Apna ke onek dhonnobadh. Onek lok e ata jane na je, lighting shoho prothita circuit e jodi RCD er sathe MCB othoba RCD chara shudhu Rcbo's babohar kora hoy abong prothi ta circuit e jodi nijosho aladha earth thake ar Earthing rod babohar kora hoy tobe athe 30mA er upore Earth leckage current o detect korbe ar circuit er modhe kotha o jodi loose connection thake seta o detect korbe. Tobe ekta jinish e ami shob theke aschorjo je Bangladesh e Main supply cable keno single insulated babohar kora hoy ? Double insulated taar aro beshi nirapodh.
আমি গত 22-12-22 ইং তারিখে বাসায় দুটি instant hot water tap ক্রয় করি। দুই বাথরুমের দেয়ালে fitting করে মিস্ত্রি দিয়ে সাধারণ তারে ইলেকট্রিকের লাইন দেয়ার পর অতিরিক্ত গরমে দুটি mk switch socket board এর switch গলে যায়।পরে 3/20 নতুন তার দিয়ে নতুন দুটি mk switch socket লাগানো হয়। এতে দেখা যায় , দুটি instant hot water tap এর গরম পানি বের হওয়ার কিছুক্ষনের মধ্যে circuit breaker এর switch নেমে যায়। কেন এ সমস্যা বারংবার হচ্ছে? এ সমস্যা হতে পরিত্রানের উপায় কি? উল্লেখ্য, এই instant hot water tap দুটি Erace companyর যার Power হচেছ-220v এবং Rated power হচ্ছে 3kw ।
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমার একটা প্রশ্ন ছিল ধরেন আমি যদি চার রুমের একটি ডিবি বক্স ফিটিং করি আর নিউটেল গুলো কমন করে এইচডিপিতে আনি তারপর আরছিটি কানেকশন দিলে ম্যাইন সুইছ থেকে ডিবি পর্যন্ত ফ্রেই এবং নিয়েটেল টানার পরে রুমের সমস্ত নিউট্রাল কমন করে আরছিটির নিচে আর ডান পাশে আর বাম পাশে ফেইস দিলে কোন সমস্যা হবে কিনা main sweet থেকে ফ্রেইজ এবং নিউটন উপরে দিলে কোন সমস্যা হবে কিনা প্রতি রুমের সারকেটের সাথে আরসিডির নিচ থেকে লাইন কানেকশন দিলে কোন সমস্যা হবে কিনা
@@consumerelectricitysolutio767 আমার টিনের ঘরে নতুন ওয়ারিং করবো! আমি যদি প্রদীপ মেইন সুইচ ব্যবহার না করে এনার্জি মিটার থেকে সরাসরি একটি Mcb তারপর একটি Rccb তারপর ২টি সিঙ্গেল সার্কিট ব্যবহার করি তাহলে কি হবে.? আমার ঘরের টুটাল লোড আছে 6000 ওয়াড, লাইটিং লোড 1500 ওয়াড ও পাওয়ার লোড 4500 ওয়াড। সেক্ষেত্রে আমাকে কত এম্পিয়ার Mcb ও কত এম্পিয়ার Rccb ও কত এম্পিয়ার লাইটিং লোডের সার্কিট ও কত এম্পিয়ার পাওয়ার লোডে সার্কিট ব্যবহার করতে হবে প্লিজ জানাবেন! যেমন - এনার্জি মিটার→Mcb→Rccb→single দুটি সার্কিট, একটি লাইটিং ও একটি পাওয়ার লোডে ব্যবহার করবো! এমন করে ওয়ারিং করলে হবে কি ভাইজান.?
