তিশা তুমি হয়তো ভুলে যাচ্ছ … যারা আজাইরা বসে তোমাদের ভিডিও গুলা দেখে তাদের জন্যই আজ তোমরা ১০ টা পরিবার কে খাওয়াতে পারছো … তোমার ভিউয়ারস দের নিয়ে কথা বলতে গেলে একটু সন্মান দিয়ে কথা বলবে … ২০ জন ভিউয়ারস এক সাথে হয়ে যদি রিপোর্ট করে বুঝতে পারছো তো কি হবে ?? ভাই যে যাই বলুক আর যে যাই করুক তুমি মানুষ কে সুন্দর ভাবে রিপ্লাই করবে প্লিজ এটা তোমার দায়িত্ব কারন তুমি ভুলে যেও না ছোট বড় বহু মানুষ এখন তোমাদের কে দেখছে . ছোটো রা কি শিখবে তোমাকে দেখে ???
আজ আঁখিরে এমন বাশ দিলা কেন????আঁখি এসব শুনেও সহ্য করে কেমনে??কথায় কথায় আঁখি রে খোটা দাও ভাই।তোমারে আগে ভালো লাগতো।এখন টাকা বেড়ে গেছে(কিভাবে বাড়ছে সোর্স নাই) তাই অহংকার বেড়ে গেছে।আঁখির উচিত ওর ফ্যামিলিকে নিজের কাছে এনে রাখা।সবজায়গায় এই মহিলার মাতব্বরি
আমরা কিভাবে দিব বইন আমরা তো আর ওড়না গলায় ঝুলাইয়া ভিডিও বানাতে পারবো না। অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে এরকম লাফালাফি করেই ফুটানি দেখায়। পারলে ব্লগিং নোংরামি ভিডিও বাদ দিয়া আর পাঁচটা মেয়ের মত ঘরে বইসা থেকে এইসব মা মানুষদের সংসার চালিয়ে দেখান।
আপনি যে নিজের নিছেন নিছেন বলছেন এগুলা কি আমাদের টাকায় না।বস্তি মহিলা ইদানীং আপনাকে ভালো লাগেনা অহংকারী হয়ে যাচ্ছেন দিন দিন মানুষ এগুলা না দেখকে টাকা কই পাইতে বস্তি কথা বলতে হুশ করে বলবেন অনেক ভালো লাগতো আজকের কথা গুলো অসহ্য লাগলো
এই তিশা খালি সারাক্ষণ নিজের প্রশংসাই ব্যাস্ত থাকে। আর আখিকে ডিভোর্সি অসহায় বলে উপস্থাপন করে সে বুঝাতে চাই আখিকে তারা রাখছে অনেক উপকার করছে। অথছ তিশা ও কিন্তু ডিভোর্সি আর অসহায় ই ছিল🤣🤣
Ami to video ote akbaro sunlam na je Akhi apure tisha apu divorce bolce apnader mone ja ace tai bolen kemon cinta vabna manuser valo keo dekhte pare na
আসলে সত্যি কথা হচ্ছে আগে তো এদের এত কিছু ছিল না আখিকে বিয়ে করার পর মানুষের আগ্রহ বেড়ে যায় ওদের ভিউ বাড়ে এইজন্য ওদের টাকা আসলে আখির জন্য জনগণ দেখে তাই টাকা পাচ্ছে
এই ভাবে বলতেছে মনে হয় শুধু আখিই ডিভোর্সি কিন্তু নিজেও যে ডিভোর্সি ঐইটা মনে হয় ভুলে গেছে আর নিজে এই সংসারে আসার কারনে যে আর একটা মেয়েকে ডিভোর্স করাইছে এই বলেনা , এখন বলবে বড় বউয়ের সমস্যা তাহলে তো আগেই ডিভোর্স হইতো তাই না ।
আপু, সত্যিই আমাদের কাজ নাই। আপনার মতো ভ্লগিং করে বের হলে তো আর আপনার ভ্লগ দেখার সময় পেতাম না। আর এত মানুষকে সাহায্য করেন যে বললেন সব তো ব্লগিং এর টাকা দিয়েই সেগুলোও কিন্তু আমাদের মাধ্যমে পান। অন্য কোনো তো জব করেন না। বলতে পারেন আমরা ফটোগ্রাফি করি আমাদের আরো ইনকাম সোর্চ আছে। খুবই আনপ্রোফেশনাল ফটোগ্রাফি করেন আপনারা। আপনাদের মডেল ও সেরকম ই । এখন বলবেন, আপনি সাধু তাহলে ভিডিও দেখেন কেন! ভাইরাল জিনিস দেখতে সবাই পছন্দ করে, আমরাও ব্যতিক্রম নয়। আপনারাও তো ভাইরাল হওয়ার জন্যই দুই বিয়ে করেছেন। আরমান, কৃতিকা, পায়েল হতে চাইছেন। ওদের মতোই বাচ্চা দেখার জন্য মানুষ ও রাখছেন। বাহিরে গেলে কখনো দেখি নি বাচ্চাকে নিজের কোলে রাখেন, মানুষ রাখছেন বাচ্চা কোলে রাখার। আর হ্যাঁ, দু একজন না। অনেকেই আপনার ভিডিও পছন্দ করে না, কিন্তু মুখে বলে না আপনার যে কথার ধরন। আপনারা যেমন ভাইরাল হতে চান, আমরাও নেগেটিভ ভাবে হওয়া ভাইরাল দেখতে চাই🤣
তোমাদের ইনকাম করো বুঝলাম এত রাতে ইনকাম করো যে গাড়ি-বাড়ি ফ্ল্যাট স্বর্ণ এত কিছু সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারো তোমাদের ইনকামের মধ্যে আমার কাছে মনে হয় ঝামেলা আছে তাহলেই বোঝা যাবে তোমাদের রাতারাতি এতকিছু করার মানে কি তুমি কি বললে আর সবাই সতীন করে দেখা তোমাদের মত এত নোংরা মনের মানুষ না আমরা যে সতিন করে দেখাবো সব পুরো ফ্যামিলি স্বামীর ঘরে রেখেছো আর তোমার ছোট সতীন কে ঠিক আছে আপন বলতে তোমার মা-বাবা ভাই-বোন আর হচ্ছে স্বামী বললে তাহলে তোমার শাশুড়িকে দাও তো দেখি একটা কিনে এরকম শুধু একতরফা নিজের মা বাবা ভাই বোনের জন্য পড়ে সবার কাছে ভালো স্বচ্ছ আর বলছ আমার মত সতীন করে দেখাও তারপরে বলবা তোমার মত এরকম নোংরা মন আমাদের না যে আমরা সতীন নিয়ে আসবো
