অমৃত সুধা | নতুন বৌদ্ধ ধর্মীয় সংগীত ২০২৪ | জুসি বড়ুয়া |New buddhist song 2024| Jucy barua

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #lyrics
    গান-অমৃত সুধা
    শিল্পী- জুসি বড়ুয়া
    গীতিকার -শ্যামল চৌধুরী
    সুর ও সংগীত-শ্রদ্ধেয় সঞ্জীত আচার্য্য
    সহশিল্পী- রনি বড়ুয়া,ইপ্তি বড়ুয়া,উর্মি বড়ুয়া
    রেকর্ডিং স্টুডিও - KS Digital
    Mix & master - কনক রাজবর
    ভিডিওগ্রাফী- তন্ময় বড়ুয়া লগ্ন ও দূর্জয় বড়ুয়া
    এডিট- তন্ময় বড়ুয়া লগ্ন
    স্থান- নন্দনকানন বৌদ্ধ বিহার
    ♦️বি:দ্র: এই গানটি মূলত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন এ গাইবার জন্যই তৈরী করা হয় পরবর্তীতে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কতৃক ২৫৬৮ বুদ্ধবর্ষ উদযাপন উপলক্ষে উদ্ভোধনী সংগীত হিসেবে আমার এই মৌলিক বৌদ্ধ ধর্মীয় সংগীতটি পরিবেশন করি, সেই পরিবেশনাটি প্রফেশনালী আমরা ভিডিও ধারণ করে এই গানটি কে সাজিয়েছি। আশা করছি এই প্রয়াস বরাবরের মতই ভালো লাগবে।
    ♦️আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ২৫৬৮ বুদ্ধবর্ষ উদযাপন কমিটির সকল কলাকুশলী গণ কে।
    বিশেষ ধন্যবাদ - পূজনীয় ড. সংঘপ্রিয় মহাথেরো এবং পূজনীয় শীলাজ্যোতি মহাথেরো মহোদয়ের নিকট।
    ♦️এই গানটি যে একবার শুনবে যখন শেষ হয়ে যাবে তখন মনে হবে - আহারে! শেষ হয়ে গেলো। আরো শুনতে মন চাইবে বলে আমার বিশ্বাস। কারণ সুরটাই এতটা হ্রদয়স্পর্শী হয়েছে। শ্রদ্ধেয় সুরকার,গীতিকার, সংগীত পরিচালক শ্রদ্ধেয় সঞ্জীত আচার্য্য দাদা এতটাই সুন্দর করে সুরারোপ করেছেন। অশেষ অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদার প্রতি।
    ♦️গীতিকার- শ্যামল চৌধুরী দাদা,উনি অল্প সময়ে এত সুন্দর কথামালা সাজিয়েছেন তা আপনারা শুনলেই বুঝতে পারবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাকে।
    ♦️সংগীতায়োজন আর আমার প্রচেষ্টা সব মিলিয়ে খুব ভালো একটি শোনার মত গান হয়েছে আমার বিশ্বাস।
    ♦️আপনারা সকলেই যে যার জায়গা থেকে লাইক,কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন অন্যদেরও দেখার আর শোনার সুযোগ করে দিন।
    ♦️এই গানটির কিছু পেছনের গল্প আছে। যেদিন ২৫৬৮ বুদ্ধবর্ষ পালিত হয়, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কতৃক-- সেদিন প্রচুর বৃষ্টি হয়। যার কারণে ফ্লোর ভিজে যায়। গানটি পরিবেশনকালে যখন খালি গাইতে গেলাম তখন বৃষ্টির কারণে আর্থিং করছিল,পরে পূজনীয় ভিক্ষু সংঘের অনুমতিক্রমে উপরে উঠার সিড়িতে দাড়িয়েই গাই গানটি। এর পর ভিডিও যারা করছিলো তাদেরও খালি পা ছিল বিধায় একজনের ইলেক্ট্রিক শক লাগে যার কারণে তার ডান পাশ অবশ হয়ে যায়। এইগুলো অনুষ্ঠান মঞ্চের দু একজন ভিক্ষু ছাড়া কেউই জানেন না। জানলে তখনি হৈচৈ হয়ে যেত। এ ছাড়াও আমাদের কাজের অনেক অজানা গল্প থেকে যায় যা বলা হয় না। এটি শেয়ার করার একটাই কারণ,একদল ধার্মিক এখানে এসে কমেন্ট করে যাবে ভিক্ষুসংঘের সামনে দাঁড়িয়ে গাওয়া টা ভালো লাগেনি।
    ♦️পরিশেষে লাইক,কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন,ধন্যবাদ।
    --------------
    #lyrics
    গীতিকার -শ্যামল চৌধুরী
    সুরকার- সঞ্জীত আচার্য্য
    শিল্পী- জুসি বড়ুয়া
    ------------------------------------------
    হে মহা কারুনিক, বুদ্ধ তুমি
    মহান তুমি প্রজ্ঞার হরষে
    অমৃত সুধা,পরম অনুশীলনে
    খুজি তোমায় ত্রিশরণ পরশে।
    আজ বুদ্ধ পূর্নিমায় প্রনাম তোমায়
    সত্য সুন্দরের প্রদীপ্ত মোহনায়।।
    ছেড়েছ রাজ প্রাসাদ,বর্ণিল জীবন
    তুচ্ছ করে সকল মায়া,রাজ সিংহাসন ২
    অহিংস বাণীতে,পৃথিবী করেছ সিক্ত ২
    মানবের দুঃখ জয়ে
    বোধী পালংঙ্কের আবেশে।।
    সর্বজীবের প্রতি,দিয়েছ মৈত্রী
    জ্যোতির্ময় তুমি,নির্বাণ অভিযাত্রী ২
    হিংসা হানাহানি ভুলে,মুক্তির দিশায়
    আত্মদীপে মহীয়ান
    নির্মল বিশ্বাসে।।

Комментарии • 33