গানটা যতবারই শুনি, গর্বে বুকটা ফুলে উঠে, কারণ আমার আব্বুও জীবন বাজী রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন.. ভারতের আসাম রাজ্যের লায়লাপুর গ্রাম থেকে আব্বু ট্রেনিং নিয়ে এসে যুদ্ধে নেমে পড়েন.. নিজেকে খুব গর্ববোধ করি,আমার আব্বুও একজন বীর মুক্তিযোদ্ধা. আব্বু মারা গেছেন আজ ১৩ বছর ২মাস হয়ে গেলো,😭 সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য।
এই গানে স্যার জেমস যাদের নাম নিয়েছে সকলেই তৎকালিন সময়েয় বুদ্ধিজীবী,রাজনৈতিবীদ,সংসদ সদস্য,বিদ্রোহী কবি, গায়ক,লেখক এবং বীর মুক্তিযোদ্ধা,যাদের প্রতিদানে এই বাংলা আজ সোনার বাংলা❤❤❤❤❤
ভাই এই গানটা প্রতিটি বাংলাদেশির আবেগ। বাংলাদেশের মুক্তি যোদ্ধ, প্রত্যেকটি মহান পুরুষদের কথা বলা হয়েছে। গানটা লিখেছেন প্রিন্স মাহমুদ স্যার আর। যিনি অসংখ্য কালজয়ী হন লিখেছেন।
২য় জাতীয় সংগীত এইটা। এইখানে মুক্তিযুদ্ধে অবদান রাখা অনেকের নাম বলা হয়েছে। তাছাড়া নাম না জানা আরো অনেক মুক্তিযোদ্ধাের স্বরণে ৩০ লক্ষ শহীদের কথা বলা হয়েছে।
একজন বাংলাদেশির চোখে পানি এনে দেওয়ার জন্য এই গানটা যথেষ্ট। এই গানের মধ্যে উল্লেখিত প্রত্যেক ব্যাক্তি কিংবদন্তি।আপনি চাইলে প্রত্যেকের ব্যাপারে কিছুটা ধারণা নিয়ে আবার গানটি শুনতে পারেন।
এই গানটা বুঝতে হলে বাংলাদেশের ইতিহাস, বাংলার ঐতিহ্য,সংগ্রাম সম্পর্কে জানতে হবে,তবে আপনি এই গানের মর্ম এবং বাঙালীর আবেগ অনুভূতি বুঝতে পারবেন এই গানের মাঝে।😊
অভিবক্ত বাংলার( কলকাতা+বাংলাদেশ ১৯৪৭ এর আগে) শেষ মুখ্য মন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। হেসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন অভিবক্ত পাকিস্তাননের প্রধান মন্ত্রী ১৯৫৪। আব্দুল হামিদ খান ভাষানী ছিলেন ব্রিটিশ পিরিয়ডের বাঙালি বড় নেতা। গানের পাশাপাশি যাদের নাম গানে বলা হয়েছে এদের জীবনির ভিডিও রিয়াকশন দাও খুশি হব।
হোসেন শহীদ সরওয়ার্দি, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আবদুল হামিদ খান ভাষানী ভারত বর্ষের স্বাধীনতার অগ্রনায়ক। যেমন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র ব বসু সহ আরো অনেক নেতা ভারতের মানুষ চিনে তেমনই এনাদেরও ভারত বর্ষের ইতিহাসে এদের নাম আছে।
বাংলাদেশীদের ইমোশনের জায়গা থেকে বেস্ট একটা গান।❤ আমি মনে করি আমাদের জাতীয় সংগীতের চেয়ে অনেকাংশেই বেশি বাংলাদেশকে খুজে পাওয়া যায় গানটাতে। বাংলাদেশের প্রায় সকল গুনী মানুষদের মেনশন করা হয়েছে এই গানটাতে।
মুলত এই গানটা দিয়েই বাংলাদেশ কে বিশ্বের কাছে উপস্থাপন করা হয় । আর যাদের নামগুলো গানে গানে ফুটিয়ে তোলা হলো, বাংলাদেশের প্রতিটি সেক্টরে তাদের অবদান আছে ।
বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংগীত এটি,এই গানে কি লুকিয়ে আছে তা একজন বাংলাদেশি ছাডা অন্য কারো বোঝা সম্ভব না ,,কারণ এই গানের প্রতিটি শব্দে বাঙালির রক্তক্ষরণ হয়😥এই গানের প্রতিটি শব্দে বাঙালি কাঁদে😭তার উপরে আবার গানটি লক্ষকোটি যুবকের হৃদয়ে থাকা গুরুর মুখে গাওয় গান😎😎
এই গান এর প্রতিটি নাম এক একটা ইতিহাস এর কথা বলে। আপনি যদি প্রতিটি নাম এর ডিটেইলস জানতে পারেন তবে বাংলাদেশের প্রেমে পরে যাবেন। আর চোখ ভারি হইয়ে আসবে শিওর
এই গানের অর্থ বুঝবে সেই,যে এই বাংলায় ছোটো থেকে ১০ ম শ্রেনীতে পড়ালেখা করেছে।তখন তার হৃদয়ে আঘাত করবে গানের পূর্নতা। এই গানটা আমার আবেগ,ভালোবাসা,দেশপ্রেম ❤️🇧🇩
শহীদ সোহরাওয়ারদি,সেরা বাংলা এ,কে ফজলুলুহক,মাওলানা আব্দুল হামিদখান ভাষানী জন্ম থেকে স্বাধীন বাংলার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীন বাংলার জনক হয়ে আছেন থাকবেন।
অসংখ্য ধন্যবাদ সর্বকালের সর্ব সেরা গীতিকার সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ স্যার কে। যে কিনা আমাদের এই রকম অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছি। স্যালুট জানাই স্যার প্রিন্স মাহমুদ কে❤
এই বাংলাদেশ এই বাংলাদেশের সব রত্ন গুলার নাম এইখানে এতো সুন্দর করে তুলে ধরা হয়েছে যা অকল্পনীয় 🥰 যারা বাংলার ইতিহাস বাংলাদেশের ইতিহাস জানে যারা এই গানে নাম বলা মানুষ গুলা কে জানে তারা এই গানটা শত বার না হাজার বার না লাখোবার কোটি বার শুনলে ও শুনতে থাকবে,,🥺
এটা শুধু গান নয়, একজন বাংলাদেশীর কাছে এটা অন্তরের শব্দ, এই গানের প্রতিটা ব্যক্তি আমাদের আত্মার আত্মীয়, আমাদের দেশের প্রাণ তারা, এই ভূখণ্ড তাদের দ্বারাই অর্জিত।।। কমেন্ট লিখার সময় ও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে।।। বাংলাদেশ আমার জন্মভূমি, কতটা ভালবাসি সেটা কোনো ভাষায় ব্যক্ত করা সম্ভব না, শুধু এতো টুকুই জানি বাংলাদেশ এর জন্য আমার মন প্রাণ উৎসর্গ সদা প্রস্তুত আছি।।। প্রাণ প্রিয় মাত্র ভূমি তুমি দীর্ঘজীবী হও।।।🕊️💝🇧🇩💝🕊️
