সাধারণত, একটা বয়সের পর একই জিনিসকে অন্যভাবে উপলব্ধি করার মত পরিণতমনস্কতা তৈরি হয় বেশিরভাগ মানুষেরই। তাই ছাত্রজীবনে বিপ্লবীদের জীবনী জানার প্রয়োজনীয়তা মূলতঃ যেখানে পরীক্ষার খাতায় কয়েক লাইন লিখে বেশি নম্বর পাওয়ার তাগিদে ছিল, প্রায় ৫০ ছুঁইছুঁই বয়সে সেটা অন্য আঙ্গিকে মনের কাছে ধরা দিতে চাইছে। তার মধ্যে আছে শ্রদ্ধা, তার মধ্যে আছে উপলব্ধি, আছে জিগীষা এবং অবশ্যই অগ্নিযুগের সেই সমস্ত প্রাতস্মরণীয় ঈশ্বরদের প্রতি খানিকটা যেন ক্ষমাপ্রার্থনার বিনম্র আবেদন! স্বাধীনতা সংগ্রামের মূল চরিত্রে সশস্ত্র বিপ্লবে যুক্ত যে সমস্ত বিপ্লবীদের নাম প্রথম সারিতে স্বর্ণাক্ষরে লেখা আছে, তাঁদের তৈরি করার পিছনে বহু গুরু এবং বিপ্লবী ছিলেন, যাঁদের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ ছিল- সেটা অনেকখানি অনুধাবন করা যায় আজকের এই অনন্যসাধারণ ভিডিওটির মধ্য দিয়ে। শুধুই তো "যুদ্ধাংদেহি" বলে লাফিয়ে পড়া নয়; তার প্রস্তুতি, যথাযথ শিক্ষা, স্ট্র্যাটেজি তৈরি করা, একটা পরিকল্পনা কোনওভাবে বিফল হলে তার পরিবর্তে প্ল্যান বি, প্ল্যান সি- কি হতে পারে, সেই সমস্ত বিষয়ে কঠোর অনুশীলন এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে নিজেদেরকে তৈরি করা- এটা কি খুব সোজা কথা হতে পারে? সহজেই অনুমেয়, সেই ভূমিকায় যাঁরা ছিলেন- তাঁদের শিক্ষাগত যোগ্যতা, বুদ্ধিমত্তা, সহজাত আজও প্রত্যুৎপন্নমতিত্ব- সমস্ত কিছুই আজও বিস্ময়ের এবং গবেষণা করার মত বিষয়! ভুলে গেলে হবে না- প্রতিপক্ষ ছিল আধুনিক রণনীতিতে পারদর্শী ধুরন্ধর ইংরেজরা, আর আমাদের বিপ্লবীরা ছিলেন অধিকাংশই খালি পা এবং ধুতি পাঞ্জাবি পরা, সাধারণ মধ্যবিত্ত বাড়ির ভালো সন্তান। আবার ছিল বিপ্লবীদের বিষয়ে ইংরেজদের কাছে খবর পাঠিয়ে নিজের আখের গুছিয়ে নেওয়া অনেক ঘরের শত্রু বিভীষণ! পরমশ্রদ্ধেয় যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় আধ্যাত্মিক চেতনায় কতখানি সমৃদ্ধ ছিলেন তার কিছুটা অন্তত আজকের এই ভিডিওতে আভাস পাওয়া গিয়েছে, সেই শক্তি তিনি কাজে লাগিয়েছেন দেশমাতৃকার সেবায়- পরোক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে। এই চান্না আশ্রম দেশমাতৃকার সেবায় এবং স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে গড়ে তুলেছিলেন তিনি এবং সেটিকে যথাযথভাবে কাজে লাগিয়েছিলেন- এরপরও আমরা যদি গৌরবান্বিত না হই, তাহলে সেটা বিস্ময়ের! আমি বর্ধমান জেলার ছেলে, অথচ "দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া!" তাইতো গুপী বাঘা বলেছিলেন- "কত কি জানার, কত কি দেখার- সবই তো বাকি; কিছুই দেখা হয় নাই!" তরুণ লেখক-গবেষক সৈকত, সৌম্যব্রত এবং সর্বোপরি আমার অত্যন্ত প্রিয় গবেষক-সাংবাদিক, কনটেন্ট-ক্রিয়েটর কুণাল - কি বলে আপনাদের কৃতজ্ঞতা জানাবো আমার জানা নেই, কিন্তু আপনাদের জন্যই এই পবিত্রভূমি তথা শ্রদ্ধেয় যতীন্দ্রনাথ বাবুর বিষয়ে জানতে পারলাম- এ আমার এবং আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গৌরবের। অঙ্গীকারবদ্ধ রইলাম- অন্ততঃ পুণ্য অর্জনের অভিপ্রায়ে এই তথ্য আমার পরিচিত সকলের কাছে প্রচার করব। অত্যন্ত মনোগ্রাহী ভিডিও, দুর্দান্ত স্ক্রিপ্ট, অসাধারণ সমস্ত চিত্রগ্রহণ, পরমশ্রদ্ধেয় বিপ্লবীদের প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন, স্থানীয় মানুষজন এবং বিপ্লবীর পরিবারের সদস্যের কাছ থেকে পাওয়া তথ্য- সব মিলিয়ে আপনার এই কাজ একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকলো, ভারতীয় নাগরিক হিসেবে আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে কৃতজ্ঞ, কুণাল! আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের শ্রীচরণকমলে শত কোটি প্রণাম।
