শেষের অংশে চোখের পানি আটকে রাখতে পারিনি। শিহাব শাহীন ভাইকে অশেষ ধন্যবাদ, এমন একটা নাটক নির্মাণ করার জন্য৷ এতে করে খুব সুন্দর করে ২ পক্ষের প্রতি ম্যাসেজ দেয়া আছে, বাড়িতে সৎ মা আসলে তার করণীয় কি এবং সেই বাচ্চাদেরই বা করণীয় কি!! সত্যিই অনন্য নিদর্শন।
Ai natok ta kon dik dia tik mone hoilo? Apni apnar nijer dik dia aktu cinta koren to j apnar ma mara jawar por apnar baba apnar sm age ar akta meye re biya korse!! Tokon apnar kemon lagbe?
ইয়াশের অভিনয় এতো পারফেক্ট!!🤍 আর মেহজাবিন আপুর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই...অসাধারণ! ৪৮ বছরের শাহেদ ভাইয়া তার চরিত্রের চেয়ে কম বয়স্ক হলেও দারুণ অভিনয় করেছেন তিনিও!! খুব সুন্দর গল্প! আজকাল নাটকগুলো এক ঘেয়েমী হয়ে গেছে৷ 'মিম্মি' নাটকটি স্বাদের পরিবর্তন আনলো!!🥰 ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে, সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য!
নাটকটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🥰 🥰 নাটকটি ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন... 💑 পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন
নাটক টাহ ভিষণ মনে ধরেছে কারণ এই নাটক এর সাথে আমার জীবন এর সাথে অনেক টাই মিল🙃💜 কিন্তু আমার বাবার বিয়ে হয় আমাদের না জানিয়ে আমিও উনাকে দেখতে পারতাম না দুচোখ এর সত্রু মনে করতাম দেখলেই রাগ উঠতো যেমন রাগ হতো তেমন কষ্ট ও হতো কিন্তু উনি আমাদের অনেক যত্ন করতেন😇 পরে একটা সময় বুঝতে পারি যে আমি হয়তো কাউকে কোন কারন ছাড়া ই ঠকাচ্ছি 🙂 এখন আলহামদুলিল্লাহ সব ঠিক ঠাক আছে💜 সবাই দোয়া করবেন আমার পরিবার এর জন্য🥰🌸😊 আপনাদের জন্য ও দোয়া রইলো💞
এই নাটক টা কার জীবনের সাথে মিল রাখে বানানো হয়েছে যানি নাহ, আমার জীবনের সাথে সম্পূর্ণ মিল এই নাটক টা দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছে মায়ের কথা মনে পড়েছে, আমি কষ্ট পাইলে আমার মায়ের কবরের কাছে চলে যাইতাম, সৎ মা ৯৯% এ খারাপ পড়ে ১% ভালো। আমি আজ রাগ করে দুবাই চলে আসছি, যাই হোক পরিচালক কে অনেক ধন্যবাদ আমার জীবনের সাথে অনেক মিল আছে এই নাটক।
আমি আমার মাকে খুব ছোট বেলায় হারিয়েছি,আমার ছোট একটি বোনও আছে।ও আমার চাইতেও তিন বছরের ছোট।পরবর্তীতে আব্বু আবার বিয়ে করেন। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুকরিয়া আমরা ছোট থেকে কখনো মার অভাব বুঝিনি।আম্মা আমাদেরকে নিজ সন্তানের মতোই আদর করে রেখেছেন।আম্মা আমাদের ৪ ভাই বোনকে রেখে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন।এখন আমরা আলহামদুলিল্লাহ ৬ ভাই বোন। আলহামদুলিল্লাহ আমরা অনেক শান্তিতে আছি। সব সৎ মাই যে খারাপ হয় বিষয়টা তেমন নয়, বরং কিছু কিছু সৎ আপন মার চেয়েও বেশি মমতাময়ী হয়। দোয়া করি যাদের মা নেই তারা যেন শান্তিতে থাকে। আম্মুর জন্য সবাই দোয়া করবেন,আল্লাহ যেন আম্মাকে জান্নাতুল ফেরদৌসের দান করেন।আমিন।
মিম্মির মতো মা পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। 😔 যে কিনা নিজের সর্বত্র দিয়ে কোনোরকমের রাগ ছাড়াই পরিবারকে আগলে রাখতে পারে, খুব সহজেই সবার সাথে আপন হতে পারে, সবাইকে ভালোবাসতে পারে। 😍
আমাদের এই সমাজে, এখনো অসংখ্য পুরুষদের মাঝে.... দ্বিতীয় বিয়ে করার এই প্রবনতা দেখা যায়, হঠাৎ করে যদি প্রিয় মানুষটা চলে যায় ওপারের ঠিকানায়.... যখন সঙ্গীহীন হয়ে যায়, তখন আবার একজন নতুন লাইফ পার্টনার চায়.... ছেলে-মেয়ে ছোট হলে তাদের দায়িত্ব কে নেবে, আবার বিয়ে করতে চায় এটা ভেবে.... আর যদি ছেলে-মেয়ে বড় হয়ে যায়, নিজেকে ফেলে দেয় ভাবনায়.... ফারহানের জায়গায় আমি হলেও হয়তো মানতাম না, সবকিছু বলতেও পারতাম না.... নিজের সমবয়সী কাউকে কি এভাবে সৎমা বলে মেনে নেয়া যায়..? এটা তো ভাবলেও লজ্জা পায়.... যদিও অনেক বাবা কিন্তু চাইনা আবার, দ্বিতীয় কাউকে জীবনসঙ্গী করার.... অনেক সৎমাও চাই, আগলে রাখতে সংসারটাই.... একটাসময় হয়তো সব মেনে নিতে হয়, বাস্তবতা যেহেতু এমন নয়.... গল্পটাও অনেক ভালো ছিলো, প্রত্যেকের অভিনয়ও চমৎকার ছিলো.... 'জাহান সুলতানা'র চিত্রনাট্য লেখাও অনেক সুন্দর ছিলো.... অসংখ্য ধন্যবাদ পরিচালক "শিহাব শাহীন" অসাধারণ সুন্দর আপনার প্রতিটি কাজ,সত্যি তুলনাহীন.... এই গল্পের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে যারা, অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্যও তারা....