এটি এমন একটি যে গান শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। এই গান শুনলে হৃদয় থেকে কান্না এসে যায়। এটি বাংলাদেশের শ্রেষ্ঠ গান। পুরো গানটা বাংলাদেশের ইতিহাস।
এই গানটা যখনি যেখানেই শুনি আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। প্রথমত ধন্যবাদ প্রিন্স মাহমুদ স্যার কে এরকম একটি কালজয়ী গান সৃষ্টি করার জন্য। দ্বিতীয়ত জেমস ছাড়া এই গান আর কেউ এতটা আবেগ দিয়ে গাইতে পারতো না, he is unparalleled.❤❤❤
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ❤️ জেমসের এই গান শুনলে শরীরের পশম দাড়িয়ে যায় চোখে জল চলে আসে আবেগে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলি অসাধারন গান অনেকদিন পর আবার শুনলাম আমার সনার বাংলা সং ❤️😢
জেমসের বাবা,মা,আমার সোনার বাংলা এইসব কালজয়ী গানের কথা এবং সুর প্রিন্স মাহমুদ। ৯০ এর দশকে আমরা শিল্পীর চেয়ে প্রিন্স মাহমুদ এর কথা এবং সুরে লিখা থাকলে সেই ক্যাসেট কিনতাম। তার প্রতিটি এয়ালবাম সুপার হিট।
আমাদের ২য় জাতীয় সংগীত james the living legend😇 অনেক ভালো লাগে যখন অন্য দেশের মানুষ গুলা আমাদের বাংলাকে ভালোবাসে😇 যাদের নাম নিছে তারা প্রত্যেকে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরের কমান্ডার ছিলেন এবং বিখ্যাত রাজনিতীবিদ ছিলেন
You need to know Bangladesh to understand this song it's not just a song it's an emotional attachment. It's not just any song. If you are Bangladesi you would relate to it.
প্রথম যে নাম দিয়ে গানটি শুরু হয়েছে তার নাম হোসেন সোহরাওয়ার্দী। আপনার জানা উচিত ছিল অবিভক্ত বাংলা তথা পশ্চিম এবং পূর্ব বাংলা আলাদা হওয়ার আগে সর্বশেষ মূখ্যমন্ত্রী ছিলেন তিনি।
গানটিতে যেসব ব্যক্তিবর্গের নাম বলা হয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচয় নিম্নরূপ: ১. সোহরাওয়ার্দী - পুরো নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ তথা অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী ছিলেন এবং পাকিস্তানের ৫ম প্রধানমন্ত্রী ছিলেন। জন্ম পশ্চিমবঙ্গের মেদিনীপুরে, ১৮৯২ সালে। প্রখ্যাত ব্যারিস্টার ছিলেন। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। ওনার আরেকটি বড় পরিচয় উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু। '৪৭ এর দেশবিভাগের সময় উনি যখন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তখন উনি মহাত্মা গান্ধীর সাথে মিলে প্রাণপণ চেষ্টা করেছিলেন দাঙ্গা থামানোর। ২. শেরে বাংলা - পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। উপাধি শেরে বাংলা। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। কলকাতার মেয়রও ছিলেন। ভারতের বৃহৎ রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন ২ বছর। দেশবিভাগের পর পূর্ব বাংলার গভর্নর এবং মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী প্রভৃতি দায়িত্ব পালন করেন। জন্ম পূর্ববঙ্গের বরিশালে। প্রথিতযশা আইনজীবী ছিলেন। অসাধারণ মেধাবী ছিলেন। আমাদের বাংলাদেশে এখনও শিশুদেরকে অসাধারণ মেধাবীর উপমা দিতে ওনার নাম নেয়া হয়। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ১৮৯৪ সালে একসাথে পদার্থবিজ্ঞান, গণিত এবং রসায়নে ট্রিপল অনার্স ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে গণিতে মাস্টার্স ডিগ্রী নেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে আবার আইন বিষয়ে ম্নাতক ডিগ্রী নেন। ৩. ভাসানী - মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ছিলেন অবিভক্ত বাংলা এবং পরবর্তীতে বাংলাদেশের একজন প্রথিতযশা ধর্মীয় এবং রাজনৈতিক নেতা। বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা। পরবর্তীতে অন্য দল গঠন করেন। উনি চীনপন্থি কমিউনিস্ট মতাদর্শী ছিলেন। ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করেছেন। নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য আন্দোলন করে গেছেন। আসামের ভাসানচরে এক বিশাল জনসভায় তাকে "ভাসানী" উপাধি দেয়া হয়। ৪. বঙ্গবন্ধু - ওনার সম্পর্কে আশা করি কিছু বলে দিতে হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, প্রথম প্রেসিডেন্ট, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালিদের অধিকার আদায়ের লড়াইয়ে জীবনের দীর্ঘ সময় জেল এবং জুলুমের শিকার হন। ৫. জিয়া - পুরো নাম জিয়াউর রহমান। ছিলেন সামরিক বাহিনীর অফিসার। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ছিলেন। তবে পরবর্তীতে তার ভূমিকা খুবই বাজে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর এক সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে রাষ্ট্রক্ষমতায় আসেন। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদদ ছিলো। ক্ষমতায় এসেই জিয়াউর রহমান তার বিরোধী সামরিক অফিসারদের হত্যা করেন। মূলত জিয়াউর রহমানের ক্ষমতায় আসার মধ্যদিয়েই বাংলাদেশে দীর্ঘ ১৩ বছর স্বৈরাচারী শাসনের শুরু হয়। তার প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল রয়েছে - বিএনপি। এই দলটিও বিভিন্ন অগণতান্ত্রিক কর্মকাণ্ড এবং হত্যাকাণ্ড, দেশব্যাপী বোমাহামলা প্রভৃতির জন্য কুখ্যাত। ৬. জাহানারা ইমাম - বাংলাদেশের একজন প্রখ্যাত লেখিকা। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ওনার বড় ছেলে গেরিলা যোদ্ধা শাফী ইমাম রুমি শহীদ হন। তাই ওনাকে "শহীদ জননী" বলা হয়। ওনার লেখা বই " একাত্তরের দিনগুলি"র নাম এই গানটিতে বলা হয়েছে। ১৯৭১ সালের সেপ্টেম্বরে ইঞ্জিনিয়ারিং পড়তে রুমির আমেরিকা যাওয়ার কথা ছিলো, কিন্তু রুমি দেশমাতৃকার ডাকে মুক্তিযুদ্ধে যান এবং শহীদ হন। ৭. জসীমউদদীন - পল্লীকবি জসীমউদদীন। বাংলা ভাষার একজন প্রখ্যাত কবি এবং গীতিকার। আপনাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন শ্রেণীর বইয়ে ওনার কবিতা পাঠ্য হিসেবে রয়েছে। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। উনি মূলত গ্রামবাংলার অপরূপ বৈচিত্র্য, জীবনযাপন নিয়ে গান এবং কবিতা লিখেছেন। তাই ওনাকে পল্লীকবি বলা হয়। ৮. কবি নজরুল - কাজী নজরুল ইসলাম। বাংলা ভাষার বিখ্যাত কবি, সুরকার এবং গীতিকার। একজন বিদ্রোহী কবি। বাংলাদেশের জাতীয় কবি। ওনার সম্পর্কে আশা করি জানেন। বাংলা বইয়ে ওনার লেখা পড়ার কথা। ৯. সাত শ্রেষ্ঠ বীর - বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠ। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীরসন্তানদের মধ্যে এই সাতজন সর্বশ্রেষ্ঠ। (পরের অংশে বাকিটুকু)😮
এটা আশা করা যায় না আপনাদের থেকে সব ঠিকঠাক ছিলো জিয়াউর রহমান কে নিয়ে আপনার এইভাবে মন্তব্য করা ঠিক হয়নি! কে খুনের মদদ দিয়েছে দেয় নি এটার ফয়সালা আদালত করবে। প্রমাণিত হলে আপনি অনায়াসে বলতে পারেন অযথা কাউকে নিয়ে কুৎসিৎ মন্তব্য করবেন না।
Regarding Zia this man give totally bais information, Zia is the first person who declare "We revolt" And there is no such document regarding involvement of killing Mujob. Shame this type of people
খানকির পোলা জিয়া যে স্বাধীনতার ঘোষক এটা কি বলতে তোর লজ্জা লাগে! জিয়া দেশে গণতন্ত্র ধ্বংস করেননি ধ্বংস করছে বঙ্গবন্ধু বাকশাল করে!? সঠিক ইতিহাস জেনে কমেন্ট করতে আসবে।
যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানের মদদ থাকতো, তাহলে আজকের এই দিনে আওয়ামী লীগ ছেড়ে কথা বলতোনা৷ আপনি এক এমন লীগার, যে এখানে এসেও মিথ্যাচার করতেছেন৷ এমন লজ্জা আর কি হতে পারে!
এই গান রঠার লিখা ভারতের চাপিয়ে দেওয়া কথিত বাংলাকে নিয়ে লিখা "সোনার বাংলা" থেকে অনেক অনেক বেশি প্রতিনিধিত্ব করে🔥 (রঠার সোনার বাংলাতে কোনো অনুভূতি আসে না) আমি নোবেলের সাথে শুধু এই ক্ষেত্রে একমত❤️
এই গানটা এতো মনকে স্পর্শ করে, গলার কাছে কান্না এসে জমা হয়েছে। খুব কষ্ট লাগছে। আমি আমার প্রিয় বাংলাদেশ কে খুব ভালবাসি। অন্য কোনো দেশে মরতে চাই না। এই দেশের মাটিতে যেন আমার শেষ ঠিকানা হয়।
ভাই আপনি ঠিকই বাংলাতে কিন্তু বাঙালির ইতিহাস জানেন না। হোসেন সরোওয়ারদি,শেরেবাংলা,ভাসানী, জগদীশচন্দ্র বসু, জাহানারা ইমাম, পল্লীকবি জসিমউদ্দিন। এমন অনেক লিজেন্ডারি বাঙালি আছে তাদের ইতিহাস সম্পর্কে আপনাদের কোন ধারনাই নেই
বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংগীত মনে করি আমরা।
Ei gan er kunnu bikolpo hoy na🤍
Hmmm ❤️
Right 👍
Right
Kono ditio mitio na Prothom o ma tumar akas dorkar nai
একজন বাংলাদেশি ছাড়া এই গানের মর্ম অন্য কেউ বুঝবে না ,যে এই গানে কতটা আবেগ ও অনুভূতি লুকিয়ে আছে ❤❤❤❤
রাইট
ঠিক 👍
RIGHT
Akdom
right
গানটা যতবারই শুনি, গর্বে বুকটা ফুলে উঠে, কারণ আমার আব্বুও জীবন বাজী রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন..
ভারতের আসাম রাজ্যের লায়লাপুর গ্রাম থেকে আব্বু ট্রেনিং নিয়ে এসে যুদ্ধে নেমে পড়েন..
