@@raiyanchowdhury6560 লোকে যে কাজকে ছোট বলে তারা তাকে বলে জীবন। আসলে সমস্যাটা কাজে না মানষিককতায়। আমিও বিশ্বাস করি যে, কোন কাজ'ই ছোট নয়। এই ভাই চা বিক্রি করে তা আবারও দেখিয়ে দিয়েছেন।
কোন কাজেই ছোট নয়। কিন্তু বাংলাদেশের পাবলিক ছোট কাজকে ছোট করে দেখে, আপনি যদি একটা চা দোকানে চাকরি করেন, তাহলে পাবলিকরা আপনার সাথে কর্মচারীর মতো আচরণ করবে। আপনি কি শিক্ষিত নাকি মুর্খ, ভালো নাকি খারাপ এগুলো দেখবেনা। আর তুই তুকারি তো আছেই। যার জন্য আমাদের দেশে আজকে লাখ লাখ শিক্ষিত বেকার। কারন তারা ছোট কাজ করতে গেলে সেই সম্মান টা পায়না।
আরে ভাই তাকে কি দেখে কোন দিক থেকে মনে হচ্ছে যে সে চা বিক্রি করতেছে? আসল কথা হলো সে ভাইরাল হওয়ার জন্য চা বিক্রির অভিনয় করতেছে যাতে একটা সরকারি চাকরি পাওয়া যায়।
সালাম জানাই ভাই তোমাকে, প্রতিটি মানুষের উচিত শুধু পেশা নয়, মধ্যবিত্ত কেও সম্মান করা। কুমন্ত্রণা বা হাসিঠাট্টা না করে পাশে থাকা এগিয়ে যাও ভাই অনেক বড় হও জীবনে।
আলহামদুলিল্লাহ, একটা অসাধারণ উদ্যোগ, ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি প্রত্যেক ছাত্রদের উচিত হাত খরচের জন্য পার্টটাইম কিছু করা। এতে করে নতুন উদ্যোগতা তৈরি হবে এবং চাকরির হতাশা দূর হবে।
ভাই বিশ্বাস করেন! আপনার কাজ দেখে আমি অনেক অনেক Motivate হলাম। 🙏🙏💪💪 আপনার মতো স্টুডেণ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে দরকার। আপনার মতো সন্তান সকল ঘরে দরকার। দোয়া এবং ভালোবাসা রইলো আপনার প্রতি ❤❤❤❤ 🤲🤲🤲
সালাম জানাই ছেলে টাকে ও অন্তর থেকে দোয়া করি সে যেন তার জীবনের লক্ষে পৌছাইতে পারে। কোন কাজ কে ছোট ভাবা উচিত না। তুমি এগিয়ে যাও আল্লাহ তোমার সহায়ক হোক। আমিন।
এই কাজটি ছোট মনে করবেন না। আমি নিজেও গ্রেজুয়েশন করে চাকুরীর জন্য না অপেক্ষা করে এসকেভেটর অপারেটিং করে পরিবারের চাহিদা মেটাতে পারি আমার এই কাজ টা অনেক সন্মানের সাথে করি দোয়া করবেন সবাই ❤❤❤❤
অনেক শুভকামনা আবরারের জন্য। কোন কাজই আসলে ছোট না। ছোট হলো সমাজের লোকের দৃষ্টিভঙ্গি। ওর মতো দৃষ্টিভঙ্গি যেন প্রত্যেকটা নতুন প্রজন্মের মানুষের মধ্যে গঠন হয় সেই প্রত্যাশা করি।❤
আমি একজন মেয়ে আমি এভাবে চা বিক্রি করতে চাইছি কয়েকদিন আগে ভাবছিলাম আমারই হয়তো এরকম অদ্ভুত চিন্তা মাথায় ঘুরে কিন্তু এখন এই ভাইয়াটাকে দেখে মনে হচ্ছে আমার মত পাগলা চিন্তা করার মত মানুষ এই শহরেই আছে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল❤❤❤❤
ডিগ্রি তো অনেকেরই থাকে ,তবে প্রকৃত শিক্ষিত ক ' জন ই বা হোন। কোনো মানুষ কতটা শিক্ষিত সেটা তার আচার -আচরণ , ভাব - ভঙ্গি ,কথা - বার্তা থেকেই বোঝা যায়।❤❤ এ ধরনের মানসিকতা সবার মধ্যে থাকলে এ সমাজ একদিন বদলে যাবে । ❤❤❤❤
মাশাআল্লাহ ধন্য পিতামাতার ধন্য ছেলে💖 ছাত্র অবস্থায় যে কোনো কাজই করা যায় যেটা উন্নত বিশ্বের দেখা যায় যেখানে কোনো কাজকেই ছোটো করে দেখা হয় না এবং শুধু মাত্র এ কারনেই ঐ সব দেশগুলো উন্নত। অনেক অনেক দোয়া রইলো এই সোনার ছেলের জন্য 💖
মাশাল্লাহ জাজাকাল্লাহ খাইরান ঃ-- চমৎকার কাহিনি -- এই ছোট ভাইকে সর্ব প্রথমে জানাই-- অসংখ্য ধন্যবাদ ও মোবারক বাদ। আললাহ পাক রাব্বুল আলামীন -- তোমার শারীরিক সুস্থতা ও সু- দীর্ঘায়ু হায়াত দান করুন। আমিন চুম্মা- আমিন। বর্তমান সমাজে তোমাকে যারা ছোট মনে করে -- প্রকৃত অর্থে - তারাই ছোট মনের মানুষ। ছোট ভাই এগিয়ে যাও -- মহান প্রভু আছে তোমার সাথে।
সফলতার পূর্ব শর্ত গুলো তোমার মধ্যে দেখতে পাচ্ছি ভাই, আমিও পড়াশোনার পাশাপাশি ছোট করে একট বিজনেস শুরু করেছিলাম, আমার অনার্স মাস্টার্স শেষ আর আমিও সেই ব্যবসার ধারাবাহিকতায় আজ ২ কোটি টাকার মুলধনে দাড়িয়ে বিজনেস রান করে আছি আলহামদুলিল্লাহ,, আমার বন্ধুরা যখন পড়াশোনার মধ্যে আড্ডায় নিমজ্জিত থাকতো আমি তখন আমার পড়াশোনার পাশাপাশি ভিন্ন কিছু করার চিন্তায় নিমজ্জিত থাকতাম, আমার পড়াশোনা শেষ আর সেই সাথে আমি একজন সফল উদ্যোক্তা হয়েও নিজেকে দ্বার করাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি এটাই বুঝাতে চাচ্ছি তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে অনেক আগে থেকেই শুরুটা করতে হবে। আর অবশ্যই নিজের মধ্যে সততা থাকতে হবে কারণ এটা তোমার সফলতার সিড়ি হিসাবে তোমাকে উপরে উঠতে সাহায্য করবে।
