বান্দরবান ভ্রমণ | Bandarban Travel | নীলগিরি, নীলাচল, মেঘলা,চিম্বুক, শৈলপ্রপাত সহ ১ দিনে যা দেখলাম।

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 209

  • @taslimaakter1990
    @taslimaakter1990 Год назад +12

    নীলগিরি স্বণমন্দির চিম্বুক বীয়া সাঙ্গু নদী থানচি বাজার দেখেছি আর মনে রাখার মতো ভালো ছিলো কাছ থেকে মেঘ দেখা আনারস এর মধ্যে লেবু লবণ মরিচ দিয়ে জুম করে দেয় সেইটা অনেক বেশি মজা আপনাদের ভিডিও টা খুবই সুন্দর হয়েছে

  • @Bdviews-24
    @Bdviews-24 Месяц назад +1

    অসম্ভব সুন্দর একটা ভিডিও দেখলাম। এমন আরো ভিডিও দেখতে চাই। আপনার জন্য শুভকামনা রইল

    • @litonexpress965
      @litonexpress965  Месяц назад

      ভালোবাসা অবিরাম সাথে থাকার জন্য

  • @nozirahmed3669
    @nozirahmed3669 Год назад +10

    অপূর্ব সুন্দর বান্দরবান মন মুগ্ধ ধন্যবাদ আপনাদের সবাই কে ভালো থেকো ভাই।

  • @ন্যায়পথেরপথিক

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আল্লাহর নিয়ামতের প্রাকৃতিক দৃশ্যের সুন্দর সুন্দর স্হান সমূহ।

  • @ArifulIslam-rb9gy
    @ArifulIslam-rb9gy Год назад +3

    অনেক ব্লোগারই স্পটগুলো উপস্থাপনের চেয়ে নিজেকে বেশি ভিডিও করে এবং আগডুম বাগডুম বকে, কিন্তু আপনার ভিডিওর প্রতিটা মুহূর্তই তথ্যবহুল যা কয়েকবার টেনে দেখতে হয়, আপনার উপস্থাপনাও সেরা, এছাড়াও আপনার ভ্রমণ কম খরজে কম সময়ের মধ্যেই হয়, যা অনেকের জন্যই ভ্রমণটা সহজ করে দেয়। ধন্যবাদ প্রিয় ভাই!!! ❤❤❤

  • @zarnaaktar4968
    @zarnaaktar4968 Год назад +4

    অনেক সুন্দর ভাই একদিন ঘুরে আসবো ইনশাআল্লাহ।

  • @kaderykibria7785
    @kaderykibria7785 Год назад +6

    খুব-ই ভালো লাগলো দেখে কারণ মাত্র কয়েক দিন আগে-ই প্রতিটি স্পট ঘুরে এসেছি....!!

  • @rizveekhan6696
    @rizveekhan6696 Год назад +3

    চমৎকার উপস্থাপন ও নির্দেশনা। ❤

  • @salauddndj4221
    @salauddndj4221 Год назад +4

    ভাইয়া ভিডিও টা অনেক সুন্দর হয়েছে 🙂☺️

  • @sanjidaajmi1710
    @sanjidaajmi1710 11 месяцев назад +2

    Apnar video ta dekhe upokrito holam...thanks ...

  • @abulhossain822
    @abulhossain822 7 месяцев назад +2

    খুব ভালো লাগলো ধন্যবাদ

  • @ridwanrahman4554
    @ridwanrahman4554 Год назад +2

    অনেক ভিডিও দেখেছি কিন্তু আপনার ভিডিও এবং উপস্থাপনা খুবই সুন্দর ।

    • @litonexpress965
      @litonexpress965  Год назад

      ভালোবাসা নিরন্তর 💚

  • @beautifulbdland
    @beautifulbdland 10 месяцев назад +2

    😍❤️❤️❤️"অসাধারণ ভিডিও! ❤️❤️❤️ভিডিও গুলো ভাল লাগলো। আপনার পাসে আছি"❤️❤️❤️😍

  • @maariiam91
    @maariiam91 Год назад +5

    গিয়েছিলাম!!অসাধারণ সুন্দর জায়গা!!কাছ থেকে না দেখলে এত সুন্দর অনুভূতি কখনো আসেনা!

