সর্বজনীন স্কিমে ৪২ বছরে ৫০ লাখ টাকা জমায় মাসে সাড়ে ৩ লাখ টাকা পেনশন | The Business Standard

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 324

  • @Traveltoworld23
    @Traveltoworld23 Год назад +82

    পেনশন প্রাপ্তির নূন্যতম বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫০ বছর করা হোক!!

    • @UsernameSamiYT
      @UsernameSamiYT Год назад +3

      Right

    • @apuchandrashil9125
      @apuchandrashil9125 Год назад +2

      কেন? সারা পৃথিবীতেই পেনশান শুরু হয় ৬০ এর পর

    • @shuvojitbiswas6600
      @shuvojitbiswas6600 Год назад +5

      ৫০ বছর করলে কেউ আর চাকরি করবে না।কোনো কায়দায় ৫০ বছর পর্যন্ত টিকে থাকতে পারলে আরাম 😁😁বাঙালী বড়ই আরাম প্রিয়

    • @UsernameSamiYT
      @UsernameSamiYT Год назад

      @@shuvojitbiswas6600 কেন ৫০ বছর পর্যন্ত তো তাকে চাদা দিতে হবে। এত টাকা কই পাবে কিছু না করলে? 🫣

    • @Traveltoworld23
      @Traveltoworld23 Год назад

      বাংলাদেশের মানুষের আয়ু কত বছর! সারা জীবন টাকা জমিয়ে 60 65 বছর বয়সে মারা গেলে কি হবে!!

  • @voiceofeconomist2633
    @voiceofeconomist2633 Год назад +23

    ৫০ বছর হওয়া উচিৎ ছিলো। ৬০ বছর বয়সের পর আর পেনশন কি কাজে লাগবে? ওই সময়ে তো খাওয়ার শক্তি পর্যন্ত থাকবে না। গড় আয়ু ৬৫ বর্তমানে।

  • @Bappi..
    @Bappi.. Год назад +19

    যে টাকা দিবে,২৫ বছর পর সেই টাকায় লুডুর বোড কিনা যাবে কিনা সন্দেহ।।

  • @JALIL-ql8xu
    @JALIL-ql8xu Год назад +22

    2000 /3000 টাকা করে প্রাইভেট ব্যাংকে সঞ্চয় করলে 10 বছর কিংবা 20 বছর পরে যে টাকা জমবে সে টাকা না উঠালে তো সমপরিমাণ পেনশন মাসে মাসে পাওয়া যাবে। আবার সর্বশেষে মূল টাকাটা ফেরত পাওয়া যাবে। সরকারের স্কিমে কি মূল টাকা ফেরত পাওয়া যাবে। তাহলে লাভটা হলো কি, বুঝলাম না....

  • @MagafurManik
    @MagafurManik Год назад +3

    ১.পেনশন বোর্ডের কর্তা ব্যাক্তি মানুষ হতে হবে, রোরট ম্যান হলে তো বাংলা ওয়াশে পরিনতি হবে।২.যে ভাবে মুদ্রা মান কমে যাচ্ছে তাতে কতটুকু সুবিধা হবে।

  • @SOHANTRADING-c5x
    @SOHANTRADING-c5x Год назад +8

    পেনশন পদ্ধতি ভালো
    শেয়ালের কাছে মুরগি বর্গা দেবার মতো ভালো।

  • @md.shaheenhowlader2640
    @md.shaheenhowlader2640 Год назад +11

    এই টাকা কি শেয়ার বাজারের মতো লস দেখিয়ে হরিলুট করে যদি নিয়ে যায় তাহলে কি করবো

    • @akmkaiser4553
      @akmkaiser4553 Год назад

      Abjectly. Another share market scandal.

  • @youtubegrowthbd
    @youtubegrowthbd Год назад +6

    সরকার পরিবর্তন হলে এই স্ক্রিম সিস্টেম থাকবে কিনা?

  • @makpial
    @makpial Год назад +6

    আমার বয়স চল্লিশ। ছোট ব্যবসা করি। আমি ২০ বছর ১০০০ টাকা করে ২৪০,০০০/- জমা দিলে ৬০ বছর পূর্তিতে আমি মাসিক কত টাকা পেনশন পাবো?

