Ghetu Putro Komola | Bangla Full Movie | Humayun Ahmed | Tariq Anam Khan | Munmun Ahmed | Channel i

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 3,3 тыс.

  • @sadiakhanam7583
    @sadiakhanam7583 3 года назад +226

    "ভালোবাসা আর ঘৃণা দুটোই মানুষের চোখে দেখা যায় " এত গভীর উপলব্ধির কথাগুলো এত সহজভাবে কিভাবে বলতে পারেন! অনেক শ্রদ্ধা রইল শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের প্রতি।

  • @sandipankundu3852
    @sandipankundu3852 2 года назад +188

    I am from West Bengal, India.This is for the first time I am seeing a movie of Humayun Ahmed sir and I finally ended up crying after seeing the last part of the movie This movie is a master piece and classic movie in Bengali cinema.Humayun sir is very similar to our beloved Satyajit Roy sir and lot of respect to Humayun Ahmed sir for creating such a classic movie.

    • @aparadisebird
      @aparadisebird 2 года назад +8

      Thank you for your appreciation.

    • @69sakibkhan
      @69sakibkhan 2 года назад +8

      Although he is not as similar Statute of Great Satyajit Ray, but he has his unique style which can bring out audience emotions.

    • @raqibulhasan4351
      @raqibulhasan4351 2 года назад

      Do you know what is the meaning of GHETU-PUTRO????

    • @Hmnp910
      @Hmnp910 Год назад +2

      Satyajit is more rich in wealth than direction or film making. He got attention with money

    • @akmamannan325
      @akmamannan325 Год назад +2

      ​@@Hmnp910২০২৩ সনের ২৬ শে মে
      নাটক টি দেখে গরীব মানুষের জীবনের কত কঠিন সত্য ঘটনা এই সমাজে সমাজে প্রতিনিয়তি গটে চলেছে।

  • @md.rowsonali4824
    @md.rowsonali4824 2 года назад +10

    এই শ্রেষ্ঠ চলচ্চিত্রটি অস্কার পাওয়ার যোগ্য। হুমায়ুন আহমেদের মতো এরকম গুণী লেখক আগামী ১০০ বছরেও আসবে কী না সন্দেহ।
    কত স্বাভাবিকভাবেই না হবিগঞ্জ জেলার ঘেটু অপসংস্কৃতিকে তুলে ধরেছেন তিনি। এক কথায় অনন্য। 💓

    • @Reformist46664
      @Reformist46664 7 месяцев назад

      হুম, অস্কার তো ছেলের হাতের মোয়া👀👀যত্তোসব

  • @Sohel_SL
    @Sohel_SL 3 года назад +36

    অনেক সুন্দর ছিল।।। চোখের পানি আটকানোর সাধ্য আমার ছিল না। গরিবের জীবন যে কত দুর্বিষহ তাই এখানেই নির্মম পরিহাসে উপস্থাপন করা হয়েছে, যা হৃদয়কে নাড়া দিয়েছে। এক কথায় অসাধারণ।

  • @shahdat17
    @shahdat17 Год назад +9

    আমি যতই দেখছি ততই হুমায়ুন স্যারের প্রতি মুগ্ধ হচ্ছি।
    একটা ডকুমেন্ট এত সুন্দর চলচ্চিত্রের মধ্যেমে তুলে ধরা যায় সত্যি অসাধারন 😮
    যদিও মুভিতে সমকামিতা দেখানো হয়েছে যেটা সমস্ত ধর্মের জন্য না জায়েজ।
    আর যার ২০২৩ সালে এসে বিভিন্ন আধুনিক মুভি রেখে এই মুভি দেখছেন তাদের রুচির সাধুবাদ জানাই ❤

  • @ataurkhan2834
    @ataurkhan2834 2 года назад +56

    আলহামদুলিল্লাহ, এত নিকৃষ্ট কুসংস্কার সমাজ থেকে দূর হয়েছে।
    খুব কষ্ট লাগলো, সমাজে ভালো মানুষেরাই যুগ যুগ ধরে অত্যাচারিত হয়, এই মুভি তার প্রমাণ।

    • @sheehan92
      @sheehan92 Год назад +4

      🤣🤣🤣🤣 This is in your religion, Allah has promised gilmans to mumins who go to heaven.

    • @shimulshimul7931
      @shimulshimul7931 Год назад

      ​@@sheehan92Gilman are not use for sexual purpose. They are as waiters. Nothing else. Can u give me any a single word of reference as gilman are for sexual pleasure? No. It is my challenge.. Idiot. In hinduism there is also many misconceptions. Like sati daho protha. People are bad but my religion is not.

    • @fuadhussain818
      @fuadhussain818 8 месяцев назад +4

      Look Who is Talking, যাদের দ্রপদির ফ্যান্টাসি ই ছিলো গ্যাংব্যাং 🤣​@@sheehan92

    • @sheehan92
      @sheehan92 8 месяцев назад

      @@fuadhussain818 surah anfal verse no. 1

    • @musfikaislam3986
      @musfikaislam3986 7 месяцев назад

      ​@@sheehan92ছাগলের মতো কথা বলার আগে পরেরবার একটু মাথায় কিছু রাখবেন,,, পড়াশোনা করবেন,,,ধর্ম সম্পর্কে জানবেন তারপর কমেন্ট করবেন। ইসলামে সমকামীতা সম্পুর্ন নিষিদ্ধ। এই সংস্কৃতি সম্পুর্ন ইসলাম বিরোধী এবং জমিদারের বানানো সংস্কৃতি।

  • @user-pihu18_
    @user-pihu18_ 4 года назад +430

    চোখের জল আটকাতে পারছিনা ।
    খিদের জ্বালা গরীবের কষ্ট কেউ বুঝবে না
    আজ খুব কেঁদেছি এই সমজের কঠিন নির্মম সত্যি দেখে

    • @fashiongallery6593
      @fashiongallery6593 3 года назад +13

      আমি খুব কষ্ট পেয়েছিলাম আর চোখের জল অজস্র ঝরেছে । বুকটা খাঁ খাঁ করছিল। ভিডিও শেষ হওয়ার পরও কান্না থামাতে পারছিলাম না, অনেক হৃদয় বিদারক দৃশ্য। হায় রে টাকা!!! গরীবদের সামান্য টাকার জন্য কতই না নির্যাতিত হতে হয়েছে জহির এর মতো হাজারো কিশোর কে। জহির কে খুন করা হলো অথচ খুনিকে কোন সাজা দেওয়া হলো না। টাকা দিয়ে সব ধামাচাপা দিলেন কিন্তু এটা বুঝল না টাকা দিয়ে একটা অসহায় মায়ের কোল সন্তান হারানোর শোক মুছা যায় না,ছিঃ ছিঃ ছিঃ ধিক্কার!! জুতার বারি এমন নরপিশাচ রাজাকারদের থু!!!

    • @summumbonum364
      @summumbonum364 3 года назад +2

      তুমি মেয়ের ছবি লাগাইচ বলে তোমার কত লাইক হতেওত পার তুমিও কমলা৷

    • @user-pihu18_
      @user-pihu18_ 3 года назад +6

      @@summumbonum364 আপনি কি উন্মাদ
      মেয়ের ছবি মানে ।
      ওটা আমার ছবি

    • @shafiqnayem9287
      @shafiqnayem9287 3 года назад +3

      @@summumbonum364 ভাই নে like খা

    • @tawsifrezachowdhury7478
      @tawsifrezachowdhury7478 3 года назад +2

      @@summumbonum364 eta kn dhoroner kotha?