নিজেকে খুব গর্ববোধ করি,আমার আব্বুও একজন বীর মুক্তিযোদ্ধা.
আব্বু মারা গেছেন আজ ১৩ বছর ২মাস হয়ে গেলো,😭 সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য।
🥰🇧🇩
❤❤❤❤❤
এই গানে স্যার জেমস যাদের নাম নিয়েছে সকলেই তৎকালিন সময়েয় বুদ্ধিজীবী,রাজনৈতিবীদ,সংসদ সদস্য,বিদ্রোহী কবি, গায়ক,লেখক এবং বীর মুক্তিযোদ্ধা,যাদের প্রতিদানে এই বাংলা আজ সোনার বাংলা❤❤❤❤❤
ধন্যবাদ
মাঝে মাঝে কান্না চলে আসে গানটা শুনলে,,, পুরোটাই আবেগ,,,, আমি গর্বিত আমি বাঙালী,,,,
Amar o 🥲
আমি গর্বিত আমি বাংলাদেশি ❤️🩹❤️🩹
চোখের পানি মুছলাম কেবল
তুমি প্রতিটি পংগু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার,তুমি ক্রন্দন তুমি হাসি,তুমি জাগ্রত শহিদ মিনার,,,what a lyrics🥺
salute to prince mahmud
একজন বাংলাদেশী ছাড়া এই গানের মর্ম বা অনূভুতি কেউ নিতে পারেনা,এই গানে হাজারো আবেগ আর ভালবাসা লুকিয়ে আছে❤️💚🇧🇩
এক কথায় বলতে পারি
একজন বাংলাদেশী না হলে
এই গানের মর্ম অন্য কেউ বুঝবে
এটা বাংলাদেশ নিয়ে অসাধারন গান
বাংলাদেশর দ্বিতীয় জাতীয় সংগীত🥰🥰
ইতিহাস জানলে চোখের পানি ধরে রাখতে পারবেন না।সিওর 🇧🇩 ❤
এই গান একা শুনলে, শরিরে লোম দারাবে এবং চোখে পানি আসবে, ১০০% সবার
চোখে পানি নিয়ে কমেন্ট করলাম।
গানের মধ্যে যাদের নাম বলা হয়েছে তারা বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সূর্য সন্তান। শুধু একজন বাংলাদেশীর পক্ষেই এই গানের মর্ম বোঝা সম্ভব
মুজিবর আর সফিয়া কামাল ছাড়া
Joy Bangla.
Love From Tripura, Agartala.
Bangla is love, Bangla is our pride, Bangla is our mother, Bangla is our soul.
Respect for you brother💜
No Joy Bangla. Bangladesh Gindabad
@@braveman1035😂😂😂😂 only joy bangla
@@braveman1035জিন্দাবাদ শব্দ উর্দু ভাষা থেকে এসেছে 😂😂তাই শুধু জয় বাংলা 🎉🎉🎉
কলিজা কেঁপে ওঠে যায় গানটা শুনলে ভাই আমাদের। অহংকার আমাদের একটা জেমস্ আছে।
এ গান রিয়েকশ দেওয়ায় আগে বাংলাদেশের ইতিহাস জানা আপনার জরুরী। তাহলেই 🔥🔥
ভাই এই গানটা প্রতিটি বাংলাদেশির আবেগ। বাংলাদেশের মুক্তি যোদ্ধ, প্রত্যেকটি মহান পুরুষদের কথা বলা হয়েছে। গানটা লিখেছেন প্রিন্স মাহমুদ স্যার আর। যিনি অসংখ্য কালজয়ী হন লিখেছেন।
বাংলাদেশের ইতিহাস না জানলে এই গানের অর্থ বুঝবেন না দাদা 🙂 এই গান পুরা বাংলাদেশের ইতিহাস কে রিপ্রেজেন্ট করে
Right
Right
Right
ঠিক
এই গানটা আমাদের জাতীয় সংগীত হলে ভালো হতো, আমাদের বর্তমান যে জাতীয় সংগীত তাতে তো এত আবেগই নাই, এই গান টাই এতোটাই আবেগ দিয়ে গাইছেন গুরু.....❤❤❤❤❤
বর্তমান জাতীয় সংগীত পুরোটা শুনে দেখবেন একদিন সময় করে।
জাতীয় সংগীতে পৃথিবীর কোন রাষ্ট্রই কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকেনা। এটা জেনে রাখবেন
😂amio akmot
ঠিক
ভাই বাংলাদেশের জাতীয় সংগীত বাংলাদেশের প্রকৃতি, ঋতু বৈচিত্র্যের লীলাভূমি প্রকাশ করে 🎉🎉
দেশকে নিয়ে এর চেয়ে সুন্দর গান হতে পারে না। এটা আমাদের দ্বিতীয় জাতীয় সংগীত❤
২য় জাতীয় সংগীত এইটা। এইখানে মুক্তিযুদ্ধে অবদান রাখা অনেকের নাম বলা হয়েছে। তাছাড়া নাম না জানা আরো অনেক মুক্তিযোদ্ধাের স্বরণে ৩০ লক্ষ শহীদের কথা বলা হয়েছে।
দেশের প্রায় সব ইতিহাস উল্লেখ করা হয়েছে গানটার মাধ্যমে।জেমস লাভ ইউ গুরু ❤❤
হিন্দু, মুসলিম, পরিশেষে আমরা বাঙালি ❤️🇧🇩🇧🇩
একজন বাংলাদেশির চোখে পানি এনে দেওয়ার জন্য এই গানটা যথেষ্ট। এই গানের মধ্যে উল্লেখিত প্রত্যেক ব্যাক্তি কিংবদন্তি।আপনি চাইলে প্রত্যেকের ব্যাপারে কিছুটা ধারণা নিয়ে আবার গানটি শুনতে পারেন।
Exactly
Right
এই গানটা বুঝতে হলে বাংলাদেশের ইতিহাস, বাংলার ঐতিহ্য,সংগ্রাম সম্পর্কে জানতে হবে,তবে আপনি এই গানের মর্ম এবং বাঙালীর আবেগ অনুভূতি বুঝতে পারবেন এই গানের মাঝে।😊
শেরেবাংলা ছিলেন একজন রাজনীতিবিদ বাংলাদেশের। উনি বরিশালের ছিলেন। আমার বিভাগের।😊😊❤❤
তিনি আমার বানারীপাড়া উপজেলায় তার বাসা চাখার 🖤
অভিবক্ত বাংলার( কলকাতা+বাংলাদেশ ১৯৪৭ এর আগে) শেষ মুখ্য মন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক।
হেসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন অভিবক্ত পাকিস্তাননের প্রধান মন্ত্রী ১৯৫৪।
আব্দুল হামিদ খান ভাষানী ছিলেন ব্রিটিশ পিরিয়ডের বাঙালি বড় নেতা।
গানের পাশাপাশি যাদের নাম গানে বলা হয়েছে এদের জীবনির ভিডিও রিয়াকশন দাও খুশি হব।
হোসেন শহীদ সরওয়ার্দি, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আবদুল হামিদ খান ভাষানী ভারত বর্ষের স্বাধীনতার অগ্রনায়ক। যেমন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র ব বসু সহ আরো অনেক নেতা ভারতের মানুষ চিনে তেমনই এনাদেরও ভারত বর্ষের ইতিহাসে এদের নাম আছে।
James is not just a singer he is our emotion ❤
Love you Guru🥰
Legend our guru😊
কলিজায় কাফে না শুধু ভাই... অজান্তেই চোখে জল এসে যায়...
