গল্পের লেখকে কে মনের গভীর থেকে অনেক অনেক ধন্যবাদ, এমন একটি গল্প উপহার দেওয়ার জন্য। একজন প্রবাসী হিসেবে আমিও বুঝতে পারি যে এটা কোন ধরনের যন্ত্রণা। পরিবারের জন্য এত ত্যাগ স্বীকারের পরেও যদি পরিবারের মানুষগুলো ভূল বুঝে তাহলে তার চেয়ে যন্ত্রণাদায়ক আর কিছুই হতে পারেনা একজন প্রবাসীর বা একজন মানুষের কাছে।এমন ঘটনা বাস্তব জীবনে অনেক প্রবাসীদের সাথেই হয়তো ঘটে।লেখক কে অনেক অনেক ধন্যবাদ এমন একটি গল্প লেখার জন্য এবং ডিরেক্টর কেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে গল্পটি আমাদের সামনে নিয়ে আসার জন্য। তানজিন তিশা আর ইয়াশ রোহানের কথা আর কি বলব।তারা দুজনেই অনেক গুনি অভিনয় শিল্পী, তারা এমন ভাবে গল্পের ক্যারেক্টরদের এমন ভাবে ফুটিয়ে তুলেছে যা এক কথায় অসাধারণ এবং অসম্ভব রকমের সুন্দর লেগেছে❤❤❤ তানজিন তিশা এবং ইয়াশ রোহান আপনাদেরকে দুজনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কাজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং ভালবাসা অবিরাম আপনাদের জন্য এবং টিমের প্রতিটি সদস্যদের জন্য। thanks to all of you... The team of GOHONA❤❤❤ Love you all❤❤❤
আমার স্বামী ও প্রবাসে,,,, বিয়ের 15 দিনের মাথায় চলে গেছে,,,,এখনো আসেনি,,,,, কিন্তু, আমি এখনো শ্বশুরবাড়িতে যাইনি, সংসার কি জানিনা? তবে এতটুকু জানি সবার চাওয়া পাওয়া আছে, বোনদের লাগবে, বোনদের জামাইদের লাগবে, নতুন বাচ্চাকাচ্চা হলে তাদের কি স্বর্ণ গহনা দিতে হবে, প্রত্যেকটা মানুষের চাহিদা আছে, আমার একটাই চাহিদা, সে সুস্থ ভাবে তার দেহ নিয়ে যাতে আমার কাছে ফিরতে পারে।😊😊 এত সুন্দর অভিনয় আর এত সুন্দর নাটক। নিজের অজান্তে চোখ দিয়ে জল এসে পড়েছে। আসলেই প্রবাসীরা অনেক কষ্ট করে, কিন্তু সবাই এই কষ্ট বোঝেনা, কারণ ভাবে প্রবাসিরা টাকার মেশিন, চাইলেই পেয়ে যাবে। এটা ভাবেনা যে মুখ দেখে কখনো টাকা দেয় না। অনেক পরিশ্রম করতে হয়, যেসব ভাইয়েরা প্রবাসে আছেন, সবাইকে আমার সেলুট। পরিবারের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেওয়ার জন্য। টাকার কাছে হেরে যাওয়ার জন্য।
এটা সত্যো প্রায় ৭ বছর হয়ে গেছে প্রবাসে,শুধু পরিবারকে দিয়ে গেলাম, আজ পর্যন্ত নিজে বিয়ে করার টাকাও নেই,আর এদিকে পরিবারও দেশে এখন না যেতে বলে, বিয়ের বয়সটাও শেষ হয়ে যাচ্ছে,,,জানিনা এভাবে আর কত বছর পড়ে থাকতে হবে দূর প্রবাসে। আর এটা ভালো লাগলো নায়কের নাম আমার নামে।
বিপদে পড়লে আসল মানুষ চেনা যায় গহনা নাটকটি থেকে একটু কি বুঝতে পারলাম। দুনিয়াটা চলে শুধু স্বার্থের উপর স্বার্থ ফুরিয়ে গেলে রক্তের সম্পর্ক ফুরিয়ে যায় এটাই বাস্তব
হ্যা আমরা প্রবাসীরা এমনই হই, যা কেউ বিশ্বাস করতে চায় না, তবুও জীবনের সব কিছু দিয়ে হলেও আমার পরিবারের সব চাহিদা পূরণ করব ইনশাআল্লাহ। সবাই প্রত্যেক প্রবাসীর জন্য দোয়া করবেন, সিলেট সুনামগঞ্জ, দুবাই প্রবাসী আমি ❤
মাঝেমধ্যে নিজের মানুষের আসল রুপ দেখার জন্য হলেও বিপদে পড়া লাগে। দুঃসময়ে আপনজনদের পরিচয়। অসম্ভব সুন্দর মানিয়েছে দুজন কে এরপর এই জুটির Romantic নাটক দেখতে চাই ❤
আমি আপনাদের অনেকগুলো নাটক দেখেছি কিন্তু একজন কমেন্ট করিনি কিন্তু এইটা কমেন্ট না করে পারলাম না পরিচালক ভাইকে আসলেই অনেক অনেক ধন্যবাদ জানাই এমন কিন্তু অনেক প্রবাসের জীবনে ঘটে এরকম কিছু তুলে ধরার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা সবাই সদস্য নাটকের সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ❤❤
