ভাই অনেক ইউটিউবারের ট্রেডিং রিলেটেড ভিডিও দেখেছি কিন্তু কিছু বুঝতেই পারি নাই শেখা তো অনেক দুরে। কিন্তু গত কয়েক দিন থেকে আপনার ভিডিও দেখা শুরু করেছি অনেক কিছু শিখেছি আপনার ভিডিও দেখে। ভাই সবাই যার যার স্বার্থের ধান্দা নিয়ে ব্যাস্ত আসল কথা কেউ বলে না। আর আপনি নি:স্বার্থ ভাবে আমাদের শিখাইতেছেন। আপনি অনেক ভালো মনের মানুষ। সত্যি অসাধারণ আপনার বুঝানোর ক্ষমতা। ভাই অন্তর থেকে ভালোবাসা আপনার জন্য। এভাবেই আমাদের পাশে থাকবেন।
ধন্যবাদ এর চেয়েও অনেক বেশি পাওনা আপনি আমি অনেকদিন যাবতি শিখছি অনেকদিন না অনেক বছর কিন্তু আপনার কাছ থেকে যে পেলাম অবিশ্বাস্য শুকরিয়া ভাই আল্লাহ আপনাকে সাহায্য করুক দোয়া করছি
সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি, আমাদের ট্রেডিং শিখার এই জার্নির সাথে আপনার সম্পর্ক, আরও বেশী দীর্ঘস্থায়ী হবে।
@@সবুজবাংলা-য৪গ কমেন্ট এর জন্য ধন্যবাদ। ট্রেডিং শিখার প্রাথমিক অংশে বিশেষ কোনও অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন নেই। শিক্ষক হিসাবে গুগল কিংবা ইউটিউব থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে প্রথমে জানুন এবং সেটি বোঝার চেষ্টা করুন। যদি ধারাবাহিকভাবে শিখতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের ট্রেনিং পোর্টালে দেখতে পারেন। ফ্রি এই বেসিক কোর্সটিতে অংশ নেয়ার মাধ্যমে শিখা শুরু করতে পারেন। লিংক - fxbd.co/fyNPe এরপর কি করতে হবে, আশা করছি নিজেই বুঝতে পারবেন। এরপরও যদি কোনও সমস্যা হয় তাহলে info@fxbangladesh .com এই আইডিতে ইমেইল করে জানাতে পারেন।
@@ForexBangladesh অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য, exness Trade ডাউনলোড করেছি, এবং demo account create করেছি, সেখানে demo 10000 usd আছে,,,, এখন কি করবো?
মতামত প্রদানের জন্য অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করছি, বিষয়গুলো সহজ করে উপস্থাপন করার যাতে করে বুঝতে এবং শিখতে সুবিধা হয়। আশা করছি সামনের দিনগুলোতেও আমাদের সাথেই থাকবেন।
খুব সুন্দর হয়েছে ওয়েব মিনারটি ওয়ান আওয়ার টাইমফ্রেম ট্রেড করার একটা সুন্দর প্রফিটেবল স্ট্যাটাজি দেন ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ভাবে বোঝানোর জন্য
Good evening, You are good Respected Sir...I love your teaching. Everyday i am keeping followed your video also i have understand my previous trading mistaken after seeing your video. Requesting you to kindly update regarding Volume strategy. It is very helpful for us.
exactly etai hoy.divergence and rsi dekhe entry nile loss hoy.trend line concept tao dekhte hoy jantam na. thank you. ro onek kichu janar rolio. apnader kache forex shikhte parbo ?? tahole khub valo hoy.
