যা হারিয়ে যায়... Ja hariye jaay...
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- যা হারিয়ে যায় তা আগলে ব'সে রইব কত আর?
আর পারি নে রাত জাগতে, হে নাথ, ভাবতে অনিবার॥
আছি রাত্রি দিবস ধ'রে দুয়ার আমার বন্ধ ক'রে,
আসতে যে চায় সন্দেহে তায় তাড়াই বারে বার॥
তাই তো কারো হয় না আসা আমার একা ঘরে।
আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে।
তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও--
রাখতে যা চাই রয় না তাও, ধুলায় একাকার॥
রচনা পরিচিতি
রচনাকাল: ১ আশ্বিন ১৩১৬ (১৯০৯)
কবির বয়স: ৪৮
রচনাস্থান: কলকাতা
প্রকাশ: ১৯১০,শ্রাবণ ১৩১৭ , গীতাঞ্জলি ৪০ র-র ১১ |
Rabeendra Beeksa - Misc. Sources
গীতবিতান(পর্যায়;#/পৃ): পূজা-দুঃখ; ২৩৯/১০৪
রাগ / তাল: মিশ্র ঝিঁঝিট / একতাল
স্বরলিপি: সঙ্গীত প্রবেশিকা; গীতলিপি ১; সঙ্গীত গীতাঞ্জলি; স্বরবিতান ৩৮
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়; ঐ; ভীমরাও শাস্ত্রী; সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
পাদটিকা:
মাঘোৎসবে গীত।
প্রথম প্রকাশ ব্রহ্মসঙ্গীত মতে ঝিঁঝিট/কাওয়ালি, তত্ত্ববোধিনী পত্রিকায় মিশ্র সিন্ধু/একতাল।