অনেক ভালো মনের মানুষ চিন্তা ধারা খুব ভালো। এমন মানুষ সকল পরিস্থিতিতে খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে। যার কারণে এরা সবসময় সুখে থাকতে পারে। অহংকারী মান-সম্মানের পরিস্থিতিতে এদেরকে আত্মহত্যা করে মরে যাওয়া, বা মরার কথা ভাবতে হয়না।
@@forhadahmed4643 why mr. forhad..?? Why shouldn’t i can't tell anyone that I'm a graduate..education and profession are totally different things for me...!!
wow, what a mindset of this brother!! I'm pretty sure that this guy gonna be successful in his life. Creating source of own job instead of hunkering after job is an unique job and that's something what very rare people can do. Appreciating this guy from the bottom of heart as he didn’t underestimate his profession
আমার চোখের পানিটা চলে আসলো সতী আমি জদি কিছু টাকার মালিক হোতাম ওনাকে আমি একটা লাইন দরীয়ে দিতাম কসম ভাই ❤❤❤❤❤❤❤❤❤ওনার পাসে পারলে কেহ দারান ওনার মায়ের কথাটা বাবেন সেকি চায় তার ছেলে এটা করুক সেলুট ভাই মায়ের পাসে থাকেন ❤❤❤❤❤❤❤❤
কোন কাজই ছোট নয় ভাইয়াকে দেখি সেলুট করা উচিত অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি পড়াশোনার পাশাপাশি একটা কাজ করছেন বরফ কোন কোম্পানিতে চাকরি করলেই তাকে সম্মান দিতে হবে এমন কোন কথা নেই ছোট ছোট কাজ থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত মানুষ ছোট থেকেই বড় হয় ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এগিয়ে যান আপনি আমার সাথে কারা কারা একমত
অনেক অনেক দোয়া রইল। কোন কাজ ছোট না ।বড় হতে হলে ছোট থেকে শুরু করতে হয়।যারা হুট করে বড় হতে চায়,তারা হুট করেই পড়ে যায়।সৎ থাকো এগিয়ে যাও। ইনশাআল্লাহ বড় হতে পারবেন।
হালাল পথে উপার্জনে কোন কাজই ছোট নয়। কিন্তু আমরা তা মানিনা বা সম্মান করিনা। তাই লোকলজ্জার ভয়ে কেউ নিজের পরিচয় গোপন করে এই কাজগুলো করে থাকে। আমাদের মানসিকতা বদল না করলে সমাজ পরিবর্তন সম্ভব নয়😢 শুভকামনা ❤
Wonderful Bro I live in the USA My two son was a student they worked for a pizza delivery. Now finished their education both are doing a good job. Please proceed with the business and education. You are a wonderful boy we are proud for you. Suman New York USA
ভালো লাগলো সৎপথে উপার্জনে ছোট কাজকে সম্মান দেওয়া উচিত। বাংলাদেশে মানুষ অনেক কথাই বলবে তাদের মুখে জামাঘষে দিয়ে আপনি আপনার কাজ চালিয়ে যান। শুভকামনা রইলো আপনার জন্য।।
অসাধারণ । আমার বলার মতো কোনো ভাষা নেই। আই রেসপেক্ট ইউ। ভাই তুমি চালিয়ে যাও। দুষ্টু লোকের কথায় কান দিও না। বিলগেটস বাদাম বিক্রি করতেন পরবর্তী সময়ে সে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়েছেন সো কোন কাজই ছোট না। চালিয়ে যাও তোমার জন্য দোয়া এবং শুভেচ্ছা রইলো ❤❤
অন্যের অধীনে চাকর গিরি করার থেকে মাথ উঁচু করে নিজের মতো করে কিছু নতুনত্ব করা অনেক বেশি সম্মানের। আমিও চাকরি ছেড়ে নিজের মতন করে কিছু করছি, হয়তো বড়োলোক না হতে পারি কিন্তু মাথা উঁচু করে বাঁচি, এটাই সব থেকে বড় প্রাপ্তি। তোমাকে অনেক অনেক ভালোবাসা, এগিয়ে যাও ভাই। 🇮🇳🇮🇳🇮🇳 থেকে।
আমি মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি পড়ুয়া একজন স্টুডেন্ট আমি দীর্ঘ 6 মাস ঝালমুড়ি বিক্রি করে আমার পরীক্ষার ফরম ফিলাপ করেছি এই সমাজের মানুষগুলো কাজ করাকে বাজে ভাবে নেয় 😢
ছেলেটার প্রথম কথা "" ভাইয়া চা খাবেন""
খুব সুন্দর করে বললো।। বুঝাই যায় যে ছেলেটা অনেক ভালো মনের আর তার মা বাবা ভালো শিক্ষা দিয়েছে
lal cap pora apu ta avai er gf !!
