FDC | এফডিসি | বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন | তেজগাঁও, ঢাকা |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • #FDC
    #এফডিসি
    #বাংলাদেশচলচ্চিত্রউন্নয়নকর্পোরেশন
    বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি নামেও পরিচিত) বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি আধা স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা। এটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রাণকেন্দ্র। এই সংস্থার সাহায্য নিয়ে এ পর্যন্ত প্রায় তিন হাজার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বর্তমানে এসএম হারুন-অর-রশিদ কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।
    ইতিহাস
    ১৯৫৭ সালের ২৭ মার্চ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে তৎকালীন শিল্পমন্ত্রী শেখ মুজিবুর রহমান (বঙ্গবন্ধু, পরে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি) ‘পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল, ১৯৫৭’ পেশ করেন। ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে বিল পাসের মাধ্যমে ‘পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন’ প্রতিষ্ঠিত হবার আইন পাশ হয়। আইনটি ১৯ জুন, ১৯৫৭ থেকে কার্যকর হয়। ১৯৫৭ এবং ১৯৫৮ সালে বাংলাদেশে কোনও চলচ্চিত্র মুক্তি পায়নি। ১৯৫৯ সাল থেকে এফডিসি থেকে চলচ্চিত্র নির্মিত হতে থাকে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের প্রথম চেয়ারম্যান এবং নির্বাহী পরিচালক ছিলেন যথাক্রমে আবুল খায়ের (১৯৫৭-৫৮) এবং নাজির আহমেদ (১৯৫৭-৬২)
    বাংলাদেশের স্বাধীনতার পর এই সংস্থার নাম বদল করে “বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন” নামকরণ করা হয়।
    উল্লেখযোগ্য স্থান:
    • জহির রায়হান কালার ল্যাব
    • মুক্তিযোদ্ধা জসিম ফ্লোর
    • শিরিস তলা
    • ঝরনা স্পট
    • মান্না ডিজিটাল কমপ্লেক্স
    কার্যক্রম
    সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রতিনিধি নিয়ে আট সদস্যের একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হয়। তথ্য মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে এর চেয়ারম্যান। সংস্থার প্রধান নির্বাহী হলেন ব্যবস্থাপনা পরিচালক। এই কর্পোরেশনের অধীনে প্রায় ৪৫০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।
    চলচ্চিত্র উন্নয়ন সংস্থার আইন অনুযায়ী এর কাজগুলির মধ্যে রয়েছে:
    1. চলচ্চিত্র নির্মাণ এবং স্টুডিও প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করা
    2. চলচ্চিত্র স্টুডিও নির্মাণের জন্য কোনো ব্যক্তি বা সংস্থাকে ঋণ প্রদান করা
    3. নিজস্ব স্টুডিও স্থাপন করা এবং ভাড়ার বিনিময়ে স্টুডিও ব্যবহার করার সুযোগ প্রদান করা
    4. চলচ্চিত্র শিল্প ও ছোট আকারের শিল্পের উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনার তৈরি এবং জমা দেয়া, যার সাথে সম্পর্কিত গবেষণা প্রকল্পগুলি অন্তর্ভুক্ত থাকে
    5. চলচ্চিত্র নির্মাণে ব্যবহারের জন্য সিনেফটোগ্রাফ, ফিল্ম ও অন্যান্য সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করা
    6. প্রজেক্টর এবং আনুষঙ্গিক বস্তু ক্রয় করার জন্য চলচ্চিত্র প্রদর্শকদের ঋণ প্রদান করা
    কর্পোরেশনের অধীনে ৯টি শুটিঙের তলা (বর্তমানে ৭টি ব্যবহৃত হয়), ১৪টি রূপ সজ্জার কক্ষ, ১২টি শুটিং ইউনিট, ৩টি সাউন্ড থিয়েটার, রঙিন ও সাদাকালো চলচ্চিত্রের জন্য গবেষণাগার, ১৫টি সম্পাদনা যন্ত্র, অপটিক্যাল মেশিন, চলচ্চিত্র ক্যামেরা, বিভিন্ন ধরনের আলোকবাতি, ব্যাক প্রজেকশন যন্ত্র, পুকুর, কৃত্রিম হ্রদ, বাগান ইত্যাদি রয়েছে। এছাড়া এই সংস্থাটি চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনায় অংশগ্রহণ করা, প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা, নতুন শিল্পীদের সন্ধান, চলচ্চিত্র নিয়ে উৎসব ও সেমিনারের আয়োজন, বিদেশি চলচ্চিত্র উৎসবের জন্য চলচ্চিত্র বাছাই করা, বিদেশি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটি, চলচ্চিত্র সেন্সর বোর্ড, চলচ্চিত্র অনুদান কমিটি ও চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন কমিটিতে অংশগ্রহণ করা, প্রকাশনা করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