বুড়ো বয়সে গোল্ড কি করবে তোমার মা, শুধু টাকা নিয়ে ভিডিও করেন কেন, কাকে কি দিলেন, কাকে কত টাকার কি কিনে দিলেন, শুধু এসব নিয়ে এতো নাটক কেন, কিছু কি শেখার আছে তোমাদের ভিডিও তে, শুধু এনজয় আর এনজয় এসব নিয়ে ভিডিও বানানোর কি আছে। যতসব ফালতু।
আমরা না দেখলে তো তোর ইনকামই হতো না। আবার বড় বড় কথা বলিস কেন রে। বলি স্বামীর টাকায় বাপের টাকায় এমবি ঢুকাই। আমাদের স্বামীরা আর বাপেরা তো। ভিডিও করতে রাস্তায় ছাইড়া দেয়নি
আপু মনে কিছু কইরেন না। আপনি যেভাবে কথাগুলো বলেন। আপনার ভিডিও আমরা দেখি দেখে। লাইক কমেন্ট করে দেখে আপনার ভিউ বারে। যার কারণে আপনি এত টাকা ইনকাম করতে পারতাছেন। টাকা ইনকাম করতে পারতাছেন দেইখা মানুষকে হেল্প করতে পারতাছেন। তার জন্য এত অহংকার করা ভালো না।
আপু এমন সস্তা মার্কা ডায়লগ কম বলেন। সবাইকে এত এত কথা বলেন এসব লোকেরা ভিডিও দেখে বলেই ভিউ আসে টাকা ইনকাম করেন। আর টাকা না থাকলে এত ফুটানি মার্কা কথা ফুটতো না। আর আর্ন করেন তো মানুষের ভিউ কামাইয়াই তাই বকবক কম করেন
নিজেরে খুব বড় মনে করে নাউজুবিল্লাহ পর্দা নাই। আপনারা সবাই ভিডিও দেখা বাদ দেন, দেখবেন ইনি কোথায় টাকা পায় কমেন্ট না করে পারলাম না ওনার। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক
এ ভিডিওটা সবটা দেখলাম।আমার মাথা ই কাজ করছেনা!এরা এত টাকা কই পায়!একটা গাড়ি,এত টাকার গয়না,আবারো নাকি গয়না কিনবে,flat বুকিং দিছে,আরো একটা গাড়ি কিনবে!বাকি সব তো বাদ ই দিলাম!আল্লাহ্!এগুলো কিভাবে পসিবল?সব বাদ দিয়ে ভ্লগ করাই শুরু করতে হবে!আমরা এদের দেখেই কি এদের এত টাকার বেবস্থা করে দিচ্ছি 🙄🙄
কথায় কথায় শুধু বলো আমার মাকে আমার টাকা আমি যা খুশি তাই দেব তোমাদের সমস্যা কি😮 টাকাটা আছে কই থেকে আমাদের কারণেই তো টাকা ইনকাম করতে পারো, আর তোমার আম্মুর কে নিজের বাড়ি নাই যে মেয়ে শ্বশুর বাড়ি এসে থাকতে হয়
@@TiAAA9622এভাবে বলেন কেন? ভালো মানুষ হোক বা খারাপ,ভিউ তো সবার থেকেই আসে,যার মনে যেমন অনুভূতি আসে সেইটাই প্রকাশ করে, আপনি ৫ লাখ টাকার সোনা দিছেন মাকে সেইটা আমাদের সবাইকে খুশি মনে জানায়তেছেন,,কিন্তু সেইটা তো আর বলতেছেন না টাকা গুলো ইনকাম হয়ছে কোথা থেকে বা কতদিনে,তাই কতরকম অনুভূতি ওই আসতে পারে দর্শকদের মনে,,
আপনি সবসময় ভিডিও তে এত বড় বড় কথা বলেন আমরা সবাই জদি আপনার ভিডিও না দেখতাম আপনি কখন এত টাকা ইনকাম করতে পারতেন না জন গন খেপলে কিন্তু রাস্তায় নামতে খুব দেরি হবে না এখন তো দশ পরিবার দেখেন তখন কিন্তু নিজের ভাত খাওয়ার টাকা থাকবেনা আমি কখন খারাপ কমেন্টস করি না আজকের কথা গুলো খুব খারাপ লাগল এত অহংকার ভালো না
আপনের এত গিফট দিতে হয় কেন? আর আপনার হাসবেন্ডকে তো সারাদিন ঘরে দেখা যায় উনি ইনকাম কীভাবে করে? আর আপনার কি বাবা নেই যে আপনার মাকে আপনার চালাতে হয় কিংবা আপনি আখির বাবা মা বোনের পিছনে টাকা দেওয়ার আগে কি তারা না খেয়ে ছিল? দেন ঠিক আছে এগুলা বলতে লজ্জা করে না
তোমরা ভিডিও করও তো মানুষকে দেখানোর জন্য তাহলে এত কথা কোথা থেকে আছে ভিডিও দেখার পর যার কাছে যেমন লাগবে সে তার মতো করে কমেন্ট করবে এটাই সাভাবিক ভিডিও করে নিজেদের ব্যাক্তিগত জিনিস পাবলিক করতে লজ্জা করে না আবার মানুষ কমেন্ট করলে সমস্যা ভিউজ ব্যবসায়িদের এত বড় বড় কথা মানায় না
Apnr ma k gift krben khub e vlo kotha.tai bole chotolok der moto kotha boltasen kn.apnr moto emn hajar ta blogger ase. kintu jamai k biye koriye sotin niye songsar kre na dekhe viral hote partase na🥱🥱
ভাই আমরা জামাই বউ প্রথম শ্রেণির সরকারি চাকরি করি,প্রথম শ্রেণির কর্মকর্তা তাও সারা বছরে একটা গোল্ড কেনার সামর্থ্য,সাহস পাই না,আপনারা এত টাকা কই পান???কথায় কথায় এত শপিং?? কিভাবে সম্ভব???সত্য কথা এবং যুক্তি দিয়ে কথা বললে তো আবার আপনাদের গায়ে লেগে যায়....কিন্তু সত্যি আমাদের এত সাহস ও নাই,সামর্থ্য ও নাই.......
