একদিন রানী ভবানী, রানী রাসমণি, দেবী চৌধুরানী,কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের এনাদের নিয়ে পর্ব হোক। সেকালের নারীরা বুদ্ধি বীরত্বের দিক থেকে কোনো অংশেই কম ছিলেন না পুরুষদের থেকে। সেই সমস্ত মহীয়সী নারীদের গল্প নিয়ে আসুন আগামী দেবীপক্ষে।
এই ঐতিহাসিক অঞ্চলের মেয়ে আমি। ছোটবেলা থেকে রানী মার কত গল্পই না শুনেছি। এইটি নিয়ে এত বিস্তারিত যে কোন video হবে ভাবিনি। অনেক ধন্যবাদ আপনাকে। রাজকুমারের নামে এক গ্রাম আছে এই অঞ্চলে। নাম তার প্রতাপনারায়নপুর। ধন্যবাদ আপনাকে, এমন একটি হারিয়ে যাওয়া নারী কাহিনী সর্বসমক্ষে আনার জন্য।
@@Anirban_das রায় বাঘিনীর ওখানে যে শেষ স্মৃতিচিহ্নটুকু রয়েছে তার এখনো অবহেলিত। সংস্কার তো দূরের কথা রক্ষানাবেক্ষণ না হওয়ার জন্য এবং সচেতনার অভাবে কেবল একটি ভগ্নাবশেষই টিকে আছে। প্রত্যেক বছর জাঁকজমকপূর্ণ ভাবে মেলা হলেও স্থানীয় মানুষের কাছে স্থানীয় ইতিহাস প্রচার ও প্রসার কিছুই হয়না।
আমার বাড়ি হাওড়ার উদয়নারায়ণ পুর এর গড় ভবানী পুরে.. ছোটো থেকেই রানী মার গল্প শুনে বড়ো হয়েছি তার প্রতিষ্ঠিত শিব মন্দির এখনো আছে.. আজ আপনার মুখে শুনে খুব ভালো লাগছে।
এই RUclips এ শুনেছিলাম রায়বাঘিনী রাণীর কথা । আজ আরো বিশদে জানলাম। তিনি ঠিক কতটা ferocious ছিলেন তা বোঝা যায় ঐ প্রবাদটার মধ্যেই। তার ব্যক্তিত্ব ও বুদ্ধির তেজ কোনো যুদ্ধাস্ত্রের থেকেও বেশি শক্তিশালী ছিল , হয়ত সেজন্যই বাঘিনী শব্দের প্রয়োগ ছিল। তাঁর সম্পর্কে আরো জানতে চাই 🙏🏻
রায়বাঘিনী নিয়ে একটি প্রবন্ধ লিখেছিলাম বইচই পূজাবার্ষিকীতে। যতটা সম্ভব তথ্য বিশ্লেষণ করে রায়বাঘিনীর সঙ্গে বাগদি যোদ্ধাদের এই সম্পর্কের কথা আমি লিখেছি ঐ প্রবন্ধে। আপনার কন্টেন্টে আমার প্রবন্ধটির একটি ছাপ পেলাম। সম্ভবত আপনি প্রবন্ধটা পড়েছেন। যাইহোক, এমন সুন্দর কন্টেন্ট এর জন্য ধন্যবাদ।
দুর্ভাগ্যবশত আপনার প্রবন্ধটি পড়া হয়নি। বিধুভূষণ ভট্টাচার্য, দীনেশচন্দ্র ভট্টাচার্য আর সুধীর স্যারের হুগলি জেলার বইটি পড়া ছিল, সেখান থেকেই তথ্য নেওয়া । আপনার প্রবন্ধটি পড়ার ইচ্ছা রইল। বইচই এর ওয়েবসাইটে আছে কি? কীভাবে পাওয়া যাবে জানাবেন 🙏🏻❤️
আমাদের বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুরে। আমাদের গ্রামের দুটি গ্রামের পরেই গড় ভবানীপুর। এখানে প্রত্যেক বছর রায়বাঘিনী ভবশঙ্করী মেলা হয়। উদয়নারায়ণপুর নামটিও এখানকার রাজা উদয়নারায়ণ- এর নামে। এর উত্তরে ডিহিভূরসূট নামে একটি গ্রাম আছে, সেখান থেকে হাওড়া বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বাস চলে, ডিহিভূরসূট- হাওড়া এক্সপ্রেস বাস।
আমার খুব ভালো লেগেছে।আমি রানী ভবশঙ্করি সম্বোধে পড়েছি আনন্দমেলার পুজো সংখ্যায়।এটি উপন্যাস হিসাবে ছিল।অঞ্চলটাও আমার পরিচিত।আমার মনে হয় উনি একজন সত্যি কারের চরিত্র।
