২০৩০ সাল নাগাদ সেনাবাহিনী যে লক্ষ্যে পৌঁছাবে | Bangladesh Armed Forces | Channel 24

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 760

  • @imranhossen507
    @imranhossen507 Год назад +167

    আমি সেনা পরিবারের সদস্য,, সেনাবাহিনী কোনো নির্দিষ্ট দলকে কেন্দ্র করে কথা বলবে এটা কাম্য নয়,,তারা দেশ ও দেশের জনগণের প্রতিনিধিত্ব করুক এটাই কাম্য

    • @earningtips0897
      @earningtips0897 Год назад +2

      Lol😂😂

    • @সত্যেরপথে-য৮হ
      @সত্যেরপথে-য৮হ Год назад +1

      Right

    • @sharafatsarkar8610
      @sharafatsarkar8610 Год назад +1

      Right

    • @JanPhaki-m6o
      @JanPhaki-m6o Год назад

      এক কথায় বলতে পারি,বঙ্গালি জাতির কাছে থেকে ভালো কিছু আশা করা যায় না।
      হ‌ওক না সে এই দেশের সেনাবাহিনী কিংবা এই দেশের প্রধানমন্ত্রী।

    • @fuhadahmed9677
      @fuhadahmed9677 Год назад

      আজ সমগ্র বাংলার সর্বাংগনে ভিষণ কালো মেঘ ছেয়ে গেছে খুব শিগগিরই এদেশে গজব নেমে আসার আশঙ্কা হচ্ছে

  • @md.alikfaith
    @md.alikfaith Год назад +100

    আধুনিক সমরাস্ত্র বিহীন চেতনা বাজ সেনাবাহিনী 😂

  • @amirhossen9995
    @amirhossen9995 Год назад +134

    সেনাবাহিনী শান্তি রক্ষা মিশানো যায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য কিন্তু বাংলাদেশেই তো শান্তি নেই দেশের শান্তি পিরিয়ে কে আনবে???

    • @jobaerahmad2286
      @jobaerahmad2286 Год назад

      দেশের শান্তি ফেরাতে হলে, আগুন সন্ত্রাসী জামাত বিএনপিকে প্রতিহত করতে হবে,, এছাড়া দেশে শান্তি আসবে না।

    • @insanegamer941
      @insanegamer941 Год назад +1

      মুসলিম যেখানে অশান্তি সেখানে।তাই

    • @j.alimom9297
      @j.alimom9297 Год назад

      আমেরিকা

    • @mdpolok392
      @mdpolok392 Год назад +1

      ধন্যবাদ আপনাদেরকে বর্তমান সরকারের আস্থা ও বিশ্বাস ধরে রাখার জন্য

    • @in_tasin
      @in_tasin Год назад +2

      তাদের কাজ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো নয়, এটা সাময়িক বাহিনীর প্রধান নীতির মধ্যে অন্যতম। জানেন না, কথা বলেন কেন?

  • @saksab7301
    @saksab7301 Год назад +99

    রাজনীতি করন থেকে কোন বাহীনিই
    আজ মুক্ত নয় । আল্লাহ তায়ালা সব কিছুই দেখেন এবং শুনেন ও সূক্ষ্য বিচারক ॥

  • @mohammadyasin8275
    @mohammadyasin8275 Год назад +110

    সেনাবাহিনী কে অনুরোধ করছি দেশের স্বার্থে আপনারা এগিয়ে আসুন

    • @sight3603
      @sight3603 Год назад

      এরা দলাল, কথা শুনেও বুঝেন না??

    • @Amivaloni
      @Amivaloni Год назад +1

      😂😂😂

    • @abulbasharchunnu8425
      @abulbasharchunnu8425 Год назад +1

      Bangladesh

    • @delwerhussain3923
      @delwerhussain3923 Год назад

      দেশ ও জাতির মঙ্গলের জন্য সেনাবাহিনী কাজ করতেছে

    • @MdAnik-r5h
      @MdAnik-r5h 7 месяцев назад

      Lav nei

  • @Monir-kl6vp
    @Monir-kl6vp Год назад +25

    আমি ছোট বেলায় জিয়াউর রহমানকে চোখে দেখিনি কিন্তু তাঁর প্রশংশা প্রায় সকল মানুষের মুখে শুনেছি। একটা সেনাবাহিনী গঠন হয় বলিষ্ঠ শক্তিশালী ও কমান্ডিং হয় একজন সেনাপ্রধানের মাধ্যমে। যা ছিল জিয়াউর রহমানের মধ্যে।

  • @mdarfat550
    @mdarfat550 Год назад +42

    বাংলাদেশের ১৭, ১৮ কোটি মানুষের আত্মা বিশ্বাস এখনো আছে সেনাবাহিনীর উপর। কিন্তু টকশোতে এনে সেনাবাহিনীর ভাব মূর্তি নষ্ট করবেন না প্লিজ।