  • @mdmozammalhossain6279
    @mdmozammalhossain6279 4 года назад +529

    ধন্যবাদ নির্মাতা হুমায়ুন আহমেদ স্যার কে, খুবই হৃদয় বিদারক ছিল।
    আর সে সাথে ঘৃণা করি তখনকার জমিদার প্রথাকে।।

    • @mdjabbar6741
      @mdjabbar6741 4 года назад +1

      9 bomber chobi

    • @orthi2149
      @orthi2149 3 года назад +16

      আর যেসব পুরুষ বাচ্চা/কিশোরী মেয়েদের কে বিয়ে করে বা সেক্স করে তারা সবচেয়ে ঘৃন্য।

    • @shahalomhossain8418
      @shahalomhossain8418 3 года назад +2

      @@orthi2149 বিয়ে করা আর সেক্স করা কিন্তু আলাদা কথা, সেক্স করার জন্য সম্মতি বা কনছার্ন থাকতে হয়

    • @orthi2149
      @orthi2149 3 года назад +28

      @@shahalomhossain8418
      আলাদা কথা কিভাবে? বিয়ে ছাড়া করলেও সেটাও সেক্স করছে আর বিয়ে করলেও সেটা সেক্স করছে। সম্মতি দুই ক্ষেত্রেই প্রয়োজন। কিন্তু সেটা অন্য বিষয়।
      আমি এখানে বয়সের কথা বলেছি। এখানে মুল ব্যাপার হচ্ছে বয়স। সম্মতি দেওয়ার জন্য একটা নির্দিষ্ট বয়স হওয়া লাগে। একজন বাচ্চামেয়ে সম্মতি দেয় কিভাবে? তার কি সব বুঝার বুদ্ধি/বয়স হয়েছে? এজন্য বাচ্চামেয়ের সাথে বিয়ে বা স্রেফ সেক্স দুইটাই নিষিদ্ধ। বাচ্চামেয়ের সাথে প্রাপ্তবয়স্ক পুরুষ সম্মতি নিয়ে সেক্স করলেও সেটা অন্যায় অপরাধ কারন মেয়েটা সম্মতি দেওয়ার উপযুক্ত নয়। তেমনি বাচ্চামেয়ের সাথে প্রাপ্তবয়স্ক পুরুষ এর বিয়েও অন্যায় অপরাধ কারন বিয়ের ক্ষেত্রেও সম্মতি লাগে আর বাচ্চামেয়ে সম্মতির কিছু বুঝেনা। এজন্য বাচ্চামেয়েকে যদি বাপমা বিয়ে দেয় তাহলে বাপমাও অপরাধী সমানভাবে। আর শুধু বাচ্চামেয়ে নয়, কিশোরীমেয়েকেও প্রাপ্তবয়স্ক পুরুষ সাথে বাপমা বিয়ে দিলে সেই বাপমা অপরাধী।
      তো কিসের মধ্যে কি বলেন? আমি এখানে শুধুমাত্র বাচ্চামেয়ে/কিশোরীদের কথা বলেছি।
      ১৬ এর চেয়ে কম বয়সী মেয়েদের সাথে প্রাপ্তবয়স্ক পুরুষ সেক্স/বিয়ে যেটাই করুক না কেন তা আইনে নিষিদ্ধ এবং অপরাধ। সম্মতি নিয়ে করলেও অন্যায়।

    • @ziaul3236
      @ziaul3236 3 года назад +1

      @@mktahmid8220 hhh

  • @ArifulIslamArif-c9d
    @ArifulIslamArif-c9d Год назад +8

    সত্যিই ছবিটা হৃদয় ছুঁয়ে গেল, মানুষের জীবন কতই না বিচিত্র, দরিদ্রতা মানুষকে কতটা নিচে নামাতে পারে, আর জমিদাররা কতটা নির্মম হতে পারে তার প্রমাণ এই ছবিতে,,ধন্যবাদ হুমায়ুন স্যার এমন একটি সুন্দরতম ছবি উপহার দেওয়ার জন্য,,

    • @channelionline
      @channelionline  Год назад +2

      ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।

  • @Emonahmed-es2jq
    @Emonahmed-es2jq 2 года назад +1065

    সত্যিই ছবিটি হৃদয় ছুঁয়ে গেলো।মানুষের জীবন কতই না বিচিত্র। কমেন্টটা করে গেলাম যখনি কেউ লাইক দিবে তখনই মনে পরে যাবে এতো সুন্দর ছবিটির কথা🥺🖤

    • @Proshanto_Mollik
      @Proshanto_Mollik Год назад +10

      লাইক দিলাম,আবার দেখে যান😴

    • @sishaurov3892
      @sishaurov3892 Год назад +2

      Dakhen

    • @aliasraf3910
      @aliasraf3910 Год назад

      Osadaron omor thakbe

    • @happyhasan8948
      @happyhasan8948 Год назад

      BB BB BB BB.

    • @akhasdas5955
      @akhasdas5955 Год назад +1

      এই ছবি টা হরিপুর রাজ বাড়িতে হয়ছে আমাদের বাড়ির পাশে

  • @SalmaBegum-qr6tj
    @SalmaBegum-qr6tj 4 года назад +302

    অসাধারণ একটা ছবি। দারিদ্র্য মানুষকে কতটা কষ্ট,নিচু জীবন যাপন, লোভে বশীভুত করে তা হুমায়ুন আহমেদ নির্মিত ,"ঘেঁটু পুত্র "তার বাস্তব রূপ।

    • @SaifulIslam-gu3zm
      @SaifulIslam-gu3zm 3 года назад

      Ĺ=₩59pp

    • @sanjoysarkar3529
      @sanjoysarkar3529 3 года назад +2

      আপনি শুধু দরিদ্র মানুষ গুলো কেই দেখলেন, আর জমিদার কে চোখে পরল না। জমিদারের এই অসঙ্গতি পূর্ন , ঠুনকো আভিজাত্য বজায় রাখার তাগিদ টা কে এড়িয়ে গেলেন। এই অসহায় বাবা টা র চোঁখের জল এর কোন মূল্য দিলেন না।
      জমিদার গিন্নী একজন মা হয়ে আরেকজন মা এর কোল খালি করে দিল, সেটা আপনারা দৃষ্টি এড়িয়ে গেল, নিজের স্বামী কে এই পাপ করা থেকে বিরত রাখতে পারল না, সেটা দেখতে পেলেন না।
      ভালোই,,,,,

    • @mdnishat5114
      @mdnishat5114 3 года назад

      ঙঙহিি

    • @nadiratabassumpapri4639
      @nadiratabassumpapri4639 3 года назад

      @@sanjoysarkar3529 manush gorib hoi bolei jomidar ra aishb korar shujog pai

    • @ashishsarker3377
      @ashishsarker3377 3 года назад +4

      দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত এক শ্রেণির অসহায় মানুষের জীবনালেখ্য। যত দেখছি ততই কাঁদছি। কমেন্ট রেখে গেলাম, আমি না থাকলেও হয়তো ভবিষ্যৎ প্রজন্ম থেকে প্রজন্ম তা দেখবে এই আশায়। 😪

  • @rajibhossainrazo
    @rajibhossainrazo Год назад +3

    প্রায় কয়েক বার দেখার পরেও মনে হচ্ছে সদ্য মুক্তি প্রাপ্ত, মানুষ তার বাস্তবতার ভিত্তিতে তার নিজের যায়গাতে সুখ আর দুখের মধ্যে চিত্রায়িত । সবাই সবার জায়গাতে পরিপুর্ন্তায় সমাদৃত, প্রচলিত জীবন ব্যবস্থার মাঝেও ভালথাকা নিমিত্তের সম্পুরক।
    ধন্যবাদ হুমায়ুনের স্যার কে এই কাহিনী উপহার দেয়ার জন্যে।

  • @zakiahossaindoly5213
    @zakiahossaindoly5213 4 года назад +104

    সত্যিকার ঘটনা দেড়শো বছর আগের। চমৎকার ভাবে হুমায়ুন আহমেদ নির্মান করেছেন ঠিক তখনকার প্রেক্ষাপটের আলোকে। দেখতে গিয়ে কতবার চোখে পানি চলে আসছে তার হিসাব নেই। অসাধারণ সকলের অভিনয়।

    • @talukdartamim2230
      @talukdartamim2230 3 года назад

      আমি একটি বিষয় বুঝতেছি নাহ!
      ঘেটু পুত্রকে দরজা আটকিয়ে রাজা কি করেন??

    • @AmiChanger
      @AmiChanger 3 года назад +3

      @@talukdartamim2230 পুঙা মারেন রে ভাই পুঙা মারেন
      বুঝেন না?