আমার মামার বাড়ি গড় ভবানীপুর, রাণি ভবশংকরীর নাম অনুসারে এই স্থানের নাম। আমি ছোট থেকে এই গল্প আমার মামা, দাদুর কাছ থেকে শুনে আসছি। তবে আপনি যেখানে বুনো মহিষ এর সঙ্গে রানির যুদ্ধের কথা বললেন, আমি সেটাই শুনেছিলাম বন বরাহ বা বুনো শুকর এর সাথে যুদ্ধের। যাই হোক ইতিহাস নানাভাবে পরিবর্তিত হতে থাকে। তবে এতদিন বাদে এই গল্পটা আপনার মুখ থেকে শুনতে দারুন লাগলো। ❤
ঐ অঞ্চলে আমার যাতায়াত ছিল ছোট বেলায়। গড় ভবানীপুরে রায়েদের বিশাল অট্টালিকা দেখেছি। রাস্তার পাশে রানী ভবানী র একটা স্মৃতি ফলক ছিল । আমার বাড়ি সাওড়াবেড়িয়া।
এরকম একটি ভিডিও বানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আমরা বাংলার এই গৌরবময় বীরত্বপূর্ণ ইতিহাস জানতে পারলাম। আমাদের পাঠ্যপুস্তকে এসব কিছুই পড়ানো হয়নি।
Inspiring saga from our history for both men and women of present generation. If possible post an episode on Bagdi resistance against Turkic attacks that you have referred to in this episide
আপনার উপস্থাপনা অসম্ভব মনোগ্রাহী। রায়বাঘিনীর কথা জানা ছিল কিন্তু আপনি যে বইয়ের নাম লেখক সহ উল্লেখ করলেন , সেটা জানা ছিল না। বইটা ইন্টারনেটে পাওয়া যাচ্ছে দেখে আরও উল্লসিত হলাম। পড়ে ফেলা যাবে!!
অপূর্ব। কতো কিছু জানার বাকি ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সত্যি আপনি যে ভাবে বাংলার অজানা ইতিহাস মানুষের কাছে তুলে ধরছেন তা প্রশংসনীয়। ভালো থাকবেন ।এভাবেই আমাদের সমৃদ্ধ করে যান এই কামনা করি 👍🏻🙏🏻
I learnt that bhushut has connection with bhagaban NETAJI SUBHASH CHANDRA BASU. And what a similarity He constructed the firstvever rani jhansi bahini in modern world after wwi. PRANAM TO ALL DURGA KALI SARASWATI.
Joy Maa Ray baghini Bhawasanakri...... Rani Rasmoni, maa Saroda, matongini hazra er satheo ei devi amader pujyo hoya uchit.... Ini sudhu narider jonno non amader purush dero beer hoye othar onuprerona dyan...... Dukkher bisoy banagali je nije eksomoy koto beer chhilo seta bangali nijei bhule geche....... Raja Pratapaditya, Malla raja Birhambir, Kedar Ray, Dakkhin Roy, Chalan biller Bamun thakur, Bagha Jatin, Colonel Suresh Biswas ....abong Gopal Patha..... Enader kahini protiti school e porano uchit...... Anirban dar kachhe antoric onurodh roilo, ei BONGOBIR der niye ekta video upload korar.... Ami jni apni amader niras korben naa
নমস্কার । আমি হুগলির একটি গ্রাম জঙ্গলপাড়া ,থাকি এর থেকে কিছু দূরেই ফুরফুরার নামক জায়গা আছে । আগে ওই এলাকায় বাগদি রাজার কথা জানতে পারি । অনেক আগে শুনেছি ওই এলাকা বাগদি রাজার শাসন ছিল । পরবর্তীকালে ওই এলাকায় পরবর্তীকালে ওই এলাকা মুসলিম সম্প্রদায়ের হাতে আসে। এই হাতে আসার গল্পটি নিয়েও অনেক অনেক কাল্পনিক ঘটনা গল্প আছে যার কিছুটা এরকম যে বাগদি রাজা খুব শক্তিশালী ছিল এবং তাকে হারানোর জন্য ছল করে তাকে মেরে ফেলা হয় এবং তারপর থেকেই ওখানে মুসলিম অভ্যুত্থান ঘঘটে বর্তমানে এখনো ওই এলাকার উজুলপুর কালীপুজো খুব বিখ্যাত এই অঞ্চলে যেটি নাকি ওই বাগদি রাজার প্রচলিত কালীপুজো এবং তাদের কুলো দেবী। এই নিয়ে একটা পুরো ভিডিও করুন এবং আমাদের এই ব্যাপারটা জানান। ❤❤❤আরো জানার আগ্রহ রইল😊
