সুলতান সোলাইমান এর শাসনকালে যে মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পারে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী।
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
@@shihabuddin4275vay ata mantey hobe bortoman somoy bangladesher boktader j dhaser owaj kore egulan 10 hazar owaj diye o manuser hedayat asa possible na bortomane bivinno dhormer sathe and bigganer sathe quran o islamer tulonamulok bisleson moluk j boktita gulan egulane onk manus ALLAHr rohomote hedayat pacse jar proman dr. Jakir naik
ফুয়াত ভাইকে ইসলামী রাষ্ট্র আন্তর্জাতিক ভাবে টেক স ই করার মূলমন্ত্র বলার জন্য অসংখ্য ধন্যবাদ ,।সকল উলামায়ে কেরাম এ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানাচ্ছি আল্লাহ সকল মুসলিম দের কে সাহায করুন আমীন।
🥌🛷🎯পারলে উত্তর দেন 🎯🎯🎯🎯 মিশরে হাজার হাজার আলেম হাফেজ আছে যারা একই সময়ে ইন্জিনিয়ার ডাক্তার প্রফেসর সাইনটিস্টসহ আরো অনেক কিছু। কিন্তু তারা কি পেরেছে রাষ্ট্র পরিবর্তন করতে???? মরহুম শহীদ মুরসী রহ. অনেক চেস্টা করেছেন ( উনার ত্যাগ আল্লাহ কবুল করুন? কিছু হয়েছে??? অপর দিকে নবীর দেখানো পথে (জিহাদ বা সর্বোচ্চ ত্যাগ প্রচেষ্টা) গিয়ে আফগানরা সফলতা পেয়েছে। কাজেই এই সাত গুন থাকলেই সব কিছু হয়ে যাবে এটা কোন কথাইনা। মূল কথা ঐক্য এবং অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। অর্থাৎ যেখানে জিহাদ লাগবে সেখানে জিহাদ৷ যেখানে রাজনৈতিক উপায়ে সম্ভব সেখানে রাজনৈতিক উপায়ে চেস্টা। বাস্তবতা হলো আমাদের দেশে আর রাজনৈতিক উপায় সম্ভব কিনা আমার ১০০% সন্দেহ। শুধু শুধু একটা কথা নিয়ে এত ভালোলাগার কিছুই নাই। সঠিক উপায়ে চেস্টা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ফুয়াদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ।বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সাহসী নেতা ।আমি তাকে শ্রদ্ধা করি সত্য তুলে ধরার জন্য। যাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন তিনি এই থেকে শিক্ষা নিয়ে নিেজকে প্রস্তুত করবেন আর যার বুঝার ক্ষমতা কম তিনি তুচ্ছ মনে করবেন অথবা সমালোচনা করবেন । আল্লাহ আমাদের সকলকে জ্ঞান অর্জনের তওফিক দান করুন
প্রথমে যে ব্যক্তি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের সাথে আমার মনের কথার অনেকটা মিল রয়েছে এজন্য তার বক্তব্য ভালো লাগলো আল্লাহ আমাদের সবাইকে যোগ্য মুসলিম হিসেবে কবুল করুন 🤲🏻
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাহেবের বক্তব্য থেকে ওলামায়ে কেরামের অনেক কিছু নেওয়ার আছে। শুধুমাত্র চিৎকার চেঁচামেচি সর্বস্ব বক্তব্যের কোন প্রভাব কোন মহলে নেই। ইন্টেলেকচুয়াল এ যুগে যুগউপযুগী আপডেট হতে হবে।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইয়ের বক্তব্য যতই শুনি ততই শুনতে মন চায়।মন থেকে শুধু দোয়াই আসে ভাইয়ের জন্য।খুবই যোগ্য,জ্ঞানী,বিজ্ঞ একজন বক্তা ও রাজনীতিবিদ। আল্লাহ উনার উপর বিশেষ রহম করুন, যোগ্যতা ও বাকশক্তি আরো বাডিয়ে দিন।দেশ ও উম্মাহর পক্ষ্যে বলিষ্ঠ ভাবে কাজ করার শক্তি ও সাহস দান করুন। ❤❤❤❤
ফুয়াদ সাহেব যে 7 টি সর্তের কথা বল্লেন সেগুলো কোন কোন ইসলামী রাষ্ট্র নায়কের মাঝে ছিল একটু দয়া করে ফুয়াদ সাহেব বলবেন কি? অন্যথায় আদবের সাথে বে আদবী করার জন্য---------চাইবেন কি?
ধন্যবাদ ফুয়াদ ভাই কে। আপনার মূল্যবান বক্তব্য শুনে আমি খুবই অভিভূত হলাম আমাদের আলেমরা আপনার কথার অর্থটা যদি বোঝে সত্যিকার অর্থে একজন আলেমের প্রত্যেকটা ধর্মের সম্পর্কে জ্ঞান থাকা উচিত তাহলে ওনারা সত্যিকারে আলেম হতে পারবেন।
সুলতান সোলাইমান এর শাসনকালে যে, মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পরে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী।
সুলতান সোলাইমান এর শাসনকালে যে মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পারে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী।
আমরা তো ঝগড়া করছি পাঞ্জাবি, টুপি ও দাঁড়ি রাখা নিয়ে। আমরা এগুলোর মধ্যেই তাকওয়া খুজছি। খুবই লজ্জাজনক বিষয় যে, আমাদের উলামায়ে কেরামদের মধ্যে ইসলাম সহ বিভিন্ন ধর্ম সম্পর্কে সে ধরনের জ্ঞান ও যোগ্যতার খুবই অভাব!
