সর্বজনীন পেনশন এর অঙ্ক | আপনার কি আজকেই পেনশন কেনা উচিত? Universal Pension Scheme in Bangladesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 825

  • @iamkhalidfarhan
    @iamkhalidfarhan  Год назад +55

    এই ভিডিও টায় আমি বলেছি যে ২০৫৩ সালে ২৫ হাজার টাকা প্রতি মাস এ পেয়ে আদৌ কোন লাভ হবে নাকি - ইনফ্লেশন / টাকার মূল্যমান কমবে - এই কারণে কি পেনশন খারাপ?
    ভিডিও টা এখানেঃ facebook.com/watch/?v=322530486970310
    আগেই ধরে নিয়েন না যে খারাপ :p উপরের এই ভিডিও টা একটু দেখুন কষ্ট করে - তাহলে বুঝতে পারবেন পুরো ব্যপার টা।
    এবং অবশ্যই - আওয়ামী লিগ সাপোর্টার রা এটাকে মহান একটা স্কিম বলবে - বি এন পি সাপোর্টার রা বলবে পুরা উল্টা - আপনার উচিত হবে কারো কথা না শুনে নিজের পুরা অঙ্ক করে তারপর ডিসিশন নেয়া।

    • @nabab059
      @nabab059 Год назад +2

      60th age a jokn amr 27lakh tk hobe otato ami abr invest korte pari. And mase mase ja interest/profit hobe ta diye aro besi time cholte parbo 😎😎

    • @emonhossain3207
      @emonhossain3207 Год назад +4

      আপনি আগে পিনাকীয় ভট্টাচার্য এর বিডিও দেখেন তার পড় বলেন,

    • @saibakanda7426
      @saibakanda7426 Год назад +3

      ভাইয়া বর্তমানে যে হারে inflation হচ্ছে এখন থেকে প্রতিমাসে ২ হাজার টাকা করে দিলে ৩০ বছর পরে ২৫ হাজার টাকা যদিও আমাকে ফেরত দেয় তাহলে ঐ ২৫ হাজার টাকার মান বর্তমানের ২ হাজার টাকার সমান হউয়ার সম্ভাবনা থেকে যায় না?

    • @sajalhalder7190
      @sajalhalder7190 Год назад

      নমিনি সরকারি চাকরিজীবি হলে কি হবে???

    • @nirobahmed7079
      @nirobahmed7079 Год назад +2

      ধরেন আমি ৬০ বছর পর আমার কাছে ২৭লক্ষ টাকা আসলো আমি কিন্তু সেই টাকা ইনভেস্ট করে আরো বেনেফিট হতে পারবো। সাসর্বজনীন পেনশন টা আসলে পুরাই ফ্লপ কারন কেউ ৬০ বছর পর সুবিধা ভোগের আশায় প্রতি কষ্ট করাটা বোকামি।

  • @totalsolutionplus
    @totalsolutionplus Год назад +42

    ভাইয়া, অপরচুনিটি কস্ট এর সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি এই দুইটা বিষয় ও ক্যালকুলেশন এর মধ্যে থাকা দরকার ছিল। টাকার মান যে হারে কমছে এবং জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, সেই হিসাবে যখন থেকে গভমেন্ট টাকা দেওয়া শুরু করবে, ওই টাকার পরিমাণটা সেই সময়ের জন্য কতটুকু জাস্টিফাইড, সেটাই আসল চিন্তার বিষয়। Thanks Brother ❤️

    • @TubeMatemaster
      @TubeMatemaster Год назад +5

      এখন মুদ্রাস্ফীতি হচ্ছে বছরে ৯% আমাকে ৮/৯ দিলে কি লাভ হবে??

    • @gtasamod1000
      @gtasamod1000 Год назад +1

      Big fan vai

    • @asif_mojtoba
      @asif_mojtoba Год назад +6

      এখানে একটা জিনিস চিন্তা করতে হবে। আপনি প্রথম বছরে ২০০০ টাকা দিবেন, ১০ নাম্বার বছরেও সেই ২০০০ টাকাই দিবেন; আপনার দেয়া টাকার মানের ভ্যালুও কমবে। ২০ বছর পরে ২০০০ টাকাই দিবেন। সুতরাং ইনফ্ল্যাশন এখানে টু'ওয়ে কাজ করবে।

    • @totalsolutionplus
      @totalsolutionplus Год назад

      @@asif_mojtoba কিন্তু ভাইয়া গভমেন্ট আমাকে যেদিন থেকে টাকা দেওয়া শুরু করবে সেদিন 20 বছর আগের বা তার আশেপাশের যে 2000 টাকা, তার মূল্যমান, 20 বছর পরের ফেরত দেওয়া 2000 টাকার মূল্যমান কিন্তু এক হবে না। প্লাস এখানে ব্যাংক ইন্টারেস্ট রেট একটা বিরাট বড় ফ্যাক্টর। এটা যে কোন সময় কম বা বেশি হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ধরনের পেনশনের যোগান আমাদের ভ্যাট এবং ট্যাক্স এর টাকা থেকেই দেওয়ার কথা। এটার জন্য আলাদাভাবে টাকা কেন দিতে হবে? আবার এই টাকা তোলার সময় গভমেন্ট ডেফিনেটলি যেকোনো এমাউন্টের একটা ভ্যাট ধার্য করবে। যাইহোক আমার কন্সার্নস এইদিকে না, এগুলো মূলত অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী দেশের ক্ষেত্রে কাজে লাগে। আমাদের মত এই ভালো, এই খারাপ, নুন আনতে পান্তা ফুরায়... এরকম অর্থনীতিতে এই স্কিম শেষ পর্যন্ত স্ক্যাম হয়ে দেখা দেওয়ার সম্ভাবনাই বেশি। ধন্যবাদ।

    • @PeaceInsights
      @PeaceInsights Год назад

      @@TubeMatemaster aro beshi inflation hoi

  • @rajinhasnine4716
    @rajinhasnine4716 Год назад +62

    "Job security" is the main reason why our Govt offices are slow and inefficient as hell.