মেহজাবিন মানেই নতুন কিছু। তার প্রত্যেকটি নাটকে নতুন কিছু বাস্তবতা তুলে ধরেন। একজন ইন্ডিয়ান হয়েও আমি বাংলাদেশের নাটক পছন্দ করি। ❤️❤️ আমার মতো কে কে বাংলা নাটক পছন্দ করেন।
ইয়াশ রোহানকে প্রথম দেখছিলাম স্বপ্নজাল সিনেমায়। ন্যাচারাল অভিনয় করে, দেখতেও সুন্দর। আমার মতে, বাংলাদেশে তথাকথিত অনেক নাম্বার ওয়ান হিরোদের তুলনায় এই ছেলেটার অভিনয় অনেক বেশি সাবলীল।
কমেন্ট সেকশনে গিয়ে অবাক হলাম বাঙ্গালী ভালো কিছুর কদর জানেনা,,,, কত অসাধারণ বাস্তবমুখী একটা নাটক। মেহু দ্বারাই সম্ভব সব চরিত্রে অভিনয় করে দর্শক মন জয় করা। তবে সৎ মা গুলো বাস্তবে অত অমায়িক হয়নাহ।
যেমনই চিত্রনাট্য তেমনই অসাধারণ সুন্দর অভিনয়।মেহজাবিন ম্যাম সবসময়ের পছন্দের কিন্তু এই নাটকটা সেই পছন্দের মাত্রা কে অনেকগুন বাড়িয়ে দিয়েছে। সকলের অভিনয়ই প্রশংসনীয়। ❤❤ ভালোবাসা এপার বাংলা থেকে ❤🇮🇳
আমরা নিজেরা সত্যি সেলফিশ, শুধু নিজের কথা ভাবি,আমি ভালো নাই,আমার ভালো কেউ খোজ রাখে না,কিন্তু অন্যর কথা কেউ ভাবি না,আমি মানি আমার যেমন কষ্ট হয় তেমন অন্যের ও কষ্ট হয়, তাহলে কেউ যদি ভালো থাকার চেষ্টা করে তাহলে সাহায্য না করতে পারি, তো কেন ক্ষতি করবো।যে যেভাবে পারে ভালো থাকুক না, আমিও ভালো থাকার চেষ্টা করি আমার মতো।আরফান নিশো ভাইয়ার ""আপন"" নাটকটা যদি না দেখে থাকেন তাহলে দেখবেন।মানুষের সব থেকে শেষ বয়সে একাকিত্ব অনুভব করে।তাই সেই বয়সে হলেও একজন পাশে থাকার প্রয়োজন হয়।
অনেক সুন্দর নাটক ❤শুধু আফসোস বাস্তবে সৎ মা গুলো যদি একটু হলেও এরকম হতো,, তাহলে আর কোনো শিশু অযত্নে পথে পরে থাকতো না। তবে হ্যাঁ এইটাও ঠিক যে সব সৎ মা এক হয় না 😍
এত ভালো নাটক লিখেন কেন ,চোখে পানি রাখা যায় না,বারবার চোখ মুছতে হয়,গত ০১ বছরে ১০০ উপরে নাটক দেখছি তার মধ্যে মিম্মি সেরা। আমি বাংলাদেশের নাটকের পোকা,সময় পেলেই নাটক দেখি।সেই আমি বলছি এটা সেরা নাটক,ধন্যবাদ নাটকের পরিচালক কে,তার সাথে সাথে সেরা অভিনেত্রী মেহজাবিন কে। মেহজাবিন এর চোখের পানি দেখলে যে কারো চোখে পানি চলে আসবে। এত ভালো অভিনয় কি ভাবে করে। আবারো ধন্যবাদ পরিচালক কে এবং মেহজাবিন কে।
আমার বাবার প্রথম পক্ষের স্ত্রী মারা যাবার পর আমার বাবা আমার আম্মুকে বিয়ে করে,, বাবার আগের পক্ষের একটা মেয়ে আছে মানে আমার বড় আপু,, আপুর বয়স যখন তিবন বছর তখন আপুর আম্মু মানে বাবার প্রথম পক্ষ মারা যায়,, এখন আমার আপুর বয়স প্রায় ছাব্বিস বছর আপুর বিয়ে হয়েছে আর আপুর প্রায় দশ বছরের বাচ্চা ও আছে,, এখন পর্যন্ত কাউরে না বলা পর্যন্ত কেউ বুজতে পারে না যে আপু আমার মায়ের পেটের না,,, আমার আম্মুও কারে বুঝতে দেয় না,, সব সত মা এক রকম হয় না☺️🥰
বাবা মায়েরাও মানুষ। তারা রোবট না। তাদের ও একজন জীবনসংগী, ভালোবাসার মানুষের দরকার হয়। তাদেরও শারীরিক ও মানসিক চাহিদা থাকে। কিন্তু আফসোস আমরা বেশিরভাগ সন্তানরাই এই জিনিসটা বুঝিনা এবং স্বার্থপরের মত আচরণ করি। যারা নেগেটিভলি নিচ্ছেন, একবার আপনার সিংগেল বাবা বা সিংগেল মায়ের দিকে তাকিয়ে দেখেন, বাবা বা মায়ের জায়গায় নিজেকে রেখে দেখেন, তখন আশা করি বুঝতে পারবেন।
@@manamarahman457 অবশ্যই যদি সেই ছেলেটা সত্যিই ওই মহিলাকে মন থেকে ভালোবাসে এবং তার সমস্ত রেস্পন্সিবিলিটি নেয়ার যোগ্য হয়। আপু বা ভাইয়া, ভালোবাসার কোনো বয়স নাই। যত লিমিটেশন কিন্তু আমাদের এই সমাজ ই দিয়েছে। ধরলাম আপনার হাজবেন্ড মারা গেছে, তখন কি এই সমাজ আপনার দায়িত্ব নিবে? কোনোদিন ও না। আপনি এক বেলা না খেয়ে থাকেন, আপনাকে খাবার দিয়ে যাবে? আর বিবাহ করা হালাল। হারাম না। আমাদের ইসলাম ধর্মেও ডিভোর্সি আর বিধবা নারীদের বিবাহ করার আদেশ দেয়া আছে। তাহলে কেন না? তেমনি একজন পুরুষের বেলায় ও। যে যাকে সত্যিকার ভালোবাসবে সে তার সাথেই বিয়ে করুক। বয়স দিয়ে কি করবেন বলেন? অনেকে কম বয়সে মারা যায় আবার অনেকে বৃদ্ধ বয়সে। মানসিক শান্তিটাই আসল। সেটা আপনাকে সমাজ কখনোই এনে দিবেনা।
{{>> এই নাটকের ফারহান চরিত্রটি একদম আমার জীবনের সাথে মিলে যায়, মনে হচ্ছিলো যেন আমারই প্রতিচ্ছবি দেখানো হচ্ছে। আমার নামও ফারহান আহামেদ, সাহস পাচ্ছিলাম না অরিজিনাল একাউন্ট দিয়ে কমেন্ট করার। যদি বন্ধু বান্ধব দেখে ফেলে এই কারনে। এই পৃথিবীতে ফারহানের মতো হাজার হাজার মানুষ দেখতে পাবেন কিন্তু মিম্মি চরিত্রটি বাস্তবে একটিও পাবেন না, এগুলো শুধু কাল্পনিক আর সিনেমা, নাটকেই ফুটে উঠে, বাস্তবে যা পসিবল না। আমি ফারহান, বর্তমান বয়স ২৩। আমার আম্মু আলহামদুলিল্লাহ জীবিত। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বাবা আমারোই ক্লাসমেইটকে বিয়ে করেন 🙂। যেহেতু আমরা গ্রামে বসবাস করতাম, বাবা রাজনৈতিক ব্যাক্তি এবং অর্থনৈতিকভাবে সাবলম্বি ছিলেন, তাই আশেপাশের গ্রামের সবাই আমাদের চিনতো। বাবা বিয়ে করে ওই মেয়েকে নিয়ে একই গ্রামে অন্য বাসায় থাকতো। আমার আম্মু একদম পাগলের মতো হয়ে গেছিলো, সেই থেকে আম্মুর এখনো রেগুলার মেডিসিন নেওয়া লাগে। বিশ্বাস করুন, ওই সময়ে আমার মধ্যে কি যে হচ্ছিলো, আমি নিজেও বুঝাতে পারবো না। প্রথম এক-দেড় মাসের মতো লজ্জায় কলেজে যেতে পারিনি। বাজারে গেলে বা চায়ের দোকানে গেলে বিভিন্ন লোকের মুচকী মুচকী হাসি এবং বিভিন্ন ধরনের টিটকারীগুলো শুনে মনে হতো যে, কেও ব্রেইনের ভিতরে ছুড়ি দিয়ে অনবরত আঘাত করছে। ব্রাইট স্টুডেন্ট ছিলাম, কিন্তু সে সময় এতটাই ডিপ্রেশনে ছিলাম যে, HSC পরীক্ষা অর্ধেক দিয়ে বাকি পরীক্ষাগুলোতে আর attend করি নাই। মূহুর্তের মধ্যে আমার সাজানো-গুছানো লাইফ একদম ভেঙে চুরমার হয়ে গেছিলো। এতোই ডিপ্রেসড ছিলাম যে, তখন সুসাইড করার কথা মাথায় রেগুলার ঘুরপাক খেতো। তখন আম্মু আর ছোট বোনদের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে আবার নতুন চিন্তায় মগ্ন হয়ে যেতাম। এরপর দিন যত যাচ্ছিলো আর রিয়েলাইজ করতে শুরু করলাম, আমি কেনো সুসাইড করবো ভাই...??? আমার বাপ মাদারচো*দের জন্য আমার জীবন কেন শেষ করবো? অয় রেন্ডিবা*জি করে বেড়াইছে এতে আমি কেনো আসামী হতে যাবো...? যেমন কথা তেমন কাজ, চলে আসলাম শহরে। আজ ৪ বছর পেরোচ্ছে। আলহামদুলিল্লাহ ব্যবসা করছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। লেখাপড়াটা আবার কন্টিনিউ করার ইচ্ছা