ইসলামের জ্ঞান কিভাবে অর্জন করবেন এবং কিভাবে দাওয়াত দিবেন এই ফরজ কাজটি অনেকেই জানেনা || মোজাম্মেল হক

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 45

  • @aloadharbd
    @aloadharbd  11 месяцев назад +4

    অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক সাহেবের
    লিখিত তাফসীর ও বই পেতে যোগাযোগ করুন
    WhatsApp/Imo-- 01777696122
    "তাফসীরুল ওয়াফী( ০১ম থেকে ১০ম খন্ড) এবং 'আলো-আঁধার'
    সিরিজের বইসমূহ
    ১.ঈমান ও শিরক,
    ২.ঈমান ও আখিরাত,
    ৩.সত্য দলের পরিচয়,
    ৪.মানুষেরবর্তমান
    ৫.মানুষের অতীত,
    ৬.মানুষের ভবিষ্যত
    ৭.কুরআন-হাদিস-ফিকাহ
    ৮.কুরআনের পরিচয় এবং
    ৯. বই ‘স্বামী-স্ত্রী একে অপরের পোশাক’
    দেশের যে কোন স্থানে কুরিয়ারযোগে তাফসীর ও বই পেতে যোগাযোগ করুন
    এই নম্বরে ০১৭৭৭৬৯৬১২২ ধন্যবাদ ।

    • @Abu_rushd-sh1ej
      @Abu_rushd-sh1ej 11 месяцев назад

      যারা (hinduttobadi awamilig) কুফরি করে তারা আল্লাহর পথ থেকে (লোকদেরকে) বিরত করতে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে। অতএব, তারা তা ব্যয় করবে; তবে অবশেষে এই সম্পদ তাদের জন্য আক্ষেপের কারণ হবে। তারপর তারা পরাজিত হবে। আর (Awami) কাফেরদেরকে জাহান্নামে একত্র করা হবে;’
      [ সুরা আল-আনফাল, ৮ : ৩৬ ]
      #ilmweb
      Translated from Bangla by
      'Those who disbelieve spend their wealth to prevent (people) from the way of Allah. Therefore, they will spend it; But eventually this wealth will be a source of regret for them. Then they will be defeated. And the unbelievers will be gathered together in hell;'
      [Surah Al-Anfal, 8:36]

    • @Abu_rushd-sh1ej
      @Abu_rushd-sh1ej 11 месяцев назад

      “فَاقْتُلُواْ الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُواْ لَهُمْ كُلَّ مَرْصَدٍ”
      (التوبة : 5)“
      অতঃপর (napak Awami) মুশরিকদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা কর, তাদেরকে (Cantonment) বন্দী করো, (thana) অবরোধ করো এবং প্রত্যেক (MP, Minister) ঘাঁটিতে ওঁৎ পেতে থাকো”। (সূরা তাওবাহ-৫)
      বাস্তবতা: বাস্তবতা হচ্ছে, আমেরিকা ও ইসরাইল India, China. Russia Ihudibadi hinduttobadi kukur Awamilig er Police tareq siddiqi, khaled mamun safiulra আমাদের সাধারণ মুসলমানদেরকে দিন-রাতে হত্যা করে যাচ্ছে। kashmir, Uighur তারা দখলদার hasinar god India ইসরাইলের মাধ্যামে ৫০ (Pegasus) বছরের ও বেশী সময় ধরে ফিলিস্তিনে আমাদের সাধারণ মুসলমানদেরকে হত্যা করে যাচ্ছে।
      তাদের ঘর বাড়ি বোমা মেরে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। আর আফগানিস্তান ও ইরাকের কথা কি বলবো! সেখানে তারা হাজার হাজার নিরপরাধ সাধারণ মুসলমানদেরকে America india হত্যা করেছে।
      তারা সোমালিয়ায় ১৩ হাজার মুসলমানকে হত্যা করেছে ও সুদানে গনহত্যা চালিয়েছে। এককথায় সারা বিশ্বে এই আমেরিকা O India আমাদের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। মুসলমান, মুজাহিদদেরকে হত্যা, গ্রেফতার ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।
      তারা awamirs যেমন আমাদের ক্ষেত্রে gumkhun hitta সীমালঙ্ঘন করেছে আমরাও তাদের ক্ষেত্রে gupto hotta সীমালঙ্ঘন করা বৈধ।
      এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন:
      (فَمَنِ اعْتَدَى عَلَيْكُمْ فَاعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدَى عَلَيْكُمْ)
      “সুতরাং যে (feraun hasina) তোমাদের উপর সীমালঙ্ঘন করে তাদের উপরও তোমরা সীমালঙ্ঘন করো যেমন সীমালঙ্ঘন তারা (Modi) তোমাদের উপর করেছে”।
      (সূরা বাকারাহ-১৯৪)
      INDIA, আমেরিকার (pachata Kukur Hasina) সাধারণ জনগণ তাদের সরকারকে ট্যাক্স দিচ্ছে। সেই দেশে অবস্থান করে সেই দেশ ও শাসকদের স্বার্থে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে। এমতাবস্থায় তাদের এই অসম্মতি তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট নয়, যতক্ষণ না তারা তাদের স্থান ও অবস্থান পরিত্যাগ কর

