Apu 2 ta antibiotics eksathe deya jay nah eta k bolse ???amr Jana onek doctor 2 ta antibiotics eksathe diyese ......tai ei information ta vhul ....
২ টা কেন ৩ টা এন্টিবায়োটিক ও দেয়া যায়, তবে সেটা অবস্থা খুব জটিল হয়ে গেলে। আর কমবাইন্ড এন্টিবায়োটিক থাকতে কেনো আলাদা করে ২/৩ টা দেবেন!
আর দিতে হলে ডাক্তার দেবেন
আপু আমার 700 বয়লার মুরগি আছে আজ 32 দিন বয়স মুরগি গুলো খাবার খাচ্ছে না যা খাচ্ছে হজম হচ্ছে না আওয়াজ করে বাথরুম করছে একটু পরামর্শ দেন তো খুবই বিপদে আছি
ভাই, পারলে ডাক্তার দেখান প্লিজ। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে লিভোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক এর সাথে ফাস্ট জাইম দেন। এন্টিবায়োটিক চলাকালীন সময়ে কোন ভিটামিন দেবেন না। এন্টিবায়োটিক এর কোর্স শেষ হলে লিভার টনিক দেন
Apu apni ba kemon manus. Akta murkho loker kotha dhore bose acen. Murkho manuser kotha bad den. Apni chalea jan amra aci apnar sathe
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন। আপু আমার বেশ কিছু মুরগি আছে। কিন্তু হঠাৎ করে মুরগি গুলোর ওষুখ লাগছে।বেশ কিছু মুরগি মারা গেছে। মুরগী সবুজ রঙের চুনা পায়খনা করে এবং পানি পানি পায়খানা করছে। এই অবস্থায়।আমি কি করতে পারি।আপু প্লিজ প্লিজ আমাকে একটু দ্রুত জানাবেন
ওয়ালাইকুম আসসালাম। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু খুব দ্রুত ডাক্তার এর পরামর্শ নেন। সালমোনেলোসিস এর লক্ষ্মণ হতে পারে। কিন্তু সালমোনেলোসিস হলে এতো তাড়াতাড়ি মারা যাবার কথা না। আল্লাহ মাফ করেন কোন ভাইরাসের সংক্রমণ কিনা এটা ডাক্তারই বলতে পারবেন। সালমোনেলোসিস এর উপর আমার ভিডিও ফেয়া আছে দেখতে পারেন
৯৪ নম্বর ভিডিও তে আছে
আপু নাম্বারটা যদি দিতেন একটু পরামর্শ করতাম নতুন খামারিতো প্লিজ আপু
আমার নতুন ভিডিওতে ফোন নাম্বার দেয়া আছে
এটা কি শাকিল ভাইয়ের জন্য হয়েছে? ওষুধের ব্যাপারটা?
শাকিল ভাই এর পরামর্শে আমি খামার শুরু করি। অতএব ইনি অবশ্যই শাকিল ভাই।
এন্টিবায়োটিক ব্যাপারে একটু সচেতন হওয়ার উচিত ছিল আপনার দেশি মুরগির চেয়ে পাহাড়ি মুরগির রোগ-প্রতিরোধ ক্ষমতা বেশি ঠান্ডা তেমন একটা লাগেনা।
আপু একটু পরামর্শ চাচ্ছি লাম।আমার মুরগি ,কয়েল পাখি গুলো বেশ চঞ্চল।খায় ও ভালো মাশাআল্লাহ। কিন্তু প্রায় প্রত্যেকেই সবুজ পায়খানা করছে। কোন ঠান্ডা বোঝা যায় না। ওষুধের দোকানির পরামর্শে পিফ্লক্সাসিন,একমি ল্যাবরেটরিজ এর পিফ্লকস ভেট দিয়েছি ৩ দিন।কিন্তু ভালো হয়নি। আপনি যে রিভফ্লসকসাসিনের উপাদান গুলো বললেন সব উপাদান এই ওষধেও ছিল। আসলে কি এটা কোন
অসুস্থ তা নাকি নরমাল।একটু পরামর্শ করে জানাবেন প্লিজ প্লিজ।
আপু আগামী পরশু রাতের ভিডিও টা দেখবেন প্লিজ। ওখানে "হেমিকো- পিএইচ " এর উপর আলোচনা থাকছে। আশা করি "হেমিকো- পি এইচ " দিলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মনে হয় না এটা ভয় পাবার মতো কোন সমস্যা।
হেডিং যেটা দিছেন এটা নিয়ে কথা বললেইতো হয়.. কে কি বলল এগুলা কি আমাদের শুনার প্রয়োজন আছে..!!
