Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
অসাধারণ,শিল্পীর কন্ঠ অতুলনীয়,আমি এপার বাংলার মানুষ হয়ে ঈশ্বরের কাছে কামনা করি এই কন্ঠ যেন বিশ্বের দরবারে ঠাঁই পায়1
মা,তুমি চলে গেলে তুমি ব্যতাদিলে এক ভাবো আহমদের কি হবে,যেওনা যেওনা,,,,, মা,
হে,,আমার আল্লাহ,, আমাকে,,মক্কা,, মদীনা দেখার সুযোগ করে দিন,সুবহান আল্লাহ,,
গানের কথাঃ যেওনা যেওনা যেওনা মা...গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার, সুরকারঃ সত্য সাহা, মূলশিল্পীঃ রুনা লায়লা, চলচ্চিত্রঃ প্রতিনিধি (১৬/০১/১৯৭৬ইং), শ্রেষ্ঠাংশেঃ সুজাতা/রাজ্জাক/রোজী সামাদ প্রমুখ, পরিচালকঃ আজিম। ------------যেওনা যেওনা যেওনা মা...আমাদের ছেড়ে চলে যেওনা, যেওনা যেওনা যেওনা মা... তুমি চলে গেলে,তুমি সুখে রবে, একবার ভাবো,আমাদের কি হবে? যেওনা যেওনা যেওনা মা...আমাদের ছেড়ে চলে যেওনা, যেওনা যেওনা যেওনা মা...Musicছোট্ট ঘরের দাওয়ায় বসে পিদিম জ্বেলে, মা ও মা…ছোট্ট ঘরের দাওয়ায় বসে পিদিম জ্বেলে, কে শোনাবে গল্প মাগো সন্ধ্যাকালে? চোখে দিয়ে চুম,কে পাড়াবে ঘুম? আদর করে কে আমাদের বুকে নিবে? যেওনা যেওনা যেওনা মা...আমাদের ছেড়ে চলে যেওনা, যেওনা যেওনা যেওনা মা...Musicখিদে পেলে ছুটে যাবো কার কাছে মা? ও মা,বলো না? খিদে পেলে ছুটে যাবো কার কাছে মা? রুগ্ন হলে সেবা করার কে আছে মা? এতো ভালোবেসে,কে দাঁড়াবে পাশে? দুঃখ ব্যথায় সান্তনা আর কে দেবে? যেওনা যেওনা যেওনা মা...আমাদের ছেড়ে চলে যেওনা,যেওনা যেওনা যেওনা মা... তুমি চলে গেলে,তুমি সুখে রবে, একবার ভাবো,আমাদের কি হবে? যেওনা...যেওনা...যেও...না মা...। -------আপলোডঃ মইনুল জীবন।
অসাধারণ,শিল্পীর কন্ঠ অতুলনীয়,আমি এপার বাংলার মানুষ হয়ে ঈশ্বরের কাছে কামনা করি এই কন্ঠ যেন বিশ্বের দরবারে ঠাঁই পায়1
মা,তুমি চলে গেলে তুমি ব্যতা
দিলে এক ভাবো আহমদের কি হবে,যেওনা যেওনা,,,,, মা,
হে,,আমার আল্লাহ,, আমাকে,,
মক্কা,, মদীনা দেখার সুযোগ করে দিন,সুবহান আল্লাহ,,
গানের কথাঃ যেওনা যেওনা যেওনা মা...
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার,
সুরকারঃ সত্য সাহা,
মূলশিল্পীঃ রুনা লায়লা,
চলচ্চিত্রঃ প্রতিনিধি (১৬/০১/১৯৭৬ইং),
শ্রেষ্ঠাংশেঃ সুজাতা/রাজ্জাক/রোজী সামাদ প্রমুখ,
পরিচালকঃ আজিম।
------------
যেওনা যেওনা যেওনা মা...আমাদের ছেড়ে চলে যেওনা,
যেওনা যেওনা যেওনা মা...
তুমি চলে গেলে,তুমি সুখে রবে,
একবার ভাবো,আমাদের কি হবে?
যেওনা যেওনা যেওনা মা...আমাদের ছেড়ে চলে যেওনা,
যেওনা যেওনা যেওনা মা...
Music
ছোট্ট ঘরের দাওয়ায় বসে পিদিম জ্বেলে, মা ও মা…
ছোট্ট ঘরের দাওয়ায় বসে পিদিম জ্বেলে,
কে শোনাবে গল্প মাগো সন্ধ্যাকালে?
চোখে দিয়ে চুম,কে পাড়াবে ঘুম?
আদর করে কে আমাদের বুকে নিবে?
যেওনা যেওনা যেওনা মা...আমাদের ছেড়ে চলে যেওনা,
যেওনা যেওনা যেওনা মা...
Music
খিদে পেলে ছুটে যাবো কার কাছে মা? ও মা,বলো না?
খিদে পেলে ছুটে যাবো কার কাছে মা?
রুগ্ন হলে সেবা করার কে আছে মা?
এতো ভালোবেসে,কে দাঁড়াবে পাশে?
দুঃখ ব্যথায় সান্তনা আর কে দেবে?
যেওনা যেওনা যেওনা মা...আমাদের ছেড়ে চলে যেওনা,
যেওনা যেওনা যেওনা মা...
তুমি চলে গেলে,তুমি সুখে রবে,
একবার ভাবো,আমাদের কি হবে?
যেওনা...যেওনা...যেও...না মা...।
-------
আপলোডঃ মইনুল জীবন।