  • @wrivusensesmoney
    @wrivusensesmoney Год назад +15

    Trinomial podcast e already ei bepare shunechi 😁😁

  • @সত্যেরবানী-ষ৮ত

    ভাই কথাতো সবি বুঝলাম, উত্তুর দিবেন আশাকরি প্রশ্নের
    ১) ২০ বছর আগে স্বর্ণের ভরি ছিলো ৫ হাজার এখন ১০০০০০ লাখ 😂। কম্পাউন্ড হিসেবে প্রতি বছর টাকার ভ্যালু কমে। তাহলে ৩০ বছর পর ঠিক পঁচিশ হাজার টাকা ২০০০ হাজার টাকা হয়ে যাবে বরং আরো কমে যাবে।
    কারন আমাদের দেশে ২১, ২৫ % মান কমে টাকার,
    গত বছর স্বর্ণের ভরি আশি হাজার ছিলো এ বছর তা ১ লাখের উপরে
    তাহলে প্রতি বছর যদি মোট টাকার ২১ ভাগ ভ্যালু কমে তখন ৩০ বছর পর পচিশ হাজার টাকা পচিশ টাকা হয়ে যাবে 😅😅

    • @tasinjobayer30
      @tasinjobayer30 Год назад +2

      Bangladsh Ar Inflation Rate 7.70% Average

    • @yousufrahman9871
      @yousufrahman9871 Год назад +3

      ব্যাপারটা সিম্পল ,
      আপনি যদি টাকা ব্যাংকে শেয়ার মার্কেটে , অথবা অন্য যেকোনো জায়গায় রাখেন ইনফ্লেশন তো সেই জায়গায় ও একি রকম । আপনি যদি কোন ভাবে ৮০ প্লাস বছর বাঁচেন তাহলে পেনশন স্কিমে আপনার লাভ ই হবে কমপেয়ার টু অন্যান্য ইনভেস্ট অপশনস ।
      ( দোয়া করি আপনি ৮০+ বাচেন 🥰)

    • @moonjaman1466
      @moonjaman1466 Год назад

      ​@@tasinjobayer30 অ্যাভারেজ ৭% কখনোই থাকবে না।

    • @baal-jano
      @baal-jano Год назад

      Beshu bacha, ekta bordoa.

    • @ryanchowdhry
      @ryanchowdhry Год назад

      R8 bro

  • @rifathosssain
    @rifathosssain Год назад +21

    ভাইয়া আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা তাতে কোন সময় কি হয় বলা কঠিন। আর সরকার যদি পরিবর্তন হয়, তাহলে বলাই বাহুল্য যে সবকিছুই পরিবর্তন হয়ে যাবে। তাই এইসবে ইনভেস্টে করার আগে দুইবার ভাবা উচিত।

    • @SagasAndShadows
      @SagasAndShadows Год назад +5

      Sorkar change hole... Aitah ki vabe change hobe setai mathay dhukena .. sorkar change hole ki sorkari bank off hoye jabe.. jara sorkari job kore tara ki change hoye jabe.. police er jai rules gulo ace oi gula jai sorkar ai asuk na kno.. oi gula change hobena ...

    • @FrogGameChallenge
      @FrogGameChallenge Год назад +1

      ​@@SagasAndShadows
      ঠিক বলেছেন।

    • @BeActi
      @BeActi 6 месяцев назад

      ​@@SagasAndShadowsআর যদি এই টাকা সরকার মেরে দেয় সরকার পরিবর্তন হওয়ার আগে তখন কি নতুন সরকার কি এই টাকা দিবে। এত কিছু বুঝার লাভ নাই বর্তমানে লাভ কার হবে? এই টাকা থাকবে না একদিন মনে রেখো।

  • @fantasymarketer
    @fantasymarketer Год назад +12

    একটা বিষয় ক্লিয়ার না, যার বয়স ১৮ বছর সে যদি এই অফার এ নিবন্ধন করে এবং ৫-৬ বছর পর তার যদি সরকারি চাকরি হয় তখন কি হবে? তবে অফারটা ইন্টারেস্টিং এত সহজে কেউ বোঝাতে পারে নাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমার মনে হয় টাকা উঠাতে গেলে সমস্যা হবে অবশ্যই কারণ যে দেশের সরকারি প্রত্যেকটা দফতরের দেয়ালেও টাকা খায় সেই দেশে সবই সম্ভব।

    • @amaderbiddalay3981
      @amaderbiddalay3981 6 месяцев назад

      ekhane na bujar kisui nai. Police a dhuke 18 bosor boyose. tara korbe. apni ami korte jabo keno

  • @shamiatamimnivriti2401
    @shamiatamimnivriti2401 Год назад +1

    এতো সুন্দর এক্সপ্লেনেশন অনয় কোনো ভিডিওতে, পাইনাই, ধন্যবাদ, খালিদ ফারহান ভাইয়া

  • @MuhammadIshfakAzamChowdhury
    @MuhammadIshfakAzamChowdhury Год назад +4

    ভাইয়া, ২৭ লক্ষ টাকা যদি ৬০ বছর পরে যদি সঞ্চয় পত্র করে রাখি আর যদি ১০% লাভ পাই , তাহলে ৫ বছর অন্তর ২৭০০০ টাকা করে লাভ পাবো আবার ২৭ লক্ষ টাকাও অক্ষত থাকবে। আর পেনশনে ইনফ্ল্যাশন যোগ করা হয় নাই। এইটা নিয়ে আরেকটা ভিডিও চাই ।

  • @TasniaRifah
    @TasniaRifah Год назад +1

    17:22 ১০ বছরের বেশি সময় ধরে বা ১১ বছর চাঁদা দেয়ার পরে আমার নমিনি যদি আমার পেনশন ঢালু রাখে এবং চাদা দিতে থাকে এবং অন্যদিকে তার নিজের পেনশনের চাঁদাও সে দিতে থাকে তাহলে কি সে দুইজনের পেনশন একসাথে ৫০ হাজার টাকা করে তুলতে পারবে?
    10:07 দ্বিতীয়ত এই ৬২ বছর ৭ মাস থেকে যে আমি লাভ পাবো এই টাকাটা সুরকার কোথাথেকে পাবে? এটা কি হালাল হবে?
    তৃতীয়ত হচ্ছে ৩০ বছর চাঁদা দেওয়ায় পর ৩০ বছর পরে ৬০ বছর ১ মাসে আমি যে ২৫ হাজার টাকা পাবো সেটার মূল্য কিভাবে ধারণ করা হবে? কারণ ৩০ বছর পর আজকের দিনের ২৫ হাজার টাকার মূল্য যদি ৫ হাজার টাকায় দারায় তাহলেতো পুরোটাই লস প্রজেক্ট।
    ধন্যবাদ এই অসাধারণ ভিডিওটির জন্য

