গ্রীষ্মকালীন গাঁদা গাছের পরিচর্যা।।

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #Marigold #marigold #গাঁদাফুল #garden
    ভিডিওটিতে ব্যবহৃত কিছু ওষুধের লিংক নিচে দেওয়া হল 👇👇👇👇👇👇
    1. Amistar top👇👇
    amzn.to/3FWZIU6
    2.Merivon👇👇
    amzn.to/38xSNom
    3.plantomycin 👇👇
    amzn.to/3Mvqrd4
    4.Agromin Gold 👇👇
    amzn.to/3lpAvsc

Комментарии • 589

  • @animeshbera510
    @animeshbera510 2 года назад +1

    স্যার গাঁদা ফুলের ভিডিও করার জন্য আমি অনেক বার commend করেছি । আজ আমার এবং সমস্ত চাষী ভাই দের অনেক উপকার হবে। আপনি কথা দিয়েছিলেন কথা রাখলেন । অনেক উপকার করলেন পশ্চিম ও পূর্ব মেদিনপুরের জন্য

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আপনাদেরকেও ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থাকুন ,
      আর এগিয়ে চলুন।

    • @ranjitmahato1523
      @ranjitmahato1523 2 года назад

      Sir gendha chara kothai valo pao jabe

  • @shuvasispal
    @shuvasispal Год назад +2

    নমস্কার স্যার আপনার ভিডিও আমাদের মত গাছ প্রেমীদের আশার আলো☺️
    স্যার আমার কিছু প্রশ্ন আছে,গ্রীষ্মকালীন গাঁদা ফুল নিয়ে
    ১) কোন জাতের গাঁদা গ্রীষ্মকালে বেশি ফুল দেবে, এরকম কিছু জাতের নাম বলবেন?
    ২) কোন colour এর ফুল গ্রীষ্মকালে লাগানো উচিত orange colour /yellow colour/both suitable?
    ৩) আমার বাড়িতে বারোমাসি গাঁদা ফুলের কিছু চারা আছে, আমি সেখান থেকে কাটিং তৈরি করতে চাই আমার প্রশ্ন
    ক) এই বারোমাসি গাঁদা গ্রীষ্মকালে কি ভালো ফুল দেবে?
    খ) যদি দেয়, তাহলে এর কাটিং থেকে চারা তৈরি কোন সময় করব?
    আপনার উত্তরের অপেক্ষায় রইলাম
    ধন্যবাদ 🙏🙏

  • @ihtsas
    @ihtsas 10 месяцев назад +1

    গাঁদা ফুলের তুলসী রোগের জন্য কি ওষুধ ব্যবহার করতে হবে

  • @indrajitmukherjee2695
    @indrajitmukherjee2695 2 года назад

    স্যার আপনি সত্যিই অসাধারণ,আপনার দ্বারা বহুক্ষেত্রে নানাভাবে উপকৃত হতে পেরেছি ,বাসনা আছে একদিন আপনার বাড়ি যাই আপনার সাথে দেখা করতে আর আপনার বাগান দেখতে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      আমাকে জানিয়ে আসবেন কারণ আমিতো বাড়ি থাকি না ।মাঝে মাঝে বাড়িতে আসি। আমি এখন পশ্চিম মেদিনীপুরের শেষপ্রান্তে শালবনি ব্লকের হাজার হাজার চাষীদের সঙ্গে কাজ করছি। সেই সঙ্গে জিন্দাল কোম্পানিতে ও কাজ করছি ।
      ওই কোম্পানির নিজস্ব খুব বড়ো এগ্রিকালচার ফার্ম দেখাশোনা করি। আমি এখানে বেশিরভাগ সময় থাকি বাড়িতে খুব কম যাই । সে জন্য বলছি আমাকে জানিয়ে আসবেন অসুবিধা নাই।

    • @indrajitmukherjee2695
      @indrajitmukherjee2695 2 года назад

      ধন্যবাদ স্যার আপনি সত্যই মানবিক

  • @BithikaBiswas-g4e
    @BithikaBiswas-g4e 25 дней назад +1

    Sir curi Kalo Hoya gala ki dabo

  • @nantushee4195
    @nantushee4195 2 года назад

    আপনার ভিডিও টা খুবই ভালো লাগলো আমার ও গঁঁদা চাস আছে আপনি জে গাছ টি দেখলেন তুলসী পাতা হয়ে গেছে ওই গাছে ভলিআমফকসি দিলে কাজ ১০০ হবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      অবশ্যই কাজ হবে। খুব ভালো ওষুধ।দাম বেশি।
      তাছাড়া বায়ার কোম্পানির মোভেনটোএনার্জি প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করতে পারেন এতেও ভালো কাজ পাবেন।

  • @swapanbera5841
    @swapanbera5841 Год назад

    স্যার আপনার ভিডিওগুলি খুব ভাল লাগে। শীত কালিন গাঁথা ফুলের প্রদ্ধতি এবং রোগ নিয়ে একটা ভিডিও দিন ধন্য হব।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      হ্যাঁ অবশ্যই ভিডিও করে জানাবো।

    • @RahulDas-jy1xo
      @RahulDas-jy1xo 5 месяцев назад

      Sir apnar namber ta din ami tripura taka bolchi

    • @RahulDas-jy1xo
      @RahulDas-jy1xo 5 месяцев назад

      স্যার আপনি আপনার নাম্বার টা দিন

  • @ratanjana7096
    @ratanjana7096 2 года назад

    Apni valo achen asakori apni akhon khub besto thaken nijer kheal rakben

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      হ্যাঁ ঠিকই বলেছেন।
      আপনারাও সপরিবারে ভালো থাকুন,
      আর আমি কি করছি দেখুন।ঐভাবে এগিয়ে যাবার চেষ্টা করুন।
      ভিডিও আনবো,
      ভিডিও গুলো দেখবেন ।

  • @anandaghosh4299
    @anandaghosh4299 2 месяца назад

    স‍্যার গাধা ফুল গাছে দু এক টা দোকা ঝিমিয়ে যাচ্ছে কি কিটনাশক ব‍্যাবহার করবো।স‍্যার বলেন