অসাধারণ ভিডিও দাদা। বাংলার এমন অজানা বীর রাজা ও রাণীদের নিয়ে আরও ভিডিও চাই , যাতে আমরা বাংলার ঐতিহ্যবাহী ইতিহাস সম্পর্কে জানতে পারি, আর গর্বিত ও অনুপ্রাণিত হতে পারি।
বাংলাদেশ থেকে দেখলাম অনেক ইন্সপায়ারিং,আপনার ভিডিও দেখে ভালো লাগলো,চারিদিকে যেমন অবস্থা যাচ্ছে আমাদের মেয়েদের ও নিজেদের প্রতিরোধ করার কোনো না কোনো কলাকৌশল শেখা উচিৎ।
Balo laglo. Amar bari Amta a. Gor Bhobanipur a oner sriti begorito kichu sthan ache. Achara december month a ai khan a 7 days oner name a boro mela hoi.
চারশত বছর আগে নারীদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেছিলেন যেই নারী, তার কথা কেনো ইতিহাসের বইতে এখন নেই সেটাই দু:খজনক।
একদিন রানী ভবানী, রানী রাসমণি, দেবী চৌধুরানী,কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের এনাদের নিয়ে পর্ব হোক। সেকালের নারীরা বুদ্ধি বীরত্বের দিক থেকে কোনো অংশেই কম ছিলেন না পুরুষদের থেকে। সেই সমস্ত মহীয়সী নারীদের গল্প নিয়ে আসুন আগামী দেবীপক্ষে।
একদম হবে, শেয়ার চাই
@@Anirban_dasদেবী চৌধুরানী বাদ যাবে কেন
Khub bhalo
Onek kichoo jantwh parlum aapnar kaach theykay
@@Anirban_daskhub sundor❤❤❤ hoyeche eirokom alada alada porbo chai❤❤
একদম। ঠিক বলেছেন।
এই ঐতিহাসিক অঞ্চলের মেয়ে আমি। ছোটবেলা থেকে রানী মার কত গল্পই না শুনেছি। এইটি নিয়ে এত বিস্তারিত যে কোন video হবে ভাবিনি। অনেক ধন্যবাদ আপনাকে। রাজকুমারের নামে এক গ্রাম আছে এই অঞ্চলে। নাম তার প্রতাপনারায়নপুর। ধন্যবাদ আপনাকে, এমন একটি হারিয়ে যাওয়া নারী কাহিনী সর্বসমক্ষে আনার জন্য।
Apnar basa koi ?
গল্পগুলো বেঁচে থাক ❤️
@@Anirban_das রায় বাঘিনীর ওখানে যে শেষ স্মৃতিচিহ্নটুকু রয়েছে তার এখনো অবহেলিত। সংস্কার তো দূরের কথা রক্ষানাবেক্ষণ না হওয়ার জন্য এবং সচেতনার অভাবে কেবল একটি ভগ্নাবশেষই টিকে আছে। প্রত্যেক বছর জাঁকজমকপূর্ণ ভাবে মেলা হলেও স্থানীয় মানুষের কাছে স্থানীয় ইতিহাস প্রচার ও প্রসার কিছুই হয়না।
আমার বাড়ি হাওড়ার উদয়নারায়ণ পুর এর গড় ভবানী পুরে.. ছোটো থেকেই রানী মার গল্প শুনে বড়ো হয়েছি তার প্রতিষ্ঠিত শিব মন্দির এখনো আছে.. আজ আপনার মুখে শুনে খুব ভালো লাগছে।
😊
এই RUclips এ শুনেছিলাম রায়বাঘিনী রাণীর কথা । আজ আরো বিশদে জানলাম। তিনি ঠিক কতটা ferocious ছিলেন তা বোঝা যায় ঐ প্রবাদটার মধ্যেই। তার ব্যক্তিত্ব ও বুদ্ধির তেজ কোনো যুদ্ধাস্ত্রের থেকেও বেশি শক্তিশালী ছিল , হয়ত সেজন্যই বাঘিনী শব্দের প্রয়োগ ছিল। তাঁর সম্পর্কে আরো জানতে চাই 🙏🏻
😊❤️
দুর্ভাগ্য আমাদের, বাংলার ইতিহাসের অনেক কিছুই আমাদের অজানা। আপনাকে ধন্যবাদ এসব তথ্য সামনে আনার জন্য।
শেয়ার করবেন ❤️
ইতিহাসের এরম আরো কতো রায় বাঘিনী কালের পাতায় মিশে গেছে যা আমরা আজও জানিনা....