    • @Abu_rushd-sh1ej
      @Abu_rushd-sh1ej 11 месяцев назад

      আল্লাহ তা’আলা বলেন,
      قَٰتِلُوا۟ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَلَا يُحَرِّمُونَ مَا حَرَّمَ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَلَا يَدِينُونَ دِينَ ٱلْحَقِّ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ حَتَّىٰ يُعْطُوا۟ ٱلْجِزْيَةَ عَن يَدٍ وَهُمْ صَٰغِرُونَ
      তোমরা লড়াই করো সে সব লোকের সাথে, যারা আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে না এবং আল্লাহ ও তাঁর রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না, আর সত্য দীন গ্রহণ করে না, যতক্ষণ না তারা স্বহস্তে নত হয়ে জিযিয়া তথা লাঞ্ছনাকর আদায় করে।-সূরা তাওবা, আয়াত: ২৯।
      ৩. সমাধান: জিহাদ করতে গেলে প্রশিক্ষণ এবং অস্ত্রসস্ত্র লাগে।এসব ছাড়া জিহাদ হয় কীভাবে? আপনার আমার মতো নামধারী মুসলিম ও কাপুরষরা এমন প্রশ্ন করবো, তাই আগেই আল্লাহ তা’আলা এ বিষয়ে সতর্ক করেছেন।সামরিক শক্তি অর্জনের জন্য আদেশ করেছেন।যেমন;
      وَأَعِدُّوا۟ لَهُم مَّا ٱسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ ٱلْخَيْلِ تُرْهِبُونَ بِهِۦ عَدُوَّ ٱللَّهِ وَعَدُوَّكُمْ وَءَاخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ ٱللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنفِقُوا۟ مِن شَىْءٍ فِى سَبِيلِ ٱللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ.
      আর তাদের মুকাবিলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি ও অশ্ব বাহিনী প্রস্তুত করো, তা দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে এবং এরা ছাড়া অন্যদেরকেও, যাদেরকে তোমরা জান না, আল্লাহ তাদেরকে জানেন। আর তোমরা যা আল্লাহর রাস্তায় খরচ কর, তা তোমাদেরকে পরিপূর্ণ দেয়া হবে, আর তোমাদের ওপর যুলম করা হবে না।-সূরা আনফাল, আয়াত: ৬০।
      আল্লাহ তা’আলা নিজে জিহাদের ট্রেনিং দিয়েছেন।তিনি জামা কিতাল তথা কুরআনি মাইর শিক্ষা দিয়েছেন।আল্লাহ তা’আলা বলেন,
      إِذْ يُوحِى رَبُّكَ إِلَى ٱلْمَلَٰٓئِكَةِ أَنِّى مَعَكُمْ فَثَبِّتُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ سَأُلْقِى فِى قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلرُّعْبَ فَٱضْرِبُوا۟ فَوْقَ ٱلْأَعْنَاقِ وَٱضْرِبُوا۟ مِنْهُمْ كُلَّ بَنَانٍ
      স্মরণ কর, যখন তোমার রব ফেরেশতাদের প্রতি ওহী প্রেরণ করেন যে, ‘নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। সুতরাং যারা ঈমান এনেছে তোমরা তাদেরকে অনড় রাখ’। অচিরেই আমি ভীতি ঢেলে দেব তাদের হৃদয়ে যারা কুফরী করেছে। অতএব তোমরা আঘাত কর ঘাড়ের উপরে এবং আঘাত কর তাদের প্রত্যেক আঙুলের অগ্রভাগে।-সূরা আনফাল, আয়াত: ১২।
      মাহমুদ আজহার