ফুয়াদ ভাই, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ভাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। আল্লাহ ভাইকে নেক হায়াত দিক। আলেমদের এই শুন্যতা উপলব্ধি করতে পারবেন কি আলেমরা নাকি কান সুখ করে চলে যাবেন। আলেমদের অসংখ্য দুনিয়াবি যৌগ্যতার অভাব রয়েছে।
সত্য বলেছেন। চিৎকার, আস্ফালন ইসলাম বিদ্বেষীদের খুশী করে, আমাদের লজ্জিত করে। আসলে বাস্তবতা, দেশ-জাতি সম্পর্কে উনারা কতটুকু ওয়াকেবহাল, চিন্তিত বা উদ্বীগ্ন, সেই সম্পর্কে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। খুবই দুঃখজনক। 😢😢
সঠিক বলেছেন! ধর্মীয় শিক্ষা বাস্তবায়ন করার জন্য যে ak47 হাতে নিতে হবে, সেটা বলে না, মাইক পেলে বড় বড় কথায় বলতে পারে বাংলাদেশ এর আলেমরা তো এমনি দাম্বিকতার ভাব দেখায়, জেনরেল মুসলিমদের সাথে ।
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
মাশাল্লাহ কথাগুলো অনেক সুন্দর। একজন আলেমকে এরকম যোগ্যতা সম্পন্ন হতে হলে মাদ্রাসাগুলোর শিক্ষা কাঠামো এবং পরিচালনা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। ছাত্রদের জন্য আরো সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে হবে ।
সুলতান সোলাইমান এর শাসনকালে যে, মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পরে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী।
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
ব্যারিস্টার ফুয়াদ সাহেব খুব সুন্দর কথা বলছিলেন, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। উনাকে আরো কথা বলার সুযোগ দিলে ভালো হত, অনেক কিছু শিখতে পারতাম। ভালো কথা অনেক সময় আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে শুনতে ভালো লাগে, মনে হয় এতো আমাদের মতোই একজন। তাহলে আমিও ভালো হই, ভালো চিন্তা করি।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহব্যারিস্টার ফুয়াদ ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর যে বক্তব্য রাখলেন। আসলে ফুয়াদ ভাই আমরা এমনি একটা সুন্দর সমাজ চাই। যেমন একজন থাকবে একজনের প্রতি নিবেদিত,এরকম সুন্দর স্বপ্ন কে না দেখে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন।
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
ek sathe 7 joggota somvob na.ekta manuser 6 ta ase kintu 1 ta nai.abar 4 ta ase kintu 2 ta nai.tai Fuad vai ke boilen se nije manus banaiya tar moddhe 7 ta joggota dite.7 joggotar ceye valo manus besi joruri.
@@naimislam3300 তাহলে ডিসমিস, সেই সময়ে এরকম যোগ্যতার লোক হাজার ছিল এবং সেখান থেকে একজন নিয়োগ দেয়া হয়েছিল, সারা পৃথিবী এমনি এমনি হাওয়ায় শাসন করেনি মুসলমানরা তখন।
সুলতান সোলাইমান এর শাসনকালে যে, মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পরে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী।
আপনি যে কথাগুলো বলেছেন কথাগুলো সত্য তবে আমাদের আলেমদেরকে ট্রেনিং দিলে অবশ্যই তারা পারবে। কারণ মুসলমান পারে না এমন কিছু নাই আল্লাহ চাইলে ইনশাল্লাহ মুসলমান একদিন পৃথিবীতে আবার রাজ করবে।
@@anikulislam934একটা আলেম এত কিছু করতে গেলে কোনটাই সঠিকভাবে হবেনা এটা ১০০% শিউর। আলিয়া মাদ্রাসা এটার উদাহরণ। কারন সেখানের ছাত্ররা না আরবি এবং ইসলামি বিষয় গুলোতে দক্ষ আর না জেনারেল বিষয়গুলোতে দক্ষ। সো ফাও একটা কথা তুলে উনি নিজেকে খুব বড় মনে করার কিছু নাই। উনার নবীর একটা সুন্নাত(দাড়ি) পালন করার ক্ষমতা নাই উনি আসছে এগুলো বলার জন্য।
একটা আলেম এত কিছু করতে গেলে কোনটাই সঠিকভাবে হবেনা এটা ১০০% শিউর। আলিয়া মাদ্রাসা এটার উদাহরণ। কারন সেখানের ছাত্ররা না আরবি এবং ইসলামি বিষয় গুলোতে দক্ষ আর না জেনারেল বিষয়গুলোতে দক্ষ। সো ফাও একটা কথা তুলে উনি নিজেকে খুব বড় মনে করার কিছু নাই। উনার নবীর একটা সুন্নাত(দাড়ি) পালন করার ক্ষমতা নাই উনি আসছে এগুলো বলার জন্য।
সুলতান সোলাইমান এর শাসনকালে যে, মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পরে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী। আল্লাহপাক তৌফিক দান করেন। আমীন।
সুলতান সোলাইমান এর শাসনকালে যে, মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পরে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী। আল্লাহপাক তৌফিক দান করেন।আমীন।
সুলতান সোলাইমান এর শাসনকালে যে, মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পরে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী।
ভাইজান উপস্থাপকের তো সেই যোগ্যতা থাকতে হবে ? তিনি কত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আর পিছন দিক দিয়ে ওনারা ব্যস্ত ওনাদের কথাবার্তা নিয়ে । এই জন্য তাদের ইলম তাদের নিজেদেরও কোন কাজে আসছে না ।
ব্যারি:ফুয়াদ সাহেব কে ধন্যবাদ, বিশ্ব যখন যাইতেছ এগিয়ে তখন আমারা বিবি তালাকের ফতোয়া খুঁজে বেরাই কুরআন হাদিসে, এই হলো আমাদের শ্রদ্ধা ভাজন উলামায়ে কেরাম দের অবস্থা।
এটাতো নাস্তিকদের কথা!তার মানে বিবি তালাকের ফতোয়া কোরআনে আল্লাহ তাআলা এগুলো দিয়ে ভুল করেছেন? নাউজুবিল্লাহ! আল্লাহর থেকে বেশি এরা আধুনিক হতে চায়! নজরুলের এই কবিতার জন্য তাকে ধিক্কার জানাই!সাথে তার মূর্খ আবেগি অন্ধ অনুসারীদের জন্য!