তোমার চেষ্টায় তারমধ্যে একজনকে জানলাম..….
🙏🏻
রায়বাঘিনী নিয়ে একটি প্রবন্ধ লিখেছিলাম বইচই পূজাবার্ষিকীতে। যতটা সম্ভব তথ্য বিশ্লেষণ করে রায়বাঘিনীর সঙ্গে বাগদি যোদ্ধাদের এই সম্পর্কের কথা আমি লিখেছি ঐ প্রবন্ধে। আপনার কন্টেন্টে আমার প্রবন্ধটির একটি ছাপ পেলাম। সম্ভবত আপনি প্রবন্ধটা পড়েছেন। যাইহোক, এমন সুন্দর কন্টেন্ট এর জন্য ধন্যবাদ।
দুর্ভাগ্যবশত আপনার প্রবন্ধটি পড়া হয়নি। বিধুভূষণ ভট্টাচার্য, দীনেশচন্দ্র ভট্টাচার্য আর সুধীর স্যারের হুগলি জেলার বইটি পড়া ছিল, সেখান থেকেই তথ্য নেওয়া । আপনার প্রবন্ধটি পড়ার ইচ্ছা রইল। বইচই এর ওয়েবসাইটে আছে কি? কীভাবে পাওয়া যাবে জানাবেন 🙏🏻❤️
@@Anirban_dasacademia তে প্ৰবন্ধটি দেওয়া আছে। 'Read by Anirban Das' ---academia থেকে মাসখানেক আগে এই নোটিফিকেশন টি পাই। তাই ভাবলাম আপনি পড়েছেন
প্রতিটি নারী যে কেন এরূপ মহিষমর্দিনী হয়ে ওঠেনা ..❤
❤️
আমাদের বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুরে। আমাদের গ্রামের দুটি গ্রামের পরেই গড় ভবানীপুর। এখানে প্রত্যেক বছর রায়বাঘিনী ভবশঙ্করী মেলা হয়। উদয়নারায়ণপুর নামটিও এখানকার রাজা উদয়নারায়ণ- এর নামে। এর উত্তরে ডিহিভূরসূট নামে একটি গ্রাম আছে, সেখান থেকে হাওড়া বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বাস চলে, ডিহিভূরসূট- হাওড়া এক্সপ্রেস বাস।
😊
এমন মহান একটি ইতিহাস তুলে আনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤🙏
বাংলাদেশ থেকে লিখছি ।
অনেক ধন্যবাদ অনির্বান দা । খুব ভালোলাগল আজকের পর্বটা । রায়বাঘিনী নাম শুনেছি , আজ তার সত্য ঘটনাও জানলাম । বাঙ্গালির গর্ব তিনি ।
আজকের দিনে প্রত্যেক নরীর এমন রাইবাঘিনী হয়ে ওঠা প্রয়োজন ।
একদম
রায়বাঘিনী কথাটার আসল অর্থ ননদ।
@@bumbasmart4337 কোন অভিধানে আছে?