  • @dekorans
    @dekorans Год назад +6

    সর্বজনীন পেনশন সম্পর্কে খন্ড খন্ড ভাবে অনেক জায়গায় শুনেছি, কিন্তু আজ ফারহান ভাইয়া আপনার একটি ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে পুরো বিষয়টি গুছিয়ে বলার জন্য। আমারও তাই মনে হয় সর্বজনীন পেনশন একটি বিগ ডিল হতে পারে। ❤

  • @shantanubiswas7777
    @shantanubiswas7777 Год назад

    Ami prothom 500 joner moddhe akjon pension registration holder.
    Feeling proud ❤❤
    😊❤❤

  • @bappy8958
    @bappy8958 Год назад +14

    Khalid bhai, thanks for your excellent description as usual. Pls adjust in 2 places in your appox. calculation:
    1. If someone lives till 60 years, he or his family has the right of min. 15 years of pension...till 75 if he dies...keeps going if he 75+
    2. The oportunity cost will be lot less than 9 years as the primium/chada is not giving at a time, so the compound intetest will be lot less.
    Thank you

  • @officialxrbeatz
    @officialxrbeatz 6 месяцев назад

    সুন্দর করে বুঝিয়েছেন ধন্যবাদ ❤।

  • @marufhussain631
    @marufhussain631 Год назад +1

    চমৎকার এক্সপ্লেইনেশন, ভাই। তবে হিসেবের প্যাঁচটি হলো- ৮% ইন্টারেস্টে ৭,২০,০০০ টাকা ক্যাপিটেল বিনিয়োগের যে হিসাব দিলেন, এই স্কিমে কিন্তু তেমনটি হচ্ছে না। বরং ৩৬০ মাস জুড়ে ধাপে ধাপে এই টাকাটা ইনভেস্ট করছেন। তাই অন্য সব ইনভেস্টমেন্টের সাথে এই আসপেক্ট এ এই স্কিম কমপেয়ারেবল না।

  • @nabilsamad01
    @nabilsamad01 Год назад +9

    🎯 Key Takeaways for quick navigation:
    00:58 🌍 International context of the topic discussed.
    08:59 💰 Financial aspects being mentioned.
    16:59 🔁 Repetition of certain foreign terms.
    Made with HARPA AI

    • @Chinmoy-Saha
      @Chinmoy-Saha Год назад

      How do you do this with Ai??

    • @mythacker4365
      @mythacker4365 Год назад

      @@Chinmoy-Saha yes there is an chrome extension for that but it will not be helpful for bangla video as the AI can not understand that

  • @omorfaruk4620
    @omorfaruk4620 Год назад

    সবসময় ভাইয়ার ভিডিও আসার অপেক্ষা করি।🥰
    ভাইয়া একটা বিষয় যত সহজে এবং ইন্টারেস্টিং ভাবে উপস্থাপন করে সেটা কোনো নিউজ বা অন্য কোথাও পাইনা।❤️
    বলতে গেলে ভাইয়ার সব ভিডিও দেখা কিন্তু কখনো কমেন্ট করা হয়না। এটাই প্রথম কমেন্ট। ভাইয়ার চোখে পড়লে একটা রিপ্লাই আশা করছি। রিপ্লাই পেলে অনেক ভালো লাগবে। ❤️

  • @mahidhasan2736
    @mahidhasan2736 Год назад +7

    "পেনশনে থাকাকালীন ৭৫ (পচাঁত্তর) বৎসর পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করিলে পেনশনারের নমিনি অবশিষ্ট সময়কালের (মূল পেনশনারের বয়স ৭৫ (পঁচাত্তর) বৎসর পর্যন্ত) জন্য মাসিক পেনশন প্রাপ্ত হইবেন" ভাই ভিডিওতে এই পয়েন্ট এর ব্যাপারে কিছু বলা হইল না 🙃

  • @myaus24
    @myaus24 Год назад

    Probasahi pension feature ta khubi bhalo laglo. Australia te porte asha shikkhartirao chaile nijeder pension start korte parbe. Thanks so much.

  • @srralif1336
    @srralif1336 Год назад +2

    Thank You Brother for the work!
    Keep it up!!

  • @Nahid699
    @Nahid699 Год назад +47

    বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা উচিত আমার কাছে মনে,,, আপনারা কোনো কথা বললে সেটা যুক্তি দিয়ে বলবেন,,, আকাশে ঢিল ছুড়ার মতো না 😇

    • @hussainelt130
      @hussainelt130 Год назад

      ​@@Beautiful69845 ভাই ফেয়ার ইলেকশানে আওয়ামীলীগ জিতবে না।বাংলাদেশের সাধারন মানুষের কাছে ডেভেলপমেন্ট কিছু না।বাজারের ইতিহাসে জীবনেও কেউ এত দাম দিয়ে কাঁচা তরকারি খায় নাই।বেশিরভাগ মানুষ আওয়ামী লীগের উপর ক্ষেপা।একটু রাস্তাঘাটে ওপেনে পলিটিক্স নিয়ে কথা বললেই টের পাবেন।আপনারা তো ভয়েই কথা বলেন না।

    • @sajjadhossain6327
      @sajjadhossain6327 Год назад

      ​@@Beautiful69845😂😂😂😂

    • @seospecialist77
      @seospecialist77 Год назад +1

      Hm. Ekta kahini sunen,
      Amar vai k barir dayitto dea hoicilo. Se 2 yr a barite kono poriborton ante pare nai.
      Tarpor ami dayitto niye paser elaka theke chora Sudh a tk rin nilam 1koti r barite onek poriborton korlam.
      Tobe er modde 50lak ami nijer nam a Bank a rekhe dici. Barir keu jane na.
      Mojar bepar holo amr dayitto ses hole j dayitto nibe rin gula tar e sodh korte hbe.
      😂😂😂

    • @shompaahmed2277
      @shompaahmed2277 Год назад

      ​@@seospecialist77১০০% সসত্য

  • @nooretasnimislam760
    @nooretasnimislam760 Год назад +20

    How to go from Bangladesh to Ireland at the lowest cost or with a scholarship, it would be great if you could give a video about it for Masters students.

  • @md.parvejhashan
    @md.parvejhashan Год назад +1

    🎉আমি জানি সোনার বাংলা আর নেই😢
    ❤❤এখন সব জয়-বাংলা হইছে।❤❤
    ভাই আপনি সব সময় ভালোভাবে বুঝান❤ ধন্যাবাদ❤❤।

    • @AGo4256
      @AGo4256 Год назад

      Jamat-er moto 'Joy Bangla' niye fun kora bondho koren. 'Joy Bangla' kono political word na, eta amader mohan muktijuddher slogan.