  • @md.minhazuddhin5595
    @md.minhazuddhin5595 Год назад +2

    আরো নতুন নতুন আপডেট দিবে নতুন কোন জায়গায় আপনাদের ভিডিও ভালো লেগেছে

  • @md.minhazuddhin5595
    @md.minhazuddhin5595 Год назад +5

    যেখানেই ট্যুরে যাবেন যাতায়াত এবং সমস্ত খরসহ আপডেট দিবেন যাতে করে আমাদেরও যেতে সুবিধা হয়

  • @mdbashar7414
    @mdbashar7414 Год назад +1

    ক্যামেরা চমৎকার,অনেক ধন্যবাদ।

  • @ShaAlamSonzu
    @ShaAlamSonzu Год назад +3

    অতি চমৎকার ও নান্দনিক উপস্থাপন। আপনার কাজের কোয়ালিটি খুবই ভালো। আপনার পরিবারের সদস্য হয়ে গেলাম। আমিও চেষ্টা করছি, পরামর্শ ও দোয়া কামনা করছি প্রিয় ভাইয়া। এগিয়ে যান....

  • @sahadathossainpalash5330
    @sahadathossainpalash5330 Год назад

    Masallah khub valo laglo

  • @ShahidulHaque-kz1yu
    @ShahidulHaque-kz1yu 10 месяцев назад

    লিটন ভাই অসাধারণ লাগল।

  • @mdalonstudents7613
    @mdalonstudents7613 Год назад

    Valo laglo apnr viedo good place

  • @travelwithrockyvhai
    @travelwithrockyvhai 11 месяцев назад

    অসাধারণ বাংলার প্রকৃতি

  • @mesbahuddin4365
    @mesbahuddin4365 Год назад +1

    খুব সুন্দর লাগছে ভাই

  • @joysreemarma8228
    @joysreemarma8228 Год назад +3

    আমার বাড়ী বাংগাল হালিয়া বেড়াইতে আসবেন

    • @litonexpress965
      @litonexpress965  Год назад +2

      ধন্যবাদ, নিশ্চয়ই এক সময় চলে আসবো। আমার পাহাড়ের মানুষের জীবন ধারা খুব কাছ থেকে দেখার ইচ্ছা 💚💚💚

  • @ayeshabegum8016
    @ayeshabegum8016 Год назад

    ভাইয়া অনেক সুন্দর লাগে

  • @SOCIALVIEW
    @SOCIALVIEW Год назад

    great sharing dear
    All the best...

  • @প্রকৃতিজ
    @প্রকৃতিজ Год назад +1

    সুন্দর

  • @shahinurrahman5075
    @shahinurrahman5075 Год назад +1

    ধন্যবাদ

  • @mamun-pj8tr
    @mamun-pj8tr Год назад

    Kotha gulo sundor kora 1shobde bolun r o onek sundor hobe.thanks

  • @HamidaBegum-hn1zz
    @HamidaBegum-hn1zz 4 месяца назад

    Nice

  • @hafsas_hennawork
    @hafsas_hennawork Год назад +2

    আচ্ছা গাড়ি ভাড়া কি নীলগিরি থেকে করা যাবে? আর রাতে রিসোর্ট এ stay করার পর পরেরদিন ঘুরার জন্য গাড়ি পাবো কোথায়?

    • @litonexpress965
      @litonexpress965  Год назад

      নীলগিরিতেই সব পাবেন

  • @fnftravelersbd
    @fnftravelersbd Год назад +1

    Nice place....

  • @goredekhirangeenprithvi4225
    @goredekhirangeenprithvi4225 Год назад +1

    ব্রাহ্মণবাড়ীয়া থেকে গিয়ে ১দিনে আসতে পারবো?