আছে। ওদিকে আমার বাপের নাকি অবস্থা টলমলে। ব্যবসা বানিজ্য সব শেষ, জায়গা জমিও সব বিক্রি করে খেয়ে ফেলছে। কোনো মতে দিন আনে দিন খাচ্ছে। বয়স হচ্ছে শারীরিক অবস্থাও নাকি দিন দিন অবনতি হচ্ছে। আমি শুধু অপেক্ষায় আছি কবে ওই মেয়ে তাকে লাত্থি দিয়ে বাহিরে ফেলে দেয়। আমিও ওয়াদা করেছি যে, আল্লাহ যদি সহায় হন, আমি আমার বাবাকে ভিক্ষার জন্য থালা কিনে দিয়ে আসবো, এবং প্রথম ভিক্ষাটা আমিই তাকে দিবো। আমি একটা কথা মাঝে মাঝে শুনি যে, আল্লাহ পাপের শাস্তি দুনিয়াতেও কিছুটা ভোগ করান। আমিও চাই সেটা হোক ❤️। সবাই আমার জন্য দু'আ করবেন। নিজেকে অনেক অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার ইচ্ছা। একজন আদর্শ মানুষ, একজন আদর্শ স্বামি(যদি কপালে বউ থাকে🙄), একজন আদর্শ বাবা হতে পারি, সেই দু'আ করবেন। আমার আম্মুর জন্যও দু'আ করবেন। আল্লাহ যদি চান, আমি প্রতিষ্ঠিত হয়ে কোনো একদিন এই গল্পটি আপনাদের সবাইকে প্রকাশ্যে শুনাবো ইনশাআল্লাহ। Note:- আমার সাবজেক্ট বাদ। আপনাদের কাছে কি মনে হয়, এরকম ১৭-১৮ বছরের মিম্মি-রা কি ভালোবেসে বা সাপোর্ট দেওয়ার জন্য ৫০-৬০ বছরের লোককে বিয়ে করে? এটা যেনেও যে, তার বড় বড় ছেলে মেয়ে রয়েছে সম বয়সের। এরমম একটা মিম্মিই যথেষ্ট একটা সংসারেকে তেজপাতা বানানোর জন্য। আর director, writer, producer দের একটা কথা বলতে চাই- স্যার, মুদ্রার ওই পিঠকে নিয়ে তো কাল্পনিক কাহিনীকে ঘিরে নাটক বানিয়ে ফেললেন? এবার মুদ্রার এপিঠকে নিয়ে বাস্তব কাহিনীকে ঘিরে একটি নাটক বানাইয়েন যাতে আমাদের মতো হাজার হাজার ফারহান-রা ও তার পরিবাররা আত্মতৃপ্তির ও একটু মোটিভেট হতে পারে। ধন্যবাদ
জীবন এর সাথে মিলে যাওয়া পরিস্থিতি 😢এই Situation এর ভুক্তভোগী আমি 🥺 আমার বাস্তব জীবন তুলে ধরেছেন Dr Jahan Sultana, এই নাটকে আপনি। এই বেদনা টা শুধু আমার মতো এই Situation এ, আল্লাহ যাদের দিয়েছেন তারাই বুঝবে, বাস্তব জীবনে অনুভব করতেছি, চাইলেই আমরা নিজেরা ভালো থাকতে পারি, আর আল্লাহ সবাইকে ভালো রাখুন,দোয়া করি সবার জন্য 🤲
উদাহরণ আমি নিজেই! বেশিরভাগ শোনা কথা, সৎ মায়েরা নাকি ভালো হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সৎ মা ও নিজের মায়ের মতো হয়। পাশের বাসার আপুটির সৎ মা এতো ভালো যে কেউ বিশ্বাস-ই করতে চাইবে না উনি তাদের সৎ মা। আসলে সৎ মায়েরাও ভালো হয়, তবে সেটা সম্পূর্ণ ভাগ্যের উপর।
মা মারা যাওয়ার পর যখন বাবা বিয়ে করেছিলেন তখন আমরা সবকিছু মেনে নিয়েছিলাম কিন্তু যখন বাবা বিয়ের বাজার করছিলেন তখন আর চোখের পানি ধরে রাখতে পারিনি। বাবাও আজ বেঁচে নেই চোখের পানি ছাড়া সবাই চলে গেছে আমার চোখের পানি আপন হয়ে রয়ে গেছে সাথে।
সামাজিক একটা সমস্যা তুলে ধরা হয়েছে নাটকে....concept টা just অসাধারণ ❤ একদম বাস্তবভিত্তিক নাটকটি😊 এই নাটক থেকে অনেক কিছু শেখার আছে.....মেহজাবিন আপুর অসাধারণ অভিনয়ের কারণে নাটকটি আরও মন ছুয়ে গিয়েছে.... ❤
কি শিখার আছে?অর্থ সম্পদ দেখে বাবার বয়সী একটা পুরুষকে বিয়ে করা?বাসায় সৎ যুবক পুত্রের সামনে কম বয়সী স্ত্রীর ওড়না ছাড়া নর্তকীর মতো ঘুরাফেরা করা।এসব নাটক দেখে মেয়েরা ও বাবার বয়সী লোকেরা দিন দিন লোভী হয়ে উঠেছে যা সমাজ সংসারে নেতিবাচক প্রভাব ফেলতেছে।আপনার বাবা যদি আপনার বয়সী কোন একটা মেয়ে বিয়ে করে এনে ফস্টি নস্টি শুরু করে আপনি কি করবেন?
আছে একজন, আমার নিজের খালা।তাকে আমি বিয়ে দিলাম।১৫ বছরের ছেলের বাবার সাথে। ছেলেটার মা চলে গিয়েছে অন্য একজনের সাথে। এখন আমার খালা ছেলেটাকে নিজের ছেলের মতোই দেখে।ছেলেটা আরো ভালো, আম্মু আম্মু করে সারাক্ষণ
বাস্তবধর্মী অসাধারণ একটা নাটক,,, সৎ মা যতই ভালো হোক না কেন,,,কোনো ছেলে নিজের মায়ের স্থানে তাকে জায়গা দিতে পারে না,,,,,,ভালো থাকুক পৃথিবীর সবাই প্রিয় বাবা - মাকে নিয়ে,,,,,,,
যারা বলছেন সৎ মায়েরা শুধু নাটকেই ভালো হয় তারা তাহলে এখনও বাংলা সিনেমা বিশ্বাসী। আমার ভার্সিটির এক বড় ভাই আছে, যার বাবা ৪৭ বছর বয়সে ২৬ বছরের এক মেয়েকে বিয়ে করেছিলেন, আর ভাইয়া ঐ আন্টির থেকে ৪ বছরের ছোট ছিলো, নিজ চোখে দেখেছি আন্টি শিশির ভাইয়াকে কত আদর করেন। উল্টা শিশির ভাইয়া উনাকে যা মুখে আসতো বলতো। আন্টি শিশির ভাইয়ার ১৩ বছর বয়সী ভাইটাকে পুরা আসল মায়ের মত পালত, শিশির ভাইয়া বলতো আব্বুর টাকা দেখে তাবিজ করছে। বাট আন্টি এসব সহ্য করেও ধৈর্য্যের সাথে এগিয়েছেন। আজকে ৮ বছর পর তারা সবাই একসাথে। আন্টির ঘরে একটা মেয়ে হয়েছে, আর এই বোন এখন দুই ভাইয়ের কলিজা, আর আন্টিকে ওরা বিচ, লোভী ফকিন্নির জায়গায় ডাকে, মামণি! কিছু সৎ মায়েরা ভালোই হয়।
এটা আমার জীবনের গল্পের সাথে অনেক মিলে গেলো,,,,,,,,,সত্যিই বলতে এখনো এমন কিছু মেয়ে আছে যারা সন্তানকে নিজের সন্তান এর মতই ভালোবাসে আর সারাজীবন আগলে রাখে,,,,❤️💐❤️❤️আমি অনেক ভাগ্যবান জীবনে এমন কাউকে পেয়েছি যে আমার সন্তানকে আগলে রাখে
সত্যি বলতে বাস্তবতা এতো সহজ নয়,খুবই কঠিন। নাটকে সৎ মা এর যে ব্যবহার দেখানো হয়েছে বাস্তবে তা 1% ও গ্রহণযোগ্যতা পায় না বা দেখা যায় না। কেননা আমি নিজেও এ পরিচিতির মুখোমুখি হয়েছি।🥺😞😓
নাটকে সৎমায়ের যে আচরণ দেখিয়েছে বাস্তবে কোনো আপন মা-ও এত কোমল আচরণ করে না। মানুষের আচরণ মানুষের মতই হবে; ফেরেস্তার মতো হবে না। আপন মায়ের মতো সৎ মা হবে এমনটা আশা করা ঠিক না। তবে পজিটিভলি দেখলে অনেক কিছু মেনে নেওয়া যায়।
প্রকৃত ভালো আম্মু গুলি মেহজাবিন(মিম্মির) মতই হয়, আমার বড় আম্মু ভাইয়া ও আপু দের খুব ছোট রেখে বড় আপু জন্ম গ্রহন করার সময় মারা গিয়েছিল, তার পর আমার আম্মু কে বিয়ে করে আব্বু, বুঝ হওয়ার পর থেকেই দেখছি সাংসারিক কত রকম কথা-বার্তা মুখ বুঝে সহ্য করে আমাদের ভাইয়া-আপু দের মানুষ করলো আম্মু।
Apnar baro ammu kar delivery ar somoy mara jan? tar nijer delivery naki apnar baro ammur baro meyer delivery ar somoy? karon apni likhechen apnar baro apur delivery ar somoy apnar baro ammu mara jan
আমি ইন্ডিয়ান হয়েই বলছি,বাংলাদেশের নাটক দেখে আমার গর্ব হয়,সব নাটকেই ভালো কিছু শেখার আছে,বাংলাদেশের নাটক হলো বিশ্ববিখ্যাত❤❤❤❤❤❤❤
কে কে আমার মতন ফেসবুক থেকে একটুখানি অংশ দেখিয়েছি পুরনো নাটকটা দেখতে এসেছে??