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। শুধুমাত্র RSI কিংবা শুধুমাত্র Divergence ব্যবহার করে ট্রেডিং খুবই ঝুঁকিপূর্ণ। তবে এর সাথে Price Action এর বিভিন্ন টুল যেমন, ট্রেন্ডলাইন, সাপোর্ট-রেসিসটেন্স, চার্ট প্যাটার্ন কিংবা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ব্যবহার করলে পারফেক্ট এন্ট্রি পজিশন খুঁজে নিতে পারবেন। যা লস হবার সম্ভাবনা অনেক কমিয়ে দিবে।
@@ayanbhattacharyya4752 আমাদের একটি বিশেষায়িত ট্রেনিং পোর্টাল রয়েছে, যেখান থেকে কোর্স আকারে ফরেক্স ট্রেডিং এর সাথে সম্পর্কিত সকল বিষয়গুলো ধারাবাহিকভাবে শিখতে পারবেন। কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে - training.fxbangladesh.com/courses/
মতামত প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি, এরকম আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসার যাতে করে ট্রেডিং এর সকল বিষয়গুলো সহজে এবং সাবলীল উপায়ে বুঝতে এবং শিখতে পারেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ। নতুন ট্রেডারদের জন্য কমপক্ষে যাদের ট্রেডিং অভিজ্ঞতা কিছুটা কম, তাদের জন্য সবসময় আদর্শ হচ্ছে কিছুটা বড় টাইমফ্রেমে ট্রেড করা। যেমন H1 এবং H4. এতে করে চার্ট এনালাইসিস, ট্রেডিং কৌশল সেট করতে কিছুটা সময় পাওয়া যাবে যা ভবিষ্যৎ ট্রেডিং এর জন্য ভাল।
প্রশ্নের জন্য ধন্যবাদ। স্ট্রেটিজিটি যেকোন টাইমফ্রেমেই আপনি ব্যবহার করতে পারেন। তবে সেটি নির্ভর করবে, মূলত আপনি কি ধরনের ট্রেড করতে পছন্দ করেন সেটির উপর। এছাড়াও, এক একজন ট্রেডারের টাইমফ্রেম ব্যবহার করার স্টাইলও ভিন্ন রকমের হয়ে থাকে। মনে রাখবেন, টাইমফ্রেম যত বড় হবে, সিগন্যালও ততবেশী শক্তিশালী হবে। অন্যদিকে, ছোট টাইমফ্রেমের ক্ষেত্রে সিগন্যাল এর নির্ভরযোগ্যতা কিছুটা কম থাকে। টাইমফ্রেম সংক্রান্ত একটি টিউটোরিয়াল ভিডিও খুব শীঘ্রই প্রকাশিত হবে। সেই ভিডিওটিটি আরও বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করছি। অনুগ্রহ করে সাথেই থাকবেন আশা করছি।
প্রশ্নের জন্য ধন্যবাদ। স্কাল্পিং ট্রেডিং এর জন্য, ইন্ডিকেটর তেমন কাজ করে বলে আমাদের মনে হয়না। এর জন্য প্রয়োজন, সাপোর্ট - রেসিসটেন্স, প্রাইস অ্যাকশন এবং ক্যান্ডেলস্টিক ফরমেশন সম্পর্কে বিস্তর জ্ঞান। এই ৩টি বিষয়েই আমাদের টিউটোরিয়াল রয়েছে। চাইলে, দেখে নিতে পারেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ। RSI + Divergence কনফার্ম করার জন্য বিভিন্ন প্রাইস অ্যাকশন যেমন, ট্রেন্ডলাইন, সাপোর্ট-রেসিসটেন্স, চার্ট প্যাটার্ন ইত্যাদি বিষয়গুলোকে কাজে লাগাতে হবে। বিষয়টি সম্পূর্ণরূপে নির্ভর করবে প্রাইসের মুভমেন্টের উপর। তবে পারফেক্ট পজিশন সম্পর্কে খুব শীঘ্রই একটি ভিডিও আসছে। অনুগ্রহ করে সাথেই থাকুন। সেই ভিডিওটি থেকে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করছি।
কমেন্টের জন্য ধন্যবাদ। নিউজ দেখার জন্য আমরা মুলত fxbd.co/investing এই সাইটটিকে অনুসরন করে থাকি। আপনি চাইলে এখান থেকে INR সম্পর্কিত নিউজগুলোর আপডেটও জেনে নিতে পারবেন।