Комментарии • 40

  • @shaheb481
    @shaheb481 7 месяцев назад +2

    অনেক কিছুই দেখলাম ধন্যবাদ ভাই

    • @rezaenamul4361
      @rezaenamul4361  7 месяцев назад

      ধন্যবাদ ভাই আপনাকে ও।♥️♥️

  • @travelarsakhawat1730
    @travelarsakhawat1730 7 месяцев назад +1

    Carry on,waiting for part -02

  • @alomexpress22
    @alomexpress22 7 месяцев назад +2

    সুন্দর

    • @rezaenamul4361
      @rezaenamul4361  7 месяцев назад

      Thanks

    • @RaselKhan-f5n
      @RaselKhan-f5n 18 дней назад

      @@alomexpress22কি বড় দিবেন ভুজী আপনার নাম্বার

  • @jakirhossine8626
    @jakirhossine8626 4 месяца назад

    হারিয়ে যাওয়া স্মৃতি মনে পড়ে যায় এফডিসিতে

  • @srmahmudul9214
    @srmahmudul9214 Месяц назад

  • @user-tu2wr9id2q
    @user-tu2wr9id2q 7 месяцев назад

    Nice video

  • @farhadvlogsbd22
    @farhadvlogsbd22 7 месяцев назад

    nice video

  • @forkanahmedkhan5365
    @forkanahmedkhan5365 4 месяца назад

    সপ্নের জগত এ এফডিসি।।এখানে ই হতো একসময় শাবানা আলমগীর ববিতাদের বিখ্যাত সিনেমা গুলো।। আর এখন এই দৈন্যদশা।।।

    • @rezaenamul4361
      @rezaenamul4361  4 месяца назад

      ধন্যবাদ ভাই মতামতের জন্য

    • @smmehedihasanuzzal2612
      @smmehedihasanuzzal2612 10 дней назад

      বড় ভাই এর ভিতরে ঢুকতে দেয় কি

  • @user-dn1uf4yq4t
    @user-dn1uf4yq4t 7 месяцев назад

    Nice

  • @mostafijurrahman8809
    @mostafijurrahman8809 3 месяца назад

    ভালো লাগলো।

  • @RaselKhan-f5n
    @RaselKhan-f5n 18 дней назад

    বড় ভাই এফডিসিতে কি বাভে জায়া যায় ভাই এফডিসি ঢাকার কোন জায়গায় উপস্থিত দয়া করে উত্তর দিবেন কিন্তু প্লিজ প্লিজ ভাই আপনার সাথে আমার কিছু কথা চিল আমাকে কি একটু সময় দেয়া জাবে প্লিজ প্লিজ রিপ্লে দিবেন আশা করি

    • @rezaenamul4361
      @rezaenamul4361  18 дней назад

      আপনি কাওরান বাজার থেকে ১০ মিনিট হেঁটে পূর্ব দিকে যাবেন। দেখবেন রাস্তার বাম পাশে বিএফডিসি লেখা আছে গেট রয়েছে। অথবা তেজগাও ৭ রাস্তার মোড়ে গিয়ে যে কাউকে জিগাইলেই হবে।

    • @RaselKhan-f5n
      @RaselKhan-f5n 18 дней назад

      বড় ভাই আপনার ছোট ভাই মনে করে জদী আপনার পন নাম্বারটা দিতেন আমি অনেক খুশি হতাম প্লিজ প্লিজ প্লিজ নাম্বারটা দিবেন কিন্তু

    • @RaselKhan-f5n
      @RaselKhan-f5n 18 дней назад

      ভাই বড় আপনার মাধ্যমে কি কোনো পরিচালকের সঙ্গে কথা বলা বা দেখা করার সুযোগ করে দেয়া জাবে না একটু কষ্ট করে

  • @srmahmudul9214
    @srmahmudul9214 Месяц назад

    ভাই মিরপুর ১ থেকে কত সময় লাগবে

  • @RakibVlog360
    @RakibVlog360 4 месяца назад

    Audition kobe?

  • @RaselKhan-f5n
    @RaselKhan-f5n 18 дней назад

    এনামুল ভাই দয়া করে আমার কমেন্টের উত্তর দিবেন কিন্তু ওকে ভাই

    • @rezaenamul4361
      @rezaenamul4361  18 дней назад

      অবশ্যই

    • @RaselKhan-f5n
      @RaselKhan-f5n 18 дней назад

      ঢাকা চিটাগাং রোড তেকে কোন জায়গায় জাব ভাই কোথায় গিয়ে নামমো একটু বইলেন

    • @RaselKhan-f5n
      @RaselKhan-f5n 18 дней назад

      কি ও বড় ভাই কিছু বললেন না জে

  • @RaselKhan-f5n
    @RaselKhan-f5n 18 дней назад

    ভাই আপনার ছোট ভাই মনে করে জদী আপনার পন নাম্বার দেন আমি অনেক খুশি হতাম প্লিজ প্লিজ

  • @rostom9779
    @rostom9779 3 дня назад

    ভুতুরে নগরী

  • @mdsharifulislam5611
    @mdsharifulislam5611 2 месяца назад

    মান্না মারা যাওয়ার পর সব শেষ

    • @rezaenamul4361
      @rezaenamul4361  2 месяца назад

      শুনশনে নিরবতা