    • @apuchandrashil9125
      @apuchandrashil9125 Год назад

      আপনার জন্য সুরক্ষা প্যাকেজ। ২০০০ করে রাখলে ৯৮৫৪ টাকা পাবেন।

  • @uzzolahmedalamin8567
    @uzzolahmedalamin8567 11 месяцев назад +1

    আলহামদুলিল্লাহ। আপনাদের আলোচনা অনেক ভাল ছিল।অনেক প্রশ্নের সমাধান পেয়েছি। আবুল কাশেম স্যার অনেক ভাল আলোচনা করেছেন। আমার একটা প্রশ্ন ছিল ( একজন লোক ৫০ বছরে চাদা দেওয়া শুরু করল।কিন্তু তিনি ৫৫ বছরে মারা গেলেন তখন কী হবে? অথবা চাদা জমা দেওয়া মাঝ বয়সে মারা যায় তখন কী হবে?)

  • @Voiceofengine
    @Voiceofengine Год назад +6

    ৬০ বছর বয়সের পরে কি টাকা কবরে নিয়ে যাবে। ৫০ বছর করা হোক।

  • @movewithamit
    @movewithamit Год назад +3

    Khub e comotkar r informative discussion. ❤❤❤

  • @twilights7435
    @twilights7435 Год назад +4

    কেউ যদি চাঁদা দেওয়ার কোন এক পর্যায় চাঁদা দিতে অক্ষম হন, তাহলে তার কি হবে?

  • @JoynalAbedin-go7wm
    @JoynalAbedin-go7wm 4 месяца назад

    ধন্যবাদ খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য....

  • @Faisalscookingworld
    @Faisalscookingworld Год назад +21

    আমলাতান্ত্রিক জটিলতায় যেন সরকারের এই ভালো উদ্যোগটি নষ্ট না হয় সেই বিষয়টি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

    • @upd462
      @upd462 Год назад

      এটা জয়বাংলা হইয়া যাবে

    • @KhadizaIslam-s4f
      @KhadizaIslam-s4f Год назад

      সার্বজনীন পেনশন আমার টাকা দিয়ে আমাকে মেহমানদারী। নাম সরকারের

  • @nobabnobab8857
    @nobabnobab8857 Год назад +4

    সোজা কথা, প্রথম 10 বছর সরকার কাউকে টাকা দিবে বা শুধু খাবে।
    10 বছর পরে জয় বাংলা 😂😂😂

  • @mohammedidris6410
    @mohammedidris6410 Год назад +6

    মানুষের টাকা কে নয় ছয় করার নতুন ফন্দি আর কি।যতদিন পর টাকা দিবে বলতেছে তখন ডলারের মূল্য হবে ৫০০ টাকা।একটা চা হবে তখন ১০০ টাকা দিবে। তখন হয়তো একটা প্যারাসিটামল হয়তো ২০ টাকা হবে।

  • @twilights7435
    @twilights7435 Год назад +7

    ব্যাস সরকারের আর নগদ অর্থের ঘাটতি থাকবেনা।

  • @md.arifhossen5770
    @md.arifhossen5770 Год назад +5

    50 বছর করা হক

  • @alakdebnath3526
    @alakdebnath3526 Год назад +2

    ৬০ বছর বয়সের পরে মোটামুটি ১৫ বছর টাকা পেলে ১২ গুন টাকা পাবে। কিন্তু এতো বছর পর তো টাকার মান অনেক কমবে, যেটা আজকের টাকার ২০ গুনের ও বেশি তো হতে পারে? তাহলে তো লস হবে?

  • @habibullahhabib4681
    @habibullahhabib4681 7 месяцев назад +1

    হা হা হা
    টাকায় পাবেন না শেষে

  • @localboss2014
    @localboss2014 Год назад +1

    সার্বজনীন পেনশনকে অনেকেই সার্বজনীন টেনশন বলছেন। তারা বলছেন অনেক সময় দেখা যায় সরকারি কর্মকর্তাই পেনশনের সময় ঘুষ/তদবির ছাড়া পেনশন তুলতে পারেন না, সেখানে সাধারণ পাবলিক ৩০/৪০ বছরের কষ্টের জমানো টাকা তুলতে পারবে তো?