    • @Abu_rushd-sh1ej
      @Abu_rushd-sh1ej 11 месяцев назад

      আল্লাহ তা’আলা বলেন,
      قَٰتِلُوا۟ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَلَا يُحَرِّمُونَ مَا حَرَّمَ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَلَا يَدِينُونَ دِينَ ٱلْحَقِّ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ حَتَّىٰ يُعْطُوا۟ ٱلْجِزْيَةَ عَن يَدٍ وَهُمْ صَٰغِرُونَ
      তোমরা লড়াই করো সে সব লোকের সাথে, যারা আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে না এবং আল্লাহ ও তাঁর রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না, আর সত্য দীন গ্রহণ করে না, যতক্ষণ না তারা স্বহস্তে নত হয়ে জিযিয়া তথা লাঞ্ছনাকর আদায় করে।-সূরা তাওবা, আয়াত: ২৯।
      ৩. সমাধান: জিহাদ করতে গেলে প্রশিক্ষণ এবং অস্ত্রসস্ত্র লাগে।এসব ছাড়া জিহাদ হয় কীভাবে? আপনার আমার মতো নামধারী মুসলিম ও কাপুরষরা এমন প্রশ্ন করবো, তাই আগেই আল্লাহ তা’আলা এ বিষয়ে সতর্ক করেছেন।সামরিক শক্তি অর্জনের জন্য আদেশ করেছেন।যেমন;
      وَأَعِدُّوا۟ لَهُم مَّا ٱسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ ٱلْخَيْلِ تُرْهِبُونَ بِهِۦ عَدُوَّ ٱللَّهِ وَعَدُوَّكُمْ وَءَاخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ ٱللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنفِقُوا۟ مِن شَىْءٍ فِى سَبِيلِ ٱللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ.
      আর তাদের মুকাবিলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি ও অশ্ব বাহিনী প্রস্তুত করো, তা দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে এবং এরা ছাড়া অন্যদেরকেও, যাদেরকে তোমরা জান না, আল্লাহ তাদেরকে জানেন। আর তোমরা যা আল্লাহর রাস্তায় খরচ কর, তা তোমাদেরকে পরিপূর্ণ দেয়া হবে, আর তোমাদের ওপর যুলম করা হবে না।-সূরা আনফাল, আয়াত: ৬০।
      আল্লাহ তা’আলা নিজে জিহাদের ট্রেনিং দিয়েছেন।তিনি জামা কিতাল তথা কুরআনি মাইর শিক্ষা দিয়েছেন।আল্লাহ তা’আলা বলেন,
      إِذْ يُوحِى رَبُّكَ إِلَى ٱلْمَلَٰٓئِكَةِ أَنِّى مَعَكُمْ فَثَبِّتُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ سَأُلْقِى فِى قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلرُّعْبَ فَٱضْرِبُوا۟ فَوْقَ ٱلْأَعْنَاقِ وَٱضْرِبُوا۟ مِنْهُمْ كُلَّ بَنَانٍ
      স্মরণ কর, যখন তোমার রব ফেরেশতাদের প্রতি ওহী প্রেরণ করেন যে, ‘নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। সুতরাং যারা ঈমান এনেছে তোমরা তাদেরকে অনড় রাখ’। অচিরেই আমি ভীতি ঢেলে দেব তাদের হৃদয়ে যারা কুফরী করেছে। অতএব তোমরা আঘাত কর ঘাড়ের উপরে এবং আঘাত কর তাদের প্রত্যেক আঙুলের অগ্রভাগে।-সূরা আনফাল, আয়াত: ১২।
      মাহমুদ আজহার