Ami,,
মুই ও
Ami😁
Ami
ami
শেষের অংশে চোখের পানি আটকে রাখতে পারিনি। শিহাব শাহীন ভাইকে অশেষ ধন্যবাদ, এমন একটা নাটক নির্মাণ করার জন্য৷ এতে করে খুব সুন্দর করে ২ পক্ষের প্রতি ম্যাসেজ দেয়া আছে, বাড়িতে সৎ মা আসলে তার করণীয় কি এবং সেই বাচ্চাদেরই বা করণীয় কি!! সত্যিই অনন্য নিদর্শন।
আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। প্রতিনিয়ত বাংলাদেশের নাটক দেখি, কিন্তু এই নাটকটা দেখার পর চোখের জল ধরে রাখতে পারলাম না। অসাধারণ।
Ai natok ta kon dik dia tik mone hoilo? Apni apnar nijer dik dia aktu cinta koren to j apnar ma mara jawar por apnar baba apnar sm age ar akta meye re biya korse!! Tokon apnar kemon lagbe?
@@shadmanx2782eta savabik keo mene nite parbe na kintu sobari valo thakar odhikar ache temon amader baba madero ache
ইয়াশের অভিনয় এতো পারফেক্ট!!🤍 আর মেহজাবিন আপুর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই...অসাধারণ! ৪৮ বছরের শাহেদ ভাইয়া তার চরিত্রের চেয়ে কম বয়স্ক হলেও দারুণ অভিনয় করেছেন তিনিও!! খুব সুন্দর গল্প! আজকাল নাটকগুলো এক ঘেয়েমী হয়ে গেছে৷ 'মিম্মি' নাটকটি স্বাদের পরিবর্তন আনলো!!🥰 ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে, সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য!
নাটকটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🥰 🥰
নাটকটি ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন... 💑
পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন
Part.2 chai
@@fatihaayat9858 Yes, We want part 2 💕
ইয়াশ কে?
@@naziachowdhury9288 Farhaan er character je play korechhe
নাটক টাহ ভিষণ মনে ধরেছে কারণ এই নাটক এর সাথে আমার জীবন এর সাথে অনেক টাই মিল🙃💜 কিন্তু আমার বাবার বিয়ে হয় আমাদের না জানিয়ে আমিও উনাকে দেখতে পারতাম না দুচোখ এর সত্রু মনে করতাম দেখলেই রাগ উঠতো যেমন রাগ হতো তেমন কষ্ট ও হতো কিন্তু উনি আমাদের অনেক যত্ন করতেন😇 পরে একটা সময় বুঝতে পারি যে আমি হয়তো কাউকে কোন কারন ছাড়া ই ঠকাচ্ছি 🙂 এখন আলহামদুলিল্লাহ সব ঠিক ঠাক আছে💜 সবাই দোয়া করবেন আমার পরিবার এর জন্য🥰🌸😊 আপনাদের জন্য ও দোয়া রইলো💞
আমি ইন্ডিয়ান হয়েই বলছি,বাংলাদেশের নাটক দেখে আমার গর্ব হয়,সব নাটকেই ভালো কিছু শেখার আছে,বাংলাদেশের নাটক হলো বিশ্ববিখ্যাত🍀
কারা কারা বাংলা মুভির থেকে বাংলা নাটক কে বেশি ভালোবাসে 🙋🙋
এই নাটক টা কার জীবনের সাথে মিল রাখে বানানো হয়েছে যানি নাহ, আমার জীবনের সাথে সম্পূর্ণ মিল এই নাটক টা দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছে মায়ের কথা মনে পড়েছে, আমি কষ্ট পাইলে আমার মায়ের কবরের কাছে চলে যাইতাম, সৎ মা ৯৯% এ খারাপ পড়ে ১% ভালো। আমি আজ রাগ করে দুবাই চলে আসছি, যাই হোক পরিচালক কে অনেক ধন্যবাদ আমার জীবনের সাথে অনেক মিল আছে এই নাটক।
মেহজাবিন মানেই সেরা অভিনয় ❤️❤️ চোখে পানি চলে আসছে নাটকটা দেখে 😭
কঠিন বাস্তবতাকে নাটকে তুলে আনা অসাধারণ কাজ....কিন্তু অনেকটাই ফুটিয়ে তোলা হয়েছে.... নাটক পরিচালক এবং পরিচালনা পর্ষদ কে অনেক ধন্যবাদ।।।
আসলে এটা নাটক না। এইটা আমাদের পারিবারিক বাস্তবতা তুলে ধরেছে। ধন্যবাদ শিহাব শাহীন ভাই এত সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য ❤️🔥🖤
মেহজাবিন এর মতো এত সাবলীল ও সুন্দর ভাবে কেউ করতে পারতো না নাটক টা। সবার অভিনয় ভালো ছিল।
পার্ট ২ দেখতে চায়।❤️❤️
বাংলাদেশের নাটকের মান খুব উন্নত।
যতক্ষণ দেখি ততক্ষণ ডুবে থাকি।
কখনো হাসি,কখনো কান্না। আবেগ অনুভুতির খেলা চলতে থাকে পুরোটা সময় জুড়ে।
নাটক না এটা একটা মানুষের জিবনের বাস্তব কাহিনি,,,, সুধু সৎ মা হলেই যে খারাপ হয় তা না।আপন মার চেয়ে অনেক বেসি কষ্ট করতে হয় তাদের,,,
--- না দেখে যার প্রেমে
পড়েছে হাজারো মানুষ
তিনি হলেন
----- হযরত মুহাম্মদ (সাঃ)🖤
এই নাটক টা আমার জীবনের সাথে অনেকটা মিলে গেছে,, সব সৎ মা খারাপ হয়না,,আর সব সৎ ছেলে মেয়েরা ভালো হয় না,,ভালো খারাপ আছে বলেই দুনিয়াটা এত সুন্দর,,
আমার ও সৎ মা,বাট কখনো মনে হয় না যে এটা আমার সৎ মা,আলহামদুলিল্লাহ অনেক ভালো
পৃথিবী সব সৎ মা যদি এমন হতো, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো।আর এই নাটকে সব থেকে ফারহানের অভিনয় টা আমার কাছে খুব ভালো লেগেছে।
অসাধারণ নাটক... মেহজাবিনের আজ অন্য রূপ দেখলাম... মন ছুঁয়ে গেল... পরিচালককে ধন্যবাদ, এ'রকম একটা নাটক আমাদের উপহার দেওয়ার জন্য...❤️❤️❤️❤️❤️.....
কে কে আমার মতো মেহজাবিন আপুর নাটকের জন্য অপেক্ষায় থাকেন।
আমি আমার মাকে খুব ছোট বেলায় হারিয়েছি,আমার ছোট একটি বোনও আছে।ও আমার চাইতেও তিন বছরের ছোট।পরবর্তীতে আব্বু আবার বিয়ে করেন। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুকরিয়া আমরা ছোট থেকে কখনো মার অভাব বুঝিনি।আম্মা আমাদেরকে নিজ সন্তানের মতোই আদর করে রেখেছেন।আম্মা আমাদের ৪ ভাই বোনকে রেখে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন।এখন আমরা আলহামদুলিল্লাহ ৬ ভাই বোন। আলহামদুলিল্লাহ আমরা অনেক শান্তিতে আছি।
সব সৎ মাই যে খারাপ হয় বিষয়টা তেমন নয়, বরং কিছু কিছু সৎ আপন মার চেয়েও বেশি মমতাময়ী হয়।
দোয়া করি যাদের মা নেই তারা যেন শান্তিতে থাকে।
আম্মুর জন্য সবাই দোয়া করবেন,আল্লাহ যেন আম্মাকে জান্নাতুল ফেরদৌসের দান করেন।আমিন।
আমিন, আল্লাহ দয়াবান।
Amin
আমেন....
আমিন
ছেলে মানুষ কত অদ্ভুত ,তাইনা? দ্বিতীয় বউকে পেয়ে প্রথম জনকে ভুলে যায়...
আমি ইউটিউব থেকে শর্ট ভিডিও দেখে পুরোটা দেখছি But চোখের পানি দরে রাখতে পারিনাই😭
হুম
মিম্মির মতো মা পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। 😔
যে কিনা নিজের সর্বত্র দিয়ে কোনোরকমের রাগ ছাড়াই পরিবারকে আগলে রাখতে পারে, খুব সহজেই সবার সাথে আপন হতে পারে, সবাইকে ভালোবাসতে পারে। 😍
আমার মতো ফেসবুকে ভিডিও দেখে পুরোটা দেখার ইচ্ছে দমাতে না পেরে ইউটিউবে এসেছেন কারা কারা?🤍
Ami
Ami
Me
Ami
আমি 🙋🙋
- সম্পর্কের নাম যা-ই হোক না কেন..!!😊😌
- মন খারাপের সময় যে পাশে থাকে সেই প্রিয় মানুষ..!!🥀❤️
আমাদের এই সমাজে,
এখনো অসংখ্য পুরুষদের মাঝে....