  • @shakilbarisal933
    @shakilbarisal933 Год назад +36

    সেনাবাহিনী যত শক্তিশালী করুক না কেন যদি জনগণের কল্যাণে না আসে তাহলে তাদের কোন মূল্য নাই

    • @Jaa-Hiid
      @Jaa-Hiid Год назад

      জনগণের মূল্য আছে বিম্পির নাই

  • @mdanam2866
    @mdanam2866 Год назад +69

    বাংলাদেশের মানুষ সেনাবাহিনী কে সম্মান করে
    আপনার থেকে এই রকম বক্তব্য বাংলাদেশের মানুষ কখনো আসা করেনি

    • @Jaa-Hiid
      @Jaa-Hiid Год назад +4

      বিম্পি সম্মান না করলেও জনগণ করে 😂😊

    • @in_tasin
      @in_tasin Год назад +5

      বিরোধীদল সম্মান না করলে কি হবে, বাংলাদেশের জনগণ তো করে।

    • @sharafatsarkar8610
      @sharafatsarkar8610 Год назад +1

      ​@@Jaa-HiidBonggo bondhu tokhon sena bahini ke, ki kore silo, ta ki apni dekhesen,

    • @ronjumia2247
      @ronjumia2247 Год назад +1

      এ সেনাবাহিনী ভাই তো সেকহাসিনার গান গাইছে এ দেশ বাঁচাবে কি করে

    • @md.tushar1057
      @md.tushar1057 Год назад

      পাগল নাকি? শেখ হাসিনা সরকার ক্ষমতায় এখন গান কি বিরুদি দলের গায়বে? যখন যে সরকার ক্ষমতায় থাকে গান তারই হবে।

  • @user-le7of6wd7d
    @user-le7of6wd7d Год назад +26

    কমেন্ট পড়ার পর নিজেকে নিয়ে গর্বিত হচ্ছি কারন আমি সাধারণ জনগণ ওনার চেয়ে আমার সম্মান বেশি।

  • @kadirsheikh3279
    @kadirsheikh3279 Год назад +41

    সেনাবাহিনীর প্রতি মানুষের এখন আর বিশ্বাস নেই সেনাবাহিনী এই সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে

    • @Shahin_8517
      @Shahin_8517 Год назад

      কিভাবে

    • @সত্যেরপথে-য৮হ
      @সত্যেরপথে-য৮হ Год назад

      শুরুতে কোনো দলকে নিয়ে যদি তার কথা হয় তাহলে সে কীভাবে জনগণের কল্যাণে আসবে। সেনাবাহিনীর যেটা উন্নয়ন সেটা সেনাবাহিনীর মেধা বুদ্ধি খাটিয়ে করেছে। সরকার তো শুধু অর্থ দিয়েছে। আর সরকারের কাজ হচ্ছে অর্থ দিয়ে সহযোগিতা করা।

  • @SmilingNorthernLights-zk4pe
    @SmilingNorthernLights-zk4pe Год назад +47

    সেনাবাহিনীর উপর আস্থা নেই গনতান্ত্রীক জনগনের😢😢

  • @MdShohelRana-im3wx
    @MdShohelRana-im3wx Год назад +18

    বাইরের দেশের শান্তি দিতে জেখানে সবার উপরে আমাদের সেনাবাহিনী৷ সেখানে নিজ দেশে কোনো ভুমিকা নেই৷ এটা লজ্জা র 😢😢😢😢

  • @tanjibs6014
    @tanjibs6014 Год назад +36

    সেনাবাহিনী ও রাজনীতি শুরু করছে😂😂😂

    • @milonmaruf
      @milonmaruf Год назад +1

      Eder beshi bhaag toh Hasinar lok re vii

    • @subujkhan3846
      @subujkhan3846 Год назад

      Murkho"senabahini jodi rajniti na korto tobe jiaur rahoman president hoy kivabe? Daol kore kivabe?

    • @naimhossain-sf8rp
      @naimhossain-sf8rp Год назад

      ​@@subujkhan3846abal ata juddhar pora mujib hotter por nesilo ,,,jiya cara tokon rastar daitto nea posssible cilo na 😂😂😂