  • @alwaha8477
    @alwaha8477 Год назад +3

    পেনশন প্রাপ্তির বয়স করা হোক 50 আমাদের দাবি

  • @প্রবাসেবাংলাকন্ঠ

    যাদের ৪০ থেকে ৪৫ এর ভিতরে তারা কত টাকা করে মাসে জমা দিলে, পেনশন কত টাকা করে পাবে,

  • @shahidulislamripon7312
    @shahidulislamripon7312 Год назад +5

    এই টাকা কী কেউ পাবে না জয়-বাংলা করে সব টাকা লুটপাট করে বিদেশে পাচার করবে।

  • @SajalBiswas-fp6sl
    @SajalBiswas-fp6sl Год назад +1

    1000*12=12000*35বছর*420000চার লাখ বিশ হাজার জমা‌ আপনি শুধু 15বছর টাকা পাবেন180মাস/420000/3=1260000/180=7000সাত হাজার টাকা আর2000জমা দিলে14000হাজার টাকা সামান্য বেসিও হতে পারে । আমার বয়স 25বছর=60=35

  • @robertrozario8038
    @robertrozario8038 Год назад +1

    ১৮বৎসর থেকে নয় ২৫বৎসর থেকে করার জন্য আবেদন করছি।

  • @khairulhasan7303
    @khairulhasan7303 Год назад +1

    আমার প্রশ্ন হল আমার বয়স বর্তমান 30 আমি যদি 10 বছর স্কিম করি তাহলে কি আমি 40 বছর পর গিয়ে আমি এই অর্থ পাব? না 60 বছর পর থেকে পাব ??

    • @albast9998
      @albast9998 Год назад

      ষাট বছর পেরোনের পর পাবেন

  • @HRGovindo
    @HRGovindo 7 месяцев назад +1

    আমি সরকারি চাকুরিজীবী, আমার স্ত্রী এই পেনশন স্কীমে অংশ গ্রহন করতে পারবে?

    • @artzdance
      @artzdance 7 месяцев назад

      এটা সার্বজনীন। সব মানুষই পারবে।

    • @swaponsarkar8272
      @swaponsarkar8272 5 месяцев назад

      ami house wife pora amr govt job hola tokon ki hoba ata off hoya jaba​@@artzdance

  • @BongGuyofAjoy
    @BongGuyofAjoy Год назад +2

    মেয়াদ পূর্ণ হলে আজীবন মাসিক মুনাফা পাবো, এখন প্রশ্ন হলো মেয়াদ পূর্ণ হলে আমার মুল টাকা আমি পাবো কিনা, নাকি মুল টাকা সরকারের খাতায় থাকবে,

  • @yeasinony5168
    @yeasinony5168 Год назад +2

    পেনশন সর্বোচ্চ 30 বছরের জন্য হয় যেটা সরকারি চাকরিজীবীদের থেকে আমরা দেখি। কিন্তূ এই সিস্টেম একজনকে 42 বছর পর্যন্ত দিতে হচ্ছে মাসিক চাঁদা এটা সংশোধন করে সর্বোচ্চ 30 বছর মেয়াদ করা উচিত।

  • @mdbasar2685
    @mdbasar2685 Год назад

    bai onak sondor kora bojaisan

  • @obydullahislamicmedia2554
    @obydullahislamicmedia2554 Год назад +1

    যারা সরকারি চাকরি করে একসময় এককালীন অনেক টাকা উত্তোলন করে এরপরে আজীবন পেনশন পায় এক্ষেত্রে কি বীমার এই টাকাটা উত্তোলনের পরে এসে পেনশন পাবে? আর যেখানে মানুষের গড় আয়ু ৬৩ বছর সেখানে ৬০ বছর পর মানুষ তো খেতেই পারবে না এটা ৫০ বছরের পর করার দাবি জানাই।

  • @hannanahmed4160
    @hannanahmed4160 6 месяцев назад +1

    এই টাকা দিয়ে কি করবে ১৮ বছর থেকে ৬০ বছর পর পেনশন পাবে

  • @padmaview
    @padmaview Год назад +2

    Goto 15 bosore orther mann kotota komese? Agami 30 bosore jokhon pension pawa jabe tokhon oi taka r mullo koto hobe?

  • @mmmm5201
    @mmmm5201 Год назад +6

    আসল হিসাব তারা বলে না আসল হিসাব করে নিবেন আপনারা যারা এই পথে পা দিবেন

  • @salahuddiniqbal3674
    @salahuddiniqbal3674 Год назад +1

    পেনশন দিবে তা বুঝলাম কিন্তু আমার দেয়া মূল টাকা কি ফেরৎ পাওয়া যাবে?না আমার টাকা মাসে মাসে আমাকে দিবে?

