@@SOMENMANDAL786 আর তোর বহুত জ্ঞান।আগে সত্যকে বুঝতে শিখ।আনন্দবাজার হইল একটা স্ক্যাম।গু মাথায় নিয়ে এমন নিউজ করছে।লিটন নিজের দিনে একজন সেরা ব্যাটসম্যান আর কত ক্লিনিক্যাল শর্ট খেলে এটা আমরা জানি।কিন্তু ওর ফর্ম দেখতে হবে গত ১ বছরে ওডিআইতে। আই রিপিট টেস্টে না ওডিআইতে। আর তুই ভারতীয় হয়ে সাম্প্রদায়িক হবি সহজ বিষয়।
@@SOMENMANDAL786 আরে জ্ঞানের সুপারমার্কেট, তোর তো অনেক বুদ্ধি ! তো এবার ভারত দলে কয়টা বাঙালি খেলে আর কয়টা সুযোগ পায় ? এইটা নিয়ে তোর বাপদের কিছু লিখতে বলিস ।
দাদা, আমি ঠিক জানি না কেনো! আপনার কথা শুনতে, লেখা পড়তে আমার কান্না কান্না পায়৷ আপনি খুব আনন্দের কথা বলতিছেন। কিংবা কোন ফুটবলার বা ক্রিক্রটার নিয়ে বলছেন, তুবুও। কি চমৎকার অনুভুতি! আমার প্রিয় ক্রিড়া লেখক ও বক্তা৷
চোখে পানি এসে গেল দাদা, ধুর.... জল এসে গেল। এটাই বাংলাদেশ, আমার দেশ, আমাদের দেশ। আপনার কথায় একটুও মেদ নেই, বাহুল্য নেই, সবটুকুই সত্যি.... আমরা এসব মাথায় আনি না, আনতেও চাই না। ধন্যবাদ ভাই, ইচ্ছে করেই দাদা বললাম না....❤
খেলার মাঝে ধর্ম টানা ঠিক না। তাছাড়া একজন খেলা প্রেমিক হিসবে বলতে পারি, লিটন গত বছরটা খুবই বাজে কাটিয়েছে। এখানে ধর্ম কোন বড় বিষয় না আমার যতদূর বিশ্বাস। তবে হ্যা সে যদি সত্যি সত্যি কাম ব্যাক করে তবে দলের উচিত তাকে সাপোর্ট করা।
তার পারফরমেন্স ভালো হলে সে অবশ্যই আবার দলে যায়গা পাবে। দেখেন, হাসিনা সরকার গত ১৫ বছর ধরে মানুষকে বুঝানোর চেষ্টা করেছে, যে জামাত শিবির ক্ষমতায় গেলে এদেশের হিন্দুদের অবস্থা খারাপ হবে। আর বিএনপিও হিন্দুদের নিয়ে চিন্তা করে না, তাই একমাত্র আওয়ামী লীগ এদেশের হিন্দুদের ভরসা। কিন্তু ২০০১-০৬ পর্যন্ত তো বিএনপি জামায়াত জোট ক্ষমতায় ছিল। সেই সময় তাপস বৈশ্য এবং অলোক কাপালি এই দু'জনই ২০০২ সালে বিএনপি জামায়াত জোটের সময় জাতীয় দলে চান্স পেয়ে অনেকদিন যাবত জাতীয় দলে ছিলেন। ধর্মীয় বিবেচনায় দলে নেয়া বা বাদ দেওয়া কোনটাই বাংলাদেশ দলে হয় না।
This discussion may help indian citizen to understand that we are Bangladeshi we live here and love our country we will never step in your propaganda ,Thank you Dev da never be sorry it was so relatable discussion , thank you again.