    • @ifteakharakib1981
      @ifteakharakib1981 3 года назад +1

      @@AmiChanger 🤣🤣

    • @tariquelislam2713
      @tariquelislam2713 2 года назад

      এখানে হিন্দু জমিদার হবে। মুসলমান দেখানো হয়েছে। মানতে পারলাম না

  • @SohelRana-rs2mh
    @SohelRana-rs2mh Год назад +181

    ২০২৩ সালে এসে দেখলাম।এতো সহজ সরল অভিনয় আহ মন ছুয়ে গেল।হুমায়ূন আহমেদ স্যার মানেই আবেগ তার লেখাগুলো মানুষের আবেগ নিয়ে।

  • @সিজানমাহমুদআবির-ঞ৭ষ

    কী চমৎকার মুভি!
    নিদারুণ দুঃখের নির্মম চিত্র শৈল্পিকভাবে ফুটিয়ে তুলেছেন হুমায়ূন আহমেদ স্যার❤️
    আল্লাহ তায়ালা উনাকে ক্ষমা করুক, আমিন।

  • @pinkialam263
    @pinkialam263 3 года назад +44

    হুমায়ুন আহাম্মেদ এর নাাটক, ছবি, এক কথায় অসাধারণ। আল্লাহ উনাকে যে প্রতিভা মাথায় দিছে,বর্তমানে কোন পরিচালকের মাথায় নাই।

  • @vilenvai458
    @vilenvai458 10 месяцев назад +117

    ২০২৪ সালে এসেও যারা এই নাটক টা দেখছে, তারা লাইক দেন

    • @mmdhannan1287
      @mmdhannan1287 9 месяцев назад +9

      এটা নাটক না ভাই,,এটা মুভি

    • @vilenvai458
      @vilenvai458 9 месяцев назад

      @@mmdhannan1287 অহ আচ্ছা

    • @AonyRahman
      @AonyRahman 8 месяцев назад +1

      Achi vi

    • @ArzanaLima
      @ArzanaLima 5 месяцев назад +1

      এটা নাটক না এটা মুভি

  • @joysen3786
    @joysen3786 3 года назад +24

    ছবিটা দেখলাম ১৭.৯.২০২১ । একজন সাহিত্যের ছাত্র হিসাবে বলতে পারি ,কত সুন্দরভাবে এক সময়ের বাস্তব চিত্র ফুটিয়ে তুলে ধরেছেন। বলার ভাষা নেই।

    • @NoorNoor-dt3kw
      @NoorNoor-dt3kw 2 года назад

      Ke bolbo,sudu ai tuku Jani sababik akta chola thamiye dese movie ta kesu somoyer jonno

  • @উদাসীবাউল-দ৪ঘ
    @উদাসীবাউল-দ৪ঘ 2 года назад +1006

    ২০২২ সালে এসে যারা যারা এই মুভি টি দেখেছেন তারা সবাই একটু হাজিরা দিয়ে যাবেন

  • @sheuliakter7189
    @sheuliakter7189 2 года назад +37

    ভাষা হারিয়ে ফেলেছি😥এত সুন্দর ভাবে কাহিনীগুলো উপলব্ধি করতে হুমায়ুন আহমেদ স্যার এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

    • @mirajmollha4195
      @mirajmollha4195 Год назад

      আসাধারন মুভি চোখে পানি চলে এলো।

    • @mdmirajahmed-lm2di
      @mdmirajahmed-lm2di Год назад

      হুম❤❤❤❤😢

  • @sadmanshoibal8303
    @sadmanshoibal8303 3 года назад +80

    বাজেটের দোহাই দিয়ে যারা আজেবাজে বস্তু আমাদের গিলোতে চান।তারা দয়া করে স্যারের এই কাজটি দেখবেন। কি চমৎকার নির্মাণ। ওপারে ভাল থাকবেন স্যার।

    • @syednur2560
      @syednur2560 2 года назад

      Sakib bokachoda ase Ekta ,nijei nijeke superstar Dabi Kore ,oi abal Khali bagde bagde kore

    • @mallikofficial8897
      @mallikofficial8897 2 года назад

      চেনা বামুনে পৈতা লাগে না।
      দা তে ধার থাকলে, হাতলের তেমন প্রয়োজন পড়ে না।
      অর্থাৎ কাহিনি, নির্মান শৈলি এবং অভিনেতা, পরিচালক যদি দক্ষ হয় তবে টাকা কোনো ব্যাপার না।
      আসলে যারা টাকার দোহাই দেয়,তারা সিনেমা বানাতে পারেনা।
      জহির রায়হান, হুমায়ুন আহমেদ,নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু,তৌকির আহমেদ, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু,বৃন্দাবন দাশ,মামুনুর রশিদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, পিযুষ বন্দ্যোপাধ্যায়, কাজী হায়াৎ প্রমুখ আরো প্রচুর প্রখ্যাত পরিচালক আছে। যারা অল্প টাকায় সফল আন্তজার্তিক মানের সিনেমা তৈরি করেছেন।
      আর এখন কিছু পাগলা আছে, যারা হিরো আলমকে সুপারস্টার তৈরি করতে চাচ্ছে।
      আর এজন্য আমাদের সিনেমা শিল্প ধস।

    • @AbdurRazzak-ds5bg
      @AbdurRazzak-ds5bg 2 года назад +4

      এই ছবিতে ৪০/৫০ কোটি টাকা খরচ করলে নির্মান করলে হলিউড সিনেমাকে ও হারতো মানাতো

  • @srnatmedia6600
    @srnatmedia6600 3 года назад +9

    নিজের এলাকায় নাটকটি দেখে অনেক ভালো লাগল। আর মুভিটি অসাধারণ ছিল। কান্নাবিজরীত হয়ে গেল মনটা।
    এই রকম নাটক হয়তো আর হবে না। নাসিরনগরের যারা নাটকটি দেখবেন তখন আমার কমেন্টে একটা হাজিরা দিবেন।।

  • @User_mygallery
    @User_mygallery 11 месяцев назад +12

    অপসংস্কৃতি থেকে আল্লাহ আমাদের সবসময় দূরে রাখুক!😶🥹

  • @akashscreatives7173
    @akashscreatives7173 4 года назад +48

    কিছু জমিদারদের একটা অন্ধকার দিক ফুটিয়ে তুলেছেন হুমায়ুন স্যার। অসাধারণ ছবি হয়েছিল

    • @abullahalfahimOfficial
      @abullahalfahimOfficial 2 года назад +4

      বিষয়টি হচ্ছে,
      এই ঘেটু নিজের কাছে কিছুদিন রাখা বিষয়টি স্বংস্কৃতির সাথে জড়িয়ে ফেলেছিল। মানে বিষয়টি এতটা জড়িয়ে ফেলেছিল যে একে জায়েজ মনে করত।
      কিন্তু এটা ছিল ঘোরতর অসভ্যতা।

    • @selinabanu4855
      @selinabanu4855 2 года назад +1

      এক কথায় অসাধারণ ধন্যবাদ স্যার কে।

    • @fatemaaktar7225
      @fatemaaktar7225 2 года назад

      @@abullahalfahimOfficial vaiya gatu mane ki

    • @abullahalfahimOfficial
      @abullahalfahimOfficial 2 года назад +2

      @@fatemaaktar7225 তৎকালীন সময়ে ছোট ছেলে বাচ্চা, মেয়ের মতো সেজে গানের দলের সাথে নাচতো। ওরাই ঘেটু

    • @fatemaaktar7225
      @fatemaaktar7225 2 года назад

      @@abullahalfahimOfficial oo

  • @_SHAH_ALOM
    @_SHAH_ALOM 4 года назад +16

    সত্তি আগেরকার নিয়ম কানুন কতই না নিষ্টুর ছিল।
    বড় বড় জমিদাররা মানুষের উপর কত নির্জাতন আর অনিয়ম করেছে 😭😭
    বাংলার মাজে যত লিজেন্ট আছেন সবার মাজে সেরা হলেন হুমায়ুন স্যার
    হুমায়ূন স্যার বেঁচে তাকবেন আমাদের সবার মাজে ❤️❤️
    আর এই মুভিটাতে সবার অবিনয় ছিল এক কথায় অসাধারণ ✌️✌️

  • @mdarifulislampalash3131
    @mdarifulislampalash3131 Год назад +6

    23/11/2023..
    I just finished watching the movie in 40 minutes and 56 seconds. It was so emotionally charged that I couldn't hold back my feelings. Thank you, Humayun Ahmed, for crafting such a masterpiece.