কমেন্ট এর জন্য ধন্যবাদ। আপনি কি অ্যাপস বলতে, ট্রেডিং প্ল্যাটফর্ম যেমন, MT4 কিংবা MT5 কে বুঝিয়েছেন? নাকি ব্রোকার সম্পর্কে জানতে চেয়েছেন? অনুগ্রহ করে স্পষ্ট করে বলুন। এতে করে রিপ্লাই প্রদানের আমাদের সুবিধা হবে।
হ্যাঁ ভাই আমি জানতে চেয়েছি যে বিভিন্ন যাতে ট্রেডিং করা হয় এই গুলোর ভিতরে কোনটা সঠিক আপনিতো দেখান খুব ভালো করে এটা অবশ্য অসাধারণ কিন্তু আমি জানতে চেয়েছি কি কারো মাধ্যমে করতে হবে না নিজেই একাউন্ট অপেন করা যাবে যেমন দেখা যায ( এক্সপার্ট অপশন) আছে যে (বিনো) কথা জানতে চাইছিলাম
প্রশ্নের জন্য ধন্যবাদ। কৌশলটি আপনি চাইলে যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। তবে বাইনারি যেহেতু ছোট সময়ের ট্রেডিং তাই সেটির ক্ষেত্রে এর থেকে ভালো হতে পারে "Bollinger Bands", Support & Resistance" , Trendline" Price Action", Candlestick Pattern" এবং Moving average" অনুগ্রহ করে আমাদের ভিডিও সেকশন থেকে এই টিউটোরিয়ালগুলো থেকে আইডিয়া গ্রহন করে কয়েকদিন প্র্যাকটিস ট্রেডিং করে দেখতে পারেন। আশা করছি ফলাফল নিজেই বুঝতে পারবেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি যেই টাইমফ্রেমে ট্রেড করতে পছন্দ করেন, সেটিতেই কৌশলটি কাজ করবে। টাইমফ্রেম নিয়ে চিন্তার কিছু নেই। তবে মনে রাখতে হবে, টাইমফ্রেম যত ছোট হবে, ভুল সিগন্যাল পাওয়ার সম্ভাবনাও ততটা বেশী থাকবে। অন্যদিকে, বড় টাইমফ্রেমে, কৌশলটির সিগন্যালও পাবেন শক্তিশালী।
কমেন্টের জন্য ধন্যবাদ। নতুন টিউটোরিয়াল এর কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আসলে আমরা সবাই মুলত ট্রেডিং এর সাথে যুক্ত থাকার কারনে, ভিডিও তৈরিতে কিছুটা বেশী সময় লেগে যায়। আমরা চেষ্টা করছি, অল্প সময়ের মধ্যে টিউটোরিয়াল প্রকাশ করার। আশা করছি সাথেই থাকবেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ। "কোথায় ট্রেড করেন" বলতে কি আপনি "নির্দিষ্ট কোনও ব্রোকার" বুঝিয়েছেন নাকি, "ট্রেডিং প্ল্যাটফর্ম" বুঝিয়েছেন? অনুগ্রহ করে বিস্তারিত খুলে বলুন। আমরা চেষ্টা করবো সর্বাত্মক সহায়তা করার।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। বিদ্যমান সকল কিছুই আমাদের ওয়েবসাইট www.fxbangladesh.com এর মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও, টেকনিক্যাল আপডেটগুলো পেতে চাইলে যুক্ত হয়ে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেলে - fxbd.co/telegram
বস এর সাথে টাইম ফ্রেমটা উল্লেখ করলে আমাদের জন্য ভালো হোত ডাইভারজেন্ট আর এস আই এর সাথে টাইম্ফ্রেমের সম্মনয় করে ভিডিও বানালে ভালো হত। আপনার ভিভিও গুলো খুব চমৎকার।
রিয়েলটাইম টেকনিক্যাল আপডেট পেতে
যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। লিংক - fxbd.co/bio
আসসালামুআলাইকুম ভাই ট্রেডিং এর জন্য কোন অ্যাপস টা সবচেয়ে ভালো একটু যদি বলতেন
Vaia offline kono course ace apnader??