চমৎকার বলেছেন। আমাদের অনুরোধ যেটা সত্যি সেটা একটু বলেন। আপনার কাছ থেকে কিছু শোনার আলাদা তাৎপর্য আছে। যেখানে সমস্যা সেটাও বলেন। কিন্তু আনন্দবাজার যেভাবে আমাদেরকে চিত্রায়িত করছে , সেটা বাংলাদেশ না। আমাদের দেশে অনেক সমস্যা আছে। সেটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু দল ক্ষমতায় থাকার সময় কেউ অপকর্ম করলে , সেটার বিচারের সময় দলের বদলে ধর্ম আনা উচিত না।
এত চমৎকার,গোছানো,মার্জিত,বুদ্ধিদীপ্ত,গঠনমূলক,প্রাসঙ্গিক,শ্রুতিমধুর আলোচনা করলেন দেবব্রত দাদা!!❤️❤️আজকেই আপনার কোন ভিডিও দেখলাম দাদা।একমাত্র ক্রিকেটার লিটন যাকে নিয়ে ২০১৫ সালে ওকে শুভকামনা জানিয়ে আমি স্ট্যাটাস দিয়েছিলাম। আমি কখনো ভাবিনি যে,লিটন কুমার দাস একজন হিন্দু। আমি মুসলিম, লিটন হিন্দু। এটার চেয়ে বড় পরিচয় আমরা মানুষ, আমরা বাংগালী।। ধন্যবাদ দাদা।বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকুক আমিন।।
গতকাল যখন লিটন এত সুন্দর একটা খেলা উপহার দিলো, কি যে খুশি হয়েছি, বলার মত না। কিন্তু একই সাথে আফসোস টাও বেড়ে গেল। আর কিছুদিন আগে তার ফর্ম টা ফিরে পেলে চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলা দেখতে পারতাম।
আমি heart to soul লিটনের ফ্যান। কিন্তু রান না করাই বিরক্ত ছিলাম।আমার মতে লিটন যদি রংপুরের সাথে ৯০-১০০ রানের একটা ইনিংস খেলে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অবশ্যৈ নেয়া উচিত।
না। লিটন গত বারো বছর একটানা দলে অটো চয়েস ছিল আর ধারাবাহিক সিঙ্গেল ডিজিটে আউট হয়েছে খুবই বাজে পারফরম্যান্স ছিল। 2023-24 এ লিটনের odi রান 6 এবং average 0.60।এই প্লেয়ার পৃথিবীর কোনো টিমেই চান্স পাওয়ার যোগ্য না। ইন্ডিয়া নিজেই একই ছুড়ে ফেলে দিত যদি লিটন ইন্ডিয়ান হতো।
বাংলাদেশের মানুষ অধিকাংশ ক্ষেত্রে বিভেদপ্রেমী। কিন্তু একটি ক্ষেত্রে তা নয়, আর সেটি হচ্ছে খেলাধুলায় জাতীয় দলকে সমর্থনের প্রশ্নে। লিটন সৌম্য দুইজনই অত্যন্ত পছন্দের ক্রিকেটার। এমনকি তাদের ব্যাটিং স্টাইলের জন্য তাদের প্রতি বায়াসনেসও কাজ করে। আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশি🇧🇩
সত্য বলেছেন। আমার বয়স পচাত্তরের কাছাকাছি।৷ ক্লাস সিক্স হতে আমার অনেক বন্ধু হিন্দু। ক্লাসে অনেক মুসলিম ছেলের চেয়েও হিন্দু ( মেধা ভিত্তিক) ছেলে-মেয়ের সাথে ঘনিষ্ঠতা ছিল। এখন ও আছে। আরেকটা বিষয় - বাংলাদেশ হতে যে সকল হিন্দু ( জমিদার শ্রেণীর) কলকাতায় চলে গিয়েছে তাদের মাজেই বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা বেশি পরিলক্ষিত হয়। কারন কি? অবিভক্ত ভারতে আমাদের অনেক ব্যবসা ( কোলকাতার বউ বাজারে) প্রতিষ্ঠান ছিল। আমার দাদা (। grandfather) দেউবন্দ মাদ্রাসার শিক্ষিত, আমার চাচা কোলকাতা হতে আাইনজীবি( উকিল) , আমার ভাই (কাজিন) কোলকাতার এক কলেজের শিক্ষক, আমার ভাই অবিভক্ত ভারতেের সিএসপি অফিসার ছিলেন। তখনকার প্রেক্ষাপট ছিল কোলকাতা কেন্দ্রীক। আমরা তো ভারত বিদ্বেশি নই। আমার পূরো গোষ্ঠী আওয়ামী লীগ সমর্থক, কিন্তু অন্ধ বিশ্বাস ভারত-পাকিস্তান কারও প্রতি নাই, শত্রুতাও মনে ধারন করি না।
দাদা জানেন, আমি যেখানে পড়ি বর্তমানে সেখানে আমার চাকমা, মারমা থেকে শুরু করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ধরনের বন্ধু আছে। আমরা কত মজা করি। এক জন একজনের কাধে হাত রেখে চলা ফেরা করি। কিন্তু পাশের বাড়ির আন্টির মতো, ভারতীয় দের এসব চিন্তা ধারা আর অদ্ভুত মন্তব্য দিনশেষে সবাইকে কষ্ট দেয়। কিন্তু ওপরে তো একজন আছেই। তার কাছে বিচার দিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে❤
দাদা, আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আপনার প্রতি শ্রদ্ধা জানাই। লিটন দাদা আমাদের দিনাজপুরের ছেলে। সে আমাদের স্বপ্ন। তাকে নিয়ে আমরা গর্বে বুক ভরে যায়। আমি নিজেও ভাবি যে তার পারফর্মেন্স নিয়ে CT2025 এর সুযোগ নিয়ে আমরা নিজেও সন্দিহান ছিলাম। আমাদের লিটন দাদা আবারো ফিরে আসবে দুর্দান্ত ভাবে। আমরা আমাদের মাস্টারক্লাস ব্যাটার কে নিয়ে উন্মাদে ফেটে পরবো। ভারতের ওইসব ফালতু সংবাদে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না।
আপনার কথা শুনে মন ভরে গেল। আপনার কথার আমি মারাত্মক ভক্ত। আপনার সাথে যদি কোনদিন দেখা হয়, আমি আপনাকে জড়িয়ে ধরবো। আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখি। আপনি অনেক ভালো থাকবেন।
লিটন ভারত পাকিস্তানের নয়, লিটন আমাদের - এই বাংলার ❤❤❤ এতগুলা টানা খারাপ ম্যাচ খেলেও জনগণ তার বিরুদ্ধে কিছু বলে নাই, ভালো পারফরমেন্স দেখার অপেক্ষায় বার বার আশা করে রেখেছিলাম আমরা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে তার নাম দিলে সবাই উল্টো সমালোচনা করতো যে সে কোন পারফরমেন্স এ সুযোগ পায় ??
