বিদেশ যাওয়ার সময় ব্যাগে কী নেবেন, কী নেবেন না | প্রবাসে বন্ধু

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • বিদেশে যাওয়ার সময় যাত্রাপথে করণীয়সমূহ ll ইমিগ্রেশন ll বিমানে কি করবেন ll বিদেশে পোঁছানোর পর বিমানবন্দরে করণীয় ll হারানো ব্যাগ খোঁজা ll
    বিদেশে যাওয়ার সময় কয় কেজি ওজনের ব্যাগ নিতে পারব আমরা? কিংবা কী কী নিতে পারব না?
    প্রবাসে বন্ধু কী এবং কেন?
    - যাদের অবিশ্বাস্য পরিশ্রমে এগিয়ে যাচ্ছে দেশ, সেই প্রবাসীদের কতটুকু খোঁজ রাখি আমরা? তারা কেমন আছেন, কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন? কিংবা যারা প্রবাসে যেতে চান, তারা কীভাবে নিজেদের প্রস্তুত করবেন?
    এসব ভাবনা থেকেই ‘প্রবাসে বন্ধু’ প্ল্যাটফর্মটির যাত্রা শুরু। পাসপোর্ট তৈরি করা থেকে শুরু করে বিদেশে যাওয়ার পূর্বে যেসব প্রস্তুতি নিতে হবে, এয়ারপোর্টে যেসব ব্যাপারের মুখোমুখি হতে হবে, প্লেনে প্রথমবার চড়লে যা যা জানতে হবে, যে দেশে যাচ্ছেন সেই দেশের শ্রম আইন, সংস্কৃতি; বিপদে পড়লে কোথায় যেতে হবে, কী কী নিয়ম মানলে বিপদে পড়বে না- এরকম সকল বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেব আমরা।
    সহস্র মাইল দূরে, প্রবাসে আপনার পথচলাকে আরও সহজ করতেই আমাদের সব আয়োজন।

Комментарии •