আপনার শিখানোর ধরন অসাধারণ ❤
মহান আল্লাহ তায়া’লা আপনার মেধাকে আরো বাড়িয়ে দিন।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা! আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে, আমাদের সাথেই থাকবেন।
ভাই অনেক ইউটিউবারের ট্রেডিং রিলেটেড ভিডিও দেখেছি কিন্তু কিছু বুঝতেই পারি নাই শেখা তো অনেক দুরে। কিন্তু গত কয়েক দিন থেকে আপনার ভিডিও দেখা শুরু করেছি অনেক কিছু শিখেছি আপনার ভিডিও দেখে। ভাই সবাই যার যার স্বার্থের ধান্দা নিয়ে ব্যাস্ত আসল কথা কেউ বলে না। আর আপনি নি:স্বার্থ ভাবে আমাদের শিখাইতেছেন। আপনি অনেক ভালো মনের মানুষ। সত্যি অসাধারণ আপনার বুঝানোর ক্ষমতা। ভাই অন্তর থেকে ভালোবাসা আপনার জন্য। এভাবেই
আমাদের পাশে থাকবেন।
সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি, আমাদের সাথেই থাকবেন।
বাংলাতে সেরা ট্রেডিং চ্যানেল এবং সেরা RSI ভিডিও বাংলা ভাষায়, অনেক দূরে এগিয়ে যাবেন নিশ্চয়...❤❤🎉😎
সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি, আমাদের সাথে ট্রেডিং শিখার এই জার্নি আরও দীর্ঘস্থায়ী হবে।
ধন্যবাদ এর চেয়েও অনেক বেশি পাওনা আপনি আমি অনেকদিন যাবতি শিখছি অনেকদিন না অনেক বছর কিন্তু আপনার কাছ থেকে যে পেলাম অবিশ্বাস্য শুকরিয়া ভাই আল্লাহ আপনাকে সাহায্য করুক দোয়া করছি
সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি, আমাদের ট্রেডিং শিখার এই জার্নির সাথে আপনার সম্পর্ক, আরও বেশী দীর্ঘস্থায়ী হবে।
এ গুলো ভিডিও আমার মনে কোর্স পাওয়া জাবে না ❤❤❤❤❤❤
আমার জীবনের সেরা ট্রেডিং ভিডিও। এরকম ভিডিও এর আগে পাইনি💓💓
সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি, আমাদের সাথেই থাকবেন।
আর কি বলবো এক কথায় বলতে গেলে WOW শিখানোর স্টাইলের আলাদা যে এগলো ভিডিও দেখতে পেলো না সে টেডের অনেক কিছু মিজ করলো ❤❤❤❤
Ami kono doron ar vedio te e comment kori na but upni next level 🥰
সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
মাশা-আল্লাহ, যেমন সাবলীল ভাষা তেমনি সহজ ভাবে বুঝানোর দক্ষতা, সুতরাং সব মিলিয়ে আমার কাছে আপনার ভিডিও খুব ভালো লাগে, শুভকামনা রইলো
সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি, ট্রেডিং শিখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।
@@ForexBangladesh আমি ট্রেডিং করা শিখতে চাই, কিভাবে শুরু করবো? কোনো এ্যাপস ডাউনলোড করতে হবে? দয়া করে জানাবেন
@@সবুজবাংলা-য৪গ কমেন্ট এর জন্য ধন্যবাদ। ট্রেডিং শিখার প্রাথমিক অংশে বিশেষ কোনও অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন নেই। শিক্ষক হিসাবে গুগল কিংবা ইউটিউব থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে প্রথমে জানুন এবং সেটি বোঝার চেষ্টা করুন। যদি ধারাবাহিকভাবে শিখতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের ট্রেনিং পোর্টালে দেখতে পারেন। ফ্রি এই বেসিক কোর্সটিতে অংশ নেয়ার মাধ্যমে শিখা শুরু করতে পারেন। লিংক - fxbd.co/fyNPe এরপর কি করতে হবে, আশা করছি নিজেই বুঝতে পারবেন। এরপরও যদি কোনও সমস্যা হয় তাহলে info@fxbangladesh .com এই আইডিতে ইমেইল করে জানাতে পারেন।
@@ForexBangladesh অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য, exness Trade ডাউনলোড করেছি, এবং demo account create করেছি, সেখানে demo 10000 usd আছে,,,, এখন কি করবো?