  • @thebonkersofficial
    @thebonkersofficial Год назад +3

    সর্বজনীন পেনশনে আমি ১১ বছর চাঁদা দেয়ার পরে যদি মারা যাই তাহলে আমার নমিনি আমার চাঁদা কন্টিনিউ করে পরবর্তীতে সেই পেনশন গ্রহণ করতে পারবে। কিন্তু আমার নমিনি যদি চাঁদা কন্টিনিউ করতে না চায় বা সক্ষমতা না থাকে তাহলে কি হবে?
    আর এখন যারা চাঁদা দিচ্ছে বা দিবে তারা তো কমপক্ষে আরও ১০ বছর পরে এই পেনশন ভোগ করতে পারবে। তখন বর্তমান সরকার ক্ষমতায় থাকতেও পারে, না-ও পারে।
    যদি জনগণের এই প্রদানকৃত টাকা বর্তমান সরকার ব্যবহার করে ফেলে এবং যদি ক্ষমতায় না থাকে তখন কি হবে?
    পরবর্তী সরকার যদি এই সর্বজনীন পেনশন স্কিম অস্বীকার করে তখন কি হবে?

    • @block4671
      @block4671 Год назад +1

      যথার্থ ব্যাখ্যা।

  • @tasinjobayer30
    @tasinjobayer30 Год назад +6

    Watching Trinomial podcast,Now I Am Feeling That The topic of Sadman Sadique,Khalid Farhan,Enayet Chowdhurys video is already known

  • @pardiprahul.547
    @pardiprahul.547 Год назад +1

    এই বিষয় টা খুব ভালো লাকছে ভাইয়া। তবে ভবিষ্যতের কথা বলা যার না ভয় লাকছে।

    • @raziasultana3504
      @raziasultana3504 5 месяцев назад

      রাইট। পুরা ব্যাপারটা খুব ভালো একটা উদ্যোগ। সব কাজেই রিস্ক আছে কিন্তু প্রব্লেম একটাই সরকারি কাজে সধারন মানুষ প্রচুর হ্যাসেল এ পরে।

  • @yeasirarafatpeam
    @yeasirarafatpeam Год назад

    19:00 জ্বী ভাই, আমিও মনে করি এটাই একমাত্র প্রবলেম। এটা বাংলাদেশের জাতীয় প্রবলেম।

  • @rakibulislamhridoy3415
    @rakibulislamhridoy3415 Год назад

    Opportunity cost ta bojhanor jonne dhonnobad ❤️

  • @shurovitealover
    @shurovitealover Год назад +2

    সাবলীল ভাষ্য
    দেবার জন্য ধন্যবাদ ভাইয়া👍👍

  • @shahariarnahid007
    @shahariarnahid007 Год назад +8

    বাংলাদেশের বর্তমান মেইন সমস্যা হল বেকারত্ব বা কর্মসংস্থান এর অভাব, আর এইটা নিয়ে কথা না বলে সরকার চালু করল পেনশন ।

    • @hasanrintu
      @hasanrintu Год назад +2

      এই টাকা সরকার নিয়ে আরো কর্মসংস্থান সৃষ্টি করবে। সেখানে অনেক বেকার চাকরি পাবে। 😊

  • @forhadsarkar4003
    @forhadsarkar4003 9 месяцев назад

    সব মিলিয়ে আলোচনা বেশ চমৎকার🌹আপনাকে ধন্যবাদ🌹

  • @FahimMahmud-j9v
    @FahimMahmud-j9v Год назад

    Finally akta perfect video pailam pension er jonno... Thanks vhaia

  • @rhrabby545
    @rhrabby545 Год назад +4

    ভাই, এই সাতাশ লাখ টাকা পাইলে ৬০ বছর বয়সে,ঔ ২৭লাখ টাকা থেকে ৮% ইন্টারেস্ট ধরলে প্রতি মাসে আবার ১৮ হাজার টাকা পাবো মাসে,,আমার আসল টাকা তো রইলোই😅😂😂😊😊

  • @Nusab33
    @Nusab33 Год назад +1

    One request, I've been watching your videos for a long time.
    So, the videos with background music makes it a bit tough to completely focus on what you're saying.
    Also adding a bg music is a bit of hustle for the editor. It'd be really helpful if you tell your editor not to add any bg music.
    Cuz, We're gonna watch your videos either way. But if we can focus more on your talks, then that'd be perfect.
    As always, best wishes for ya. :D

  • @Stew2024
    @Stew2024 Год назад +2

    Finally someone explained it easily

  • @refaulhossainpalash4548
    @refaulhossainpalash4548 Год назад

    Best in details explanation of pension scheme. Thanks

  • @rasmohonshil9108
    @rasmohonshil9108 8 месяцев назад

    অনেক সহজ ভাবে বুঝিয়েছেন! ধন্যবাদ

  • @lifeofmahfuj
    @lifeofmahfuj Год назад +31

    সামনে ভোট, জনগণকে আরও একবার বোকা বানানোর ফাঁদ😊

    • @SAMADAZAD-i6j
      @SAMADAZAD-i6j Год назад

      আপনেরা সারাজীবন বোকাচো : থাকবেন এটা গতবছর পাস হইছে চালু করতে সময় লাগবে 👍

    • @anik50364
      @anik50364 Год назад

      আপনি এমনিতেই বোকা

  • @e.ksabbir3064
    @e.ksabbir3064 Год назад

    ধন্যবাদ আপনার মাধ্যমে অনেক কিছু শিখতে পারতেছি❤

  • @schoolofart8308
    @schoolofart8308 Год назад +48

    আপনি বাঁচেন আর না বাঁচেন ১৫ বছর নিশ্চিত পেনশন পাবেন, এটা মিস করেছেন । এটা ব্যাখ্যা করা উচিত ।

    • @syedrabnurislamrayin8112
      @syedrabnurislamrayin8112 Год назад

      বুঝলাম না, ক্লিয়ার করেন

    • @kawsarahmedshakil8999
      @kawsarahmedshakil8999 Год назад +3

      এটা নমিনির জন্য মুল মালিক মারা যাওয়ার পর সে ১৫ বছর পাবে

    • @syedrabnurislamrayin8112
      @syedrabnurislamrayin8112 Год назад

      @@kawsarahmedshakil8999 এটা ঠিক আছে, উনি আসলে মেইন গ্রাহকের লাভ/লোকসান, সুবিধা/অসুবিধা নিয়ে আলোচনা করলো...
      তবে এটা আসলে উল্লেখ করার দরকার ছিলো।

    • @moinulhasan8206
      @moinulhasan8206 Год назад +1

      its for nominee

    • @zerokill1583
      @zerokill1583 Год назад

      না বাঁচলে কাকে দিবে ভাই??