অনেক ধনোবাদ ভাই এতো সুন্দর করে বুজানোর জন্নো❤❤🎉
দেখে ভালো লাগলো৷ কাকা
সহজ কথা RCD ফেজ এবং নিউট্রাল এর মধ্যি কারেন্ট ডিফারেন্স হলেই ট্রিপ করবে। MCB শর্ট সার্কিট বা ওভার ভোল্টেজ হলে।ট্রিপ করবে
সুন্দর হইছে ভিডিও 🥰🥰🥰
ভালো থাকবেন সবসময়। আপনার সুস্থতা কামনা করি। ধন্যবাদ
খুব ভালো একটি ভিডিও।
আপনি খুব সুন্দর লোক আমি লাইন টেকনিশিয়ান
❤ অনেক ধন্যবাদ
দারুণ হইছে ভাই
অনেক ভালো লেগেছে ভাই আপনার ভিডিও
Apna ke onek dhonnobadh. Onek lok e ata jane na je, lighting shoho prothita circuit e jodi RCD er sathe MCB othoba RCD chara shudhu Rcbo's babohar kora hoy abong prothi ta circuit e jodi nijosho aladha earth thake ar Earthing rod babohar kora hoy tobe athe 30mA er upore Earth leckage current o detect korbe ar circuit er modhe kotha o jodi loose connection thake seta o detect korbe.
Tobe ekta jinish e ami shob theke aschorjo je Bangladesh e Main supply cable keno single insulated babohar kora hoy ? Double insulated taar aro beshi nirapodh.
ভাই আপনে অনেক ভালো বোঝান
Onek Sundor Video 🥰🥰
Akt Fridge 175 watt. Circuit Breaker kotah Ampere lagatha hoba ?
একটি ওয়ান হটস মটরের জন্য কত এম্পিয়ারRcc লাগাতে হবে, যানাবেন ভাই
১০ এম্পায়ার 😊
অনেক কিছু জানলাম ভাইয়া আপনার মাধ্যেমে
গুরুত্বপূর্ণ আলোচনা
ধন্যবাদ স্যার
অনেক ভালো লাগলো আংকেল
ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলো দেখে
মিটার থেকে যে ফেইজ ও নিউট্রাল তার বের হয়েছে ঐ দুটো তার MCB সার্কিট ব্রেকার এর উপর দিয়ে ইনপুট দিলে ভুল হতো?
জাজাকাল্লাহ খাইর
আমি গত 22-12-22 ইং তারিখে বাসায় দুটি instant hot water tap ক্রয় করি। দুই বাথরুমের দেয়ালে fitting করে মিস্ত্রি দিয়ে সাধারণ তারে ইলেকট্রিকের লাইন দেয়ার পর অতিরিক্ত গরমে দুটি mk switch socket board এর switch গলে যায়।পরে 3/20 নতুন তার দিয়ে নতুন দুটি mk switch socket লাগানো হয়। এতে দেখা যায় , দুটি instant hot water tap এর গরম পানি বের হওয়ার কিছুক্ষনের মধ্যে circuit breaker এর switch নেমে যায়। কেন এ সমস্যা বারংবার হচ্ছে? এ সমস্যা হতে পরিত্রানের উপায় কি? উল্লেখ্য, এই instant hot water tap দুটি Erace companyর যার Power হচেছ-220v এবং Rated power হচ্ছে 3kw ।
এখানে কোথাও গ্রাউন্ডে বিদ্যুৎ
চলে যাচ্ছে নতুবা কোথাও সর্ট সার্কিট হইয়াছে
Vai havells er ta onk valo ami nije use kori.
Original product lagle karo bolben.
ছোট বাসাতে ৬৩ এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করা যাবে?
যাবে
শুধু RccB লাগালে হবে না বস দয়া করে একটু জানাবেন
ধন্যবাদ চাচা
ওই সার্কিট গুলো কিভাবে সংযোগ করবো একটা ভিডিও দেন
এই চ্যানেলে আরও একটি ভিডিও আছে
দেখলে পরিস্কার বুঝবেন
এম সি বির কাজটা কিভাবে করা হয় একটু দেখান
৩টি ব্রেকার ফিটিং করে দেখাবেন আশা করি
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমার একটা প্রশ্ন ছিল ধরেন আমি যদি চার রুমের একটি ডিবি বক্স ফিটিং করি আর নিউটেল গুলো কমন করে এইচডিপিতে আনি তারপর আরছিটি কানেকশন দিলে ম্যাইন সুইছ থেকে ডিবি পর্যন্ত ফ্রেই এবং নিয়েটেল টানার পরে রুমের সমস্ত নিউট্রাল কমন করে আরছিটির নিচে আর ডান পাশে আর বাম পাশে ফেইস দিলে কোন সমস্যা হবে কিনা main sweet থেকে ফ্রেইজ এবং নিউটন উপরে দিলে কোন সমস্যা হবে কিনা প্রতি রুমের সারকেটের সাথে আরসিডির নিচ থেকে লাইন কানেকশন দিলে কোন সমস্যা হবে কিনা
nice video
এই RCCD BEGARকোন দেশের ভাল/ কোন কোম্পানির ভাল এবং ৩২/ ৬৩ word এর দাম কত দয়া করে যদি বলতেন?