হাওড়া-হুগলীর রাজকন্যা। আমাদের প্রিয় ভবশংকরী। অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল আমতার ইতিহাস তুলে ধরার জন্য।
❤️ শেয়ার করবেন
একদম
বাঙালি হিসেবে আপনাকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই এতটা ইতিহাসসমৃদ্ধ একটা চ্যানেল তৈরি করার জন্য। 🙏🏼
🙏🏻 পাশে থাকবেন
@@Anirban_das নিশ্চই 🙏🏼
👍👍👍
আমার খুব ভালো লেগেছে।আমি রানী ভবশঙ্করি সম্বোধে পড়েছি আনন্দমেলার পুজো সংখ্যায়।এটি উপন্যাস হিসাবে ছিল।অঞ্চলটাও আমার পরিচিত।আমার মনে হয় উনি একজন সত্যি কারের চরিত্র।
😊 শেয়ার করবেন
১০০% সত্যি কারের চরিত্র.. হাওড়া জেলার রাজবলহাট নামক গ্রামে ঘুরে যাবেন.. ওনার প্রতিষ্ঠিত.. মা রাজবল্লোভি মন্দির আজও আছে..।
@@shivam9673গড়ভবানীপুরও আছে । পুরাশকানপুরও আছে
@@shivam9673দাদা, রাজলহাট হুগলী তে অবস্থিত
উপন্যাসটির নাম ও কত সালের আনন্দমেলার পূজা বার্ষিকী একটু জানাবেন প্লিজ।
অসাধারণ এক বিরত্বগাঁথা শুনলাম,মুগ্ধ হলাম।এই কাহিনী যত পারি ছড়িয়ে দেব।আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম হারিয়ে যাওয়া ইতিহাস তুলে আনার জন্য।
❤️
সত্যি কোনো অংশে সিনেমার থেকে কম নয়😮। আর আপনার উপস্থাপনার দক্ষতায় সম্পূর্ণটাই যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। ❤
🙏🏻
Cholo Movie Banai Tahole
বাংলায় এতো ভালো ইউটিউব চ্যানেল আমি আগে দেখিনি।বাংলার ইতিহাস কে ভালোবেসে ফেলা যাচ্ছে নির্দ্বিধায়
Shotti tai.., ageo ei channel er post amar kachey esheche.. kintu ami seigulo avoid korey gechi... Ekhon bujhte parchi, amar khuub boro bhul hoye geche..! ❤
এখনো যদি নারী প্রশিক্ষণটা সর্বসম্মুখে করা যেতে ও সকল নারীদের জন্য বাংলাতে এখনকার নারীরা রক্ষা পেতো
❤️
আমার মামার বাড়ি গড় ভবানীপুর, রাণি ভবশংকরীর নাম অনুসারে এই স্থানের নাম। আমি ছোট থেকে এই গল্প আমার মামা, দাদুর কাছ থেকে শুনে আসছি। তবে আপনি যেখানে বুনো মহিষ এর সঙ্গে রানির যুদ্ধের কথা বললেন, আমি সেটাই শুনেছিলাম বন বরাহ বা বুনো শুকর এর সাথে যুদ্ধের। যাই হোক ইতিহাস নানাভাবে পরিবর্তিত হতে থাকে। তবে এতদিন বাদে এই গল্পটা আপনার মুখ থেকে শুনতে দারুন লাগলো। ❤
Salute to great Queen Bhaboshankari Raibaghini.She was blessed with Mahamaya,Ma Kali.Jai BoroMa.
ভবশঙ্করীর এই অজানা বীরত্বের কাহিনী আজ জানলাম, তবে আপনার পরিবেশনা অসাধারণ ছিল
শেয়ার করবেন ❤️
এককথায় অসাধারণ এক বীরাঙ্গনার কাহিনী শুনলাম! 🙏
অনেক ধন্যবাদ ❤️
একটা অজানা ইতিহাসকে এতো সুন্দর করে পরিবেশন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ❤️❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️❤️
সঙ্গে থাকবেন ❤️
@@Anirban_das অবশ্যই❤️😊
Asadharan ajker poristhitite khub e prasangik
🙏🏻
খুব সুন্দর একটি বীরত্বের কাহিনী, সুন্দরভাবে পরিবেশন করার জন্য অনেক ধন্যবাদ।
❤️
ঐ অঞ্চলে আমার যাতায়াত ছিল
ছোট বেলায়। গড় ভবানীপুরে
রায়েদের বিশাল অট্টালিকা দেখেছি। রাস্তার পাশে রানী ভবানী র একটা স্মৃতি ফলক ছিল । আমার বাড়ি সাওড়াবেড়িয়া।
এরকম একটি ভিডিও বানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আমরা বাংলার এই গৌরবময় বীরত্বপূর্ণ ইতিহাস জানতে পারলাম। আমাদের পাঠ্যপুস্তকে এসব কিছুই পড়ানো হয়নি।
ভুরশুট রাজবংশের রাজধানীর একজন বাসিন্দা এবং আপনার channel এর নিয়মিত viewer 😊😊
শেয়ার করবেন ❤️
ভূরশুঠ কোথায়
বর্তমানে পেঁর, বসন্তপুর, আমতা, বেতাই, উদয়নারায়ণপুর, গড় ভবানীপুর ডিহিভূসুট রাজবলহাট, শ্যামপুর নিয়ে ভূরসুট।
@@kuntalpaul1997 onek kichu pelam udaynarayanpur jaoya ache .nibas Hooghly .retd person .so thank u kuntal.stay good
@@kuntalpaul1997পেঁড়ো বসন্তপুর
অপূর্ব
ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা সত্যর সন্ধান দেওয়া জন্য ❤🙏
Our history book writer don't want to spare more than one page for Netaji, single page for great Bhabashankari debi but happy to write on Partha.