    • @Abu_rushd-sh1ej
      @Abu_rushd-sh1ej 11 месяцев назад

      আল্লাহ রাব্বুল আলামীন বলেনঃ
      وَلَوْ أَرَادُوا الْخُرُوجَ لَأَعَدُّوا لَهُ عُدَّةً وَلَكِنْ كَرِهَ اللَّهُ انْبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَقِيلَ اقْعُدُوا مَعَ الْقَاعِدِينَ
      “যদি সত্যিই জিহাদে যাওয়ার ব্যাপারে তাদের দৃঢ় সংকল্প থাকতো তাহলে অবশ্যই তারা যুদ্ধের জন্য কিছু সরঞ্জাম প্রস্তুত করতো, কিন্তু তাদের অভিযাত্রা আল্লাহর মনঃপুত ছিল না, তাই তাদের নিবৃত্ত রাখলেন এবং আদেশ হলো ঘরে বসা লোকদের মত তোমরা বসে থাকো।” (সূরা তওবা, আয়াতঃ ৪৬)
      জেনে রাখুন, জিহাদ যেভাবে ফরজ, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণও সেভাবে স্বতন্ত্র আরেকটি ফরজ। মুজাহিদিনের সাথে শামিল হতে না পারার কারণে আপনি সরাসরি ক্বিতালে শরীক হতে না পারলেও, জিহাদের প্রস্তুতি গ্রহণ না করার ক্ষেত্রে কোন অজুহাত কাজে আসবে না।
      জিহাদের প্রস্তুতির ক্ষেত্রে নীচের বিষয়গুলো লক্ষ্য রাখুনঃ
      - আল্লাহর পথে জিহাদের জন্য নিজেকে শারিরীক ও মানসিকভাবে প্রস্তুত করুন। কঠিন পরিস্থিতিতে দীর্ঘদিন থাকার অভ্যাস করুন। আরাম-আয়েশের জীবন পরিত্যাগ করুন। নিজ পরিবার-আত্মীয়-স্বজনদের কাছ থেকে মাঝে মাঝে দূরে থাকার অভ্যাস গড়ে তুলুন। ঘরকুনো মনোভাব ত্যাগ করে মাঝে মাঝে একা কয়েকদিন দূরের পথ সফর করুন। নিজেদের কুরবানীর পশু নিজে জবাই করুন। কঠিন ও পরিশ্রমের কাজ করুন। মাঝে মাঝে পায়ে হেটে দীর্ঘ পথ ভ্রমণ করুন, ক্যাম্পিং করুন। নিজেকে কষ্টসহিষ্ণুতার শিক্ষা দিন। নিজের কাজ নিজে করতে শিখুন। যেমনঃ রান্না করা, কাপড়-চোপড় ধোয়া, ঘর মোছা, টয়লেট পরিস্কার ইত্যাদি।
      - নিজেকে আনসার হিসেবে গড়ে তুলুন। নিজের বাসায় একটি রুম মুজাহিদ ভাইদের জন্য বরাদ্ধ রাখুন। দুই-তিন জন মুজাহিদ ভাই যাতে দীর্ঘদিন আপনার বাসায় আশ্রয় নিয়ে থাকতে পারেন, এ রকম ব্যবস্থা রাখুন।
      - উলামায়ে রব্বানীদের সাথে থাকুন। উলামায়ে ছু’দেরকে পরিহার করুন। উলামায়ে হক্ব তো তারাই যারা আম্বিয়াগণের (আঃ) যোগ্য উত্তরসূরী হিসেবে জনগণকে কুফরের দিকে পরিচালনাকারী তাগুতকে বর্জনের আহবান জানান, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার আহবান জানান। পূর্ববর্তী আম্বিয়াদের মতোই বর্তমান সময়ের তাগুত ও ইসলামের শত্রুরা তাদেরকে চক্ষুশূল মনে করে। তারা শাসকদের কুফর ও শিরকের ব্যাপারে নিরব দর্শক হয়ে থাকেন না। এটাই নববী দাওয়াতের বৈশিষ্ট্য। ঐ সকল উলামায়ে ছু’দের পরিহার করুন যারা আল্লাহর আইন পরিবর্তনকারী, বৃটিশদের রচিত আইনে শাসনকারী এ সকল শাসকদের সাথে উঠাবসা করে, তাদের অনুকম্পা ভিক্ষা করে এবং তাদের মসনদকে শক্তিশালী করে।

  • @alamgirkazi1037
    @alamgirkazi1037 11 месяцев назад +1

    মাশাল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার উপস্থাপন জাজাকাল্লাহ খায়রান আমিন আমিন 🎉

  • @mbrchyjontu4194
    @mbrchyjontu4194 11 месяцев назад +4

    মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,
    পবিত্র কোরআন মজিদ এর তাফসির শোনার তৌফিক দান করেছেন,,,,,,,
    হে আল্লাহ মওলানা মুজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়বা দান করুন,,,,, এবং মানব জাতিকে হেদায়েত দান করুন আমিন,,,,