অনন্য ভালবাসা,অসাধারণ নাটক,গ্রেট ফিনিশিং। বাস্তবে পরিবার ও তথাকথিত আপন মানুষগুলো কেমন হয়,সুন্দরভাবে বিভিন্ন জনের চরিত্র ফুটে উঠেছে। তিশা ও ইয়াশ সুন্দর অভিনয় করেছেন। সবাইকে নিয়ে দেখার মত সুন্দর নাটক। এই নাটকের সাথে সংযুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ।❤
তিশাকে খুব ভালো লাগছে ইয়াস এর সাথে । আর অনেক দিন পর সুন্দর একটা নাটক দেখলাম। কলকাতার মলম বিক্রেতারা বা নাটকের পরিচালকেরা এসে আমাদের দেশ থেকে সাংবাদিকতা বা নাটক কেমনে বানাইতে হয় শিখে যাও। প্রোপাগান্ডা না ছড়িয়ে ভালোবাসা ছড়িয়ে দাও।
এই তানজিন তিশা মেয়েটাকে যত দেখি ততই মুগ্ধ হচ্ছি ওর অভিনয় দক্ষতা দেখে। সত্যি পারিবারিক, সামাজিক বাস্তবিক নাটক, কিন্তু তানজিন তিশা অসাধারণ অভিনয় করেছেন, সঙ্গে ইয়েস আর তার মা অপু দুর্দান্ত ছিল ওদের অভিনয়। নাটক সত্যি জীবনের কথা বলে.....এই তানজিন মেয়েটার সব কিছু খারাপ, কিন্তু অভিনয় মন, ঋদয় ছুঁয়ে যায়.....আবার তাকে আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ জানালাম। সব কিছুর জন্য তাকে মাফ করে দিলাম......সত্যি অনেক বড় অভিনেত্রী হবে মেয়েটা।
যাই হোক, নাটক টা বাস্তবতা ফুটিয়ে তুলেছে 😌 অনেকগুলো বিষয় আছে এই নাটকে, যেগুলো একদম বাস্তনতায় আঘাত করে 😌 আমাদের জীবনের খারাপ সময়গুলোতে আমাদের রক্তের সম্পর্কের মামুষগুলোর থেকেই আমরা বেশি অবহেলা পাই 😌 তবে, কিছু মানুষ আমাদের সেই খারাপ সময়গুলোতে আমদের ঘুড়ে দাড়াতে সাহাজ্য করে পাশে দাঁড়ায় 😌 কারো জীবনে সেটা মা-বাবা, কারো জীবনে বন্ধু, কারো জীবনে প্রিয় মানুষ। সকলের জীবনের খারাপ পরিস্থিতি-গুলো দূর হোক 😌
আমি প্রথমেই পরিচালকের দৃষ্টি আকর্ষণ করতেছি তাকে বলার মত ভাষা আমার নাই আমরা প্রবাসী আমাদের ইমোশন এবং বাস্তব জীবনের একটা অংশ হিসাবে এই নাটকের মাধ্যমে পরিচালক তা ফুটিয়ে তুলেছে যার কোন তুলনা হয় না অসম্ভব সুন্দর ও ভালো লাগার মত একটা নাটক যা ফ্যামিলির প্রত্যেকটি মানুষকে দেখানো যাবে আমি আবারো ধন্যবাদ দিতে চাই পরিচালক সাহেবকে স্যালুট আপনাকে আমাদের প্রবাসীর বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য ❤❤❤❤❤
তানজিন তিশা আপু ও ইয়াস ভাই খুব সুন্দর একটা জুটি ❤ তানজিন তিশা আপু ও ইয়াস ভাই জুটি বেঁধে গহনা নাটকটা এককথায় অসাধারণ 💙 শেষে দুইজনের মিল হলে আর ও অনেক বেশী ভালো লাগতো এ জুটির একসাথে আরও নাটক দেখার অপেক্ষায় রইলাম।
Assalam walikum apu jumma mubarak🤲 🕋❣️🌙 Ha apni thuk ble chen😇 mel ta hole sotti aro onek valo lgto amder 👀kintu sotti ek kothay khub sundor osadharon ekta natok😇👍👍👍💞🥰♥
ইয়াশ রোহান ভাই তানজিল তিশা আপু জুটি খুব ভালো বানিয়েছে নাটকের অভিনয়টাও সেই ছিল আশা করে সামনে আরো ভালো কিছু নাটক দেখতে পারবো আমি তোমাদের খুব বড় একটা ফ্রেন্ড 🥰🥰❤️❤️❤️
অসাধারন একটা নাটক,মন ছুয়ে যাওয়ার মত,নাটক এমনি হওয়া উচিৎ,বাংলাদেশি নাটকের জবাব হয় না,ধন্যবাদ অভীনেতা অভীনেএী পরিচালক সহ সকলকে এত সুন্দর একটা নাটক আমাদের কে উপহার দেয়ার জন্য❤❤❤
বিশ্বাস কোরে অপমানিত হয়েছি... অনেক বাঁশ খাইছি... তার পরেও আল্লাহহর কাছে ঐ মানুষটার বিরুদ্ধে অভিশাপ না দিয়ে তার হেদায়েত এর জন্য আল্লাহহর কাছে বোলছি...সে যেন হ্যাপি থাকে...