বাংলাদেশীদের ইমোশনের জায়গা থেকে বেস্ট একটা গান।❤
আমি মনে করি আমাদের জাতীয় সংগীতের চেয়ে অনেকাংশেই বেশি বাংলাদেশকে খুজে পাওয়া যায় গানটাতে। বাংলাদেশের প্রায় সকল গুনী মানুষদের মেনশন করা হয়েছে এই গানটাতে।
আপনার কষ্ট হচ্ছে কারণ আপনি বাঙ্গালী
যে মনে প্রাণে বাংলাকে ভালোবাসে সে এই গান শুনলে কষ্ট পেতে বাদ্য হোক সে ভারতীয় বাঙালি হোক সে বাংলাদেশি❤️🇧🇩❤️
মুলত এই গানটা দিয়েই বাংলাদেশ কে বিশ্বের কাছে উপস্থাপন করা হয় । আর যাদের নামগুলো গানে গানে ফুটিয়ে তোলা হলো, বাংলাদেশের প্রতিটি সেক্টরে তাদের অবদান আছে ।
❤❤
Right ❤❤
একজন বাংলাদেশী না হলে এগানের মর্ম উপলব্ধি করা মুশকিল, রক্তে শিহরণ জাগানো গান ।
You can't fell it.. Without a bangladeshi no one can fell this song. ❤
শরীর শিউরে ওঠে, চোখ দিয়ে মনের অজান্তেই পানি গড়ে পড়ে!
এটা শুধু এটা গান না, বাংলাদেশের মানুষের আবেগ নাড়িয়ে দেওয়া কিছু কথামালা 😍😍😍
আমার জাতীয় সংগীত শুনেও ওতো গা শিউরে উঠে না যতোটা এই গানটা শুনে হয়। যতোবার শুনি ততবারই আমার বুক ফেটে যায় এখনও তাই হলো ভাইয়া। অনেক ধন্যবাদ ❤❤❤
এই গান শুনলে দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। ২০২৪ এসে জেমস গান শুনে মনে অন্যরকম ফিলিংস কাজ করছে,
বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংগীত এটি,এই গানে কি লুকিয়ে আছে তা একজন বাংলাদেশি ছাডা অন্য কারো বোঝা সম্ভব না ,,কারণ এই গানের প্রতিটি শব্দে বাঙালির রক্তক্ষরণ হয়😥এই গানের প্রতিটি শব্দে বাঙালি কাঁদে😭তার উপরে আবার গানটি লক্ষকোটি যুবকের হৃদয়ে থাকা গুরুর মুখে গাওয় গান😎😎
*আমরা এই গানটাকে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংগীত মনে করি 🇧🇩❤️*
Nijer deser national song puro sunecen...khokono😢
এটাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত।
হাহাহা।
হবে একদিন ১০০%
ইনশাআল্লাহ্ হবে একদিন
He is unique...He has a damn unique voice.He is our bengali asset.And this song is our prroud brother...
এই গান এর প্রতিটি নাম এক একটা ইতিহাস এর কথা বলে। আপনি যদি প্রতিটি নাম এর ডিটেইলস জানতে পারেন তবে বাংলাদেশের প্রেমে পরে যাবেন। আর চোখ ভারি হইয়ে আসবে শিওর
এই গানের অর্থ বুঝবে সেই,যে এই বাংলায় ছোটো থেকে ১০ ম শ্রেনীতে পড়ালেখা করেছে।তখন তার হৃদয়ে আঘাত করবে গানের পূর্নতা। এই গানটা আমার আবেগ,ভালোবাসা,দেশপ্রেম ❤️🇧🇩
শুধু বাংলাদেশেরই নাহ পুরা বাংলার জাতীয় সংগীত এটা হলে ভালো হবে..!! 🥲🥰😇😊
এই গান যে কোন বাঙালি মনোযোগ সহকারে শুনলে তার গায়ের লোম দ্বারা হতে বাধ্য 🥀
সত্যি বলছি ভাই এই গানটা যখন শুনি তখন গায়ের লোম দাঁড়িয়ে যায় গানের লাইনগুলো শুনলে একজন বাংলাদেশী হিসেবে অনেক গর্ব হয় বুকে অনেক সাহস অনুভব করি
শেরই বাংলা একে ফজলুল হক, সোহরাওয়ার্দী এরা ছিলো অখন্ড বাংলার মুখ্যমন্ত্রী, এটা তো আপনার জানার কথা দাদা 🥰🥰
শহীদ সোহরাওয়ারদি,সেরা বাংলা এ,কে ফজলুলুহক,মাওলানা আব্দুল হামিদখান ভাষানী জন্ম থেকে স্বাধীন বাংলার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীন বাংলার জনক হয়ে আছেন থাকবেন।
বাংলাদেশের জাতীয় সংগীত হওয়ার মর্যাদা রাখে...❤
লাভ ইউ গুরু♥♥
গুরু তুমি বেঁচে থাকো হাজার বছর আমাদের মাঝে।
গুরু তোমার জন্য অভিরাম ভালোবাসা রইলো♥♥
This Song Gives Me Goosebumps Everytime when I listening it.