  • @Emaad-u9w
    @Emaad-u9w 11 месяцев назад +2

    হে আল্লাহ আপনি আমাদের সকলকে হেদায়েত দান করুন,,,

  • @md.shamimulislam5295
    @md.shamimulislam5295 9 месяцев назад

    আলহামদুলিল্লাহ।

  • @AnsarAliKohinoor
    @AnsarAliKohinoor 11 месяцев назад +1

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনার কথাগুলো ১০০% সত্য। আমি কোন আলেম-ওলামা নই। তবুও কোরআন শরীফ খান অর্থসহ কয়েকবার পড়েছি। আমার খুব আফসোস হয় এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি কুরআন শরীফ অর্থ বুঝে পড়তো তাহলে মানুষের কতইনা মঙ্গল যে হতো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানুষ যদি আল্লাহর কথা গুলো বুঝতে পারত তাহলে কোন মানুষই অপরাধমূলক কর্মকাণ্ড করতো না। আমাদের দেশে হাজার হাজার মাওলানা সাব আছেন। কিন্তু আফসোস কোন একটা বয়ানে কোন একজন মাওলানা সাব মানুষকে জোর দিয়ে বলেন না অবশ্যই কুরআন পড়তে হবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। কুরআন না পড়লে না বুঝলে আল্লাহ পাক রাব্বুল আলামীন বলেছেন আমি তোমাদেরকে দ্বিতীয় জীবনে অন্ধ অবস্থায় হাজির করব। কত বড় কঠিন কথা ভেবে দেখেছেন হুজুর। মানুষ কি পারবে অন্ধ অবস্থায় অনন্ত জীবন কাটাইতে। মানুষের কবে বুঝবুদ্ধি আসবে।

  • @mainulhasan8565
    @mainulhasan8565 11 месяцев назад

    আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান

  • @abdulmannanabdulmobin4162
    @abdulmannanabdulmobin4162 8 месяцев назад

    So nice so beautiful discriftion

  • @FerozFeroz-bh2xc
    @FerozFeroz-bh2xc 11 месяцев назад +7

    হে🤲😭 আল্লাহ!আপনি আমাকে এমন ভাবে পরিবর্তন করুন যেভাবে থাকলে আপনি আমার ওপর সবচেয়ে বেশি খুশি হবেন ❤️ আমীন.!😥

    • @rezaulhuque7358
      @rezaulhuque7358 11 месяцев назад

      আমিন

    • @arjumankhanom8366
      @arjumankhanom8366 11 месяцев назад

      রব্বানা ওয়া তাক্বব্বাল দূ'আ --

  • @MDMamunmayi-cq1oz
    @MDMamunmayi-cq1oz 11 месяцев назад +1

    কথায় সেই ব্যক্তি উত্তম যে তাহার প্রতিপালকের প্রতি মানুষকে আহবান করে হিকমত ও সৎ উপদেশ দিয়ে

  • @SalimMd-v1p
    @SalimMd-v1p 11 месяцев назад +1

    যাযাকাল্লা

  • @Mosen-kh4ph
    @Mosen-kh4ph 11 месяцев назад +1

    ❤moshin🌻🌻🌻🌻🌻ok

  • @shohan-qq3un
    @shohan-qq3un 11 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @mdjakir-lq2vz
    @mdjakir-lq2vz 11 месяцев назад

    আপনার তাফসির টা PDF থাকলে আমাকে দিবেন

  • @abuzarguffar9000
    @abuzarguffar9000 11 месяцев назад +2

    আমি ভারতীয় পশ্চিম বঙ্গের ।দশ খন্ড তাপসির কি ভাবে পেতে পারি জানালে উপকৃত হব ।

    • @Muslim_100-
      @Muslim_100- 11 месяцев назад

      টাকা দিলে আমি সংগ্রহ করে পাঠিয়ে দিতে পারবো..কিন্তু একটা কথা আছে.. হুজুরের তাফসীর পড়ার আমারও খুব ইচ্ছা কিন্তু টাকার অভাবে আনতে পারতাছি না, যদি আমাকেও তাফসীর এনে দেন অনেক খুশি হবো।
      আমার কাছে ওনার মোবাইল নম্বর আছে

    • @aloadharbd
      @aloadharbd  11 месяцев назад

      অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক সাহেবের
      লিখিত তাফসীর ও বই পেতে যোগাযোগ করুন