ধন্যবাদ দাদা। এটাই আমরা বাংলাদেশী। এটাই আমাদের সমগ্র বাংলাদেশীদের ধর্মবিশ্বাস যে যার ধর্ম সেই পালন করবে। এখানে আমাদের কারো কোন সমস্যা নেই। রিপাবলিক কুত্তাবাংলা যা করতেছে তা কোনভাবেই বাংলাদেশী হিসেবে মেনে নেওয়া যাচ্ছেনা। এতে করে পশ্চিমবঙ্গ এর মানুষদের আমরা নিজেদের ভাই মনে করি তাতে করে সম্পর্ক নষ্ট হবে সামনের দিনে।
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্য বিষয়টি সবার সামনে তুলে ধরার জন্য, আমিও আমার একটা স্টোরি শেয়ার করি আমাদের পাশের গ্রামে অনেক হিন্দু জনগোষ্ঠী বসবাস করে বেশীরভাগ ই জেলে, তারা এসে আমাদের পুকুরে মাছ ধরে দিয়ে যায় টাকা বা কোন সময় মাছের বিনিময়ে সেই আমার দাদার আমল থেকে, আমার দাদা কে তারা দাদা ডাকতো, আমার দাদা ও ছিলো প্র্যাক্টিসিং মুসলিম আমরাও, কখনো হিন্দু বলে আমরা তাদের সাথে বিদ্রুপ করিনি, বরং তারা এলে দাদা নাস্তা করাতেন আমরা ও করাতাম, মাছ কিছু এক্সট্রা ও দিতেন, আমরা ও দেই তারা সবসময় বলে আপনার দাদার মতো ভালো মানুষ হয় না ওনাকে উপরওয়ালা ভালো রাখুক, আমি মনে করি এটাই আমাদের সম্প্রীতি, এটা একমাত্র আমাদের দেশেই সম্ভব, আবারো ধন্যবাদ দাদা 🙂
সৌম্য ও লিটন হলো আমাদের সবচেয়ে বড় ভালোবাসা ও সবচেয়ে বড় হতাশা। ভালোবাসা সবচেয়ে বেশি বলেই হতাশাও বেশি তাদের মানের পারফরম্যান্স না দেয়ার জন্য। ওদের সবচেয়ে বেশি ভালোবাসে বলেই রাগ,ক্ষোভ ও ওদের উপর বেশি। একসময় এই জায়গায় ছিল আশরাফুল। আমরা তাকেই বেশি বকি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি। যতই গালাগালি করি না কেন, সৌম্য ও লিটন আমাদের।
লিটন দাস একজন প্রতিভাবান ক্রিকেটার আমরা মুসলিম ক্রিকেটকে ভালোবাসি লিটন দাস যখন ভালো ক্রিকেট খেলবে বা ভালো পারফর্মেন্স করবে আবার অবশ্যই বাংলাদেশ দলে ফিরে আসবে এতে আমরা প্রত্যাশা করি
অশেষ ধন্যবাদ দাদা❤❤❤ এই বিষয়টাতে আপনাদেরই কথা বলতে হবে।প্রতিবেশী দেশের মিডিয়া উন্মুখ হয়ে থাকে একটা ধর্মীয় ইস্যু নিয়ে রিপোর্ট করার।আপনার মত অন্যান্য ভাই বোনেরাও নিজ নিজ যায়গা থেকে কথা বললে ওরা সুবিধা করতে পারবে না।
Well said Debbroto Da.. We do believe in this practice.. It's true last more than a year his performance was consistently Bad.. Liton will come back soon in National team..