  • @mdmujiburrahaman4432
    @mdmujiburrahaman4432 Год назад +46

    কেউ কিছু মনে করবেন না,আমি মনে করি বাংলা দেশে সেনাবাহিনীর কোনো দরকার নেই

    • @AsifMahmudPrince
      @AsifMahmudPrince Год назад

      Dalal

    • @MdMehediHasan-d1u
      @MdMehediHasan-d1u Год назад +4

      রাইট

    • @sikdersamiul9580
      @sikdersamiul9580 Год назад +3

      আমারো তাই মনে হয়

    • @bdupdate7235
      @bdupdate7235 Год назад

      এসব পা চাটা সেনাবাহিনীর বাংলাদেশের কোন প্রয়োজন নাই

    • @mybangladesh4822
      @mybangladesh4822 Год назад

      সব শালা এখন সরকারি চোর।

  • @mdtanzil5515
    @mdtanzil5515 Год назад +18

    দিনশেষে সেনাবাহিনীও আওয়ামী লীগ কে ক্ষমতায় যেতে সাহায্য করে 😢😢😢

  • @abukhaled7403
    @abukhaled7403 Год назад +50

    সেনাবাহিনী পাওয়ার আমাদের গ্রাম পুলিশের পাওয়ার বেশি আছে 😅😅

    • @SajibKhan-tf5kw
      @SajibKhan-tf5kw Год назад

      Right bolchen

    • @Dreamy_land-o7f
      @Dreamy_land-o7f Год назад

      ❤❤❤❤

    • @mddipulislampavel3310
      @mddipulislampavel3310 9 месяцев назад

      একবার সামনে এসে বল কাপুরুষের মতো পিছনে কেন বলছ👺🥵🤬

  • @raselahmed-pm7we
    @raselahmed-pm7we Год назад +16

    লজ্জা হয় জখন সুনি,,আমার দেশের সেনা বাহিনি বিশ্বের এক নাম্বার শান্তি রখি বাহিনি,,কিন্ত নিজের দেশে শান্তি পূর্ণ পরিবেশ না😢😢

    • @nishathaque8345
      @nishathaque8345 Год назад

      You can’t even write correctly Bengali. Of course you will be frustrated listening to how Bangladeshi armed forces growing. Try to be Bangalore by heart then will understand 😊

  • @shelinabegum7887
    @shelinabegum7887 Год назад +15

    যাদের বুঝার ক্ষমতা আছে তার ঠিক বুঝে, তবে আপনাদের প্রতি আমার যে বিশ্বাস আপনার কথা শুনে, একবারেই শেষ 😢আমরা কোথায় আছি এখন ভালো করে বুঝতে পারছি চালিয়ে যান। 😂😂😂

  • @MSH_2
    @MSH_2 Год назад +37

    ২০৩০ সালে যেয়ে মানুষ যখন জানবে যে জাতির ক্রান্তিলগ্নে এই বাহিনী বারবার নিরব দর্শকদের ভূমিকা পালন করেছে, তখন একরাশ ঘৃণা ছাড়া কিছুই দিবে না।

  • @mohammedaliimam
    @mohammedaliimam Год назад +9

    দেশের গনতন্ত্র রক্ষায় এগিয়ে আসেন। ঘরে আগুন রেখে বাহিরের শত্রুর মোকাবিলা সহজ হয়না। আপনারা আমাদের ই ভাই ,ভাতিজা,চাচা,মামা।আমাদের নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রনয়নে অবধান রাখুন।

  • @sikdersamiul9580
    @sikdersamiul9580 Год назад +11

    বর্তমান সেনাবাহিনী আর গ্রাম পুলিশ একই কথা।

  • @MamunarRashidRashid-bs2ef
    @MamunarRashidRashid-bs2ef Год назад +13

    সবার আগে সেনাবাহিনী হত্যার বিচার চাই, পিলখানা ট্রাজিটি কেউ ভুলতে পারিনি বাঙালি জাতি

    • @bdupdate7235
      @bdupdate7235 Год назад

      হাসিনা ৫৭ জনকে মেরে এদের সবাইকে ঠান্ডা করে দিচ্ছে, এখন তারা পা চাটে ১৫ বছর ধরে।

    • @BillalHossain-s3f
      @BillalHossain-s3f Год назад

      সেনাবাহিনীকে টকশো আনা উচিত নয় সেনাবাহিনীর টক সুতা মাদারচোদারা

  • @MdJoni-l9f
    @MdJoni-l9f Год назад +22

    চামচামি কম করেন। গনতন্ত্র ফিরিয়ে আনেন। ইনশাল্লাহ আমরা আরও সামরিক বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী ও স্বনির্ভর করবো।

    • @jobaerahmad2286
      @jobaerahmad2286 Год назад

      গণতন্ত্র ফিরিয়ে আনা সেনাবাহিনীর কাজ নাকি তারা সামরিক শাসন ফিরিয়ে আনবে?
      গর্দভ কোথাকার,, তোমরা রাজনীতিবিদরা যে বাল ছিড়তে পারছো, সেই বাল ছিড়ার জন্য সামরিক বাহিনীর লোকদের ডাকো।।
      বলদ

  • @milonkhan3966
    @milonkhan3966 Год назад +10

    বাংলাদেশ এর আর্মি হামাস এর থেকে দর্বল

    • @mahirmahtab2190
      @mahirmahtab2190 Год назад

      Airstrike ছাড়া হামাসের সাথে যুদ্ধ করে পারবে না। হামাস ডিউটি করে না নিজের অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধ করে।

