'শিশুর প্রথম ১০০০ দিনের বিকাশ' বই এর প্রকাশনায় সিমেড হেল্‌থ এর প্রতিষ্ঠাতা খন্দকার এ. মামুন।

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • গত ১৪ জানুয়ারি, ইউপিএল-এর কেন্দ্রীয় কার্যালয়ে শিশু বিশেষজ্ঞ ডা. সেলিনা হুসনা বানুর দীর্ঘদিনের চিকিৎসক জীবনের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞানের প্রতিফলনে লেখা 'শিশুর প্রথম ১০০০ দিনের বিকাশ' বইটি প্রকাশিত হয়। প্রকাশনা উৎসবের সম্মানিত আলোচক হিসেবে অংশগ্রহণ করেন সিমেড হেলথ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এ. মামুন, পিএইচডি। এসময়ে তিনি তথ্যপ্রযুক্তির মাধ্যমে বইটির আরো যুগোপযোগী ব্যবহারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বাচ্চার জন্মের পর থেকে পরবর্তী বিকাশের জন্য করণীয় ধাপ গুলো একটি ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে মানুষের হাতের মুঠোয় এনে দেওয়ার ব্যপারে বইটি কি ভূমিকা রাখতে পারে সে ব্যপারে তিনি আলোকপাত করেন।

Комментарии • 1

  • @MosharrafHosain-yc7ve
    @MosharrafHosain-yc7ve 5 месяцев назад

    এক কপি আমি নিব তা কিভাবে সংগ্রহ করব দয়া করে ঠিকানা বলে দিন।