দ্বিতীয় বিয়ে করার এই প্রবনতা দেখা যায়,
হঠাৎ করে যদি প্রিয় মানুষটা চলে যায় ওপারের ঠিকানায়....
যখন সঙ্গীহীন হয়ে যায়,
তখন আবার একজন নতুন লাইফ পার্টনার চায়....
ছেলে-মেয়ে ছোট হলে তাদের দায়িত্ব কে নেবে,
আবার বিয়ে করতে চায় এটা ভেবে....
আর যদি ছেলে-মেয়ে বড় হয়ে যায়,
নিজেকে ফেলে দেয় ভাবনায়....
ফারহানের জায়গায় আমি হলেও হয়তো মানতাম না,
সবকিছু বলতেও পারতাম না....
নিজের সমবয়সী কাউকে কি এভাবে সৎমা বলে মেনে নেয়া যায়..?
এটা তো ভাবলেও লজ্জা পায়....
যদিও অনেক বাবা কিন্তু চাইনা আবার,
দ্বিতীয় কাউকে জীবনসঙ্গী করার....
অনেক সৎমাও চাই,
আগলে রাখতে সংসারটাই....
একটাসময় হয়তো সব মেনে নিতে হয়,
বাস্তবতা যেহেতু এমন নয়....
গল্পটাও অনেক ভালো ছিলো,
প্রত্যেকের অভিনয়ও চমৎকার ছিলো....
'জাহান সুলতানা'র চিত্রনাট্য লেখাও অনেক সুন্দর ছিলো....
অসংখ্য ধন্যবাদ পরিচালক "শিহাব শাহীন"
অসাধারণ সুন্দর আপনার প্রতিটি কাজ,সত্যি তুলনাহীন....
এই গল্পের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে যারা,
অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্যও তারা....
অনেক দিন পরে একটা ভাল নাটক দেখলাম, অসাধারান অভিনয় করেছেন মেহজাবিন। অভিনন্দন! ❤️👍❤️ Yash Rohan was excellent!
💕পবিত্র কুরআন প্রেমিক দের কে মনোমুগ্ধকর কন্ঠে কুরআন এর সম্পুর্ন সুরা গুলো বাংলা অর্থ সহ শুনতে দাওয়াত রইলো ইনশাআল্লাহ
ইয়াসকে বলেন দাঁত পরিস্কার করে নাটক করতে। পরিচালকের কি চোখ কান নেই।
Insallah
Ffd
মেহজাবিন মানেই নতুন কিছু। তার প্রত্যেকটি নাটকে নতুন কিছু বাস্তবতা তুলে ধরেন। একজন ইন্ডিয়ান হয়েও আমি বাংলাদেশের নাটক পছন্দ করি। ❤️❤️
আমার মতো কে কে বাংলা নাটক পছন্দ করেন।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ)
ইয়াশ রোহানকে প্রথম দেখছিলাম স্বপ্নজাল সিনেমায়। ন্যাচারাল অভিনয় করে, দেখতেও সুন্দর। আমার মতে, বাংলাদেশে তথাকথিত অনেক নাম্বার ওয়ান হিরোদের তুলনায় এই ছেলেটার অভিনয় অনেক বেশি সাবলীল।
You just spoke my mind!
তার অভিনয় অনেক ভালো লাগে, দেখলেই মায়া চলে আসে।
হুম
@@ahnafnahian9232 অঅা
সবাই যতই শান্ত্বনা দিক, সমবেদনা জানাক,,, পরিস্থিতির মধ্যে দিয়ে না গেলে কেউ আসল অবস্থাটা বুঝে না। ফারহানের পরিস্থিতি টা আসলেই অনেক কষ্টকর💔💔
Hmm sotti.
Nijer mayer jaiga kaw k dewa jai nah.
Se mohila ta jotoi Valo hok nah Kno
Hmmm
Absolutely right
রাইট এটা একটা বাজে বাটক। বাবারা যেন এনন না হয়, ২০ বছরের ছেলে তইয়া ১৮ বছরের মেয়ে বিয়ে করবে? ছেলে মুখ দেখাবে কি ভাবে?
@@mahiahmed2334 তার বাবার জীবনের একাকিত্ব টা দেখলেন না? শুধু ছেলের ব্যাপারটা ই দেখলেন!
কমেন্ট সেকশনে গিয়ে অবাক হলাম বাঙ্গালী ভালো কিছুর কদর জানেনা,,,, কত অসাধারণ বাস্তবমুখী একটা নাটক।
মেহু দ্বারাই সম্ভব সব চরিত্রে অভিনয় করে দর্শক মন জয় করা।
তবে সৎ মা গুলো বাস্তবে অত অমায়িক হয়নাহ।
কে কে মেহেজাবিনের নাটক পছন্দ করেন,,, 😊
যেমনই চিত্রনাট্য তেমনই অসাধারণ সুন্দর অভিনয়।মেহজাবিন ম্যাম সবসময়ের পছন্দের কিন্তু এই নাটকটা সেই পছন্দের মাত্রা কে অনেকগুন বাড়িয়ে দিয়েছে। সকলের অভিনয়ই প্রশংসনীয়। ❤❤
ভালোবাসা এপার বাংলা থেকে ❤🇮🇳
আমরা নিজেরা সত্যি সেলফিশ, শুধু নিজের কথা ভাবি,আমি ভালো নাই,আমার ভালো কেউ খোজ রাখে না,কিন্তু অন্যর কথা কেউ ভাবি না,আমি মানি আমার যেমন কষ্ট হয় তেমন অন্যের ও কষ্ট হয়, তাহলে কেউ যদি ভালো থাকার চেষ্টা করে তাহলে সাহায্য না করতে পারি, তো কেন ক্ষতি করবো।যে যেভাবে পারে ভালো থাকুক না, আমিও ভালো থাকার চেষ্টা করি আমার মতো।আরফান নিশো ভাইয়ার ""আপন"" নাটকটা যদি না দেখে থাকেন তাহলে দেখবেন।মানুষের সব থেকে শেষ বয়সে একাকিত্ব অনুভব করে।তাই সেই বয়সে হলেও একজন পাশে থাকার প্রয়োজন হয়।
মেহজাবিন বয়স বেড়ে গেলেও অনেক চরিত্রে অভিনয় করতে পারবে।।
মেহজাবীন অলরেডি ৩০ +
নিজের সন্তান একটা অন্যায় করলে,মার দিলেও কোনো সমস্যা না, কিন্তু সৎ মা একটা দমক দিলেও সবাই নানান কথা বলে।।
Hmm😓😓
আমি ভাবছিলাম এই ঈদ এ মেহজাবিন এর ব্যতিক্রম কিছু দেখতে পাব না।কিন্তু আবারও সেই শেষ বলে ছক্কা। হ্যাটস অফ টু পরিচালক।
@Dr Bilash vai tumi ki doctor??
খুবই সুন্দর নাটক
Chompa house dekhen
Voter natok ta sondur chilo
Onk nice nnatok im impreasd
মেহজাবিনকে এতোটা অদ্ভুত সুন্দর অন্য কোনো নাটকে লাগেনি, এক কথায় অসাধারণ।
৬৩ বছরের জিবনের মধ্যে যিনি একটিও মিথ্যা কথা বলেন নি,, তিনি আমাদের প্রিয় নবি হযরত মোহাম্মদ (সাঃ) 🥰🥰❤❤
আপনি? 🥰
তা এখানে বলার কি আছে? আপনাদের বুদ্ধি শুদ্ধি হিতাহিত জ্ঞান কবে হবে বলুন তো?