  • @user-uv3zu1gh3u
    @user-uv3zu1gh3u 6 месяцев назад +1

    শীতের গাঁদা ফুল গাছের ডগা কেটে বসালে গরমকালে ফুল পাওয়া যাবে

  • @chittabiswas9920
    @chittabiswas9920 2 года назад +1

    ধন্যবাদ স্যার । দেখলাম । জানলাম । শেয়ার ও করলাম ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      অনেক দিন পর ভিডিও আনলাম।
      আসলে খুব কাজের মধ্যে জড়িয়ে পড়েছি।
      পনের হাজার বাঁধা কপির চারা তৈরি করেছি । এবার ফুলকপির বীজ বুনবো।
      বেগুনের বীজ বুনবো , এছাড়া অন্যান্য সবজির চাষ আছে সেগুলো সব দেখতে সময় চলে যাচ্ছে। আবার নতুন করে বাঁধাকপির বীজ আরো ফেলবো।
      যাইহোক একটা কথা বলি আমি গরীবের ভ্রমণ বা সস্তার ভ্রমণ নিয়ে ভিডিও আনবো। আর একটা চ্যানেলে ভিডিও করতে যাচ্ছি।কিভাবে গরীব মানুষরা কম খরচে বেড়াতে যেতে পারে সেই সব নিয়ে। দেখবেন আশা করি ভালো লাগবে। কিছুদিন পরে ভিডিও আনবো।

  • @RAJU-gi4ye
    @RAJU-gi4ye 2 года назад

    sir....
    কিছু আলু চাষ করেছি। বাড়িতে আলু বেশিদিন সংরক্ষণ করার উপায় সম্পর্কিত একটি ভিডিও করেন প্লিজ।

  • @nabakumardebnath5343
    @nabakumardebnath5343 2 года назад +1

    Sir Namaskar neben ...
    Sir apni je Bolen vitamins, insecticides bikele spree korte?
    Kintu ratre to gacher Pata Kaj kore na , tokhon to shikor Kaj kore ,,,tahole sai je vitamins gulo bikale spree Kora holo,,,,kivabe Kaj korbe seta jodi bolted Sir namaskar neben

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +2

      বিকালে যতটুকু সূর্যের আলো পায় এই
      আলোতে গাছ ওষুধ গ্রহন করে নেয়।
      অতিরিক্ত তাপমাত্রায় অনেক উপাদান
      নষ্ট হয়ে যায়।
      তাছাড়া ওষুধের মাত্রা একটু বেশি হলে
      বেশি তাপমাত্রার কারণে গাছের ক্ষতি হয়।
      পাতা পুড়ে যায় । এজন্য বিকালে ওষুধ স্প্রে করা অনেক নিরাপদ।

  • @ananyabanerjee6808
    @ananyabanerjee6808 Год назад

    কাকু আনেক ধন্যবাদ মিলিবাগ নিয়ে পরামর্শ দেবার জন্য। আরেক টা কথা ঐ গাছের পাতা শুকিয়ে যাচ্ছে আর কিছু কঁড়ি কালো বা হলুদ হয়ে ঝরে যাচ্ছে কি করব?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ওখানে যদি টাটা মাষ্টার পাওয়া যায় তাহলে প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল চারটার পরে তিন দিন ছাড়া দুবার।
      তারপর কম দামের ওষুধ একতারা একপাতা 12 লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন।
      জল কম লাগলে ওষুধ ও কম করে মেশাবেন।

  • @bansibadaanmahata2380
    @bansibadaanmahata2380 2 года назад +1

    স্যার প্রণাম নেবেন আপনার দেখানো পথ এগোচ্ছি লাল স্বর্ণ ধানের কোন কোম্পানির বীজ ফেললে ভালো হবে জানালে খুব উপকৃত হব অনেক টা জায়গা চাষ করি আর কি ভালো ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি🙏🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      অন্নপূর্ণা সীডস বা PANকোম্পানির বীজ ব্যবহার করতে পারেন।

  • @monojibhattacharjee6635
    @monojibhattacharjee6635 2 года назад +1

    নারকেল গাছে শিকড়ের মাধ্যমে কী করে খাবার দিতে হয?? এই নিযে একটা VDO বানান🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +2

      ফিডিং করা বলে। আচ্ছা চেষ্টা করবো ভিডিও করতে।

  • @SudiptaSatpati
    @SudiptaSatpati 2 года назад

    খুব সুন্দর ভিডিও দাদা । চারা কোথা থেকে পাওয়া যাবে একটু সাহায্য করুন , পুরুলিয়া তে চাষি ভাল চারা চারা পাচ্ছে না ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আর কিছুদিন পরে পাবেন এই নাম্বারে যোগাযোগ করবেন 8583087256

    • @SudiptaSatpati
      @SudiptaSatpati 2 года назад

      @@farmingadviseranathhalder7579 অনেক ধন্যবাদ দাদা

  • @narayanchandrabanik388
    @narayanchandrabanik388 Год назад

    দাদা🙏ফুলগাছে কডা ঔসদ প্রয়োগ করলে ফুলের চক্ চক্ কমে যাবে না ? কীটনাশকের সাথে বায়োভিটা এস্ক ব্যবহার করাযাবে কি ?

  • @jiosavan123
    @jiosavan123 2 года назад

    Ami apnar sob video gulo dhaki kola gacher video ta dekheche

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ঠিক আছে,
      আপনিও ভালো থাকুন ,
      আর অন্যান্য ভিডিও দেখে এগিয়ে চলার চেষ্টা করুন।
      সমস্যা হলে আমাকে জানাবেন ।
      আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিয়ে সাহায্য করবো।

    • @jiosavan123
      @jiosavan123 2 года назад

      🙏🏻 দাদা আমি ছাতে বাগান করেছি কলা গাছ টবে লাগানো হয়েছে

    • @jiosavan123
      @jiosavan123 2 года назад

      আপনার সাথে যোগাযোগ করার জন্য ফোন নম্বর টা যদি পাওয়া যেত তাহলে আপনাকে অবশ্যই গাছের ছবিটি পাঠিয়ে দিতে পারতাম আমি জামশেদপুর (টাটা) ঝাড়খন্ড থাকি তাই বাগান নিয়ে সমস্যা হচ্ছে তাই আপনার সাথে কথা বলতে চাই?

  • @bapikhan5519
    @bapikhan5519 2 года назад

    Sir piyara chhoto obostai peakea ja chha upai bolun sir 50 ps gachh achha baruipur jat..

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      যদি পোকার জন্য হয় তাহলে ভোলিয়াম ফ্লেক্সি প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে একবার।
      যদি পোকার জন্য না হয়ে থাকে তাহলে
      NPK 20 20 20 Aries কোম্পানির তৈরি
      প্রতি লিটার জলে পাঁচ গ্রাম সেই সঙ্গে ঐ
      কোম্পানির মোবোমিন দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে চার দিন ছাড়া ছাড়া তিন বার।

  • @sahadevjana3829
    @sahadevjana3829 2 года назад +1

    এগিয়ে জাও আপনার উপর চাষীদের ভরসা ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ধন্যবাদ জানাই।
      আমি যে কাজ করছি
      সেই কাজ অনুসরন করুন। ভিডিও অবশ্যই আনবো।

    • @bijoysarkar813
      @bijoysarkar813 6 месяцев назад

      স্যার আপনার সাথে যোগাযোগ করতে চাই, ফোন নাম্বার দেওয়া যাবে

  • @nabakumardebnath5343
    @nabakumardebnath5343 2 года назад

    Sir,,
    Amon rasaynik osud bolun jeta dile vendir ful,fol vore Jay,,,flower akdom kom asche khete,,,bepshavittik Chas kori....
    Namaskar neben sir....