ধন্যবাদ স্যার। ঐ ভারতীয় দাদাদের এভাবে জবাব দেওয়ার জন্য।
জবাবের কিছু নেই... ওনার জ্ঞানের অভাব কম
♥
@@SOMENMANDAL786 আর তোর বহুত জ্ঞান।আগে সত্যকে বুঝতে শিখ।আনন্দবাজার হইল একটা স্ক্যাম।গু মাথায় নিয়ে এমন নিউজ করছে।লিটন নিজের দিনে একজন সেরা ব্যাটসম্যান আর কত ক্লিনিক্যাল শর্ট খেলে এটা আমরা জানি।কিন্তু ওর ফর্ম দেখতে হবে গত ১ বছরে ওডিআইতে। আই রিপিট টেস্টে না ওডিআইতে।
আর তুই ভারতীয় হয়ে সাম্প্রদায়িক হবি সহজ বিষয়।
@@SOMENMANDAL786 আরে জ্ঞানের সুপারমার্কেট, তোর তো অনেক বুদ্ধি ! তো এবার ভারত দলে কয়টা বাঙালি খেলে আর কয়টা সুযোগ পায় ? এইটা নিয়ে তোর বাপদের কিছু লিখতে বলিস ।
@@SOMENMANDAL786 আপনাদের মগজ আর মগজ নেই, ওটা ধোলাই করা একটা সাদা ফ্যাকাশে বস্তুতে পরিণত হয়েছে।
ওদের বোলে দিও লিটন আমাদের❤❤❤🇧🇩🇧🇩🇧🇩
দাদা, আমি ঠিক জানি না কেনো! আপনার কথা শুনতে, লেখা পড়তে আমার কান্না কান্না পায়৷ আপনি খুব আনন্দের কথা বলতিছেন। কিংবা কোন ফুটবলার বা ক্রিক্রটার নিয়ে বলছেন, তুবুও। কি চমৎকার অনুভুতি! আমার প্রিয় ক্রিড়া লেখক ও বক্তা৷
ধন্যবাদ দাদা।সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের বাংলাদেশ। ❤
চোখে পানি এসে গেল দাদা,
ধুর.... জল এসে গেল।
এটাই বাংলাদেশ, আমার দেশ, আমাদের দেশ।
আপনার কথায় একটুও মেদ নেই, বাহুল্য নেই, সবটুকুই সত্যি....
আমরা এসব মাথায় আনি না, আনতেও চাই না।
ধন্যবাদ ভাই, ইচ্ছে করেই দাদা বললাম না....❤
🫡🫡🫡🫡🫡
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা এ সব নিয়ে কথা বললে অনেক ভালো লাগে।
আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা।
খেলার মাঝে ধর্ম টানা ঠিক না। তাছাড়া একজন খেলা প্রেমিক হিসবে বলতে পারি, লিটন গত বছরটা খুবই বাজে কাটিয়েছে। এখানে ধর্ম কোন বড় বিষয় না আমার যতদূর বিশ্বাস। তবে হ্যা সে যদি সত্যি সত্যি কাম ব্যাক করে তবে দলের উচিত তাকে সাপোর্ট করা।
তারে যেভাবে support করেছে তা অন্য কোন প্লেয়ার কে করা হয়নি, হইও না
তার পারফরমেন্স ভালো হলে সে অবশ্যই আবার দলে যায়গা পাবে। দেখেন, হাসিনা সরকার গত ১৫ বছর ধরে মানুষকে বুঝানোর চেষ্টা করেছে, যে জামাত শিবির ক্ষমতায় গেলে এদেশের হিন্দুদের অবস্থা খারাপ হবে। আর বিএনপিও হিন্দুদের নিয়ে চিন্তা করে না, তাই একমাত্র আওয়ামী লীগ এদেশের হিন্দুদের ভরসা।
কিন্তু ২০০১-০৬ পর্যন্ত তো বিএনপি জামায়াত জোট ক্ষমতায় ছিল। সেই সময় তাপস বৈশ্য এবং অলোক কাপালি এই দু'জনই ২০০২ সালে বিএনপি জামায়াত জোটের সময় জাতীয় দলে চান্স পেয়ে অনেকদিন যাবত জাতীয় দলে ছিলেন। ধর্মীয় বিবেচনায় দলে নেয়া বা বাদ দেওয়া কোনটাই বাংলাদেশ দলে হয় না।
My favourite batsman is Liton And Sharkar.. but now Liton is out of form.. When he will be in form I want him as a Captain as well..
❤
@@Honestcompareসাপোর্ট করা হয়ছে কারণ ওর ভিত্রে মাল আছে, তাছাড়া একটা ফরমেটে রান পাচ্ছিলো।
ধন্যবাদ দাদা।সঠিক তথ্য তুলে ধরার জন্য। সবার আগে পরিচয় আমি বাঙালি
amar porichoy Bangladeshi
আমরা বাংলাদেশী। সমতল পাহাড়ি সবাই মিলে আমরা বাংলাদেশী।
আমরা বাংলাদেশি 😊
আনন্দবাজারের কথামত লিটন এতোদিন ভারতীয় কোটায় দলে ছিল।
হা হিন্দু কোটা তো বলাই হতো বাংলাদেশে।
Amra ki boltam shetao tomrai amader bole diba? Thapraite mon chay toder. @@anupammitra4791
@@anupammitra4791 litton kunu qouta khele nai. Juggota diye e khelse. R jdi troll er kotha bole mithun, shanto aro besi troll hoy. Tara ki qouta
This discussion may help indian citizen to understand that we are Bangladeshi we live here and love our country we will never step in your propaganda ,Thank you Dev da never be sorry it was so relatable discussion , thank you again.