  • @mdKhalil7551
    @mdKhalil7551 Год назад +19

    সেনা বাহিনী বাংলার গৌরব। সকল দলমতের উর্ধে। জাতীর দুর্দিনে তারাই আশা-ভরসা। সুতরাং অতি উৎসাহী হয়ে কাহারো প্রশংসায় বিভোর না হয়ে জাতীকে মুক্তির ব্যাবস্হা করুন এটাই আমাদের দাবী।

  • @zahidhossain9166
    @zahidhossain9166 Год назад +2

    আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এগিয়ে যাচ্ছে প্রতি বছরই, সামনে আরও শক্তিশালী হবে ইন-শা-আল্লাহ

  • @TawhidShipon
    @TawhidShipon Год назад +9

    বাহির দেশে শান্তিরক্ষা করছেন।।।কিন্তু নিজের দেশেই শান্তি আনতে পারেন না😢😢😢

  • @SarofSarof-lf4gh
    @SarofSarof-lf4gh 6 месяцев назад

    আমার মতে বাংলাদেশের সামরিক শক্তি অতি শীঘ্রই বাড়ানো দরকার আমার সাথে কে কে একমত লাইক দিন 😊😊😊🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️🇸🇦🇸🇦🇸🇦🙋🙋🙋

  • @MahmudSujan-m5m
    @MahmudSujan-m5m Год назад +32

    টকশোতে প্রধানমন্ত্রীর প্রশংসা করার একমাস পর একজন বর্তমানে সেনাপ্রধান হয়েছেন,আপনারাও এগিয়ে যান

  • @mdraju901
    @mdraju901 Год назад +6

    বাইরের দেশের শান্তি দিতে জেখান সবার উপরে আমাদের সেনাবাহিনী, সেখানে নিজ দেশে কোন ভুমিকা নেই,, এটা লজ্জা র😢😢

  • @rumisultana1999
    @rumisultana1999 Год назад +27

    সেনাবাহিনীর মনুষ্যত্ব যেন নষ্ট না হয় তারা আমাদের গর্ব আমাদের আস্থা ভরসা আশার আলো

    • @MdayubUddin-uk1sv
      @MdayubUddin-uk1sv Год назад

      তোমাদের আস্থা বেলুন জিয়া গোলাপি 😊

  • @rayhankabirofficial1
    @rayhankabirofficial1 Год назад +22

    শুধুমাত্র একজনই তো দেশের রুপকার না! জাতির সকল শ্রেষ্ট সন্তানদের স্মরণ করা উচিত।জাতি আজ বড়ই র্নিলজ্জ! সেনাবাহিনী কিংবা অন্য অন্য বাহিনীর নিরপেক্ষতা আজ ধুলিসাৎ যেটা বড়ই ভয়ংকর এ দেশের জন্য।

  • @ModanMia-nu7yt
    @ModanMia-nu7yt Год назад +1

    আমি বাংলাদেশী যে আমার বাংলাদেশকে ভালবাসবে আমি তাকে ভালোবাসি আমার মাতৃভূমি আমি তোমার সাথে বেইমানি করব না ইনশাআল্লাহ আল্লাহু আকবার আমার বাংলাদেশ আমি বাংলাদেশী ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @khorshedalam8351
    @khorshedalam8351 Год назад +5

    আমাদের সেনাবাহিনী এখন আগের সেনা বাহিনী নেই। একন এ বাহিনী শুধু একটি লোকের সেবা এবং তেল মারার কাজে ব্যাস্তো যা আমরা আগে কখনও চোখে দেখিনি😅😅

  • @rubelmia5138
    @rubelmia5138 Год назад +6

    সেনাবাহিনীর শক্তি ও এখন সরকারের হাতে।সরকার যে পথে সেনাবাহিনীর কে চলাবে সে পথেই চলবে।
    আগের মতো সেনাবাহিনীর আর জনগনের কথা ভাবে নাহ

  • @MahadiHasan-wr9ub
    @MahadiHasan-wr9ub Год назад +11

    জাতির পিতা হল হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা ফেলছি আল্লাহ এই সমস্ত কুফরি থেকে হেফাজত করুক

    • @akashhossain8559
      @akashhossain8559 Год назад +1

      উনি কি বলছে মানব জাতির পিতা

    • @akashhossain8559
      @akashhossain8559 Год назад +1

      আপনার জাতীয়তা কি

    • @akashhossain8559
      @akashhossain8559 Год назад

      আপনার কি কোন পাসপোর্ট আছে

    • @emamulmehtab2253
      @emamulmehtab2253 Год назад

      ভালশুন

    • @MdayubUddin-uk1sv
      @MdayubUddin-uk1sv Год назад

      ​@@akashhossain8559তার জাতি হল যাযাবর জাতি

  • @MdHabibkhanMdhabib-sm9lu
    @MdHabibkhanMdhabib-sm9lu Год назад +10

    আপনারা সেনালীগ না হয়ে,,,,দেশের জনগণের জন্য এগিয়ে আসুন

    • @delwerhussain3923
      @delwerhussain3923 Год назад

      সেনাবাহিনী বাংলাদেশের সর্বস্তরের জনগণের জন্য কাজ করতেছে কোন অবৈধ স্বৈরাচারের হা না ভোট চোরের দলের জন্য কাজ করবে না