  • @mithunbiswas3987
    @mithunbiswas3987 Год назад +1

    একটি বিষয় আপনি উল্লেখ করতে ভুলে গেছেন যে, পেনশনে থাকাকালীন ৭৫ (পচাঁত্তর) বৎসর পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করিলে পেনশনারের নমিনি অবশিষ্ট সময়কালের (মূল পেনশনারের বয়স ৭৫ (পঁচাত্তর) বৎসর পর্যন্ত) জন্য মাসিক পেনশন প্রাপ্ত হইবেন;

  • @titumirsaheb
    @titumirsaheb Год назад

    আপনার ভয়েস টা সুন্দর এবং গুছিয়ে কথা বলেন।
    তথ্যবহুল কথাবার্তা বলেন যা অনেক ভালো লাগে।

  • @Aurthohin-u2g
    @Aurthohin-u2g Год назад +3

    এই বিষয়ে পিনাকী ভট্টাচার্য তার ভিডিওতে বিস্তারিত বলেছেন

  • @surujmohammad6368
    @surujmohammad6368 Год назад +4

    আরেকটা ব্যাপার আছে, সেইটা হলো সার্বজনীন পেনশন যদি আমি করি; এবং ৬০ শেষে ৬২ তেই মারা যাই তাহলে আমার পেনশন করায় কোন বেনিফিট নাই আমারটাই আমি খেয়ে গেলাম আবার যদি আমি ৬০য়েই মারা যাই তবে আমার নমিনি শুধু ৭ লাখ সামথিং ঐটা পাবে।
    অপরদিকে সঞ্চয়পত্র কিনলে কিন্তু আমার নমিনি পুরো ২৭ লাখ টাকাই পাবে।
    সেদিক দিয়ে যদি হিসেবে করি তবে সার্বজনীন পেনশন থেকে সঞ্চয়পত্র ভালো।

    • @avijitbasumallick3625
      @avijitbasumallick3625 9 месяцев назад

      মৃত্যুর পর আপনার বয়স ৭৫ বছর হওয়া অব্দি আপনার নমিনি টাকা পাবে।

  • @mursalinhossain4160
    @mursalinhossain4160 Год назад +12

    আল্লাহর রিজিকের উপর ভরসা রাখুন এসব ঝামেলা হতে দূরে থাকুন ❤️ আর খালেদ ভাই আপনি মূল্যস্ফীতির কথা বললেন না কেন ??

    • @SonatonKothabd
      @SonatonKothabd Год назад +3

      pore dekha jabe 10 bochor por jokhon manus pacche tokhon apni serialk e sobar age

    • @mursalinhossain4160
      @mursalinhossain4160 Год назад

      @@SonatonKothabd সবাইকে নিজের মত বোকারাই ভাবে

  • @arif9132
    @arif9132 Год назад +2

    ভাই ONPASSIVE নিয়ে ভিডিও দেন।

  • @RakibulHasan-q4s
    @RakibulHasan-q4s Год назад

    আমি অল্প অল্প করে জমির কিনে রাখবো। আমার বাবা 20 বছর আগে জমি কিনেছেন, এখন সে গুলো 20, 25 গুণ বেড়েছে, আমার অভিজ্ঞতায় বলছি, জমি কিনে রাখা ভালো।

  • @thehoneyboy6842
    @thehoneyboy6842 8 месяцев назад

    সঠিক কথা জানতে পেরে ভালো লাগলো,,,?

  • @MehediData
    @MehediData 8 месяцев назад

    খালিদ ভাই,
    কিছু বিষয় জানিয়ে রাখি, ১৮ বছরের নিচে ও ৫০ বছরের উপরে কেউ চাইলে পেনশন স্কিমে আসতে পারবে। আপনি আপনার ছেলে মেয়ের জন্য সুরক্ষাতে স্কিম চালু করতে পারবেন, ও যাদের বয়স ৫০ এর বেশি তবে বিশেষ বিবেচনায় তাকে টানা ১০ বছর চাঁদা প্রদান করার পর পেনশন পাবে।
    নমীনির বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার, নমিনী পেনশনারের ৭৫ বছর পর্যন্ত টাকা পাবে মাসিক, যদি পেনশনার টাকা পেনশন প্রাপ্ত অবস্থায় মারা যায়, অথবা তার আগে হলে টাকা তুলে নিবে ডকুমেন্টস দিয়ে আবেদন করে।

  • @tanvirsiddikinabil3657
    @tanvirsiddikinabil3657 Год назад +2

    ভাইয়া ভিডিও এডিট দারুন! কোন সফটওয়্যার ইউজ করেন?

  • @aviksarkar8673
    @aviksarkar8673 Год назад +1

    ভাইয়া সবটাই শুনলাম ...
    সেদিন আমরা কলিগ রা হিসেব করছিলাম ইনফ্লেশন নিয়ে।
    ৯% হিসেবে ইনফ্লেশন ধরে একটা এমাউন্ট এর টাকার মূল্য হিসেবে যেটা পেয়েছিলাম সেই এমাউন্টের বিপরীতে সরকার প্রফিটসহ যেটা আমাদের কে দেবে সেটা অনেকটাই কম।
    এটা আপনার এই আলোচনাতে পেলাম না। আমাদের কাছে ইনফ্লিলেশন টা ভ্যালিড পয়েন্ট মনে হয়েছে।
    (এডিটেড)
    গ্যাজেটে আছে ইনলেক্ট্রনিক মাধ্যমে পেনশনের অর্থ পেনশনার এর কাছে পৌছে দেয়া হবে। এবং সেজন্য প্রয়োজনীয় কাঠামো তৈরির ব্যাপারেরো বলা হয়েছে।
    ধারা - ২১ঃ সর্বজনীন পেনশন বিতরন পরিকাঠামো।

  • @Itz_julesa
    @Itz_julesa Год назад +9

    Have you calculated the effect of compound interest after 60 years? If you count that, the money will run a lot longer than 9 years. BD government offers some other risk-free schemes as well for example the wage-earners bond scheme where the interest rate is over 12%

  • @fahimahmed4514
    @fahimahmed4514 Год назад

    কয়েকটা বিষয় ক্লিয়ার করেন প্লিজ:
    ১। পেনশনার যদি ৬০ বছরের আগেই মারা যান, পরে নমিনি যদি পেনশন কন্টিনিউ করে, তাহলে কত বছর পর্যন্ত নমিনি পেনশন নিতে পারবে? পেনশনার এর ৭৫ বছর পর্যন্ত?
    তাহলে তো পেনশনারের ৬৯ বছর এর বেশি সময়, নমিনি পেনশন পাচ্ছে?
    ২। কারো ১৮ বছর বয়স। এখন সে পেনশন চাদা দিল।
    তার গ্রাজুয়েশন এর পর যদি সরকারী চাকুরী হয়ে যায় তাহলে সেটার পলিসি কি হবে??