বিভিন্ন কোম্পানি ভেদে দাম হবে ৫০০/৬০০ এর মধ্যে
rcb সার্কট ব্রেকার ঘরের জন্য কত অ্যাম্পিয়ার লাগাতে হবে
ঘরে কি ব্যবহার করবেন জানালে
সঠিক ভাবে বলা যেত
Rccd..কত এম্পায়ার?
Ki kmpanir vai bashay lago pik din pizz vai
কোন ব্রান্ডের নিবেন এটা আপনি সিলেক্ট করুন। আমি একক ভাবে কোন কোঃ নাম বলতে পারি না।
Bhai Circuit breaker kun companir ta bhalo hobe? Janaben.
এটা আৃমার বলা টিক না
@@consumerelectricitysolutio767
Abb, havells, scbneidr, siemens , Legreand, blink ইত্যাদি
Abb, havells, scbneidr, siemens , Legreand, blink ইত্যাদি
Blink vlo na
Great job ☑️
ভাইয়া আমার মিটারে output এর তার টা চেন্চ করবো কিভাবে করবো
Office a jan
বস আমার বাসায় ৩ টা সিলিং ফ্যান ১ ফ্রিজ আর ৫ টা লাইট চলে তে আমি কত ওয়াডের বা কত এমপিআর এর সিঙ্গেল পুল সার্কিট ব্রেকার লাগাতে হবে প্লিজ জানাবেন।
অনেক ভালো লাগলোআপনার সুস্থ্যতা কামনা করি
স্যার, আইপিএস থেকে তো আমরা শুধু ফেইজ লাইন নিই। সেক্ষেত্রেও কি ট্রিপ করবে?
তাহলে ফিরিজ এ গ্রান্ড লাগাবেন কিভাবে
উওর দিবেন দয়া করে
থ্রি পিন প্লাগের উপরের পিনে লাগাবেন
Sir 1 st cerkite braker ki short curkite hola trip korbana akto bolban plz
mcb তারপর প্রতি রুমে একটা rccb
Rcd কত এম্পিয়ার লাগাইছেন আপনী
বাসার লোড হিসাব করে লাগানো ভালো
Rcd কোন মডেল লাগাইছেন
বিভিন্ন কোম্পানি ভেদে পাবেন
টিন পল্টের সার্কিট ব্রেকার 1 ভোল্টে লাগা যায়
দাদা কোথায়পাব ঠিকানাও মোবাইল নামবার দিন কোরিয়ার মাধ্যমে নিব এবং কোন কমপানির টি ভাল বলেন
দেখুন আমি বিক্রি করিনা। ভাল ইলেকট্রিক দোকানে পাবেন
কিছু বলবো ভাই, উত্তর দিবেন কি.?
বলতে পারেন
@@consumerelectricitysolutio767
আমার টিনের ঘরে নতুন ওয়ারিং করবো!
আমি যদি প্রদীপ মেইন সুইচ ব্যবহার না করে
এনার্জি মিটার থেকে সরাসরি একটি Mcb তারপর একটি Rccb তারপর ২টি সিঙ্গেল সার্কিট ব্যবহার করি তাহলে কি হবে.?
আমার ঘরের টুটাল লোড আছে 6000 ওয়াড, লাইটিং লোড 1500 ওয়াড ও পাওয়ার লোড 4500 ওয়াড।
সেক্ষেত্রে আমাকে কত এম্পিয়ার Mcb ও কত এম্পিয়ার Rccb ও কত এম্পিয়ার লাইটিং লোডের সার্কিট ও কত এম্পিয়ার পাওয়ার লোডে সার্কিট ব্যবহার করতে হবে প্লিজ জানাবেন!