জিবনের প্রথম শুনলাম ফুফু কে পাপা বলা 😂😂 ছোট বেলা থেকে জানি বাবা কে পাপা বলে। আর এদের থেকে নতুন করে শিখতেছি বাবার বোনকে পাপা বলা 😂😂 হায়রে আরো কত নাটক যে দেখমু 🤧🤧🤧
তুমার ব্যবহার ঠিক কর কুকুর তোমার পায়ে কামর দিলে তুমিও কী কুকুরের পায়ে কামড় দিবা তাইলে তোমার আর কুকুরের মধ্যে তফাত কী রইলো আপু তুমার ব্যাবহার দিন দিন খারাপা হইতাছে দেখ কত মানুষ তোমার ভিডিও দেখে শবাই জে তোমাকে পছন্দ করবে শেটা তো না তুমি আবার আমারে তোমার হেটার মনে কইরে না আমি আনেক আগে থেকে তোমাদের ভিডিও দেখি আশলে তোমার মুখে এই রকম ব্যবহার মানায় না আপু আমি কিন্তু তোমার বয়শে আনেক ছোট আশলে মনে হইলো তাই বললাম জখন ভিডিও দেখি তখন মনে হয় কি তুমি কথাটা আমারেই বললা করন তুমি তো এইদিক তাকিয়েয় বল তাই আর কি
Walikum Assalam dear sister ❤ Assalam Walikum dear brother and sister ❤❤ How are you all family ❤❤ MashaAllah very nice your family & video ❤❤ Allah bless you and your family ❤❤
@TiAAA9622 আপু,আমার হারাম টাকার ওয়াইফাইনা।আমার জামাই ভোরে নিজের ব্যবসার কাজে যায়।বিশ্বাস করেন,এই ২ বছর ব্যবসা কইরেও আপনার মত এখন ও ২য় বিয়ে+ফ্লাট+মারে সোনা গয়না দতে পারিনাই। মানে হারামের টাকার কিছু দিতে পারিনাই। আপনার মত হারাম টাকা ইনকাম করলে,পেট দেখাইতে পারলে স্বামী রে আর এক বিয়ে দিতে পারলে আপনার ডাবল খরচ করতে পারতাম।মনে হয়।তবে আল্লাহর ভয় আর মরার ভয় আছে এজন্য এখন ও হালাল টাকায় ওয়াইফাই কিনে আপনার হারাম টাকার ভ্লগিং এ কমেন্ট করতে সাহস রাখি
@@TiAAA9622 আর আপনি যে বিয়ে করায় দুনিয়ার সামনে মহৎ সাজার চেষ্টা করেন,কেউ কি বুঝেনা?যে এই হারাম টাকায় বড়লোক হওয়ার জন্যই আখিরে আনসেন? যেখানে আমাদের নবীর বউয়েরাও তার স্বামী র ভাগ নিয়ে গ্যাঞ্জাম করতো আর আপনি বুঝান যে ভালো বাইসে আপনার স্বামী রে বিয়ে দিসেন?? আর যে আরমান মালিক রে ফলো করেন,তার কাহিনী নিশ্চয়ই জানেন যে পায়েল।ও কৃতিকা রে নিজে বিয়ে করায় নাই আপনার মত বড়লোক হওয়ার জন্য। আরমান ক্যারেক্টরলেসের মত কৃতিকা কে আনছে যখন তখন পায়েল না পাইরে মানসে।
যাদের অন্তর কুটিলতায় ভরা- এরা নিজেরা কিছু করে না। অন্যেরা করলে সেটার চুলচেরা বিষলেশন শুরু করে। তোমরা তোমাদের মতো এগিয়ে যাও। তোমার জন্য অনেক অনে-------ক শুভকামনা❤️❤️❤️
বাবা মা অনেক কষ্ট করে সন্তানকে বড় করে, সেই সন্তানের কাছ থেকে কিছু পেলে সত্যিই খুশি হয় বাবা-মা, এভাবেই পাশে থেকো আপু, তোমার সব ভিডিও গুলো আমি দেখি আমার খুব ভালো লাগে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা
তিশা তুমি হয়তো ভুলে যাচ্ছ … যারা আজাইরা বসে তোমাদের ভিডিও গুলা দেখে তাদের জন্যই আজ তোমরা ১০ টা পরিবার কে খাওয়াতে পারছো … তোমার ভিউয়ারস দের নিয়ে কথা বলতে গেলে একটু সন্মান দিয়ে কথা বলবে … ২০ জন ভিউয়ারস এক সাথে হয়ে যদি রিপোর্ট করে বুঝতে পারছো তো কি হবে ?? ভাই যে যাই বলুক আর যে যাই করুক তুমি মানুষ কে সুন্দর ভাবে রিপ্লাই করবে প্লিজ এটা তোমার দায়িত্ব কারন তুমি ভুলে যেও না ছোট বড় বহু মানুষ এখন তোমাদের কে দেখছে . ছোটো রা কি শিখবে তোমাকে দেখে ???
right
ঠিক বলছেন।এরা টাকা হলে মানুষকে মানুষ মনে করে না,জাদের দ্বারা টাকা ইনকাম করে তাদেরই কথা শোনায়
এদের ইস্টাক করে দেয়া উচিত।
এর নামে কেউ রিপোর্ট করো,হেল্প লাগলে বলিও
@@chopan4884 চলো রিপোর্ট করি। আমার সাথে কে কে একমত?