    • @litonexpress965
      @litonexpress965  Год назад

      রাতে যাবেন, সারাদিন ঘুরবেন আবার রাতের গাড়িতে চলে আসবেন

  • @amenakhanam5631
    @amenakhanam5631 Год назад

    Vaiya ei sob esport gulo te ki lukal jawa jai jemon prothom nilgiri gelem lukale tarpor lukale kore proti esport dekhte dekhte aslam eivabe lukal ghura jai kina janaben plz

    • @litonexpress965
      @litonexpress965  Год назад

      দেখা যাবে তবে অনেক কঠিন, কারন এই রুটে লোকাল বাস available না

  • @ArifulIslam-rb9gy
    @ArifulIslam-rb9gy Год назад +1

    ভাই, আমি আপনার সাজেক, রাঙামাটি, সিলেট, সুনামগঞ্জ, সীতাকুণ্ড ইত্যাদি ভ্রমণ গুলো দেখেদেখে অনুরুপ অনুসরণ করে ঘুরেছি❤❤❤, তবে এখন কক্সবাজার এবং সেন্টমার্টিন যেতে চাই কিন্তু আপনার কক্সবাজার সেন্টমার্টিনের কোনো ভিডিও তো পাচ্ছি না!!!

    • @litonexpress965
      @litonexpress965  Год назад +1

      ভাই আমি কয়েবারই সেন্টমার্টিন, কক্সবাজার গিয়েছি কিন্তু তখন ভ্লগ করা হতো না। কিন্তু খুব শীগ্রই আবার যাবো।

    • @ArifulIslam-rb9gy
      @ArifulIslam-rb9gy Год назад

      ইনশাআল্লাহ আমি আপনার ভিডিও অনুসরন করেই ওখানে ঘুরতে যাবো, এই আসায় রইলাম ভাই!!! তবে কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রোডের স্পটগুলো দেখতে দেখতে সেন্টমার্টিন পৌছলে মনেহয় কিছুটা লঙগদু থেকে রাঙ্গামাটি যাওয়ার মতোই ব্যাতিক্রমি হতো!!!

    • @ArifulIslam-rb9gy
      @ArifulIslam-rb9gy Год назад

      ❤❤

    • @ArifulIslam-rb9gy
      @ArifulIslam-rb9gy 3 месяца назад

      ভাই, কোলকাতা + দার্জিলিং এর ভিডিও চাই!!!

  • @AlaminMin-u5r
    @AlaminMin-u5r Месяц назад

    Bai 1 dine sob jaigate gale
    AeKta sporte koto Khan somui pabo

    • @litonexpress965
      @litonexpress965  Месяц назад

      এটা আপনার ওপর নির্ভর করে দেখাযায় নীলগিরিতে একটু বেশি সময় লাগবে এর বাইরে অন্য যে সকল স্পট রয়েছে সেখানে বেশি একটা সময় লাগে না

  • @sabirhossain3210
    @sabirhossain3210 4 месяца назад

    অসাধারণ ভিডিও ভাইয়া!❤️
    একটি প্রশ্ন ভাইয়া হোটেল ভাড়া ২ রুম ২৫০০ টাকা কি দরদাম করে নিয়েছিলেন নাকি ফিক্সড এটাই বলেছিলো তারা?
    জানাবেন প্লিজ

    • @litonexpress965
      @litonexpress965  4 месяца назад +1

      দরদাম করেছি💚

    • @sabirhossain3210
      @sabirhossain3210 4 месяца назад

      @@litonexpress965 আর একটি প্রশ্ন ভাইয়া শুনসি যে অফ সিজনে গেলে নাকি চাঁদের গাড়ি দামাদামি করে ভাড়া অনেকটা কমানো যায়
      আপনার মতামত কি এই ব্যাপারে?

  • @mehedihasanpalash4540
    @mehedihasanpalash4540 Год назад +1

    এগিয়ে যান স্যার 💛

  • @soikotsaha9477
    @soikotsaha9477 6 месяцев назад +1

    জায়গাগুলোর কোনটি কি থানচির মধ্যে বা কাছাকাছি পড়ে?আমরা বান্দরবন ঘুরে আসতে চাচ্ছি,কিন্তু থানচিতে ঝামেলা চলমান থাকায় থানচির বাইরে কোথাও ঘুরে আসতে চাচ্ছি

    • @litonexpress965
      @litonexpress965  6 месяцев назад

      না এগুলো থানচি থেকে দূরে

  • @mxmobarok5113
    @mxmobarok5113 Год назад

    Same hotel a giacilam 5 din Agee 2500 bolcilo amra 2000 bolcilam but dei nai .onek vlo hotel ata vaiya.amra 6 Jon 3 bike Nia giacilam