  • @mohammdali5959
    @mohammdali5959 Год назад

    আমার বিশ্বাস ১০ থেকে ১৫ বছর পরে আমাদের ডেমোক্রেসি আরো ভালো হবে । ডিজিটাল ব্যাংকিং আসতাছে আমার মনে হয় পেনশনের সিস্টেম আরো সহজ হবে।

  • @murtazaali2337
    @murtazaali2337 6 месяцев назад

    ধন্যবাদ ভাই, দারুণ বাঁচা বাঁচছি! একটু আগেই করতে চাইলাম পেমেন্ট জটিলতার জন্য হয়নি! 🥴

  • @SouravAdhikaryJoy
    @SouravAdhikaryJoy Год назад

    খালিদ ভাই,
    আমার একটা ছোট একটা অবজারভেশনে আছে। প্রতিমাসে ২ হাজার করে ৮% মুনাফাতে, ৬০ বছর বয়স ২৭ লাখ টাকা জমা হলো।
    এখন, এই ২৭ লাখ যদি আপনি সঞ্জয়পত্র করেন করতেন ১০% মুনাফায়, তাহলে প্রতিমাসে ২৭ হাজার টাকা পাবেন আজীবন এবং আপনার ২৭ লাখ টাকাও ব্যাংকে থেকে যাচ্ছে।
    এই পয়েন্টটা আপনি মিস করে গেছেন।

  • @jihadrahman6208
    @jihadrahman6208 Год назад

    Wonderful video , Good quality, good content & love you Khalid Farhan Vaiya ❤️❤️❤️

  • @momtazbegum5813
    @momtazbegum5813 Год назад

    আপনার আলোচনা খুব ই সুন্দর, তবে বাংলাদেশের জন্য এটা......

  • @masrafemunim4851
    @masrafemunim4851 Год назад +35

    যদি ১০ বছর পরে নতুন কোনো সরকার এসে এই সার্বজনীন পেনশন বন্ধ ঘোষণা করে তখন কি হবে?

    • @moinul2006
      @moinul2006 Год назад

      ওই সরকারকেই টাকা দিতে হবে, অবৈধ সরকার টাকা লুটের জন্য এটা করছে আর ৪২ বছর পরের সরকারকে ঝামেলায় ফেলবে!

    • @salmansagor5182
      @salmansagor5182 Год назад +24

      এটা বন্ধ করা সম্ভব না.... যে সরকার আসবে সেই এটা পরিচালনা করবে কারণ এটা গ্যাজেট ভাবে প্রকাশ করা হয়েছে ।
      সরকার পরিবর্তন হলেও সরকারি ব্যাংক যেভাবে সচল থাকে একইভাবে কাজ করবে বিষয়টা ।

    • @sajjadhossensumon519
      @sajjadhossensumon519 Год назад

      ​@@salmansagor5182সংসদের মাধ্যমে অন্য সরকার এটা বাতিল করতে পারবে না বলছেন??

    • @ets-2live576
      @ets-2live576 Год назад +8

      সরকার এর সাথে পেনশন স্কীম সম্পর্কিত নয়। যতদিন ব্যাংক ব্যাবস্থা ঠিক থাকবে, ততদিন এই জিনিসটা active থাকবে।

    • @Nomadic2.0
      @Nomadic2.0 Год назад

      @@salmansagor5182 সব সম্ভবের দেশে বাংলাদেশ ! আর এগুলো কোন কোরআন , বাইবেল না যে ! অন্য সরকার বন্ধ করে দিতে পারবে না ।

  • @techflyr
    @techflyr Год назад

    Ei video er opekkhay cilam..thank you

  • @MDISMAILHOSSAIN-i9d
    @MDISMAILHOSSAIN-i9d Год назад +1

    প্রবাস স্কিমে দেখলাম বিদেশী ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হচ্ছে এবং ডলার এর রেট 80(আশি) টাকা করে কাটলো, এতে লাভের থেকে লোকসান ই বেশি হইতাছে বলে মনেহয়।

  • @chanmiakhoka9450
    @chanmiakhoka9450 Год назад +1

    বর্তমান সময়ে ৬৯ এর থেকে বেশি সময় অর্থাৎ ৭০ বা তার বেশি সময় বেঁচে থাকা মানুষের সংখ্যা খুব কম!

  • @bishnudas334
    @bishnudas334 Год назад +1

    খালিদ ভাই আপনার যুক্তিগুলো খুব ভালো লাগে। তবে একটু আস্তে কথা বললে ভালো হয়। আপনার কথার স্পিড খুব বেশি। ধন্যবাদ ভাই।

  • @s80alam
    @s80alam Год назад +1

    Inflation কারনে ২৫০০০ টাকা দিয়ে ৩০ বছর পর ২৫টা টুট টুটও হবে না। ৩০ বছর থেকে বতর্মানে ২৪ গুন সোনার দাম, ২২ গুন গরুর দাম, ১৫ গুন চাউলের দাম বেড়েছে। ৩০ বছর পরে ২৫০০০ টাকার দাম সর্বোচ্চ ১০০০-১৫০০ টাকা আশা করা যায়। ফিয়াট তেজপাতায় আস্থা রাখা কতটা যুক্তিপূর্ণ।

  • @Araf3446
    @Araf3446 Год назад +4

    Bro your voice is so good 😊

  • @md.tanvirahmed2642
    @md.tanvirahmed2642 6 месяцев назад

    ধন্যবাদ, খালিদ ফারহান ভাইয়া

  • @kamrulhudasattarisaad46
    @kamrulhudasattarisaad46 Год назад +1

    আজকের ভিডিও টা শেষ করতে পারলাম না, কারণ একটা যুক্তি আমি মানতে পারিনাই!
    ' যত বড়ই ক্রাইম করুক না কেন, সরকারি চাকরি যায় না ' - এটা আমি মানতে পারিনাই!
    কমেন্ট বক্স ওপেন জায়গা, আমার লাইফ এর কাহিনী কাউকে বলে বিরক্ত করার ইচ্ছা নাই! আপনাকে পার্সোনালি মেসেজ করতে চেয়েছিলাম, কিন্তু উপায় জানা নেই!

