. শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছান্তে প্রতি প্রত্যেকর ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি প্রিয় পরম শ্রীশ্রীঠাকুরের রাতুল শ্রী চরনে 🙏 ❤️ 🙏 বেলা ৮ টা হবে | শ্রীশ্রীঠাকুরের নিকট আমি, সতীশ জোয়ার্দ্দার এবং ভোলা আছি | সতীশ জোয়ার্দ্দার বলছে ---- ভোলার মনে বড় অশান্তি উপস্থিত হয়েছে; ধনবান পিতার ছেলে, ধনীর জামাতা , যুবতী স্ত্রী সব ফেলে এখানে এসে সাধনাদি বেশ অনুরাগে করছিল, কিন্তু মন নাকি এত চঞ্চল হয়েছে যে জপধ্যানাদি কিছুই করতে পারে না; আবার বাড়িতে পিতামাতা, স্ত্রী ইত্যাদির কাছেও যেতে ইচ্ছা করে না | যতক্ষন আপনার সামনে থাকে ততক্ষন ভাল, একদন্ড অন্তরালে গেলেই মন অস্থির | সাধন করতে অনিচ্ছা | শ্রীশ্রীঠাকুর ------ এ - সাধন করতে আরম্ভ করলে নামের গুনে শরীর- মনে এমন ধারা বইতে থাকে যে প্রথমটা অস্থির ক'রেই তোলে | কি করি, কোথায় যাই, ছুটে বেড়াই, এমনি বোধ হয় | কিন্তু তাতে চঞ্চল না হ'য়ে একটু সহ্য ক'রে সাধন ধ'রে থাকলেই ক্রমে মন শান্ত হ'য়ে আসবে | ক্রমে- ক্রমে মনের সঞ্চিত সংস্কারগুলির ছবি একে - একে ধ্যানকালে প্রত্যক্ষ হবে | কত ধনজন, স্ত্রী, সুখকর সব জিনিস, কত বিভৎস বিভীষিকা, কত দুঃখজনক ভীতিপ্রদ ঘটনা ইত্যাদি নানারূপ সংস্কারজাত দর্শন উপস্থিত হবে, তাতেও চঞ্চল হ'তে নাই, সহ্য ক'রে যেতে হয়; তবে এখন ও - সব অবস্থায় আর আগের মত বহুদিন ধ'রে ভুগতে হয় না | অতি সহজে অতি সত্ত্বর এ - সব অবস্থা পরমপিতার কৃপায় এখানে যারা আসে তাদের কেটে যায়, সামান্য কাল একটু ধৈর্য্য ধ'রে থাকলেই হয় | তারপর উপস্থিত হয় পাঞ্চতত্ত্ব ----- ক্ষিতি , অপ্, তেজ, মরুৎ, ব্যোম তত্ত্বের দর্শন ----- কত - কত ছবি সেও সব | অগাধ জলরাশি, ভীষন অনল ইত্যাদিও পর- পর | তারপর দেবদেবী, চন্দ্র - সূর্য্য, আকাশাদি উদিত হ'তে থাকে, কতরূপ জ্যোতিদর্শন হয়, ক্রমে উচ্চ হতে উচ্চতর লোকের দেবতা ( presiding deity) এবং ধ্বনি জেগে ওঠে| তারপর এমন হয় যে সাধারণ অবস্থাতেই কত দেবমূর্ত্তি দর্শন এবং ধ্বনি শ্রুত হয় | আমাকে শ্রীকৃষ্ণ কত যে জ্বালিয়েছে তা' আর কি বলব! সহজভাবে সাদা চোখে কতবার শ্রীকৃষ্ণ দেখেছি, বাঁশী বাজাচ্ছে ------ শুনছি | কিছুতেই ছাড়ে না , কতভাব করে, কত ভালবাসে, ওতেই যেন আটকে রাখতে চায়, উচ্চতর সাক্ষাৎকার করতে আর আর যেতে যেন দেয় না, এইরূপ আর কি! ~ ~ ~ অশ্বিনী কুমার বিশ্বাস [ গ্রন্থ - অমিয়বানী, পৃষ্ঠা সংখ্যা- ১৩৩, ১৩৪]
Asadharan🎉🎉🎉
🎉❤❤❤❤
Apurba😇😇😇