    • @litonexpress965
      @litonexpress965  Год назад

      ভাড়া মূলত নির্ভর করে শুক্রবার, শনিবার ও ছুটির দিনের ওপর ভিত্তি করে।

  • @MdRifatAhmed-sw4tk
    @MdRifatAhmed-sw4tk 2 месяца назад

    ভাই ক্যাবল বোটে কতো করে রাখে

  • @nahidulislam1711
    @nahidulislam1711 Год назад

    ভাই বান্দরবান এর সবগুলো জায়গা আমাদের নিজস্ব হাই এক্স দিয়ে কি ঘুড়া যাবে

    • @litonexpress965
      @litonexpress965  Год назад +1

      যাবে

    • @nahidulislam1711
      @nahidulislam1711 Год назад

      @@litonexpress965 নীলগিরি,, নীলাচল,, মেঘলা,, চিম্বুক পাহাড় এগুলো কি আমাদের বাড়ী থেকে নেওয়া নিজস্ব হাই এক্স দিয়ে ঘুরা যাবে

    • @nahidulislam1711
      @nahidulislam1711 Год назад

      ভাই একটু সঠিক পরামর্শ দিতে অনেক ভালো হতো

  • @yashfatasfia-sr5ee
    @yashfatasfia-sr5ee Год назад +1

    চাঁদের গাড়ির ভাড়া কত

  • @baymax7846
    @baymax7846 5 месяцев назад

    Okhane jawar upojukto time konta

    • @litonexpress965
      @litonexpress965  5 месяцев назад

      বর্ষা মৌসুমের শেষে

  • @NadimulDeCJ
    @NadimulDeCJ 2 года назад

    Valo laglo vi...

  • @hossainsaddamhossainsaddam6966
    @hossainsaddamhossainsaddam6966 9 месяцев назад

    কত তারিখ ট্যূর টা দিয়েছিলেন ভাই??

    • @litonexpress965
      @litonexpress965  9 месяцев назад

      সঠিক মনে নেই ভাই 💚

  • @Thedawg-l8r
    @Thedawg-l8r Год назад

    Bhai private car nia dhaka to bandarban er je spothulur kothabollen seikhane ki jao jabe?

  • @amirulislam2389
    @amirulislam2389 Год назад +1

    Capol gele ki kono problem hobe

  • @raisulalam8018
    @raisulalam8018 7 месяцев назад

    Vaia 4yrs 7yrs baby nie ki ei jayga gulo visit kora possible??

  • @abdunnayeem1125
    @abdunnayeem1125 8 месяцев назад

    প্রাইভেট কারে চড়ে কতটুকু দূরত্ব পর্যন্ত কভার করা যাবে ১ দিনে? চিম্বুক?

    • @litonexpress965
      @litonexpress965  8 месяцев назад

      সব যায়গায় যাওয়া যাবে

  • @mddaloarhossain2185
    @mddaloarhossain2185 Год назад +1

    1 দিনে সব জায়গা ভালো ভাবে গুরে দেখা যায়।

  • @maenterprise5424
    @maenterprise5424 Год назад

    so nice

  • @ashrafulislamriyad
    @ashrafulislamriyad Год назад

    ভাই টিআরএক্স ভাড়া করে সবগুলো জায়গায় যাওয়া যাবে নি?

  • @MdIJoy
    @MdIJoy 5 месяцев назад

    ভাই গাড়ির মূল্য তালিকা কি আপ ডাউন? নাকি শুধু যেতেই এতো টাকা?

  • @rimonahamed5297
    @rimonahamed5297 3 месяца назад

    14 august gele pani thakbe ki

  • @rayhanakond7015
    @rayhanakond7015 Год назад +1

    আচ্ছা একটা জানার বিষয় আমরা যদি গাড়ি রিজার্ভ করে নিয়ে যাই বাসা থেকে তারপরও কি ওখানে গিয়ে গাড়ি রিজার্ভ করতে হবে?

