তিলের নাড়ু এবার বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • তিলের নাড়ু কিভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়
    আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুন স্বাদের লাল তিলের নাড়ু কিভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়
    যারা তিল খান না এইভাবে একবার তিলের নাড়ু বানিয়ে খেলে তারাও এর স্বাদ টা কখনোই ভুলতে পারবেন না।বাড়িতে তিল থাকলে মনে হবে যে একবার এইভাবে তিলের নাড়ু বানিয়ে খাই। বাচ্চা থেকে বড় সবার খুবই ভালো লাগবে । এই তিলের নাড়ু বানানো যতটাই সোজা আর খেতে ততটাই মজা। হটাৎ করেই যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে আর দেরি না করে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই রকম মজাদার তিলের নাড়ু। আমরা কেউ কেউ একে তিলের নাড়ু বা লাল তিলের মিষ্টি বা তিলের লাড্ডু ও বলে থাকি । আবার কেউ কেউ একে লাল তিলের লাড্ডু বা তিল মিষ্টি বা তিলের নাড়ু ও বলে থাকেন।আজকের এই তিলের নাড়ু বা লাল তিলের মিষ্টি বা তিলের লাড্ডু আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের নিশ্চয় ভালো লাগবে।তিল আমাদের শরীরের পক্ষে খুবই উপকারি।মাত্র দুটি উপকরণ দিয়ে খুবই সুস্বাদু ও পুষ্টিকর ও লোভনীয় মজাদার খাবারের রেসিপি
    তিলের নাড়ু বা লাল তিলের মিষ্টি বানানোর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করেছি.......
    ১ - তিল ২৫০ গ্রাম
    ২- গুড় ১৫০ গ্রাম
    ধন্যবাদ।

Комментарии • 2