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      প্রথমে কম দামের ওষুধ ব্যবহার করুন।
      মিরাকুলান প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়। পাঁচ দিন পরে অল উইন গোল্ড সুপার দশ লিটার জলে 25 মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।

  • @rupamsarkar7512
    @rupamsarkar7512 2 года назад +1

    Sir,বেগুন গাছ কে চকচকে রাখতে blitox এর সাথে allwinn gold super দেওয়া চলবে,

    • @hasanrahaman407
      @hasanrahaman407 2 года назад

      যে কোনো একটা দেবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      অবশ্যই অবশ্যই দুটো একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন।

  • @sarminakhatun1784
    @sarminakhatun1784 2 года назад

    Sir amader মুর্শিদাবাদে aj kub বৃষ্টি hocca ... আমি এর আগের বার দেখেছি ei rokom বৃষ্টির por potol gach o পটল হাজা লেগে নষ্ট হয়ে যায় ate গত বার অনেক লস হয়েছে থাই bolcilam এর আগাম কি পরিচর্যা করলে ei রোগ টা হবে না অনেক পটল ধরে ace আপনার কথা মত কাজ করে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      Amister Top দশ লিটার পানিতে দশ মিলি সেই সঙ্গে Streptocycline ঐ দশ লিটার পানিতে 3 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে
      চার দিন ছাড়া ছাড়া দু বার।
      আশাকরি আর অসুবিধা হবে না।
      রোগ না হলে ও স্প্রে করতে হবে।

  • @purokait
    @purokait 2 года назад

    গ্রাফটিং টমেটো চাষ করা কি যাবে, অর্থাৎ যে বেগুন গাছ লাগানো হয়েছে,এর সঙ্গে টমেটো গাছ গ্রাফটিং করে এই বর্ষার সময় চাষ করা কি যাবে ? এতে ফলন ভালো হবে, দয়া করে জানাবেন, উত্তরের অপেক্ষায় রইলাম

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      অবশ্যই ভালো হবে কিন্তু ব্যাপকভাবে চাষ করতে গেলে ,
      যেখানে হাজার হাজার চারা বসাবেন সেখানে এটা সম্ভব নয়।

  • @sahadevjana3829
    @sahadevjana3829 2 года назад

    ধন্যবাদ জানাই আপনাকে লেবু গাছে কচি পাতা বেরোলে উইচিনড়া পোকা কেটে দিচ্ছে কী ওষুধ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      খুব ভালো কাজ পেতে হলে বিকাল পাঁচটার পরে কিং ডক্সা প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন।
      একবার স্প্রে করলেই উপকার পাবেন।

  • @sudippaul5912
    @sudippaul5912 2 года назад

    স্যার আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি। আপনার ফেসবুক পেইজে। অতি সহজেই ফল এবং ঢগ ছিদ্রকারী পোকা মেরে ফেলার উপায় তাও আবার একদম বিনামূল্যে।

  • @skminhajuddin4068
    @skminhajuddin4068 2 года назад

    নমস্কার কাকু , আমার বাড়ি পূর্ব বর্ধমানে
    আমাদের এখানে খাস ধানের চাষ হয়,
    কি কি সার দিয়ে বীজ ফেলবো, এখন গোবর দিয়ে জমিতে একবার শুকনো তে চাষ দেওয়া আছে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      সার না দেওয়াই ভালো। চালের সুগন্ধ কমে যাবে।কাঠা প্রতি দুই কেজি গুঁড়ো সরিষার খোল ছড়িয়ে দিয়ে বীজ ধান ফেলে দাও। কোনো রাসায়নিক সার দিতে যেও না ।খুব ভালো কাজ হবে।

  • @maakali1278
    @maakali1278 2 года назад

    Sir ! Khub bristir somoy khub valo kaj korbe emon ladapoka, whitefly, r mites er insecticide er nam r technical nam bolun. ...?
    Khub upokar hoy sir. ..

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      সব ধরনের পোকার জন্য ভালো কাজ পাবেন ভোলিয়াম ফ্লেক্সি দশ লিটার জলে
      আট মিলি মিশিয়ে স্প্রে করবেন চার দিন ছাড়া দুবার।
      ওষুধের দাম একটু বেশি হবে।

  • @manabmondal4077
    @manabmondal4077 2 года назад

    স্যার বর্ষা বাঁধা কপি চাষ নিয়ে একটি ভিডিও তৈরি করুন। আমি বীজ বপন করতে চলেছি। আপনার ভিডিও অপেক্ষায় রইলাম।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আশা করছি আগামী রবিবার ভিডিও দেখাতে পারব।

  • @maakali1278
    @maakali1278 2 года назад

    Sir ! Amader fatepur market a gada fuler chara pwoa jacche but thobo gada r chutki gada chinbo ki bhabe ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      যদি ভালো বীজ থেকে চারা করে তাহলে প্রত্যেকটাই গাঁদা ফুল হবে,
      কিন্তু অনেক সময় ডাল কেটে কেটে চারা তৈরি করে। তখন কিছু গাঁদা ফুল হবে আবার চুটকি ফুল ও হবে ।
      দোকানদার কেমন তার উপর নির্ভর করছে। আমি বলি যদি বেশি পরিমাণে চারা লাগে তাহলে বাগরাহাটের পরে স্টপেজ বিবির হাট থেকে অটো ধরে ধরমপুর মাঠ ওখানে গিয়ে চারা আনতে
      পারেন।

  • @mrinmaybala4427
    @mrinmaybala4427 2 года назад

    স্যার কেমন আছেন? কাজের চাপে বেশ কিছু দিন আপনার ভিডিও দেখতে পারি নি, দুটি ভিডিও মিস হয়ে গেছেছিল,
    আজ সকালে দেখালাম।
    স্যার এই বর্ষা র সময় ঘরের মধ্যে খোল মাটির সাথে মিশিয়ে পচিয়ে তারপর গাছের গোড়ায় দেওয়া যাবে?