উনি হলো আমাদের দেশের একজন আসল মানব সম্পদ।
আহা! কাজের প্রতি সম্মান দেখে সত্যিই মুগ্ধ হলাম এই ভাইয়ের প্রতি। আল্লাহ তার এই হালাল উপার্জনে বারাকাহ দান করুক।
আপনারাও যদি একটু সদয় হন। বাংলাদেশের পাবলিক চা বিক্রেতাকে মনে করে তার টাকা দিয়ে কেনা গোলাম। যেভাবে ব্যবহার করে।
@@raiyanchowdhury6560 লোকে যে কাজকে ছোট বলে তারা তাকে বলে জীবন। আসলে সমস্যাটা কাজে না মানষিককতায়। আমিও বিশ্বাস করি যে, কোন কাজ'ই ছোট নয়। এই ভাই চা বিক্রি করে তা আবারও দেখিয়ে দিয়েছেন।
Amin
Àmeen
আমিন
আমার সর্বোচ্চ সম্মান ও সালাম রইলো এই ভায়ের প্রতি,চুরি বা ছিনতাই নই,বরং কর্ম করছেন,এটাই অনেক ❤
Thik to
কত সাবলীল ভাবে কথা বলে।
সুশিক্ষিত একজন মানুষ
অনেক শুভকমনা ভাই ❤
দেশের এতো ভয়াবহ অবস্থার মধ্যে এটাই একটি ভালো খবর যা শুনে মনে শান্তি লাগলো,মাশাল্লাহ সুশিক্ষায় শিক্ষিত ভাইটি কোন কাজেই ছোট করে দেখা উচিত না।
কোনো কাজই ছোট নয় এটা এই ভাই টা প্রমাণ করে দিলো খেলা পড়া করেও চা বিক্রি অনেক সুন্দর লাগলো ❤
কোন কাজেই ছোট নয়। কিন্তু বাংলাদেশের পাবলিক ছোট কাজকে ছোট করে দেখে, আপনি যদি একটা চা দোকানে চাকরি করেন, তাহলে পাবলিকরা আপনার সাথে কর্মচারীর মতো আচরণ করবে। আপনি কি শিক্ষিত নাকি মুর্খ, ভালো নাকি খারাপ এগুলো দেখবেনা। আর তুই তুকারি তো আছেই। যার জন্য আমাদের দেশে আজকে লাখ লাখ শিক্ষিত বেকার। কারন তারা ছোট কাজ করতে গেলে সেই সম্মান টা পায়না।
ঠিক ভাই 🥺
❤❤❤good
এটা সবাই মুখে মুখেই বলে
বানান ঠিক করেন ঐটা লেখা হবে খেলা না।
এরাই ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে পারবে,,,❤এরাই বুঝবে গরিবের কষ্ট। ❤
চুরি করে খাচ্ছে না, সব কাজে সম্মান দেওয়া দরকার I Respect him❤
❤
💕
আরে ভাই তাকে কি দেখে কোন দিক থেকে মনে হচ্ছে যে সে চা বিক্রি করতেছে? আসল কথা হলো সে ভাইরাল হওয়ার জন্য চা বিক্রির অভিনয় করতেছে যাতে একটা সরকারি চাকরি পাওয়া যায়।
You are right 👍
Ekdom thik
জনগনের টাকা মেরে খাওয়ার চেয়ে চা বৃক্রি করে খাওয়া টাও সম্মানের🙏🙏
Thik
100% right
বাংলাদেশের প্রতিটি মানুষের উচিত শুধু পেশা নয়, মধ্যবিত্ত কেও সম্মান করা। কুমন্ত্রণা বা হাসিঠাট্টা করা নয়।
ঠিক 🥺 সবাই এটা বুঝে না 🥺
Right
❤Right❤
মধ্যবিত্ত না মধ্যবিত্ত কেও সম্মান করে কিন্তু নিম্নবিত্তকে একদমই অসম্মান করা হয় সবার উচিত আমাদের সবাই সবাইকে সম্মান করা।
সেটাই এবং এই কথাগুলো আমাদের বারবার সোশাল মিডিয়াগুলোতে প্রকাশ করতে হবে।
সন্তান তুল্য ছেলেটি কে সর্বোচ্চ সম্মান জানাই। তুমি একটা দৃষ্টান্ত বাবা। অনেক দূর যাবে তুমি। অন্তস্তল থেকে দোয়া রইলে।