❤️
Inspiring saga from our history for both men and women of present generation. If possible post an episode on Bagdi resistance against Turkic attacks that you have referred to in this episide
অসাধারণ , অসাধারণ এবং অসাধারণ ।। আপনার তুলনা ভাই আপনি নিজেই ।।
আমাদের বাড়ি পেনরো তে যেখানে এই রানীর জন্মস্থান আমাদের থেকে একটু দূরে রায়বাঘিনীর মেলা হয়❤️❤️❤️
পেঁড় দূর্গ টা কোথায়? আমার বাড়ি আমতায় ।
❤️
Kothai hoi?kon jela?
পেরোতে আর দুর্গটা নেই
@@prakritis7676 হাওড়া জেলার উদয়নারায়ানপুরের গর ভবানীপুরে
এক অজানা ইতিহাস জানা হলো তোমার এই সুন্দর উপস্থাপনার মধ্যে দিয়ে।
খুব ভালো 👍
ভিডিওটি অসম্ভব ভালো লাগলো দাদা।।🥰❤️
অসাধারণ!! আমি নিশ্চই আমার মেয়েকে শোনাবো রাতে ওর গল্প শোনার সময়!!! স্বপ্ন গুলো ওর সাহসী হবে এমন গল্প কাহিনীর গুণে ❤
Eirakam bismrito preronadayee kahini aro tule aano Bhai .Dhanyabad.
❤️
দেবী ভবতারিণীর জন্য.🙏🏻🙏🏻🙏🏻
আপনার উপস্থাপনা অসম্ভব মনোগ্রাহী। রায়বাঘিনীর কথা জানা ছিল কিন্তু আপনি যে বইয়ের নাম লেখক সহ উল্লেখ করলেন , সেটা জানা ছিল না।
বইটা ইন্টারনেটে পাওয়া যাচ্ছে দেখে আরও উল্লসিত হলাম। পড়ে ফেলা যাবে!!
সঙ্গে থাকবেন ♥️
Anek dhanyawad erokom ekta asadharan video r jonye... Ajker dine erokom nari dorkar...
এই বাগদী যোদ্ধাদের ইতিহাস নিয়ে এক্তা video বানান please 🙏
আজকের পর্বটাও খুব খুব ভাল লাগলো।
করবো, শেয়ার করবেন
@@Anirban_das অপেক্ষায় থাকছি
Khoob bhalolegachhe, erokom aaro birangonarar itihash pathan.
অপূর্ব। কতো কিছু জানার বাকি ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সত্যি আপনি যে ভাবে বাংলার অজানা ইতিহাস মানুষের কাছে তুলে ধরছেন তা প্রশংসনীয়। ভালো থাকবেন ।এভাবেই আমাদের সমৃদ্ধ করে যান এই কামনা করি 👍🏻🙏🏻
সঙ্গে থাকবেন ❤️
কি অসাধারণ এক ইতিহাস! অনেক ধন্যবাদ এটি post করার জন্য।
❤️
প্রতিবেদন টা থেকে অনেক ইতিহাস জানলাম ধন্যবাদ
এই ঘটনাটি আমি আগেই পড়েছি আনন্দমেলা পুজাবার্ষিকীর উপন্যাস 'রানীকাহিনী' তে। দূর্ভাগ্যবশত লেখকের নাম ভুলে গেছি।
আপনার কথা বলা খুব সুন্দর।
বিধুভূষণ ভট্টাচার্যের লেখা।
😊❤️
Swaranjit chakraborty r lekha amio porechi golpo ta ❤
R amr bari udaynarayan pur er kachei bohu bar gechi amr scl okhanei chilo
Darun laglo golpota, anek dhonnyobad apnake, erokom r o golpo sonar opekkhay roilam. 😊😊🙏🙏🙏🙏🙏
I learnt that bhushut has connection with bhagaban NETAJI SUBHASH CHANDRA BASU. And what a similarity He constructed the firstvever rani jhansi bahini in modern world after wwi.
