Hanif Sanket Natok - Biporite Hit - বিপরীতে হিত | Zahid Hasan | Afsana Mimi

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии •

  • @MonirHossain-xk9vc
    @MonirHossain-xk9vc 5 лет назад +324

    দেখ এই প্রজন্ম দেখ, কি অসম্ভব সুন্দর শিক্ষণীয়, নির্মল, শালীন বিনোদনে কেটেছে আমাদের শৈশব। গল্প ও অভিনয় কতটা নিঁখুত যা দেখে একটা সুস্থ, সুন্দর ও আদর্শ পরিবার এর সদস্য হতে ইচ্ছে করে। আমরা কতটা আধুনিক হয়েছি এখন বুঝে নাও তোমরা! সুস্থ ধারার বিনোদন মানুষ কে মানুষ হতে সাহায্য করে অমানুষিক কার্যকলাপ থেকে দূরে রাখে।

  • @muhammadmahbuburrahmanrati6323
    @muhammadmahbuburrahmanrati6323 Год назад +61

    খুব সম্ভবত ১৯৯৯ সালের রোজার ঈদে নাটকটা দেখেছিলাম! আজ আবার দেখলাম প্রায় ২৪ বছর পর! আহ কত সুন্দর ছিলো আমাদের শৈশব। কি সুন্দর নির্মল অভিনয়! সবাই জাত অভিনেতা!😊

    • @md.aftekarhossain6986
      @md.aftekarhossain6986 7 месяцев назад +1

      সঠিক বলেছেন
      ১৯৯৯ সাল
      তখন আমি দশম শ্রেণীর ছাত্র

    • @alamgirkabir7072
      @alamgirkabir7072 2 месяца назад

      Right

  • @fourhadchaity1007
    @fourhadchaity1007 Год назад +3

    Amr ai old natok gula dekhle Mon chay otit e fire jaie...

  • @ANIKBISWAS
    @ANIKBISWAS 2 года назад +68

    অনেক ছোটবেলায় নাটকটি দেখেছিলাম কোন এক ঈদ উল ফিতরের রাতে। মনে পড়ে গেল, সেইসব হাসিমাখা দিন😄

    • @KamrulHasan-ov4yb
      @KamrulHasan-ov4yb 2 месяца назад

      ৯৯ সালের রোজার ঈদে

  • @majesticknight3189
    @majesticknight3189 5 лет назад +28

    এটি ছিল আমদের প্রকৃত নাটকের রুপ,যেখানে খুজে পাওয়া যায় হাসি,কান্না,সামাজিক এবং পারিবারিক শিক্ষা।। নাটক টি আনেকবার দেখেছি কিন্তু যতবার দেখছি ততবার সাধারণের মধ্যে অসাধারণের মত মনে হয়েছে। আমরা আমাদের নিজের সংস্কৃতিকে মূল্য না দিয়ে প্রতিবেশীর দেশের সংস্কৃতিকে নিজেদের করে নিয়েছি। এটা শুধু আমার ও আপনার দায় নয় বরং সমগ্র বাংলাদেশ মানুষের জন্য আপমান জনক।তাইত আজ আমরা এতটা পছিয়ে অন্য দেশ থেকে।

    • @md.khokonemployee1393
      @md.khokonemployee1393 4 года назад +1

      মানুষের রুচি দেখে মজাই নষ্ট হয়ে গেছে আমাদের বাংলাদেশের মানুষ দেখেছি স্টার জলসা সিরিয়াল নিয়ে খুব ব্যস্ত রিয়াল ইন্ডিয়ার ইন্ডিয়ার মানুষ দেখে আমাদের বাংলাদেশের নাটক অনেক ইউটিউবে দেখে আমি দর্শক খুঁজে পাই সে ভারত থেকে বলছি কলিকাতা থেকে বলছি কত সুন্দর কথাগুলো শুনে লাগে মনটা ভালো সাংস্কৃতিক