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
সুলতান সোলাইমান এর শাসনকালে যে, মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পরে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী।
ইসলামী আন্দোলন দলের লোকেরা শুধু আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিতে রাজি কিন্তু কোন দুনিয়াবী দলের সাথে আপোস করতে রাজি না যে বক্তব্য দিছে উনি তো আর শায়খ না পীর সাহেব চরমোনায় না আমিরুল মুজাহিদীন না তো এখন বুঝতে পারছেন
বিসমিহী তায়ালা আসলে আমার উনার ব্যাপারে কোন ধারনা ছিলো না। কমেন্ট পড়তে এসে জেনেছি উনি ব্যরিষ্টার ফূয়াদ সাহেব। উনার কথাগুলো যথেষ্ঠ যৌক্তিক এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল। উনার এই বক্তব্যের উদ্দেশ্যে আমি কয়েকটি ধাপে বিষয়টি নিয়ে আলোচনা করব। (১) প্রথমত সময়টা ছিল পনের শতাব্দীতে দ্বিতীয়ত উল্লেখিত সাতটি শর্তের মধ্যে শুধুমাত্র চারটি শর্ত শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট। কিন্তু উনি সব গুলো বিষয়কে একটি শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দিয়েছেন। প্রথম চারটি শর্ত যা বিশ্বের কোন দেশের একক শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা আমার জানা নেই, তবে বাংলাদেশের কোনো শিক্ষা ব্যবস্থায় এমন দৃষ্টান্ত পাওয়া যায় না। (২) পাঁচ নাম্বার শর্ত যুদ্ধের অস্ত্র সম্পর্কিত জ্ঞান ও রণ কৌশল। একটি সময় ছিল যখন ইসলামী দল গুলো মুজাহিদের দল গঠন করে প্রশিক্ষণের ব্যবস্থা করতেন। কিন্তু পরবর্তীতে দেশে মুজাহিদেরকে জংঙ্গি আখ্যা দিয়ে ধর পাকর শুরু হলে এই ধরনের প্রশিক্ষণ বন্ধ করে দেয়া হয়। আর যদি আসি অস্ত্রের প্রসঙ্গে তাহলে বলবো যে দেশে মসজিদের ইমামদেরকে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেলে মসজিদে আর জায়গা দেয়া হয় না। সে দেশে আলেমগণ যদি অস্ত্র নিয়ে গবেষণা করে তাহলে গোটা জাতিকে দেশদ্রোহী বলে ধ্বংস করে দেয়া হবে। আর তাছাড়াও অস্ত্র ও যুদ্ধের সরঞ্জাম এর সকল কিছু রাষ্ট্র পরিচালনা করে এবং সর্বশেষ তিনটি শর্ত এগুলাও শিক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত নয়। এগুলো বাহ্যিক গুনাগুণ। কেউ বিরক্ত হলে ক্ষমা করবেন আমি ছোট মানুষ আমার মতো করে বলার চেষ্টা করেছি । সাজিয়ে বলতে পারিনি এই জন্য আন্তরিক ভাবে দুঃখিত।।
আপনার কথা আমার কথা এক।। ওনার বুজের অনেক অভাব।। অনি আলেম দের নিয়ে যত গুলো বললেন।। তার কয়টা আলেম ছাড়া আছে। ওনার কথার সারমর্ম হলো এই সব অন্য সবার মাঝেই আছে, শুধু আলেম দের নাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান বারাকা্ললাহু ফি হায়য়াতিহী সুস্থ থাকুন শুভকামনা রইলো ধন্যবাদ আপনাকে মুহতারাম, খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা বাস্তব, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে সিলেবাস ঠিক নেই।
ইসলাম কায়েম করার দায়িত্ব শুধু মাওলানাদের না, এ দায়িত্ব প্রতিটি মুসলমানের।
মনে মাওলানারা মুসলমান আর সবাই কী
আফগানিস্তান যাও বাংলায় এসব হবে না কোনদিন
দূর বেটা,,,@@RoughRup
3rd class kotha bartha bole islam er vab murti nosto korben na. amra kokhonoi islamic sason chai na...
@@RoughRupতুমি ত হিন্দু সুমাই থাকতে ভাল হয়ে জান
ব্যারিষ্টার ফুয়াদ সাহেবকে অসংখ্য ধন্যবাদ , অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন, ওনাকে আল্লাহ নেক সুস্থ ও সুদীর্ঘ হায়াত দান করুন আমিন ছুম্মা আমিন।
সুলতান সোলাইমান এর শাসনকালে যে মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পারে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী।
আসুন আমরা এবি পার্টিতে যোগদান করি।
উনারা আলেম নন। আলেম হলে উনাদের আচরণের বক্তব্যে প্রজ্ঞা থাকতো। মাথা মোটা...
মাশাআল্লাহ
লাভ কি?? খালি তো জ্ঞান অর্জন করো
কাজে তো লাগাও না
বর্তমানের তথাকথিত হাজারো ওয়াজের চেয়ে রিসার্চধর্মী এ ৫মিনিটের কথাগুলো অনেক দামী
হাজার ওয়াজ আপনি শোনেন না বলে জানেন না
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
তুমি তো শোনো🤣সঠিকটাকে সঠিক মানতে শেখো,।তা নাহলে দলাদলি বাড়বে@@shihabuddin4275
@@shihabuddin4275vay ata mantey hobe bortoman somoy bangladesher boktader j dhaser owaj kore egulan 10 hazar owaj diye o manuser hedayat asa possible na bortomane bivinno dhormer sathe and bigganer sathe quran o islamer tulonamulok bisleson moluk j boktita gulan egulane onk manus ALLAHr rohomote hedayat pacse jar proman dr. Jakir naik
আলেমদের সম্পর্কে তোমার কোনো ধারনাই নাই তোমার
100% ব্যারিষ্টার ফুয়াদ সাহেবকে অসংখ্য ধন্যবাদ , অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন, ওনাকে আল্লাহ নেক সুস্থ ও সুদীর্ঘ হায়াত দান করুন আমিন ছুম্মা
নাইস ❤
আমরা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই
আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আলেম সমাজ কে হেফাজত করুন আমীন ফুয়াদ স্যার কে অনেক ধন্যবাদ সত্য ইতিহাস তুলে ধরার জন্য।
ভাই তুমি আগে দেখো তোমার স্যারের ইসলামের জ্ঞান আছে কিনা কোরআনের জ্ঞান আছে কিনা সমালোচক সবাই করতে পারে জ্ঞান কয়জন অর্জন পারে
ফুয়াত ভাইকে ইসলামী রাষ্ট্র আন্তর্জাতিক ভাবে টেক স ই করার মূলমন্ত্র বলার জন্য অসংখ্য ধন্যবাদ ,।সকল উলামায়ে কেরাম এ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানাচ্ছি আল্লাহ সকল মুসলিম দের কে সাহায করুন আমীন।
Muslim education must have excess every sector besides quran hadis.