  • @sharafatsarkar8610
    @sharafatsarkar8610 Год назад +2

    Jonogon onek age thekei Bima kortese, ami amar takar binimoye penshon pabo, a kemon niyom, Bank er takar moto lutpat hoye jabe na toh?

  • @theguy4084
    @theguy4084 Год назад +2

    যেহুতু স্কিম পরিবর্তন বা টাকা কম নেশি রাখা যাবে তাহিলে পেনশন মাসিক কত টাকা হবে সেটা কিভাবে নির্শারন হবে? যদি টাকা জমা দিতে দেরি হয় সেক্ষেত্রে রুল কি? এরকম অনেক বিষয়ে আলোচনা হল না

    • @apuchandrashil9125
      @apuchandrashil9125 Год назад

      যদি টাকা নির্ধারিত সময়ে না দেয়া হয় তাহলে লেট ফি দিয়ে দেওয়া যাবে। লেট ফি হবে চাদার ১% প্রতিদিন। আর টানা ৩ মাস বন্ধ থাকলে একাউন্ট সাসপেন্ডেড হবে। পরে সব জরিমানা দিয়ে আবার চালু করা যাবে

  • @UsmanAli-xr1vl
    @UsmanAli-xr1vl Год назад +5

    স্কিল ৫০ বছর করা হোক

  • @emranhossan5298
    @emranhossan5298 Год назад +2

    স্কীমগুলো পাওয়ার পয়েন্ট দিয়ে দেখালে ভালো হতো। এটা ডিসএবিলিটি ফ্রেন্ডলি হলো না।

  • @ইসলামীজীবন-ঝ২ঢ

    স্যার আমি একজন প্রবাসী আমার সোনালী ব্যাংকে একাউন্ট আছে , আমি যদি বিদেশ থেকে আমার সোনালী ব্যাংক একাউন্টে টাকা পাঠাই সেখান থেকে পেনশনের চাঁদার টাকা টেনেসফার করে দেওয়ার ব্যবস্থা আছে?

  • @shuvojitbiswas6600
    @shuvojitbiswas6600 Год назад +2

    ভাল উদ্যগ বলতেই হবে একমাসে ৩ লাখ টাকা।এখন একটা ডাবের দাম ৫০০ টাকা তখন একটা ডাব ৫ হাজার টাকা দিয়ে কেনা লাগবে।মাসে তিন লাখ না দিলে কি করে চলবে😂😂

  • @satalarab7723
    @satalarab7723 Год назад

    আমার বয়স ২৫, বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমি যদি উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে যাই, এবং সেখানে এস্থায়ী ভাবে থেকে যাই তাহলে কি আমি প্রগতি স্কিম থেকে প্রবাস স্কিমে মুভ করতে পারবো?

  • @anwarshahadathhossain6447
    @anwarshahadathhossain6447 7 месяцев назад +1

    ৪২ বছর পর মাসে ৩.৫ লাখ পাওয়া আর এখন মাসে ৩০ হাজার টাকা একই কথা😂😂

  • @abdussatter9525
    @abdussatter9525 7 месяцев назад

    সর্বজনীন পেনশন এর চাঁদা কি বাধ্যতা মুলক?একটানা করলে কি হবে।

  • @45shahriar81
    @45shahriar81 Год назад +2

    4:31 প্রবাসী স্কিম।
    6:38 প্রগতি স্কিম।
    8:28 সুরক্ষা স্কিম।
    9:40 সমতা স্কিম।

  • @Salahuddin-ih2pv
    @Salahuddin-ih2pv Год назад

    ভাই এই ৬০ বছর যে আমি টাকা রাখবো, সেই টাকা কি আমি ৬০ বছর আগে বা পরে তুলে নিতে পারব

  • @AriaAriaHossain-xu8ud
    @AriaAriaHossain-xu8ud Год назад +5

    এটা হলো সরকারের নতুন একটা কৌশল।
    বিদেশের কাছ থেকে বিপুল পরিমান ঋণ নিয়েছে বাংলার সরকার, ক্ষমতা শেষ হওয়ার আগে কিভাবে ঋণ কমাবে তার এটা একটাই কৌশল।
    সরকার জনগণের টাকায় ঋণ শোধ করে ক্ষমতা চলে যাওয়ার পর ঐ টাকা গুলো জনগণকে কে বা কারা টাকাগুলো পরিশোধ করবে?আগে (একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করেন)

  • @pronobkumarpaul7454
    @pronobkumarpaul7454 Год назад +1

    1 st comment
    মহিলা ও ছাত্র ছাত্রীদের জন্য কি নিয়ম?