  • @Jahidhasan-wx2xp
    @Jahidhasan-wx2xp 4 года назад +29

    ১৯৯৭ সালের নাটিক কত সুন্দর। মন ভরে দেখার মত নাটক। গত ১০ বছরে এই মানের নাটক তৈরি হয়নাই।

  • @mdshimul3743
    @mdshimul3743 Год назад +2

    আহা! আহা! আহা! কি চমৎকার অভিনয়। কি চমৎকার সংলাপ। কি চমৎকার পরিবেশনা। একেই বলে হৃদয়ের মাধুর্য মেশানো নাটক।যদিও বা আমি বর্তমান যুগের ছেলে মানুষ তবুও খুজে খুজে সেই সোনালী দিনের ঐতিহ্য গুলোকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করি।

  • @UmmyHabiba-k4z
    @UmmyHabiba-k4z Год назад +12

    সেই ছোটবেলায় দেখেছিলাম, আজও মনে পড়ে পরিবারের সবাই মিলে দেখেছিলাম আর হাসতে হাসতে গড়াগড়ি খেতে খেতে হানিফ সংকেত স্যারকে ধন্যবাদ দিচ্ছিলাম।

    • @sohag9991
      @sohag9991 Год назад

      ছোত বেলায় দেখেছি বিধায় বার বার দেখতে আসি। সাথে একটু ক্ষনের জন্য শৈশব হারিয়ে যাই

  • @juisarker154
    @juisarker154 Год назад +2

    ❤❤❤❤wow,,,,nice❤❤❤

  • @azizulhaiderpatwary5805
    @azizulhaiderpatwary5805 3 года назад +10

    কি অসাধারণ নাটক! আগের নাটক গুলো কতো সুন্দর ছিলো। আগের পরিবেশ, পরিস্থিতি, মানুষের মন সবকিছুই ভেজালহীন আর সুন্দর ছিলো। আর এখনকার নাটক সব লিটনের ফ্ল্যাট নিয়ে। হানিফ সংকেত স্যারের কাছে আকুল আবেদন "আরো বেশি বেশি নাটক উপহার দিয়ে যাবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে নাটক গুলো দেখে আমাদের সংস্কৃতি, কালচার ধারণ করতে পারে"। আমাদের দেশে হানিফ সংকেতদের মতো উচুমানের নাট্যকারের বড় অভাব।

  • @halimakhanam1702
    @halimakhanam1702 11 месяцев назад +1

    অনেক অনেক চমৎকার শিক্ষনীয় একটি নাটক উপভোগ করলাম, সেই শৈশব জীবনের একটি অধ্যায় ফিরে গিয়েছিলাম।

  • @karimakarima3649
    @karimakarima3649 5 лет назад +36

    অন্যের জন্য গর্ত খুললে নিজেই সে গর্তে পরে রাইট এটা শুরু হয়েছে আবু জেহেল থেকে শুরু ।।মাশআল্লাহ অসাধারণ একটি সুন্দর নাটক

  • @valobasitomay.3571
    @valobasitomay.3571 5 лет назад +58

    সত্যিই অসাধারন।
    অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর নাটক উপহারের জন্য।
    সত্যিই অন্যের জন্য র্গত করলে সেই র্গতে নিজেকেই পড়তে হয়,,,,,,,,,,,,জ্বলন্ত প্রমান ।
    ২০১৯ এ কে কে দেখেছেন আমার মতো ।

  • @mohammadali6663
    @mohammadali6663 Год назад +5

    জাহিদ হাসান বাংলা নাটক এর এক উজ্জ্বল নক্ষত্র

  • @shammyaktershuchi6038
    @shammyaktershuchi6038 Год назад +29

    আহা ওই দিনগুলি কতো সুন্দর আর কতো নির্মল ছিলো । ওই সময় বিটিভির প্রতি অন্যরকম একটা ভালোবাসা ছিলো। রাত ৮ টার খবরের পর নাটক দেখা । ওই সময়টা ভালো ছিলো,, যদিও আজকের মতো এতো আধুনিক ছিলো না কিন্তুু ওই সময়টা বেষ্ট ছিলো

    • @SazidSoapman
      @SazidSoapman 8 месяцев назад

      তখন আপনি কিসে পড়তেন আপু?