  • @motiarrahman9822
    @motiarrahman9822 Год назад +2

    আপনার কথা শুনে এটাই বুঝলাম যে, সেনা বাহিনী জয় বাংলা হয়ে গেছে

  • @ফারিয়া-qh1vq3qg8i
    @ফারিয়া-qh1vq3qg8i Год назад +10

    আমাদের বাংলাদেশের শান্তি কবে আসবে 🇧🇩🥀

  • @mdalifulislam9795
    @mdalifulislam9795 Год назад +17

    পাহাড়িদের সাথে পারেনা তারা নাকি আবার শক্তিশালী সেনাবাহিনী 😁😁##হাস্যকর

  • @Engr-AKAzad
    @Engr-AKAzad Год назад +5

    সমস্যাটা হলো দেশ যখন সেনাবাহিনীকে চায় তখন সেনাবাহিনী দেশের কথা সেনাবাহিনী ভাবে না। আর দেশের মানুষ যখন সেনাবাহিনীকে চায় না তখন সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে।

  • @saidrahman9618
    @saidrahman9618 Год назад +3

    দেশ প্রেমিক সেনা বাহিনি ... কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল।

  • @Saidul_Islam
    @Saidul_Islam Год назад +8

    তোমাদের থেকে থানার দারোগা বেশি শক্তিশালী!

    • @bdupdate7235
      @bdupdate7235 Год назад

      বর্তমানে পুলিশ আনসার আপনাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী আপনাদের আমাদের প্রয়োজন নেই।

  • @sabbirahmed1260
    @sabbirahmed1260 Год назад +2

    জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে, দেশের গণতন্ত্রের জন্য কিছু করুন। 🙏

  • @MonayemRasel-q8t
    @MonayemRasel-q8t Год назад +24

    পিলখানার ঘটনা কে ঘাটাইল জাতি জানতে চায়?

    • @hossainmonsur3018
      @hossainmonsur3018 Год назад

      সেটা তারেইক্ক্যা ঘটিয়েছে।

  • @DulalUddin-h3u
    @DulalUddin-h3u Год назад +30

    আপনার এই কথা জনগন শুনত চায় না,জাতি জানতে চায়, পিলখানায় আপনারা কি করেছেন,জাতি জানতে চায়

    • @bdupdate7235
      @bdupdate7235 Год назад +1

      বিচি হীন সেনাবাহিনী দিয়ে আমরা কি করব?

  • @lonelywolf3598
    @lonelywolf3598 Год назад +13

    ছোটবেলায় বড় ভাইয়ের কাছে সেনাবাহিনীর প্রশংসা শুনে গর্ববোধ করতাম। দুঃখ লাগে একই গল্প আমি করতে পারি না।

    • @nishathaque8345
      @nishathaque8345 Год назад

      Why you are so upset. Perhaps don’t hear anymore the Bangladeshi armed forces not getting closer relations with your Pakistani counterparts. 😂

  • @m.m.imahid8129
    @m.m.imahid8129 Год назад

    আমি চাই সেনাবাহিনী নির্বাচন পরিচালোনা করুক,,,,

  • @GolamMurshid-vt8vn
    @GolamMurshid-vt8vn Год назад +5

    উনি আওয়ামী লীগের কোন আসন থেকে
    নির্বাচন করবেন। আর বিরোধী দল দমনে
    কী কী টেরনিং নিয়েছেন।

  • @KamrulIslam-cq5xk
    @KamrulIslam-cq5xk Год назад +2

    ছোট বেলা সপ্ন ছিল সেনা বাহিনি হব দেশের সেবা করব উচ্চতার জন্য সেনা বাহিনির একজন সদস্য হতে পারেনি মনে খুব কষ্ট ছিল কিন্তু এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে দালালবাজ সেনা সদস্য হওয়ার চেয়ে একজন সাধারন দেশ প্রেমিক উত্তম।

  • @momenakhatun5189
    @momenakhatun5189 Год назад +1

    বাংলাদেশের সেনাবাহিনী আমাদের অহংকার,

  • @maBangla-zi4pi
    @maBangla-zi4pi Год назад +5

    যে বাহিনীতে চাটুকারে ভরা তারা আবার লক্ষ্যে পৌঁছাবে কেমনে,

  • @KomelaKomela-nr1sg
    @KomelaKomela-nr1sg 7 месяцев назад +2

    দেশপ্রেমী না শেখ হাসিনা প্রেমী

  • @SingerUsamaAhmad100
    @SingerUsamaAhmad100 Год назад +1

    আমরা চাইনা বাংলাদেশ সেনাবাহিনী আগামীতে তাদের নাম কাম যেন নষ্ট না করে। দেশের স্বার্থে জনগণের স্বার্থে সর্বদা যেন ন্যায় অন্যায়ের দিকে খেয়াল করে। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে তারা যেন সর্বদা লড়ে যাই। এ প্রত্যাশা আমি এবং সমস্ত বাঙালি জাতি করছি