অনেক ভাল মনের মানুষ।।। একদিন এই ছেলেটা অনেক বড় হবে,,হয়তো আমাদের নতুন প্রজন্মের আইকনও হবে,ইনশাল্লাহ ।।। দোয়া ও শুভকামনা রইলো তোমার জন্য।।
এই দেশে এটা অসম্ভব 😢😢
মানুষের কথায় কান দিবেন না ভাইয়া কারন মানুষ উৎসাহ নয় বরং খোঁচা দিয়ে নিরুৎসাহিতই করবে,,, এগিয়ে যান আপনি❤️
ছেড়ে দিলে,,সম্মান পাবে কিন্তু বাচতে পারবেনা। সকল হালাল কর্মই সমান।কেউ বুঝে কেউ বুঝেনা,,,আর এই জন্য বাঙালি জাতির উন্নতি হওয়া কঠিন
সম্মান ও পাবে না ভাই,শুধু সাধারণ হয়েই থাকতে হবে😊
@@suspended3018 বাঙ্গালীদের এই ধরনের চিন্তাভাবনা মনোভাব পরিবর্তন না হলে, বাঙালিরা জীবনে উন্নতি করতে পারবে না। সারা জীবন না খেয়ে টাই পড়ে থাকতে হবে।
❤❤ right
চুরি ত করতেছেনা ঔটাত ভালো
হালাল কাজ , সমমানে কি পেটে খানি দিবে
@@suspended3018যে বোঝে সে ঠিকই সম্মান দিবে
যারা অবুঝ বোকাচোদা তাদের কাছ থেকে সম্মান না পাওয়াই ভালো
বিদেশে গিয়ে রাস্তা ঝাড়ু দিলেও সম্মানের অনেকের কাছে কারন অনেক টাকা😡😡 তবে নিজ দেশে থেকে এমন কাজ অবশ্যই অসম্মানের নয়।
Kothay sekh sadi koi borkir ladi
রাইট
সুন্দর মতামত
Right 👍
কী সুন্দর বাচনভঙ্গি ছেলেটার!অসাধারণ পারিবারিক শিক্ষা পেয়েছে নিশ্চয়।
Khubi valo
কোন কাজ ছোট না,সব কাজের প্রতি সম্মান দেয়া উচিত।
এমন সন্তান প্রতিটি বাবা মায়ের ঘরে জন্ম হোক
আলহামদুলিল্লাহ,, উনি সফলতার শীর্ষে পৌঁছে যাবেন একদিন কারণ লোকের প্রতি দৃষ্টিপাত করেননি ।।
শুভকামনা ভাই। দেশের মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে এমন মানুষের বড্ড প্রয়োজন।
সালাম জানাই ভাই তোমাকে, প্রতিটি মানুষের উচিত শুধু পেশা নয়, মধ্যবিত্ত কেও সম্মান করা। কুমন্ত্রণা বা হাসিঠাট্টা না করে পাশে থাকা এগিয়ে যাও ভাই অনেক বড় হও জীবনে।
কোন কাজই ছোট নয়, উন্নত দেশে যে যাই কাজ করুক সেখানকার মানুষ তাদের কাজকে সন্মান করে। এই ভাইয়ের কাজটিও প্রশংসনীয়। সামনে এগিয়ে যান।
কিন্তু যখন নিজের বোন বা মেয়ের জন্য পাত্র খোঁজা হয় তখন এই কথা মনে থাকে না
স্যালুট জানাই ভাইটিকে। এই ভাইয়ের কাছ থেকে সমাজের মানুষের অনেক কিছু শেখার আছে।
আলহামদুলিল্লাহ কোন কাজেই ছোট না মানুষ বাচে তার কমের মধ্যে বয়সর মধ্যে না ❤❤❤
বিয়ে করার সময় তো চাকরিজীবী খোঁজো।কত সুন্দর নিয়ম তোমাদের।
@@NasimBangladesh-cm7bq🤣😁
@@NasimBangladesh-cm7bqright😂
Alhamdulleh
@@NasimBangladesh-cm7bq Vai oi vai er address janle amy blte paren ami biye krbo oi sele k
আমাদের প্রত্যেকেরই উচিত সকল কাজকে এবং সকল পেশার মানুষকে সম্মান করা।
তোমার এই চিন্তা এবং অভিজ্ঞতা তোমাকে একজন সফল উদ্যোক্তা হতে সাহায্য করবে।
তোমাকে salute...