  • @newtheme4583
    @newtheme4583 4 года назад +36

    কি শুদ্ধ,মার্জিত ভাষা,যা এখনকার নাটকে অনুপস্থিত। সত্যি এমন নাটক দেখলে কত কিছু শেখার থাকে।

    • @mehrabahmed4691
      @mehrabahmed4691 4 года назад +1

      Abaro emon natok banano uchit. Jaate kore family r sathhe boshe dekha jai.

    • @nasirdhali1931
      @nasirdhali1931 3 года назад

      @@mehrabahmed4691 চচ্ছচ্ছচচ্ছ

    • @prabalkumarbasu1476
      @prabalkumarbasu1476 2 года назад

      আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছিনা

  • @NusratJahan-ul7rs
    @NusratJahan-ul7rs Год назад +1

    joto dekhi totoi vlo lage

  • @Mohammadlokman-o3v
    @Mohammadlokman-o3v 2 года назад +27

    বাংলা নাটকের সোনালী যুগ ছিল, খুব মিচ করি, বর্তমান নাটকের পরিস্থিতি গুলো দখলে মনে হয় বাংলা নাটকের ঐতিহ্য শেষ হয়ে গেছে। 💔

  • @ahamedkawsar6372
    @ahamedkawsar6372 11 месяцев назад +2

    আফসানা মিমি, জাহিদ হাসান আমার পছন্দের ব্যাক্তিবর্গ

  • @al-amin2014
    @al-amin2014 3 года назад +7

    হানিফ সংকেতই বাংলা নাটকের শ্রেষ্ঠ নির্মাতা

    • @Ayeshasiddika664
      @Ayeshasiddika664 11 месяцев назад +1

      আপনি হয়তো জানেন না
      আমাদের একজন হুমায়ুন আহমেদ ছিলেন 🥰

  • @MdRakibulIslam-gc5yr
    @MdRakibulIslam-gc5yr 4 месяца назад +2

    কত সুন্দর ছিলো দিনগুলো মনে চাই আবার ফিরে যাই… আজ ১৪ বছর হলো দেশ টাকে দেখা হয় না 🇬🇧❤️🇧🇩

  • @রামধনু-জ৪শ
    @রামধনু-জ৪শ 3 года назад +4

    অসাধারণ অভিনেতা অভিনেত্রীদের নাটক দেখতে খুব ভালো লাগে l

  • @প্রেম_কাব্য
    @প্রেম_কাব্য 4 года назад +4

    আফসানা মিমি অসাধারণ লুক!😲😲

  • @beingfahad6518
    @beingfahad6518 4 года назад +6

    বাহ এতো সুন্দর নাটক আর দেখি নি
    হানিফ সংকেত বেষ্ট

  • @adimelodious73
    @adimelodious73 2 года назад +10

    সাদা কালো সেই দিন গুলোই ছিল রং মাখানো । অথচ চারিদিকের এত রঙে আজ যেন চোখ ঝলসে যায় । দেখেছিলাম বহু বছর আগে !!