  • @SubrotonagNag
    @SubrotonagNag Год назад +3

    কেউ যদি 50 বছর বয়সে করে 52 বছর বা 55 বছর বয়সে মারা যান সে ক্ষেত্রে কি হবে

  • @hellobangladesh7731
    @hellobangladesh7731 Год назад

    Suppose ami 5000 kore dilam and last bosor a 10000 kore dilam tahole ki ami pention 5k aiter upor tk pabo nki 10k aiter upor tk pabo...

  • @AbdulazizAlm-ep4jl
    @AbdulazizAlm-ep4jl Год назад +2

    বাংলাদেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে । মানুষ সরকারকে বিশ্বাস করে ব্যাংকগুলোকে বিশ্বাস করে টাকা রেখেছে । যারা ঐ ব্যাংকগুলোকে ধ্বংস করেছে তাদেরকে বিচার হয়েছে ? তাদের যদি বিচার হয় তাহলে মানুষ এখানে টাকা জমাবে ।

  • @taiburbhuiyan9295
    @taiburbhuiyan9295 Год назад +1

    আমার ব্য়স এখন 40 প্রবাসী আমি প্রতি মাসে 5000 টাকা দিলে 60 বছর পর কত টাকা করে পাবো

  • @zahirulislammollah1921
    @zahirulislammollah1921 Год назад +4

    বেসরকারি চাকরি ৩৮ বছর থেকে ২০০০ টাকা করে চাদা দিলে মাসে কত পেনশন পাবে?

    • @blessingbirds
      @blessingbirds Год назад

      আপনাকে ২০,১৫,১০ সিলেক্ট করতে হবে

  • @NegarRite-kt2wv
    @NegarRite-kt2wv Год назад +2

    ধরেন আপনার বয়স এখন ৫০,আপনি পেলশন চালু করলেন।মাসে ২হাজার করে দিচ্ছেন। বছরে ২৪হাজার, ১০বছরে দিলেন তাহলে ২লাখ ৪০হাজার।এবার আপনার বয়স ৬০হলো পেনশন পেতে লাগলেন,মাসে ৩হাজার ৬০টাকা করে।৬৫ বছরে আপনি মারা গেলেন।আপনার পরিবারকে আকনার ৭৫বছর বয়স পর্যন্ত টাকা দেওয়া হবে।মানে মোট ১৫বছর টাকা পাবেন।তাহলে মাত্র ৪৫হাজার টাকা আপনাকে /আপনার পরিবার পাবে।এটা কেমন হলো??
    হ্যা যারা ৫হাজার ৭হাজার করে ৪২বছরের জন্য টাকা দিবে তাদের কিছু থাকে।গরিবের তো আরো যাচ্ছে।

    • @DreamLab-tm2vl
      @DreamLab-tm2vl 4 месяца назад

      CORRECT

    • @DreamLab-tm2vl
      @DreamLab-tm2vl 4 месяца назад

      শেয়ালের কাছে মুরগি বর্গা দেবার মতো ভালো।

  • @ZohurulHasan
    @ZohurulHasan Год назад

    ৬০ বছর হলে ৫০০০ টাকাকরে ১০ বছর জমা দিলে এককালীন কত টাকা পাবে?

  • @kawsarmolla5551
    @kawsarmolla5551 Год назад +1

    আমার বুঝে আসলনা। নিয়মটা ৫০ বছর পর্যন্ত বেধে দিয়ে এক কালিন পরিশোধ করলে ঠিক ছিল।

  • @masumrana2833
    @masumrana2833 Год назад +3

    আচ্ছা কেউ যদি ১০-১৫ বছর টাকা জমা করার পর হঠাৎ অসুস্থ হয়ে যাই বা কোন কারণে সে টাকা তুলতে চাই তাহলে কি সম্ভব হবে,, মানে এত বছর যে টাকা গুলা জমা করছে সব গুলা তুলে সে চিকিৎসা করাবে তাহলে।

    • @apuchandrashil9125
      @apuchandrashil9125 Год назад +1

      ১০-১৫ বছর চাদা দেওয়ার পর আর কন্টিনিউ না করতে পারলে কর্তৃপক্ষ কে জানাতে হবে অসুস্থতার যথাযথ কারণ। সেখান থেকে পেনশান পাবে, লোন ও পাবে কিন্তু একবারে সব টাকা পাবে না।

    • @neamulhasan8209
      @neamulhasan8209 Год назад

      😂৫৫ বছর বয়সী কি জমা দিতে পারবেন? সেই ক্ষেত্রে নিয়ম কি?