  • @noyansk5851
    @noyansk5851 2 года назад

    খুব সুন্দর হয়েছে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @ananyabanerjee6808
    @ananyabanerjee6808 Год назад

    কাকু আমার টবে গঁাদা গাছে মিলিবাগ হয়েছে কি দেবো? ঔষধের দোকানের পরামর্শে একতারা দিয়েছি আর বাড়িতে সাফ ও বায়ো আর ৩০৩ আছে। আর একটা প্রশ্ন গঁাদা গরমের গঁাদা গাছের বীজ বালির, হওড়ার কাছাকাছি কোথায় পাবো?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ঠিক আছে আপাতত একতারা বিকাল চারটার পরে স্প্রে করবেন। তিন দিন পর
      বায়ো আর 303 বিকাল বেলায় স্প্রে করবেন।
      অথবা সম্ভব হলে,
      আমি যেটা করে থাকি জল হাত দিয়ে পোকা গুলো কে মেরে দিয়ে থাকি।ঐকাজ ও করতে পারেন ।বিনা পয়সায়।
      আর গরমের গাঁদা ফুলের ভালো বীজ perfection জাত এর তিন টি রঙ
      Yellow , orange, Gold আপনার ওখানকার স্হানীয় দোকানে খোঁজ করুন।

  • @monojibhattacharjee6635
    @monojibhattacharjee6635 2 года назад +1

    UREA, DAP, POTAS(MOP) এই Granules গুলো কি জলে গুলে স্প্রে করা যেতে পারে??
    যদি পারে তো পরিমাণ কত হবে 1L জলে,??

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      প্রতি লিটার জলে 7/8 গ্রাম মিশিয়ে 24
      ঘন্টা ভিজিয়ে রাখবেন।

  • @kasinath9728
    @kasinath9728 2 года назад +1

    স্যার জারবেরা চাষ নিয়ে বলুন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আমি গত বৎসর ঐ চাষ করেছিলাম।এবৎসর ও চাষ করার চেষ্টা করবো সেই সঙ্গে
      ভিডিও করে জানাবো।

  • @mrinalghosh.
    @mrinalghosh. 2 года назад

    দারুণ লাগলো sir

  • @ranjitsarkar1262
    @ranjitsarkar1262 2 года назад

    নমস্কার স্যার আমি রঞ্জিত সরকার গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর থেকে। এক বস্তা 10 26 26 এ কত কেজি ইউরিয়া ব্যবহার করা চলে সরিষা বা ভুট্টা চাষের ক্ষেত্রে দয়া করে বলুন আমার জানার খুব ইচ্ছা নমস্কার ভালো থাকবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      যদি জৈবসার বা গোবর সার বেশি করে দেন তাহলে এক বস্তার সঙ্গে 10 কেজি ইউরিয়া মেশাতে পারেন ।
      আর যদি জৈবসার কম দেন তাহলে কুড়ি কেজি পর্যন্ত ইউরিয়া মেশানো যায়।

  • @manojbaskey1542
    @manojbaskey1542 2 года назад +1

    Nice vedio

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @biplabdas9636
    @biplabdas9636 2 года назад

    নমস্কার নেবেন, স্যার এই জাতের চাড়া গাছ কোথায় পাওয়া যাবে? আর ফেরাস সালফেট কি সব গাছের ফুল চকচকে করে? আর আয়রন সমৃদ্ধ কোনও ঔষধ এর নাম জনালে ভালো হয়।

  • @krishnendusarkar98
    @krishnendusarkar98 Год назад

    Sir amister top er jaigai only amister dile hobe? R amister ta ki matite debo naki puro gache spray kore debo?

  • @kartikdhabal5644
    @kartikdhabal5644 2 года назад

    Thanks. ভালো লাগলো।

  • @moharmondal3353
    @moharmondal3353 2 года назад

    আমার বাড়িতে টবে অনেক গুলো গাঁদাফুলের চারা লাগিয়েছি ইদানীং লক্ষ্য করছি গাঁদা গাছের পাতা সরু হয়ে যাচ্ছে এবং পাতার ডগা গুলো শুকিয়ে যাচ্ছে কি সমস্যা বুঝতে পারছিনা কি ভাবে এ সমস্যার সমাধান করবো একটু বলে দিন ৷

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ডাল ছাঁটাই করে আরো অনেক গাঁদা গাছ
      তৈরি করে নিতে পারেন।
      আপাতত কম দামের ওষুধ সাফ পাউডার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
      গাছের গোড়ায় ওই ওষুধ মেশানো জল দেবেন।

  • @subhankardebnath1461
    @subhankardebnath1461 2 года назад

    Amistar top . Tulsi laga ba virus attack a kj korbe ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      কোনো কাজ হবে না। ঐ ওষুধ
      স্প্রে করবেন না।

  • @subhankarghosh6045
    @subhankarghosh6045 2 года назад

    Sir ami ganda phuler chas korte chai ektu help korben

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      বাখরাহাটের কাছে বিবিরহাট ওখান থেকে অটো ধরে ধরমপুর ওখানে গাঁদা ফুলের চারা পাওয়া যায়। এক টাকা করে দাম নেয় এখন ফুল ফুটবে ওখানে যোগাযোগ করতে পারেন

  • @soumenroy3078
    @soumenroy3078 2 года назад

    Thank you স্যার ,
    পটল গাছে অল উইন গোল্ড সুপার এবং মোবোমিন একসাথে মিসিয়ে স্প্রে করা যাবে স্যার? দয়া করে উত্তর দেবেন।উত্তরের আশায় রইলাম।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      সাত দিন ছাড়া ছাড়া স্প্রে করে যাবেন এ দুটো একসঙ্গে মিশিয়ে।
      তবে বিকাল পাঁচটার দিকে স্প্রে করবেন।

  • @radhikamandal4964
    @radhikamandal4964 2 года назад

    Namoshkar sir. Bharat sundori kul chash niye ekta vdo banaben plz

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      হ্যাঁ অবশ্যই ভিডিও করে জানাবো।
      একটু সময় দিন।

  • @sonabiswas4331
    @sonabiswas4331 2 года назад

    কাকা ফুলে কি মিরাকুলার দেয়া যাবে? আমি কিন্তু প্রতি বছর দিই ফলন বাড়ানোর জন্য

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      হ্যাঁ স্প্রে করা যাবে ।
      তবে পরিমাণটা কম দিতে হবে ।
      এক মিলি প্রতি লিটার জলে মিশিয়ে বিকালবেলা স্প্রে করবেন।

  • @namitamasid2313
    @namitamasid2313 2 года назад

    Khub nice...❤️❤️❤️

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @jaydebdhara1709
    @jaydebdhara1709 2 года назад

    স্যার আমার গ্যাদা বাগানের কুড়িগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে কি কীটনাশক দেওয়া যায়? মানে ফলস খেয়ে যাচ্ছে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ভোলিয়াম ফ্লেক্সি প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।