  • @anikwahiduzzaman5354
    @anikwahiduzzaman5354 6 лет назад +54

    আজকাল এমন শিক্ষনীয় নাটক দেখা ই যায় না। খুব সুন্দর ছিলো নাটক টা 😍

  • @প্রেম_কাব্য
    @প্রেম_কাব্য 4 года назад +11

    হানিফ সংকেতের সবগুলো নাটকই অসাধারণ! ❤️

  • @tanbirofficial7180
    @tanbirofficial7180 4 года назад +16

    হানিফ সংকেত মানেই শিক্ষনীয় কিছু এই রকম পরিবার হলে সূখ এমনিতেই আসবে।❤️

  • @haniffci21-nb1fc
    @haniffci21-nb1fc 11 месяцев назад +1

    আহ্ কত সুন্দর শৈশব ছিল. আমাদের বাড়ির অন্তত 30 থেকে 40জন সবাই মিলে একসাথে দেখেছিলাম নাটক টি আজ ওদের অনেক জন বেঁচে নেই. আর যারা আছে তারাও এক এক জায়গায়. চাইলেও সেই সোনালী অতীতটাকে ফিরে পাবনা... নস্টালজিক

  • @tahminashorna5456
    @tahminashorna5456 Год назад +13

    অনেক পুরনো দিনের নাটক এখনকার নাটক কে হার মানাবে, অসম্ভব সুন্দর নাটক শিক্ষনীয় নাটক। ❤️💚💙

  • @hsayeed91
    @hsayeed91 11 месяцев назад +1

    কি অসাধারণ ছিলো ৯০ দশকের নাটক ভাবা যায় এগুলা।।
    আর এখনাকার নাটক দেখলে মনে হয় টর্চার করা হচ্ছে।।

  • @ShahinAhmed-ei5cf
    @ShahinAhmed-ei5cf 3 года назад +16

    আফসানা মিমি দেখতে ভয়ংকর সুন্দর। ক্রাশ খাওয়ার মতো😅🥰

  • @KalponaSouthKorea
    @KalponaSouthKorea 2 месяца назад

    Love from South Korea ❤❤❤ অসাধারণ

  • @rubelrahman9060
    @rubelrahman9060 4 года назад +10

    এটা হচ্ছে নাটক, আহা কিছু সময়ের জন্য নিজের ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম। 💚

  • @shariarrahat8039
    @shariarrahat8039 2 года назад +2

    আহা,.....
    কী চমৎকার অভিনয়, কত সুন্দর নাটক।

  • @tarunpaul5299
    @tarunpaul5299 Год назад +3

    এটি ঐ বাংলাদেশ দেখাতে পারে , মন প্রাণ ভরে গেল।কিন্তু পশ্চিম বাংলা পারে না। ওরা যেটি পারে সেটি হলো নোংরামি।আমি তো বাংলাদেশের নাটকের অন্ধ ফ‍্যান।❤❤❤❤❤💐💐💐💐💐

  • @GOD_SPEED_1st
    @GOD_SPEED_1st 7 месяцев назад +2

    নাটক গুলো কত সুন্দর ছিল,যেমন সাবলীল অভিনয় তেমন সাবলীল ভাষা, এখন নাটকের ভাষা শুনলে মেজাজ গরম হয়ে যায়।

  • @shahinshahin3646
    @shahinshahin3646 3 года назад +15

    কোথায় যেন হারিয়ে গেল, এই সমস্ত নাটক ।

  • @khurshidahasnath5804
    @khurshidahasnath5804 9 месяцев назад +1

    ইসস ২৩ বৎসর আগের ঘটনার নাটক , কতই অর্থবহ কতই কমেডি ঘরনার গল্প -
    খুঁজে খুঁজে পেলাম এত ভাল অভিনয় শিল্পীদের নাটক ।

  • @mdjalaluddinpathan9704
    @mdjalaluddinpathan9704 4 года назад +64

    সত্যিই ১৯৯০দশকের নাটক গুলো অতুলনীয় অনেক মিস্ করি সেই দিন গুলি

  • @masudhossain845
    @masudhossain845 3 года назад +2

    হানিফ সংকেত আর হুমায়ুন আহমেদ এদের নাটক এর কোন তুলনা হয়না। কি অনবদ্য স্ক্রিপ্ট!! এদের নাটক দেখতে বসলে দেখার আগ্রহ বেরেই যায়