PRANAM TO ALL DURGA KALI SARASWATI.
অসাধারন আরো চাই এই রকম, এই অবস্থার পরিপ্রেক্ষিতে এটাই সঠিক.ভালো থেকো সুস্থ থেকো.অনেক ছোট তাই তুমি বললাম
শেয়ার করবেন, সঙ্গে থাকবেন 😊
অজানা ইতিহাসকে যে ছোঁয়ার অভিজ্ঞতা
Poribeshona khub sundor ❤️ onek dhonyobad emon osadharon golpo shonanor jonyo 🫡
সঙ্গে থাকবেন ❤️😊
দারুন একটা গল্প শুনলাম স্যার।বাংলায় এত শুন্দর একটা ইতিহাস থাকা সত্যেও বাংলা সিনেমা মেকাররা দক্ষিণ থেকে নকল করে কেন?
কে কষ্ট করে খুঁজবেন বলুন! রেডিমেড পাওয়া যাচ্ছে যখন
আর আজকে সেই বাংলার নারীরা অসহায়।😢
বাগদি ঝি দের নিয়ে একটা এপিসোড চাই ❤
khub valo legeche, amon ajana ashadharon Satya itihas jante chi bar bar
❤️
দাদা আপনি ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন।
আজকের এপিসোডটি অসাধারণ।!!❤
অসাধারণ ও ভীষণ ভাবে প্রাসঙ্গিক । খুব ভালো লাগলো।
শেয়ার করবেন
Joy Maa Ray baghini Bhawasanakri...... Rani Rasmoni, maa Saroda, matongini hazra er satheo ei devi amader pujyo hoya uchit.... Ini sudhu narider jonno non amader purush dero beer hoye othar onuprerona dyan...... Dukkher bisoy banagali je nije eksomoy koto beer chhilo seta bangali nijei bhule geche....... Raja Pratapaditya, Malla raja Birhambir, Kedar Ray, Dakkhin Roy, Chalan biller Bamun thakur, Bagha Jatin, Colonel Suresh Biswas ....abong Gopal Patha..... Enader kahini protiti school e porano uchit...... Anirban dar kachhe antoric onurodh roilo, ei BONGOBIR der niye ekta video upload korar.... Ami jni apni amader niras korben naa
হবে হবে ❤️
নমস্কার । আমি হুগলির একটি গ্রাম জঙ্গলপাড়া ,থাকি এর থেকে কিছু দূরেই ফুরফুরার নামক জায়গা আছে । আগে ওই এলাকায় বাগদি রাজার কথা জানতে পারি । অনেক আগে শুনেছি ওই এলাকা বাগদি রাজার শাসন ছিল । পরবর্তীকালে ওই এলাকায় পরবর্তীকালে ওই এলাকা মুসলিম সম্প্রদায়ের হাতে আসে। এই হাতে আসার গল্পটি নিয়েও অনেক অনেক কাল্পনিক ঘটনা গল্প আছে যার কিছুটা এরকম যে বাগদি রাজা খুব শক্তিশালী ছিল এবং তাকে হারানোর জন্য ছল করে তাকে মেরে ফেলা হয় এবং তারপর থেকেই ওখানে মুসলিম অভ্যুত্থান ঘঘটে বর্তমানে এখনো ওই এলাকার উজুলপুর কালীপুজো খুব বিখ্যাত এই অঞ্চলে যেটি নাকি ওই বাগদি রাজার প্রচলিত কালীপুজো এবং তাদের কুলো দেবী। এই নিয়ে একটা পুরো ভিডিও করুন এবং আমাদের এই ব্যাপারটা জানান। ❤❤❤আরো জানার আগ্রহ রইল😊
এগুলো সব গল্পকথা নয়
ভীষণ ভালো লেগেছে ❤ আপনার কথাগুলো আমি আর মা মন দিয়ে শুনি, অন্য রাজ্যে হারিয়ে যাই। আপনার বাচন শৈলী খুব সুন্দর সাবলীল।❤
সঙ্গে থাকবেন ❤️
Khub bhalo laglo... keep it up brother
❤️😊
Khub sundor
খুব সুন্দর। এরকম আরও চাই
Thanks a lot for sharing this story with us!