@@user-df3px6e করতে চাই।চলেন সবাই মিলে করি।আর কিভাবে ইউটিউবে করতে হবে বলে দাও। ফেসবুকের টা সহজ
আজ আঁখিরে এমন বাশ দিলা কেন????আঁখি এসব শুনেও সহ্য করে কেমনে??কথায় কথায় আঁখি রে খোটা দাও ভাই।তোমারে আগে ভালো লাগতো।এখন টাকা বেড়ে গেছে(কিভাবে বাড়ছে সোর্স নাই) তাই অহংকার বেড়ে গেছে।আঁখির উচিত ওর ফ্যামিলিকে নিজের কাছে এনে রাখা।সবজায়গায় এই মহিলার মাতব্বরি
Jamai to badaiyama Boro bou sara kisu bujhy na
Right
আমরা কিভাবে দিব বইন আমরা তো আর ওড়না গলায় ঝুলাইয়া ভিডিও বানাতে পারবো না। অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে এরকম লাফালাফি করেই ফুটানি দেখায়। পারলে ব্লগিং নোংরামি ভিডিও বাদ দিয়া আর পাঁচটা মেয়ের মত ঘরে বইসা থেকে এইসব মা মানুষদের সংসার চালিয়ে দেখান।
@@parashmony3112 সুন্দর কমেন্ট ভাই..এটা ভালো ছিলো
শাক দিয়ে মাছ ঢাইকেন না,, আঁখি আপুকে নেওয়ার গরজ থাকলে সেলাইটা কাটার পরে আখি সুস্থ হলেই যাইতেন
ঠিক বলছেন
একদম ঠিক
Right 👍
সব জায়গায় আখিকে নিতে হবে,, ওর এখন সিজার করা
@@AfifaAkter-jg6kq ঠিক বলছেন
আপনি যে নিজের নিছেন নিছেন বলছেন এগুলা কি আমাদের টাকায় না।বস্তি মহিলা ইদানীং আপনাকে ভালো লাগেনা অহংকারী হয়ে যাচ্ছেন দিন দিন মানুষ এগুলা না দেখকে টাকা কই পাইতে বস্তি কথা বলতে হুশ করে বলবেন অনেক ভালো লাগতো আজকের কথা গুলো অসহ্য লাগলো
এই তিশা খালি সারাক্ষণ নিজের প্রশংসাই ব্যাস্ত থাকে। আর আখিকে ডিভোর্সি অসহায় বলে উপস্থাপন করে সে বুঝাতে চাই আখিকে তারা রাখছে অনেক উপকার করছে। অথছ তিশা ও কিন্তু ডিভোর্সি আর অসহায় ই ছিল🤣🤣
ঠিক হেতে মনে হয় ভুলে গেছে হেতেও ডিভোর্সই ছিলো । সব সময় আখি আপুকে ছোট করে কথা বলে
তিশার একটা ছেলেও আছে।
@@kanijfatema5732 হমমম আর আখির আহাদের সাথে ই প্রথম সন্তান
Ami to video ote akbaro sunlam na je Akhi apure tisha apu divorce bolce apnader mone ja ace tai bolen kemon cinta vabna manuser valo keo dekhte pare na
আসলে সত্যি কথা হচ্ছে আগে তো এদের এত কিছু ছিল না আখিকে বিয়ে করার পর মানুষের আগ্রহ বেড়ে যায় ওদের ভিউ বাড়ে এইজন্য ওদের টাকা আসলে আখির জন্য জনগণ দেখে তাই টাকা পাচ্ছে
যারা আপনার ইনকামের মাধ্যম, তাদেরকে এভাবে কথা বলেন,তারা আপনার ভিডিও না দেখলে থাকবেতো আপনার এতো এতো ফুটানি??
He apu viwers der jonno ajke ai jaygay
@@NR-video2681 jaderke diye era income kore tara kichu bolle gaye foshka pore,sotto kotha hojom korar khomota nei eder,
বরিশালের মানুষরা যে কেমন হয় সেটা আবারো একবার প্রমাণ পেলাম।🙂
তৃষা খুবই ঝগড়াটে মহিলা।কি ভাবে কথা বলে বাপরে।আমি এই রকম ঝগড়াটে মহিলা দেখিনি
তিশা তুমি অনেক লোভি,আর অনেক চালাক
. পাগলের মতো লাগে বুড়ি হয়ে গে পাগল ছাগলের বুড়ি হয়ে গে পাগল ছাগলের বুড়ি
Right
এই ভাবে বলতেছে মনে হয় শুধু আখিই ডিভোর্সি কিন্তু নিজেও যে ডিভোর্সি ঐইটা মনে হয় ভুলে গেছে আর নিজে এই সংসারে আসার কারনে যে আর একটা মেয়েকে ডিভোর্স করাইছে এই বলেনা , এখন বলবে বড় বউয়ের সমস্যা তাহলে তো আগেই ডিভোর্স হইতো তাই না ।
আপু, সত্যিই আমাদের কাজ নাই। আপনার মতো ভ্লগিং করে বের হলে তো আর আপনার ভ্লগ দেখার সময় পেতাম না। আর এত মানুষকে সাহায্য করেন যে বললেন সব তো ব্লগিং এর টাকা দিয়েই সেগুলোও কিন্তু আমাদের মাধ্যমে পান। অন্য কোনো তো জব করেন না। বলতে পারেন আমরা ফটোগ্রাফি করি আমাদের আরো ইনকাম সোর্চ আছে। খুবই আনপ্রোফেশনাল ফটোগ্রাফি করেন আপনারা। আপনাদের মডেল ও সেরকম ই । এখন বলবেন, আপনি সাধু তাহলে ভিডিও দেখেন কেন! ভাইরাল জিনিস দেখতে সবাই পছন্দ করে, আমরাও ব্যতিক্রম নয়। আপনারাও তো ভাইরাল হওয়ার জন্যই দুই বিয়ে করেছেন। আরমান, কৃতিকা, পায়েল হতে চাইছেন। ওদের মতোই বাচ্চা দেখার জন্য মানুষ ও রাখছেন। বাহিরে গেলে কখনো দেখি নি বাচ্চাকে নিজের কোলে রাখেন, মানুষ রাখছেন বাচ্চা কোলে রাখার। আর হ্যাঁ, দু একজন না। অনেকেই আপনার ভিডিও পছন্দ করে না, কিন্তু মুখে বলে না আপনার যে কথার ধরন। আপনারা যেমন ভাইরাল হতে চান, আমরাও নেগেটিভ ভাবে হওয়া ভাইরাল দেখতে চাই🤣
@@charu_lota00 এত্ত অপচয় করতেসে পার্মানেন্ট কোনো চাকরী তো নাই। চ্যানেল টার কিছু হলে সবাই একসাথে পথে বসবে।
হায়রে কথা বলার ধরণ। ভিউয়ার্সদের জন্যই এত ফুটানি। ভালো মানুষরা এভাবে চটাং চটাং কথা বলে না।
@@charu_lota00 সুন্দর কমেন্ট আপু..
মনে হচ্ছে মুকে এসিড দিছে পকিরনির ঘরের পকিরনি কম পানির মাছ বেশ পানিত পরলে জা হয়
😂😂😂😂
😅😅😅😅
আজকে আখির উপরে এত রাগ কেন?