fuad sir..apnake valobasi
Brister সাহেবের কথা মুল্যবান কথা
আসুন আমরা এবি পার্টিতে যোগদান করি।
🥌🛷🎯পারলে উত্তর দেন 🎯🎯🎯🎯
মিশরে হাজার হাজার আলেম হাফেজ আছে যারা একই সময়ে ইন্জিনিয়ার ডাক্তার প্রফেসর সাইনটিস্টসহ আরো অনেক কিছু। কিন্তু তারা কি পেরেছে রাষ্ট্র পরিবর্তন করতে???? মরহুম শহীদ মুরসী রহ. অনেক চেস্টা করেছেন ( উনার ত্যাগ আল্লাহ কবুল করুন? কিছু হয়েছে??? অপর দিকে নবীর দেখানো পথে (জিহাদ বা সর্বোচ্চ ত্যাগ প্রচেষ্টা) গিয়ে আফগানরা সফলতা পেয়েছে।
কাজেই এই সাত গুন থাকলেই সব কিছু হয়ে যাবে এটা কোন কথাইনা।
মূল কথা ঐক্য এবং অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।
অর্থাৎ যেখানে জিহাদ লাগবে সেখানে জিহাদ৷ যেখানে রাজনৈতিক উপায়ে সম্ভব সেখানে রাজনৈতিক উপায়ে চেস্টা। বাস্তবতা হলো আমাদের দেশে আর রাজনৈতিক উপায় সম্ভব কিনা আমার ১০০% সন্দেহ।
শুধু শুধু একটা কথা নিয়ে এত ভালোলাগার কিছুই নাই।
সঠিক উপায়ে চেস্টা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ফুয়াত স্যারের কথা সব চাইতে বেশি ভালো লাগছে।
আসুন আমরা এবি পার্টিতে যোগদান করি।
ইনাকে আমরা আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই কারণ আজ তার ভক্তব্যের মধ্যে খারাফ আচরণ ছিলো না,,,,😂
ফুয়াদ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ,সন্দুর বক্তব্য করার জন্য । আল্লাহর ভাই কে নেক হায়াত দান করুন আমীন
ফুয়াদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ।বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সাহসী নেতা ।আমি তাকে শ্রদ্ধা করি
সত্য তুলে ধরার জন্য। যাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন তিনি এই থেকে শিক্ষা নিয়ে নিেজকে প্রস্তুত করবেন
আর যার বুঝার ক্ষমতা কম তিনি তুচ্ছ মনে করবেন অথবা সমালোচনা করবেন ।
আল্লাহ আমাদের সকলকে জ্ঞান অর্জনের তওফিক দান করুন
ব্যারিস্টার ফোয়াদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পাক নেক হায়াত দান করুন। আমিন
প্রথমে যে ব্যক্তি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের সাথে আমার মনের কথার অনেকটা মিল রয়েছে এজন্য তার বক্তব্য ভালো লাগলো
আল্লাহ আমাদের সবাইকে যোগ্য মুসলিম হিসেবে কবুল করুন 🤲🏻
ব্যারিস্টার ফুয়াদ স্যারের মনযোগ দিয়ে শুনেছি, আরো শুনব, শেয়ার করব।
১০০% সঠিক কথা আমিও একমত আল্লাহ্ অযোগ্য মানুষকে নেতৃত্ব দেননা।
হাসিনা কতটা জগ্গ ছিলো
হাসিনা কিভাবে পেল
গত ৫১ বছর তো অযোগ্য লোকই দেশ পরিচালনা করে আসছেন
ফেরাউন, নমরুদ,হাসিনা অনেক বড় যোগ্য ছিলো আল্লাহর কাছে?
আলহামদুলিল্লাহ ইসলামের জয় হবে ইনশাআল্লাহ
হ হ তা হবে কিন্তু কবে
ইসলামের জয় বলতে কি বুঝেন?
@@masudshikh692আলহামদুলিল্লাহ, ইসলামের জয় শুরু হয়ে গেছে আফগানিস্তান এর মাধ্যমে।
আফগান স্থান তোমাদের বাঁাল দিয়াও গোনেনা
ফুয়াদ ভাই সময় উপযোগী কথা বলেছেন,
আমাদের সন্তানদের এভাবেই শিক্ষাত করা জরুরি
হাজারো ওয়াজ মাহফিলের থেকে এই লেকচারে আমাদের জন্য শিক্ষা রয়েছে। সম্মানিত আলমদিগকে জাতিকে এই দিকেই টানতে হবে।
আমাদের আলেমদের তালেবান এর মতো হতে হবে ❤❤❤
কাকা তোমাদের আলেমরা ভাবেসাবে তালেবানদের থেকে অনেক বেশি😂
Kaka beshi kotha koio na
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
রাইট
কে কইসে?
ফুয়াদ ভাইকে অসংখ্য ধন্যবাদ, চোখে আঙুল দিয়ে আলেমদের দূর্বলতা দেখিয়ে দেয়ার জন্য।
হাসিনার কী সকল দক্ষতা ছিল?
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাহেবের বক্তব্য থেকে ওলামায়ে কেরামের অনেক কিছু নেওয়ার আছে। শুধুমাত্র চিৎকার চেঁচামেচি সর্বস্ব বক্তব্যের কোন প্রভাব কোন মহলে নেই। ইন্টেলেকচুয়াল এ যুগে যুগউপযুগী আপডেট হতে হবে।
তাওহীদ হৃদয়ের বড় ভক্ত তাসকিনের বড় ছেলে তাসফিন
তাওহীদ হৃদয়ের বড় ভক্ত তাসকিনের বড় ছেলে তাসফিন
ব্যারিস্টার ফুয়াদ ভাই অনেক মূল্যবান কথা বলেছেন তাহাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাই
Dt jakir naek sir
Dr jakir naek
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইয়ের বক্তব্য যতই শুনি ততই শুনতে মন চায়।মন থেকে শুধু দোয়াই আসে ভাইয়ের জন্য।খুবই যোগ্য,জ্ঞানী,বিজ্ঞ একজন বক্তা ও রাজনীতিবিদ। আল্লাহ উনার উপর বিশেষ রহম করুন, যোগ্যতা ও বাকশক্তি আরো বাডিয়ে দিন।দেশ ও উম্মাহর পক্ষ্যে বলিষ্ঠ ভাবে কাজ করার শক্তি ও সাহস দান করুন। ❤❤❤❤
আপনার কথ মুল্যবান আমি কওমি মাদ্রার ছাত্র ছিলাম কিন্তুুু এইশিক্ষা নিতি আমার যুক্তি সঙ্গত না
❤❤❤❤❤
@@md.alaminkhan4056 কোন শিক্ষা নিতি???
ফুয়াদ সাহেব যে 7 টি সর্তের কথা বল্লেন সেগুলো কোন কোন ইসলামী রাষ্ট্র নায়কের মাঝে ছিল একটু দয়া করে ফুয়াদ সাহেব বলবেন কি? অন্যথায় আদবের সাথে বে আদবী করার জন্য---------চাইবেন কি?
ধন্যবাদ ফুয়াদ ভাই কে। আপনার মূল্যবান বক্তব্য শুনে আমি খুবই অভিভূত হলাম আমাদের আলেমরা আপনার কথার অর্থটা যদি বোঝে সত্যিকার অর্থে একজন আলেমের প্রত্যেকটা ধর্মের সম্পর্কে জ্ঞান থাকা উচিত তাহলে ওনারা সত্যিকারে আলেম হতে পারবেন।
ফুয়াদ ভাই এগিয়ে যান ভয় নাই। আল্লাহ আঁকবার
সুলতান সোলাইমান এর শাসনকালে যে, মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পরে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী।
সুলতান সোলাইমান এর শাসনকালে যে মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পারে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী।
জাজাকাল্লাহ খাইরান ভাই আপনাদেরকে এমন একটি লোককে দিয়ে বক্তৃতা দেওয়ার জন্য
ব্যারিস্টার ফুয়াদ ভাইয়া সুন্দর কিছু রাইট কথা বলেছেন ইসলামের জন্য
মিজানুর রহমান আজাহারি হবে সব দিগ থেকে পারফেক্ট আমরা চাই মিজানুর রহমান আজাহারি কে
R8
rights
বেশি বলে পেললেন না..🤔🤔🤔😆
তিনি কিভাবে পারফেক্ট হয়,
২০০% রাইট
গুরুত্বপূর্ণ মন্তব্য 💥💥
মাশা আল্লাহ ফুয়াদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্যালুট জানাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রব্বে করীম আপনাকে নেক হায়াত দান করুন আমীন
ফুয়াদ ভাই একদম সত্য বাস্তব কথা বলছে।
উনি অতি মূল্যবান বক্তব্য ও বাস্থব দিক গুলো তুলে ধরেছেন।
আলহামদুলিল্লাহ আনেক দিন পর আল্লাহর দাওয়াত
মন খুলে সুনলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের দেশইকে
এক টা ইসলামি দেস হিসাবে কবুল কুরুক আমিন ❤❤❤
মাশাআল্লাহ অসাধারণ সুন্দর এবং গুরুত্বপূর্ণ সত্য আলোচনা ধন্যবাদ
নবী মোহাম্মদ (সঃ) কে তালেবানরা অনুসরন করে তারা আজ বিশ্ব দরবারে পরিচিত তাই তাদের মতো নবী মোহাম্মদ (সঃ) কে পরিপূর্ণ অনুসরন করুন, সফলতা আল্লাহ ই দিবেন।
তালেবানরা পুরোপুরি নবীজীকে অনুসরণ করে এই ধারণা আপনাকে কে দিল?