  • @khabirulislam5675
    @khabirulislam5675 5 лет назад +12

    দুটো নাটক দেখলাম হানিফ সংকেত খুব ভালো লেগেছে, শিখার কিছু রয়েছে

  • @ahamedkawsar6372
    @ahamedkawsar6372 2 месяца назад +1

    আফসানা মিমি, জাহিদ হাসান অনেক অনেক প্রিয়

  • @sharifislam7265
    @sharifislam7265 4 года назад +7

    খুব সুন্দর নাটক অনেক ভালো লাগলো

  • @rafiulkarim007
    @rafiulkarim007 8 месяцев назад +1

    প্রায় ২৪ বছর পর আবার নাটকটা দেখলাম বেশ ভালো লাগলো আমাদের শৈশব সত্যিই অসাধারণ ছিল

  • @nazrulislam-nv9zm
    @nazrulislam-nv9zm 2 года назад +7

    আমি দেখলাম ০২/০৩/২০২২ইং, আমি মুগ্ধ হয়ে গেছি। সোনালী অতীত সোনার মত যা চিরকাল চকচকে উজ্জ্বল থাকে,ও থাকবে।

  • @mdsakhauathossen8552
    @mdsakhauathossen8552 7 месяцев назад +1

    এই নাটকগুলো এখনো দেখলে সেই দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছা করে

  • @rahmanmoti
    @rahmanmoti 4 года назад +6

    প্রিয় নাটক। কোরবানীর ঈদ মানেই ছিল হানিফ সংকেতের নাটক।

  • @mahfujhasan3211
    @mahfujhasan3211 2 года назад +2

    হানিফ সংকেত সারের নাটক মানেই ভিন্ন কিছু❤️❤️❤️

  • @musafir-5612
    @musafir-5612 2 года назад +6

    আহা!
    কি সুন্দর।
    সাবলীল অভিনয়,কোন অশ্লীলতার রেশ নাই,গালিগালাজ নাই।
    এটাই তো বাংলা নাটক।

  • @skumarhalder7146
    @skumarhalder7146 2 года назад +1

    Amar Dekha sera Natok... ......Hanif sonket Sir ke onek onek Donnobar 🙏🙏🙏

  • @judgefarhansamin3196
    @judgefarhansamin3196 4 года назад +55

    হায়রে!! এই যুগে কেন যে ফেসবুক, টুইটার, ইন্সটগ্রাম এসব এল?? আগের যুগে জন্মদিনে ফুলের শুভেচ্ছা, যৌথ পরিবার এবং এত সুন্দর পারিবারিক নাটক- সত্যি এসব স্বর্ণযুগ ছিল।

  • @rafiushazu4606
    @rafiushazu4606 Год назад +1

    আনন্দের জন্য নাটক টা অসাধারণ, যদিও অনেক আগে একবার দেখেছি। ধন্যবাদ

  • @HumayunSumOn
    @HumayunSumOn 3 года назад +6

    সেই বাংলাদেশ আজ কোথায়!

  • @fahimahmed1939
    @fahimahmed1939 Год назад +2

    অসম্ভব সুন্দর নাটকটি আমি অনেক অনেক অনেকবার দেখেছি! ০৪.০৮.২০২৩. শুক্রবার!

  • @sarajitkumarsen1605
    @sarajitkumarsen1605 5 лет назад +3

    একটি পারিবারিক নাটক । টাইটেল গান থেকে শুরু করে শেষপর্যন্ত pure entertainment... ধন্যবাদ।

  • @saswatidas5028
    @saswatidas5028 7 месяцев назад +2

    খুব খুব সুন্দর নাটক। বিশেষ করে জাহিদ হাসানের অভিনয়।

  • @jamaluddin1495
    @jamaluddin1495 2 года назад +5

    ক্রাস আফসানা মিমি😍😍😍🤩🤩🤩
    স্কুল জীবনে পছন্দের একজন অভিনেত্রী।
    বিটিভিতে নাটক দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকা খুব মিস করি দিনগুলো।