দারুণ বিষয় নিয়ে বানিয়েছেন। খুব ভাল লাগলো।
😊🙏🏻
অসাধারণ!কত কিছুই যে জানতে পারিনা!এইসব ইতিহাস জানতে পেরে খুব ভাল লাগল।
❤️😊
অসাধারণ প্রতিবেদন। এই ইতিহাস জানতাম না। মুগ্ধ হয়ে শুনলাম।
❤️❤️
তোমাকে এবং তোমার টীমকে অসংখ্য ধন্যবাদ
সঙ্গে থাকবেন ❤️
Ajker golpo ashadharon. Banglar birangana nari der niye aro ajana golpo thakle please aro pratibedan korun.
নিশ্চই
Khub valo laglo dada
ধন্যবাদ দাদা।।
তোমার কাছে নতুন কিছু জানতে পারি প্রতি বার।। খুবই ভালো লাগে।। 🥰
অনেক শুভকামনা রইলো তোমার জন্য 👑
❤️
Pray bochor dui tinek agey hobe anondomelay Rani bhobosankarir ei golpoti ami porechilam...boro pochonder golpo hoe uthechilo seii somoy amar...kintu akhon Nana kajer majhe pray vule e bosechilam golpo tak...apnar uposthapona amay sei golper kotha mone korea dilo...aj e anondomelata khuje golpo ta abaro porbo ami....apnak onek dhonnobad❤
শেয়ার করবেন ❤️
Ashadharon collection apnar Darun ❤️👏👏👏👏
❤️
প্রত্যেক নারী যেন হয় রায়বাঘিনী। খুব প্রয়োজন ✊
❤️
দারুন উপস্থাপনা❤❤❤
সঙ্গে থাকবেন ❤️
অনেক কিছু তোমার থেকে জানতে পারি। ধন্যবাদ দাদা।
❤️
Osadharon.
It is so far the best informative channel I have seen. Thanks to Anirban.
ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ❤️
দারুণ দারুণ
❤️
তোমাকে অনেক শুভকামনা ও ভালবাসা ভাই। এই গাঁথাদের ফিরিয়ে আনার জন্য
🙏🏻
আপনার উপস্হাপনা খুব ভাল।
ধন্যবাদ, সঙ্গে থাকবেন ❤️
অসাধারণ ভিডিও দাদা। বাংলার এমন অজানা বীর রাজা ও রাণীদের নিয়ে আরও ভিডিও চাই , যাতে আমরা বাংলার ঐতিহ্যবাহী ইতিহাস সম্পর্কে জানতে পারি, আর গর্বিত ও অনুপ্রাণিত হতে পারি।
শেয়ার করে দিয়ো ❤️
@@Anirban_das করেছি দাদা ❤️
Right time to discuss our glorious history, good job thank you.
Please share
খুব ভালো লাগলো শুনে❤
Khub bhalo laglo...
Khub bhalo laglo
Got enlightened at 67 12:03 yrs, thanks 👍
❤️
potakta shobder uccharan r video poribeshon ashadharan ❤❤❤
শেয়ার করবেন ❤️
Thanks for your presentation
🙏🏻
বাংলাদেশ থেকে দেখলাম অনেক ইন্সপায়ারিং,আপনার ভিডিও দেখে ভালো লাগলো,চারিদিকে যেমন অবস্থা যাচ্ছে আমাদের মেয়েদের ও নিজেদের প্রতিরোধ করার কোনো না কোনো কলাকৌশল শেখা উচিৎ।
🙂
Khub sundar
🙏🏻❤️
Glad to hear from you our ancestral history.
Best wishes for your future ❤️
😊❤️
Balo laglo.
Amar bari Amta a. Gor Bhobanipur a oner sriti begorito kichu sthan ache. Achara december month a ai khan a 7 days oner name a boro mela hoi.
❤️ শেয়ার করবেন
Khub bhalo, nijeke khub gorbito feel korlam, bcs I am a lady.
❤️
Darun Darun khub valo laglo
❤️
দাদা আপনার এই ভিডিওটি অসাধারণ ছিল ❤❤❤এই রুপ ভিডিও বারবার চাই❤❤❤jay hind!❤❤❤
❤️
দারুণ ভালো লাগলো, ভাই
❤️❤️