চণ্ডেশ্বরপুরের রহস্য।গোয়েন্দা হুকাকাশি | Detective | Bengali Audio Story |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • বিছানায় শোয়ার অল্পক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ খুট করে একটু শব্দ হওয়ায় ঘুম ভেঙে গেল। সামনে তাকিয়ে যা দেখতে পেলাম, তাতে আমার অন্তরাত্মা অবধি কেঁপে উঠল। এক ধবধবে সাদা মূর্তি অপলক চোখে আমার পানে তাকিয়ে আছে। গলা হতে পা অবধি সমস্ত শরীর তার সাদা কাপড়ে মোড়া। শুধু হাত দুটি এবং মুখখানা বাইরে বেরিয়ে আছে। কিন্তু তা স্বাভাবিক মানুষের মুখ-হাত নয়। কেননা, রক্তের লেশমাত্র নেই তাতে, একেবারে শ্বেতপাথরের মত ধবধবে সাদা। দেখেই তো আমার হাত-পা অসাড় হয়ে এল। কিন্তু এর পরেই যে ঘটনা ঘটল, তাতে মনে হল বুকের ধুকধুকুনিটুকুও বুঝি একদম থেমে যাবে। সেই শ্বেতপাথরের মূর্তি আমার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে টেনে টেনে, ধীরে ধীরে বলল -
    পারবে গোয়েন্দা হুকাকাশি এই রহস্যের সমাধান করতে? জানতে হলে শুনে নিন addabuzz presents, আজকের গল্পঃ মনোরঞ্জন ভট্টাচার্য এর কলমে চণ্ডেশ্বরপুরের রহস্য।
    বিভিন্ন চরিত্রে:
    ♣ কথক - শুভ
    ♣ হুকাকাশি - সৌরিন
    ♣ রণজিৎ - প্রতীক
    ♣ জনৈক১ - শুভজিৎ মাইতি
    ♣ জনৈক২ - প্রদীপ্ত
    ♣ ফুল ঠাকুরদা - মলয়
    ♣ হৃষীকেশ + সমবেত - প্রদীপ্ত
    ♣ সুধীর + সমবেত - আদিত্য
    ♣ জীবনলাল - শুভজিৎ মাইতি
    ♣ নীলরতন - বুবাই
    ♣ সমবেত
    script: Nargish
    mixing: Debdutta
    keyword: Bengali Audio Story, Addabuzz, Radio Milan, Horrorscope, Mir, biva cafe, detective, suspense, sherlock, byomkesh

Комментарии • 36