একজন রেমিট্যান্স যোদ্ধা বুঝতে পারে কাছে মানুষ অবিশ্বাস করলে কতটা কষ্ট হয় যাদের জন্য এতো কিছু তারায় কষ্ট দেয় বেশি আলহামদুলিল্লাহ আগামী জানুয়ারী দেশে যাবো ভাবতে অনেক আনন্দ আসে মনে
ইতালি প্রবাসীরা বোকা। সব প্রবাসী অতি বিশ্বাসী সাধারনত নিজের কথা ভাবে না কিন্তু ভাবা দরকার। নিজেকে বেশি ভালোবাসা দরকার সবাই স্বার্থের পাগল কেউ প্রবাসীদের কষ্ট বোজে না।
অসাধারণ একটি নাটক ।দুনিয়া টা চলে স্বার্থের উপরে স্বার্থ ফুরিয়ে গেলে রক্তের সম্পর্কও শেষ হয়ে যায়॥ বিপদে পড়লে আসল মানুষ চেনা যায় গহনা নাটকটি তার একটি বাস্তব উদাহারণ। শেষ মুহূর্তে চোখের পানি ধরে রাখতে পারিনি🥲
গহনা খুব ফুটফুটে ফুরফুরে চমৎকার অভিনয় প্রিয় পরিচালক শাহ মোহাম্মদ রাকিব ভাই আপনার ভালোবাসা মুগ্ধ হলাম ইয়াশ রোহান ভাই এবং তানজিন তিশা আপু দ্বারা নির্মিত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই 🖤🇧🇩🤎
একটা পরিবার এ বিশ্বাস আর ভালোবাসা না থাকলে সেই পরিবার আর পরিবার মনে হয় না। মনে হয় একটা জাহারনাম। আসলে নাটকটা দেখে মানুষ বাস্তব জীবন সম্পর্কে ধারণা নিতে পারবে। inshallah😍
People don't understand anything but their own interests. It was clear in the Gohona play. Tanjin Tisha and Yash Rohan have acted very well. Many thanks to the author and the writer...
নাটক টা শেষ করে,,, খুব ইচ্ছে করছে,, সুন্দর করে একটা কমেন্ট করি,,,কিন্তু কমেন্ট করতে এসে, কি লিখবো সেই ভাষা টাই হারিয়ে ফেলেছি ❤❤❤অসাধারন একটা নাটক দেখলাম,,,তানজিন তিশা আপুর নাটক, আমার আগে থেকেই ভালো লাগে, বাট ইয়াস রোহানের সাথে, এতো সুন্দর অভিনয় হবে ভাবিনি,,,শুভ কামনা রইলো তিশা আপু+ইয়াস রোহান ভাইয়ের জন্য ❤❤
সত্যিই নাটক টি অসাধারণ অনেক কিছু শেখার আছে,কাউকে না জেনে ভুল বুঝতে নেই, আর তানজিন তিশা আর ইয়াশ রোহান ভাইয়ার অভিনয় তো জাস্ট অসাধারণ ছিল, দুজনেই খুব প্রিয়, লাস্ট এ অনেক খারাপ লেগেছে চোখের পানি ধরে রাখতে পারি নি😢❤️❤️
নাটক টা অসম্ভব সুন্দর হয়েছে, এ নাটকের মাধ্যমে বাস্তবতা তুলে ধরা হয়েছে, স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ ভালোবাসে না, নাটকটি দেখে চোখের পানি আটকে রাখতে পারলাম না নিজের অজান্তেই চোখে পানি চলে আসছে 🥺😔
আমি একজন ইতালি প্রবাসী। আমি আজ গর্ব করে বলছি আমার জীবন সঙ্গিনী ঠিক এভাবেই পাশে ছিল।এর থেকে অনেক বেশি।তাই অনুভব করলাম খারাপ সময় আমার স্ত্রী আমার জীবনে কি ছিল।
অনেক দিন পর তানজিন তিসার নাটক দেখলাম,,তিসা আপুরে আমার অনেক বেশি ভালো লাগে,, মেয়ে হয়েও আমি তার প্রতি crush😊নাটকটা অনেক বেশি সুন্দর ছিলো। অনেক দিন পর নতুন নাটক দেখলাম ভালো লাগলো।😊❤️🩹
বিপদেই পরিবারের মানুষ চেনা যায় 😢
নাটকটা অনেক সুন্দর লাগলো বিশেষ করে তিশার কাহিনীটা ,
বাস্তব জীবনে এমন সুন্দর জীবন সঙ্গী সবাই হোক 😊😊
গল্পের লেখকে কে মনের গভীর থেকে অনেক অনেক ধন্যবাদ, এমন একটি গল্প উপহার দেওয়ার জন্য।
একজন প্রবাসী হিসেবে আমিও বুঝতে পারি যে এটা কোন ধরনের যন্ত্রণা। পরিবারের জন্য এত ত্যাগ স্বীকারের পরেও যদি পরিবারের মানুষগুলো ভূল বুঝে তাহলে তার চেয়ে যন্ত্রণাদায়ক আর কিছুই হতে পারেনা একজন প্রবাসীর বা একজন মানুষের কাছে।এমন ঘটনা বাস্তব জীবনে অনেক প্রবাসীদের সাথেই হয়তো ঘটে।লেখক কে অনেক অনেক ধন্যবাদ এমন একটি গল্প লেখার জন্য এবং ডিরেক্টর কেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে গল্পটি আমাদের সামনে নিয়ে আসার জন্য।