শুধুমাত্র বিপ্লবী যতীন্দ্রনাথের নামটাই জানতাম,তাঁর ও অন্যান্য বিপ্লবীদের বিশাল কর্মকাণ্ড ও বিপ্লবের এক আঁতুড়ঘরের খবরে ভীষণভাবে সমৃদ্ধ হলাম। বড় ভাল লাগল।
দাদা দারুণ এইরকম videoই তো চাই একদম সামনে থেকে তুমি দেখেছ এবং আমাদেরও দেখার সুযোগ করে দিয়েছ । অসংখ্য ধন্যবাদ দাদা । সময় পেলে একদিন শৌলমারী আশ্রমের video করো ।
দেশের প্রতি আপনার ভালোবাসা আমাকে মুগ্ধ করে। আপনার এই সুন্দর কাজের জন্য আজ নতুন প্রজন্মের ছেলে মেয়েরা জানতে পারছে কিভাবে আমরা স্বাধীনতা লাভ করেছি। তারা জানতে পারছে আমরা একটা মহান দেশের নাগরিক। আমাদের ভারতবর্ষ একসময় সবার সেরা ছিল। নতুন প্রজন্ম আমাদের ভারতবর্ষের প্রকৃত ইতিহাস জানলে ভারতবাসী হিসাবে গর্বিত হবে এবং একদিন এই নতুন প্রজন্মের হাত ধরেই ভারতবর্ষ আবার তার পুরনো গৌরব ফিরে পাবে।
যাদের জন্য আমরা আজ আছি, এমন কত কিছু তাদের সাথে জড়িয়ে থাকা মহান ইতিহাস আছে যা আমরা আজও অজানা । তাদের কত নিরবে আত্মত্যাগের মহান আদর্শ আমাদের অজানা। ভগবান আপনাকে আশীর্বাদ করুক আপনি যেনো এরকম আরো অনেক অজানা তত্ব ইতিহাস উন্মোচন করুন। একটু হলে আমরা নিদ্রা ত্যাগ করে জেগে উঠি।
আপনার কাজের সুযোগ ঈশ্বরের ইচ্ছামত এগিয়ে যাচ্ছে।আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।ভবিষ্যতের জন্য ভবিষ্যতের প্রজন্মের জন্য তো বটেই। অজস্র ধন্যবাদ রইল।
সত্যিই কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো, আপনার মতো গুটিকয়েক লোক না থাকলে আমরা এইসব অলিখিত ইতিহাস সম্পর্কে জানতেই পারতাম না..... অনেক অনেক শ্রদ্ধা ও শুভকামনা রইলো ❤️🙏
আমি সোহম হালদার মেমারী তে থাকি। মামার বাড়ি এই চান্না গ্রাম। অমল ব্যানার্জি আমার নিজের দাদু হন। ছোট বেলায় অনেক গল্প শুনেছি এই আশ্রমে সর্ব পরি বিপ্লবি যতীন ব্যানার্জি র। আজ আবার সেই সব গল্প শুনে আনন্দিত হলাম।
@@arupdutta8916 bwn asansol local train dhore duto station TALIT tarpor KHANA JN oi khana jn station e neme station theke beriye toto dhore channa gram er asram bolle pouche debe
🇮🇳🙏🙏 জয় হিন্দ।। কুনাল ভাই, আজকের প্রতিবেদনে তুমি যা দেখালে ও শোনালে তাতে আমি আবেগে আপ্লুত। ঐ বিপ্লবীদের জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। 🙏🙏🙏স্বাধীনতা ইতিহাসের বীর শহীদদের বিপ্লব - এর লুকানো ইতিহাস -----!!! তুমি আছো বলেই আমরা গর্বিত। আজ আমার কাছে ঐতিহাসিক আকর্ষণের কোন প্রতিশব্দ নেই ,আছে শুধু তোমার জন্য আমার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। 🙏💞💞💞💞💞💞
দাদা আপনার অসাধারণ বর্ননা, অসাধারণ কন্ঠস্বর, অসাধারণ বাচনভঙ্গি, শুনলে মন মোহিত হয়ে যায়। খুব ভালো লাগে।আর আপনার ভিডিওগুলো দেখলে মনে হয় যেন ব্রিটিশ আমলেই ফিরে গিয়েছি। খুব খুব সুন্দর!👌❤️❤️❤️🥰🥰🙏🙏
Kunal bose you are great, as you started explore of indian independance fighting with british who they are not more but we mast not forget them.thanks to you, please go awhed.jai hind. Bandemataram.
