Assalamualaikum. Alhamdulillah ami fast kazi ibrahim sir er daoyate nijeke change korte perechi. allah jeno mrittut age porjonto imandar hisebe tikiye rakhen
এক সাথে তিন তালাক দিলে যদি বিদাত হয়, বা গুনাহ হয় বা তালাক না হয় তাহলেত তালাক ই হবে না বরং গুনাহ হবে। তাইলে হুজুরেরা কোন রেফারেন্সের মাধ্যমে সংসার ভেঙ্গে গেছে বলে ফতোয়া দেয়??
বিদাত আর গুনাহই হবে কিন্তু তালাক হবেনা। সূরা তালাক এর তাফসীর পড়লেই স্পষ্ট হয়ে যায় এই বিষয়। হুজুর রা কিভাবে বলে তালাক হয়ে যায় সেটা আল্লাহ আর উনারাই ভালো জানেন।
দেখুন ভাই, গোনাহ হবে তার মানে এ-ই নয় যে তালাক হবেনা। উদাহরণ হিসেবে বলা যায় একজন ব্যাক্তি পরিক্ষায় নকল করে সার্টিফিকেট অর্জন করলো সেটি দিয়ে ইনকাম করে এখন এ-ই ইনকাম কি হালাল হবে? উত্তরঃ নকল করা হারাম তবে সে যে কাজ করছে সেটি যদি শরিয়া সম্মত হয় তাহলে তার পরিশ্রমের বিনিময়ে টাকা নিচ্ছি এ জন্য জায়েজ অর্থাৎ সার্টিফিকেট অর্জন হারাম কাজের বিনিময়ে কিন্তু কাজ সহিহ এজন্য ইনকাম হালাল। আরেকটি উদাহরণ দেওয়া যাকঃ হিল্লা বিয়ে হারাম তবে এই বিয়ের পরে কিন্তু প্রথম স্বামী আবারো বিয়ে করতে পারবে। তালাকের মাসয়ালা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় ও জানার ব্যাপার। জাযাকাল্লাহ খাইরান
@@hurayragang4270 ভাই, দুই পক্ষের দলীল আছে। উপরিক্ত ভাই সেই ভাবে বুঝিনি। দুইটা মত প্রসিদ্ধ আছে। সালাফি আলেমদের মধ্যে ও এ-ই বিষয়ে কথা বলার আগে অনেক ভাবে আপনার মতো চট করে বলেনা। আশাকরি বুঝতে পেরেছেন।
আমার প্রিয় হুজুর এবং ওস্তাদ আপনাদের নিকট আমার কিছু গুরুত্বপূর্ণ কথা না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি শশুর নামাজ পড়ে না এজন্য স্ত্রীর সাথে ঝগড়া করে রাগের মাথায় তীব্র রাগের মাথায় ওকে তিন কথা বলে ঘর থেকে বের হয়ে এসে চিন্তায় পড়ে গেলাম হায় হায় এটা আমি কি করেছি হুজুর আমার দুইটা মেয়ে আছে ছয় বছরের সংসার কোনদিনও ঝগড়া হয়নি আমাদের মধ্যে আমাদের সংসারটা এক কোটি সংসারের চাইতেও ভালো একটা সংসার অনেক সুখী একটা ফ্যামিলি আমরা হুজুর আমি যখন তিন কথা বলি তখন তোমারে বা তোরে এরকম কোন কিছু উচ্চারণ করি নাই আমি শুধু বলেছি তালাক তালাক তালাক এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে চলে এসেছি হুজুর এখন তো আমি বড় সমস্যায় পড়ে গেছি আমার মেয়েদের সাথে কথা বলতে পারতেছি না আমার স্ত্রীর সাথে দেখা করতে পারতেছি না হুজুর এটার কি করনীয় আমি এখন কি করবো হুজুর হুজুর পুরা ঘটনা হচ্ছে আমার শ্বশুর বাড়ির কাছেই আমি একটি গরুর ফার্মে কাজ করি কাজ শেষ করে শশুর বাড়িতে যাই রাত আটটা বাজে তখন আমার স্ত্রী আমাকে বাদ এনে দেয় তখন আমি ওরে বললাম ছয় বছর হয়েছে বিয়ে করেছি এখন পর্যন্ত তোমার বাবা মাকে নামাজ পড়তে দেখি নাই মামা কেন নামাজ পড়েন না নামাজ পড়তে হবে বলতো এই