বাংলাদেশের ২য় জাতীয় সংগীত ❤
আমরা অনেক বাংলাদেশীই এই গানকে জাতীয় সংগীত ভাবি। অনেকে দ্বিতীয় ও ভাবে। তবে এটা স্বীকার করতে কোনো সন্দেহ নেই যে, এ গানের আবেগ জাতীয় সংগীতকেও হার মানায়।
ইনশাআল্লাহ্ একদিন এই গানটিই অবশ্যই বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত পাবে।
শিল্পী জেমস্ আমাদের নওগাঁর গর্ব।
অসংখ্য ধন্যবাদ সর্বকালের সর্ব সেরা গীতিকার সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ স্যার কে। যে কিনা আমাদের এই রকম অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছি।
স্যালুট জানাই স্যার প্রিন্স মাহমুদ কে❤
এই বাংলাদেশ এই বাংলাদেশের সব রত্ন গুলার নাম এইখানে এতো সুন্দর করে তুলে ধরা হয়েছে যা অকল্পনীয় 🥰
যারা বাংলার ইতিহাস বাংলাদেশের ইতিহাস জানে যারা এই গানে নাম বলা মানুষ গুলা কে জানে তারা এই গানটা শত বার না হাজার বার না লাখোবার কোটি বার শুনলে ও শুনতে থাকবে,,🥺
This is not a song,this is our emotion ❤❤❤❤❤❤❤
এই গান টা জাতীয় সংগীত হওয়ার দাবী রাখে❤❤❤। অন্যদিকে আমার সোনার বাংলা, কোন ভাবেই বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করেনাহ।
গুরু মানেই অন্য রকম কিছু 😊🖤🎧
গানটা শুনলে শরীরের পশম দাড়িয়ে যায় 🇧🇩🇧🇩🇧🇩❤
এটা শুধু গান নয়, একজন বাংলাদেশীর কাছে এটা অন্তরের শব্দ, এই গানের প্রতিটা ব্যক্তি আমাদের আত্মার আত্মীয়, আমাদের দেশের প্রাণ তারা, এই ভূখণ্ড তাদের দ্বারাই অর্জিত।।। কমেন্ট লিখার সময় ও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে।।।
বাংলাদেশ আমার জন্মভূমি, কতটা ভালবাসি সেটা কোনো ভাষায় ব্যক্ত করা সম্ভব না, শুধু এতো টুকুই জানি বাংলাদেশ এর জন্য আমার মন প্রাণ উৎসর্গ সদা প্রস্তুত আছি।।।
প্রাণ প্রিয় মাত্র ভূমি তুমি দীর্ঘজীবী হও।।।🕊️💝🇧🇩💝🕊️
শরীরে কাটা দিয়ে উঠে এই গান শুনলে ❤️
এটি এমন একটি যে গান শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। এই গান শুনলে হৃদয় থেকে কান্না এসে যায়। এটি বাংলাদেশের শ্রেষ্ঠ গান। পুরো গানটা বাংলাদেশের ইতিহাস।
বাংলাদেশের প্রথম জাতীয় সংগীত হবে 🎉❤❤
এই গানটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা উচিত
কারণ এই গানটি পুরো বাংলার ইতিহাসের প্রতিনিধিত্ব করে ❤️❤️
বাংলাদেশের পুরো ইতিহাস এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে যাদের নাম বলা হয়েছে সবাই লিজেন্ড❤
এই গানের সত্যিকারের মর্যাদা শুধু একজন বাংলাদেশীই বুঝবে। এটা গান না, এটাই মূলত আমাদের জাতীয় সঙ্গীত।
এই গান শোনার পরেও যদি আপনার চোখের কোনো পানি না আসে আপনি তাহলে বাংলাদেশের ইতিহাস জানেন না।ইতিহাস জানলে আপনি কাঁদতে বাধ্য
একজন বাঙ্গালীই পারে এতো গভীর ভাবে দেশকে ভালোবাসতে।এই জন্যই বাঙালীরা পৃথিবীর সেরা।
ভাইয়া বাংলার ইতিহাস জেনে এই গান শুনলে আপনি চোখের পানি ধরে রাখতে পারতেন না
দাদা এটা শুধু একটা গান নয়,এটা বাংলাদেশের মানুষের আবেগ মায়া ভালোবাসা হাসি কান্না কষ্টের ইতিহাস।
এই গানটা যখনি যেখানেই শুনি আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। প্রথমত ধন্যবাদ প্রিন্স মাহমুদ স্যার কে এরকম একটি কালজয়ী গান সৃষ্টি করার জন্য। দ্বিতীয়ত জেমস ছাড়া এই গান আর কেউ এতটা আবেগ দিয়ে গাইতে পারতো না, he is unparalleled.❤❤❤
এবার কাজী নজরুলের "কান্ডারী হুশিয়ার"
আর্টসেলের কভার করা গানটার রিয়্যাক্ট করে ফেলো।
রক্ত শিরায় উঠে যাবে শিওর। ❤
Ei gan ta joto bar shuni gaye kata diye uthe...... Love from Bangladesh ❤
কি বলবো ভাই এই গান টা শুনলে কেনো জানি গায়ের লোম গুলো দাড়ায়ে যায়,,শরীরে কেমন জানি একটা শক্তি চলে আসে,, ❤❤❤
humm.. vai..lom dariye jay
যাদের নামগুলো নিয়েছে গানের মধ্যে তারা আমাদের বাংলাদেশের এক একটা আইডল।
আমি একটা বাংলাদেশি যতোটুকু ভালোবাসি বাংলাদেশ কে তার চেয়ে দিগুণ ভালোবাসি ইন্ডিয়া বাঙালিদের কে ❤❤❤❤
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ❤️ জেমসের এই গান শুনলে শরীরের পশম দাড়িয়ে যায় চোখে জল চলে আসে আবেগে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলি অসাধারন গান অনেকদিন পর আবার শুনলাম আমার সনার বাংলা সং ❤️😢
এই গানটা শুনলে দেশের প্রতি ভালোবাসা অনেক গুন বেড়ে যায়া।
জেমসের বাবা,মা,আমার সোনার বাংলা এইসব কালজয়ী গানের কথা এবং সুর প্রিন্স মাহমুদ। ৯০ এর দশকে আমরা শিল্পীর চেয়ে প্রিন্স মাহমুদ এর কথা এবং সুরে লিখা থাকলে সেই ক্যাসেট কিনতাম। তার প্রতিটি এয়ালবাম সুপার হিট।