  • @robinkhan8720
    @robinkhan8720 11 месяцев назад +1

    আহ! আফসোস লাগে কতো সুন্দর ছিলো ওই দিন গুলো।

  • @maniruzzaman5167
    @maniruzzaman5167 6 лет назад +47

    প্রয়াত মোস্তফার অভিনয় অসাধারন

  • @JannatD682
    @JannatD682 Год назад +2

    old drama always best ❤

  • @S.A.Shakil.S
    @S.A.Shakil.S Год назад +4

    আজ আবার দেখতে এলাম।
    কতবার দেখেছি তার হিসেব নেই।
    হানিফ সংকেত স্যারের পুরোনো নাটকগুলো কতবার দেখেছি তারপরও বিরক্ত লাগেনা।❤❤

  • @sithisetu4680
    @sithisetu4680 2 года назад +1

    Protteker ovinoy eto natural je ki bolbo… osadharon.

  • @ইমামউদ্দিনসুমন

    ধন্যবাদ হানিফ স্যর কে

  • @shantosarker6246
    @shantosarker6246 Год назад +1

    অসাধারণ নাটক পরিবার নিয়ে দেখলাম মা বাবা, ভাই-বোন নিয়ে অনেক ভালো লাগলো।

  • @RaselAhmed-cm6oh
    @RaselAhmed-cm6oh 5 лет назад +2

    অস্থির নাটক। সেরা নাট্যকার হানিফ সংকেত

  • @runasdailykitchenvlog25
    @runasdailykitchenvlog25 3 года назад +4

    এককথায় অসাধারণ নাটক,ব্যাখ্যা করার ভাষা নেই, অনেক কিছু শেখা এবং বিনোদনের মাধ্যম আমাদের এ নাটকগুলো।

  • @md.mozammalhoque4347
    @md.mozammalhoque4347 11 месяцев назад

    এরই নাম নাটক!ছোট বেলার কথা মনে পড়ে গেলো।।

  • @mahmudhasan7550
    @mahmudhasan7550 4 года назад +8

    নাটকটা দেখে মন জুড়িয়ে গেল অটোমেটিক মুখে হাসি চলে এলো। আগের নাটক গুলোতে ছিল মানসম্মত ও বিশুদ্ধতার ছাপ এখনো বিংশশতাব্দীতে এই নাটক গুলোর মান একবিন্দু ও কমেনি বরং আরো বেড়েছে। ভীমপুর, বোয়ালমারী, ফরিদপুর।

  • @MamunurRashid-fz8xh
    @MamunurRashid-fz8xh 6 лет назад +2

    হানিফ সংকেতের কোনো তুলনাই হয় না৷ অতুলনীয় এক মহা মানব হানিফ সংকেত৷ ভালোবাসা স্যার৷