  • @JayedaAkter-ls3go
    @JayedaAkter-ls3go 11 месяцев назад

    গাড়ি কোন জায়গায় থেকে নিয়েছেন

    • @litonexpress965
      @litonexpress965  11 месяцев назад

      বান্দরবান শহর একেবারে শেষ পর্যন্ত দেখুন সব বিস্তারিত পেয়ে যাবেন

    • @JayedaAkter-ls3go
      @JayedaAkter-ls3go 11 месяцев назад

      ​@@litonexpress965ভাইয়া দেখেছি
      কিন্তু কোন জায়গায় দিয়া গাড়ি নিয়েছেন ভালো করে বুঝিনি

  • @SkTafazzulOm
    @SkTafazzulOm Месяц назад

    আপনি বান্দরবন যে গাড়ি দিয়ে ঘুরছেন সেই গাড়ির ড্রাইবারের নাম্বারটা দেন

    • @litonexpress965
      @litonexpress965  Месяц назад

      ভিডিওর শেষ অংশ দেখুন

  • @aminali3750
    @aminali3750 Год назад

    কোন সময় গেলে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যাবে

    • @litonexpress965
      @litonexpress965  Год назад

      বর্ষা মৌসুমের শেষে

  • @naimurrahmandurjoy9324
    @naimurrahmandurjoy9324 Год назад

    ভাই মময়মনসিংহ থেকে নিজস্ব প্রাইভেট কার/হায়েস নিয়ে যেতে চাচ্ছিলাম নীলগিরি, এ বিষয়ে মতামত চাই

    • @litonexpress965
      @litonexpress965  Год назад

      সমস্যা নাই প্রাইভেট হলে নিজের ইচ্ছে মতো ঘুরে ঘুরে দেখতে পারবেন

    • @sharminvlogs6225
      @sharminvlogs6225 Год назад

      নিজের গাড়ি নিয়ে না যাওয়াই ভালো, গাড়ি রাখার প্লেস না পেলে আর এক জ্বালা, গাড়ি কোথায় কিভাবে আছে চিন্তা করব নাকি ঘুরার আনন্দ নেই

  • @fariaislam7872
    @fariaislam7872 Год назад

    বান্দরবান থেকে নীলগিরি যেতে কতক্ষন সময় লেগেছে? আর সকাল কয়টায় রওনা দিতে হয়েছে?

    • @litonexpress965
      @litonexpress965  Год назад +1

      বান্দরবান থেকে নীলগিরি যেতে ২ ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে । আর যত সকালে যেতে পারবেন ততই সৌন্দর্য বেশি উপভোগ করতে পারবেন।

    • @fariaislam7872
      @fariaislam7872 Год назад

      @@litonexpress965 thank you.

  • @sahariasaimon4498
    @sahariasaimon4498 Год назад

    লোকালে গেছে জনপ্রতি কত টাকা ভাড়া?

  • @tarek123khan5
    @tarek123khan5 2 года назад +1

    ভাই কয়টার সময় জেতে হবে

    • @litonexpress965
      @litonexpress965  2 года назад

      বুঝলাম না ক্লিয়ার করে বলুন

  • @mdnazrulislam-tq1fz
    @mdnazrulislam-tq1fz Год назад

    Chandler gari vara koto bai

    • @litonexpress965
      @litonexpress965  Год назад

      জনপ্রতি ২৫০ ছিল একবছর পূর্বে

  • @kmahmedhabib6132
    @kmahmedhabib6132 Год назад

    দাদা সীতাকুণ্ডের স্পটগুলো ঘুরে ১ দিন ১ রাত ঘুড়ে, তারপর বান্দরবান কিভাবে যাওয়া যায়?

    • @litonexpress965
      @litonexpress965  Год назад

      এখান থেকে চট্টগ্রাম চলে যাবেন আর চট্টগ্রাম থেকে বান্দরবানের এভেইলএবেল গাড়ি আছে

    • @kmahmedhabib6132
      @kmahmedhabib6132 Год назад

      দাদা সীতাকুণ্ড থেকে বান্দরবানের গাড়ি পাওয়া যাবে?

  • @mdsakib-cj1ey
    @mdsakib-cj1ey Год назад

    Bhai Ami eka jabo sharadin ghurar jonno kivabe gari vara nibo

    • @litonexpress965
      @litonexpress965  Год назад

      ওখানে গিয়ে কোন একটা গ্রুপে এ্যাড হোয়ে যেতে পারেন অথবা সিএনজি বা বাইক নিতে পারেন।

    • @mdsakib-cj1ey
      @mdsakib-cj1ey Год назад

      @@litonexpress965 bike e koto tk vara nite pare vaya

  • @ShuhratJahanBhuiyan
    @ShuhratJahanBhuiyan Год назад

    vaia gari ki apnader round trip chilo?abar bandorban shohore drop korechilo? and total 5k+?