সত্যি স্যার আপনার ভিডিও গুলি থেকে খুব সহজ ভাষায় কঠিন বিষয় গুলো জানতে পারি, শেখার চেষ্টা করি।
মতামত প্রদানের জন্য অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করছি, বিষয়গুলো সহজ করে উপস্থাপন করার যাতে করে বুঝতে এবং শিখতে সুবিধা হয়। আশা করছি সামনের দিনগুলোতেও আমাদের সাথেই থাকবেন।
সত্যি খুব দারুণ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Thanks a bunch!!! Understanding everything about RSI!
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Good guideline (Thank you).
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
খুব সুন্দর হয়েছে ওয়েব মিনারটি ওয়ান আওয়ার টাইমফ্রেম ট্রেড করার একটা সুন্দর প্রফিটেবল স্ট্যাটাজি দেন ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ভাবে বোঝানোর জন্য
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
ভালোবাসা অবিরাম ভাইয়া❤আল্লাহ আপনিকে নেক হায়াত দান করুক ❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর আলোচনার জন্য।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
স্যার আপনার বুজানো অসাধারণ ❤️
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে, আমাদের সাথেই থাকবেন।
এটা হলো RSI এর প্রিমিয়াম ক্লাস। টাকা দিয়ে পাওয়া যাবে না এইসব ক্লাস। FX Bangladesh সেগুলো ফ্রিতে দিচ্ছে। এগিয়ে যান আরও। আমরা আছি আপনার পাশে।
Onek onek donnobad Bhai apnake
One of the 1:46 Best FX treading Chanel.
আপনার সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি, আমাদের সাথে ট্রেডিং শিখার এই জার্নি দীর্ঘস্থায়ী হবে।
Tnx.................a lot sir
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Amazing , very educative vídeos. I am Learning a lot from you.
Thank you for your valuable feedback. We are trying to make trading easier and profitable for all. Stay with us for our future tutorials.
শুভ রাত্রি দাদা । আপনার ভিডিও গুলো খুব সুন্দর ।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Good evening, You are good Respected Sir...I love your teaching. Everyday i am keeping followed your video also i have understand my previous trading mistaken after seeing your video. Requesting you to kindly update regarding Volume strategy. It is very helpful for us.
Thank you for your valuable feedback. The topic is noted and we will publish a new tutorial regarding your requested topic as soon as possible.
@@ForexBangladesh thank u sir for your valuable response.
great video, tough class in a soft way, really loved it.
সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে, আমাদের সাথেই থাকবেন।
@@ForexBangladesh Allah chahen to definitely thakbo.
exactly etai hoy.divergence and rsi dekhe entry nile loss hoy.trend line concept tao dekhte hoy jantam na. thank you. ro onek kichu janar rolio. apnader kache forex shikhte parbo ?? tahole khub valo hoy.
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। শুধুমাত্র RSI কিংবা শুধুমাত্র Divergence ব্যবহার করে ট্রেডিং খুবই ঝুঁকিপূর্ণ। তবে এর সাথে Price Action এর বিভিন্ন টুল যেমন, ট্রেন্ডলাইন, সাপোর্ট-রেসিসটেন্স, চার্ট প্যাটার্ন কিংবা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ব্যবহার করলে পারফেক্ট এন্ট্রি পজিশন খুঁজে নিতে পারবেন। যা লস হবার সম্ভাবনা অনেক কমিয়ে দিবে।
@@ForexBangladesh apnara ki forex learning provide koren???
@@ayanbhattacharyya4752 আমাদের একটি বিশেষায়িত ট্রেনিং পোর্টাল রয়েছে, যেখান থেকে কোর্স আকারে ফরেক্স ট্রেডিং এর সাথে সম্পর্কিত সকল বিষয়গুলো ধারাবাহিকভাবে শিখতে পারবেন। কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে - training.fxbangladesh.com/courses/
অসাধারণ ❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
ফেয়ার ভ্যালু গ্যাপের উপর একটি টিউটেরিয়াল চাই 😊
wonderfull
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Sir akta scalping er jonno strategy share Koren
কমেন্ট এর জন্য ধন্যবাদ। বিষয়টি নোট করে রাখা হল। আশা করছি, ভবিষ্যতে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল প্রকাশ করা হবে।
Best video about rsi
মতামত প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি, এরকম আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসার যাতে করে ট্রেডিং এর সকল বিষয়গুলো সহজে এবং সাবলীল উপায়ে বুঝতে এবং শিখতে পারেন।
ভাই আসসালামু আলাইকুম,
নতুন ট্রেডারদের জন্য কোন টাইমফ্রেমে ট্রেডিং করার উপদেশ দেন দয়া করে জানাবেন।
Day Trader/Scalper.