Dear Kunalda, many many thanks for letting us know the heroic bravery and history of our Bengal and especially all those revolutionaries who have been forgotten. Jotindranath Bandopadhyay is probably one of them who influenced so many of our freedom fighters ! Thousand salutes to him and other compatriots !
অসংখ্য ধন্যবাদ🙏 যাঁরা সামনে এসে দাড়িয়েছেন তাঁদের আমরা জানি কিন্তু এই বিশালাকার বিপ্লবীদের যাঁরা তৈরী করতেন নানান ভাবে , তাঁদের কে আমরা কেউ ই জানি না । সবার অলক্ষে দেশমাতৃকার জন্যে আত্ম বলিদান করে গেছেন,ভাবলে অদ্ভুত অনুভূতি হয়। এতো দূরে বসে এই সব জানতে ও দেখতে পেয়ে আমি ধন্য ও আরো একবার ধন্যবাদ জানাই কুণাল ও তাঁর টীম কে🙏
Ashadharon ek kathai! Deepest and sincere thanks to you. Honestly, ei itihas jantam na. Thanks for expanding my horizon. Ki bhabe help kora sambhov janaben Ami USA theke bolchhi.
সাধুবাদ জানাই আই এম বোস চ্যানেল কে এত সুন্দর ভাবে চাননা গ্রাম কে তুলে ধরার জন্য অনেক অজানা তথ্য আপনাদের জন্য জানা সম্ভব হল। চান্না গ্রাম যাবার ইচ্ছে প্রকাশ করছি।
My grandma grew up in a little village called Channa under the shadow of the renowned freedom fighter Jatindranath Bandopadhyay during the British period.
Kunal sir apnar voice ta khub sundor sei level er voice love to hear your speech everything u said God bless you jay Hind ❤..I am your fan love from ahemdabad
It's a commendable, unique and exemplary effort on your behalf to revive and record the great roles played by Jatindranath Bandyopadhyay and other Bengali revolutionaries.
খুব ভালো লাগলো,নতুন কিছু জানলাম। নারায়ন সান্যাল এর 'আমি রাসবিহারী কে দেখেছি 'তে পড়ে ছিলাম রাসবিহারী বসু কে ছোট বয়সে যতীন্দ্রনাথ এর কাছে পাঠান ওনার শিক্ষক চারুচন্দ্র
অসাধারণ উপস্থাপন কুণাল স্যার, আপনার ভয়েসের ভক্ত আমি অনেক আগে থেকেই। গলসি রবীন্দ্র-নজরুল কলেজ অফ এডুকেশন থেকে ট্রেনিং করতে রোজ গলসি যেতাম কিন্তু চান্না গ্রামের কথা একেবারেই জানতাম না। ধন্যবাদ আপনার ভিডিও দেখে ওখানে যাবার ইচ্ছে জাগলো।🙏🙏🙏
সাধারণত, একটা বয়সের পর একই জিনিসকে অন্যভাবে উপলব্ধি করার মত পরিণতমনস্কতা তৈরি হয় বেশিরভাগ মানুষেরই।
তাই ছাত্রজীবনে বিপ্লবীদের জীবনী জানার প্রয়োজনীয়তা মূলতঃ যেখানে পরীক্ষার খাতায় কয়েক লাইন লিখে বেশি নম্বর পাওয়ার তাগিদে ছিল, প্রায় ৫০ ছুঁইছুঁই বয়সে সেটা অন্য আঙ্গিকে মনের কাছে ধরা দিতে চাইছে। তার মধ্যে আছে শ্রদ্ধা, তার মধ্যে আছে উপলব্ধি, আছে জিগীষা এবং অবশ্যই অগ্নিযুগের সেই সমস্ত প্রাতস্মরণীয় ঈশ্বরদের প্রতি খানিকটা যেন ক্ষমাপ্রার্থনার বিনম্র আবেদন!