তানজিন তিশা আর ইয়াশ রোহানের কথা আর কি বলব।তারা দুজনেই অনেক গুনি অভিনয় শিল্পী, তারা এমন ভাবে গল্পের ক্যারেক্টরদের এমন ভাবে ফুটিয়ে তুলেছে যা এক কথায় অসাধারণ এবং অসম্ভব রকমের সুন্দর লেগেছে❤❤❤
তানজিন তিশা এবং ইয়াশ রোহান আপনাদেরকে দুজনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কাজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং ভালবাসা অবিরাম আপনাদের জন্য এবং টিমের প্রতিটি সদস্যদের জন্য।
thanks to all of you... The team of GOHONA❤❤❤
Love you all❤❤❤
আমার স্বামী ও প্রবাসে,,,, বিয়ের 15 দিনের মাথায় চলে গেছে,,,,এখনো আসেনি,,,,, কিন্তু, আমি এখনো শ্বশুরবাড়িতে যাইনি, সংসার কি জানিনা? তবে এতটুকু জানি সবার চাওয়া পাওয়া আছে, বোনদের লাগবে, বোনদের জামাইদের লাগবে, নতুন বাচ্চাকাচ্চা হলে তাদের কি স্বর্ণ গহনা দিতে হবে, প্রত্যেকটা মানুষের চাহিদা আছে, আমার একটাই চাহিদা, সে সুস্থ ভাবে তার দেহ নিয়ে যাতে আমার কাছে ফিরতে পারে।😊😊 এত সুন্দর অভিনয় আর এত সুন্দর নাটক। নিজের অজান্তে চোখ দিয়ে জল এসে পড়েছে। আসলেই প্রবাসীরা অনেক কষ্ট করে, কিন্তু সবাই এই কষ্ট বোঝেনা, কারণ ভাবে প্রবাসিরা টাকার মেশিন, চাইলেই পেয়ে যাবে। এটা ভাবেনা যে মুখ দেখে কখনো টাকা দেয় না। অনেক পরিশ্রম করতে হয়, যেসব ভাইয়েরা প্রবাসে আছেন, সবাইকে আমার সেলুট। পরিবারের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেওয়ার জন্য। টাকার কাছে হেরে যাওয়ার জন্য।
❤❤
বুঝবেন
Amar swami o ekjon probasi amar o same kosto hoy sob probasider eirokom kichu na kichu kahini thake
Kichu kichu selfies manusher kache...amora mullohin hoye jay..tkn bitor ta fete jay..mukh kole kichu bolte parina.. Karon amra probashi😭😭
এটা সত্যো প্রায় ৭ বছর হয়ে গেছে প্রবাসে,শুধু পরিবারকে দিয়ে গেলাম, আজ পর্যন্ত নিজে বিয়ে করার টাকাও নেই,আর এদিকে পরিবারও দেশে এখন না যেতে বলে, বিয়ের বয়সটাও শেষ হয়ে যাচ্ছে,,,জানিনা এভাবে আর কত বছর পড়ে থাকতে হবে দূর প্রবাসে।
আর এটা ভালো লাগলো নায়কের নাম আমার নামে।
নবীর সঙ্গে জান্নাতে থাকতে হলে পৌঁছে দাও কালেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
❤❤
Tora r Manush hole na 😢
এত ভালো নিউজ নাটকের কমেন্ট না দিলে ভালো হয়
মানুষ ছেরে যায়
রেখে জায় ক্ষতো
অমানুষ গুলো দেখতে অভিকল
মানুষেরই মতো😔🥺🥀
হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কে ভালো বাস তারা সবাই একটু সাপুট কইর প্লিজ
কমেন্ট করার জায়গা পাসনি ধর্ম কে ছোট করিস
বিপদে পড়লে আসল মানুষ চেনা যায় গহনা নাটকটি থেকে একটু কি বুঝতে পারলাম। দুনিয়াটা চলে শুধু স্বার্থের উপর স্বার্থ ফুরিয়ে গেলে রক্তের সম্পর্ক ফুরিয়ে যায় এটাই বাস্তব
একদম ঠিক বলছেন
একদম ঠিক বলেছেন
রাইট কথা বলছেন❤
টিক কথা
বাস্তব প্রমাণ আমি নিজেই🥹
পৃথিবীতে শ্রেষ্ঠ একটা নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤❤
হ্যা আমরা প্রবাসীরা এমনই হই, যা কেউ বিশ্বাস করতে চায় না, তবুও জীবনের সব কিছু দিয়ে হলেও আমার পরিবারের সব চাহিদা পূরণ করব ইনশাআল্লাহ। সবাই প্রত্যেক প্রবাসীর জন্য দোয়া করবেন, সিলেট সুনামগঞ্জ, দুবাই প্রবাসী আমি ❤
Hmm vaia allahr kase apnader moto probasider jonno sob somoy doa kori apnara jeno valo thaken.. Kono ak probasir bou ami..