বাংলাদেশের দ্বীতিয় জাতীয় সংগীত ❤️❤️
গান টা আবার শুনে চোখে পানি চলে আসলো❣️
দ্বিতীয় জাতীয় সংগীত ❤️❤️❤️জেমস
আমাদের ২য় জাতীয় সংগীত
james the living legend😇
অনেক ভালো লাগে যখন অন্য দেশের মানুষ গুলা আমাদের বাংলাকে ভালোবাসে😇
যাদের নাম নিছে তারা প্রত্যেকে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরের কমান্ডার ছিলেন এবং বিখ্যাত রাজনিতীবিদ ছিলেন
একমাত্র এটাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে।
এবং এটাই জাতীয় সংগীত হওয়ার যোগ্য
আমি গর্ব বোধ করি আমি বাংলাদেশী। 🥰🥰আমাদের দেশের জাতীয় সংগীত শুনে অজান্তেই চোখে পানি চলে আসে।😭😭
আমাদের দেশে অনেক মতে বাংলাদেশে জাতীয় সংগীত হওয়া উচিত জেমস এর সোনার বাংলা গানটা
Amar sonar Bangla❣️
এই গানটার আগে শুধু একজন খাঁটি বাংলাদেশী বুঝতে পারে কারণ বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত ইতিহাস
গানটা যতবার শুনছি ভিতরটা কেমন করে তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না ❤
You need to know Bangladesh to understand this song it's not just a song it's an emotional attachment. It's not just any song. If you are Bangladesi you would relate to it.
রবীন্দ্রনাথের সংগীত পরিবর্তন করে, বাংলাদেশের জাতীয় সংগীত এই গান টা রাখা উচিৎ।
প্রথম যে নাম দিয়ে গানটি শুরু হয়েছে তার নাম হোসেন সোহরাওয়ার্দী। আপনার জানা উচিত ছিল অবিভক্ত বাংলা তথা পশ্চিম এবং পূর্ব বাংলা আলাদা হওয়ার আগে সর্বশেষ মূখ্যমন্ত্রী ছিলেন তিনি।
Indiay history subject a maybe gandhi chara r kicchu nai
গানের মধ্যে যাদের নাম বলা হয়েছে তারা এক একজন এক এক স্থান থেকে মহামানুষ❤
hmm Mojib bade
@@aradnan001তাইতো বঙ্গবন্ধু আজ শহীদ আপনি গীবতকারী
@@aradnan001আপনি কি জানেন বঙ্গবন্ধু সম্পর্কে।
এইটা আমাদের জাতীয় সংগীতের মত। হৃদয়ে লাগে।
খুব করে চাইতাম এই গান টি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে
This should be the national anthem of Bangladesh cause it carries the total and proper history of Bangla and the important persons.
গানটিতে যেসব ব্যক্তিবর্গের নাম বলা হয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচয় নিম্নরূপ:
১. সোহরাওয়ার্দী - পুরো নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ তথা অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী ছিলেন এবং পাকিস্তানের ৫ম প্রধানমন্ত্রী ছিলেন। জন্ম পশ্চিমবঙ্গের মেদিনীপুরে, ১৮৯২ সালে। প্রখ্যাত ব্যারিস্টার ছিলেন। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। ওনার আরেকটি বড় পরিচয় উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু। '৪৭ এর দেশবিভাগের সময় উনি যখন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তখন উনি মহাত্মা গান্ধীর সাথে মিলে প্রাণপণ চেষ্টা করেছিলেন দাঙ্গা থামানোর।
২. শেরে বাংলা - পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। উপাধি শেরে বাংলা। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। কলকাতার মেয়রও ছিলেন। ভারতের বৃহৎ রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন ২ বছর। দেশবিভাগের পর পূর্ব বাংলার গভর্নর এবং মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী প্রভৃতি দায়িত্ব পালন করেন। জন্ম পূর্ববঙ্গের বরিশালে। প্রথিতযশা আইনজীবী ছিলেন। অসাধারণ মেধাবী ছিলেন। আমাদের বাংলাদেশে এখনও শিশুদেরকে অসাধারণ মেধাবীর উপমা দিতে ওনার নাম নেয়া হয়। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ১৮৯৪ সালে একসাথে পদার্থবিজ্ঞান, গণিত এবং রসায়নে ট্রিপল অনার্স ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে গণিতে মাস্টার্স ডিগ্রী নেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে আবার আইন বিষয়ে ম্নাতক ডিগ্রী নেন।
৩. ভাসানী - মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ছিলেন অবিভক্ত বাংলা এবং পরবর্তীতে বাংলাদেশের একজন প্রথিতযশা ধর্মীয় এবং রাজনৈতিক নেতা। বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা। পরবর্তীতে অন্য দল গঠন করেন। উনি চীনপন্থি কমিউনিস্ট মতাদর্শী ছিলেন। ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করেছেন। নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য আন্দোলন করে গেছেন। আসামের ভাসানচরে এক বিশাল জনসভায় তাকে "ভাসানী" উপাধি দেয়া হয়।