    • @fahimreza1748
      @fahimreza1748 6 месяцев назад

      মাথায় বুদ্ধি খাটান।যতটুকু বুঝেছি মৃত্যুর পর জমাদান কারীর কবরে টাকা দেওয়ার নীতিমালা হতে পারে।

  • @md.jamaluddin7419
    @md.jamaluddin7419 Год назад

    Ahhh Moja er Moja eto moja

  • @shawkatmallick8453
    @shawkatmallick8453 11 месяцев назад

    Thanks.

  • @shandwipchannel385
    @shandwipchannel385 Год назад

    যারা সৌদি আরব হতে রিয়ালে টাকা পরিশোধ করভবে সরকার কি ২.৫০% বোনাস অন্তর্ভুক্ত করে জমা দিবে? যদি দেয়, তাহলে ২.৫০% বাদ দিয়ে পাঠাতে হবে? যদি উত্তর না হয়, তাহলে আমার প্রপ্য ২.৫০% বোনাস কার পকেটে যাবে? আমি যদি রেমিট্যান্স পাঠাই কমিশন ২.৫০% না পাই তাহলে একজন রেমিটার শুরু হতেই তার প্রপ্য হতে বঞ্চিত হচ্ছে না? দয়া করে বিস্তারিত লিখে উত্তর দিলে অনেক প্রবাসী দর্শক উপকৃত হবে।

  • @MahfuzaKhanom-p3m
    @MahfuzaKhanom-p3m 4 месяца назад

    এটা যদি জীবনবীমা কপোকর্পো রেশনে করাহয় তাহলে কি কোন সমস্যা হবে।

  • @AboHanif-b6l
    @AboHanif-b6l 7 месяцев назад +1

    Ai panson jono gonka jibangkor diba.

  • @greendimension9663
    @greendimension9663 6 месяцев назад

    amar age 38, private job kori, monthly 5000tk kore dile 60 year theke monthly koto kore pabo?

  • @Sakilsarder954
    @Sakilsarder954 Год назад

    ১০০০ টাকা জমালে লাভ সহ কত বছর পর কত কটা পাবো সেটা তো বুজতে পারলাম না, প্রতি মাসে ১০০০ রে কত টাকা লাভ পাবো
    প্লিজ কেউ বলবেন

  • @zubayerallmohamudkhan2291
    @zubayerallmohamudkhan2291 Год назад +5

    নুনতম পেনশন নির্ধারন করা উচিত.

  • @MDMAHMUD-yb2fd
    @MDMAHMUD-yb2fd Год назад +3

    সরকারের সুন্দর উদ্যোগ,ধন্যবাদ 💓💕💕

    • @KhadizaIslam-s4f
      @KhadizaIslam-s4f Год назад

      হিসাব কইরা দেখেন কয় টাকা জমা দিয়ে কত টাকা পান। বাংলাদেশ সঞ্চয়পত্রের সাথে

    • @MDMAHMUD-yb2fd
      @MDMAHMUD-yb2fd Год назад

      @@KhadizaIslam-s4f সব কাজের ই বিরুদ্ধে মানুষ থাকবেই তবে এটা ১০০% ভালো কাজ! শেষ বয়সে রাস্তায় পড়ে থাকতে হবে না বৃদ্ধদের!!

    • @Alphaone360
      @Alphaone360 6 месяцев назад

      এটা সুন্দর উদ্যোগ কিভাবে হলো? যেখানে সরকারি চাকরিজিবিরাই টাকা উঠাতে মোটা অঙ্কের ঘুষ দিতে হয় সেখানে সাধারন মানুষের কি অবস্থা হবে? আর সরকারী চাকুরীজিবিরা টাকা টা কিন্তু এক কালিন উঠাতে পারে, এখানে কিন্তু সরকারি ভাবে এক কালিন টাকা উঠাতে পারবে একবারও বলে নাই, তাছাড়া এখন 100 টাকার যেই মূল্য 30 বছর পর সেই টাকার কি মান একই থাকবে?

