বোর্দো মিক্সার এবং বোর্দো পেষ্ট তৈরি

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • সময়-পরীক্ষিত ওষুধের মধ্যে যা কার্যকরভাবে গাছপালা রক্ষা করে এবং তুলনা মূলক ভাবে নিরাপদ এবং সহজলভ্য তা হল বোর্দো মিশ্রণ।
    এটা তৈরী করা খুবই সহজ যেকেউ এটি তৈরী করে ব্যবহার করতে পারবে ।
    বোর্দো মিক্সার বা বোর্দো পেস্ট তৈরি করতে লাগবে তুতে বা কপার সালফেট বা ব্লু ভিট্রিয়াল, caco3 ক্যালসিয়াম কার্বোনেট বা চুন, ৩ টি বড় পাত্র, দুটি বাস বা কাঠের কাঠি, ।
    প্রথমে আমরা বোর্দো মিক্সার তৈরি করা দেখাবো। এই বোর্দো মিক্সার এ তুঁত চুন এবং পানির অনুপাত হবে ১;১;১০০। একে ১% বোর্দো মিক্সার বলে ।
    প্রথমে আমরা তুঁতে চুন ও পানির অনুপাত গুলো দেখে নেইঃ
    এক লিটার বোর্দো মিক্সার তৈরির জন্য লাগবে
    ৫ গ্রাম তুঁতে, ৫ গ্রাম চুন ও ১ লিটার পানি
    উপাদান গুলোকে নিতে হবে এভাবে-
    ৫ গ্রাম তুঁতে + ৫০০ মিলি পানি বা ১/২ লিটার পানি
    ৫ গ্রাম চুন + ৫০০ ,মিলি পানি বা ১/২ লিটার পানি
    দুই লিটার বোর্দো মিক্সার তৈরির জন্য লাগবে
    ১০ গ্রাম তুঁতে, ১০ গ্রাম চুন ও ২ লিটার পানি
    উপাদান গুলোকে নিতে হবে এভাবে-
    ১০ গ্রাম তুঁতে + ১ লিটার বা ১০০০ মিলি পানি
    ১০ গ্রাম চুন + ১ লিটার বা ১০০০ মিলি পানি
    ১০ লিটার বোর্দো মিক্সার তৈরির জন্য লাগবে
    ৫০ গ্রাম তুঁতে, ৫০ গ্রাম চুন ও ১০ লিটার পানি
    উপাদান গুলোকে নিতে হবে এভাবে-
    ৫০ গ্রাম তুঁতে+ ৫ লিটার বা ৫০০০ মিলি পানি
    ৫০ গ্রাম চুন + ৫ লিটার বা ৫০০০ মিলি পানি
    আমরা এবার দশ লিটারের বোর্দো মিক্সার তৈরি করবো
    ১। তুঁতে ও চুন আলাদাভাবে মিহিকরে গুড়া করে নিতে হবে।
    ২। ছোট মাটির পাত্র ২টিতে ৫ লিটার করে পানি নিতে হবে।
    ৩। একটি মাটির পাত্রে ৫০ গ্রাম মিহি করা তুঁতে ও অন্য পাত্রে ৫০ গ্রাম মিহি করা চুন ঢেলে দিতে হবে।
    ৪। বাঁশের কাঠি দিয়ে দুই পাত্রের তুঁতে ও চুন ভালভাবে ঘুটে নিতে হবে।
    ছায়া জায়গায় ১০/১৫ মিনিট রেখে দিন
    ৫। এরপর দুইটি মিশ্রণকে অন্য একটি পাত্রে নিতে হবে। ভাল ভাবে ঘুটে নিন। এটাই হল বোর্দো মিক্সার।
    এরপর ৬-৮ ঘন্টা ছায়ায় রাখতে হবে । এরপর মিশ্রণটিকে ছেকে নিতে হবে ।
    বোর্দো মিক্সার টি সঠিক মাত্রায় হয়েছে কিনা তা রং দেখে বোঝা যায়। মিশ্রিত দ্রবনের রং গাড় নীল হলে বুঝতে হবে সঠিক হয়েছে। দ্রবণ সবুজ বা সাদা হলে যথাক্রমে তুঁতে ও চুন বেশি হয়েছে। পানি দিয়ে মাত্রা ঠিক করে নিন। ৩। প্রস্তুত করা মিক্সার ইস্পাতের চাকুর অগ্রভাগ ডুবিয়ে দেখে নিন লালচে দাগ পড়ে কিনা। না পড়লে মিশ্রণ মাত্রা সঠিক হয়েছে।
    ৭। এবার স্প্রে করার জন্য একদম তৈরি।
    বোর্দো পেষ্ট বা পেইন্ট তৈরিঃ বোর্দো পেষ্ট এ তুঁত চুন এবং পানির অনুপাত হবে ১০;১০;১০০। একে ১০% বোর্দো মিক্সার বলে ।
    আমরা ১ লিটার পানির বোর্দো পেষ্ট তৈরি করবোঃ
    এর জন্য লাগবে ১০০ গ্রাম তুঁতে, ১০০ গ্রাম চুন ও ১ লিটার পানি
    উপাদান গুলোকে নিতে হবে এভাবে
    ১০০ গ্রাম তুঁতে + ৫০০ মিলি পানি বা ১/২ লিটার পানি
    ১০০ গ্রাম চুন + ৫০০ ,মিলি পানি বা ১/২ লিটার পানি
    বোর্দো পেষ্ট বা পেইন্ট তৈরিতে প্রয়োজনমত আমরা পানি ব্যবহার করতে পারি কিন্তু সে ক্ষেত্রে তুঁতে ও চুনের পরিমান সমান হতে হবে । যেমন ১০০ গ্রাম তুঁতের সাথে ২৫০ বা ৩০০ মিলি পানি এবং ১০০ গ্রাম চুনের সাথে ২৫০ বা ৩০০ মিলি পানি মিশিয়ে পেষ্ট আরো গাঢ় করা যায় । অথবা একই পরিমান তুঁতে ও চুন এক সাথে নিয়ে পরিমান মত পানি যোগ করে চাহিদা মত পেষ্ট তৈরি করা যায়। সে ক্ষেত্রে এই মিশ্রণ ৬ থেকে ৭ ঘন্টা পর ব্যবহার করা উত্তম ।

Комментарии • 5

  • @MalaDas-mr4vm
    @MalaDas-mr4vm 9 месяцев назад

    How to use for plant

  • @NeoL0007
    @NeoL0007 25 дней назад

    এর বিকল্প হাতের নাগালে পাওয়া যাবে এমন কি ব্যবহার করা যাবে প্রুনিং করার পর?

  • @ruhulbdnet
    @ruhulbdnet 3 месяца назад +1

    তুতে কোথায় পাওয়া যায়

    • @KRISHIKORCA
      @KRISHIKORCA  3 месяца назад

      মনিহারির দোকানেই পাবেন