কে কে আমার মতো ফেসবুক একটু খানি দেখে নাটক টা দেখতে এসেছেন লাইক দিয়ে জানাবেন সিঙ্গাপুর থেকে
সব সৎ মা গুলো যদি এমন হতো 😢কিন্তু বাস্তবে এমনটা হয়না 😢
অনেক সুন্দর নাটক ❤শুধু আফসোস বাস্তবে সৎ মা গুলো যদি একটু হলেও এরকম হতো,, তাহলে আর কোনো শিশু অযত্নে পথে পরে থাকতো না। তবে হ্যাঁ এইটাও ঠিক যে সব সৎ মা এক হয় না 😍
এই নাটকটা জীবনের সাথে মিলে গেলো।কখনো নাটক দেখে কমেন্ট করিনা।কিন্তু এমন একটা নাটকের জন্য পরিচালক প্রশংসা পায়।
চোখ ভিজে গেলো... ফ্যামিলি ক্রাইসিসের এই ব্যাপারগুলো অসাধারণ ভাবে তুলে ধরেছে নাটকটিতে।❤
এত ভালো নাটক লিখেন কেন ,চোখে পানি রাখা যায় না,বারবার চোখ মুছতে হয়,গত ০১ বছরে ১০০ উপরে নাটক দেখছি তার মধ্যে মিম্মি সেরা। আমি বাংলাদেশের নাটকের পোকা,সময় পেলেই নাটক দেখি।সেই আমি বলছি এটা সেরা নাটক,ধন্যবাদ নাটকের পরিচালক কে,তার সাথে সাথে সেরা অভিনেত্রী মেহজাবিন কে। মেহজাবিন এর চোখের পানি দেখলে যে কারো চোখে পানি চলে আসবে। এত ভালো অভিনয় কি ভাবে করে। আবারো ধন্যবাদ পরিচালক কে এবং মেহজাবিন কে।
পুরো নাটকের কাহিনী আমার বাস্তব জীবনের সাথে হুবহু সাদৃশ্যপূর্ণ।
আমার বাবার প্রথম পক্ষের স্ত্রী মারা যাবার পর আমার বাবা আমার আম্মুকে বিয়ে করে,,
বাবার আগের পক্ষের একটা মেয়ে আছে মানে আমার বড় আপু,,
আপুর বয়স যখন তিবন বছর তখন আপুর আম্মু মানে বাবার প্রথম পক্ষ মারা যায়,,
এখন আমার আপুর বয়স প্রায় ছাব্বিস বছর আপুর বিয়ে হয়েছে আর আপুর প্রায় দশ বছরের বাচ্চা ও আছে,,
এখন পর্যন্ত কাউরে না বলা পর্যন্ত কেউ বুজতে পারে না যে আপু আমার মায়ের পেটের না,,,
আমার আম্মুও কারে বুঝতে দেয় না,,
সব সত মা এক রকম হয় না☺️🥰
Apnar apur ki ballobibaho hoiche
@@ShahAlam-ub6of মনেহয়, নাহলে bfবফ এর সাথে উল্টাপাল্টা করসে
সৎ মা কোনো দিন আপন হয় না। মা মরলে বাপ হয় তালই। আমি বুঝি মা না থাকলে দুনিয়া কতটা কঠিন😢
বুঝেক
বুঝতে কে মানা করছে
নাটক টা সত্যিই অসাধারণ এই ধরনের ফ্যামিলি নিয়ে দেখার মত সৌন্দর্য এবং শিক্ষনীয় অনেক কিছু আছে
নাটকের শেষটা সুন্দর ছিল। ফারহানের মতো আমি ও অনেক কিছু suffer করছি।। Miss uh maa...আমি আজও তোমার জায়গা কাউকে দিতে পারি নাই। 🙂
"বড় ছেলে" এর পর মেহজাবিন এর এই নাটক টা সবচেয়ে বেস্ট এবং বাস্তবভিত্তিক। আর অভিনয়ের কথা কি বলবো!...মেহজাবিন সব চরিত্রেই পারফেক্ট।
শিল্পীরা কি করবে বলেন!
তাড়াহুড়োর জন্য এই নাটকের শেষ টাই ভালো করলো না।
@@charusoshi1479 শেষটা তো সুন্দর-ই ছিলো🤔... কি বলেন 🙄?
@@najiachowdhury3964 আমি শুধু বলতে চাই শেষটা আরো একটু মিষ্টি হতে পারতো।
সৎ মায়ের ভালোবাসা নাটক সিনেমায় মানায়
বাস্তবে গিয়ে খোঁজ নিয়ে দেখুন সৎ মায়ের সংসারে কতো জন ছেলেমেয়ে ভালো আছে।
সৎ মা কখনো আপন মায়ের মতো হতেপারে না।
আপনার নিজের চোখে দেখেছেন সৎ মা তার সৎ সন্তানকে আপন করে নিতে।
হতেপারে হাজারে একটি পরিবারের সৎ মা সৎ সন্তানকে আপন করে নিতে।
Yash rohan is such a talented actor of our TV industry.. Just absolutely brilliant.. 💙💙
বাবা মায়েরাও মানুষ। তারা রোবট না। তাদের ও একজন জীবনসংগী, ভালোবাসার মানুষের দরকার হয়। তাদেরও শারীরিক ও মানসিক চাহিদা থাকে। কিন্তু আফসোস আমরা বেশিরভাগ সন্তানরাই এই জিনিসটা বুঝিনা এবং স্বার্থপরের মত আচরণ করি। যারা নেগেটিভলি নিচ্ছেন, একবার আপনার সিংগেল বাবা বা সিংগেল মায়ের দিকে তাকিয়ে দেখেন, বাবা বা মায়ের জায়গায় নিজেকে রেখে দেখেন, তখন আশা করি বুঝতে পারবেন।
শতভাগ ঠিক বলেছেন। কিন্ত এটা বোঝার জন্যে যেই হ্নদয় দরকার সেটাতো বতর্মানের মানুষের ভেতরে নেই।
আপনি একদম ঠিক বলেছেন এই সব বোঝার মন মানসিক কথা আমাদের নেই
একজন বিধবা/ডিভোর্সী মহিলা কি ছেলের বয়সী কোন ছেলেকে বিয়ে করতে পারবে?
@@manamarahman457 অবশ্যই যদি সেই ছেলেটা সত্যিই ওই মহিলাকে মন থেকে ভালোবাসে এবং তার সমস্ত রেস্পন্সিবিলিটি নেয়ার যোগ্য হয়। আপু বা ভাইয়া, ভালোবাসার কোনো বয়স নাই। যত লিমিটেশন কিন্তু আমাদের এই সমাজ ই দিয়েছে। ধরলাম আপনার হাজবেন্ড মারা গেছে, তখন কি এই সমাজ আপনার দায়িত্ব নিবে? কোনোদিন ও না। আপনি এক বেলা না খেয়ে থাকেন, আপনাকে খাবার দিয়ে যাবে? আর বিবাহ করা হালাল। হারাম না। আমাদের ইসলাম ধর্মেও ডিভোর্সি আর বিধবা নারীদের বিবাহ করার আদেশ দেয়া আছে। তাহলে কেন না? তেমনি একজন পুরুষের বেলায় ও। যে যাকে সত্যিকার ভালোবাসবে সে তার সাথেই বিয়ে করুক। বয়স দিয়ে কি করবেন বলেন? অনেকে কম বয়সে মারা যায় আবার অনেকে বৃদ্ধ বয়সে। মানসিক শান্তিটাই আসল। সেটা আপনাকে সমাজ কখনোই এনে দিবেনা।
Tai bole cheler boyoshi kauke biye krte hobe
{{>> এই নাটকের ফারহান চরিত্রটি একদম আমার জীবনের সাথে মিলে যায়, মনে হচ্ছিলো যেন আমারই প্রতিচ্ছবি দেখানো হচ্ছে। আমার নামও ফারহান আহামেদ, সাহস পাচ্ছিলাম না অরিজিনাল একাউন্ট দিয়ে কমেন্ট করার। যদি বন্ধু বান্ধব দেখে ফেলে এই কারনে। এই পৃথিবীতে ফারহানের মতো হাজার হাজার মানুষ দেখতে পাবেন কিন্তু মিম্মি চরিত্রটি বাস্তবে একটিও পাবেন না, এগুলো শুধু কাল্পনিক আর সিনেমা, নাটকেই ফুটে উঠে, বাস্তবে যা পসিবল না।
আমি ফারহান, বর্তমান বয়স ২৩। আমার আম্মু আলহামদুলিল্লাহ জীবিত। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বাবা আমারোই ক্লাসমেইটকে বিয়ে করেন 🙂। যেহেতু আমরা গ্রামে বসবাস করতাম, বাবা রাজনৈতিক ব্যাক্তি এবং অর্থনৈতিকভাবে সাবলম্বি ছিলেন, তাই আশেপাশের গ্রামের সবাই আমাদের চিনতো। বাবা বিয়ে করে ওই মেয়েকে নিয়ে একই গ্রামে অন্য বাসায় থাকতো। আমার আম্মু একদম পাগলের মতো হয়ে গেছিলো, সেই থেকে আম্মুর এখনো রেগুলার মেডিসিন নেওয়া লাগে।