আখির বাবা মা বোন আসাতে শুরু হয়ে গেল🤣😂
তোমরা চেঞ্জিং রুমে না গিয়ে শপিং মলের মাঝে দাড়িয়ো ড্রেস পরাও বেবি কে তো এটা কোন ধরনের ভদ্রতা শুনি?? 😂
একদম ঠিক বলেছেন তাও শপিং মলের মুখে চাইলে গাড়িতেও চেঞ্জ করতে পারে
তোমাদের ইনকাম করো বুঝলাম এত রাতে ইনকাম করো যে গাড়ি-বাড়ি ফ্ল্যাট স্বর্ণ এত কিছু সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারো তোমাদের ইনকামের মধ্যে আমার কাছে মনে হয় ঝামেলা আছে তাহলেই বোঝা যাবে তোমাদের রাতারাতি এতকিছু করার মানে কি তুমি কি বললে আর সবাই সতীন করে দেখা তোমাদের মত এত নোংরা মনের মানুষ না আমরা যে সতিন করে দেখাবো সব পুরো ফ্যামিলি স্বামীর ঘরে রেখেছো আর তোমার ছোট সতীন কে ঠিক আছে আপন বলতে তোমার মা-বাবা ভাই-বোন আর হচ্ছে স্বামী বললে তাহলে তোমার শাশুড়িকে দাও তো দেখি একটা কিনে এরকম শুধু একতরফা নিজের মা বাবা ভাই বোনের জন্য পড়ে সবার কাছে ভালো স্বচ্ছ আর বলছ আমার মত সতীন করে দেখাও তারপরে বলবা তোমার মত এরকম নোংরা মন আমাদের না যে আমরা সতীন নিয়ে আসবো
Tomader problem kuthay ?ora ja kiso Kore oder baper . tumader video dekha dorkar dekhba na Valo lagle dekhbana
আপনার ভিতরে এতো বিষ কেন⁉️⁉️⁉️
এতো বিষাক্ত জিনিষ নিয়ে ঘুমান কিভাবে⁉️
মানুষের ভালোটার একটু প্রশংসা করতে শিখেন‼️
বুড়ো বয়সে গোল্ড কি করবে তোমার মা,
শুধু টাকা নিয়ে ভিডিও করেন কেন, কাকে কি দিলেন, কাকে কত টাকার কি কিনে দিলেন, শুধু এসব নিয়ে এতো নাটক কেন, কিছু কি শেখার আছে তোমাদের ভিডিও তে, শুধু এনজয় আর এনজয় এসব নিয়ে ভিডিও বানানোর কি আছে। যতসব ফালতু।
আমরা না দেখলে তো তোর ইনকামই হতো না। আবার বড় বড় কথা বলিস কেন রে। বলি স্বামীর টাকায় বাপের টাকায় এমবি ঢুকাই। আমাদের স্বামীরা আর বাপেরা তো। ভিডিও করতে রাস্তায় ছাইড়া দেয়নি
উচিত কথা বলছেন, ধন্যবাদ
একদম ঠিক কথা বলছেন,,,,
আপনি ১০ জনের দায়িত্ব নিছেন বড় গলায় বললেন ভালো কথা কিন্তু আপনার ইনকামের টাকা টা কি হালাল?
আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইলো দোয়া করি জীবনে আরো বড় হও দোয়া রইলো আপু 🥰🥰🥰
আপু মনে কিছু কইরেন না। আপনি যেভাবে কথাগুলো বলেন। আপনার ভিডিও আমরা দেখি দেখে। লাইক কমেন্ট করে দেখে আপনার ভিউ বারে। যার কারণে আপনি এত টাকা ইনকাম করতে পারতাছেন। টাকা ইনকাম করতে পারতাছেন দেইখা মানুষকে হেল্প করতে পারতাছেন। তার জন্য এত অহংকার করা ভালো না।
একবার বলে টিয়া চ্যানেল টা ওনার না। তাহলে নিজের ইনকাম কোথা থেকে আসে
এত টাকা উনি কোথায় পায়।
আপনারাও তো আছেন স্টুপিডের মতো পাবলিক প্লেসে বাচ্চাকে চেঞ্জ করান গাড়িতে বসে করা উচিত ছিলো
এদের ভিডিও কেউ দেখবেন না দেখা যাবে টাকা কই থেকে আসে বিয়াদব মহিলা
কম পানির মাছ বেশ পানিতে উঠলে যা হয়। বস্তিবাসী সব গুলা।
রাইট
Right
আপু এমন সস্তা মার্কা ডায়লগ কম বলেন। সবাইকে এত এত কথা বলেন এসব লোকেরা ভিডিও দেখে বলেই ভিউ আসে টাকা ইনকাম করেন। আর টাকা না থাকলে এত ফুটানি মার্কা কথা ফুটতো না। আর আর্ন করেন তো মানুষের ভিউ কামাইয়াই তাই বকবক কম করেন
ছেলেটা হওয়ার পর তিশা আঁখি কে হিংসা করে
নিজেরে খুব বড় মনে করে নাউজুবিল্লাহ পর্দা নাই। আপনারা সবাই ভিডিও দেখা বাদ দেন, দেখবেন ইনি কোথায় টাকা পায় কমেন্ট না করে পারলাম না ওনার। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক
দেখবো আজকে থেকে এদের ভিডিও
আপনি যেভাবে কথা বললেন, সেটা কতখানি রুচিসম্মত!আপনার টাকা ইনকামের ধরন কতখানি শালীন?