স্বাধীনতা সংগ্রামের মূল চরিত্রে সশস্ত্র বিপ্লবে যুক্ত যে সমস্ত বিপ্লবীদের নাম প্রথম সারিতে স্বর্ণাক্ষরে লেখা আছে, তাঁদের তৈরি করার পিছনে বহু গুরু এবং বিপ্লবী ছিলেন, যাঁদের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ ছিল- সেটা অনেকখানি অনুধাবন করা যায় আজকের এই অনন্যসাধারণ ভিডিওটির মধ্য দিয়ে।
শুধুই তো "যুদ্ধাংদেহি" বলে লাফিয়ে পড়া নয়; তার প্রস্তুতি, যথাযথ শিক্ষা, স্ট্র্যাটেজি তৈরি করা, একটা পরিকল্পনা কোনওভাবে বিফল হলে তার পরিবর্তে প্ল্যান বি, প্ল্যান সি- কি হতে পারে, সেই সমস্ত বিষয়ে কঠোর অনুশীলন এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে নিজেদেরকে তৈরি করা- এটা কি খুব সোজা কথা হতে পারে? সহজেই অনুমেয়, সেই ভূমিকায় যাঁরা ছিলেন- তাঁদের শিক্ষাগত যোগ্যতা, বুদ্ধিমত্তা, সহজাত আজও প্রত্যুৎপন্নমতিত্ব- সমস্ত কিছুই আজও বিস্ময়ের এবং গবেষণা করার মত বিষয়! ভুলে গেলে হবে না- প্রতিপক্ষ ছিল আধুনিক রণনীতিতে পারদর্শী ধুরন্ধর ইংরেজরা, আর আমাদের বিপ্লবীরা ছিলেন অধিকাংশই খালি পা এবং ধুতি পাঞ্জাবি পরা, সাধারণ মধ্যবিত্ত বাড়ির ভালো সন্তান। আবার ছিল বিপ্লবীদের বিষয়ে ইংরেজদের কাছে খবর পাঠিয়ে নিজের আখের গুছিয়ে নেওয়া অনেক ঘরের শত্রু বিভীষণ!
পরমশ্রদ্ধেয় যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় আধ্যাত্মিক চেতনায় কতখানি সমৃদ্ধ ছিলেন তার কিছুটা অন্তত আজকের এই ভিডিওতে আভাস পাওয়া গিয়েছে, সেই শক্তি তিনি কাজে লাগিয়েছেন দেশমাতৃকার সেবায়- পরোক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে। এই চান্না আশ্রম দেশমাতৃকার সেবায় এবং স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে গড়ে তুলেছিলেন তিনি এবং সেটিকে যথাযথভাবে কাজে লাগিয়েছিলেন- এরপরও আমরা যদি গৌরবান্বিত না হই, তাহলে সেটা বিস্ময়ের!
আমি বর্ধমান জেলার ছেলে, অথচ "দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া!" তাইতো গুপী বাঘা বলেছিলেন- "কত কি জানার, কত কি দেখার- সবই তো বাকি; কিছুই দেখা হয় নাই!"
তরুণ লেখক-গবেষক সৈকত, সৌম্যব্রত এবং সর্বোপরি আমার অত্যন্ত প্রিয় গবেষক-সাংবাদিক, কনটেন্ট-ক্রিয়েটর কুণাল - কি বলে আপনাদের কৃতজ্ঞতা জানাবো আমার জানা নেই, কিন্তু আপনাদের জন্যই এই পবিত্রভূমি তথা শ্রদ্ধেয় যতীন্দ্রনাথ বাবুর বিষয়ে জানতে পারলাম- এ আমার এবং আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গৌরবের।
অঙ্গীকারবদ্ধ রইলাম- অন্ততঃ পুণ্য অর্জনের অভিপ্রায়ে এই তথ্য আমার পরিচিত সকলের কাছে প্রচার করব।
অত্যন্ত মনোগ্রাহী ভিডিও, দুর্দান্ত স্ক্রিপ্ট, অসাধারণ সমস্ত চিত্রগ্রহণ, পরমশ্রদ্ধেয় বিপ্লবীদের প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন, স্থানীয় মানুষজন এবং বিপ্লবীর পরিবারের সদস্যের কাছ থেকে পাওয়া তথ্য- সব মিলিয়ে আপনার এই কাজ একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকলো, ভারতীয় নাগরিক হিসেবে আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে কৃতজ্ঞ, কুণাল!
আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের শ্রীচরণকমলে শত কোটি প্রণাম।
ধন্যবাদ যথেষ্ট নয় এই লেখনীর জন্য। ভালোলাগে যখন আপনাদের পাশে পাই। এটাই পথ চলার অনুপ্রেরণা। এই কাজ করতে গিয়ে আমারও যেন সেই সময়ে হারিয়ে গিয়েছিলাম।
নিরালম্ব স্বামীকে অবলম্বন করে একটা সংস্কৃত চর্চা কেন্দ্র করা যেতেই পারে, তবে, প্রথম উদ্যোগ নিতে হবে গ্রামবাসীদের। জয়হিন্দ !
Recently I noticed some Bsngladeshi deliberately trying to undermine vivekananda.
🙏
😊😊😊
দাদা এই ভাবে আমাদের বিপ্লবীদের আজানা কাহিনী তুলে ধরার জন্য আপনাকে আসংখ্য ধন্যবাদ...।।
শুধুমাত্র বিপ্লবী যতীন্দ্রনাথের নামটাই জানতাম,তাঁর ও অন্যান্য বিপ্লবীদের বিশাল কর্মকাণ্ড ও বিপ্লবের এক আঁতুড়ঘরের খবরে ভীষণভাবে সমৃদ্ধ হলাম। বড় ভাল লাগল।
কত অজানা সত্য ঘটনা জানতে পারছি। দেখছি, গায়ে কাঁটা দিয়ে উঠছে। খুব ভালো লাগলো কুনাল ভাই। ❤
Onek onek onek dhonnobad dada. Puro Gaye sihoron khele gelo
দাদা অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমার জন্য অনেক কিছু জানছি শিখছি এবং ভাবছি।তুমি অনেক দূর এগিয়ে যাও আর আমাদের সমৃদ্ধ করো। জয় হিন্দ
কুনাল বোস কে আশীর্বাদ আমাদের প্রিয় নেতাজী মতিন ব্যনআরজঈ সব দেশপ্রেমিক বিপ্লবীদের কথা সকলের কাছে বারবার তুলে ধরুন।
তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাই ভাষা খুঁজে পাচ্ছিনা, জয় গুরুদেব নামপ্রভুকা মৃত্যুনজয়ী মহাপুরুষের চরণে শতকোটি প্রনাম ❤
দাদা দারুণ এইরকম videoই তো চাই একদম সামনে থেকে তুমি দেখেছ এবং আমাদেরও দেখার সুযোগ করে দিয়েছ । অসংখ্য ধন্যবাদ দাদা ।
সময় পেলে একদিন শৌলমারী আশ্রমের video করো ।
সবাই দাদার video share করো এবং এই chanel টিকে আরও মানুষের কাছে পৌছে দাও।
এই কন্ঠস্বর অনুপ্রাণিত করবে নব প্রজন্মকে অগ্নিযুগের ইতিহাস রক্ষায়!
Thank you Saikat
Yes...Absolutly True ❤️!