    • @litonexpress965
      @litonexpress965  Год назад

      হ্যা, রাউন্ড ট্রিপ

  • @a_r_i_y_a_n497
    @a_r_i_y_a_n497 Год назад

    ভাই হোটেল টা কোথায় আর নাম কি বলবেন প্লিজ

  • @Miraj2342te
    @Miraj2342te 2 года назад

    রুমা উপজেলার স্পটগুলো কবে আগের মতো হবে

  • @shaukautfiroz5762
    @shaukautfiroz5762 Год назад

    zonaab okhane uchu paharer upor venezuelar moto iconic hotel park shoho okhane paharer ekh pranto thee ke shomudro porzonto teli ferico ba cabble trein dile bissher onek turist asshbe orthonitite desh unnoto hobe

  • @MdMaruf-yo4vi
    @MdMaruf-yo4vi Год назад

    ভাইয়া সাড়ে চার হাজার বা পাঁচ হাজার টাকায় পার পারসন,মোট সাতজন যদি যাই।
    তাহলে দুইদিন stay করে,৪,৫ জায়গা ঘুরা সম্ভব?

    • @litonexpress965
      @litonexpress965  Год назад

      হ্যা ভালো ভাবে হয়ে যাবে।

  • @krishnakaberi8036
    @krishnakaberi8036 2 года назад

    nice

  • @AsifulIslamMunna
    @AsifulIslamMunna Год назад

    আপনারা কি নিজেরাই নাকি কোন অফিসিয়াল গ্রুপ এর সাথে

  • @233rajumolla7
    @233rajumolla7 Год назад

    ১ দিনে ৭ টা জায়গা তে গেছিলাম

  • @sanjidaislam2433
    @sanjidaislam2433 Год назад

    চাঁদপুর থেকে কী ১ দিনে ঘুরে আসা সম্ভব??

  • @Travel_with_Kawser
    @Travel_with_Kawser Год назад

    কোন সময় গেলে সবচেয়ে বেশি সুন্দর এখন গেলে কেমন হবে

    • @litonexpress965
      @litonexpress965  Год назад +1

      বর্ষা মৌসুমের শেষে গেলে সব থেকে বেশি সুন্দর, তবে ভ্রমণের উপযুক্ত সময় শীত মৌসুম।

  • @jawadiftida5830
    @jawadiftida5830 Год назад

    বান্দরবান থেকে একদিনে এই সকল জায়গায় ঘুরলে কত টাকা খরচ পড়বে???

  • @delwarhossain4083
    @delwarhossain4083 9 месяцев назад

    ‌নি‌জের গাড়ী নি‌য়ে কি নিল‌গি‌রি যাওয়া যা‌বে ?

  • @mdhabib9363
    @mdhabib9363 Год назад +1

    ভাই ওখানে প্রাইভেটকার নিয়ে ঘুরাঘুরি করা যায় না

  • @MdZahidulKhondokar
    @MdZahidulKhondokar 9 месяцев назад

    বাইকে দুই জন সব জায়গা ঘুরা যাবে

  • @salauddndj4221
    @salauddndj4221 Год назад

    এই জায়গায় গুলো তে যাওয়া জন্য যদি আমি বাস নিয়ে যাই যাওয়া যাবে ??
    একটু অনুগ্রহ করে বলবেন !