এগিয়ে যাও...সফল হও...❤
প্রকৃত পক্ষে উনিই এগিয়ে রয়েছেন। দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার জন্য এইরকম ব্যক্তি খুবই প্রয়োজন।
আলহামদুলিল্লাহ,
একটা অসাধারণ উদ্যোগ, ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি প্রত্যেক ছাত্রদের উচিত হাত খরচের জন্য পার্টটাইম কিছু করা। এতে করে নতুন উদ্যোগতা তৈরি হবে এবং চাকরির হতাশা দূর হবে।
ভাই আমারও বিদেশ কাজ করি বলে আমাদের অনেক মানুষ কামলা বলে জকন দেশে আসি
@@SaiedAhmed-o3y bolukna tata kiba jay asa
প্রতিটি পেশাই সম্মানজনক। কোনো কাজই ছোট নয়। তাই আমাদের উচিত সকল কাজ কে সম্মান করা।😊
কোন কাজই ছোট নয় -ছেলেটির সাফল্য অাসবেই-এ কথা জোর দিয়েই বলা যায় - ওর প্রতি রইলো শুভেচ্ছা ও শুভকামনা।
আমাদের দেশে যদি পার্ট টাইম যব করার সুযোগ থাকত তাহলে আজ আমাদের মধ্যবিত্তদের পড়া লেখার জন্য কষ্টটা একটু কমে যেতো।
ভাই বিশ্বাস করেন! আপনার কাজ দেখে আমি অনেক অনেক Motivate হলাম। 🙏🙏💪💪
আপনার মতো স্টুডেণ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে দরকার। আপনার মতো সন্তান সকল ঘরে দরকার।
দোয়া এবং ভালোবাসা রইলো আপনার প্রতি ❤❤❤❤ 🤲🤲🤲
সালাম জানাই ছেলে টাকে ও অন্তর থেকে দোয়া করি সে যেন তার জীবনের লক্ষে পৌছাইতে পারে। কোন কাজ কে ছোট ভাবা উচিত না। তুমি এগিয়ে যাও আল্লাহ তোমার সহায়ক হোক। আমিন।
এই কাজটি ছোট মনে করবেন না। আমি নিজেও গ্রেজুয়েশন করে চাকুরীর জন্য না অপেক্ষা করে এসকেভেটর অপারেটিং করে পরিবারের চাহিদা মেটাতে পারি আমার এই কাজ টা অনেক সন্মানের সাথে করি দোয়া করবেন সবাই ❤❤❤❤
অনেক শুভকামনা আবরারের জন্য। কোন কাজই আসলে ছোট না। ছোট হলো সমাজের লোকের দৃষ্টিভঙ্গি। ওর মতো দৃষ্টিভঙ্গি যেন প্রত্যেকটা নতুন প্রজন্মের মানুষের মধ্যে গঠন হয় সেই প্রত্যাশা করি।❤
আসসালামুয়ালাইকুম কেমন আছেন আপু
বাংলাদেশের মানুষ হাঁসি ঠাট্টা করবেই এটা নতুন কিছু নয়,কারন এই জ্যাতি কখনো কাউকে ভালো কিছু করতে সহযোগীতা করবে না,,এটাই বাস্তবতা,ভাই আপনার জন্য শুভকামনা
আমি একজন মেয়ে আমি এভাবে চা বিক্রি করতে চাইছি কয়েকদিন আগে ভাবছিলাম আমারই হয়তো এরকম অদ্ভুত চিন্তা মাথায় ঘুরে কিন্তু এখন এই ভাইয়াটাকে দেখে মনে হচ্ছে আমার মত পাগলা চিন্তা করার মত মানুষ এই শহরেই আছে
অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল❤❤❤❤
❤❤
এদেশের মানুষ কখনোই ছোট পেশাকে সম্মান দিতে জানে না। বিধায় এদেশের মানুষের উন্নতি সম্ভব নয়। এই লোকটার কথাগুলো আমাকে মোটিভেট করলো, ধন্যবাদ ভাই
স্যালুট ভাই তোমাকে কারণ, তুমি কাজকে সম্মানের চোখে দেখেছো এবং বাস্তবায়ন করেছো।🙋♂️🙋♂️🙋♂️
বাপের টাকায় বসে খাওয়া ঐসব ছেলেদের চেয়ে এরকম দায়িত্বশীল একজন ছেলে পরিবার এর জন্য অনেক ভালো
কাজের প্রতি সম্মান দেখে সত্যিই মুগ্ধ হলাম এই ভাইয়ের প্রতি। আল্লাহ তার এই হালাল উপার্জনে বারাকাহ দান করুক।
ভাই তুমি এগিয়ে যাও ,তুমি আমাদের নতুন প্রজন্মের আইকন, ইনশাল্লাহ।
ডিগ্রি তো অনেকেরই থাকে ,তবে প্রকৃত শিক্ষিত ক ' জন ই বা হোন।
কোনো মানুষ কতটা শিক্ষিত সেটা তার আচার -আচরণ , ভাব - ভঙ্গি ,কথা - বার্তা থেকেই বোঝা যায়।❤❤
এ ধরনের মানসিকতা সবার মধ্যে থাকলে এ সমাজ একদিন বদলে যাবে । ❤❤❤❤
তোমাকে প্রবাসীদের পক্ষে থেকে সালাম জানাই ভাই❤❤ পরিশ্রম একমাত্র সফলতার মুল উৎস ❤❤