ধন্যবাদ।
প্রশ্নের জন্য ধন্যবাদ। নতুন ট্রেডারদের জন্য কমপক্ষে যাদের ট্রেডিং অভিজ্ঞতা কিছুটা কম, তাদের জন্য সবসময় আদর্শ হচ্ছে কিছুটা বড় টাইমফ্রেমে ট্রেড করা। যেমন H1 এবং H4. এতে করে চার্ট এনালাইসিস, ট্রেডিং কৌশল সেট করতে কিছুটা সময় পাওয়া যাবে যা ভবিষ্যৎ ট্রেডিং এর জন্য ভাল।
Good
গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
অসাধারণ ❤❤❤❤❤❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
❤❤❤❤❤❤❤❤ awesome ❤❤❤❤ Thanks for Helpful video ❤❤❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি সাথেই থাকবেন।
ভাই ফান্ডামেন্টাল এর বিচার নিয়ে একটা ভিডিও দিবেন আশা করি।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করবো খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে টিউটোরিয়াল প্রকাশ করার।
Grate brother
Very nice video.
গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি, আমাদের সাথেই থাকবেন।
Thanks
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
কোন time frame এ RIS ভালো কাজ করে
প্রশ্নের জন্য ধন্যবাদ। স্ট্রেটিজিটি যেকোন টাইমফ্রেমেই আপনি ব্যবহার করতে পারেন। তবে সেটি নির্ভর করবে, মূলত আপনি কি ধরনের ট্রেড করতে পছন্দ করেন সেটির উপর। এছাড়াও, এক একজন ট্রেডারের টাইমফ্রেম ব্যবহার করার স্টাইলও ভিন্ন রকমের হয়ে থাকে। মনে রাখবেন, টাইমফ্রেম যত বড় হবে, সিগন্যালও ততবেশী শক্তিশালী হবে। অন্যদিকে, ছোট টাইমফ্রেমের ক্ষেত্রে সিগন্যাল এর নির্ভরযোগ্যতা কিছুটা কম থাকে। টাইমফ্রেম সংক্রান্ত একটি টিউটোরিয়াল ভিডিও খুব শীঘ্রই প্রকাশিত হবে। সেই ভিডিওটিটি আরও বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করছি। অনুগ্রহ করে সাথেই থাকবেন আশা করছি।
Scalping trad e RSI indicator kototuku karjokari plz janan??
প্রশ্নের জন্য ধন্যবাদ।
স্কাল্পিং ট্রেডিং এর জন্য, ইন্ডিকেটর তেমন কাজ করে বলে আমাদের মনে হয়না। এর জন্য প্রয়োজন, সাপোর্ট - রেসিসটেন্স, প্রাইস অ্যাকশন এবং ক্যান্ডেলস্টিক ফরমেশন সম্পর্কে বিস্তর জ্ঞান। এই ৩টি বিষয়েই আমাদের টিউটোরিয়াল রয়েছে। চাইলে, দেখে নিতে পারেন।
RSI + Divergence + trendline এর কনফার্মেশন পাওয়ার পর ও কি সাপোর্ট রেজিসটেন্স এর কনফার্মেশন এর জন্য ওয়েট করতে হবে ?