  • @sataswatiroy1966
    @sataswatiroy1966 2 года назад

    Sir siter cara amar Chad bagane korechi tobe ki phul asbe na akhon r ?bes boro hoyeche। Ki dile phul asbe joibovabe jodi paramors den upokrito hobo

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      একটু অপেক্ষা করতে হবে। এখন গাছ খুব বড়ো হয়ে যাবে।শাখা কেটে কেটে আরো গাছের সংখ্যা বাড়াতে পারেন। ফুল আসবে কিন্তু একটু দেরিতে। কোন ওষুধ ব্যবহার করতে হবে না

  • @mollabakibilla3845
    @mollabakibilla3845 11 месяцев назад

    লঙ্কা গাছে amister top কতোএমেল কতোদিন দিন পরে দেওয়া যাবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  11 месяцев назад

      দশ লিটার জলে সাত মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।

  • @nabakumardebnath5343
    @nabakumardebnath5343 2 года назад

    Sir,,Kaku
    Ami vendite 10 26 26 foliar sprey korbo, AR ai sprey ta continue kotodin deoua jabe, ami 2 months obdi dite Chai,, koydin chara sprey ta korte Hobe,, bikel 5 tar por sprey Jodi kori tahole poriman ta beshi dile khoti Hobe ki ?
    8-10 Gram/Litter deua jabe ??
    Obossoy uttar diben sir,,Namaskar

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ঐ সার এক রাত জলে ভিজিয়ে রাখতে হবে।
      প্রতি লিটার জলে 7/8 গ্রাম মিশিয়ে রাখবেন ।
      পরদিন খুব সকালে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ছেঁকে নিয়ে স্প্রে করবেন। পাঁচ দিন ছাড়া ছাড়া 5 / 6
      বার স্প্রে করবেন।

  • @koushikburman9896
    @koushikburman9896 2 года назад

    Sir Apple 🍎 gach niye ekta video korun

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      হ্যাঁ আমি আপেল গাছ লাগিয়েছি , ভিডিও করতে চেষ্টা করবো ।
      আসলে সময় পাচ্ছি না।
      অনেকদিন ছাড়াছাড়া বাড়ি যাই ফলে অসুবিধা হয় ভিডিও দেখাতে।

  • @ubdatewithbiswajit4607
    @ubdatewithbiswajit4607 2 года назад +1

    স্যার এখন বাঁধাকপি ফুলকপি বীজ ভালো কি হবে, বলুন please ঝাড়গ্ৰাম

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      এই ব্যাপারে ভিডিও আনছি।সব বুঝতে পারবেন।
      আর আমি যে কাজ করছি,
      সেটা দেখে,
      আমার সঙ্গে এগিয়ে চলুন।

  • @indrajitmukherjee2695
    @indrajitmukherjee2695 Год назад

    স্যার আমার গাঁদা গাছে ফুল আর কুঁড়ি কালো ও পূর্ণ ফোটার আগেই নষ্ট হোয়ে যাচ্ছে স্যার এর প্রতিকার কি আছে

  • @dilipbiswas4629
    @dilipbiswas4629 2 года назад

    দাদা পায়রার বিষ্ঠা দিয়ে কিভাবে সার তৈরি করবো?এটা গাছের জন্য কতটা উপকারী?

  • @maityamit2020
    @maityamit2020 2 года назад

    স্যার গুড় নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাও প্লিজ, গুড়ের যে কত মহিমা সেগুলো দেখাও।দয়া করে তাড়াতাড়ি ভিডিও টা বানান।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      হ্যাঁ আমি কথা দিয়েছি।
      আসলে সময় পাচ্ছি না ।
      ভিডিও করতেই পারছি না ।
      এখানে হাজার হাজার চাষীদের সঙ্গে কাজ করছি , কোম্পানির কাজ ও করছি,
      ভিডিও ছাড়তে পারছিনা।
      ভিডিও অনেক তৈরি হয়ে আছে ।
      আমি চেষ্টা করবো কিছু মনে করবেন না।

  • @newbud449
    @newbud449 2 года назад +1

    Excellent

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই। ভালো থাকুন
      আর এগিয়ে চলুন।

  • @purokait
    @purokait 2 года назад

    গুরু দেব, লঙ্কা গাছ লাগানোর আগে কি কি সার কতো পরিমাণ দেব

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      জৈব সার প্রতি গাছের গোড়ায় সরিষার খোল 20 গ্রাম অথবা গোবর সার 35 গ্রাম দেবেন।
      আর NPK 10 26 26সার 10 / 12 গ্রাম দিয়ে দু দিন পরে চারা রোপন করবেন।

  • @gouletkundu2434
    @gouletkundu2434 2 года назад +1

    দাদু আমার ছাদ বাগানে ক্যাপসিকামের একটা গাছ আছে সেটাতে তিন-চারটে ক্যাপসিকাম ধরেছে কিন্তু খুব একটা ক্যাপসিকাম বড় হচ্ছে নাকি ক্যাপসিকাম বড় করার জন্য কি দিতে হবে please বলবেন🥰😊

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      বায়ো ভিটা এক্স প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে NPK 20 20 20 স্প্রে করার জন্য এই সার পাওয়া যায় প্রতি লিটার জলে তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবে
      বিকাল পাঁচটার পরে সাত দিন ছাড়া ছাড়া তিন বার।

    • @gouletkundu2434
      @gouletkundu2434 2 года назад +1

      @@farmingadviseranathhalder7579 Thank you 😊 🙏 ☺ দাদু

  • @sukumarhemram8317
    @sukumarhemram8317 2 года назад

    ধন্যবাদ স্যার ভিডিও দেখে খুব ভাল লাগল
    স্যার একটা জিনিস বলেননি গাছ তুলসি পাতার মতো হচ্ছে কেন আমার গাঁদা গাছে হচ্ছে এর উপায় কি দিবো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      সাদা মাছির জন্য হচ্ছে।
      এজন্য বায়ার কোম্পানির মোভেন্ট
      এনার্জি প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে।

    • @sukumarhemram8317
      @sukumarhemram8317 2 года назад

      ধন্যবাদ স্যার

  • @bhimmalik9160
    @bhimmalik9160 2 года назад +1

    স্যার,শশা গাছ পোট সাড়া অর্থাৎ এক মাদা থেকে অন্য মাদায় / এক জমি থেকে অন্য জমিতে বসানো আমার ২০% গাছ নেই, জমিতে গাছের বয়স ২০ দিন, পোট সাড়ার নিয়ম বলুন( গাছের বয়স ও ওই গাছের ফলন কেমন হয়)

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      একটু দেরি হয়ে গেল।
      যখন দেখবেন গাছ বার হচ্ছে না ,
      আর পাশের মাদায় গাছ বেরিয়েছে
      তখন তখন সঙ্গে সঙ্গে বীজ বুনবেন।