মাশাআল্লাহ ধন্য পিতামাতার ধন্য ছেলে💖 ছাত্র অবস্থায় যে কোনো কাজই করা যায় যেটা উন্নত বিশ্বের দেখা যায় যেখানে কোনো কাজকেই ছোটো করে দেখা হয় না এবং শুধু মাত্র এ কারনেই ঐ সব দেশগুলো উন্নত। অনেক অনেক দোয়া রইলো এই সোনার ছেলের জন্য 💖
এই ভাইয়ের জন্য অনেক দোয়া আর শুভকামনা রইল❤❤❤
মাশাল্লাহ জাজাকাল্লাহ খাইরান ঃ-- চমৎকার কাহিনি -- এই ছোট ভাইকে সর্ব প্রথমে জানাই-- অসংখ্য ধন্যবাদ ও মোবারক বাদ। আললাহ পাক রাব্বুল আলামীন -- তোমার শারীরিক সুস্থতা ও সু- দীর্ঘায়ু হায়াত দান করুন। আমিন চুম্মা- আমিন। বর্তমান সমাজে তোমাকে যারা ছোট মনে করে -- প্রকৃত অর্থে - তারাই ছোট মনের মানুষ। ছোট ভাই এগিয়ে যাও -- মহান প্রভু আছে তোমার সাথে।
এই ছেলেটা একদিন সফল হবে বলে আমি বিশ্বাস করি ওর জন্য রইলো শুভকামনা ও নিরন্তর ভালোবাসা ❤❤❤
সফলতার পূর্ব শর্ত গুলো তোমার মধ্যে দেখতে পাচ্ছি ভাই, আমিও পড়াশোনার পাশাপাশি ছোট করে একট বিজনেস শুরু করেছিলাম, আমার অনার্স মাস্টার্স শেষ আর আমিও সেই ব্যবসার ধারাবাহিকতায় আজ ২ কোটি টাকার মুলধনে দাড়িয়ে বিজনেস রান করে আছি আলহামদুলিল্লাহ,, আমার বন্ধুরা যখন পড়াশোনার মধ্যে আড্ডায় নিমজ্জিত থাকতো আমি তখন আমার পড়াশোনার পাশাপাশি ভিন্ন কিছু করার চিন্তায় নিমজ্জিত থাকতাম, আমার পড়াশোনা শেষ আর সেই সাথে আমি একজন সফল উদ্যোক্তা হয়েও নিজেকে দ্বার করাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি এটাই বুঝাতে চাচ্ছি তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে অনেক আগে থেকেই শুরুটা করতে হবে। আর অবশ্যই নিজের মধ্যে সততা থাকতে হবে কারণ এটা তোমার সফলতার সিড়ি হিসাবে তোমাকে উপরে উঠতে সাহায্য করবে।
পৃথিবীতে কোনো কাজ ই ছোট নয়, আমাদের উচিত সকল কাজ কে সম্মান করা
সে একদিন সফল উদ্যোক্তা হবে নিশ্চই, শুভ কামনা রইলো ছোট ভাইয়ের জন্য
উনাকে চা বিক্রেতা মনে না হলেও মানবসম্পদ মনে হয় ❤
😂😂😂😂 hassokor kota
@@ShalamShahin-hy6ho 🤡
ব্যবসা তো আমাদের গৌরব ছিল জাতি আবার গৌরবেই ফিরে আসছে ❤❤❤❤❤
ছেলেটা সৎ পথে থেকে আয় করছে। এই বয়সে অনেকেই বখাটেপনা করে বেড়ায়। সেই বয়সে সে ব্যাবসা করছে। সেল্যুট।
আলহামদুলিল্লাহ,,, ভাই আপনাকে সালাম, কোনো কাজ ছোট নয় ❤❤❤❤ আল্লাহ, চাইলে আপনি একদিন বড় হবেন
অনেক ভালো মনের মানুষ চিন্তা ধারা খুব ভালো। এমন মানুষ সকল পরিস্থিতিতে খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে। যার কারণে এরা সবসময় সুখে থাকতে পারে। অহংকারী মান-সম্মানের পরিস্থিতিতে এদেরকে আত্মহত্যা করে মরে যাওয়া, বা মরার কথা ভাবতে হয়না।
❤❤
পড়ালেখার পাশাপাশি এই কাজটা বেশ মানানসই। তোমার মন মেজাজটা বেশ ভালো । তোমাকে অনেক ধন্যবাদ।
মানুষ নামের অমানুষ গুলোর কথায় কিছু মনে করো না, অনেক অনেক দোয়া রইলো। ❤❤❤❤❤❤
চাকরি করা মানে গোলামি করা তার থেকে ওনার পেশা টা ভালো, সম্মান এর দাবিদার স্যালুট ভাই
নিজের স্বাধীনতা নিজের মতো করে কাজ করা আর কোন কাজ ছোট নয়।। চিন্তা ভাবনা খুব ভালো ওনার আল্লাহ পাক একদিন অনেক বড় করবেন ইনশাআল্লাহ।
ভাই আপনাকে স্বাগতম জানাই মন থেকে......কোনো কাজকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই.... আর যারা করে তাদের মানসিকতার সমস্যা।
চা বিক্রি করে,চুরি করে না...আমি গ্রাজুয়েশন করে গাড়ি চালাই... ভালো আছি।। আমাদের উচিৎ কৃত্রিম সামাজিকতা থেকে স্বাভাবিক সামাজিকতায় ফিরে আসা উচিৎ।।
dont tell anyone you r graduate.....