বিশ্বাস করুন, ওই সময়ে আমার মধ্যে কি যে হচ্ছিলো, আমি নিজেও বুঝাতে পারবো না। প্রথম এক-দেড় মাসের মতো লজ্জায় কলেজে যেতে পারিনি। বাজারে গেলে বা চায়ের দোকানে গেলে বিভিন্ন লোকের মুচকী মুচকী হাসি এবং বিভিন্ন ধরনের টিটকারীগুলো শুনে মনে হতো যে, কেও ব্রেইনের ভিতরে ছুড়ি দিয়ে অনবরত আঘাত করছে। ব্রাইট স্টুডেন্ট ছিলাম, কিন্তু সে সময় এতটাই ডিপ্রেশনে ছিলাম যে, HSC পরীক্ষা অর্ধেক দিয়ে বাকি পরীক্ষাগুলোতে আর attend করি নাই। মূহুর্তের মধ্যে আমার সাজানো-গুছানো লাইফ একদম ভেঙে চুরমার হয়ে গেছিলো। এতোই ডিপ্রেসড ছিলাম যে, তখন সুসাইড করার কথা মাথায় রেগুলার ঘুরপাক খেতো। তখন আম্মু আর ছোট বোনদের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে আবার নতুন চিন্তায় মগ্ন হয়ে যেতাম।
এরপর দিন যত যাচ্ছিলো আর রিয়েলাইজ করতে শুরু করলাম, আমি কেনো সুসাইড করবো ভাই...??? আমার বাপ মাদারচো*দের জন্য আমার জীবন কেন শেষ করবো? অয় রেন্ডিবা*জি করে বেড়াইছে এতে আমি কেনো আসামী হতে যাবো...? যেমন কথা তেমন কাজ, চলে আসলাম শহরে। আজ ৪ বছর পেরোচ্ছে। আলহামদুলিল্লাহ ব্যবসা করছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। লেখাপড়াটা আবার কন্টিনিউ করার ইচ্ছা আছে।
ওদিকে আমার বাপের নাকি অবস্থা টলমলে। ব্যবসা বানিজ্য সব শেষ, জায়গা জমিও সব বিক্রি করে খেয়ে ফেলছে। কোনো মতে দিন আনে দিন খাচ্ছে। বয়স হচ্ছে শারীরিক অবস্থাও নাকি দিন দিন অবনতি হচ্ছে। আমি শুধু অপেক্ষায় আছি কবে ওই মেয়ে তাকে লাত্থি দিয়ে বাহিরে ফেলে দেয়। আমিও ওয়াদা করেছি যে, আল্লাহ যদি সহায় হন, আমি আমার বাবাকে ভিক্ষার জন্য থালা কিনে দিয়ে আসবো, এবং প্রথম ভিক্ষাটা আমিই তাকে দিবো। আমি একটা কথা মাঝে মাঝে শুনি যে, আল্লাহ পাপের শাস্তি দুনিয়াতেও কিছুটা ভোগ করান। আমিও চাই সেটা হোক ❤️।
সবাই আমার জন্য দু'আ করবেন। নিজেকে অনেক অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার ইচ্ছা। একজন আদর্শ মানুষ, একজন আদর্শ স্বামি(যদি কপালে বউ থাকে🙄), একজন আদর্শ বাবা হতে পারি, সেই দু'আ করবেন। আমার আম্মুর জন্যও দু'আ করবেন। আল্লাহ যদি চান, আমি প্রতিষ্ঠিত হয়ে কোনো একদিন এই গল্পটি আপনাদের সবাইকে প্রকাশ্যে শুনাবো ইনশাআল্লাহ।
Note:- আমার সাবজেক্ট বাদ। আপনাদের কাছে কি মনে হয়, এরকম ১৭-১৮ বছরের মিম্মি-রা কি ভালোবেসে বা সাপোর্ট দেওয়ার জন্য ৫০-৬০ বছরের লোককে বিয়ে করে? এটা যেনেও যে, তার বড় বড় ছেলে মেয়ে রয়েছে সম বয়সের। এরমম একটা মিম্মিই যথেষ্ট একটা সংসারেকে তেজপাতা বানানোর জন্য।
আর director, writer, producer দের একটা কথা বলতে চাই- স্যার, মুদ্রার ওই পিঠকে নিয়ে তো কাল্পনিক কাহিনীকে ঘিরে নাটক বানিয়ে ফেললেন? এবার মুদ্রার এপিঠকে নিয়ে বাস্তব কাহিনীকে ঘিরে একটি নাটক বানাইয়েন যাতে আমাদের মতো হাজার হাজার ফারহান-রা ও তার পরিবাররা আত্মতৃপ্তির ও একটু মোটিভেট হতে পারে। ধন্যবাদ
So sad story😢
InsaAllah doya kori akjon valo chele, husbend and valo baba hote paren... Fi amanillah...
Dudiner jibone dukkho kei sathi korte hoy.
Apnar jiboner osomapto golper bakita shonar ar janar opekhae thaklam. Onek subheccha thaklo apnar ar apnar Mayer Jonno. Bhalo thakben.
Allah sohay hok
জীবন এর সাথে মিলে যাওয়া পরিস্থিতি 😢এই Situation এর ভুক্তভোগী আমি 🥺 আমার বাস্তব জীবন তুলে ধরেছেন Dr Jahan Sultana, এই নাটকে আপনি। এই বেদনা টা শুধু আমার মতো এই Situation এ, আল্লাহ যাদের দিয়েছেন তারাই বুঝবে, বাস্তব জীবনে অনুভব করতেছি, চাইলেই আমরা নিজেরা ভালো থাকতে পারি, আর আল্লাহ সবাইকে ভালো রাখুন,দোয়া করি সবার জন্য 🤲
শিহাব ভাই মিম্মি পার্ট ২ দেখতে চাই।আমাদের অনেক অনেক অনুরোধ। একটা বাস্তব সামাজিক চিত্র। অনেক ভালো লাগল।অনেক শুভেচ্ছা
পেটে খাবার ছিল না
তবুও মুখে হাসি ছিল ☺
তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সাঃ)🥰🥰
উদাহরণ আমি নিজেই! বেশিরভাগ শোনা কথা, সৎ মায়েরা নাকি ভালো হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সৎ মা ও নিজের মায়ের মতো হয়। পাশের বাসার আপুটির সৎ মা এতো ভালো যে কেউ বিশ্বাস-ই করতে চাইবে না উনি তাদের সৎ মা। আসলে সৎ মায়েরাও ভালো হয়, তবে সেটা সম্পূর্ণ ভাগ্যের উপর।
ঠিক কথা
এই নাটক এর দ্বারা এটাই বোঝাই যে মানুষ হারিয়ে গেলে মূল্য বুঝে 🙂🤍❤️🖤
Ekdom... Amader kahinir sathe mile gese.. Same to same..amrau 1vai 1bon
বাংলাদেশের নাটক বিশ্বের এক নম্বর নাটক বাস্তবসম্মত নাটক।
বাস্তব জগতে মিম্মিদের খুঁজে পাওয়া যায় না, এমন মিম্মিরা গল্পকথা সাহিত্য বা নাটকেই থাকে।
বাস্তব টা বড্ড কঠিন।
আছে!!বিকল্প থাকে তওন বাচ্চারা ও দাদীরা
ভিন্নধর্মী কাহিনী✨! অত্যন্ত ভালো লেগেছে ❤️! বাস্তবে মিম্মির মতো ধৈর্য্যশীল পাওয়া ও হওয়া প্রায় অসম্ভব।
আমার খুব পছন্দের একটা নাইকা, আমার মত আর কার পছন্দ মেহেজাবিনকে
অভিনয় অভিনয়েই সুন্দর
যার জিবনে সৎ মা আছে সেই যানে বাস্তবটা কি
সৎ মা যতই ভালোবাসুক নিজের মা ত নিজের মা
দুনিয়া কাউকে জায়গা দেয় না দুনিয়া বড় স্বার্থ পর সৎ মা কখনো আপন হয় না, তাঁর মাঝেও পৃথিবীতে অনেক সৎ মা কখনো আপন মাদের অভাব বুঝতে দেয় না।
মা মারা যাওয়ার পর যখন বাবা বিয়ে করেছিলেন তখন আমরা সবকিছু মেনে নিয়েছিলাম
কিন্তু যখন বাবা বিয়ের বাজার করছিলেন তখন আর চোখের পানি ধরে রাখতে পারিনি।
বাবাও আজ বেঁচে নেই
চোখের পানি ছাড়া সবাই চলে গেছে আমার চোখের পানি আপন হয়ে রয়ে গেছে সাথে।
😢😢
ফেসবুকে ভিডিও না আসলে এতো সুন্দর নাটক টা আমার মতো মিস করে ফেলতেন কারা?
আমি
Amro
আমি
Ami
আমি ও ফেজবুকে একটু দেখে তারপরে ইউটিউবে দেখি।
আমি অনেক নাটক দেখেছি, কিন্তু এইরকম বাস্তব জীবনের নাটক আমি এই পথম দেখলাম,,, সত্যি সত্যিই আমি অনেক খুশি, এরকম বাস্তব জীবনের নাটক তৈরী করার জন্য
Facebook theke aslam.jara jara facebook theke aso tara like koro.
কে কে আমার মতন কেবল শর্ট ভিডিও দেখে সাজ দিয়ে ভিডিও দেখলাম কমেন্টে জানান
Ami
Ami
Ami
নাটক টা দেখে চোখে জল চলে আসছে...