৪. বঙ্গবন্ধু - ওনার সম্পর্কে আশা করি কিছু বলে দিতে হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, প্রথম প্রেসিডেন্ট, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালিদের অধিকার আদায়ের লড়াইয়ে জীবনের দীর্ঘ সময় জেল এবং জুলুমের শিকার হন।
৫. জিয়া - পুরো নাম জিয়াউর রহমান। ছিলেন সামরিক বাহিনীর অফিসার। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ছিলেন। তবে পরবর্তীতে তার ভূমিকা খুবই বাজে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর এক সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে রাষ্ট্রক্ষমতায় আসেন। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদদ ছিলো। ক্ষমতায় এসেই জিয়াউর রহমান তার বিরোধী সামরিক অফিসারদের হত্যা করেন। মূলত জিয়াউর রহমানের ক্ষমতায় আসার মধ্যদিয়েই বাংলাদেশে দীর্ঘ ১৩ বছর স্বৈরাচারী শাসনের শুরু হয়। তার প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল রয়েছে - বিএনপি। এই দলটিও বিভিন্ন অগণতান্ত্রিক কর্মকাণ্ড এবং হত্যাকাণ্ড, দেশব্যাপী বোমাহামলা প্রভৃতির জন্য কুখ্যাত।
৬. জাহানারা ইমাম - বাংলাদেশের একজন প্রখ্যাত লেখিকা। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ওনার বড় ছেলে গেরিলা যোদ্ধা শাফী ইমাম রুমি শহীদ হন। তাই ওনাকে "শহীদ জননী" বলা হয়। ওনার লেখা বই " একাত্তরের দিনগুলি"র নাম এই গানটিতে বলা হয়েছে। ১৯৭১ সালের সেপ্টেম্বরে ইঞ্জিনিয়ারিং পড়তে রুমির আমেরিকা যাওয়ার কথা ছিলো, কিন্তু রুমি দেশমাতৃকার ডাকে মুক্তিযুদ্ধে যান এবং শহীদ হন।
৭. জসীমউদদীন - পল্লীকবি জসীমউদদীন। বাংলা ভাষার একজন প্রখ্যাত কবি এবং গীতিকার। আপনাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন শ্রেণীর বইয়ে ওনার কবিতা পাঠ্য হিসেবে রয়েছে। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। উনি মূলত গ্রামবাংলার অপরূপ বৈচিত্র্য, জীবনযাপন নিয়ে গান এবং কবিতা লিখেছেন। তাই ওনাকে পল্লীকবি বলা হয়।
৮. কবি নজরুল - কাজী নজরুল ইসলাম। বাংলা ভাষার বিখ্যাত কবি, সুরকার এবং গীতিকার। একজন বিদ্রোহী কবি। বাংলাদেশের জাতীয় কবি। ওনার সম্পর্কে আশা করি জানেন। বাংলা বইয়ে ওনার লেখা পড়ার কথা।
৯. সাত শ্রেষ্ঠ বীর - বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠ। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীরসন্তানদের মধ্যে এই সাতজন সর্বশ্রেষ্ঠ।
(পরের অংশে বাকিটুকু)😮
সব ঠিক ছিল। কিন্তূ জিয়া আর বিএনপিকে নিয়ে যা বলছেন এইটা বনয়াট কথা বার্তা 😑
এটা আশা করা যায় না আপনাদের থেকে সব ঠিকঠাক ছিলো জিয়াউর রহমান কে নিয়ে আপনার এইভাবে মন্তব্য করা ঠিক হয়নি! কে খুনের মদদ দিয়েছে দেয় নি এটার ফয়সালা আদালত করবে। প্রমাণিত হলে আপনি অনায়াসে বলতে পারেন অযথা কাউকে নিয়ে কুৎসিৎ মন্তব্য করবেন না।
Regarding Zia this man give totally bais information, Zia is the first person who declare "We revolt"
And there is no such document regarding involvement of killing Mujob.
Shame this type of people
খানকির পোলা জিয়া যে স্বাধীনতার ঘোষক এটা কি বলতে তোর লজ্জা লাগে! জিয়া দেশে গণতন্ত্র ধ্বংস করেননি ধ্বংস করছে বঙ্গবন্ধু বাকশাল করে!? সঠিক ইতিহাস জেনে কমেন্ট করতে আসবে।
যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানের মদদ থাকতো, তাহলে আজকের এই দিনে আওয়ামী লীগ ছেড়ে কথা বলতোনা৷ আপনি এক এমন লীগার, যে এখানে এসেও মিথ্যাচার করতেছেন৷ এমন লজ্জা আর কি হতে পারে!
এই গান রঠার লিখা ভারতের চাপিয়ে দেওয়া কথিত বাংলাকে নিয়ে লিখা "সোনার বাংলা" থেকে অনেক অনেক বেশি প্রতিনিধিত্ব করে🔥 (রঠার সোনার বাংলাতে কোনো অনুভূতি আসে না)
আমি নোবেলের সাথে শুধু এই ক্ষেত্রে একমত❤️
Tumi ki bolteso tar kono idea tomar nai
এই গানটা এতো মনকে স্পর্শ করে, গলার কাছে কান্না এসে জমা হয়েছে। খুব কষ্ট লাগছে। আমি আমার প্রিয় বাংলাদেশ কে খুব ভালবাসি। অন্য কোনো দেশে মরতে চাই না। এই দেশের মাটিতে যেন আমার শেষ ঠিকানা হয়।
ভাই আপনি ঠিকই বাংলাতে কিন্তু বাঙালির ইতিহাস জানেন না। হোসেন সরোওয়ারদি,শেরেবাংলা,ভাসানী, জগদীশচন্দ্র বসু, জাহানারা ইমাম, পল্লীকবি জসিমউদ্দিন। এমন অনেক লিজেন্ডারি বাঙালি আছে তাদের ইতিহাস সম্পর্কে আপনাদের কোন ধারনাই নেই
তারা শুধু এই বাংলাদেশের না ভারতবর্ষের গর্ব ছিল