🇧🇩🇦🇪
হে ভাই দোয়া করি আল্লাহ ভরসা
@@SumiAhkter-e2n ধন্যবাদ
আপনার সাথে একমত ভাই
কে কে টিক টক বা ফেইসবুক থেকে দেখে আসছেন আমার মতো😊😊
আমি ভাই ❤❤😊
আমি ❤টিকটক থেকে দেখে আসছি
আমিও ❤❤❤❤
আমি
ঠিক আমিও
গহনা নাটক ২য় পাট চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই।
গহনা নাটকের দ্বিতীয় পাট চাই।
গহনা নাটক২য়পাট চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই।😊😊
Ditio part chi
২ য় পাট চাই
জও
এক কথায় অসাধারণ হইছে নাটক।বাস্তবতার সাথে পুরো মিল রেখে নাটক টা করার জন্য ধন্যবাদ পরিচালককে❤️❤️❤️
মাঝেমধ্যে নিজের মানুষের আসল রুপ দেখার জন্য হলেও বিপদে পড়া লাগে। দুঃসময়ে আপনজনদের পরিচয়। অসম্ভব সুন্দর মানিয়েছে দুজন কে এরপর এই জুটির Romantic নাটক দেখতে চাই ❤
তিশা আপুর কান্না দেখে আমি ও অনেক কান্না করেছি, প্রিয় মানুষ চলে যাবার মুহূর্ত কতে যে কষ্টের, যার যায় সে বুঝে
তিশার অভিনয় অনেক প্রফেশনাল সো গুড,,,গল্পটা অনেক ভালো
একেবারে বাস্তব মুখি ছিলো পুরো নাটকটি।
অসাধারণ সুন্দর,,,, ছিলো নাটকটি।
অসম্ভব রকম ভালো লেগেছে পুরো নাটকটি। ❤❤❤❤
মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না... পরিষ্কার বুঝিয়ে দিলো নাটকে... খুব ভালো অভিনয় করেছে তানজিন তিশা আর ইয়াস রোহান...
hmm api
Ami tmr shate korbo
হুম
রাইট
এই দুনিয়া সবাই পর কেউ কারো আপন নয় একমাত্র আপন মা আর বাবা
নাটকটি আসলেই প্রশংসার যোগ্য ইয়াস আর তানজিন তিশার অভিনয় অসাধারণ
সত্যিই নাটকটি প্রশংসার যোগ্য তানজিন তিশার অভিনয় অতুলনীয় এবং ফিনিশিং টা অনেক সুন্দর হয়েছে
Ure jabe
আমি আপনাদের অনেকগুলো নাটক দেখেছি কিন্তু একজন কমেন্ট করিনি কিন্তু এইটা কমেন্ট না করে পারলাম না পরিচালক ভাইকে আসলেই অনেক অনেক ধন্যবাদ জানাই এমন কিন্তু অনেক প্রবাসের জীবনে ঘটে এরকম কিছু তুলে ধরার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা সবাই সদস্য নাটকের সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ❤❤
একটা গান তিন থেকে চার বার শুনলে ভালো লাগে না কিন্তু পবিত্র আজান যত বারই শুনি ততই ভালো লাগে সুবহানাল্লাহ🖤❤
Alhamdulillah
অনন্য ভালবাসা,অসাধারণ নাটক,গ্রেট ফিনিশিং।
বাস্তবে পরিবার ও তথাকথিত আপন মানুষগুলো কেমন হয়,সুন্দরভাবে বিভিন্ন জনের চরিত্র ফুটে উঠেছে। তিশা ও ইয়াশ সুন্দর অভিনয় করেছেন। সবাইকে নিয়ে দেখার মত সুন্দর নাটক। এই নাটকের সাথে সংযুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ।❤
অসাধারণ একটা নাটক, চোখের পানি চলে আসছিলো শেষ মুহুর্তে 😭😭
😂😂
অসম্ভব একটা নাটক।। তিশা আপুর অভিনয় ছিল অসম্ভব সুন্দর।। নাটকের শেষ দেখে আমার চোখে পানি এসেছে
তিশাকে খুব ভালো লাগছে ইয়াস এর সাথে । আর অনেক দিন পর সুন্দর একটা নাটক দেখলাম।
কলকাতার মলম বিক্রেতারা বা নাটকের পরিচালকেরা এসে আমাদের দেশ থেকে সাংবাদিকতা বা নাটক কেমনে বানাইতে হয় শিখে যাও। প্রোপাগান্ডা না ছড়িয়ে ভালোবাসা ছড়িয়ে দাও।
নাটক টা এক কথায় অসাধারণ ❤❤❤❤
আমার মতো কে কে ইয়াস রোহান ও তানজিন তিশা আপুর নাটক দেখতে পছন্দ করো?? ❤️❤️👍👍
আমি ❤
@@M_A_RAHIM_Nil ami
আমি
এই তানজিন তিশা মেয়েটাকে যত দেখি ততই মুগ্ধ হচ্ছি ওর অভিনয় দক্ষতা দেখে। সত্যি পারিবারিক, সামাজিক বাস্তবিক নাটক, কিন্তু তানজিন তিশা অসাধারণ অভিনয় করেছেন, সঙ্গে ইয়েস আর তার মা অপু দুর্দান্ত ছিল ওদের অভিনয়। নাটক সত্যি জীবনের কথা বলে.....এই তানজিন মেয়েটার সব কিছু খারাপ, কিন্তু অভিনয় মন, ঋদয় ছুঁয়ে যায়.....আবার তাকে আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ জানালাম। সব কিছুর জন্য তাকে মাফ করে দিলাম......সত্যি অনেক বড় অভিনেত্রী হবে মেয়েটা।