  • @zahedajamal6026
    @zahedajamal6026 2 года назад +21

    হুমায়ুন আহমেদ স্যার মানেই খুবই শিক্ষনীয় আর অপূর্ব সব সমাহার!!! এতটা কষ্ট লাগল আমার!!!! 😓😓😭😭

  • @HMDALIM-mx9gz
    @HMDALIM-mx9gz 2 года назад +11

    অনেক আগে এই ছবিটি দেখেছিলা কিন্তু তার মূলভাবটা বুঝতে পারিনি।আজ বুঝলাম,সত্যিই অসাধারণ।
    আসলেই দারিদ্র‍্য মানুষকে অনেক অচেনা,অজানা বিপথে আর বিপদে ঠেলে দেয়,যার ফলাফল ভয়াবহ ও অপূরনীয়।

  • @rabiulhasan7548
    @rabiulhasan7548 Год назад +8

    জীবনে প্রথম কোনো বাংলা মুভি পুরোটা দেখছি। আর জীবনে প্রথম কোনো মুভি দেখে কেঁদেছি।। স্বাক্ষী হিসেবে কমেন্টা রেখে গেলাম।

  • @yhstxepathshala7864
    @yhstxepathshala7864 2 года назад +5

    শেষ দৃশ্যে চোখের কোনে পানি জমেছিলো।আমি অনেক বছর যাবত হুমায়ূন আহমেদ স্যারের খুব ভক্ত।ওনার প্রতিটা সৃষ্টিকর্ম দিন দিন আমাকে আরো মুগ্ধ করছে।
    আফসোস ওনাকে সামনা সামনি কোনোদিন দেখি নাই😭

  • @lovebird2855
    @lovebird2855 2 года назад +7

    9 February, 2022
    Time : 4:10 am
    শতবছর পরেও মানুষ এরকম মহান কাজের জন্য উদগ্রীব হবে।হুমায়ুন আহমেদ মানেই কালজয়ী কিছু।ধন্যবাদ স্যার।

  • @mdtareqrahman3163
    @mdtareqrahman3163 Год назад +18

    আইয়্যামে জাহেলিয়া যুগের মতোও যে বাংলাদেশে একটি অন্ধকার যুগ ছিলো তা হুমায়ূন স্যারের এই অসাধারণ টেলিফিল্মটি না দেখলে জানতে পারতাম না। ২০২৩ই

  • @mdimon6124
    @mdimon6124 3 года назад +35

    পিঞ্জরায় থাকিয়া করলাই প্রেমেরও সাধন পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেতন,,,
    সোয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন😢😢😢😢😢আজ অনেকদিন পর আবার চোখে পানি আসলো সত্যি অসাধারণ নির্মাণ😍🌹🌹

    • @mdayat9781
      @mdayat9781 3 года назад +1

      অসাধারণ ভাই আপনার কথা গুলো

  • @mnvlogs5543
    @mnvlogs5543 2 года назад +13

    ভালোবাসা আর ঘৃণা দুটোই মানুষের চোখে দেখা যায় এত গভীর উপলব্ধির কথাগুলো এত সহজভাবে কিভাবে বলতে পারেন অনেক শ্রদ্ধা রইল শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ স্যারের প্রতি

  • @saloatabassom9229
    @saloatabassom9229 Год назад +2

    কোনো বাংলা চলচ্চিত্র বোধহয় এতো মন ছুঁয়ে যায়নি।cinematography, story,scene details এককথায় অসাধারণ।
    হুমায়ুন আহমেদ এবং ইমপ্রেস টেলিফিল্ম সত্যিই ম্যাজিক জানেন।
    (ঘেটুপুত্র কমলা)

  • @muhammadjakaria2126
    @muhammadjakaria2126 3 года назад +43

    59:16
    হায়রে টাকা, হায়রে রূপার টাকা
    এই সিনটা আর ব্যাকগ্রাউন্ড মিউজিক টা হৃদয়ে দাগ কেটে গেল।

  • @mrhbijoy
    @mrhbijoy 3 года назад +687

    ২০২১ এ কয়জন আছেন?

  • @bonnaakter891
    @bonnaakter891 2 года назад +34

    আমি হুমায়ুন আহমেদ এর সব সিনেমা নাটক খুঁজে খুঁজে দেখি, চোখে পানি চলে আসছে শেষটা দেখে😢

  • @shantasarker2199
    @shantasarker2199 3 года назад +12

    বড়লোকদের পাল্লায় পরলে তারা তাদের উদ্দেশ্য উদ্ধার করে ঠিকি,মাঝে থেকে গরীবকে সর্বহারা হতে হয়।জমিদার সবকিছু বুঝেও এরিয়ে গেছে সবকিছু। গল্প,অভিনয় খুব সুন্দর ছিল🌷

  • @fibrinogen_n
    @fibrinogen_n 4 года назад +28

    অন্যরকম কান্না,নাহ,এটা কোনো জাগতিক প্রেমের কথা চিন্তা করে করা কান্না না।অপাথির্ব এক কান্নায় আছন্নতার মাঝে শেষ হইলো দৃশ্য।
    অক্টোবর,২০২০।🖤

    • @mdhosenislam4368
      @mdhosenislam4368 3 года назад

      Ami dekhbo

    • @islamik.nashid
      @islamik.nashid 3 года назад

      সত্যিই করুণ একটি দৃশ্য ছিল

  • @SpS-o8l
    @SpS-o8l 10 месяцев назад +5

    ঢাকা বলাকা ছিনেমা হলে ছবিটি দেখেছি তখন আমার অনূভুতি প্রকাশ করার মত না কি যে ভালো লাগেছিল জীবনের প্রথম সিনেমা হলে ছবিটি দেখেছি ছবির গানগুলো সবচাইতে বেশি পছন্দ হয়েছিল আর কাহিনী অসাধারণ ধন্যবাদ হুমায়ূন আহমেদ তার সৃষ্টি ঘেটু পুত্র কমলা

  • @Itsats942
    @Itsats942 2 года назад +6

    ছোটবেলায় ছবিটি দেখতে দেননি মা। বলেছিলেন মনে চাপ পড়বে।
    চোখে পানি ঠিক তখনই আসে যখন কোন কিছুর মন- মস্তিষ্কের ঠিক সেই জায়গাটাতে উদ্দীপনা পাঠাতে পারে।♥️ আর কিছু বলার নেই। চলচ্চিত্রের খুব বেশি বুঝি না তবে হৃদয়ে নাড়া দিয়েছে কোন কিছুই অতি রঞ্জিত নয়। সবকিছু আছে।
    কিছু জিনিসে কমেন্ট করতেই হয়। আর যদি সেটা হয় হুমায়ূন আহমেদ স্যারের ।

  • @nahidhassan2982
    @nahidhassan2982 4 года назад +74

    কার যে দোষ দিবো বুঝতে পারতেছি না।
    .......................
    এগুলো ইতিহাস হয়ে থাকবে। মানুষ আর এমন কালজয়ী সৃষ্টি নতুন করে পাবে না।
    -----ধন্যবাদ হুমায়ুন আহমেদ.....