  • @eshaqurrahman9729
    @eshaqurrahman9729 Год назад +1

    ধন্যবাদ ভাইয়া বিষয়টা ক্লিয়ার করার জন্য।

  • @rokunuzzamanrocky7714
    @rokunuzzamanrocky7714 Год назад

    আরেকটা ব্যাপার!
    ২০২৩ এ মাসিক ২৫০০০/- টাকা অনেক মনে হতে পারে।
    কিন্তু আজ থেকে ৩০বছর পর ২৫০০০/- টাকায় হয়তো বা ১সপ্তাহ ও সারভাইভ করা যাবে না।
    ৩০বছর আপাতত বাদ দিলাম। ২০২০ এর সাথে ২০২৩ এর মুদ্রাস্ফীতি তুলনা করলেই আশা করি এই স্কিম সবাইকে আশাহত করবে।

  • @ONPASSIVAI
    @ONPASSIVAI Год назад +2

    Nice Video 😀😍😄

  • @prosatno88
    @prosatno88 Год назад

    ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে বোঝাবেন জন্য

  • @MyTechBangla-MTB
    @MyTechBangla-MTB Год назад

    ‌জোস বু‌ঝি‌য়ে‌ছেন ভাইয়া❤❤❤

  • @HMSharif
    @HMSharif Год назад

    ভাইয়া কিছু প্রশ্ন ছিলঃ যেগুলোর উত্তর কোথাও খুজে পাচ্ছি না। আপনি ছাড়া অন্য কারো কাছ থেকে সহজে বুঝতে পারব বলে ও মনে হচ্ছে।
    ১। সর্বজনিন পেনশনটা দেশের জন্য কতটা উপকারী? ব্যাক্তিগত ভাবে ধরলাম অনেক উপকারী।
    ২। কেউ যদি ৬১ বছর বয়সে মারা যায় তাহলে তার তো লস হবে তাই না? নাকি নমিনি কোন টাকা পাবে?
    ৩। আমি যদি ১০ বছর এর বেশি সময় বেচে থাকি, তারপর তো নমিনি ইচ্ছা করলে পেনশন কন্টিনিউ করতে পারবে। আচ্ছা ধরলাম, নমিনি কন্টিনিউ করল, সে কি আমার বয়স হিসেবে ৬০ পর্যন্ত কন্টিনিউ করবে? নাকি তার নিজের বয়সের অনুযায়ী ৬০ বছর কন্টিনিউ করবে? (যেহেতু নমিনির আর আমার বয়স সেম না ও হতে পারে)
    ৪। মূল্যস্ফীতি যদি অনেক বেড়ে যায় তাহলে এই পেনশনকে আপনি কেমন দেখেন?

  • @RKBLearningPointbd
    @RKBLearningPointbd Год назад +2

    ভালোবাসা অবিরাম ❤️❤️

  • @rakibhossainhridoy8211
    @rakibhossainhridoy8211 Год назад +2

    আমার প্রশ্ন হলো?
    External investment এ আমাকে তো প্রতি মাসে ২৫ হাজার দিচ্ছে তাহলে আমার ২৭ লাখ টাকা ৬০-৬৯ এই ৯ বছরে যে প্রফিট করবে সেটা দিয়ে আমি কতদিন চলতে পারবো সেটা হিসাবে বাদ গেছে @Khalid Farhan Vai.

  • @Tahseen_jahan
    @Tahseen_jahan Год назад

    Best chilo 🔥 enayat video chilo chorom kechal 🥴

  • @starchannel5843
    @starchannel5843 Год назад

    অনৈক ধন্যবাদ ভাই । অনেক কিছু বুঝালেন । কিন্ত আরও একটু বললে ভাল হতো এই টাকা কি সুদ হবে???

  • @oi244
    @oi244 Год назад

    প্রতি মাসে ৩-৫ হাজার টাকার doge coin+shiba inu & Matic coin buy করলে বেস্ট হবে, কারণ আগামী ৩০ বছরে তা হাজার গুন প্রফিট পাওয়া সম্ভব 😊

  • @shakawathossain509
    @shakawathossain509 Год назад +2

    খালিদ ভাইয়ের ভিডিও গুলো অনেক তথ্যবহুল ❤️❤️

  • @Somethinghavetodo
    @Somethinghavetodo Год назад

    Request for a video
    About Oracle
    What's the Company does?
    What's their Business model?

  • @MehediHasan-vb1xh
    @MehediHasan-vb1xh Год назад

    আমি ভুলেও এটা করার চেষ্টা করবোনা। 🤗

  • @abmsohel
    @abmsohel Год назад +2

    ❤❤❤ আমি আপনাকে বলতে চাই এই পেনশনের টাকা তুলতে মানুষকে কত কষ্ট যে করতে হবে বাংলাদেশের ইতিহাস তাই বলে❤❤❤

    • @salmansagor5182
      @salmansagor5182 Год назад +2

      আমি যতটা জানতে পেরেছি এটা অটোমেটিক প্রসেসে টাকা একাউন্টে ঢুকবে কারো কাছে যেতে হবে না ।

    • @najmussakib4481
      @najmussakib4481 Год назад

      ​@@salmansagor5182Tumi beshi bojho😂😂😂

    • @salmansagor5182
      @salmansagor5182 Год назад

      @@najmussakib4481 যেটা সত্য সেটাই বলেছি এটা বিরোধিতার বিষয় না ।। সরকার পরিবর্তন হওয়া অস্বাভাবিক না ।

  • @taleb-1-9-9-7
    @taleb-1-9-9-7 Год назад

    দুঃখিত! তবে আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য স্কিপ করেছেন বলে আমার মনে হচ্ছে৷ যেমন:
    * পেনশনারগণ আজীবন পেনশন ভোগ করবেন৷ তবে তিনি যদি ৭৫ বছরের পূর্বে মারা যান, তাহলে তার হয়ে নমিনি পেনশনারের বয়স ৭৫ হওয়া পর্যন্ত পেনশন পাবেন৷
    * পঞ্চাশোর্ধ ব্যক্তিগণও চাইলে যেকোনো স্কিমে অংশগ্রহণ করতে পারবেন৷ তবে সেক্ষেত্রে তাকে কমপক্ষে ১০ বছর প্রিমিয়াম/চাঁদা দিয়ে যেতে হবে৷
    * পেনশনার ১০ বছর পূর্বেই মারা গেলে নমিনি উক্ত পেনশনারের জমাকৃত অর্থ অবশ্যই মুনাফাসহ ফেরত পাবেন৷
    * পেনশনার না থাকলেও সুবিধাগুলো তাঁর নমিনি পাচ্ছেন এবং আল্টিমেটলি পেনশনারেরই লাভ হচ্ছে৷