Right 💖
ঠিক বলছেন ওদের আগের থেকে ফুটানি
ওদেরকে পাওয়ার দেয়ার জনগণ এর জন্যই ওরা উল্টাপাল্টা যখন যেটা মন চায় ইউটিউব করে আর কত টাকা ইনকাম করা যায় ওরা যেরকম মার্কেটিং করে এত লাখ অত লাখ
nice question apu
রাইট
কি পরিমাণ বস্তি হলে বারবার একই কথা বলে আমারা টাকায় আমি দিব কার কি। 😂😂
আফু আমার সামী ১৮ ঘন্টা ডেওটি করে কিন্তু এক আনা গোল্ড কিনতে পারি না।আপনার তো টাকার মায়া লাগবে না।কারন হালাল না
এ ভিডিওটা সবটা দেখলাম।আমার মাথা ই কাজ করছেনা!এরা এত টাকা কই পায়!একটা গাড়ি,এত টাকার গয়না,আবারো নাকি গয়না কিনবে,flat বুকিং দিছে,আরো একটা গাড়ি কিনবে!বাকি সব তো বাদ ই দিলাম!আল্লাহ্!এগুলো কিভাবে পসিবল?সব বাদ দিয়ে ভ্লগ করাই শুরু করতে হবে!আমরা এদের দেখেই কি এদের এত টাকার বেবস্থা করে দিচ্ছি 🙄🙄
Aonara kothar shate ami akmot,oder mone hoi takar gach ase,amar to mone hoi dhukabaj era
আপনি আপনার মাকে দিবেন কোন সমস্যা নাই।কিন্তুু কমেন্টস এর উত্তর গুলা এত বাজে ভাবে দেন! মানুষ ভিডিও দেখে বলেই কিন্তুু আপনাদের এত ইনকাম হয় এখন!
কথায় কথায় শুধু বলো আমার মাকে আমার টাকা আমি যা খুশি তাই দেব তোমাদের সমস্যা কি😮 টাকাটা আছে কই থেকে আমাদের কারণেই তো টাকা ইনকাম করতে পারো, আর তোমার আম্মুর কে নিজের বাড়ি নাই যে মেয়ে শ্বশুর বাড়ি এসে থাকতে হয়
Apni please dekhen nh amr video emon toxic faltu manush nh dekhleo cholbe hajarta valo manush ache dekhar jonno comment check korley bojha jay
@@TiAAA9622এভাবে বলেন কেন? ভালো মানুষ হোক বা খারাপ,ভিউ তো সবার থেকেই আসে,যার মনে যেমন অনুভূতি আসে সেইটাই প্রকাশ করে, আপনি ৫ লাখ টাকার সোনা দিছেন মাকে সেইটা আমাদের সবাইকে খুশি মনে জানায়তেছেন,,কিন্তু সেইটা তো আর বলতেছেন না টাকা গুলো ইনকাম হয়ছে কোথা থেকে বা কতদিনে,তাই কতরকম অনুভূতি ওই আসতে পারে দর্শকদের মনে,,
@@TiAAA9622তোমার মায়ের কি বাড়ি ঘর নাই গো । তোমাদের জামাইর বাসায় থাকে কেনো মা ভাই ভাইয়ের বউ ও সবাই থাকে এদের সরম করে না
আপনি সবসময় ভিডিও তে এত বড় বড় কথা বলেন আমরা সবাই জদি আপনার ভিডিও না দেখতাম আপনি কখন এত টাকা ইনকাম করতে পারতেন না জন গন খেপলে কিন্তু রাস্তায় নামতে খুব দেরি হবে না এখন তো দশ পরিবার দেখেন তখন কিন্তু নিজের ভাত খাওয়ার টাকা থাকবেনা আমি কখন খারাপ কমেন্টস করি না আজকের কথা গুলো খুব খারাপ লাগল এত অহংকার ভালো না
facebook a ader sobai k block disi tisha mayetar jonno
আপনের এত গিফট দিতে হয় কেন?
আর আপনার হাসবেন্ডকে তো সারাদিন ঘরে দেখা যায় উনি ইনকাম কীভাবে করে?
আর আপনার কি বাবা নেই যে আপনার মাকে আপনার চালাতে হয় কিংবা আপনি আখির বাবা মা বোনের পিছনে টাকা দেওয়ার আগে কি তারা না খেয়ে ছিল?
দেন ঠিক আছে এগুলা বলতে লজ্জা করে না
তোমরা ভিডিও করও তো মানুষকে দেখানোর জন্য তাহলে এত কথা কোথা থেকে আছে ভিডিও দেখার পর যার কাছে যেমন লাগবে সে তার মতো করে কমেন্ট করবে এটাই সাভাবিক ভিডিও করে নিজেদের ব্যাক্তিগত জিনিস পাবলিক করতে লজ্জা করে না আবার মানুষ কমেন্ট করলে সমস্যা ভিউজ ব্যবসায়িদের এত বড় বড় কথা মানায় না
প্রথম ছেলে বেবিকে ৩.৫ বছর অবধি ব্রেস্ট ফিডিং করাইছেন বলতেছেন।ছেলে বেবিদের ইসলামে কতদিন ব্রেস্ট ফিডিং করাতে বলা আছে সেটা জানেন?
লজ্জা নেই যে জামাই বাড়ি পরে থাকে সব সময় আবার বড় বড় কথা শুনলে হয়ে যায় বাড়ি যাবে বাড়ি থাকলে তো বাসায় যাবে
উনার এত টাকা কই পায়?
বেসি বক বক করে। ভিডিও করলে মানুষ দেখবে। কথা ও সুনতে হবে।কথা সুনতে না পারলে ভিডিও কেন করো
এত বড় বড় কথা বলা উচিত না।
ভিউয়ার্সদের জন্যই ইনকাম করতে পারেন।
অহংকারী কথা বাদ দেন,, না হলে আগে যেখানে ছিলেন সেখানেই চলে যাবেন
Apnr ma k gift krben khub e vlo kotha.tai bole chotolok der moto kotha boltasen kn.apnr moto emn hajar ta blogger ase. kintu jamai k biye koriye sotin niye songsar kre na dekhe viral hote partase na🥱🥱
আমরা যদি আপনাদের ভিডিও না দেখি তাহলে আপনার এতো দায়িত্ব নিতে পারতা? এতো অহংকার করা ঠিক না আপু
তোমার মত মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার প্রত্যেক ঘরে তোমার মতন মেয়ে থাকুক❤❤❤
আজকে যে প্রমোশনাল ভিডিও করার সুযোগ পাচ্ছো সেটাও ভিউওয়ারস এর জন্য
পাবলিক প্লেসে ড্রেস চেঞ্জ করেন মানুষ দেখে না?আবার ছবি তুললে সমস্যা😂
হালাল টাকা দিয়ে জীবন কাঠান।আপনাদের টাকা হালাল না
ভাই আমরা জামাই বউ প্রথম শ্রেণির সরকারি চাকরি করি,প্রথম শ্রেণির কর্মকর্তা তাও সারা বছরে একটা গোল্ড কেনার সামর্থ্য,সাহস পাই না,আপনারা এত টাকা কই পান???কথায় কথায় এত শপিং?? কিভাবে সম্ভব???সত্য কথা এবং যুক্তি দিয়ে কথা বললে তো আবার আপনাদের গায়ে লেগে যায়....কিন্তু সত্যি আমাদের এত সাহস ও নাই,সামর্থ্য ও নাই.......