মেয়েটার সবকিছু খারাপ এটা আপনি কি করে জানলেন? তার মা বাপ কি আপনাকে বলে গেছেন?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) ❤❤
খুব সুন্দর নাটকটি। বিশ্বাস না থাকলে কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। ইয়াশ রোশন এর অভিনয় খুব ভালো লাগলো❤।
অনেক অপেক্ষা ছিলাম ইয়াছ রুহান আর তানজিন তিশা নতুন নাটক এর জন্য
যাই হোক, নাটক টা বাস্তবতা ফুটিয়ে তুলেছে 😌 অনেকগুলো বিষয় আছে এই নাটকে, যেগুলো একদম বাস্তনতায় আঘাত করে 😌 আমাদের জীবনের খারাপ সময়গুলোতে আমাদের রক্তের সম্পর্কের মামুষগুলোর থেকেই আমরা বেশি অবহেলা পাই 😌 তবে, কিছু মানুষ আমাদের সেই খারাপ সময়গুলোতে আমদের ঘুড়ে দাড়াতে সাহাজ্য করে পাশে দাঁড়ায় 😌 কারো জীবনে সেটা মা-বাবা, কারো জীবনে বন্ধু, কারো জীবনে প্রিয় মানুষ। সকলের জীবনের খারাপ পরিস্থিতি-গুলো দূর হোক 😌
দারুন সুন্দর নাটকটা খুব ভালো অভিনয় করেছে ইয়াশ রোহান আর তানজিন তিশা জুটি আমার ইয়াশ রোহানকে খুব ভালো লাগে ❤❤❤
সত্যিই অনেক অসাধারণ হয়েছে নাটকটি, অসংখ্য ধন্যবাদ যারা যারা শ্রম দিয়ে এই নাটকটি নির্মাণ করেছেন......❤❤❤
আমি প্রথমেই পরিচালকের দৃষ্টি আকর্ষণ করতেছি তাকে বলার মত ভাষা আমার নাই আমরা প্রবাসী আমাদের ইমোশন এবং বাস্তব জীবনের একটা অংশ হিসাবে এই নাটকের মাধ্যমে পরিচালক তা ফুটিয়ে তুলেছে যার কোন তুলনা হয় না অসম্ভব সুন্দর ও ভালো লাগার মত একটা নাটক যা ফ্যামিলির প্রত্যেকটি মানুষকে দেখানো যাবে আমি আবারো ধন্যবাদ দিতে চাই পরিচালক সাহেবকে স্যালুট আপনাকে আমাদের প্রবাসীর বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য ❤❤❤❤❤
তানজিন তিশা আপু ও ইয়াস ভাই খুব সুন্দর একটা জুটি ❤ তানজিন তিশা আপু ও ইয়াস ভাই জুটি বেঁধে গহনা নাটকটা এককথায় অসাধারণ 💙 শেষে দুইজনের মিল হলে আর ও অনেক বেশী ভালো লাগতো এ জুটির একসাথে আরও নাটক দেখার অপেক্ষায় রইলাম।
মিল তো হয়েই আছে
❤
একটা নাটক এতো সুন্দর হয় কিভাবে!
অনেক ভালো লেগেছে নাটক টা।🌸😊
Assalam walikum apu jumma mubarak🤲 🕋❣️🌙 Ha apni thuk ble chen😇 mel ta hole sotti aro onek valo lgto amder 👀kintu sotti ek kothay khub sundor osadharon ekta natok😇👍👍👍💞🥰♥
Assalam walikum jumma mubarak🤲 🕋🌙 ha etao oboy thik kotha blechen😇 👍dhorte gele oder mil ta to aget thekey hoye ache 🥰
নাটকের জগতে সবচেয়ে সুদর্শন নায়ক❤ইয়াশ রোহান❤❤
আমার মতো কে কে এই নাটকের জন্য অপেক্ষায় ছিলেন ❤
নাটকটা দেখে কান্না থামাতে পারছিনা।আমরা প্রবাসীদের জীবন আসলেই অনেক কষ্টের 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ইয়াশ রোহান ভাই তানজিল তিশা আপু জুটি খুব ভালো বানিয়েছে নাটকের অভিনয়টাও সেই ছিল আশা করে সামনে আরো ভালো কিছু নাটক দেখতে পারবো আমি তোমাদের খুব বড় একটা ফ্রেন্ড 🥰🥰❤️❤️❤️
অসাধারন একটা নাটক,মন ছুয়ে যাওয়ার মত,নাটক এমনি হওয়া উচিৎ,বাংলাদেশি নাটকের জবাব হয় না,ধন্যবাদ অভীনেতা অভীনেএী পরিচালক সহ সকলকে এত সুন্দর একটা নাটক আমাদের কে উপহার দেয়ার জন্য❤❤❤
ইয়াস রুহান তানজিন তিশা দুইজনকে দারুণ লাগছে এক কথা অসাধারণ লাগছে জাস্ট ওয়াও
তানজিন তিশা অভিনীত নাটক দেখার জন্য অপেক্ষা তাকি আর আয়াশ রোহান❤❤❤❤
খুব কান্না করলাম নাটকটি দেখে. সত্যি আমরা কাউকে বিশ্বাস করতে পারি না, এত obisshas এর জ্বলতে.
Same hare
Same here
বিশ্বাস কোরে অপমানিত হয়েছি... অনেক বাঁশ খাইছি... তার পরেও আল্লাহহর কাছে ঐ মানুষটার বিরুদ্ধে অভিশাপ না দিয়ে তার হেদায়েত এর জন্য আল্লাহহর কাছে বোলছি...সে যেন হ্যাপি থাকে...