আর তালেবানরা বিশ্ব দরবারে নেতিবাচকভাবে পরিচিত।
আমরা তো ঝগড়া করছি পাঞ্জাবি, টুপি ও দাঁড়ি রাখা নিয়ে। আমরা এগুলোর মধ্যেই তাকওয়া খুজছি। খুবই লজ্জাজনক বিষয় যে, আমাদের উলামায়ে কেরামদের মধ্যে ইসলাম সহ বিভিন্ন ধর্ম সম্পর্কে সে ধরনের জ্ঞান ও যোগ্যতার খুবই অভাব!
ফুয়াদ ভাই, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ভাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। আল্লাহ ভাইকে নেক হায়াত দিক। আলেমদের এই শুন্যতা উপলব্ধি করতে পারবেন কি আলেমরা নাকি কান সুখ করে চলে যাবেন। আলেমদের অসংখ্য দুনিয়াবি যৌগ্যতার অভাব রয়েছে।
ইয়া আল্লাহ আমাদের দেশে একজন যোগ্য নেতা দান করো। যার হাতে কোনো মানুষের ক্ষতি না হয়।
আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামীন
আমাদের সবাই কে সঠিক পথে চলার তৌসিফ দান করুন আমিন
অসাধারন আলোচনা ভাই ফুয়াদ এর কাছ থেকে আমরা প্রায়ই অনেক মুল্যবান এবং প্রয়োজনীয় কথাগুলো সহজ সরল উপস্থাপনা শুনতে পাই। এগুলো খুবই গুরুত্বপুর্ন।
ফোয়াদ ভাইয়ের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ
চেচালেই আলেম বলা যায় না ঐ সাতটা যোগ্য থাকলেই তবেই আলেম। এরা শুধু চেঁচায়।।
সত্য বলেছেন। চিৎকার, আস্ফালন ইসলাম বিদ্বেষীদের খুশী করে, আমাদের লজ্জিত করে।
আসলে বাস্তবতা, দেশ-জাতি সম্পর্কে উনারা কতটুকু ওয়াকেবহাল, চিন্তিত বা উদ্বীগ্ন, সেই সম্পর্কে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। খুবই দুঃখজনক। 😢😢
ফুয়াদ সাহেবের কথাগুলো বেশ ভালো লেগেছে। কিন্তু এগুলো ঠান্ডা মাথায় বুঝার লোক কম।
সঠিক বলেছেন! ধর্মীয় শিক্ষা বাস্তবায়ন করার জন্য যে ak47 হাতে নিতে হবে, সেটা বলে না, মাইক পেলে বড় বড় কথায় বলতে পারে বাংলাদেশ এর আলেমরা তো এমনি দাম্বিকতার ভাব দেখায়, জেনরেল মুসলিমদের সাথে ।
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
হাজার বক্তব্যের সেরা বক্তব্য ফুয়াদ সাহেবের। আলেমদের কী যোগ্যতা থাকতে হবে তা গুছিয়ে বলার জন্য কলিজার ভিতর থেকে ধন্যবাদ জানাই।
আলহামদুলিল্লাহ ফুয়াদ ভাই , অসাধারণ কিছু কথা উপহার দেয়ার জন্য।
আপনি যে যোগ্যতার কথা বললেন তা বাস্তবায়ন করা খুব কঠিন কিন্তু নকল করা তো আর কঠিন কাজ নয়, তাই আমরা ঈমামের লেবাস ধরে নকল ঈমাম সেজে বসে আছি।
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
একজন আলেমের কথার চায়তে ফুয়াদ সাহেবের কথা যুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
তোমার স্যার একটা আলিমের পায়ের সমতুল্য হতে পারবে না আদর আলেমদের আল্লাহতালা যত জ্ঞান দিয়েছে তোমার স্যারের তার হাজারো হাজার সমতুল্য হবে না
ফুয়াদ সাহেব কে অনেক ধন্যবাদ,এই মানের মুফতীর পয়োজন।
অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ সাহেব একেবারে ঠিক কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ?
ফুয়াদ ভাইয়ের কথা গুলো ভালো লাগলো
আলহামদুলিল্লাহ উনার মতো রিপোর্ট দেবার লোককে আলেমদের সম্মেলনে দাওয়াত করার জন্য
ফুয়াদ ভাই অত্যন্ত কার্যকরী কথা বলেছেন
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের চমৎকার সব বক্তব্য যতই শুনি,ততই মুগ্ধ, অভিভূত হই।
ফুহাদ ভাই ১০০০০০০০০০০০০℅ সঠিক কথা বলেছেন।
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
মাশাল্লাহ কথাগুলো অনেক সুন্দর। একজন আলেমকে এরকম যোগ্যতা সম্পন্ন হতে হলে মাদ্রাসাগুলোর শিক্ষা কাঠামো এবং পরিচালনা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। ছাত্রদের জন্য আরো সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে হবে ।
ফুয়াদ ভাই আমার মনের কথা গুলো বলছেন,,,,, আল্লাহ আপনাকে আরো জ্ঞান দান করুন
সুলতান সোলাইমান এর শাসনকালে যে, মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পরে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী।
ব্যারিস্টার আছাদুজ্জামান ফোয়াদ স্যারকে ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা রইলো স্যারকে। মোস্তাক হোসেন ঝিনুক, কিশোরগঞ্জ।
ইসলামী সব মতের লোক এক হওয়া দরকার।
দারুণ বলেছেন ভাই । সময়োপযোগী বক্তব্য রেখেছেন ।
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
ব্যারিস্টার ফুয়াদ সাহেব খুব সুন্দর কথা বলছিলেন, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। উনাকে আরো কথা বলার সুযোগ দিলে ভালো হত, অনেক কিছু শিখতে পারতাম। ভালো কথা অনেক সময় আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে শুনতে ভালো লাগে, মনে হয় এতো আমাদের মতোই একজন। তাহলে আমিও ভালো হই, ভালো চিন্তা করি।
শহীদ আল বুখারীর বক্তব্য শুনে দেখতে পারেন
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহব্যারিস্টার ফুয়াদ ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর যে বক্তব্য রাখলেন। আসলে ফুয়াদ ভাই আমরা এমনি একটা সুন্দর সমাজ চাই। যেমন একজন থাকবে একজনের প্রতি নিবেদিত,এরকম সুন্দর স্বপ্ন কে না দেখে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন।
ভাই এর কথাগুলো ভালো লাগল।হাদীস কোরআনের পাশাপাশি ইসলামের ইতিহাস জানা উচিত আলেমদের। অনেক ঘরানার আলেমদের জন্য এটি পথ নির্দেশ।
এই আলোচনার জন্য অনেক হুজুররা আপনাকে আর দাওয়াত দিতে চাইবে না।
ঠিক বলেছেন
তাতে কী আসে যায়
ঠিক
এইযে হুজুরগুলা চিল্লায়, ওনারা কি মনে করে চিল্লাইতে পারলেই ভালো?