Ami AK mot
আপু ফেসবুকে আর ইউটিউবে ভিডিওর ভিউ থেকে টাকা আসে। তারা যে ভিডিও আপলোড করে, ওইখান থেকেই তাদের রেগুলার টাকা আসে।
একদম,সোর্স কি ওদের টাকার?
কোন ভাবে রিপোর্ট করে এদের পেইজ গুলা উড়াই দেওয়া যায়না?প্লিজ কেউ পরামর্শ দিন।
Khuv Valo laglo 2mer Kotha sune ma k Kichu dile sonten Der Valo lage ❤❤❤❤❤❤ uuuuu Tisha apu 2mer may sober ghore Allah dawk
ভিডিও তে একটু বেশি বেশি করে আঁখি কে দেখতে চাই….
২বছর এর পর থেকে বাচ্চা দের ব্রেস্ট ফিডিং করানো নিষেধ।
কুরআনে বলা আছে।
ছেলে মেয়ে উভয় বাচ্চার জন্য এক নিয়ম।
মেয়ে বাচ্চাদের নাকি আড়াই বছর
@MdZahidulIslam-xf5js না আপু।
আপনি ইউটিউবে দেখে নিয়েন আলেম দের বক্তব্য কুরআন এর আলোকে
আঁখির থেকে তিশা আরো খারাপ অবস্থা ছিল ও এখন অতীত ভুলে গেছে
জিবনের প্রথম শুনলাম ফুফু কে পাপা বলা 😂😂
ছোট বেলা থেকে জানি বাবা কে পাপা বলে।
আর এদের থেকে নতুন করে শিখতেছি বাবার বোনকে পাপা বলা 😂😂
হায়রে আরো কত নাটক যে দেখমু 🤧🤧🤧
তুমি অনেক ভাগ্যবতী যে তোমার মা বাবা সব আছে ❤তাদের করার সুযোগ পাচ্ছো।
মাশা-আল্লাহ সুন্দর হয়েছে ❤
আপু আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল এভাবেই সব সময় ভালো থাকবেন
ছোটলোক লোক বড়লোক হলে যা হয়, আপনার কথাবার্তায় সেটাই বুঝা যায়
অন্য জনের সংসার নষ্ট করে,বড় বড় কথা
তোমার চেহারা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে হয়তো ব্যাবহারের জন্য 😂😂
বেশি খুশিতে আছে সে জন্য মনে হয় চেহেরাটার এই হাল, চেহেরাই পরিচয় দেয় মানুষ মনের দিক দিয়ে কেমন, চেহরার নুরানি চলে যায় যেমনটি হলো, তিশার,
তুমার ব্যবহার ঠিক কর কুকুর তোমার পায়ে কামর দিলে তুমিও কী কুকুরের পায়ে কামড় দিবা তাইলে তোমার আর কুকুরের মধ্যে তফাত কী রইলো আপু তুমার ব্যাবহার দিন দিন খারাপা হইতাছে দেখ কত মানুষ তোমার ভিডিও দেখে শবাই জে তোমাকে পছন্দ করবে শেটা তো না তুমি আবার আমারে তোমার হেটার মনে কইরে না আমি আনেক আগে থেকে তোমাদের ভিডিও দেখি আশলে তোমার মুখে এই রকম ব্যবহার মানায় না আপু আমি কিন্তু তোমার বয়শে আনেক ছোট আশলে মনে হইলো তাই বললাম জখন ভিডিও দেখি তখন মনে হয় কি তুমি কথাটা আমারেই বললা করন তুমি তো এইদিক তাকিয়েয় বল তাই আর কি
এই সময়টা মায়েরা একাকিত্ব বোধ করে।আপনাদের উচিৎ আখিকে একটু বেশি সময় দেয়া উচিৎ। সবাই ঘুরলে ওর আরও একা লাগবে মন টাও মলিন থাকবে।অবশ্য প্রয়োজনেই বের হয়,তারপরও আরও একটু সময় ওকে দিও😊
সতিন দেখে আসছে আখি এত সুখ আর সুবিধা খুজে কেন
@ আখি কি আপনাকে বলছে যে সে সুখ খুজছে?এখানে ভিউয়ারস রা মন্তব্য করে
তোমাদের পরিবার আমার অনেক ভালো লাগে❤❤মাশাল্লাহ
Akhi k akta channel khula den tahola unio income korta parba
Tumi khule daw Akhi ke Channel
Tumar jokon etto doya
সব টাকা তো জনগনের কারণেই পাচ্ছো তোমার ভিডিও যদি মানুষ না দেখে তাহলে টাকা আসবে তো
Walikum Assalam dear sister ❤ Assalam Walikum dear brother and sister ❤❤ How are you all family ❤❤ MashaAllah very nice your family & video ❤❤ Allah bless you and your family ❤❤
দিন দিন ব্যবহার এতই নোংরা হচ্ছে আপনাদের
একদম সত্যি বলছেন। ডং বেড়ে গেছে
আলহামদুলিল্লাহ খুশি হলাম আল্লাহ তায়ালা তোমাদের আরো অনেক দিক আমি ৫০০০০ টাকা র জন্য ঘরে উঠতে পারছি না
আপু অনেক ভালো লাগছে আমি চাই প্রত্যেকটা মেয়ে যেন তার মা কে এই ভাবে উপহার দেয় অনেক অনেক দোয়া করি তুমাদের জন্য ❤❤❤❤
Tomer khota golo onk valo lagce apo😢😢😢😢😊😊😊😊 massallah massallah massallah
মা বাবাকে কিছু দেওয়াটা মেয়ে হিসেবে অনেক ভালো লাগা 😊😊
আপু আপনাদের ব্লগগুলো আমি খুব পছন্দ করি এবং আমি সব সময় দেখি আপনাদের জন্য দোয়া করি আপনারা অনেক সুখী হন সব সময় মিলেমিশে থাকবেন❤❤❤❤❤
আপু,আপনার টাকার সোর্স টা কি আপনার?