অসাধারণ একটা নাটক দেখলাম আমিও একজন প্রবাসি 😢😢
একজন রেমিট্যান্স যোদ্ধা বুঝতে পারে কাছে মানুষ অবিশ্বাস করলে কতটা কষ্ট হয় যাদের জন্য এতো কিছু তারায় কষ্ট দেয় বেশি আলহামদুলিল্লাহ আগামী জানুয়ারী দেশে যাবো ভাবতে অনেক আনন্দ আসে মনে
অসম্ভব সুন্দর একটি নাটক শেষের দিকে চোখে পানি চলে আসলো
প্রবাসীরা কখনোই কারো প্রিয়জন হয় না তারা হয় প্রয়োজন 😅
যেমন গল্প তেমনি অভিনয়, সেরা👌
অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ....❤❤❤
আমার স্বামীর নাম ও আরিফ,,সেও প্রবাসী সবাই ওর জন্য দোয়া করবেন,যেন সে দূর প্রবাসে সুস্থ থাকে,,,,,আমিন🤲🥰
অসম্ভব সুন্দর একটা নাটক মন ছুঁয়ে গেলো । লাভ ইউ ইয়াস ভাইয়া লাভ ইউ তিশা আপু আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ❤❤
বাস্তব জীবনের সাথে মিলে গেলো আহ মানুষ আর হয়লাম কই। অসম্ভব সুন্দর ছিলো ফিনিশিং ❤
তানজিন তিশা একজন গুণী অভিনেত্রী ❤️❤ইয়াশ ও ভালো🥰
নাটকটা এক কথাই অসাধারণ,, এই নাটকে মধ্যে অনেক শিক্ষানীয় বিষয় তুলে দরা হইছে,,ইয়াস রোহান আর তানজিন তিশার আরো নাটক দেখতে চাই,,,
গহনা খুব সুন্দর অভিনয় ইয়াশ রোহান ভাই এবং তানজিন তিশা আপু জুটি বেঁধে চমৎকার অভিনয় জটিল ভাবে অসাধারণ অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎
ওরে ডাব
অনেক মানিয়েছে তানজিন তিশা ও ইয়াশ জুটি।অসাধারণ নাটক।
- যে আপনাকে ভালোবাসবে সে আপনাকে বুজবে, আপনাকে গুরুত্ব দিবে, আপনার কথা শুনবে, আর বাকিরা তো আসবে, দেখবে আর সময় বুজে চলেও যাবে।। 🥰✋✋✋🫴🫴
পৃথিবীতে শ্রেষ্ট একটা ডাক আল্লাহ
Age dekhi.pore comment krbo
😮😮😮
অসম্ভব সুন্দর হইছে।সবাইকে ধন্যবাদ
অনেক নাটক এ দেখি নায়ক ইতালি থেকে আসে এইটা দেখে খুব ভালো লাগে কারন আমিও ইতালি প্রবাসী❤❤❤❤❤
ইতালি প্রবাসীরা বোকা। সব প্রবাসী অতি বিশ্বাসী সাধারনত নিজের কথা ভাবে না কিন্তু ভাবা দরকার। নিজেকে বেশি ভালোবাসা দরকার সবাই স্বার্থের পাগল কেউ প্রবাসীদের কষ্ট বোজে না।
অসাধারণ একটি নাটক ।দুনিয়া টা চলে স্বার্থের উপরে স্বার্থ ফুরিয়ে গেলে রক্তের সম্পর্কও শেষ হয়ে যায়॥ বিপদে পড়লে আসল মানুষ চেনা যায় গহনা নাটকটি তার একটি বাস্তব উদাহারণ। শেষ মুহূর্তে চোখের পানি ধরে রাখতে পারিনি🥲
নাটক টা এখনো যারা দেখো নাই তারা তারি দেখো কারণ নাটক টা অনেক অনেক সুন্দর হয়েছে আর দেখার পরে একটা লাইক দিবা আমারে❤😂❤❤
তোমাকে ধন দিবো নিবা
তানজিন তিশার নাটক গুলো অনেক সুন্দর ❤❤
গহনা খুব ফুটফুটে ফুরফুরে চমৎকার অভিনয় প্রিয় পরিচালক শাহ মোহাম্মদ রাকিব ভাই আপনার ভালোবাসা মুগ্ধ হলাম ইয়াশ রোহান ভাই এবং তানজিন তিশা আপু দ্বারা নির্মিত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই 🖤🇧🇩🤎
নাটক এমনি হওয়া উচিৎ,ধন্যবাদ পরিচালক ও সবাইকে❤
একটা পরিবার এ বিশ্বাস আর ভালোবাসা না থাকলে সেই পরিবার আর পরিবার মনে হয় না। মনে হয় একটা জাহারনাম। আসলে নাটকটা দেখে মানুষ বাস্তব জীবন সম্পর্কে ধারণা নিতে পারবে। inshallah😍
অনেক সুন্দর নাটকটা❤❤
5:20 বাবা না থাকার বেপারটা অনেক কষ্টের 😢
অসাধারণ একটা নাটক। রোহান ভাই ও তিশা আপুর অভিনয়ে মন ছুয়ে গেছে।।
শিল্পী সরকার অপু আন্টি সহ বাকি সবার রুচিসম্পন্ন গহনা চরিত্রে সেইরকম অভিনয় ইয়াশ রোহান ভাই এবং তানজিন তিশা আপু সাথে অসাধারণ অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎
তানজিন তিশার অভিনয় অসাধারণ❤❤❤
হায়রে স্বার্থপরেরা........সেই সকল পরিবার ও বউদের ওপর গজপ পড়ুক যা এমন স্বার্থপর ও বেইমান, শুধু টাকা চিনে আর প্রবাসীদের কষ্ট বোঝে না 🌋😡😡😡🤬🤬🤬🤬
সবাই বলুন, আমিন
Amin@@rdfilms50
People don't understand anything but their own interests. It was clear in the Gohona play. Tanjin Tisha and Yash Rohan have acted very well. Many thanks to the author and the writer...