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
ফুয়াদ ভাইকে আরো সময় দেওয়া দরকার ছিল।
এখানে ভাইজানে কথাগুলোর মর্ম বঝবে এমন লোক ছিলনা। পেছনের লোকদের দেখে কি মনে হয়, ওরা বিরক্ত হচ্ছিল না?
ek sathe 7 joggota somvob na.ekta manuser 6 ta ase kintu 1 ta nai.abar 4 ta ase kintu 2 ta nai.tai Fuad vai ke boilen se nije manus banaiya tar moddhe 7 ta joggota dite.7 joggotar ceye valo manus besi joruri.
@@naimislam3300 তাহলে ডিসমিস, সেই সময়ে এরকম যোগ্যতার লোক হাজার ছিল এবং সেখান থেকে একজন নিয়োগ দেয়া হয়েছিল, সারা পৃথিবী এমনি এমনি হাওয়ায় শাসন করেনি মুসলমানরা তখন।
সুলতান সোলাইমান এর শাসনকালে যে, মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পরে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী।
উচিত কথায় চোর বেজার (গোস্যা, মানে মন খারাপ), গরম ভাতে বিড়াল বেজার। তাইতো উনাকে পাচায় আঙ্গুল দিয়ে সরিয়ে দিয়েছে। উনি এসেছিলেন গোবরে পদ্ম ফুল ফোটানোর জন্য।
অবশ্যই যুক্তি সঙ্গত কথা বলছে সার ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের আলেমদের মধ্যে এরকম গুণ দিবেনএবং দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ
ব্যারিস্টার ফুয়াদ সাহেব কি অনেক ধন্যবাদ
ফুয়াদ সাহেবকে আন্তরিক মোবারকবাদ।
জননেতা ফুয়াদ সাহেবের বক্তব্য যতই শুনছি, ততই উনার ফ্যান/ভক্ত হয়ে যাচ্ছি।
আপনি যে কথাগুলো বলেছেন কথাগুলো সত্য তবে আমাদের আলেমদেরকে ট্রেনিং দিলে অবশ্যই তারা পারবে। কারণ মুসলমান পারে না এমন কিছু নাই আল্লাহ চাইলে ইনশাল্লাহ মুসলমান একদিন পৃথিবীতে আবার রাজ করবে।
❤️🇧🇩🇦🇪আপনাকে অনেক ধন্যবাদ এগিয়ে যান আমরা আছি আপনার সাথে এবং বাংলাদেশের আলেমদের সাথে 🇦🇪🇧🇩❤️
আললাহ পাক রাব্বুল আলামিন আপনাকে বাচিয়ে রাখুক আমিন।
পিছনে দাঁড়ানো আলেমদের ব্যবহারটি দেখে দুঃখিত হলাম, উনার ফুয়াদ সাহেববের কথা কী সম্মানের সাথে শুনলেন।
এই সব আলেম হল বাজারি আলেম উলামায়ে সু। উনার বক্তব্যর মম" বুযবে না।
Ai sob Alem ra kono gani baktir kotha sunte chai na...jodio se 100% sotti kotha bole
@@anikulislam934কিরে ভাই সব আবালের দল তোরা
@@anikulislam934একটা আলেম এত কিছু করতে গেলে কোনটাই সঠিকভাবে হবেনা এটা ১০০% শিউর।
আলিয়া মাদ্রাসা এটার উদাহরণ।
কারন সেখানের ছাত্ররা না আরবি এবং ইসলামি বিষয় গুলোতে দক্ষ আর না জেনারেল বিষয়গুলোতে দক্ষ।
সো ফাও একটা কথা তুলে উনি নিজেকে খুব বড় মনে করার কিছু নাই।
উনার নবীর একটা সুন্নাত(দাড়ি) পালন করার ক্ষমতা নাই উনি আসছে এগুলো বলার জন্য।
@@anikulislam934 ওখানে একজন দুইজন নয়,অনেক জন লোক গিয়েছিল সবাইকে সময় দেওয়ার দরকার,তাই দয়া করে না জেনে কাওউকে দোষ দিয়েন না।
পিছনে যারা ছিলো একজনও ওনার কথা শুনেননি এবং বুঝেননি
সেজন্য সময় দেয়নি
একটা আলেমের জগ্যতা নেই এটাই প্রমাণ।
একটা আলেম এত কিছু করতে গেলে কোনটাই সঠিকভাবে হবেনা এটা ১০০% শিউর।
আলিয়া মাদ্রাসা এটার উদাহরণ।
কারন সেখানের ছাত্ররা না আরবি এবং ইসলামি বিষয় গুলোতে দক্ষ আর না জেনারেল বিষয়গুলোতে দক্ষ।
সো ফাও একটা কথা তুলে উনি নিজেকে খুব বড় মনে করার কিছু নাই।
উনার নবীর একটা সুন্নাত(দাড়ি) পালন করার ক্ষমতা নাই উনি আসছে এগুলো বলার জন্য।
Yyou are right
আমার কাছেও খারাপ লাগলো। শুধু শুধু কি এই অবস্থা তাদের। দুঃখ লাগে😢
আচ্ছা সব বুজলাম
কিন্তু জেনারেল লাইনের কয়জনের এতগুলা যোগ্যতা আছে তা কখনও নাই
জেনারেল যারা পড়ে তারা কি আলেম@@mdasikasik1716
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ফুয়াদ সাহেব কে যেন ইসলামের জন্য কবুল করুক। ফি আমানিল্লাহ্।
ফুয়াদ ভাইয়া অনেক ভালো লাগলো
ঐ ভাইকে আরো কথা বলতে দেওয়া উচিত ছিল। ধন্যবাদ
ora joggota orjon na kore chillaia dokhol korte chay tai aie obostha
উনার কথা শুনে মোল্লাদের গায়ে জ্বালা উঠে গেছে পারলে আরো আগে নামায় দিত
সুলতান সোলাইমান এর শাসনকালে যে, মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পরে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী। আল্লাহপাক তৌফিক দান করেন। আমীন।
সুলতান সোলাইমান এর শাসনকালে যে, মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পরে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী। আল্লাহপাক তৌফিক দান করেন।আমীন।
সুলতান সোলাইমান এর শাসনকালে যে, মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পরে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী।
অসম্ভব সুন্দর কথা বলেছেন । যুক্তিসঙ্গত কথা।
মাশাআল্লাহ প্রিয় ভাইয়ের কথা গুলো যুক্তি আছে!