প্রশ্নের জন্য ধন্যবাদ। RSI + Divergence কনফার্ম করার জন্য বিভিন্ন প্রাইস অ্যাকশন যেমন, ট্রেন্ডলাইন, সাপোর্ট-রেসিসটেন্স, চার্ট প্যাটার্ন ইত্যাদি বিষয়গুলোকে কাজে লাগাতে হবে। বিষয়টি সম্পূর্ণরূপে নির্ভর করবে প্রাইসের মুভমেন্টের উপর। তবে পারফেক্ট পজিশন সম্পর্কে খুব শীঘ্রই একটি ভিডিও আসছে। অনুগ্রহ করে সাথেই থাকুন। সেই ভিডিওটি থেকে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করছি।
@@ForexBangladesh আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটি video করার জন্য। ভিডিও বড় হলে সমস্যা নেই কনসেপ্ট ক্লিয়ার করা জরুরি।
@@shawonislam3215 মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আমাদের প্রয়াস মুলত থাকে, বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা, যাতে সবাই বুঝতে এবং শিখতে পারে।
খুব ভালো হয়েছে। অনেক কিছু শিখলাম কিন্তু আপনারা হিডেন ডাইভারজেন্স নিয়ে কিছু বললেন না। হিডেন ডাইভারজেন্স ট্রেন্ড কন্টিনিউয়েশন সিগন্যাল দেয়।
Apni j Platform a rsi chart ti show korcen sei Platform ba site er nam jodi bolten vaiya..
কমেন্টের জন্য ধন্যবাদ। চার্ট বিশ্লেষণ, এনালাইসিস ইত্যাদি কাজে আমরা মুলত Trading View এর চার্ট ব্যবহার করে থাকি। লিংক - fxbd.co/tradingview
একটা অনুরোধ থাকলো কিভাবে রাউন্ড নাম্বার কেন্ডেল একশন দেখে ড্রেট নেয়া যায়।
প্রশ্নের জন্য ধন্যবাদ। "রাউন্ড নাম্বার কেন্ডেল" বিষয়টি যদি কিছুটা পরিষ্কার করে বলেন, তাহলে বিষয়টি সম্পর্কে তথ্য প্রদানে আমাদের সুবিধা হবে।
Currency (GBPINR )News dekker sideta jodhi ektu balenciaga.
কমেন্টের জন্য ধন্যবাদ। নিউজ দেখার জন্য আমরা মুলত fxbd.co/investing এই সাইটটিকে অনুসরন করে থাকি। আপনি চাইলে এখান থেকে INR সম্পর্কিত নিউজগুলোর আপডেটও জেনে নিতে পারবেন।
Indian Market a ki colbe ai process
কমেন্ট এর জন্য ধন্যবাদ। কৌশলটি যেকোনো ট্রেডিং মার্কেটে ব্যবহার করতে পারবেন। যেমন স্টক, ফরেক্স কিংবা ক্রিপ্টো। আপনি চাইলে ব্যবহার করতে পারেন।
আসসালামুআলাইকুম ভাই ট্রেডিং এর জন্য কোন অ্যাপস টা সবচেয়ে ভালো একটু বলবেন
কমেন্ট এর জন্য ধন্যবাদ। আপনি কি অ্যাপস বলতে, ট্রেডিং প্ল্যাটফর্ম যেমন, MT4 কিংবা MT5 কে বুঝিয়েছেন? নাকি ব্রোকার সম্পর্কে জানতে চেয়েছেন? অনুগ্রহ করে স্পষ্ট করে বলুন। এতে করে রিপ্লাই প্রদানের আমাদের সুবিধা হবে।
হ্যাঁ ভাই আমি জানতে চেয়েছি যে বিভিন্ন যাতে ট্রেডিং করা হয় এই গুলোর ভিতরে কোনটা সঠিক আপনিতো দেখান খুব ভালো করে এটা অবশ্য অসাধারণ কিন্তু আমি জানতে চেয়েছি কি কারো মাধ্যমে করতে হবে না নিজেই একাউন্ট অপেন করা যাবে যেমন দেখা যায ( এক্সপার্ট অপশন) আছে যে (বিনো) কথা জানতে চাইছিলাম
আপনি আমাকে মেসেজের উত্তরটা দেওয়ার কারণে অনেক অনেক ধন্যবাদ আপনাকে
RSI setting টি বলবেন প্লিজ
প্রশ্নের জন্য ধন্যবাদ। কৌশলটিতে ডিফল্ট সেটিংসটি রাখা হয়েছে। অর্থাৎ, RSI Indicator এর কোনও পরিবর্তন করা হয়নি।
দাদাভাই এটা কি বাইনারি ট্রেডিং এ ইউজ করা যেতে পারে??