  • @nantushee4195
    @nantushee4195 2 года назад

    আমার গাঁদা ফুলের বাগান আছে গাছের বয়স ১মাস১৮দিন তো এই বরসার কারণে গাছ খুব তাড়াতাড়ি লম্বায় বেড়ে যাচ্ছে কোন বিস দিলে গাছ লম্বায় বাড়াটা বন্ধ হবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      Aries কোম্পানির তৈরি Ferty Max K
      প্রতি লিটার জলে চার গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া ছাড়া তিন বার।

  • @laxmientertainment7692
    @laxmientertainment7692 Год назад

    চারা গাছে এ‍্যমিসটার টপ দেয়াজাবে পাতা ভালো রাখার জন্যে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      প্রতি লিটার জলে হাফ মিলি ( . 5 ) মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।

    • @laxmientertainment7692
      @laxmientertainment7692 Год назад

      @@farmingadviseranathhalder7579 ধন্যবাদ

  • @mrinalghosh.
    @mrinalghosh. 2 года назад

    Sir এখন কি কি ধান চাষ করা যেতে পারে রাই/সরষে চাষ করতে চাই
    সরু ধান এবং মোটা ধান দুটোর জাতই বলবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      এখন সন্তোষী ধান চাষ করলে ভালো হয়। এক ফুট পর্যন্ত জল যেখানে জমে সেখানে এই ধান চাষ করবেন মাঝারি আকারের ধান খুব সরু নয় খুব মোটা নয়।
      আর সরুর মধ্যে আপনাকে হাইব্রিড ধান চাষ করতে হবে ।
      PAN কোম্পানির 802 এই জাত টা ছয় ইঞ্চি জল দাড়ানো সহ্য করতে পারবে। অনেক ফলন হবে চাষ করতে পারেন।

  • @animalyard5185
    @animalyard5185 2 года назад

    Sir, ফুলিয়া থেকে 2 kg কালা ভাত ধান বীজ নিয়ে এলাম চাষ পদ্ধতি বলুন আর কি ধান আমন সময়ে চাষ করা যায় বলুন🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      এবারে শুকনো বীজ তলাতে ওই ধানে 5 থেকে 6 গ্রাম ব্যাভিষ্টিন পাউডার মিশিয়ে ছড়িয়ে দিন ।তারপরে শ্রাবণ মাসের 8/9 তারিখে সুযোগ পেলে রোয়া করবেন। এইবারে বেশি রাসায়নিক সার দেওয়া চলবে না গোবর সার দিয়ে রোয়া করলে খুব ভালো হয় সুগন্ধটা ভালো থাকবে ।
      আর ধান কাটবেন অগ্রহায়ণ মাসের 10/12 তারিখে।

  • @gouletkundu2434
    @gouletkundu2434 2 года назад +1

    দাদু তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল জবা গাছ কি ফসফরাস পছন্দ করেনা?? অতিরিক্ত ফসফরাস জবা গাছের গোড়ায় আমরা যদি দিই তাহলে কি জবা গাছের ফুল না আসার সমস্যা দেখা দেয়??please বলবেন🥰😊

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ফসফেটের পরিমান বেশি হলে গাছের বৃদ্ধি
      কমে যায়। ফলন ও কমে যায়।
      অকাল পরিপক্কতা দেখা যায়।

    • @gouletkundu2434
      @gouletkundu2434 2 года назад

      @@farmingadviseranathhalder7579 Thank you দাদু 😊

  • @pikughosh9091
    @pikughosh9091 2 года назад

    Sir kichu gachar kolom podhoti dekhan please

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আমার চ্যানেলে কলম করে চারা তৈরি পদ্ধতি নিয়ে ভিডিও আছে ভিডিওটা দেখুন সব বুঝতে পারবেন।

  • @user-bx4fb2uv3t
    @user-bx4fb2uv3t 2 года назад

    বেগুন গাছের পাতা হলুদ হয়ে ঝড়ে পড়ে যাচ্ছে, মাঠ কে মাঠ কি দেবো বলুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      দশ লিটার জলে দশ মিলি Amister Top
      সেই সঙ্গে Plantomycin চার গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।

  • @ganeshhait6396
    @ganeshhait6396 2 года назад

    স্যার পূর্ব মেদিনীপুর panskura তে কাজ করছেন. অন্তত একবার আপনার সাথে দেখা করার সুযোগ দেন.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আসলে গাঁদা ফুলচাষী ,গোলাপ ফুল চাষী, ও পান চাষীরা মিলে এক হয়ে আমাকে ছুটির দিনে এসে নিয়ে গিয়েছিল।
      আমিও বিনা পয়সায় কিছু ওষুধ দিয়ে এসেছিলাম। আমার ছুটির দিনে যদি নিয়ে যান চেষ্টা করবো।

  • @shampachoudhury8191
    @shampachoudhury8191 2 года назад

    স্যার কি সুন্দর জায়গা টা !

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      হ্যাঁ ঠিকই বলেছেন ।
      আসলে ওইসব জায়গাগুলোতে শুধু ফুল ভর্তি হয়ে আছে।
      আর একটা কথা মনে করিয়ে দি
      দিদিমনি,
      যে মানুষ ফুল এবং গানকে ভালোবাসে না সে মানুষ হিংস্র পশুর থেকেও খারাপ।

    • @shampachoudhury8191
      @shampachoudhury8191 2 года назад

      @@farmingadviseranathhalder7579 ঠিক স্যার ।এই দুটি ই আমার সঙ্গী । পেশা নয় তবে নেশা।

  • @user-it4cf8kk4g
    @user-it4cf8kk4g Год назад

    sir siter ful ar jup puka ar osud kee

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      খুব ভালো ওষুধ হলো সিনজেনটা কোম্পানির তৈরি ভোলিয়াম ফ্লেক্সি দশ লিটার জলে আট মিলি মিশিয়ে একবার স্প্রে করলেই উপকার পাবেন।

  • @sanjoyghosh8997
    @sanjoyghosh8997 2 года назад

    Sir মালটা লেবু গাছ খুব বড়ো হয়েগেছে কখন গাছ ছাটায় করতে হবে একটু বলেদিন না

  • @dhananjaysardar6919
    @dhananjaysardar6919 2 года назад

    স্যার ঝিঙে কূঠে হয়ে যাচ্ছে পতিকার বলুন। গাছের বয়স ১৫ দিন।

  • @user-it4cf8kk4g
    @user-it4cf8kk4g Год назад

    শ‍্যর তাড়া তাড়ি ফুল ফোটার উপাই কী

  • @naturetravel2420
    @naturetravel2420 Год назад

    স্যার গাঁদা গাছের পাতা কুকড়ে যাচ্ছে,গাছের গ্রোথ কমে যাচ্ছে কি করবো বলুন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      দশ লিটার জলে 15 গ্রাম Lancer gold
      সেই সঙ্গে চার গ্রাম উলালা মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার ।