উপস্থাপক সাহেবকে বলি সবাই কথা বললেই মানুষকে সচেতন করে তুলতে পারেনা যাদের কথায় মুগ্ধ হয়ে শুনে এবং উৎসাহিত হয় তাদেরকে কথা বলতে দিতে হয়।
উপস্থাপনার যোগ্যতা নাই ঐ লোকটার
ভাইজান উপস্থাপকের তো সেই যোগ্যতা থাকতে হবে ? তিনি কত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আর পিছন দিক দিয়ে ওনারা ব্যস্ত ওনাদের কথাবার্তা নিয়ে । এই জন্য তাদের ইলম তাদের নিজেদেরও কোন কাজে আসছে না ।
ব্যারি:ফুয়াদ সাহেব কে ধন্যবাদ, বিশ্ব যখন যাইতেছ এগিয়ে তখন আমারা বিবি তালাকের ফতোয়া খুঁজে বেরাই কুরআন হাদিসে, এই হলো আমাদের শ্রদ্ধা ভাজন উলামায়ে কেরাম দের অবস্থা।
তাহলে আপনার আলেমদের সম্পর্কে ধারনা নাই। কয়জন আলেমের সাথে চলাফেরা করেছেন????
বিবি তালাকের ফতোয়া কুরআন হাদিসেই খুজতে হবে।
কাজী নজরুল ইসলামের কবিতা বাদ দিয়ে একটু কুরআন ও হাদীস পড়েন
এটাতো নাস্তিকদের কথা!তার মানে বিবি তালাকের ফতোয়া কোরআনে আল্লাহ তাআলা এগুলো দিয়ে ভুল করেছেন? নাউজুবিল্লাহ! আল্লাহর থেকে বেশি এরা আধুনিক হতে চায়! নজরুলের এই কবিতার জন্য তাকে ধিক্কার জানাই!সাথে তার মূর্খ আবেগি অন্ধ অনুসারীদের জন্য!
আবেগে দৌড়ালে হবে না! একজন ডাক্তার কি একই সাথে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইত্যাদি সবকিছু হতে পারবে? তাহলে তো তার ডাক্তারি করা লাগবে না!সে হবে একজন হাতুড়ে ডাক্তার! তেমনি ভাবে একজন আলেমকে ইলম চর্চায় মগ্ন হতে হবে একনিষ্ঠভাবে সবকিছু বাদ দিয়ে! যদি এটা না হয় তাহলে সে যদি সবকিছু হতে চায় তাহলে সে কিছুই হতে পারবে না!
উনি এত মূল্যবান কথা বলছি অথচ আশেপাশে কেউই মনোযোগ দিয়ে শুনছে না। পিছনের লোকজন কথা বলে বরঞ্চ ডিস্টার্ব করছে এটা ঠিক নয়
ভাই বিষয়টা দেখে আমার অনেক খারাপ লাগছে। উনারা দায়িত্ব প্রাপ্ত হয়ে এগুলো কি শুরু করছে।
উনারা এখনো সভ্যতা শিখে নাই,,
আমার মনের কথা বলেছেন ভাই।
এই কথা গুলার মুল্য বুজার খমতা ওদের নেই তো ভাই এজন্য লাল কার্ড দেখিয়ে বিদায় দিয়েছেন । ওরা চায় দেশ চালাতে যারা প্রাইমারী স্কুলের ছাত্র পড়ানোর যোগ্যতা রাখেনা । আল্লাহ পাক ওদের কাচ থেকে দেশকে হেফাজতে রখোক । আমীন আমীন আমীন ।
ফুয়াদ সাহেবকে ধন্যবাদ, এরকম সময় উপযোগী বক্তব্য দেয়ার জন্য।
চিরন্তন দিক নির্দেশনামূলক আলোচনা করলেন ব্যারিস্টার ফুহাত ভাই
এ কথাগুলো প্রত্যেকের জন্য জরুরী
কিন্তু এ কথাগুলো নেওয়ার জন্য যোগ্যতম ব্যক্তির বড়ই অভাব
এখন কার আলেমরা তর্ককরা সারা কোনো ঘোড়ার ডিম ই জানেনা, দশ জন আলেম একজায়গা করলে যে নাটকের জন্ম হয় সেটা শেষ হতে হতে আরেকটা নাটকের শুরু হয়ে যায়
পিছনের আলেম গুলির সোনার যোগ্যতা নেই এরা ফটফট করার যোগ্যতা আছে। ফুয়াদ ভাই কে আরো সময় দেওয়া উচিত ছিল
উচিত কথায় চোর বেজার (গোস্যা, মানে মন খারাপ), গরম ভাতে বিড়াল বেজার। তাইতো উনাকে পাচায় আঙ্গুল দিয়ে সরিয়ে দিয়েছে। উনি এসেছিলেন গোবরে পদ্ম ফুল ফোটানোর জন্য।
ঠিক বলেছেন পিছনের আলমগুলো হচ্ছে অযোগ্য লোক কেমন ছটফট করছে।
ভাই আমিও এই কথাটাই বলার চেষ্টা করছিলাম।
পিছনের আলেম গুলো হচ্ছে কাঙাল এদের জন্য ইসলামের এ দসা এরা মাদ্রাসার ছাত্র দের দিয়ে ভিক্ষা করায় যেখানে রাসুল স. ভিক্ষা করতে নিষেধ করেছেন
Piconer bancod gulare zuta pita kora ucit zuta diye pidayte pidayte bar kore dewya ucit
অনেক সুন্দর কথা,,খুব ভাল লাগলো, মাশা আল্লাহ
জি। অাপনাকে অনেক অনেক ধন্যবাদ।এবার অালেমগণ নিজেকে বিচার করুক।ধন্যবাদ স্যার।
বিনিময় নিয়ে দাওয়ার কাজ করলে এই অথব' আলেমই হবে। ৭ যোগ্যতা সম্পন আলেম অনেক দুরে।
বিনিময় না নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন।
স্ত্রী সন্তানকে রাস্তায় বের করে দিয়ে আপনিও বিনিময় ছাড়া করতে পারেন@@hmabdullahbd7109
আপনাদের তো কুরআন সহিহ না, সাত গুন তো দূর কি বাত😅
কুরআন ছেড়ে ইসলাম চিন্তা করেন
সুলতান সোলাইমান এর শাসনকালে যে, মসজিদের ইমাম নিয়োগের এর চাহিদা দিয়েছিলেন সেই যুগে। বর্তমানে বা তাঁর আগে একেক যুগে একেকরকম চাহিদা দিতে পরে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তাকওয়া। আর তাকওয়াপূর্ণ মানুষের সাথে আল্লাহপাকের সাহায্য থাকে (এটা আমার কথা না আল্লাহ পাকের কোরআনের কথা)। কিন্তু তাকওয়ার সঙ্গে অন্যান্য জ্ঞান অর্জন করা দোষনীয় না। তবে বর্তমানে যেকোনো বিষয়ে বিজ্ঞ আকাবিরকে জিজ্ঞাসা করে করা জরুরী।