  • @mdbelalhossain9782
    @mdbelalhossain9782 Год назад +1

    আমি বিশ্বাস করি একমাত্র সেনাবাহিনী কোনো রকম পক্ষপাতী কথা বার্তা বলেন‍ না। তবে এই অবিচার এর কথা শুনে আমার বিশ্বাস ভেংগে গেল। জানিনা আর কোনো দিন এই বিশ্বাস ফিরে আসে কি না।

  • @saifulislamsaif5626
    @saifulislamsaif5626 Год назад +3

    ৩০ সালে সেনাবাহিনী আনসার বাহিনীতে পরিণত হবে। পুলিশ হবে বস।

    • @bdupdate7235
      @bdupdate7235 Год назад

      ঠিক বলেছেন ভাই শেখ হাসিনার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এদেরকে খাওয়া-দাওয়া, ব্যবসা, গাড়ি-বাড়ি, নারী দিয়ে সে শেষ করে দিয়েছে। থানার ওসি এখন একজন মেজর কর্নেলের চেয়ে বেশি ক্ষমতাবান।

    • @monirzaman9031
      @monirzaman9031 Год назад

      😂😂😂

  • @asrafali-sn5jb
    @asrafali-sn5jb Год назад +5

    কিছু কিছু সেনাদের কারণে সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হচ্ছে দেশের মানুষের বিপক্ষে চলে গেলে সেনাবাহিনীর আর দাম থাকবে না

  • @MdHissain-x8s
    @MdHissain-x8s Год назад +3

    এই পৃথিবীতে যে যখন আসে তার দায়িত্ব নিয়ে আসে তবে একটা রাষ্ট্রের ব্যাপারে যখন হয় তখন রাষ্ট্র হতে হবে জনগণের স্বার্থে আর সর্বপ্রথম জনগণের 😢দাবির দিকে তাকিয়ে এগোতে হবে সর্বপ্রথম জনগণ এরপরে ব্যক্তি আপনি যেকোনো ব্যক্তি কে ভালবাসতে পারেন পার্সোনাল ভাবে আমি কাকে পছন্দ করবো সেটা আপনারা বলতে পারেন না

  • @mdrahimadnan3069
    @mdrahimadnan3069 Год назад +3

    খুবই কস্টো লাগে যখন এক জন সেনা বাহিনী এক জন সইরাচারের পক্ষে কথা বলে 😢

    • @MdayubUddin-uk1sv
      @MdayubUddin-uk1sv Год назад

      😊বেলুন,জিয়া গোলাপির পক্ষে তোমরা

  • @SoundShipping
    @SoundShipping Год назад +2

    আমার প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী উন্নত করার পাশাপাশি যাতে দেশের সামগ্রিক পরিবেশ এবং সমস্ত খাত উন্নত হয় সেদিকেও সেনাবাহিনী খেয়াল রাখবে বলে জনগণ আশা করে

  • @mdalaluddin-yi7mm
    @mdalaluddin-yi7mm Год назад +5

    দেখ দেখ ভাই আমাদের সেনাবাহিনী কত চাটুকার।

  • @sajedulKarim-k4v
    @sajedulKarim-k4v Год назад +2

    আমাদের শান্তি বাহিনী সেনাবাহিনী
    আপনারা একটা দেশে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার অনুরোধ করছি

    • @mdsagorali5528
      @mdsagorali5528 Год назад

      কার কাছে কিসের অনুরোধ করছেন। বক্তব্য শুনে কিছু বুঝছেন না!

    • @sajedulKarim-k4v
      @sajedulKarim-k4v Год назад

      @@mdsagorali5528 আসলে কিছু উচ্চ বিলাসিতা আইনশৃঙ্খলা বাহিনী এই দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে

  • @mdshahabuddin5613
    @mdshahabuddin5613 Год назад +24

    আত্মবিশ্বাস হলো জাতীয় প্রতিষ্ঠার মূল যে জাতি যত বেশি আত্মবিশ্বাসী সে জাতি তত বেশি সফলতা অর্জন করেছে। ফোর্সেস গোল্ড ২০৩০ এর মধ্যে আমরা সফলতা অর্জন করব ইনশাআল্লাহ।

    • @PatrioticWarriror00unoffical
      @PatrioticWarriror00unoffical Год назад

      Tomra ASHA Korte Kortei theke jau.
      Attobishshas o kaj korbe naa Jodi tomar moto lokera Ayami league er pokhkhe thake.
      Ayami league na shorle Bnagldesh ER obosotha pakistan er moto Hobe.