দারুণ আর ভীষণ মূল্যবান, গুরুত্বপূর্ণ আলোচনা! খুবি সঠিক কথা বলেছেন আপনি, দাদা। অনেক ভাল লাগলো।
খুব সুন্দর বিশ্লেষণ করেছেন।
অসংখ্য ধন্যবাদ।
সৌম্য,লিটন খারাপ খেললে আমরা যেমন কষ্ট পাই রাগ করি,আবার তারা যখন ভালো খেলে আমরা তখন খুশি হই ❤।
এটাই আমাদের বাংলাদেশ। আছে কিছু লো ম্যান্টালিটির মানুষ সেটা সব দেশেই থাকে, জাস্ট ইগনোর করুন দেখবেন বাংলাদেশে মানুষ গুলো কত সুন্দর।
সাধারণ পাবলিক ফেইসবুক এসব পোস্ট দিলে মানা যায় কিন্তু যখন কোন মিডিয়া এসব করে তাও ক্রিকেট নিয়া তাহলে এদের কে বাশ দেওয়াই উচিত।।।
আপনার কথাগুলো চোখের পানি নিয়ে আসছে ইমোশনাল হয়ে গেলাম সেলুট আপনাকে দাদা
লিটন সৌম্য আমাদের দেশের কলিজা
ওদের বলে দিও❤️❤️🇧🇩🇧🇩❤️❤️
ধন্যাবাদ আপনাকে, আমার মনের কথা কইছেন।
আমরা হিন্দু একাধারে বাংলাদেশী।
অসাধারণ দাদা। রেস্পেক্ট দাদা!! 😊
দেবব্রত দাদার ফ্যান হয়ে গেলাম তার বাংলাদেশী জাতীয়তাবোধ দেখে জাস্ট মুগ্ধ। স্যালুট দাদা
লিটন আমাদের ক্রিকেটের স্বপ্ন।খুব ভালোবাসি লিটন-জাকের দের।সব শেষে আমার সৌম্যই প্রিয় ক্রিকেটার।
চমৎকার বলেছেন। আমাদের অনুরোধ যেটা সত্যি সেটা একটু বলেন। আপনার কাছ থেকে কিছু শোনার আলাদা তাৎপর্য আছে। যেখানে সমস্যা সেটাও বলেন। কিন্তু আনন্দবাজার যেভাবে আমাদেরকে চিত্রায়িত করছে , সেটা বাংলাদেশ না।
আমাদের দেশে অনেক সমস্যা আছে। সেটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু দল ক্ষমতায় থাকার সময় কেউ অপকর্ম করলে , সেটার বিচারের সময় দলের বদলে ধর্ম আনা উচিত না।
রাইট বক্তব্য
লিটন বাংলাদেশের অহংকার 🇧🇩🇧🇩
এত চমৎকার,গোছানো,মার্জিত,বুদ্ধিদীপ্ত,গঠনমূলক,প্রাসঙ্গিক,শ্রুতিমধুর আলোচনা করলেন দেবব্রত দাদা!!❤️❤️আজকেই আপনার কোন ভিডিও দেখলাম দাদা।একমাত্র ক্রিকেটার লিটন যাকে নিয়ে ২০১৫ সালে ওকে শুভকামনা জানিয়ে আমি স্ট্যাটাস দিয়েছিলাম। আমি কখনো ভাবিনি যে,লিটন কুমার দাস একজন হিন্দু। আমি মুসলিম, লিটন হিন্দু। এটার চেয়ে বড় পরিচয় আমরা মানুষ, আমরা বাংগালী।। ধন্যবাদ দাদা।বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকুক আমিন।।
চমৎকার বিশ্লেষণ ধন্যবাদ আপনাকে ।
গতকাল যখন লিটন এত সুন্দর একটা খেলা উপহার দিলো, কি যে খুশি হয়েছি, বলার মত না। কিন্তু একই সাথে আফসোস টাও বেড়ে গেল। আর কিছুদিন আগে তার ফর্ম টা ফিরে পেলে চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলা দেখতে পারতাম।
আমি heart to soul লিটনের ফ্যান। কিন্তু রান না করাই বিরক্ত ছিলাম।আমার মতে লিটন যদি রংপুরের সাথে ৯০-১০০ রানের একটা ইনিংস খেলে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অবশ্যৈ নেয়া উচিত।
দল সিলেক্ট হওয়ার পর লিটনের দুই ইনিংস
@@Mr.Roar_the_lion rangpur er Sathe se Valo khellei bujhte hbe international a o Valo khelbe
এখনই নয়,,,লিটন আরো ভালো করুক তারপর নেওয়া হোক
লিটন কে অনেক বেশী সুযোগ দেওয়া হয়েছে, আমার কথা হলো সে পারফর্ম করে ফিরে আসুক, সে দেখাক সে ক্লাস প্লেয়ার, বাকিদের কে ও সুযোগ দেওয়া হোক
না। লিটন গত বারো বছর একটানা দলে অটো চয়েস ছিল আর ধারাবাহিক সিঙ্গেল ডিজিটে আউট হয়েছে খুবই বাজে পারফরম্যান্স ছিল। 2023-24 এ লিটনের odi রান 6 এবং average 0.60।এই প্লেয়ার পৃথিবীর কোনো টিমেই চান্স পাওয়ার যোগ্য না। ইন্ডিয়া নিজেই একই ছুড়ে ফেলে দিত যদি লিটন ইন্ডিয়ান হতো।