@@forhadahmed4643 why mr. forhad..?? Why shouldn’t i can't tell anyone that I'm a graduate..education and profession are totally different things for me...!!
wow, what a mindset of this brother!! I'm pretty sure that this guy gonna be successful in his life. Creating source of own job instead of hunkering after job is an unique job and that's something what very rare people can do. Appreciating this guy from the bottom of heart as he didn’t underestimate his profession
আমার চোখের পানিটা চলে আসলো সতী আমি জদি কিছু টাকার মালিক হোতাম ওনাকে আমি একটা লাইন দরীয়ে দিতাম কসম ভাই ❤❤❤❤❤❤❤❤❤ওনার পাসে পারলে কেহ দারান ওনার মায়ের কথাটা বাবেন সেকি চায় তার ছেলে এটা করুক সেলুট ভাই মায়ের পাসে থাকেন ❤❤❤❤❤❤❤❤
❤
দোয়া রইলো। অনেক বড় কিছু হও বাবা।
জীবনে কখন কি হয় কেউ বলতে পারে না। তাই আমাদের উচিত ছোট কাজ গুলো আগে থেকে করে অভবোসতো করা। তা নাহলে বড় হওয়ার পর। যেকোন কাজে লজ্জা শরম হেনস্তা হতে হয়
কোন কাজই ছোট নয় ভাইয়াকে দেখি সেলুট করা উচিত অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি পড়াশোনার পাশাপাশি একটা কাজ করছেন বরফ কোন কোম্পানিতে চাকরি করলেই তাকে সম্মান দিতে হবে এমন কোন কথা নেই ছোট ছোট কাজ থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত মানুষ ছোট থেকেই বড় হয় ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এগিয়ে যান আপনি আমার সাথে কারা কারা একমত
পৃথিবীতে কোন কাজেই ছোট নয় সব কাজে সম্মানের। অন্যের কাছে হাত পাতা আর চুরি করার চাইতে চা বিক্রি করা অনেক সম্মানের। হালাল সব সময় একটু কঠিন হয়।
এগুলা শুধু মুখেই বলেন বাস্তবতা অন্যরকম।
Right 👍👍👍
❤❤❤❤❤
@@noyonislan7419thik Bhai
❤
ভাইয়ের জন্য দোয়ারইল ও সাফল্যকামনা করি
মহান আল্লাহ যেন ভাইটিকে ধৈর্য দেন
অনেক অনেক দোয়া রইল। কোন কাজ ছোট না ।বড় হতে হলে ছোট থেকে শুরু করতে হয়।যারা হুট করে বড় হতে চায়,তারা হুট করেই পড়ে যায়।সৎ থাকো এগিয়ে যাও। ইনশাআল্লাহ বড় হতে পারবেন।
আপনার কাজটা ছোট নয়, অনেক বড় ❤আমার বাবাও চা বিক্রি করে, এতে আমি গর্ব করি ❤️❤️🩹 2:48
বাংলাদেশের মানুষের এইসব কাজকে সম্মান করে না। মনে করে কি চাকরি আছে তো সন্মান আছে। দৃষ্টি ভঙ্গি পাল্টাতে হবে।
ঠিক ভাইয়া মানুষ হাসাহাসি করে 🥺
❤right
আপনি সত্য বলেছেন।
Akdom thik kotha bolchen
❤❤
হালাল পথে উপার্জনে কোন কাজই ছোট নয়। কিন্তু আমরা তা মানিনা বা সম্মান করিনা। তাই লোকলজ্জার ভয়ে কেউ নিজের পরিচয় গোপন করে এই কাজগুলো করে থাকে। আমাদের মানসিকতা বদল না করলে সমাজ পরিবর্তন সম্ভব নয়😢 শুভকামনা ❤
❤❤
সম্মান জানাই সে সংঙ্গে দোয়া রইল সে অপরাজনীতিতে না জড়িয়ে একটা স্বাধীন ব্যবসা বেছে নিছে। সে অনেকের আইডল হবে। ✌️♥️🇧🇩
আল্লাহ তাকে সম্মানের সহিত জীবন যাপন করার তৌফিক দান করুন।
এবং ফিউচারে অনেক বড় বিজনেসম্যান হওয়ার তৌফিক দান করুন।
জাযাকুমুল্লাহ।
আমিন ছুম্মা আমিন 🤲
আমীন
Jak sundor moner akjon sonirvor student ke dekhlam mon ta sundor hoye gelo kotha gulo sune 😊
অসাধারণ! জাহিন নিঃসন্দেহে কঠোর মানসিকতার। এ মানসিকতাই সুস্থ মানসিকতা।
বড় যদি হতে চাও ছোট হও তবে।এটাই তার প্রমান হবে।
হালাল কোনো কর্ম ছোট নয়।
ভাই আপনি অনেক বড় মনের মানুষ।
আল্লাহ আপনাকে সকল করবেন ইনশাআল্লাহ।
এ রকম সন্তানকে সেলুট জানাই, এমন মানসিকতার মানুষের বড় অভাব,
Wonderful Bro
I live in the USA
My two son was a student they worked for a pizza delivery. Now finished their education both are doing a good job.