  • @SaifullahKhalid-qd1rj
    @SaifullahKhalid-qd1rj Год назад

    Number কোথায়

  • @bd71tofsird35
    @bd71tofsird35 Год назад

    চিম্বুক, শৈলপ্রপাত,ডবল হ্যন্ড,ভিউপয়েন্ট নীলগিরি আমরা পাঁচজন কীভাবে ঘুরতে পারি একদিনে জন্য সিএনজি কী পাওয়া যায়

    • @litonexpress965
      @litonexpress965  Год назад

      আমাদের মতো ঘুরতে পারেন, অথবা সিনএনজিতে ৫ জন কষ্ট করে বসতে পারলে সেটও পারেন।

    • @bd71tofsird35
      @bd71tofsird35 Год назад

      @@litonexpress965 সিএজি ভাড়া কতো আর আপনাদের মতো গেলে কতো পড়বে একটু আইডিয়া দেন আর কম দামের হোটেল ভাড়া কতো

    • @litonexpress965
      @litonexpress965  Год назад

      ভাই কষ্ট করে ভিডিওটা দেখেন সব কিছুই বলে দিয়েছি।

  • @jahidkhan2832
    @jahidkhan2832 4 месяца назад +1

    হোটেলের নাম্বারটা দেওয়া যাবে?

    • @litonexpress965
      @litonexpress965  4 месяца назад

      সবই দিয়ে দিয়েছি একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, পেয়ে যাবেন।

  • @amritathakur2925
    @amritathakur2925 Год назад

    সায়েদাবাদ কাউন্টারের নম্বর দেন

  • @MdRony-pb9ek
    @MdRony-pb9ek 2 года назад

    ভাই কতো তারিখে গিয়েসিলেন। এখন কি নিলগিরি যাওয়া যায়।

    • @ashikislamakib
      @ashikislamakib 2 года назад

      ????????

    • @litonexpress965
      @litonexpress965  2 года назад

      ০১/১০/২২ তারিখ গিয়েছিলাম। নীলগিরি কোন সমস্যা নেই। অর্থাৎ এই ভিডিওতে যে সকল স্পট আমরা ঘুরেছি এগুলোতো সমস্যা নেই। শুধু রুমা উপজেলা সাময়িক বন্ধ।

  • @ABDULSATTARABDULSATTAR-cy1jn
    @ABDULSATTARABDULSATTAR-cy1jn Год назад

    ভাই আপনার সাথে ঘুড়া জাবে

  • @blackhorse2226
    @blackhorse2226 Год назад

    হোটেল এর নাম কি?

    • @litonexpress965
      @litonexpress965  Год назад

      আমার তো মুখস্থ নেই ভাই, ভিডিওতে তো সবই বলেছি একটু কষ্ট করে দেখে নিন।

  • @jonkabir24680
    @jonkabir24680 Год назад

    Vai amra 12 tarik jabo চান্দের গারি নাম্বার দেন

    • @litonexpress965
      @litonexpress965  Год назад

      চান্দের গাড়ির নাম্বার নাই, সিরিয়ালে চলে তাই নাম্বার প্রয়োজনও নেই....

  • @nipa9102
    @nipa9102 Год назад

    দুইজন গেলে সিনজি পাওয়া যাবে না ঘুরার জন্য

  • @nafiulkarim4216
    @nafiulkarim4216 2 года назад

    total cost koto porse?

    • @litonexpress965
      @litonexpress965  2 года назад

      বগালেক ও কেওক্রাডং সহ ৮০০০

  • @palokdas3830
    @palokdas3830 Год назад

    সিএনজি ভাড়া করলে তারা কি প্রতিটি স্পট দেখাবে?

  • @Injoygz4mq
    @Injoygz4mq 11 месяцев назад

    ক্যামেরা ব্লগিংয়ের উপযোগী নয়

  • @HarendraDebbarma-e9d
    @HarendraDebbarma-e9d 2 месяца назад

    Bangladeshi sarkar are bhai fer ke bolchhi, bandorbon kalajari pahar dekhte jan,kintu porbes ninno.amader darjiling alaka gurease dekho forak ta pabe shahar pahar sab saman odikar.kintu apnader.apnader bola thik na.tumra bolbo tumader manobota nei protyek rastay rastay dekhechhi trible dukani der shon bash chhara kuno dukan pat nei teen ba paka dukan nei.ataki manobota.ataki nanglesher gonotontro.chhi chhi.

    • @litonexpress965
      @litonexpress965  2 месяца назад

      কি বলতে চেয়েছেন? হয় ইংরেজিতে নয়তো বাংলায় লিখুন বাংলিশ বুঝতে কষ্ট হচ্ছে।

  • @dipokmohontha158
    @dipokmohontha158 2 года назад

    Nice