ভারতের দাদাদের বলি দিও আমার মধ্যে কোনো ভেদাভেদ নেই 🎉🎉❤❤
দারুণ ডিসকাশশান দেবব্রত, একদম নিউট্রাল আলাপচারিতা।
ওরা হীংসায় এমন করে , প্রতিবেশী যারা একটু দুর্বল তারা ভালো করলে শক্তিশালী প্রতিবেশী ঘুমায় না রাতে , জ্বালা অন্তর জ্বলে 😂😂
দাদা আপনার কথায় অভিভূত হলাম। আপনার মত লোক আমাদের সমাজে আরও প্রয়োজন। ❤❤❤
❤ সুন্দর বলেছেন ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ দাদা এত সুন্দর উপস্থাপন করার জন্য।
বাংলাদেশের মানুষ অধিকাংশ ক্ষেত্রে বিভেদপ্রেমী। কিন্তু একটি ক্ষেত্রে তা নয়, আর সেটি হচ্ছে খেলাধুলায় জাতীয় দলকে সমর্থনের প্রশ্নে। লিটন সৌম্য দুইজনই অত্যন্ত পছন্দের ক্রিকেটার। এমনকি তাদের ব্যাটিং স্টাইলের জন্য তাদের প্রতি বায়াসনেসও কাজ করে। আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশি🇧🇩
আপনার কোন এংেগল থেকে মোনে হোল আমরা বিভেদপ্রেমি?আপনি নির্ঘাত আফসোস লিগের সদস্য
সত্য বলেছেন।
আমার বয়স পচাত্তরের কাছাকাছি।৷ ক্লাস সিক্স হতে আমার অনেক বন্ধু হিন্দু। ক্লাসে অনেক মুসলিম ছেলের চেয়েও হিন্দু ( মেধা ভিত্তিক) ছেলে-মেয়ের সাথে ঘনিষ্ঠতা ছিল। এখন ও আছে।
আরেকটা বিষয় - বাংলাদেশ হতে যে সকল হিন্দু ( জমিদার শ্রেণীর) কলকাতায় চলে গিয়েছে তাদের মাজেই বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা বেশি পরিলক্ষিত হয়। কারন কি?
অবিভক্ত ভারতে আমাদের অনেক ব্যবসা ( কোলকাতার বউ বাজারে) প্রতিষ্ঠান ছিল। আমার দাদা (। grandfather) দেউবন্দ মাদ্রাসার শিক্ষিত, আমার চাচা কোলকাতা হতে আাইনজীবি( উকিল) , আমার ভাই (কাজিন) কোলকাতার এক কলেজের শিক্ষক, আমার ভাই অবিভক্ত ভারতেের সিএসপি অফিসার ছিলেন। তখনকার প্রেক্ষাপট ছিল কোলকাতা কেন্দ্রীক। আমরা তো ভারত বিদ্বেশি নই। আমার পূরো গোষ্ঠী আওয়ামী লীগ সমর্থক, কিন্তু অন্ধ বিশ্বাস ভারত-পাকিস্তান কারও প্রতি নাই, শত্রুতাও মনে ধারন করি না।
ভাই সুন্দর কথা৷ বলেছেন❤❤
কিসের ভালো কথা বলছে? উনার পুরা গুষ্টি পতিত সৈরাচারের দোসর. জুলাই বিপ্লব এই দালালি করার জন্য হয় নাই
দাদা জানেন, আমি যেখানে পড়ি বর্তমানে সেখানে আমার চাকমা, মারমা থেকে শুরু করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ধরনের বন্ধু আছে। আমরা কত মজা করি। এক জন একজনের কাধে হাত রেখে চলা ফেরা করি। কিন্তু পাশের বাড়ির আন্টির মতো, ভারতীয় দের এসব চিন্তা ধারা আর অদ্ভুত মন্তব্য দিনশেষে সবাইকে কষ্ট দেয়। কিন্তু ওপরে তো একজন আছেই। তার কাছে বিচার দিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে❤
তাহলে লিটনকে যে জাতীয় দলে ক্যাপ্টেন বানানো হল সেক্ষেত্রে আনন্দবাজার কী বলবে? ধন্যবাদ দাদা,সত্যটা তুলে ধরার জন্যে৷
Thank you very much for speaking the truth.
দুর্দান্ত আলোচনা দাদা ভালো লাগলো ❤❤❤
ধন্যবাদ দাদা সম্প্রীতির উজ্জল নক্ষত্র আপনি আরো কয়েকজন যারা প্রকৃত দেশ প্রেমিক
অসাধারণ বলেছেন দাদা।
ভালোবাসা অবিরাম দাদা
ধন্যবাদ স্যার আপনাকে, সৌদি দাদা লিটন দাদা আমাদের বাংলাদেশের গর্ব, আল্লাহর কাছে দোয়া করি লিটন দাদা অতি দুর্ত জাতীয় দলে ভালো ফ্রম নিয়ে ফিরে আসবেন।
Dada apnak onk dhonnobad eto shundor kore kotha gulo bolar jonno! Amra Bangladesh e shobai ek shathe thakbo!