Please proceed with the business and education.
You are a wonderful boy we are proud for you.
Suman New York USA
এ ছেলেটা কে সেলুট করা উচিৎ ও কাজের প্রতি আগরোহি ও একদিন বর হবে ওর মনোবল আছে সাধিন মত চলচে❤❤❤
আনন্দে বুকটা ভরে গেল। আমার তো নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো। আপনি একদিন বড় বিজনেস ম্যান হতে পারবেন।
ভালো লাগলো সৎপথে উপার্জনে ছোট কাজকে সম্মান দেওয়া উচিত। বাংলাদেশে মানুষ অনেক কথাই বলবে তাদের মুখে জামাঘষে দিয়ে আপনি আপনার কাজ চালিয়ে যান। শুভকামনা রইলো আপনার জন্য।।
কোন কাজ কে ছোট করে দেখা ঠিক না সেটা এই ভাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে😊
অসাধারণ । আমার বলার মতো কোনো ভাষা নেই। আই রেসপেক্ট ইউ। ভাই তুমি চালিয়ে যাও। দুষ্টু লোকের কথায় কান দিও না। বিলগেটস বাদাম বিক্রি করতেন পরবর্তী সময়ে সে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়েছেন সো কোন কাজই ছোট না। চালিয়ে যাও তোমার জন্য দোয়া এবং শুভেচ্ছা রইলো ❤❤
দোয়া রইলো ভাইটির জন্য আল্লাহ তাকে অনেক বড়ো করুক
১০০% রাইট আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার তাহলে দেশ পরিবর্তন হবে তাহলে জীবন সুন্দর
একজন দুর্নীতিবাজ একজন ঘুষখোর তাদের আপনার শতগুণে ভালো আপনাকে আমি সেলুট জানাই
ছেলেটার হাসি এবং কথাটা মাশাআল্লাহ খুব সুন্দর❤ খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলতে পারে কথা 😊
ভাই স্যালুট জানাই আপনাকে। কারণ আপনাকে দেখে হাজারো মানুষের লজ্জা কাটবে 🥰🥰🥰
অন্যের অধীনে চাকর গিরি করার থেকে মাথ উঁচু করে নিজের মতো করে কিছু নতুনত্ব করা অনেক বেশি সম্মানের। আমিও চাকরি ছেড়ে নিজের মতন করে কিছু করছি, হয়তো বড়োলোক না হতে পারি কিন্তু মাথা উঁচু করে বাঁচি, এটাই সব থেকে বড় প্রাপ্তি। তোমাকে অনেক অনেক ভালোবাসা, এগিয়ে যাও ভাই। 🇮🇳🇮🇳🇮🇳 থেকে।
ভাই সম্মান এর সাথে এবং সৎভাবে ব্যাবসা করুন। আপনি আপনার কাজ করে যান। আপনি নিশ্চয়ই অনেক সফলতা অর্জন করুন। ব্যাবসার থেকে বড়ো কিছু নেই। ❤👏
আপনার এত সুন্দর চিন্তা ভাবনা।আল্লাহ আপনার ব্যবসায় বারাকাহ দান করুন। আপনার মত সন্তান প্রত্যেক বাবা মায়ের ঘরে দান করুন।
ভাই আপনার কথাগুলো আমার খুব ভালো লাগলো, কোন কাজ কে ছোট করে দেখতে হয় না প্রত্যেকটা কাজেই শিক্ষা এবং উদ্যোক্তা হতে সাহায্য করে। ❤️❤️❤️❤️
আমি মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি পড়ুয়া একজন স্টুডেন্ট আমি দীর্ঘ 6 মাস ঝালমুড়ি বিক্রি করে আমার পরীক্ষার ফরম ফিলাপ করেছি এই সমাজের মানুষগুলো কাজ করাকে বাজে ভাবে নেয় 😢
প্রত্যেকটা কাজের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত। কোনো কাজ ই ছোট নয়,অসম্মানের নয়।কাজের প্রতি সম্মানই জাতি এবং দেশ এগিয়ে নিয়ে যায়।
খুব সুন্দর পরিকল্পনা, এগিয়ে যান। আল্লাহ আপনার সফলতায় সহায় হবেন,,,, ইনশাআল্লাহ।
এগিয়ে যাও তুমি, তোমার প্রতি শুভ কামনা থাকলো । তোমাদের কারণেই একদিন বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হবে ইনশাল্লাহ ।