ANTARE JAGICHE / অন্তরে জাগিছ অন্তরযামী
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- অন্তরে জাগিছ অন্তরযামী
তবু সদা দূরে ভ্রমিতেছি আমি॥
সংসার সুখ করেছি বরণ,
তবু তুমি মম জীবনস্বামী॥
না জানিয়া পথ ভ্রমিতেছি পথে
আপন গরবে অসীম জগতে।
তবু স্নেহনেত্র জাগে ধ্রুবতারা,
তব শুভ আশিস আসিছে নামি॥
রচনা পরিচিতি:
রচনাকাল: ১৩০০ (১৮৯৪)
কবির বয়স: ৩২
প্রকাশ: আশ্বিন ১৩০৩ , কাব্যগ্রন্থাবলী (বিবিধ)
গীতবিতান(পর্যায়;#/পৃ): পূজা-আশ্বাস; ২৪৯/১০৮
রাগ / তাল: বেহাগ / ঝাঁপতাল
স্বরলিপি: সঙ্গীত প্রকাশিকা (১৩১৬);ব্রহ্মসঙ্গীত ৬; স্বরবিতান ২৫
স্বরলিপিকার: কাঙালীচরণ সেন; ঐ; ঐ
পাদটিকা:
হিন্দি-ভাঙা গান (ধ্রুপদ), 'কোন যোগী ভয়ো', প্রাপ্তিস্থান - ইন্দিরা দেবী। প্রচলিত ও [ ব্র-স্ব ]-র মধ্যে সুরভেদ আছে।
পাঠভেদ:
আপন গৌরবে অসীম জগতে -[ গীবিন ] ১ম সং(১৩৩৮)।
[ র-ত্রি ];[ র-ভা ]