    • @asifshahriar5221
      @asifshahriar5221 2 года назад +12

      হবিগঞ্জের জলসুখা গ্রাম নিয়ে মুভির কাহিনী
      তাই একটু জানতে সার্চ দিছিলাম ইতিহাসের খোঁজে
      হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলুসখা গ্রামে ছিল ১৪ জন জমিদারের বাস । জলসুখা গ্রামের দলিল লেখক তাজদিকুল ইসলামের সংরক্ষিত তালিকা অনুযায়ী জমিদাররা হলেন- চন্দ্ৰ কুমার রায় , কৃষ্ণ কুমার রায় , সূর্যমনি রায় , বৈকুণ্ঠ নাথ রায় , শরৎচন্দ্র রায় , ভারত চন্দ্র রায় , নন্দলাল রায় , গোবিন চন্দ্র রায় , সতীশ কুমার রায় , লক্ষ্মীকান্ত রায় , ক্ষেত্রনাথ রায় , মাধব চন্দ্র রায় , রমা বল্লব হালদার ও রমজান আলী চৌধুরী ওরফে বুছা মিয়া চৌধুরী । তারা একেকজন ছিলেন একেক তাল্লুক বা চৌহুদ্দার খাজনা আদায়ের দায়িত্বে । জলসুখা গ্রামের হাজী আব্দুল হাশিম বাংলানিউজকে জানান , ১৮ শতকের কোনো এক সময় জমিদার বৈকুণ্ঠ রায়ের বাবা দুলগোবিন্দ রায়ের বাড়িতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার মূল ভূমিকা পালনকারী লর্ড ক্লাইভ এসেছিলেন । এখানে এক রাত্রি যাপন করেছিলেন তিনি । তখনকার সময়েই তার আপ্যায়নে প্রচুর পরিমাণে টাকা ব্যয় করেছিলেন দুলগোবিন্দ রায় । জানা যায় , এই জমিদার বাড়িটিতে সেসময় ঘেটু নৃত্য পরিবেশিত হতো । আমি বুঝলাম না এখানে কুরআন তিলাওয়াত মুসলিম জমিদার এসব টানার কি দরকার ছিল !! এই দেশে উদ্দেশ্য ছাড়া কিছু হয়না , ভাবটাই এমন যত নেতিবাচকতা সব ইসলামের সাথে সম্পর্কিত , যেই প্রসঙ্গে মুভি বানিয়েছে সেটা বৈষ্ণব আখড়ার সাথে সম্পর্কিত ইসলামের সাথে নয় ?
      Copy post :

    • @badaruddeenhaque5321
      @badaruddeenhaque5321 2 года назад +4

      @@asifshahriar5221 আমার একি প্রশ্ন। এখানে ইতিহাস বিকৃত।

    • @tariquelislam2713
      @tariquelislam2713 2 года назад

      জমিদাররা বেশির ভাগ ছিলো হিন্দু। এখানে মুসলমান দেখানো হয়েছে।এটা মানতে পারলাম না।

    • @ruman-ul6nf
      @ruman-ul6nf 7 месяцев назад

      ​@@asifshahriar5221রাইট এটা একটা ফালতু মুভি বানিয়েছে হুমায়ুন আহমেদ এখন আমার কাছে একজন পাদের লেখক মনে হচ্ছে

  • @sofikulislam-oh2wr
    @sofikulislam-oh2wr Год назад +2

    অনেক সুন্দর একটা মুভি ❤️❤️❤️যেটাতে মিশে হাজারো শোকগাথা কথা,আনন্দ, বেদনা, সংসার জীবনের ঘাত- বেঘাত।সব মিলিয়েই এটা অসাধারণ একটা দৃশ্য ❤️❤️❤️

  • @md.didarhossain6797
    @md.didarhossain6797 4 года назад +118

    ভাবছিলাম ছবিটা নিয়ে তামাশা করবো। কিন্তু ছবিটা পুরুপুরি দেখার পর আর কিছু বলার ভাষা পাচ্ছিনা।
    ধন্যবাদ জানায় হুমায়ূন আহমেদ স্যার কে।

  • @basudebmondal5425
    @basudebmondal5425 4 года назад +14

    এই প্রথম বাংলাদেশের একটি সম্পূর্ণ সিনেমা দেখলাম। এক কথায় অসাধারণ মর্মস্পর্শী । সিনেমার সৃষ্টিকর্তাকে প্রণাম।

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz 3 года назад

      হুমায়ুন আহমেদ এর আরও ভালো মুভি আছে।সেগুলো দেখবেন ভালো লাগবে।
      শ্রাবণ মেঘের দিন ছবিটা ভালো

  • @rkpalash4134
    @rkpalash4134 Год назад +16

    2023 সালে এসে যারা এই মুভিটা দেখছেন তারা একটা লাইক দিয়ে যাবেন যাতে লাইক দেখে আমার মনে পড়ে যে একটা মন ছুয়ে যাবার মতো ছবির সাক্ষি ছিলাম আমি❤

  • @dipdarsan4593
    @dipdarsan4593 4 года назад +9

    সত্যি অসাধারণভাবে সবকিছু তুলে ধরা হয়েছে। এই ছবিটা হাজর বছর পরেও মানুষ দেখে কাদবে। সেইসাথেে বেঁচে থাকবে হুমায়ুন আহমেদ স্যার এর নাম। মনুষ তখনও দেখে অবাক হবে যে কত বড় গুণী একজন শিল্পীর জন্ম হয়েছিল বাংলাদেশে।
    আর সবার অভিনয় অসম্ভব ভাল লেগেছে।

  • @rt-toshi-video-vision
    @rt-toshi-video-vision 3 года назад +168

    অবশ্যই তুমি পাবে,
    যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
    - [ সূরা আনফাল আয়াত ৭০ ] 🌹🌹🌹🌹

    • @khorshedalam8626
      @khorshedalam8626 2 года назад +5

      ঘেটুপুত্র আর গেলমান একজিনিস তাই আপনার এখানে উপস্থিতি স্বাভাবিক

    • @kutudutta3538
      @kutudutta3538 2 года назад +1

      ছিঃ ছিঃ ছিঃ

    • @sheehan92
      @sheehan92 Год назад

      🤣🤣🤣🤣🤣

    • @shahinahmmed8703
      @shahinahmmed8703 Год назад

      আচ্ছা যদি কেউ আমাকে ঠকায় আমি কি তার থেকে ভাল কাউকে পাব নাকি যে,আমাকে ঠকালো সেও ভাল কাউকেই পাবে

  • @raihanmia4576
    @raihanmia4576 Год назад +4

    শেষের টা দেখার জন্য মুঠে ও প্রস্তুত ছিলাম না। গরীবের জীবন কে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।।

  • @faizulislam7510
    @faizulislam7510 3 года назад +18

    সেরা মোভি, প্রিয় হুমায়ূন! তার বাড়ির পাশে আমার বাড়ি তাই আগে বুঝতাম না এতো বড় মাপেড একজন মানুষ তিনি!

  • @manonchowdhury6804
    @manonchowdhury6804 4 года назад +29

    হুমায়ুন আহমেদ ছাড়া এমন ছবি কারো দ্বারা বানানো সম্ভব না।কি হৃদয় স্পর্শী কাহিনি।আজ ২১-০৯-২০ তারিখে ৫ম বারের মত দেখলাম। মাস্টারপিস সিনেমা ঘেটু পুত্র কমলা। ♥

    • @shorifislam2739
      @shorifislam2739 3 года назад

      ফালতু বাজে একটা মুবি

    • @manonchowdhury6804
      @manonchowdhury6804 3 года назад

      @@shorifislam2739 আপনার রুচি যেমন।

  • @jewelrana6066
    @jewelrana6066 2 года назад +6

    এই ধরনের মুভি, নাটক, টেলিফিল্ম ইত্যাদি আমার কাছে এতো বেশি ভালো লাগে,,,,,শ্যামল ছায়া,হাজার বছর ধরে, উরে যায় বক পক্ষি,,❤️❤️❤️❤️

    • @rakibmedia8820
      @rakibmedia8820 Год назад

      উড়ে যায় বকপক্ষী সেরা

  • @mandolsushanta1985
    @mandolsushanta1985 3 года назад +7

    দারুন ছবি।। হুমায়ূন আহমেদ মহাশয়ের অন্যতম সেরা সৃষ্টি।। পশ্চিমবঙ্গ থেকে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা ❤️

  • @ashrafulkadirtarek2719
    @ashrafulkadirtarek2719 3 года назад +20

    আমি হবিগঞ্জের একজন বাসিন্দা হয়ে খুবই কারাপ লাগচে সেই সময়ের অশ্লীল প্রথা জন্য।

    • @mofizulislam1379
      @mofizulislam1379 3 года назад +1

      এখন তো আরও বেশি সমাজে অশ্লীলতা বেড়ে গেছে

    • @dismalorations7803
      @dismalorations7803 3 года назад

      @@mofizulislam1379 এখন অন্তত কোনো প্রেরীত নবী রসুল যুদ্ধের নামে ইহুদি নাসারবদের বউ,কন্যা আর মা দের গনিমত বানায় ভোগ করেনা

  • @babludasgupta3103
    @babludasgupta3103 9 месяцев назад +2

    Ekta Classic movie dekhlam. Humayun Ahmed tar medha r monon ujar kore dhele diyechhen. ❤❤❤❤❤