  • @mdishak8630
    @mdishak8630 5 лет назад +69

    কতো সালের নাটক তা জানিনা , তবে ২০১৯ তে এসে দেখলাম। অনেক সুন্দর লাগছে।

    • @mahmud.ishtiaq9
      @mahmud.ishtiaq9 5 лет назад +5

      সম্ভবত ১৯৯৯ অথবা ২০০০ সালের নাটক হবে। এটি ঈদের একটি নাটক ছিলো।

    • @farheenasharmin5058
      @farheenasharmin5058 5 лет назад +2

      Me too

    • @rakibsl1507
      @rakibsl1507 4 года назад +2

      1997

    • @md.khokonemployee1393
      @md.khokonemployee1393 4 года назад +1

      জেনে না জেনে কেন যে আপনার উত্তর দেন জানিনা এটা 2000 সালের নাটক ছিল

    • @sakibullahctgbd91
      @sakibullahctgbd91 3 года назад

      মে ২০২১ এ দেখতেছি

  • @subhafashionhouse4970
    @subhafashionhouse4970 4 года назад +2

    Ki sundor NATok 🥰

  • @abdullahalmahmud2367
    @abdullahalmahmud2367 3 года назад +4

    ২০২১ সালে এরকম নাটক আবারো দেখলাম।মনে হলো ক্লাশ অন্য জিনিস👍👍👌👌

  • @shamimhosen345
    @shamimhosen345 Год назад

    প্রাণবন্ত অভিনয়... অসাধারণ নাটক❤️❤️❤️

  • @md.ariftk
    @md.ariftk 6 лет назад +176

    আজ ২০১৮তে বসে নাটকটা দেখে যে পরিমাণ ভাল লাগছে গত ৫ বছরের কোনো নাটকে তা পাইনি। পুরনো দিনই ভাল ছিল।

  • @mFaizn75
    @mFaizn75 11 месяцев назад +1

    2024 সালে নাটকটি দেখলাম, এতো সুন্দর নাটক হতো আগে।
    খুবই সুন্দর, শিক্ষনীয় এবং বাস্তবমুখী।

  • @shahadathossain5470
    @shahadathossain5470 3 года назад +6

    এই নাটক কোন এক ঈদে দেখেছিলাম। যাই হক এই নাটকগুলো এখন যাদুঘরে।

  • @mddeloarhosainsaidi9316
    @mddeloarhosainsaidi9316 Год назад +2

    আজ নাটকটা দেখে যতটা আনন্দ পেলাম অন্যান্য নাটক দেখার থেকে নিঃসন্দেহে অতুলনীয়।

  • @wakram6477
    @wakram6477 2 года назад +3

    স্যার হানিফ সংকেতের ফাগুন অডিও ভিশনের ঈদের নাটক। ছোট্ট বেলায় দেখেছি। ঈদের দিনের বেলায় ঘুরোঘুরি আর 🌃 রাতের বেলায় ফাগুন অডিও ভিশনের ইত্যাদি অথবা নাটক অস্থির হয়ে যাই ...

  • @SmilingArchaeology-jp3rs
    @SmilingArchaeology-jp3rs 6 месяцев назад +2

    আহ কত সুন্দর নাটক।

  • @alin1show
    @alin1show 6 лет назад +32

    Golam Mostafa Sir is the greatest of all time, a style icon, perfect acting, deep voice,,, ai shomoyer keo akhono Mostafa sir r dhare kacheo nai

    • @legendpropranto9612
      @legendpropranto9612 5 лет назад +2

      Definitely bro he is the greatest actor of all time kicu kicu actor acen jara chole gele je shunnota hoei ta puron howar noei. Razzak sir mostofa sir humaun faridi sir,anwar sir era aj world e nei tobe eder somotullo kono actor hobe o na era ek joni ekon atm sir e bece acen uni chole gele asholei Bangladesh flim etim hoeia jabe 😓😓😓😓😓

    • @raseliqbal3739
      @raseliqbal3739 4 года назад

      humaun faridi chilo

  • @sharminaktharrina2709
    @sharminaktharrina2709 11 месяцев назад +1

    মোস্তফা স্যারের কথাতো ভুলেই গিয়েছিলাম।স্যার একজন গুনি বড় মাপের অভিনেতা।

  • @golammahmud7909
    @golammahmud7909 5 лет назад +6

    অনেক অনেক সুন্দর নাটক, কতবার যে দেখেছি, তারপরও প্রতি বারই ভালো লাগে, অনেক অনেক সুন্দর।

    • @md.khokonemployee1393
      @md.khokonemployee1393 4 года назад

      কতবার দেখেছেন সেটা উল্লেখ করে জানাবেন

  • @basirbasir5793
    @basirbasir5793 5 лет назад +2

    নাটক খুব সুন্দর মনের মতো

  • @TheShoishob
    @TheShoishob 2 года назад +19

    ২০২২ সালে নাটকটি দেখার পর ও বলতে হয় আজকাল এর নাটক এর চেয়ে সবদিকেই এগিয়ে ৯০ দশকের নাটক।সে অভিনয়, কাহিনি কিংবা অভিনেতা বা অভিনেত্রী ❣️