আপনার প্রয়োজন না থাকলে আপনি আমার ভিডিও আর দেখবেন না প্লিজ। শুধু শুধু কমেন্ট করার কোন প্রয়োজন কি আছে! ফালতু কোথাকার!
আপনাকে অনুরোধ করছি আমার ভিডিও নাও দেখার জন্য। বের হয়ে যান। ধৈর্য না থাকলে ভিডিওতে ঢোকেন কেন?
Osod nahole morgi Pala sombobna bortomane
❤️
আপু অনেকে অনেক কথা বলে সব কথাকান দিতে নেই
১০০% ঠিক। আমি আমার কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন।
আসসালামু আলাইকুম আপা আমি জদি আগে আপনার ভিডিও দেখতাম তাহলে আপা আমার এত বড় খতি হত না আপা আমি পাখি পালি ছয় হাজার পাখি গোলা গুরের মতপায়খানা ছিল খাবার কম খায় জার কাছ থেকে ঔষধ আনি তাকে বল লাম সে আমাকে আমাশার ঔষধ দিল ককসি কিউর ঔষধ দিবার পরের দিন থেকে পাখি মরা সুর করে ২/১২/২৪ / এই তারিখে আমার পাখি মরে শেষ আপা আমি জানি না যে কোন রোগের কোন চিকিৎসা আপা আপনে জদি একটু হেল্প করেন তাহলে আমার উপকার হবে আপা জুন মাসে ৩৫০০ পাখি মারা গেছে এইবছর আমার ৮ লাখ টাকা র পাখি মারা গেছে আপা অনেক টাকা রিন হয়া গেছি
ওয়ালাইকুম আসসালাম।
প্রাণিসম্পদ নিয়ে ব্যবসা শুরু করার আগে ডাক্তারের সাথে যোগাযোগ করে নিতে হয়।
যাইহোক যেটা হয়েছে আল্লাহর হুকুমেই হয়ে গেছে।
এটা নিয়ে আক্ষেপ করবেন না প্লিজ।
আমি তো আসলে ডাক্তার না। তবে ডাক্তারের সাথে আমার ওঠাবসা আছে। যদি হেল্প লাগে আমাকে আপনি বলতে পারেন। ভিডিও গুলো সার্চ করেন দেখবেন আমার ফোন নাম্বার পাবেন।
প্রয়োজনে আমি আপনার সাথে ডাক্তার সাহেবের পরিচয় করিয়ে দেব, এতে আপনার উপকার হবে ইনশাল্লাহ।
সর্বশক্তিমান আল্লাহ আপনার সহায় হোন
আপা আসসালামু আলাইকুম আপা আমি আপনার নাম্বার টা পাই না আপা আপনে জদি দিতেন ভালো হতো
আপা আপনে কথায় কথায় আল্লাহ পাকের নাম নেন এই জন্য আপনাকে ভালো লাগে
আপু আপনি রাগ করিয়েন না করলে আমরা কিছু শিক্ষা থেকে বঞ্চিত হব
আসসালামু আলাইকুম। রাগ করি নাই ভাই।
কষ্ট লাগছে। না বুঝে কেনো যে মানুষ কথা বলে! আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
অনেক ধন্যবাদ ভাই