পিছনের হুজুরদের অবস্থা দেখে ভদ্রতা পেলাম না,মনে হচ্ছে কে যেন নাড়া দিচ্ছে।
এদের জন্য ভালো কিছু হয় না।
আর বইলেন না শয়তানে সাড়া দিন নাড়ে তো তাই আর কী
এই সমস্ত লোকজন হেফাজতে আছে বলেই তারা ভালো কিছু করতে পারে না
ইসলামী আন্দোলন দলের লোকেরা শুধু আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিতে রাজি কিন্তু কোন দুনিয়াবী দলের সাথে আপোস করতে রাজি না যে বক্তব্য দিছে উনি তো আর শায়খ না পীর সাহেব চরমোনায় না আমিরুল মুজাহিদীন না তো এখন বুঝতে পারছেন
মনের কথা বলেন
আপননার দীর্ঘায়ু কামনা করছি ফুয়াদ সাহেব। অসাধারন।
অসাধারণ বক্তব্য ! ধন্যবাদ ভাই।
বিসমিহী তায়ালা
আসলে আমার উনার ব্যাপারে কোন ধারনা ছিলো না।
কমেন্ট পড়তে এসে জেনেছি উনি
ব্যরিষ্টার ফূয়াদ সাহেব।
উনার কথাগুলো যথেষ্ঠ যৌক্তিক এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল।
উনার এই বক্তব্যের উদ্দেশ্যে আমি কয়েকটি ধাপে বিষয়টি নিয়ে আলোচনা করব।
(১) প্রথমত সময়টা ছিল পনের শতাব্দীতে
দ্বিতীয়ত উল্লেখিত সাতটি শর্তের মধ্যে শুধুমাত্র চারটি শর্ত শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট।
কিন্তু উনি সব গুলো বিষয়কে একটি শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দিয়েছেন।
প্রথম চারটি শর্ত যা বিশ্বের কোন দেশের একক শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা আমার জানা নেই, তবে বাংলাদেশের কোনো শিক্ষা ব্যবস্থায় এমন দৃষ্টান্ত পাওয়া যায় না।
(২) পাঁচ নাম্বার শর্ত যুদ্ধের অস্ত্র সম্পর্কিত জ্ঞান ও রণ কৌশল।
একটি সময় ছিল যখন ইসলামী দল গুলো মুজাহিদের দল গঠন করে প্রশিক্ষণের ব্যবস্থা করতেন।
কিন্তু পরবর্তীতে দেশে মুজাহিদেরকে জংঙ্গি আখ্যা দিয়ে ধর পাকর শুরু হলে এই ধরনের প্রশিক্ষণ বন্ধ করে দেয়া হয়।
আর যদি আসি অস্ত্রের প্রসঙ্গে তাহলে বলবো যে দেশে মসজিদের ইমামদেরকে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেলে মসজিদে আর জায়গা দেয়া হয় না।
সে দেশে আলেমগণ যদি অস্ত্র নিয়ে গবেষণা করে তাহলে গোটা জাতিকে দেশদ্রোহী বলে ধ্বংস করে দেয়া হবে।
আর তাছাড়াও অস্ত্র ও যুদ্ধের সরঞ্জাম এর সকল কিছু রাষ্ট্র পরিচালনা করে
এবং সর্বশেষ তিনটি শর্ত এগুলাও শিক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত নয়।
এগুলো বাহ্যিক গুনাগুণ।
কেউ বিরক্ত হলে ক্ষমা করবেন
আমি ছোট মানুষ আমার মতো করে বলার চেষ্টা করেছি ।
সাজিয়ে বলতে পারিনি এই জন্য আন্তরিক ভাবে দুঃখিত।।
আপনি রাইট বলেছেন।
খুবই চমৎকার ও আমার মনের কথা গুলোই আপনি ঘুছিয়ে বলেছেন যা আমি পারিনি।
মাশাআল্লাহ আপনার জবাব গুলো আল্লাহ এবং জাতিকে সন্তুষ্ট করার মতো জবাব
আপনার কথা আমার কথা এক।। ওনার বুজের অনেক অভাব।।
অনি আলেম দের নিয়ে যত গুলো বললেন।।
তার কয়টা আলেম ছাড়া আছে।
ওনার কথার সারমর্ম হলো এই সব অন্য সবার মাঝেই আছে, শুধু আলেম দের নাই।
আমি মনে করি আপনার কথায় যুক্তি আছে
হেফাজতের সম্মানিত উলামাগন আর কিছু না পারুক উচ্চ আওয়াজে গর্জন করতে পারেন ঠিকই,,,মা-শা-আল্লাহ
ভাই ইতিহাসের কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
যত শুনি ততই ভালো লাগে,অসাধারণ ফুয়াদ ভাই
ফুয়াদ সাহেবের কথাগুলো খুবই মূল্যবান। বর্তমানের মৌলভীরা বড় বড় কথা বলে মাঠে নেই।
এক কথায় অসাধারণ বক্তব্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান বারাকা্ললাহু ফি হায়য়াতিহী সুস্থ থাকুন শুভকামনা রইলো ধন্যবাদ আপনাকে মুহতারাম, খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা বাস্তব, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে সিলেবাস ঠিক নেই।
ফুয়াদ স্যার কে এগিয়ে আসা উচিত যোগ্য সমাজ তৈরিতে ।
ফুয়াদ যে যোগ্যতার কথা বলছে তার কাছে তো একটাও নাই
এই পৃথিবী আলেমের উছিলায় মালিক রাখছেন আলেমদের সম্মান অনেক অনেক আলেমরা এই পৃথিবির গরবো
এখন থেকে ইসলামি
ওয়াজ মাহফিলেও
হবে কোনও বাঁধা ছারা
আলহামদুলিল্লাহ ❤❤❤