স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই। জোছনার স্বার্থেই তো মানুষ চাঁদকে এতো বেশী ভালোবাসে। 😢❤
ভালোবাসার মানুষ তো এমনই হওয়া উচিৎ দুনিয়া সবাই ভুল বুঝলে প্রিয় মানুষ টা ভুল বুঝবে না 😥❤❤
পুরো নাটক টা দেখা রিভিউ দিয়ে গেলাম এক কথায় অসাধারণ লাগলো নাটক টা ❤
গহনা নাটক ২ পর্ব চাই,,👆 সবাই একমত কি🥰
নাটক টা শেষ করে,,, খুব ইচ্ছে করছে,, সুন্দর করে একটা কমেন্ট করি,,,কিন্তু কমেন্ট করতে এসে, কি লিখবো সেই ভাষা টাই হারিয়ে ফেলেছি ❤❤❤অসাধারন একটা নাটক দেখলাম,,,তানজিন তিশা আপুর নাটক, আমার আগে থেকেই ভালো লাগে, বাট ইয়াস রোহানের সাথে, এতো সুন্দর অভিনয় হবে ভাবিনি,,,শুভ কামনা রইলো তিশা আপু+ইয়াস রোহান ভাইয়ের জন্য ❤❤
Onek opekkhar por finally,,Tisha apur jonno Dekha,,, Yash bhaiya Tisha Apu aro natok koruk,, tader juti ta jome Jabe🔥
❤❤ এক কথায় অসাধারণ হয়েছে নাটক খুবই সুন্দর ভালো লাগলো ধন্যবাদ
নাটকের মূল শিক্ষা এটাই যে স্বার্থের জন্য সবাই খোঁজে স্বার্থ ফুরালে কেউ না বুঝে
আসলে তিসার শেষের অভিনয় টার জন্য চোখে জল এসে 😢😢😢😢😢😢পড়লো
সবাই শুধু নিজের স্বার্থ টাই দেখে🙂
আমাকে একটু বিশ্বাস করেন আমি এমন না
সত্যিই নাটক টি অসাধারণ অনেক কিছু শেখার আছে,কাউকে না জেনে ভুল বুঝতে নেই, আর তানজিন তিশা আর ইয়াশ রোহান ভাইয়ার অভিনয় তো জাস্ট অসাধারণ ছিল, দুজনেই খুব প্রিয়, লাস্ট এ অনেক খারাপ লেগেছে চোখের পানি ধরে রাখতে পারি নি😢❤️❤️
নাটক টা আসলেই অনেক অনেক সুন্দর আমি খুব কান্না করছি নাটক টা দেখে😢😢😢😢
নাটক টা অসম্ভব সুন্দর হয়েছে, এ নাটকের মাধ্যমে বাস্তবতা তুলে ধরা হয়েছে, স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ ভালোবাসে না, নাটকটি দেখে চোখের পানি আটকে রাখতে পারলাম না নিজের অজান্তেই চোখে পানি চলে আসছে 🥺😔
তিশা আপুর অভিনয়টা খুব ভালো হয়েছে
এটা অনেকের জীবনের বাস্তবিক গল্প।এতো সুন্দর করে প্রদর্শন এর জন্য নির্মাতা কে অসংখ্য ধন্যবাদ
হৃদয়ছোয়া একটি নাটক দুনিয়াটাই এখন এমন স্বার্থপর হয়ে গেছে
সত্যিই অসম্ভব সুন্দর একটা নাটক। দেখে খুব ভালো লাগলো আমার। ❤❤
তানজিন তিশার ও তৌফিক মাহবুব জুটি মন জুড়ে নাটকের পড়ে
আবার ইয়াশ রোহান ও তানজিন তিশা জুটি গহনা নাটক চমৎকার লাগলো
গহনা নাটক ২য় পাট আসবে মনে হচ্ছে
🖐️
ভাই কি আর বলবো বলার কোনো ভাসা নাই আছে শুধু দু- চোখ ভরতি পানি নাটক টা দেখে অঝোরে কান্না করলাম 😢 অসাধারণ ছিল নাটকটা।
ওয়াও অনেক সুন্দর হয়েছে নাটকটা সত্যি বলতে অসাধারণ অভিনয় করেছে ইয়াশ রোহান তানজিন তিশা। আসলে মানুষ বডই স্বর্থপর। প্রবাসির কষ্টটা কেউ বোঝে না।
আমি একজন ইতালি প্রবাসী। আমি আজ গর্ব করে বলছি আমার জীবন সঙ্গিনী ঠিক এভাবেই পাশে ছিল।এর থেকে অনেক বেশি।তাই অনুভব করলাম খারাপ সময় আমার স্ত্রী আমার জীবনে কি ছিল।
অনেক দিন পর তানজিন তিসার নাটক দেখলাম,,তিসা আপুরে আমার অনেক বেশি ভালো লাগে,, মেয়ে হয়েও আমি তার প্রতি crush😊নাটকটা অনেক বেশি সুন্দর ছিলো। অনেক দিন পর নতুন নাটক দেখলাম ভালো লাগলো।😊❤️🩹
🥳
Crush apni,celeder poti crush khan valo hobe
Right
Tanjin Thisa apu amar onak Priyo.
@@mahamudaislam-d8d 🙀
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।
অসাধারণ ছিলো❤
প্রবাসীরা আসলে সব সময় ফ্যামিলিতে হাসিখুশি রাখার জন্য চেষ্টা করে নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না আসলে অসাধারণ একটা নাটক😢😢😢😢
খুব সুন্দর ছিল গল্পটি ❤
Onek Valo lagse ❤❤❤❤❤❤❤