যেমন - এনার্জি মিটার→Mcb→Rccb→single দুটি সার্কিট, একটি লাইটিং ও একটি পাওয়ার লোডে ব্যবহার করবো!
এমন করে ওয়ারিং করলে হবে কি ভাইজান.?
Hmm hobe.
Eita ki babe fiting kora jae
Sir, Earthing Line koi?
RCD ব্রেকারটা কত এ্যাম্পিয়ার??
এটা ৬৫ এম্পিয়ার
তবে আপনি কি পরিমাণ লোড নিবেন
সেটাতে লক্ষ রাখুন
ভালো
আপনার সুস্থ্যতা কামনা করি
বেকার এ কি ফেস উপর দিয়ে দিয়ে নিচ দিয়ে আউট করলে কোন সমস্য আছে
এটা মার্ক করা আছে বিশেষ কিছু সুইচে
Line / Load থাকে
নিউটন কমন করলে কি টিপ করবে জানাবেন
যেই লোড নিন না কেন এই ব্রেকার এর মধ্য দিয়ে ফিরতি কারেন্ট প্রবাহিত করতে হবে
nice
মিটার থেকে মেন তার উল্টা করে লাগানো আছে। মেন লাইন সার্কিট ব্রেকারের উপর দিকে লাগতে হয়। আমপনি লাগিয়েছেন নিচে। এভাবে লাগালে এটা ঠিক ভাবে কাজ করে না
correct
আমাদের হাতে যে নক বড় হয় সেখানে কি কারেন্ট দরবে স্যার প্লিজ একটু জানাবেন
Thank you
❤❤❤❤
Tnxx bro
❤❤❤❤❤
Thanks you 😊💝 🙏🙏👍👍
ধন্যবাদ
🌷
অনলাইনে কোর্স করার সুযোগ আছে নাকি
এখন শুরু করা হয়নি। ভবিষ্যতে চালু হবে আশা রাখছি
একদম সঠিক ভাবে বুঝিয়েছেন
havells অথবা scbneidr বা siemens 63/30A dp Rcbo দাম কত.?
বাজারে বিভিন্ন দরের পাবেন
@@consumerelectricitysolutio767
ঢাকার কোথায় পেতে পারি বলবেন প্লিজ
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
নিউটাল কে, আপনি আরথীং কেমনে বলবেন, ভাই, আরথীং আর নিউটাল এর অনেক ব্যবধান, অল্প শিখান সমস্য নাই, কিন্তু পাপলিক কে ভুল পরামর্শ দিবেন না! ধন্যবাদ
চমত্কার
এটা লাগানোর নিয়ম কি
অসাধারণ হয়েছে
ধন্যবাদ ভাই
শক খেলে যে ট্রিপ করবে সেটার সাথে আমি একমত না কারন শক খেয়ে দেখান তাহলে আমি নিশ্চত হবো যে এটা শক খেলে ট্রিপ করে
শক বা বিদ্যুত এর প্রবাহ অন্য দিকে প্রবাহিত হলেই কেবল এটা কাজ করে
বস, আপনার নতুন ভিডিও চাই।
জি পাবেন
স্যার আপনি যে RCD ব্যবহার করেছেন এর গুননগত মান কেমন,, আমিও একটা কিনবো,,
নিদ্রিষ্ট কোন কোম্পানির নাম আমার
বলা ঠিক হবেনা। মার্কেট যাচাই করুন
অনেক ভাল মানের পাবেন।
RCCB কই পাওয়া যাই
বড় ইলেকট্রিক দোকানে পাবেন আশাকরি
আগে RCCB, তারপর MCB লাগাতে হবে
TnQ ❤️
Tnx
এবার ফাইনাল ভাবে বুজলাম
very nice 🥰🥰
Thanks
❣️❣️❣️❣️❣️
আপনারা ফালতু
আপনার মন্তব্য করতে পারেন
Kno faltu bollen?
ধন্যবাদ