মানুষ কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে সেই।টাকায় গোল্ড,২য় বউ,ফ্লাট এসব হয়না।
হারামের টাকায় ই হয় এসব
Apnar ay comment tao amr dollar income hobe ekhn apnar haram takar WiFi hole etao haram 😂
@TiAAA9622 আপু,আমার হারাম টাকার ওয়াইফাইনা।আমার জামাই ভোরে নিজের ব্যবসার কাজে যায়।বিশ্বাস করেন,এই ২ বছর ব্যবসা কইরেও আপনার মত এখন ও ২য় বিয়ে+ফ্লাট+মারে সোনা গয়না দতে পারিনাই।
মানে হারামের টাকার কিছু দিতে পারিনাই।
আপনার মত হারাম টাকা ইনকাম করলে,পেট দেখাইতে পারলে স্বামী রে আর এক বিয়ে দিতে পারলে আপনার ডাবল খরচ করতে পারতাম।মনে হয়।তবে আল্লাহর ভয় আর মরার ভয় আছে এজন্য এখন ও হালাল টাকায় ওয়াইফাই কিনে আপনার হারাম টাকার ভ্লগিং এ কমেন্ট করতে সাহস রাখি
@@TiAAA9622 আর আপনি যে বিয়ে করায় দুনিয়ার সামনে মহৎ সাজার চেষ্টা করেন,কেউ কি বুঝেনা?যে এই হারাম টাকায় বড়লোক হওয়ার জন্যই আখিরে আনসেন?
যেখানে আমাদের নবীর বউয়েরাও তার স্বামী র ভাগ নিয়ে গ্যাঞ্জাম করতো আর আপনি বুঝান যে ভালো বাইসে আপনার স্বামী রে বিয়ে দিসেন??
আর যে আরমান মালিক রে ফলো করেন,তার কাহিনী নিশ্চয়ই জানেন যে পায়েল।ও কৃতিকা রে নিজে বিয়ে করায় নাই আপনার মত বড়লোক হওয়ার জন্য।
আরমান ক্যারেক্টরলেসের মত কৃতিকা কে আনছে যখন তখন পায়েল না পাইরে মানসে।
Apnar Sathe amio ek mot.
@@farjanaramzan6258দারুণ সত্য বলেছেন...❤❤
আপু আমি সব সময় তোমাদের ভিডিও দেখি। আমার খুব ভালো লাগে। আপু তোমাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল❤
Ahad ki tor pise pisei thake sob somoy
এখন তো আঁখি আপুর বাবা-মা একহইছে আঁখি আপুর মাকে বোন কে গোল্ড কিনেদাও দেখি।
Ata o parbe na
Aste aste shobaike dibo. R income shobai kore nijer ta age kine akhi r Ahad Amar ma Amar kache age tai take age diyechi
আপু তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে 🥰 তোদের মতো তৌফিক দিক আমাকে।
আপু আল্লাহ যেন তোমার মতো মন আর তোমার মতো সামর্থ দেন যেন সবাইকে তোমার মতো কিছু দিতে পারি🥰🥰
এখন আর তোমার ভিডিও দেখবো না
Ajker kotha guli onk vhlo lglo
সবার বাবা মা ই সবাইকে অনেক বেশি আদর দিয়ে লালন পালন করে
আখি কে এখন দেখাওনা স্বামি নিয়ে আনন্দ করতাছো
ভালোই করতেছে যদি আঁখিরে নিয়েও করে তো আপনার কি লাভ হবে
আভাল সব গুলা@@arisharahman1053
@@arisharahman1053 আখি কতটা কষ্টো পাইতাছে ওর যাইগাই আপনি আমি থাকলে বুঝতাম
যাদের অন্তর কুটিলতায় ভরা- এরা নিজেরা কিছু করে না। অন্যেরা করলে সেটার চুলচেরা বিষলেশন শুরু করে। তোমরা তোমাদের মতো এগিয়ে যাও।
তোমার জন্য অনেক অনে-------ক শুভকামনা❤️❤️❤️
Thik apu jader joggota nai tarai kotha bole
Apni toh bolcen apnar sob golo page id sobar ekar karo na thahole ekhon je bollen apnar income kora taka apnar income source ki pls janaben.
হিংসুটের কথা গুলা মাথায় রাখবানা ❤দোয়া রইলো
জামাই রে বলবো এত ভালো পজিশনের সরকারি চাকরির দরকার নাই চল কাপল বল্গিং করি এত বিলাসিতা আপু সত্যিই সপ্নেও ভাবতে পারি না যাক দেখে ভালো লাগলো আপু আপনার এই ইচ্ছা
Thank you ❤
বাবা মা অনেক কষ্ট করে সন্তানকে বড় করে, সেই সন্তানের কাছ থেকে কিছু পেলে সত্যিই খুশি হয় বাবা-মা, এভাবেই পাশে থেকো আপু, তোমার সব ভিডিও গুলো আমি দেখি আমার খুব ভালো লাগে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা
Unsubcribd kore den sobai atoh boro boro kota cole jabe..
Appu ami. Akhon projonto subcribd kori nai ami. Video dekhi
পুরো ভিডিওটা দেখার আগে আগে আপনাদের সালাম জানিনি আসসালামু আলাইকুম তিশা আপু কেমন আছেন? আপনার পরিবারের সবাই কেমন আছেন? আর গুলুগুলু বাচ্চা দুইটা কেমন আছে? একটু বলবেন ❤❤❤
Hmmm❤apu gold r payel pora jae
তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন তোমার জন্য অবিরাম ভালোবাসা ও শুভকামনা রইল
এত বড় বড় কথা বলা আপনার উচিত না, আমাদের টাকায় তো আপনি এত কিছু করেন , আমরা সবাই ভিডিও দেখে বলে তো এত টাকা পাও এত পাওয়ার দেখাও
আপনি একদম সঠিক কথা বলছেন
একদম ঠিক কথা আহাদের বনের কি ন্যাকামি
Thank you Apu ❤
আখির মা কে ও এরকম গোল্ড কিনে দিয়েন
তৃষা আপু। মানুষের কথা কান দিবা না। তুমি আগাইয়া যাও। আমিতো জীবনে কিছু করতে পারলাম না। তুমি এগিয়ে যাও good luck sayd family ❤
Thank you so much ❤❤❤❤
সবকিছু মিলিয়ে অসাধারণ
আমাদের পরিবারের জন্য দোয়া ও ভালোবাসা রইলো ❤❤❤
Alhamdulillah Trisha appu onek valo manus