  • @tapanbarik4879
    @tapanbarik4879 2 года назад

    স‍্যার নমস্কার নেবেন। বলছি সর্ণসিড কোম্পানির চমক এস এস ৪০৩ ধানের ফলন কেমন? একরে কত কেজি বীজ ফেলতে হবে? এবং কটা করে কাঠি রোয়া করতে হবে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধানটা নতুন এসেছে ঠিক বলতে পারছি না তবে যদি হাইব্রিড বীজ হয় তাহলে এক একর জমিতে চাষের জন্য ছয় থেকে সাত কেজি বীজ ধান ফেলবেন এবং রোয়া করতে হবে এক বা দু কালি করে ।
      আর যদি উচ্চফলনশীল ধান হয় তাহলে আপনাকে এক একর চাষের জন্য 18 থেকে20 কেজি ধান ফেলতে হবে এবং রোয়া করতে হবে 3 কালি করে।
      সরু ধান হলে 18 কেজি হলেই হবে আর মোটা ধান হলে 20 কেজি ফেলতে হবে।

  • @anandaghosh4299
    @anandaghosh4299 2 месяца назад

    স‍্যার গাধা ফুলের চারা 20 দিন হয়েছে। এখন কি মিনি চাপান সার কি দেবো? না npk 20/20/20 দেবো।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 месяца назад

      19 19 19 প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।

    • @anandaghosh4299
      @anandaghosh4299 2 месяца назад

      স‍্যার গাধা গাছে তুলসী লেগেছে কি কিটনাসক দেবো

  • @skray1603
    @skray1603 2 года назад +1

    স্যার, বয়স১২, এখন কাঁঠাল গাছে পরিচার্জা করা যাবে।আমি TSP ১ কেজি, পটাশ ১ কেজি, ইউরিয়া ৫০০ gm. ভাত ১ কেজি চলের, পুকুরের পাক ২ বালতি, এবার মাটি ঢাকা দিব। ঠিক দিচ্ছি কি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আমার চ্যানেলে কাঁঠাল গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও করা আছে। ওই ভিডিওটা দেখে নিন আশা করি আপনার উপকার হবে

  • @abhijitmandal6236
    @abhijitmandal6236 2 года назад

    Plz sir, video gulo te advataise off kora rakhle hobe valo hoto. Karon video mon dia delhar smoy advataise chole ele concentration ta nosto hoye ja6e.apner video dekhte valo lago

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      আসলে এসব কোম্পানির ব্যাপার।
      টিভিতে যেমন বিজ্ঞাপন গুলো দেখা যায় সেই রকম ব্যবহার।

  • @ashimbiswas665
    @ashimbiswas665 2 года назад

    কাকা গাঁদা ফুলের কালার ঠিক রাখতে কি ওষুধ দিতে হবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      পিজিআর প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন।
      আর লেজেন্ড একপাতা ১৬ লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন সাত দিন ছাড়া দুবার।

  • @subhraadhikary7274
    @subhraadhikary7274 2 года назад

    Dada aamar biche kola(Banana) r gacher kola gulo soru soru hocche .motei barche na.gacher mocha tik hocche.kintu kola barche na.ki korbo Jodi bolen khubi upokrito hobo .

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আপনার যদি গ্রামের দিকে বাড়ি হয় তাহলে পুকুরের পাঁক কলা গাছের গোড়ায় 4 বালতি তুলে দিয়ে দিন।
      আর কিছু করতে হবে না ।কলা মোটা হবে এবং গাছের চেহারা ও ভালো থাকবে । বিনা পয়সায় সবচাইতে ভালো কাজ হবে, কথা দিলাম ।
      এবার যদি শহরের দিকে আপনার বাড়ি হয় বা পুকুরের পাঁক যোগাড় করতে না পারেন তাহলে ওই গাছটায় কম করে দু কেজি সরিষার খৈল আর 10 26 26 সার 500 গ্রাম গোড়ায় দিয়ে মাটি চাপা দিতে হবে।

  • @subhaparnaloveabhi8883
    @subhaparnaloveabhi8883 Год назад

    Ai full gach lagano hoy kon mase

  • @tarunchakraborty5335
    @tarunchakraborty5335 2 года назад

    স‍্যার, আমার ঝিঙে গাছে ফল আসলেও ঝড়ে যাচ্ছে।উচ্ছে,করলাও চিচিঙ্গা গাছে ফুল সভাবে আসছেনা।কি করতে হবে জানাবেন।কলকাতার ছাদবাগানীকে সাহায্য করলে আমি উৎসাহ পাবো।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      মিরাকুলান প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে মোবোমিন দুই গ্রাম অনুখাদ্য সার মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
      এরপর ছত্রাক নাশক ওষুধ স্প্রে করবেন।

  • @whetherupdate7745
    @whetherupdate7745 2 года назад

    First view sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      প্রথম দর্শককে অসংখ্য ধন্যবাদ জানাই।

    • @whetherupdate7745
      @whetherupdate7745 2 года назад

      @@farmingadviseranathhalder7579 thank you so much sir

  • @purokait
    @purokait 2 года назад

    স্যার বুলেট লঙ্কা এখনও কি লাগানো যাবে ? দয়া করে জানাবেন উত্তরের অপেক্ষায় রইলাম

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      অবশ্যই লাগাবেন এখন তো বর্ষা সবে শুরু হয়েছে ,এখনো শীতের আগে পর্যন্ত ভালো ফল দেবে।

  • @parulsingh2951
    @parulsingh2951 2 года назад

    Sir,Dhaner beej tola SAADA hoye jachhe,somadhan bolben pls.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      প্রতি লিটার জলে দুই গ্রাম জিঙ্ক 12%
      EDTA সেই সঙ্গে কম দামের ওষুধ সাফ পাউডার আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল চারটার দিকে।
      চার দিন ছাড়া দুবার স্প্রে করবেন।
      ভালো হয়ে যাবে।

  • @soumitranaskar6012
    @soumitranaskar6012 2 года назад

    ও দাদু পেয়ারা গাছে কী সার মশলা দেব বা কী ওষুধ ব্যবহার করব একটু বলবেন প্লিজ। আমার গাছের বয়স এখন চার বছর। আমি তবে গোবর সার ব্যবহার করব।আর টোটাল গাছ সংখ্যা ৬২ তাহলে কত কেজি করে কি কি মশলা দেব প্লিজ বলবেন। দাদু আপনার চরণে শত কোটি প্রনাম।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আমার এখানে গাছ আছে ছয় হাজার।সব L49 জাত।
      আমি প্রতি গাছে 10 26 26 সার এক
      কেজি সেইসঙ্গে 200 গ্রাম ইউরিয়া ও
      অনুখাদ্য সার পানবাহার 100 গ্রাম মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে মাটি চাপা দিচ্ছি।