দারুণ একটা ভালো উপস্থাপনা করলেন কুনাল বাবু।
অসাধারণ একটা অনুষ্ঠান দেখলাম। এমন অজানা আরও ইতিহাস সামনে আসুক আপনার হাত ধরে। নমস্কার নেবেন। জয়হিন্দ
কুনালদা তোমার সত্যান্বেষনে অজানা ইতিহাসের স্বাক্ষী হয়ে রইলাম সঙ্গে তোমার কালজয়ী কন্ঠস্বর
কত কিছু এখন অজানা রয়ে গেছে।অনেক ধন্যবাদ আপনাকে কুণাল 🙏
ভারতের এক অজানা ইতিহাস জানতে পেরে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ তোমাকে
দেশের প্রতি আপনার ভালোবাসা আমাকে মুগ্ধ করে। আপনার এই সুন্দর কাজের জন্য আজ নতুন প্রজন্মের ছেলে মেয়েরা জানতে পারছে কিভাবে আমরা স্বাধীনতা লাভ করেছি। তারা জানতে পারছে আমরা একটা মহান দেশের নাগরিক। আমাদের ভারতবর্ষ একসময় সবার সেরা ছিল। নতুন প্রজন্ম আমাদের ভারতবর্ষের প্রকৃত ইতিহাস জানলে ভারতবাসী হিসাবে গর্বিত হবে এবং একদিন এই নতুন প্রজন্মের হাত ধরেই ভারতবর্ষ আবার তার পুরনো গৌরব ফিরে পাবে।
যাদের জন্য আমরা আজ আছি, এমন কত কিছু তাদের সাথে জড়িয়ে থাকা মহান ইতিহাস আছে যা আমরা আজও অজানা । তাদের কত নিরবে আত্মত্যাগের মহান আদর্শ আমাদের অজানা। ভগবান আপনাকে আশীর্বাদ করুক আপনি যেনো এরকম আরো অনেক অজানা তত্ব ইতিহাস উন্মোচন করুন। একটু হলে আমরা নিদ্রা ত্যাগ করে জেগে উঠি।
Narmaday Har
Kunal da Amara tomar sathe ache
আমাদের Netaji ঠিক ঘুরে আসবেন।।
নর্মদে হর
এগিয়ে চলুন নতুন নতুন তথ্য উন্মোচিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার কাজের সুযোগ ঈশ্বরের ইচ্ছামত এগিয়ে যাচ্ছে।আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।ভবিষ্যতের জন্য ভবিষ্যতের প্রজন্মের জন্য তো বটেই। অজস্র ধন্যবাদ রইল।
অজানা তথ্য জানতে পেরে ভীষণ ভীষণ ভালোলাগলো ❤অজানা তথ্য খুব সুন্দর ভাবে উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ কুনাল বাবু। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
আজকের পর্ব একেবারে অশ্রুতপূর্ব আনকোরা অধ্যায়। অজানা ইতিহাস সম্বন্ধে অবগত হলাম। কুনাল তুমি এগিয়ে চল । সঙ্গে আছি । শুভেচ্ছা ও শুভকামনা জানাই ।
Joy hind joy bharat
সত্যিই কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো, আপনার মতো গুটিকয়েক লোক না থাকলে আমরা এইসব অলিখিত ইতিহাস সম্পর্কে জানতেই পারতাম না..... অনেক অনেক শ্রদ্ধা ও শুভকামনা রইলো ❤️🙏
Khub bhalo laglo ei Channa gramer itihas shune .
Onek dhannyobad janai.
Thanks!
Welcome!
Dada apni je netaji and baki biplobi niye video banan amar khub bhalo lage. Jai hind , Jai Netaji,Jai Jatindranath
আমি সোহম হালদার মেমারী তে থাকি। মামার বাড়ি এই চান্না গ্রাম। অমল ব্যানার্জি আমার নিজের দাদু হন। ছোট বেলায় অনেক গল্প শুনেছি এই আশ্রমে সর্ব পরি বিপ্লবি যতীন ব্যানার্জি র। আজ আবার সেই সব গল্প শুনে আনন্দিত হলাম।
Burdwan Station theke ki bhabe jabo aktu bolben please
@@arupdutta8916 bwn asansol local train dhore duto station TALIT tarpor KHANA JN oi khana jn station e neme station theke beriye toto dhore channa gram er asram bolle pouche debe
🇮🇳🙏🙏 জয় হিন্দ।। কুনাল ভাই, আজকের প্রতিবেদনে তুমি যা দেখালে ও শোনালে তাতে আমি আবেগে আপ্লুত। ঐ বিপ্লবীদের জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। 🙏🙏🙏স্বাধীনতা ইতিহাসের বীর শহীদদের বিপ্লব - এর লুকানো ইতিহাস -----!!! তুমি আছো বলেই আমরা গর্বিত। আজ আমার কাছে ঐতিহাসিক আকর্ষণের কোন প্রতিশব্দ নেই ,আছে শুধু তোমার জন্য আমার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। 🙏💞💞💞💞💞💞
অনেক ধন্যবাদ কুনাল দা ছোট্ট বেলা থেকে আমার ইতিহাস জানার অনেক ইচ্ছে ছিল যা আপনার জন্য পুরন হচ্ছে ❤❤ অনেক শুভ কামনা রইল আপনার জন্য দাদা
Onek ojana kotha janlam r tomake janao aamar pranbhora bhalobasha abhabae agia cholo best of luck. Aami mone kori tumar onek boro obodan aamader projonmer jonno aajker samaj k sottita gift dawar jonno tomar kono tulona nae.