  • @hridoyhasankhorsu1201
    @hridoyhasankhorsu1201 4 года назад +26

    28/08/2020 তারিখ কমেন্ট করে রাকলাম যাতে পরবর্তী প্রজন্ম কমেন্ট দেখে বলে আমাদের বাপ দাদাও দেখি এই মুভি দেখছেন। এই মুভির শুটিং স্পট আমাদের হবিগঞ্জ মাধব পুর রাজবাড়ী। এই মুভির কাহিনির ইতিহাস সংস্কৃতি ১৫০বছরের আগের আমার দাদা আমাদের সাথে প্রায় সময় কথা বলতেন যে উনারা নাকি গেটু গান গাওয়াইতেন আমার দাদার বাড়ি। গেটু গানের শিল্পী আনতেন কিষোরগঞ্জ থেকে।
    দধন্যবাদ হুমায়ুন স্যার কে আমাদের এলাকার ঐতিহ্য গুলো তুলে দরার জন্য

    • @subinaakter7806
      @subinaakter7806 4 года назад +1

      আপনিত একজন লিজেন্ড ভাই
      জিবনে অনেক কমেন্ট পরেছি
      কিন্তু আপনার কমেন্টর মতন
      পাই নাই

    • @hridoyhasankhorsu1201
      @hridoyhasankhorsu1201 4 года назад +1

      @@subinaakter7806 ধন্যবাদ আপনাকে

    • @mrmurad2276
      @mrmurad2276 4 года назад +1

      ভাল্লাগছে

    • @mdtanbirrashednill543
      @mdtanbirrashednill543 4 года назад +2

      ছবির মানে না বুইঝাই কমেন্ট করলেন,, আগে বুঝেন ঘেটু মানে কি? ঘেটু কাদের বলতো?তারপর বাপদাদার আমলের সাথে জুড়ে দিয়েন

    • @mydoggycallmebitch4424
      @mydoggycallmebitch4424 4 года назад +1

      Oitizzho tato khub ekta bhalo na. Zomidar gula za korto.... Tar Jonno abr gorbo..

  • @harun24hrs
    @harun24hrs 3 года назад +42

    বাংলাদেশের জন্যে হুমায়ুন আহমেদ একটি উজ্জল নক্ষত্র। ইন্তেকাল করেছেন। আল্লাহ জান্নাত বাসী করুক।

  • @ranjanabera8634
    @ranjanabera8634 Год назад +2

    আমি ভারতের অধিবাসী । প্রিয় সাহিত্যিকের আর একটা অসাধারণ সৃষ্টি মন ভরিয়ে দিল

  • @mostafijurrohoman2206
    @mostafijurrohoman2206 4 года назад +6

    টাকা ওয়ালের কাছে মানুষের প্রাণের চেয়ে টাকার মূল্য বেশি। আর এমন বিকৃত মাথার মানুষগুলো সমাজের কোনে কোনে এখনো আছে। 💔
    হুমায়ুন স্যারকে ধন্যবাদ। আমার মতে বাংলাদেশের চলচ্চিত্র নির্মানে তিনি সবার ওপরে।
    আহা! শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন। আহা!💔

  • @md.aynulhoque169
    @md.aynulhoque169 4 года назад +210

    খুব করে ভেবেছিলাম কাঁদবো না, কিন্তু চৌধুরী সাহেবের মেয়ের শেষে কান্না টা দেখে আর চোখের জল আটকাতে পারলাম না।

    • @nrrony5943
      @nrrony5943 4 года назад +2

      একমত ব্রো

    • @AffansVlog-o3q
      @AffansVlog-o3q 4 года назад +2

      আমি কয়েকবার কেদেছি🥺🥺🥺শেষের বার খুবি কষ্ট হয়েছে,, বুক ফেটে যাচ্ছিল আমার

    • @mamunhossain3337
      @mamunhossain3337 4 года назад

      @@nrrony5943 ্যৎডমভভ্যমড‌্যম‌ড‌।‌।ম ড‌ঙভ‌।্যঢ়বয়ব‌।ম‌।ঠভ‌।য়ঙম‌।

    • @mamunhossain3337
      @mamunhossain3337 4 года назад

      @@nrrony5943 ্যৎডমভভ্যমড‌্যম‌ বাংলা নাটক সোনাভান

    • @noorakter7793
      @noorakter7793 4 года назад

      Ùuùuuu7

  • @ShrabonidasSruti
    @ShrabonidasSruti 9 месяцев назад

    এই ছবিটা দেখে আমি বাকরুদ্ধ। কি এক কালো ইতিহাস ছিলো আমাদের সমাজে।
    স্যালুট স্যার হুমায়ুন আহমেদ, সম্মান আগের ছেয়ে অনেক গুন বেড়ে গেলো আপনার প্রতি।

  • @marufamuzumber1667
    @marufamuzumber1667 2 года назад +8

    Class 5 এ প্রথম দেখেছিলাম এই ছবিটা।
    তখন থেকেই ভীষণ প্রিয় ছিল💖
    বারবার দেখতাম খালামনির ল্যাপটপে।
    এখন ২০২২ আর আমি ইন্টার ২য় বর্ষে একটুও মুগ্ধতা কমে নি💖💖
    আল্লাহ হুমায়ুন আহমেদ স্যারকে জান্নাতবাসি করুক।আমিন💖

  • @Ewrtasnin77
    @Ewrtasnin77 3 года назад +11

    চোখে পানি চলে আসছে!!
    আফসোস এতো সুন্দর একটা নাটক আমি এতোদিন দেখি নাই,আজকে দেখলাম🙂
    ২২_০৮_২০২১!!
    হুমায়ুন আহমেদ উনি আসলেই যাদুকর❤️

    • @shakilahmed-iv1jj
      @shakilahmed-iv1jj 3 года назад +1

      কেউ কোথাও নেই/ বাকের ভাই নাটক টা দেইখেন, হুমায়ুন আহমেদ সয়ার এর কালজয়ী নাটক।

    • @mdmirajahmed-lm2di
      @mdmirajahmed-lm2di Год назад

      হুম❤❤❤😢😢😢😢

  • @taposhi_paul
    @taposhi_paul 5 месяцев назад

    ছবিটা এই প্রথম দেখলাম আর হৃদয় ভেঙে কান্না করলাম,, ছবিটা যেনো আমার জীবনকে প্রতিফলন করেছে, আমাদের মতো যারা একই অঙ্গে নারীপুরুষ ধারণ করে তাদের জীবন সত্যিই অনেক কষ্টের,, আল্লাহ আমাদের এরকম জীবন না দিলেও পারতো 😢 ২০২৪ এর জুলাইতে এসে কমেন্ট করে গেলাম যখন একটি লাইক যোগ হবে ছবিটা আবার দেখবো 🥀

  • @itztonmoy3882
    @itztonmoy3882 3 года назад +5

    আমি ভাবতেও পারিনা এতো সুন্দর মুভি আমাদের দেশের টপ ১০ মধ্যে থাকা উচিত এই মুভি কি বলেন আপনারা
    কমেন্ট করে জানাবেন

  • @kjksajid9332
    @kjksajid9332 3 года назад +30

    গাজিপুর কালিয়াকৈর এর ছেলে আমি।ছবিটা সত্যি মন ছোয়ে গেল।
    এই আধুনিক যুগের মানুষ এমন সিনেমা না দেখলে হয়ত বোঝায় হত না পেছনা ফেলা দিনগুলো কতটা নিমর্ম ছিল।

    • @sujoysarker4555
      @sujoysarker4555 Год назад

      কালিয়াকৈরে কোন এলাকাতে থাকেন?

    • @nurjahanakter-rs9ve
      @nurjahanakter-rs9ve 9 месяцев назад

      Kun alakar apni?