  • @alamm.5495
    @alamm.5495 Год назад +2

    এখন সঞ্চয়পত্রের টাকা পেতে তেমন কোনো বুরক্রেসির শিকার হতে হয় না, সঞ্চয়পত্র খোলার সময় যেই চেক এর কপি দিয়েছি, মাসে মাসে সেই ব্যাংক একাউন্টের অটো প্রফিট চলে আসে। আমার মনে হয় পেনশনেও এমনটাই হবে, এত সহজে যেহেতু এমএফএস দিয়ে প্রিমিয়াম দেয়া যায়, টাকা পাওয়ার প্রসেসটাও আশা করি সহজ হবে।

    • @eshasarkar2331
      @eshasarkar2331 Год назад

      agree.. from receiving upobritti taka to receiving Sanchaypatra money, I never had to face any trouble. I used to get my upobrittti money through mfs at day-1 every month without going to any govt office ever. So I have a very strong faith in state guaranteed monetary schemes!

    • @najmussakib4481
      @najmussakib4481 Год назад

      Tar age Hasina tk nia pogar par😂😂😂😂😂😂

  • @siamb23
    @siamb23 Год назад

    আপনারা আছেন বলেই ইউটিউবে আসি ♥️

  • @cheerupwithlife13
    @cheerupwithlife13 Год назад

    আপনার ভিডিও দেখে বুঝলাম, সার্বজনীন পেনশনের চাইতে সঞ্চয়পত্র অনেক ভালো হবে বা ডেপজিট করা অনেক ভলো হবে। কারন, যে কোন বিপদে এটা হেল্প করবে।

  • @fmgraphicdesign76
    @fmgraphicdesign76 Год назад +2

    খুব সুন্দরভাবে বুঝছি কিন্তু এটা আমি করবো না।

  • @azadulislam7440
    @azadulislam7440 Год назад

    সার্বজনীন যেহেতু তাই সরকারি চাকুরেদের এর আওতায় আনা উচিত তাতে তাদের জন্য বিশেষ ব্যবস্থা বাতিল করে। দেশের অর্থনীতির জন্য কল্যাণকর।

  • @dcrkoboy
    @dcrkoboy Год назад +1

    Thanks ভাইয়া ❤
    Video দেওয়ার জন্য
    podcast থেকে এটা শুনে ছিলাম

  • @akmnazmulhaq7097
    @akmnazmulhaq7097 Год назад +1

    খালিদ ভাই, ৬০ বছর হওয়ার পর থেকে ৬৯ বছর পর্যন্ত টাকাটা এমনি করে পড়ে থাকবে এর কোন প্রফিট এর হিসাব আপনি ধরেন নাই। এক বছর পর ২৭ লাখ টাকা সঞ্চয়পত্র কিনলে প্রফিট কত আসতে পারে????

  • @shshoron
    @shshoron Год назад

    xoss explain korlen vai😀

  • @hanif6158
    @hanif6158 Год назад

    এরকম হওয়া উচিত, যদি কেউ যেকোনো মেয়াদে পেনশন স্কিমে জয়েন হওয়ার পরে ১০ বছর বা তারও বেশি কিস্তি পরিশোধ করে ৬০ বছর পুর্ন হওয়ার আগে মা-রা যায়, তখন থেকেই তার নমিনিকে পেনশন প্রধান করা উচিৎ

  • @antorkumar26867
    @antorkumar26867 Год назад

    অনেক ধন্যবাদ ভাই,, আপনার কাছ থেকে আমার উত্তর আমি পেয়ে গেলাম ভাই,,,,
    ❤❤❤❤

  • @MdIsmail-xu3sd
    @MdIsmail-xu3sd Год назад

    স্টক মার্কেটে অথবা সঞ্চয় পত্রে অথবা ডিপোজিটের মাধ্যমে ৬০ বছর বয়সে গিয়ে সাতাশ লাখ পাওয়াটা বেশ ভালো হবে, তখন এই মোট সাতাশ লাখ রিস্ক ফ্রিতে কোথাও ফিক্সড ডিপোজিট করলে ও মাসে পঞ্চাশের কাছাকাছি পাওয়া যাবে,এক্ষেত্রে মূল টাকাটা থেকেই গেলো!

  • @rfrakib8647
    @rfrakib8647 Год назад

    এতো সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ

  • @tanvirahmed2980
    @tanvirahmed2980 Год назад

    মুসলিম হিসেবে আমি সর্বপ্রথম চিন্তা করবো "এটা সুদ"। It's strictly prohibited for me.

  • @rakibrayhan6502
    @rakibrayhan6502 Год назад

    আলহামদুলিল্লাহ আমি জাপান থাকি।
    জাপানিদের পেনশনের প্রসেস দেখে সবসময়ই ভাবতাম আমার দেশে থাকলে কতোই না ভালো হতো। সার্বজনীন পেনশনের ঘোষণার পর মোটামুটি ভালো লাগছে ব্যাপারটা।
    তবে আমি ইনসিকিউর ফিল করি
    - আমার দেশের রাজনৈতিক কার্যকলাপে।
    - আমার দেশের দুর্নীতিবাজ চাকরিজীবীদের।
    - এই টাকা যে রসাতলে যাবে না তার কোনো শিউরিটি কোনোভাবেই পাচ্ছি না। 🫠

    • @ferdause714
      @ferdause714 Год назад

      R ghosh dewa table a table a ghura briddho boyoshe😢

  • @funz2010
    @funz2010 Год назад

    এই স্কিম হলো ইভালির অফারের মতো,
    নতুন জনের টাকায় পুরনো জনকে পেনশন দিবে....
    সেই ইভালির অফারের মতই পেনশন ডেলিভারি পেতে ৬০ বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
    আপনার টাকায় আপনাকে দিবে।

  • @HarvestmetaBusinessAcademy
    @HarvestmetaBusinessAcademy Год назад

    Khalid Farhan vai trading ki juya naki business,, asole trading ki ai ta niye ditalu vedio chai apnar boss

  • @Arisore
    @Arisore Год назад

    মারাত্মক সুন্দর ভিডিও বানাইছেন ভাই। ধন‍্যবাদ।