  • @SaymonKhokshi
    @SaymonKhokshi 5 месяцев назад

    Excellent, Excellent & Excellent 👌👌👌👌👌👌

  • @mdrubelislam7423
    @mdrubelislam7423 4 года назад +13

    হানিফ সংকেতের নাটক শুধু হাসি আর মজা নয়-শিখবার মতো অনেক কিছু আছে, ২০২০ সালে এসে দেখলাম।

  • @shahriarfahim9235
    @shahriarfahim9235 11 месяцев назад +1

    Can’t believe 2023 te eshe ei natok dekhe khuv bhalo lage !! you are the best hanif sir👍🏻

  • @ramimalom303
    @ramimalom303 3 года назад +3

    সত্যিই এ রকম পারিবারিক নাটক গুলো আজ খুবই মিস করি...
    বর্তমানে নাটক মানেই প্রেম নিয়ে,যা পুরাই বিরক্তিকর 😏

  • @rejonhridoy9305
    @rejonhridoy9305 3 года назад +4

    ২০২১ এ কে কে দেখছেন নিশ্চয়ই ৯০ দশকের সবাই
    লইক প্লিজ।

  • @apnanhasanhasan5353
    @apnanhasanhasan5353 Год назад

    হানিফ সংকেত স্যারকে অনেক ধন্যবাদ। ওনার নাটক যত দেখি ততই মুগ্ধ হই।

  • @S.A.Shakil.S
    @S.A.Shakil.S Год назад +5

    পুরোনো নাটকগুলো কতবার দেখেছি, তা হিসেব করে বলতে পারবোনা। এত এত ভালো লাগে❤ তা মুখের ভাষায়ও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ হানিফ স্যারকে।

  • @mdmotuirhosan2280
    @mdmotuirhosan2280 5 лет назад +4

    হানিফ সংকেতের নাটক অনেক ভালো লাগে এত ভাল ভাল নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ স্যার

  • @opumiya2674
    @opumiya2674 3 месяца назад +3

    আমি দেখেছি১৯৯৯ সালে আবার দেকলাম ২০২৪

  • @nadian2254
    @nadian2254 6 лет назад +2

    এক কথায় অসাধার অনেক......অনেক ধন্যবাদ হানিফ সংকেত আপনাকে এতো সুন্দর একটি শিক্ষা মূলুক ম্যাগাজিন আমাদের সকলের মাঝে উপহার দেওয়ার জন্য

  • @suraiyajabin8086
    @suraiyajabin8086 4 года назад +6

    এই নাটক টা অনেক সুন্দর। জীবন টা নাটক বা সিনেমা না। বাস্তবতা অনেক কঠিন। প্রতিযোগিতাটা ভালোর জন্য হলেও অন্য কে তার জীবন ও জায়গা থেকে ঠেলে ফেলে দিয়ে না।

  • @billalfarazee1231
    @billalfarazee1231 3 года назад +2

    অসাধারণ

  • @md.nazrulislamsohag2795
    @md.nazrulislamsohag2795 5 лет назад +10

    নাটকের মত বাস্তব জীবনটা হলে কত ভালই না হত। এরকম অনুভূতি এখনকার নাটকে নেই। ভাল লাগল।

  • @mdasadulislam1629
    @mdasadulislam1629 4 года назад +8

    খুবই শিক্ষনীয় একটি নাটক যা দেখলে মানুষ উপকৃত হবে নির্মাতা হানিফ স্যার কে অসংখ্য ধন্যবাদ এরকম আরো নাটক চাই

  • @kmmonirislam9386
    @kmmonirislam9386 3 года назад +1

    khub valo laglo...🥰