    • @ruman-ul6nf
      @ruman-ul6nf 7 месяцев назад

      এটা মুসলমানদের ছোট করা হয়েছে ইতিহাস বিক্রিত ছবি

  • @Glaxy79
    @Glaxy79 3 года назад +114

    অনেক পরিচালক আর্টফিল্মের নামে টেলিফিল্ম চালিয়ে দেয়। তাদের এই চলচ্চিত্র দেখে শেখা উচিত চলচ্চিত্র আর টেলিফিল্ম একনয়।
    তারিক আনাম স্যারের অভিনয় আবারও হৃদয় ছুয়ে গেলো। বিশেষ করে তার বলা ডায়লগ গুলো
    "আমি শান্তি প্রিয় লোক শান্তি চাই"
    মাইয়া মানুষ হলো কবুতর"😍😍

  • @bphabib1826
    @bphabib1826 7 месяцев назад

    আহারে অভাব! হায়রে টাকা!
    দুমুঠো খাবারের তাড়নায় মানুষ কতোই না বিচিত্র পেশা বেছে নেয়।
    হুমায়ুন আহমেদের লেখনীগুলো সত্যিই অসাধারণ। তখনকার সময়ের বাস্তবিক চিত্র তুলে ধরেছেন তার লেখার মাধ্যমে। এই পর্যন্ত বেশ কয়েকবার দেখা হলো মুভিটা, কতো সুন্দর নিখুঁত অভিনয় আর নির্মম সত্য চিত্র 😥😥

  • @masud_rezvi
    @masud_rezvi 2 года назад +9

    দুর্দান্ত অভিনয়, কি সাবলীল কথাবার্তা , মার্জিত পোশাক, চমৎকার ছিলো নাটক গুলোর গল্প, কি অসাধারণ বাচনভঙ্গি, মোহিত হয়ে গেলাম,আসলেই আগের নাটক গুলো অসাধারন ছিল।

  • @hridoydebnath2753
    @hridoydebnath2753 3 года назад +60

    😥দারিদ্রতা এর জন্য মানুষ কত কি করতে পারে, ঘাটু কমলার একেক টা চিৎকার এর প্রতিচ্ছবি 🍃

    • @jishanhasan
      @jishanhasan 2 года назад

      ঠিক ভাই

    • @MdApon-fi1nd
      @MdApon-fi1nd 2 года назад

      এটা অভিনয় হলো বাদশা,,,কেন মেয়ে ছিল না

  • @ratonroy6814
    @ratonroy6814 9 месяцев назад +2

    আগেও যে এমনটা হতো তা জানতাম। তবে এই যে হৃদয় বিদারক কাহিনী টা হচ্ছে তা আজ রহ রহ হচ্ছে এই দেশে।

  • @SFBMEDIA
    @SFBMEDIA 4 года назад +31

    এই ছবিটা আমি নিম্নে ২০ বার দেখছি তবুও দেখার স্বাদ মিটেনা সত্যি যতবার দেখি ততবাই চোখের পানি ধরে রাখতে পারিনা..এক কথায় অসাধারণ গল্প এটা

    • @nonstopgamer8195
      @nonstopgamer8195 3 года назад

      পুটকিমারা প্রথা!! বুঝলাম না! মেয়ে বাদ দিয়ে ছেলেদের পুটকি মারার ধান্দা কেন করতো খাচ্চর জমিদার গুলা!

    • @সমস্যাওসমাধান-থ৫ব
      @সমস্যাওসমাধান-থ৫ব 2 года назад

      @@nonstopgamer8195 এই প্রথাটা বাংলাদেশ সহো পৃথীবির সকল দেশের রাজা জমিদার এটা করতো, জাকে সমকামি বা গে সেক্স বলা হয়।
      আর এই বর্তমান যোগেতো সবাই এগোলি করে।
      মনে চাইলেই

  • @radaliful
    @radaliful 3 года назад +10

    শ্রদ্ধা ভরে স্মরণ করছি হুমায়ূন আহমেদকে এই সিনেমা উপহার দেয়ার জন্য এবং শেরেবাংলা এ কে ফজলুল হক কে জমিদারি প্রথা বিলোপ করার জন্য।

  • @nadimhossain9614
    @nadimhossain9614 2 года назад +2

    আমি খুব ভাগ্যবান যে আমি মুভি টা সেই হবিঞ্জের রাজ বাড়ির একটু দূরে বসেই দেখচি। কষ্ট হলেও সত্য আমি পানি আটাকে রাখতে পারি নি। সেই বাড়িতে গেরে আবার সেই মুবির কথা মনে পড়বে

  • @LittleSchoolBD
    @LittleSchoolBD 3 года назад +15

    এমন একটা সিনেমা তৈরি করতে অনেক সাহস লাগে এদেশে, কারণ যতো উগ্রবাদী মনোভাব এক একজনের যদিও এখনকার দিনেও অনেক ঘেটুকে এভাবে অত্যাচার সহ্য করতে হয়, তবে এই বিষয়গুলা নিয়ে সচেতন করার জন্য মুভি বানালে তখন বলবে এগুলাকে প্রমোট করছে এরে মারে ফেল তাই হয়তো আর চাইলেও কেউ সাহস পায় না এরকম মুভি বানানোর! হুমায়ুন আহমেদ একজন, একপিস ভালোবাসা আজীবন থাকবে! ওপারে ভালো থাকবেন স্যার❤️

    • @ahmedmaimun3229
      @ahmedmaimun3229 2 года назад

      খানকীর পুলা তর পুটকিত এত কারেন্ট ক্যা?

  • @Coolboy_2020
    @Coolboy_2020 3 года назад +18

    না। ঘেটুপুত্রের মৃত্যতে আমি কান্না করিনি। বরং আনন্দিত হয়েছি। খুশি হয়েছি। সে নরক থেকে মুক্তি পেয়েছে। সকল কস্টের অবসান হয়েছে। এটা কি কোনভাবেই কস্টের ব্যাপার হতে পাররে?.

    • @talukdartamim2230
      @talukdartamim2230 3 года назад +1

      আমি একটি বিষয় বুঝতেছি নাহ!
      ঘেটু পুত্রকে দরজা আটকিয়ে রাজা কি করেন??
      আমাকে এই প্রশ্নটা আজকের রাতের ঘুম হারাম করেছিল।

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz 3 года назад +1

      @@talukdartamim2230 বোকা.....শিশু নির্যাতন বুঝিস না ন্যাকা।
      সোজা বাংলায় বললে বলৎকার করে।

    • @NoOne-ul8dy
      @NoOne-ul8dy 2 года назад

      @@MasudRana-dd6hz আরে ভাই হালায় একটা জাওরা

    • @isaacnewton4277
      @isaacnewton4277 2 года назад +1

      @@talukdartamim2230 sodomy

    • @afraibnat7167
      @afraibnat7167 Год назад

      Amio emontai vebechi

  • @the_countryside_
    @the_countryside_ Год назад +27

    বুকের ভিতরটা হাহাকার করতে লাগল, মনে হচ্ছে চিৎকার করে কাদতে।
    ২০২৩ সালে এসেও এমন অনুভূতি, বলে বোঝানো যাবে না😢😢

    • @GetrkjJsg
      @GetrkjJsg Год назад +1

      Hmm

    • @thehossainbabuyt
      @thehossainbabuyt 11 месяцев назад +2

      ভাই একটু বেশি হইয়া গেলো না 😅😅😅😅

  • @সৈয়দনোমান
    @সৈয়দনোমান 3 года назад +107

    মরহুম হুমায়ূন স্যার বেঁচে থাকবেন তার সৃষ্টিতে ও আমাদের হৃদয়ে।

    • @md.sohelranah
      @md.sohelranah Год назад

      উড়ে যায় বকপক্কি, কোথাও কেউ, নেই, আজ রবিবার, শ্যামল ছায়া,
      ?এই সবগুলোই অসাধারণ 🎉

  • @realprank4261
    @realprank4261 3 года назад +50

    সব লিজেন্ডারি অভিনেতারা একসাথে হলে লিজেন্ডারি কিছু দেখা যাবে এটাই স্বাভাবিক।এর চেয়ে অসাধারণ অার কি হতে পারে। হুমায়ুন স্যারের মত নির্মাতা অাবার কবে জন্মাবে???