কিছু কিছু সৎ মা ও অনেক ভালো হয় ❤️
সামাজিক একটা সমস্যা তুলে ধরা হয়েছে নাটকে....concept টা just অসাধারণ ❤ একদম বাস্তবভিত্তিক নাটকটি😊 এই নাটক থেকে অনেক কিছু শেখার আছে.....মেহজাবিন আপুর অসাধারণ অভিনয়ের কারণে নাটকটি আরও মন ছুয়ে গিয়েছে.... ❤
কি শিখার আছে?অর্থ সম্পদ দেখে বাবার বয়সী একটা পুরুষকে বিয়ে করা?বাসায় সৎ যুবক পুত্রের সামনে কম বয়সী স্ত্রীর ওড়না ছাড়া নর্তকীর মতো ঘুরাফেরা করা।এসব নাটক দেখে মেয়েরা ও বাবার বয়সী লোকেরা দিন দিন লোভী হয়ে উঠেছে যা সমাজ সংসারে নেতিবাচক প্রভাব ফেলতেছে।আপনার বাবা যদি আপনার বয়সী কোন একটা মেয়ে বিয়ে করে এনে ফস্টি নস্টি শুরু করে আপনি কি করবেন?
এগুলোকে নাটক বললে ভুল হবে। এগুলো তো প্রতিটা ঘরে ঘটে যাওয়া কাহিনী।❤️❤️❤️🇧🇩🔥🔥🔥
এই নিয়ে ২ বার দেখা হইলো ১ বার একা দেখছি আর ১বার পরিবারের সদস্যদের সাথে দেখছি নাটকটা সত্যিই অসাধারণ অনেক সুন্দর
এমন সৎ মা যদি বাস্তবে হতো তাহলে পৃথিবীতা বদলে যেতো
আছে একজন, আমার নিজের খালা।তাকে আমি বিয়ে দিলাম।১৫ বছরের ছেলের বাবার সাথে। ছেলেটার মা চলে গিয়েছে অন্য একজনের সাথে।
এখন আমার খালা ছেলেটাকে নিজের ছেলের মতোই দেখে।ছেলেটা আরো ভালো, আম্মু আম্মু করে সারাক্ষণ
বাস্তবধর্মী অসাধারণ একটা নাটক,,, সৎ মা যতই ভালো হোক না কেন,,,কোনো ছেলে নিজের মায়ের স্থানে তাকে জায়গা দিতে পারে না,,,,,,ভালো থাকুক পৃথিবীর সবাই প্রিয় বাবা - মাকে নিয়ে,,,,,,,
Akdom tek bolcen
আপনার মন্তব্যটির জন্য ধন্যবাদ। 💚
বাংলাদেশের নাটক দেখতে আমার খুবই ভালো লাগে। ইন্ডিয়া থেকে কমেন্ট করলাম 👍❤️
প্রতিটা সৎ মা এমন হওয়া উচিত ❤
যাদের মা মারা গেছে তা যদি এরকম একটা সৎ মা পায় তাহলে তাদের মায়ের চেয়ে দ্বিগুণ আদর পাবে I proud of you Bengali Natok
যারা বলছেন সৎ মায়েরা শুধু নাটকেই ভালো হয় তারা তাহলে এখনও বাংলা সিনেমা বিশ্বাসী। আমার ভার্সিটির এক বড় ভাই আছে, যার বাবা ৪৭ বছর বয়সে ২৬ বছরের এক মেয়েকে বিয়ে করেছিলেন, আর ভাইয়া ঐ আন্টির থেকে ৪ বছরের ছোট ছিলো, নিজ চোখে দেখেছি আন্টি শিশির ভাইয়াকে কত আদর করেন। উল্টা শিশির ভাইয়া উনাকে যা মুখে আসতো বলতো। আন্টি শিশির ভাইয়ার ১৩ বছর বয়সী ভাইটাকে পুরা আসল মায়ের মত পালত, শিশির ভাইয়া বলতো আব্বুর টাকা দেখে তাবিজ করছে। বাট আন্টি এসব সহ্য করেও ধৈর্য্যের সাথে এগিয়েছেন। আজকে ৮ বছর পর তারা সবাই একসাথে। আন্টির ঘরে একটা মেয়ে হয়েছে, আর এই বোন এখন দুই ভাইয়ের কলিজা, আর আন্টিকে ওরা বিচ, লোভী ফকিন্নির জায়গায় ডাকে, মামণি! কিছু সৎ মায়েরা ভালোই হয়।
সব সৎমা এক হয়না মেহেজাবিনের মতো অনেক সৎ মা আছে বাস্তবে
ইয়াস রুহানের দূর্দান্ত অভিনয় আমাকে বার বার মুগ্ধ করে। সবাই অনবদ্য্য অভিনয় করেছে
নাটকটা সুন্দর 👍তবে কে কে পূর্ণজন্ম 3 এর অপেক্ষা করছ👋👋
সত্যিই এত ভালো নাটক আমাদের ভারত এ কোনোদিন ই করতে পারবে না।।।
R8
এটা আমার জীবনের গল্পের সাথে অনেক মিলে গেলো,,,,,,,,,সত্যিই বলতে এখনো এমন কিছু মেয়ে আছে যারা সন্তানকে নিজের সন্তান এর মতই ভালোবাসে আর সারাজীবন আগলে রাখে,,,,❤️💐❤️❤️আমি অনেক ভাগ্যবান জীবনে এমন কাউকে পেয়েছি যে আমার সন্তানকে আগলে রাখে
আগলে রাখে না ছাতা
৯০ এর দশকের লিজেন্ড শাহেদ শরীফ খান এবং বর্তমানের লিজেন্ড মেহজাবীন চৌধুরীর অভিনয় এক কথায় অনবদ্য।
এমন মা গল্পেই সম্ভব,,কারণ বাস্তবতা বড়ই কঠিন!
valobasle manus sob pare...
Right
Sobai ki r shoman vlo ace abr kharap o ace..
যে যাই বলুক না কেন, সাহেদ ভাইয়েে সাথে কিন্তু মেহু আপুকে বেশ মানিয়েছে💜
আমি ইন্ডিয়া থেকে বলছি , আমার বাংলাদেশর নাটক খুব ভালো লাগে ♥️♥️
লাইফে এতো সুন্দর নাটক মনে হয় আর দেখিনি, দেখতে দেখতে অজান্তেই চোখের কোনে গড়িয়ে পড়তে শুরু করলো পানি।
নাটক টা অসম্ভব ভালো লেগেছে।
আমিও সৎ মায়ের কাছে বড় হয়েছি।আজ আমি অনেকটা ই প্রতিষ্ঠিত শুধুমাত্র উনার কারণে।
মেহজাবিন আপুর ভক্ত রা কই।
এতো নিখুঁত অভিনয় শুধু মেহজাবিন কে দিয়েই সম্ভব 😍
মেহজাবীন আপুর অভিনয় মানে একটা আলাদা মাইলস্টোন। তাঁর অভিনয় অন্যান্য অভিনেত্রীর থেকে অনেকটা এগিয়ে।❤❤❤.
উনি অন্য অভিনয় তে ভালো করেন
সত্যি বলতে বাস্তবতা এতো সহজ নয়,খুবই কঠিন। নাটকে সৎ মা এর যে ব্যবহার দেখানো হয়েছে বাস্তবে তা 1% ও গ্রহণযোগ্যতা পায় না বা দেখা যায় না। কেননা আমি নিজেও এ পরিচিতির মুখোমুখি হয়েছি।🥺😞😓
Right broo ,i feel this pain
নাটকে সৎমায়ের যে আচরণ দেখিয়েছে বাস্তবে কোনো আপন মা-ও এত কোমল আচরণ করে না। মানুষের আচরণ মানুষের মতই হবে; ফেরেস্তার মতো হবে না। আপন মায়ের মতো সৎ মা হবে এমনটা আশা করা ঠিক না। তবে পজিটিভলি দেখলে অনেক কিছু মেনে নেওয়া যায়।
প্রকৃত ভালো আম্মু গুলি মেহজাবিন(মিম্মির) মতই হয়,
আমার বড় আম্মু ভাইয়া ও আপু দের খুব ছোট রেখে বড় আপু জন্ম গ্রহন করার সময় মারা গিয়েছিল, তার পর আমার আম্মু কে বিয়ে করে আব্বু,
বুঝ হওয়ার পর থেকেই দেখছি সাংসারিক কত রকম কথা-বার্তা মুখ বুঝে সহ্য করে আমাদের ভাইয়া-আপু দের মানুষ করলো আম্মু।
😊😊
Apnar baro ammu kar delivery ar somoy mara jan? tar nijer delivery naki apnar baro ammur baro meyer delivery ar somoy? karon apni likhechen apnar baro apur delivery ar somoy apnar baro ammu mara jan
Boro apu howar somoi i mean ammur delibarir somoi
Apni onk lucky......