  • @BdEquipmentZone
    @BdEquipmentZone Год назад +1

    মাসিক পেনশনের টাকা উঠানোর জন্য প্রতি মাসে কত টাকা ঘুষ দিতে হবে।

  • @NegarRite-kt2wv
    @NegarRite-kt2wv Год назад +1

    বিষয়টা ভালো, কিন্তু আমাদের দেশে এতো ভালো কাজ চলবে নাহ।সরকারি লোকেরা অনেক বেশী ভালো লোক তো,তাই।
    আর এই বিষয়টি বুঝানোর সমস্যা আছে,যার কারনে বেশির ভাগ মানুষের মাথার ওপর দিয়ে যাচ্ছে। আর কিছু বিষয়ে পরিষ্কার করা হয়নি।যেমন জমানে টাকাগুলা কী এককালিন দিয়ে দেওয়া হবে। যেমনটা সরকারি লোকেদের দিওয়া হয়।এককালিন পাই আবার মাসে মাসেও পাই।মনে হচ্ছে ইচ্ছে বিষয়টি এমন তুমি আমাকে ৪২বছর ধরে টাকা দিবা, তুমার সেই টাকার বদলে আমি ৪২বছর পর এতো এতে করে দিব।
    ১০বছর পর এই নিয়ে দেখা যাবে আরেক তুলকালাম বাধছে।

  • @shahinsaudagar1677
    @shahinsaudagar1677 Год назад

    ব্যাংকের মাধ্যমে পেনশন স্কিম এর একাউন্ট করার সুযোগ করা হোক

  • @corporatecivilengineerjuba4579
    @corporatecivilengineerjuba4579 Год назад +4

    যদি ৭ বছর চাঁদা দিয়ে ব্যক্তি মারা যান তবে কি হবে?

  • @ShanazBegum-eh5it
    @ShanazBegum-eh5it Год назад +1

    ৫০ বছর করা হক

  • @parvesislam9118
    @parvesislam9118 Год назад

    what's the guaranty that govt will make money from those deposits ? what will be the scenario if the government will change ?

  • @mmmm5201
    @mmmm5201 Год назад +1

    50 লক্ষ টাকা 42 বছরে জমা দিলে তিন হাজার টাকা করে পাবে প্রতি মাসে কিন্তু সে যদি একসাথে 50 লক্ষ টাকা দেয় তাহলে পরের মাস থেকে সেকি তিন লক্ষ টাকা করে পাবে

    • @beast_lover_boy
      @beast_lover_boy Год назад

      কি রে ভাই, কিছু খাইছস নাকি? হাত মূখ ধুয়ে পরে আবার শোন কি বলে

  • @omarFaruqu2328
    @omarFaruqu2328 Год назад +1

    একজন মানুষ যাট বছর বয়সে পেনসন পাওয়া শুরু করবে কিন্তু তার আগে না, মানুষ বাচে কয় বছর?

  • @KaziSobur
    @KaziSobur Год назад

    এই বিশেষজ্ঞের চাইতে আমি ভাল বোঝাতে পারতাম। কোন তথ্যই পেলাম না বিশ্লেষণমূলক৷

  • @rupshanarahman4108
    @rupshanarahman4108 Год назад

    Jodi kono probashi 60, aksathe 42 bosorer 50 lacs taka dite pare tahole ki oi subidha pabe?

  • @shohelranakhan9304
    @shohelranakhan9304 Год назад

    বিষয়টা ভালো তবে সরকারকে বিশ্বাস করতে পারছি না।

  • @BappyBappy-m8k
    @BappyBappy-m8k 8 месяцев назад

    ৪০ বছর এ করা উচিত

  • @AleaBagum-x7c
    @AleaBagum-x7c Год назад

    নমিনির ভোটার আইডি কার্ড নেই।
    এমতাবস্থায় ভোটার আইডি কার্ড ছাড়া নমিনি করা যাবে কিনা ?

  • @MoinulIslam-zh1er
    @MoinulIslam-zh1er Год назад

    ব্যাংক লুটপাট হচ্ছে যেখানে, সেখানে টাকা পাবে তো?