  • @HelloBangladeshAlone
    @HelloBangladeshAlone 2 года назад +53

    যারা নাটক-সিনেমা-খবর ও গান দেখতে এসে আল্লাহ্ এবং রাসূলের পবিত্র নাম কে অপবিত্র করে এবং লাইক কমেন্ট এর জন্য ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের জুতার বাড়ি ১০০% 😡😡

    • @tamannaakterhabiba9690
      @tamannaakterhabiba9690 9 месяцев назад +1

      সহমত আমি জীবনেও লাইক দেইনা

    • @ayeshaakter3425
      @ayeshaakter3425 9 месяцев назад

      Etto sundor ekta comment korbar jonno apnak dhonnobad

  • @tarifuddinjony7273
    @tarifuddinjony7273 3 года назад +97

    ২০২১ এ কে কে দেখেছেন? ✌

  • @bithialam706
    @bithialam706 4 года назад +24

    ঘেটুপুত্রের অভিনয়ে ছোট ছেলেটার সাক্ষাতকার দেখতে চাই।।তার অভিনয় ভিষন সুন্দর হয়েছে।

  • @sashohel2058
    @sashohel2058 2 года назад +3

    সব থেকে ঘেটু চরিএে মামুনের অভিনয় ভালো লেগেছে,,মামুন কে পুরস্কার দেওয়া ঊচিত ছিল । মামুন তোমার জন্য দোয়া রইলো ভাই,, সবসময় ভালো থেকো। ♥♥♥

  • @litonroy1263
    @litonroy1263 3 года назад +7

    সত্যি, কিছু বেপার খুবই নির্মম ছিল তখন কার সময়,হোমায়ুন স্যার কত সুনদর ভাবে তুলে ধরেছেন বিষয় গোলো কে।

  • @mdhridoymia2674
    @mdhridoymia2674 3 года назад +6

    সবচেয়ে বড় কথা,,,এসব মুভি দেখতে গেলে শান্ত একটা মন লাগে....অশান্ত মন নিয়ে এসব মুভি দেখা যাবে না...

    • @sohelrana-tf1pj
      @sohelrana-tf1pj 3 года назад +1

      মুল্যবান কথা

    • @salekahmed2903
      @salekahmed2903 2 года назад

      শুটিং স্পট আমার বাড়ির পাশেই

  • @md.usufali855
    @md.usufali855 2 года назад +16

    A legendary film like "Ghetu Putro Kamala" will remain in the heart of all film lovers throughout the ages.

  • @Saidulsabbir77265
    @Saidulsabbir77265 3 года назад +9

    22-09-2022
    3:29pm এক কথায় অসাধারণ অভিনয়।। আর হুমায়ূন স্যারের সৃষ্টি মানেই অসাধারণ।
    আহ কি নির্মমতা।,দারিদ্র্যতা মানুষকে কত নিচু করে।

  • @auro2461
    @auro2461 3 года назад +164

    আন্তর্জাতিক স্তরে পুরস্কার পাওয়ার যোগ্য চলচ্চিত্র!

    • @akibs_kitchen_chronicles
      @akibs_kitchen_chronicles 3 года назад +2

      ছবিটির শুটিং আমাদের পাশের উপজেলায় হয়েছিল তাই দেখলাম আজ ২২-০৫-২১

    • @md.shahinurislam6506
      @md.shahinurislam6506 3 года назад +1

      @@akibs_kitchen_chronicles kothay?

    • @santeshkumarray545
      @santeshkumarray545 3 года назад

      Right

    • @faisalsarkar3805
      @faisalsarkar3805 3 года назад +1

      @@md.shahinurislam6506 ব্রাহ্মনবাড়িয়া জেলা নাসির নগর উপজেলা হরিপুর জমিদার বাড়ি

    • @sumonahmed8464
      @sumonahmed8464 3 года назад

      এটা তে পুরুষ্কার পাইছে

  • @pinkandas721
    @pinkandas721 2 года назад +2

    ৫,,,৬ বার দেখছি।তারপরও দেখার আগ্রহ শেষ হয়না।কি জিনিস বানাইয়া গেছেন স্যার💖💖

  • @mdanisurrahaman3441
    @mdanisurrahaman3441 4 года назад +37

    মুভি টা, দেখে, কি বলবো, আমি ভাসা হারায় ফেলছি, চোখের পানি ধরে রাখতে পারিনি, সমাজে এমন কতো না, ঘটোনা ঘটে, আজো, কিনতু কেউ দেখেনা,অসো হায়,মানোব জিবন

  • @nabinbarman7200
    @nabinbarman7200 4 года назад +15

    অনেক দিন পরে ভালো একটা সিনেমা দেখলাম। সত্যিই খুব ভালো। মনটা ছুঁয়ে গেল।

  • @m.alamin40
    @m.alamin40 2 года назад +27

    আধুনিকতার যুগে যারা এইসব ছবি দেখে তারা আসলেই সুন্দর মনের মানুষ

    • @AbuHanif-ou9nu
      @AbuHanif-ou9nu 11 месяцев назад

      হুম ঠিক বলেছেন

  • @jannatnishi8768
    @jannatnishi8768 3 года назад +5

    খিদের জ্বালা সত্যই বড় জ্বালা। অসাধারণ একটা সিনেমা। কিছু বলার ভাষা নাই ভাষা হারাই ফেলছি আর বাচ্চা মেয়ের কাঁদা দেখে তো কেঁদেই ফেলেছি 😪🥰🥰

  • @amirhamzasana7221
    @amirhamzasana7221 4 года назад +8

    গান গুলো শুনার জন্য দেখা শুরু করছিলাম কিন্তু পুরো ফিল্ম টা যে কখন দেখা শেষ হয়ে গেল। অসাধারণ

  • @jannatulnayeem5741
    @jannatulnayeem5741 Год назад +2

    35: 04 আমি একজন বিবাহিত মেয়ে হিসাবে সিনেমার এতটুকুতে এসে এই কমেন্ট না লিখে পারলামনা
    " এই জমিদারের মতো লোকের স্ত্রী হওয়ার মাঝে কোনো সার্থকতা নেই,,তারচেয়ে বরং কুঁড়ে ঘরে থাকাই শান্তির,স্বামীর চোখের মণি হয়ে"😢
    পুরোটা দেখা শেষ করি,,তারপর আরেকটা কমেন্ট লিখবো😊

  • @bahaduralam9704
    @bahaduralam9704 4 года назад +6

    শেষে চুখের পানি দরে রাখতে পারলাম না।।আগে মানুষ জীবন চালানোর জন্য বা পেট ভরে খাওয়ার আসাই কত ত্যাগ শিখার করেছে।।

  • @shuvadasofficial928
    @shuvadasofficial928 3 года назад +32

    27:00 এই সময় সবাই নামাজ পরতেছে। বালো লাগলো এই ব্যাপার টা সন্ধা এখন ৬টা ৪৯ আমার এলাকার মসজিদে আজান দিতেছে। আমি হিন্দু হয়েও অনেক ভালো লাগলো। আপনারা নিজ ধর্ম শ্রদ্ধার সহিত সবাই পালন করবেন। ধন্যবাদ 🥰

    • @amitavabiswas9891
      @amitavabiswas9891 3 года назад

      আরে বলদা মুসলমান , তুই যতই হিন্দু সাজার নাটক করিস, ধরা পরে যাবি। ঘেটুপুত্র আসলে জান্নাতের 12 বছরের গেলেমান। আল্লা দিয়েছে।

    • @shuvadasofficial928
      @shuvadasofficial928 3 года назад +2

      @@amitavabiswas9891 নিজেকে বলদ প্রমান করলা

    • @bdnow6527
      @bdnow6527 3 года назад +1

      Amitav তোর মানসিক সমস্যা আছে আছে।

    • @tahmeedkhan2130
      @tahmeedkhan2130 2 года назад

      @@amitavabiswas9891 ghetuputro Ram er obotar! Prithibir shob chodon khete asche

  • @islamazhar4730
    @islamazhar4730 2 года назад +2

    আহ্। এত্তো হৃদয় ছুঁয়ে গেলো, কি অমায়িক সৃষ্টি। শ্রদ্ধাভরে স্মরন করছি হুমায়ুন স্যারকে।।

  • @djranakhan9646
    @djranakhan9646 3 года назад +23

    কি নিষ্ঠুর বর্বরতায় এটাতো সমকামিতা ছোটবেলায় যখন টেলিফিল্মটা দেখতাম তখন দেখতাম আর ভাবতাম জিনিসটা কি 2021 সালে বুঝতে পারলাম জিনিসটা আসলে কি