Khub valo bisoy nie video korechen . Khub valo laglo.
দাদা চান্না গ্রামের পাশে আমার বাড়ী, আর এখানে এত বছরের ইতিহাস আছে আমরা জানিনা ? ,,,,,,,জয় হিন্দ
দাদা আপনার অসাধারণ বর্ননা, অসাধারণ কন্ঠস্বর, অসাধারণ বাচনভঙ্গি, শুনলে মন মোহিত হয়ে যায়। খুব ভালো লাগে।আর আপনার ভিডিওগুলো দেখলে মনে হয় যেন ব্রিটিশ আমলেই ফিরে গিয়েছি। খুব খুব সুন্দর!👌❤️❤️❤️🥰🥰🙏🙏
Kunal bose you are great, as you started explore of indian independance fighting with british who they are not more but we mast not forget them.thanks to you, please go awhed.jai hind. Bandemataram.
ধন্যবাদ কুনাল জয় হোক তোমার জয় হোক আমাদের দেশের।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ জয়তু নেতাজী। জয় হিন্দ বন্দেমাতরম।
কুণাল বাবু আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব এর কোনো ভাষা নেই, জএ হিন্দ
খুউব ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক সমৃদ্ধ হোলাম | ধন্যবাদ কুনাল দা |
Asol itihas uthey asuk.. Kunal da tumi khub valo laj korcho go dada... Tomay khub dhonyobad... ❤🙏🙂
Dada apni sadhin vabe kaj korben bole sunechi chakri chere diyechen apnake onek anek anek dhonyobad.🙏🙏
দাদা আপনার ভিডিও দেখলে চোখে জল চলে আসে। ধন্যবাদ দাদা
যাক এতদিন পর সুন্দর ভাবে পুরো ইতিহাস টা অন্তত আপনি তুলে ধরলেন, আপনাকে শতকোটি নমস্কার🙏আপনার দীর্ঘায়ু ও আপনার চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি ❤️❤️❤️
আমাদের শহরের ইতিহাসকে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ দাদা। ফেব্রুয়ারি ৩ তারিখ বর্ধমান জেলাশাসক এর বাংলো থেকে আপনি যখন রাস্তা পার হতে দেখলাম আপনাকে।
Khub valo laglo video ta🙏🙏🙏
Dear Kunalda, many many thanks for letting us know the heroic bravery and history of our Bengal and especially all those revolutionaries who have been forgotten. Jotindranath Bandopadhyay is probably one of them who influenced so many of our freedom fighters ! Thousand salutes to him and other compatriots !
অসাধারণ সব তথ্য, ভীষণ সমৃদ্ধ হচ্ছি।
Anek anek darun 🥰❤️💥💥💥💥💥🤩😍🎉🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
Kunal,aami o abake hoi je aamader eto kache desh- Swadhiner majboot gupta thikana achche. Tomake khub bhalo rakhun mahatma army's group.
অসংখ্য ধন্যবাদ🙏
যাঁরা সামনে এসে দাড়িয়েছেন তাঁদের আমরা জানি কিন্তু এই বিশালাকার বিপ্লবীদের যাঁরা তৈরী করতেন নানান ভাবে , তাঁদের কে আমরা কেউ ই জানি না । সবার অলক্ষে দেশমাতৃকার জন্যে আত্ম বলিদান করে গেছেন,ভাবলে অদ্ভুত অনুভূতি হয়।
এতো দূরে বসে এই সব জানতে ও দেখতে পেয়ে আমি ধন্য ও আরো একবার ধন্যবাদ জানাই কুণাল ও তাঁর টীম কে🙏
Ashadharon ek kathai! Deepest and sincere thanks to you. Honestly, ei itihas jantam na. Thanks for expanding my horizon. Ki bhabe help kora sambhov janaben Ami USA theke bolchhi.
খুব ভাল লাগল।কত কিছু জানতে পারছি তোমাদের জন্য।
সত্যিই এমন কাজ বাংলায় হয় না দাদা, এগিয়ে চলো সাথে আছি, থাকবো।
I am from Purulia. Lots of Support with you
Very good brother iam from odisha
Oitihasik asrom sthan dorson koralen vison valo laglo.ki darun prakitik poribesh.