    • @bdupdate7235
      @bdupdate7235 Год назад

      বিচি বিহীন সেনাবাহিনী

  • @esa.story1
    @esa.story1 Год назад +4

    খবর টা দেখে পুরোটা সময় নষ্ট করলাম দ্যাত

  • @lv4wq8qw6t
    @lv4wq8qw6t Год назад +3

    সেনাবাহিনীকে রাজনীতি না করাই ভালো 💪💪💪💪

  • @GgoroOpo-zh9iz
    @GgoroOpo-zh9iz Год назад +1

    ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে দেশপ্রেমিক সেনাবাহিনীকে রাস্তায় দেখতে চায় দেশ ও দেশ প্রেমিক জনগণ।

  • @AkterSoniya-ru5zb
    @AkterSoniya-ru5zb Год назад +1

    বাংলার সেনালিগ

  • @emdadulhaque8864
    @emdadulhaque8864 9 месяцев назад

    ✊🇧🇩⛵🛶বাংলাদেশ অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী হওয়া সক্ষমতা বৃদ্ধি বিশ্বগ্ৰহণযোগ্যতা অর্জন আয় ব্যয়ের সামঞ্জস্যতার ভিত্তিতে কেনা কাটা বড় প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় সদা সর্বদা প্রস্তুত থাকা যত বেশি পরিমাণে সম্ভব সেনাবাহিনী🛶⛵🇧🇩✌️

  • @mozammel4027
    @mozammel4027 Год назад

    I LOVE. Bangladesh. ARME

  • @DjgFkh-sq3qe
    @DjgFkh-sq3qe Год назад

    বাংলাদেশ সেনাবাহিনী জিন্দাবাদ

  • @2in1bd12
    @2in1bd12 Год назад +2

    আমি কখনোই দেখি নাই মুক্তবার টক শোতে সেনাবাহিনীর অফিসার বসে কথা বলেন। হায়রে দেশ সেনাবাহিনী এখন টকশোতে। ভাই সেনাবাহিনী মানুষের কষ্টের, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির, মানুষের শান্তির, কর্মসংস্থানের, বিষয়ে কিছু বলেন আমরা শুনতে চাই। ধন্যবাদ

  • @MDSulaimanSheikh-tg1te
    @MDSulaimanSheikh-tg1te Год назад

    সেনাবাহিনীর কাছ থেকে সাধারণ মানুষ নিরপেক্ষতা আশা করে

  • @sharafatsarkar8610
    @sharafatsarkar8610 Год назад +1

    Ki bolbo 😢, Bonggo Bondhu rokkhi bahini keno gotthon kore silo, sei bepare kisu bolle valo hoto,

  • @TheRafiqVi
    @TheRafiqVi Год назад +1

    বাহ্ ক্লিয়ার হওয়া গেলো সেনাবাহীনি কোন আদর্শে চলছে। যেভাবে একচেটিয়া এত প্রশংশা চলছে তাতে পুরো কনসেপ্ট ক্লিয়ার।

  • @rajibsaha6236
    @rajibsaha6236 Год назад +2

    এখন যে দেশে স্বৈরাচারী শাসন চলছে এখন আপনারা দেশের মানুষের জন্য কি করবেন 😢😢

  • @MEMOUNAT
    @MEMOUNAT Год назад +3

    ওই সময় দুই প্লেট ভাত বেশি খাবে 😅😅😅

  • @mdoasem1062
    @mdoasem1062 Год назад +3

    একজন শিক্ষিত ব্যক্তিও যদি এরকম বলে।
    জাতির পিতা। খুব কষ্ট হয় তখন

    • @hossainmonsur3018
      @hossainmonsur3018 Год назад

      তো কি জিয়াকে জাতির পিতা বলা উচিৎ? পাগল-ছাগল

    • @bdupdate7235
      @bdupdate7235 Год назад

      এরা এখন হাসিনার পা চাটা বাহিনী

  • @Mastitv9965
    @Mastitv9965 Год назад +1

    ব্যাটা আগে সেনাবাহিনীকে মহিলা থেকে সত্যিকার পুরুষ বানাও

  • @MarufTv-h4b
    @MarufTv-h4b Год назад +12

    সেনালীগ❤😂

  • @drimraj6126
    @drimraj6126 Год назад

    ২০৩০ সাল নাগাদ সেনাবাহিনীর ভোগ বিলাসিতা আরও বাড়বে।

  • @sarkerarif1622
    @sarkerarif1622 Год назад

    আজ পর্যন্ত একটা এটাক হ্যালিকপ্টার যুক্ত করতে পারেনি এই হচ্ছে উন্নতি

  • @mansur395
    @mansur395 Год назад +1

    Congratulations hon’ble officer
    Go ahead Bangladesh

  • @NasirUddin-h2w
    @NasirUddin-h2w Год назад +1

    মুজিব এত দেশ ভালো চালিয়ে থাকলে তাহলে হাসিনা যখন দেশে আসে তখন মাফ কেন চেয়েছিলেন বলেছিলেন কেন যে আমার বাবা ভুল করেছিলেন উনাকে মাফ করে দেন মাফ করে দিয়ে আমাকে একটা সুযোগ দেন