    • @soumitranaskar6012
      @soumitranaskar6012 2 года назад

      আমার তো এলাহাবাদ জাত।

  • @mrinalghosh.
    @mrinalghosh. 2 года назад

    Sir pan 802 টা কত কুইন্টাল হবে আমন এর সময়ে?? আর বোরো ধানের ও কয়েকটি ভালো ধানের জাত এর নাম বলবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ভালো করে যত্ন করলে 37 শতক বিঘা জমিতে আট কুইন্টাল ধান হবে।
      আর বোরো ধান চাষের সময় ভিডিও করে
      জানাবো।

  • @sudip3937
    @sudip3937 2 года назад +1

    স্যার,অনেকদিন পর। প্রণাম নেবেন। ভিডিওটা বেশ ভালো লাগল, সাথে মাঠ টাও।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      আপনারাও সপরিবারে ভাল থাকুন ।
      আমি যে কাজগুলো করছি ঐ কাজ করার চেষ্টা করুন যদি জায়গা থাকে।
      আমার পনের হাজার বাঁধা কপির চারা তৈরি হয়ে গিয়েছে ।আবার নতুন বীজ ফেলতে যাচ্ছি। এই ভিডিও গুলো আমি আনতে পারছি না ,খুব ব্যস্ততার মধ্যে জড়িয়ে পড়েছি।
      নিশ্চয়ই দেখাবো আমি।
      ভালো থাকুন সঙ্গে থাকুন আমিও আপনাদের সঙ্গে আছি ,ধন্যবাদ জানাই।

    • @sudip3937
      @sudip3937 2 года назад

      @@farmingadviseranathhalder7579 বাঃ স্যার। দারুন ব্যাপার! 😍 ভিডিওগুলো সময় করে দেবেন স্যার❤️

  • @jibandas9851
    @jibandas9851 2 года назад

    কাকু আমার পাঁচবছর বয়সের কাঁঠাল গাছ (উচ্চতা এগারো ফুট) চার ফুট শুকিয়ে গেছে উপরের দিকে, বাগানের বাকি সব গাছ স্বাভাবিক আছে কিন্তু এই গাছটি কেনো হলো জানি না, আগেও একই ভাবে একটি কাঁঠাল গাছ মারা গিয়েছে উপায় জানাবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      এখন কনিকা পাউডার প্রতি লিটার জলে তিন গ্রাম মিশিয়ে ঐ জল গাছের গোড়ায় ঢালবেন দশ লিটার। তিন দিন পর আবার
      ঐভাবে ঢালবেন ,
      আশাকরি গাছ মারা যাবে না।
      তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে।

  • @pinakihalder591
    @pinakihalder591 2 года назад

    Amster top koto din ontor dewa jabe dada

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      পাঁচ দিন ছাড়া ছাড়া ব্যবহার করবেন।
      তবে 5/6 বার ব্যাবহারের পর
      অন্য গ্রুপে চলে যাবেন।

  • @bongsunday145
    @bongsunday145 Год назад

    Sir এই গ্রীষ্মের গাঁদা ঠিক কী মাসে বসাবো?

  • @goutamjana8505
    @goutamjana8505 2 года назад

    স্যার আমি রায়দীঘি থেকে বলছি, এখন পালং বীজ বুনলে উপরে ছাউনি না দিয়ে, ধোনে পাতার মত যদি খড় বিছিয়ে রাখি তাহলে হবে না?????

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад +1

      ধনেপাতায় জল ধরে না কিন্তু পালং শাকের ক্ষেত্রে দু তিন দিন বৃষ্টি হলে প্রচুর ক্ষতির সম্ভাবনা থাকে। ওষুধের খরচ বেড়ে যাবে।

  • @glossygarden9473
    @glossygarden9473 2 года назад

    স্যার শশা আর ঝিঙে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতায় সাদা সাদা গুড়ো গুড়ো কি সব পাউডারের মতো, গাছে ফুল ফল নেই,কি করবো??? স্যার পাঁশকুড়া আর খিরাইয়ে প্রচুর গাঁদাফুলের চাষ হয়। আমি গিয়েছিলাম।আপনি কি হাওড়া হয়ে গিয়েছিলেন নাকি উলুবেড়িয়া??

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      আমি কুকড়াহাটি হয়ে গিয়েছিলাম।
      যাইহোক এখন আপনাকে ক্যাবরিওটপ প্রতি লিটার জলে দেড় গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে অথবা এমিস্টার টপ প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করতে হবে। সাদা পাউডার গুলো চলে যাক।

  • @travelersomnath2888
    @travelersomnath2888 2 года назад

    স্যার প্রনাম নেবেন। স্যার-পিজিআর ও অনুখাদ্য কেন এবং কখন প্রযোগ করতে হয়,বিশদে জানালে ভীষণ উপকার হয়।প্লিজ স্যার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      এখানে বলা সম্ভব নয়, অনেক সময় লাগবে।
      তবু বলি অনুখাদ্য কম পরিমাণে লাগে গাছের এটা একটা খাবার আর পিজিআর হলো গাছকে উত্তেজিত করে ,
      ফুল ফল আনতে সাহায্য করে,
      খাবার গ্রহণ করতে সাহায্য করে ইত্যাদি এসব কাজ করে

  • @habudolai4601
    @habudolai4601 Год назад

    গাদা গাছ ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাচ্ছে। এখন বর্ষাকাল সব সময় গাছের গড়া ও মাটি ভেজা থাকে ।কী করবো ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      প্রথমে কনিকা পাউডার প্রতি লিটার জলে দুই গ্রাম সেই সঙ্গে NPK O O 50
      এই সার দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।

  • @sarfrazalam5143
    @sarfrazalam5143 2 года назад

    Sir ganda phul chumay chumay moray jachay

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      মেরিভন দশ লিটার পানিতে আট মিলি সেই সঙ্গে তিন গ্রাম Streptocycline মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
      একবার স্প্রে করলেই উপকার পাবেন।

  • @souravsamantaofficial
    @souravsamantaofficial 2 года назад

    Bio potash, bio phosphate nia video korte bolechilam sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ইফকো কোম্পানির কনসোর্টিয়া প্রতি লিটার জলে 100 মিলি মিশিয়ে ঐ জল গাছের গোড়ায় ঢালবেন।
      ওর মধ্যে জৈব NPK আছে।