অনেক সুন্দর আলোচনা। ❤
দাদা, আপনকে লাল সালাম 🫡🫡 বাংলাদেশ কি জিনিশ ওরা বোঝেনা দাদা। আনন্দবাজার এর শুভবুদ্ধি ফিরে আশা কামনা করি।
নমস্কার দাদা
ধন্যবাদ আপনাকে।
ভাল জবাব। ধন্যবাদ আপনাকে
দোয়া করি দাদা লিটন যেনো দলে আবার ফিসে আসে খুব দ্রুত।
আজকে দাদার জন্য রেসপেক্ট আনেক বেড়ে গেল।
সত্য বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা...
দাদা, আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আপনার প্রতি শ্রদ্ধা জানাই। লিটন দাদা আমাদের দিনাজপুরের ছেলে। সে আমাদের স্বপ্ন। তাকে নিয়ে আমরা গর্বে বুক ভরে যায়। আমি নিজেও ভাবি যে তার পারফর্মেন্স নিয়ে CT2025 এর সুযোগ নিয়ে আমরা নিজেও সন্দিহান ছিলাম। আমাদের লিটন দাদা আবারো ফিরে আসবে দুর্দান্ত ভাবে। আমরা আমাদের মাস্টারক্লাস ব্যাটার কে নিয়ে উন্মাদে ফেটে পরবো। ভারতের ওইসব ফালতু সংবাদে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না।
আপনার কথা শুনে মন ভরে গেল। আপনার কথার আমি মারাত্মক ভক্ত। আপনার সাথে যদি কোনদিন দেখা হয়, আমি আপনাকে জড়িয়ে ধরবো।
আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখি। আপনি অনেক ভালো থাকবেন।
লিটন ভারত পাকিস্তানের নয়, লিটন আমাদের - এই বাংলার ❤❤❤
এতগুলা টানা খারাপ ম্যাচ খেলেও জনগণ তার বিরুদ্ধে কিছু বলে নাই, ভালো পারফরমেন্স দেখার অপেক্ষায় বার বার আশা করে রেখেছিলাম আমরা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে তার নাম দিলে সবাই উল্টো সমালোচনা করতো যে সে কোন পারফরমেন্স এ সুযোগ পায় ??
খুভ ভালো লাগলো আপনার কথাগুলো । তাই সাবস্ক্রাইব করে রাখলাম। ভবিষ্যতে যেন আপনার কাছ থেকে এইরকম প্রতিবাদ সুনতে পাই।
One of the best content on religious harmony in Bangladesh. Thanks Dada!
ধন্যবাদ দাদা। এটাই আমরা বাংলাদেশী। এটাই আমাদের সমগ্র বাংলাদেশীদের ধর্মবিশ্বাস যে যার ধর্ম সেই পালন করবে। এখানে আমাদের কারো কোন সমস্যা নেই। রিপাবলিক কুত্তাবাংলা যা করতেছে তা কোনভাবেই বাংলাদেশী হিসেবে মেনে নেওয়া যাচ্ছেনা। এতে করে পশ্চিমবঙ্গ এর মানুষদের আমরা নিজেদের ভাই মনে করি তাতে করে সম্পর্ক নষ্ট হবে সামনের দিনে।
ভাই, শেষ কয়েকদিন আপনার ক্রিকেট বিশ্লেষন শুনছি, আর মগ্ধ হচ্ছি...
ধন্যবাদ ভাই সত্যি বলার জন্য ❤
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্য বিষয়টি সবার সামনে তুলে ধরার জন্য, আমিও আমার একটা স্টোরি শেয়ার করি আমাদের পাশের গ্রামে অনেক হিন্দু জনগোষ্ঠী বসবাস করে বেশীরভাগ ই জেলে, তারা এসে আমাদের পুকুরে মাছ ধরে দিয়ে যায় টাকা বা কোন সময় মাছের বিনিময়ে সেই আমার দাদার আমল থেকে, আমার দাদা কে তারা দাদা ডাকতো, আমার দাদা ও ছিলো প্র্যাক্টিসিং মুসলিম আমরাও, কখনো হিন্দু বলে আমরা তাদের সাথে বিদ্রুপ করিনি, বরং তারা এলে দাদা নাস্তা করাতেন আমরা ও করাতাম, মাছ কিছু এক্সট্রা ও দিতেন, আমরা ও দেই তারা সবসময় বলে আপনার দাদার মতো ভালো মানুষ হয় না ওনাকে উপরওয়ালা ভালো রাখুক, আমি মনে করি এটাই আমাদের সম্প্রীতি, এটা একমাত্র আমাদের দেশেই সম্ভব, আবারো ধন্যবাদ দাদা 🙂
লিটনের আমি অনেক বড় ভক্ত কিন্তু তার খেলায় আমি খুব হতাশ ছিলাম
লিটনকে চ্যাম্পিয়ন ট্রফি তে না নেওয়াটা আমি স্বাভাবিকভাবে নিয়েছি।
খুব সুন্দর বিশ্লেষণ করেছেন।