  • @mdpolok392
    @mdpolok392 Год назад +1

    আপনাদের কে নিয়ে দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ

  • @Alizakhan22-u4o
    @Alizakhan22-u4o 11 месяцев назад +1

    Amader rafayel 36 ti order kora hok and air defence system 200 km range er

  • @mdimranhasan9410
    @mdimranhasan9410 Год назад

    ২০৩০ সালে সেনাবাহিনী পৌঁছাবে আওয়ামী লীগের দলীয় অঙ্গ সংগঠনে

  • @DulalMia-sl2im
    @DulalMia-sl2im Год назад

    সেনাবাহিনী এগিয়ে চলেন আমরা আছি আপনাদের পাশে বাংলার বাঘ ❤️‍🩹💔💔🇧🇩💓

  • @MoktarMoktarkhan-hm8gr
    @MoktarMoktarkhan-hm8gr Год назад +4

    জাতি আপনাদের কাছে এমন কথা আশা করে না

    • @hossainmonsur3018
      @hossainmonsur3018 Год назад

      কী আশা করে? বিম্পিকে ক্ষমতায় এনে দেওয়া?

  • @ahmedbappy5108
    @ahmedbappy5108 8 месяцев назад

    মাননীয় সেনাবাহিনী দেশটাকে ভালোবাসুন
    দেশের মানুষ গুলোকে ভালোবাসে
    জীবনে অনেক শান্তি পাইবেন মরার পরও শান্তি পাইবে

  • @banglavsmalay9715
    @banglavsmalay9715 Год назад

    Tqvm bangladesh armi❤

  • @Dr.MushfiqurRahman
    @Dr.MushfiqurRahman Год назад +2

    বাংলাদেশের মানুষ সেনাবাহিনী কে সম্মান করে

  • @imranhossein3546
    @imranhossein3546 Год назад

    সেলুট জানায় বাংলাদেশ তিন বাহিনীকে এবং অন্যান্য বাহিনীগুলোকে। আরও এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ

  • @shihabshihab1460
    @shihabshihab1460 Год назад +1

    তবে আমরা সেনাবাহিনীকে সততার প্রতীক মানি❤️❤️✌️

  • @muzahidin792
    @muzahidin792 Год назад +1

    বিশ্বের নিথর সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী

  • @MayaDepa
    @MayaDepa Год назад

    মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রাসন পরিচালনা করবে যেকোন দেশের অবৈধ সরকারের বিরুদ্ধে এটাই তাদের আন্তর্জাতিক নীতি ।
    ইরাক আফগানিস্তান এর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ।

  • @shamimaakter7966
    @shamimaakter7966 Год назад +2

    Tell dai, jonogon,, shuntam but shena bahini jee ,, telll dai,, shey ta jantam na

  • @abulhasem3843
    @abulhasem3843 Год назад +2

    তুমি ঐ দিন কে ভয় কর, যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে,আর তোমার হাত পা কৃতকর্মের সাহ্মী দিবে
    সুরা ইয়াসিন ৬৫

    • @grandprime2064
      @grandprime2064 Год назад

      ১১৪ টি সুরা ।
      আবিষ্কার বা উদ্ভাবনের কথা বলা আছে কোন্ কোন্ সুরাতে আছে ?
      আমরা শুধু শুনেই আসছি যে - যা কিছু আবিষ্কার হচ্ছে সবই কোরআন দেখে দেখে করা হচ্ছে ।

    • @abulhasem3843
      @abulhasem3843 Год назад

      @@grandprime2064 এটা বোঝার মত জ্ঞান সবার থাকে না

    • @grandprime2064
      @grandprime2064 Год назад

      @@abulhasem3843 এটা বুঝতে হলে মাদ্রাসায় পড়াশোনা করতে হয় ।
      যেখানে পড়লে - এক ঢিলা কুলুপ ছাড়া পায়খানার একটা বদনা ও বানাইতে পারা যায় না ।

  • @kingwin7291
    @kingwin7291 Год назад +1

    সেনাবাহিনী কি বলে 😆 স্বাধীনতার রুপকার "জাতির পিতা বঙ্গবন্ধু" 😆এ বাহিনী জাতির জন্য কি করবে😂

    • @bdupdate7235
      @bdupdate7235 Год назад

      তারা হাসিনা ররক্ষীবাহিনী হিসেবে ট্রেনিং নিচ্ছে পুলিশের সাথে প্রতিদ্বন্দিতা করছে কে বেশি পা চাটতে পারে।

  • @MrMahbuburRahman-zo6wj
    @MrMahbuburRahman-zo6wj Год назад +1

    আমরা আমাদের সেনাবাহিনী তথা নৌ/বিমান বাহিনীর আধুনিকতায় অত্যন্ত আগ্রহী এবং সদা গর্ববোধ করি।