Bah bah apurbo
Darun
❤❤❤❤
. শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছান্তে প্রতি প্রত্যেকর ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি প্রিয় পরম শ্রীশ্রীঠাকুরের রাতুল শ্রী চরনে 🙏 ❤️ 🙏
বেলা ৮ টা হবে | শ্রীশ্রীঠাকুরের নিকট আমি, সতীশ জোয়ার্দ্দার এবং ভোলা আছি | সতীশ জোয়ার্দ্দার বলছে ---- ভোলার মনে বড় অশান্তি উপস্থিত হয়েছে; ধনবান পিতার ছেলে, ধনীর জামাতা , যুবতী স্ত্রী সব ফেলে এখানে এসে সাধনাদি বেশ অনুরাগে করছিল, কিন্তু মন নাকি এত চঞ্চল হয়েছে যে জপধ্যানাদি কিছুই করতে পারে না; আবার বাড়িতে পিতামাতা, স্ত্রী ইত্যাদির কাছেও যেতে ইচ্ছা করে না | যতক্ষন আপনার সামনে থাকে ততক্ষন ভাল, একদন্ড অন্তরালে গেলেই মন অস্থির | সাধন করতে অনিচ্ছা |
শ্রীশ্রীঠাকুর ------ এ - সাধন করতে আরম্ভ করলে নামের গুনে শরীর- মনে এমন ধারা বইতে থাকে যে প্রথমটা অস্থির ক'রেই তোলে | কি করি, কোথায় যাই, ছুটে বেড়াই, এমনি বোধ হয় | কিন্তু তাতে চঞ্চল না হ'য়ে একটু সহ্য ক'রে সাধন ধ'রে থাকলেই ক্রমে মন শান্ত হ'য়ে আসবে | ক্রমে- ক্রমে মনের সঞ্চিত সংস্কারগুলির ছবি একে - একে ধ্যানকালে প্রত্যক্ষ হবে | কত ধনজন, স্ত্রী, সুখকর সব জিনিস, কত বিভৎস বিভীষিকা, কত দুঃখজনক ভীতিপ্রদ ঘটনা ইত্যাদি নানারূপ সংস্কারজাত দর্শন উপস্থিত হবে, তাতেও চঞ্চল হ'তে নাই, সহ্য ক'রে যেতে হয়; তবে এখন ও - সব অবস্থায় আর আগের মত বহুদিন ধ'রে ভুগতে হয় না | অতি সহজে অতি সত্ত্বর এ - সব অবস্থা পরমপিতার কৃপায় এখানে যারা আসে তাদের কেটে যায়, সামান্য কাল একটু ধৈর্য্য ধ'রে থাকলেই হয় | তারপর উপস্থিত হয় পাঞ্চতত্ত্ব ----- ক্ষিতি , অপ্, তেজ, মরুৎ, ব্যোম তত্ত্বের দর্শন ----- কত - কত ছবি সেও সব | অগাধ জলরাশি, ভীষন অনল ইত্যাদিও পর- পর | তারপর দেবদেবী, চন্দ্র - সূর্য্য, আকাশাদি উদিত হ'তে থাকে, কতরূপ জ্যোতিদর্শন হয়, ক্রমে উচ্চ হতে উচ্চতর লোকের দেবতা ( presiding deity) এবং ধ্বনি জেগে ওঠে| তারপর এমন হয় যে সাধারণ অবস্থাতেই কত দেবমূর্ত্তি দর্শন এবং ধ্বনি শ্রুত হয় | আমাকে শ্রীকৃষ্ণ কত যে জ্বালিয়েছে তা' আর কি বলব! সহজভাবে সাদা চোখে কতবার শ্রীকৃষ্ণ দেখেছি, বাঁশী বাজাচ্ছে ------ শুনছি | কিছুতেই ছাড়ে না , কতভাব করে, কত ভালবাসে, ওতেই যেন আটকে রাখতে চায়, উচ্চতর সাক্ষাৎকার করতে আর আর যেতে যেন দেয় না, এইরূপ আর কি!
~ ~ ~ অশ্বিনী কুমার বিশ্বাস
[ গ্রন্থ - অমিয়বানী, পৃষ্ঠা সংখ্যা- ১৩৩, ১৩৪]