খুব ভালো লাগলো, কুণাল বাবু ধন্যবাদ।❤️🙏
সাধুবাদ জানাই আই এম বোস চ্যানেল কে এত সুন্দর ভাবে চাননা গ্রাম কে তুলে ধরার জন্য অনেক অজানা তথ্য আপনাদের জন্য জানা সম্ভব হল। চান্না গ্রাম যাবার ইচ্ছে প্রকাশ করছি।
I am grateful to you dada for covering our village ❤
অসংখ্য ধন্যবাদ ভাই এরকম একটা ভিডিও দেখানোর জন্য!
Apurba darun kaj korcho bhai sotti amra na jana history janlam
Beautiful presentation 🌹🌹🙏. Very nice video and vlog ❤😊..
Khub sundor upsthapona
Khube Bhalo Laglo
Mon chuye gelo ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Apnara onek bhalo o mohan kaaj korechen. Onek subhechha janachhi🙏
Apnar uposthapona ta khub sundor 👍🙏♥️♥️♥️♥️
Onek onek Subho kamona apnake , koto ojana othocho guruttopurno tothyo pacchi amra. Bhison bhalo laglo
শুধু মনে পড়ে এই মূহুর্তে জ্ঞান, কর্ম ও ভক্তি একে অপরকে জড়িয়ে আচ্ছে...
My grandma grew up in a little village called Channa under the shadow of the renowned freedom fighter Jatindranath Bandopadhyay during the British period.
Ashadharon journalism. Touching, moving. ❤
অসাধারণ কাজ
Baah Khub bhalo laglo 👌❤️ Abaro Osaadharon episode 🔥 Sotti oneek kichhu jaante parchhi..Gaay Kata diye uthlo...Chaliye jao..keep it up ❤️❤️❤️
এতকিছু জানলাম, খুব আনন্দ হল,জয় হিন্দ
Very good work Kunalda.you have made the viewers revisit unknown History of Indian National Movement
Opurbo osadharon darun laglo go ahead bless you 🎉
Kunal sir apnar voice ta khub sundor sei level er voice love to hear your speech everything u said God bless you jay Hind ❤..I am your fan love from ahemdabad
Jaigata ati sundar,manorom!
Good job ! Darun laaglo
উপস্থাপকে অনেক অনেক ধন্যবাদ।
Excellent Excellent Excellent
Khub valo laglo
তোমার প্রতিটি ভিডিও অসাধারণ তথ্য সমৃদ্ধ । আমি মিস্ করিনা একটাও।
It's a commendable, unique and exemplary effort on your behalf to revive and record the great roles played by Jatindranath Bandyopadhyay and other Bengali revolutionaries.
খুব - খুব সুন্দর উপস্থাপনা....অনেক অনেক ধন্যবাদ 🙏
এরকম আরও কাজের সাক্ষী থাকব আশা রাখি
Exploring the hidden truth,, that we do not know. Thank you apnake, Saikat babu r Soumya babuke. Osonkho dhonyobaad.
অসাধারণ একটি প্রতি বেদন ❤❤❤
নতুন প্রজন্মের কেউ এরকম প্রয়াস করলে ভালো লাগে।❤
Super Video🎥
Thank you Dada🙏
খুব ভালো লাগলো,নতুন কিছু জানলাম। নারায়ন সান্যাল এর 'আমি রাসবিহারী কে দেখেছি 'তে পড়ে ছিলাম রাসবিহারী বসু কে ছোট বয়সে যতীন্দ্রনাথ এর কাছে পাঠান ওনার শিক্ষক চারুচন্দ্র
অসাধারণ উপস্থাপন কুণাল স্যার, আপনার ভয়েসের ভক্ত আমি অনেক আগে থেকেই।
গলসি রবীন্দ্র-নজরুল কলেজ অফ এডুকেশন থেকে ট্রেনিং করতে রোজ গলসি যেতাম কিন্তু চান্না গ্রামের কথা একেবারেই জানতাম না।
ধন্যবাদ আপনার ভিডিও দেখে ওখানে যাবার ইচ্ছে জাগলো।🙏🙏🙏
Dada great job 👏 r o karo emni kajj...❤❤❤❤❤❤❤
রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম
আপনার ভালো কাজের জয় হোক
রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম
অসাধারণ
অনেক কিছুই অজানাছিল , বর্ধমানে কাছেই আমার বাড়ি কিন্তু কিছুই জানতাম না । সমৃদ্ধ হলাম।
Dada ami Kunal's Dairy Subscriber Chilam Onek Bhalo Lallo❤
আপনাদের উপস্থাপনা খুব বেশি ভালো। আরও একবার জেগে উঠতে ইচ্ছে করছে সংসারের মায়া জাল কাটিয়ে।
Ki darun video ta laglo bolta parbona