  • @md.alamin1336
    @md.alamin1336 Год назад +1

    Thanks Primeministrat Sheak Hasina

  • @souravavi4995
    @souravavi4995 11 месяцев назад

    Can self employed lawyers enroll into any of these schemes?

  • @sabbirhossain3492
    @sabbirhossain3492 Год назад +1

    Taka jeta joma korbo ota ki ferot pabo

  • @mdwhaid2008
    @mdwhaid2008 Год назад +1

    আচ্ছা আমি এক জন প্রবাসী হুম আমার কথা হলো আমি যে 10 বছরে 5000 হাজ করে জমা করবো সেই টাকা কবে পাবো শুধু পেনশন যে এত আঐঔধফ্রনট পাইবো এইটা বলতেছে কিন্তু আমি যে টাকা জমা করবো সেইটা কবে পাবো এইটা কি কারও মাথা ব্যথা নাই আরে ভাই আমরা বাঙারি আমার না বুঝেই লাফাইতেছি সব বুঝে সোনে করেন কারণ আমার জমা টাকার 10 বছরে 5 হাজার করে জমা রাখলে 10 বছরে আসবে 600000 লক্ষ টাকা এইটার সাথে দশ বছরে কত টাকা আমার মুনাফা বা শুধ কত পাইবে সেইটার কোনো খবর নাই শুধু 60 বছর পর এত এত এত এইসব জালিয়াতি আমার জমা টাকা কি বঙ্গ বল্টু দিবে 😛😛😛😛

  • @BappyBappy-m8k
    @BappyBappy-m8k 8 месяцев назад

    বাংলাদেশের মানুষের গড় আয়ু হিসাব করে এটা করা উচিত।

  • @mokhlesurrahman4370
    @mokhlesurrahman4370 Год назад +2

    এই পেনশন উঠাতে আবার ঘুষ লাগবে না তো?

  • @smsislam9219
    @smsislam9219 Год назад +1

    Public chodar nuton dhanda...??? Amra Jai oi taka r kono din ferot powa jabe na

  • @piyashkhan6595
    @piyashkhan6595 Год назад

    বিদেশী মুদ্রায় যদি পেইমেন্ট করে তাহলে উনি কি সরকারের দেয়া ওই ২.৫% কমিশন হিসেব করে দিবে?
    আরেকটা কথা ৪০ বৎসর পর তো টাকার মান একই থাকবেনা,

  • @mdabubakarsiddik704
    @mdabubakarsiddik704 Год назад +3

    60-10=50 করা হোক

  • @mdahsanhabib1748
    @mdahsanhabib1748 Год назад

    যার বয়স 50 বছর সে কি একাউন্ট খুলতে পারবে বা সর্বজনীন পেনশনের আওতায় আসতে পারবে যদি আসে তাহলে তাকে কত বছর চাঁদা দিতে হবে।

  • @mmmm5201
    @mmmm5201 Год назад +1

    কেউ যদি একসাথে 25 লক্ষ টাকা জমা দেয় তাহলে সে কি মাসে 1 লক্ষ 75 হাজার টাকা করে অর্থাৎ পরের মাস থেকে

  • @ferdousaddavlog348
    @ferdousaddavlog348 Год назад

    ৪২ বছর পর কি আসল টাকা ফেরত দিবে?

  • @mdalamin-t8p4r
    @mdalamin-t8p4r 5 месяцев назад

    আমার ৩৪ বছর বয়স আমি ২৪ বছর ১০০০ টাকা জমা দিলে মাসে কত টাকা পাব

  • @omarfaruk4844
    @omarfaruk4844 Год назад

    তাহ‌লে ৫০ বছর বয়‌সে শুরু করব য‌দি বে‌চে থা‌কি ইংশাআল্লাহ্

  • @parvesislam9118
    @parvesislam9118 Год назад +1

    Rubbish discussion. They don't talk about the future scenario. For example: The present value and the future value, inflation

  • @ashadulislam5533
    @ashadulislam5533 5 месяцев назад

    Amar cash tk koi....ota ki kknoi tulte parbo na

  • @md.belalhossain4215
    @md.belalhossain4215 Год назад +1

    Ashol joma deya takata kobe ferot pabe?

  • @mdhelaluddin741
    @mdhelaluddin741 Год назад +1

    আজীবন কি একই রকম পেনশন পাবেন না প্রতি বছর বাড়বে।