সৌম্য ও লিটন হলো আমাদের সবচেয়ে বড় ভালোবাসা ও সবচেয়ে বড় হতাশা। ভালোবাসা সবচেয়ে বেশি বলেই হতাশাও বেশি তাদের মানের পারফরম্যান্স না দেয়ার জন্য। ওদের সবচেয়ে বেশি ভালোবাসে বলেই রাগ,ক্ষোভ ও ওদের উপর বেশি। একসময় এই জায়গায় ছিল আশরাফুল। আমরা তাকেই বেশি বকি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি। যতই গালাগালি করি না কেন, সৌম্য ও লিটন আমাদের।
ওটার নাম আনন্দবাজার না হয়ে প্রোপাগান্ডাবাজার হওয়া উচিত
ধন্যবাদ দাদা খুব সুন্দর গঠন মূলক একটা আলোচনা করার জন্য।
লিটন আমাদের দাদা❤
ভারতীয়দের বলে দিয়েন,লিটন কুমার দাস আমাদেরভাই,লিটনকে নিয়েই আমরা সপ্ন দেখি।
আসলেই অসাধারণ
ধন্যবাদ দাদা, অনেক সুন্দর একটি কনটেন্ট 🥰🇧🇩💓
লিটন সেরা ব্যাটস ম্যান তাতে সন্দেহ নেই।
কিন্তু তার ফর্ম নিয়ে আমরা চিন্তিত। ❤
দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। ❤
ধন্যবাদ ভাই।
দাদা আমিও লিটন দা কে মন থেকে দলে চাই দাদা আমার পাশের জেলার ছেলে সো আমি মন থেকে চাই লিটন দা ভালো খেলুক আর দাদা আপনিও আমার একজন পছন্দের মানুষ ❤❤❤u dada
ধন্যবাদ দাদা।লিটন, সৌম্য আমাদের❤
আপনার বিশ্লেষণ দারুণ
ধন্যবাদ দাদা। আমার ৪২ বছর বয়সে কখনো মনে হয়নি হিন্দু সম্প্রদায়ের মানুষ
গুলো আলাদা। আমরা বাংলাদেশী।
দাদা লিটন তানজিদ বাংলাদেশের ভবিষ্যৎ।
আপনার জন্য ❤
theee great Debbrataa.
দাদা ❤ অসাধারণ কথা ❤
লিটন দাস একজন প্রতিভাবান ক্রিকেটার আমরা মুসলিম ক্রিকেটকে ভালোবাসি লিটন দাস যখন ভালো ক্রিকেট খেলবে বা ভালো পারফর্মেন্স করবে আবার অবশ্যই বাংলাদেশ দলে ফিরে আসবে এতে আমরা প্রত্যাশা করি
ধন্যবাদ দাদা, ভারতের মিথ্যা কথার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য! ❤❤❤
স্যালুট দাদা, আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশী ❤️🇧🇩
লিটনের উচিৎ নিজের একটা পোস্ট দেয়া, আনন্দবাজারের বিরুদ্ধে।
প্রিয় দাদা❤❤
লিটন,আর সৌম্য আমাদের প্রানের স্পন্দন❤️♥️♥️
অথচ বাংলাদেশের জার্সি জারাই জড়াবে তারাই আমাদের প্রিয় হওয়ার কথা ছিলো।
বাংলাদেশের সকল ক্রিকেট ভক্তরাই লিটন দার ফ্যান❤️
অশেষ ধন্যবাদ দাদা❤❤❤
এই বিষয়টাতে আপনাদেরই কথা বলতে হবে।প্রতিবেশী দেশের মিডিয়া উন্মুখ হয়ে থাকে একটা ধর্মীয় ইস্যু নিয়ে রিপোর্ট করার।আপনার মত অন্যান্য ভাই বোনেরাও নিজ নিজ যায়গা থেকে কথা বললে ওরা সুবিধা করতে পারবে না।
ধন্যবাদ দাদা আপনাকে।
ধন্যবাদ দাদা সঠিক তথ্য তুলে ধরার জন্য আবারও ধন্যবাদ
Well said , you just explained the real sentiment in simple words. Lots of love to you and our cricket.
Love from USA. Apnar kotha gulu onek valo Laglo. ❤
Liton and Soumya always play for the team.
Love watching Liton on the 22 yards.
আপনাকে অনেক কারণেই ভালো লাগে।
দাদা , ৩য় বারের মত আপনার কথা শুনছি❤ একটুও বিরক্ত লাগছে না ❤
প্রিয় ভাই অফুরন্ত ভালোবাসা
ইন শাহ আল্লাহ লিটন দলে ফিরবে খুব জলদি
আমি একজন মুসলিম হয়েও লিটন ও সৌম্য সরকারের খেলার ফ্যান এবং আমার প্রিয় খেলোয়াড়।
তাদের খারাপ সময়েও আমি আশাবাদী থাকি।
দাদা আপনার কথা যতই শুনি, ততই মুগ্ধ হই ।
ধন্যবাদ দাদা..! ❤ লিটন দাস এবং সৌম্য সরকার বাংলাদেশের দলে থাকলে আমরা আলাদা একটা শক্তি পাই। টিকে গেলে বিপক্ষ দলের ঘাম ছুটে যায়।
Dada , ucit kotha bolar jonno thanks
Well said Debbroto Da.. We do believe in this practice.. It's true last more than a year his performance was consistently Bad.. Liton will come back soon in National team..
লিট্টু আমাদের। তার ভক্ত একজন