      মোবাইল:--
      WhatsApp/Imo- +88 01777696122
      "তাফসীরুল ওয়াফী( ০১ম থেকে ১০ম খন্ড) এবং 'আলো-আঁধার'
      সিরিজের বইসমূহ
      ১.ঈমান ও শিরক,
      ২.ঈমান ও আখিরাত,
      ৩.সত্য দলের পরিচয়,
      ৪.মানুষেরবর্তমান
      ৫.মানুষের অতীত,
      ৬.মানুষের ভবিষ্যত
      ৭.কুরআন-হাদিস-ফিকাহ
      ৮.কুরআনের পরিচয় এবং
      ৯. বই ‘স্বামী-স্ত্রী একে অপরের পোশাক’
      দেশের যে কোন স্থানে কুরিয়ারযোগে তাফসীর ও বই পেতে যোগাযোগ করুন
      এই নম্বরে ০১৭৭৭৬৯৬১২২ ধন্যবাদ ।
      🔊 Follow us on Social Media :🌐 Facebook Page: facebook.com/aloadhartv
      Subscribe Us For Daily New Waz ............ ✅ Like | ✅Comment | ✅ Share | ✅ Subscribe
      #aloadharbd​ #mau_mozammel_haquer #bangla_waz​

    • @obaidulhaque6903
      @obaidulhaque6903 11 месяцев назад

      ইনশাআল্লাহ আমি ফেব্রুয়ারীর শেষ দিকে কলকাতা আসতেছি। মার্কুস স্টিটের হোটেল গুলশানে উঠতে পারি।

  • @mdjakir-lq2vz
    @mdjakir-lq2vz 11 месяцев назад

    সুধু কোরআনের সহয আনুবাদ যদি করতেন ইমামরা বা জুমার বয়ানে কুরআনের আনুবাদ করতো তালেই হতো.

  • @arrahman6317
    @arrahman6317 10 месяцев назад

    হুজুর এখন তো আমরা উল্টোটা দেখতে পারছি😀যারা মাদ্রাসায় পড়েছে তারা া হাদিস কোরআন না বলে বলে পীর বুজুর্গের কথা😀যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে নিজে কোরআন হাদিস পড়ে ভক্ত হয়েছে তারা এখন হাদিস কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে😀আমরা তাহলে কার কথা শুনবো হাদিস কোরআনের রেফারেন্স সহ নাকি পীর বুযুর্গের কিচ্ছা

  • @ZakariahaiderZakir-po9yv
    @ZakariahaiderZakir-po9yv 11 месяцев назад +1

    আসলামুলাইকুম । হ্জুর যখন তাবলীগের কথা বলবেন তখন বলে দিবেন তালিগ অর্থও কি । না হয় অনেক মানূষ ভাবে টঙ্গি যেতে হবে ।

    • @RinaYasmin-wr5hg
      @RinaYasmin-wr5hg 8 месяцев назад

      ধীর স্হীর ভাবে শুনুন

  • @rislam5256
    @rislam5256 11 месяцев назад

    Ei buira Khatas kafeer hoye giyesey....Er kotha jey shunbey sheo gomrah hoye jabey...Era khannas...R ek Khannas hossey QRF er Harbal Dakter Motiar...Eo r ek Kafeer...Ei khatash era Hadith Oshikar kari bidhai era kafeer...Eder k borjon korun...Hoqqani Ulamaye keram k follow korun...Allah amader hifazot korun shesh jamanar Eman biddjongshi fitnah thekey...Ameen

    • @arjumankhanom8366
      @arjumankhanom8366 11 месяцев назад

      মহান আল্লাহু সুবহানাহু ওয়া তাআ'লা বলেছেন তোমরা অন্যকে কাফের বা মন্দ কথা বলো না । কারণ যাকে তুমি কাফের বলেছো সে তোমার চেয়ে আমার বেশি প্রিয় হতে পারে । আর ওনারা তো আল্লাহর কিতাব থেকে কথা বলেন এবং এগুলো ই আল্লাহর সত্য বিধান । আল্লাহু সুবহানাহু ওয়া তাআ'লা আমাদের সকলকে কুরআনের বিধান জানা ও মেনে চলতে সহায়তা করুন ।

    • @RafiqulIslam-wu8qf
      @RafiqulIslam-wu8qf 11 месяцев назад

      আপনি একবার কি ভেবে দেখেছেন ? কাউকে না জেনে কাফের বললে সে নিজেই কাফের ? উনার কোন কথা কুফুরী? খবরদার কাউকে না জেনে এমন বলবেন না