প্রশ্নের জন্য ধন্যবাদ। কৌশলটি আপনি চাইলে যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। তবে বাইনারি যেহেতু ছোট সময়ের ট্রেডিং তাই সেটির ক্ষেত্রে এর থেকে ভালো হতে পারে "Bollinger Bands", Support & Resistance" , Trendline" Price Action", Candlestick Pattern" এবং Moving average" অনুগ্রহ করে আমাদের ভিডিও সেকশন থেকে এই টিউটোরিয়ালগুলো থেকে আইডিয়া গ্রহন করে কয়েকদিন প্র্যাকটিস ট্রেডিং করে দেখতে পারেন। আশা করছি ফলাফল নিজেই বুঝতে পারবেন।
কতো সময়ের চার্ট দেখ বো আমরা স্যার
প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি যেই টাইমফ্রেমে ট্রেড করতে পছন্দ করেন, সেটিতেই কৌশলটি কাজ করবে। টাইমফ্রেম নিয়ে চিন্তার কিছু নেই। তবে মনে রাখতে হবে, টাইমফ্রেম যত ছোট হবে, ভুল সিগন্যাল পাওয়ার সম্ভাবনাও ততটা বেশী থাকবে। অন্যদিকে, বড় টাইমফ্রেমে, কৌশলটির সিগন্যালও পাবেন শক্তিশালী।
Sound khub kom bhai
গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য ধন্যবাদ। বিষয়টি নোট করে রাখা হয়েছে। পরবর্তী টিউটোরিয়ালটিতে অবশ্যই বিষয়টির উপর লক্ষ্য রাখা হবে। আশা করছি সাথেই থাকবেন।
❤❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
❤❤❤❤
সাথে থাকার জন্য ধন্যবাদ।
Fake breakout kivabe find korbo vai
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে, টিউটোরিয়ালের কাজ চলছে। আশা করছি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
ভাই অনেকদিন কোনো ভিডিও দেননি
কমেন্টের জন্য ধন্যবাদ। নতুন টিউটোরিয়াল এর কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আসলে আমরা সবাই মুলত ট্রেডিং এর সাথে যুক্ত থাকার কারনে, ভিডিও তৈরিতে কিছুটা বেশী সময় লেগে যায়। আমরা চেষ্টা করছি, অল্প সময়ের মধ্যে টিউটোরিয়াল প্রকাশ করার। আশা করছি সাথেই থাকবেন।
@@ForexBangladesh ঠিক আছে
@@ForexBangladesh ঠিক আছে ভাই
@@ForexBangladesh ঠিক আছে ভাই
আপনারা আসলে কোথায় ট্রেড করেন?
প্রশ্নের জন্য ধন্যবাদ। "কোথায় ট্রেড করেন" বলতে কি আপনি "নির্দিষ্ট কোনও ব্রোকার" বুঝিয়েছেন নাকি, "ট্রেডিং প্ল্যাটফর্ম" বুঝিয়েছেন? অনুগ্রহ করে বিস্তারিত খুলে বলুন। আমরা চেষ্টা করবো সর্বাত্মক সহায়তা করার।
ভাই আপডেট যা আছে সব কিছু দিবেন
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। বিদ্যমান সকল কিছুই আমাদের ওয়েবসাইট www.fxbangladesh.com এর মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও, টেকনিক্যাল আপডেটগুলো পেতে চাইলে যুক্ত হয়ে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেলে - fxbd.co/telegram
কোনো paid course এভাবে বুঝায় না
সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি, ট্রেডিং শিখার এই জার্নি আরও দীর্ঘস্থায়ী হবে। সাথেই থাকবেন।
এটা হালাল নাকি হারাম?
বস এর সাথে টাইম ফ্রেমটা উল্লেখ করলে আমাদের জন্য ভালো হোত ডাইভারজেন্ট আর এস আই এর সাথে টাইম্ফ্রেমের সম্মনয় করে ভিডিও বানালে ভালো হত। আপনার ভিভিও গুলো খুব চমৎকার।