বিষয়টা নিয়ে আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া পর্যায়ে আমি ওকে বললাম যে তোমার বাবা যদি এক সপ্তাহের মধ্যে নামাজ পড়া শুরু না করে আমি তোমাকে তালাক দিয়ে দিব তারপর তীব্র রাগের মাথায় আমার স্ত্রী আমাকে বলল যে তুই আমাকে এখনই তালাক দিয়ে দে হুজুর বিশ্বাস করেন আমার মাথা তখন একেবারে গরম ছিল আমার হুশ ছিল না আমি কি বলতেছি না বলতেছি তখন আমি রাগের মাথায় বলেছি তালাক তালাক তালাক তুইবা তরে এরকম কোন কথা আমি উচ্চারণ করি নাই তালাকের সময় এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে এসে দুই মিনিট পর কান্নায় ভেঙে পড়লাম আর চিন্তা করতেছি আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি হে আল্লাহ আমি এটা কি করেছি আপনি আমাকে রক্ষা করুন এই বলে আমি আহাজারি কান্না করেছিলাম আজ চার দিন হয়ে গেছে আমি বাড়িতে যাইতে পারি না আমার পোলাপানগুলাকে দেখতে পারি না শুধু আল্লাহকে ভয় করে হুজুর এখন কি এটা সত্যি তালাক হয়ে গেছে কিনা যদি একটু বলতেন হুজুর আমি খুব সমস্যার মধ্যে আছি আমাদের ফ্যামিলিটা হুজুর অত্যন্ত সুখের একটা ফ্যামিলি আমরা মৃত্যু পর্যন্ত একসাথে থাকতে চাই আমাদের মধ্যে কখনো ঝগড়া হয় না হুজুর এখন আমি কি করবো যদি একটু বলতেন
Assalamu alaikum ami r amr samir jorgar mdde rager mathai ghum ar cokhe na jene bole dilam taile talak den r uni o talak talak talak msg dicilo taile ki amder talak hoiya gese r amder sokale ata mone cilo nah akhn amra na jene rager mathai ghum ar cokhe vul kore felci kintu amra songsar korte cai akhn amra ki korte pari plz help koren
আমি বউকে রাগের মাথায় দুই তালাক বলছি কিন্তু ফোনে বলছি কেউ শুনে নাম একমাত্র আল্লাহ সারা কিন্তু আমার বউ শুনছে আমি নাকি তিন বলছি আমি আল্লাহর কসম আমি পাচ হোকতো নামাজ পরি আমি দুই বলছি
আমি আর আমার জামাই একটু মজা মনোমালিন্য করতেছিলাম,আমি বাবার বাড়িতে বেড়াতে যাবো,তো ও একটু দুষ্টুমি করে বলতেসিল যে অশান্তি চইলা যাইবো,,সেই তো আবার কেয়েকদিন পর আইসা ই পড়বো,,,,তো আমি ও একটু অভিমান নিয়ে বলি যে যাতে না আস্তে পারি ওই ব্যাবস্থা করে দাও,ও ও মুখ ফসকে বলে ফেলছে যে না আসো,,এতে কি কোনো সমস্যা হবে?, আমি যে শুধু বলি যে,,ইশারায় নাকি তালাক হয়ে যায়,,, তো ও কিন্তু তালাকের উদ্ধেশে বলে নাই,,আমার কথা ভালো ভাবে খেয়াল না করে ই বলে ফেলেছে যে না আসো। পরে হুজুরদের মাসআলা শুনে বলে ফেলছে যে তাইলে তো একটা হয়ে ই গেলো,,, ওই যে হুজুর রা বলে যে ইশারায় নাকি হয়ে যায়,,, ভুলে বলে ফেললে নাকি হয়ে যায়,,নানান কথা,,, এইগুলা কি কোনো সমস্যা??????😢😢😢
২১৮১. আল্ কা-নবী ..... মুহাম্মাদ ইবন সিরীন (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইউনুস ইবন জুবায়র আমার নিকট বর্ণনা করেন যে, একদা আমি আবদুল্লাহ্ ইবন উমার (রাঃ)-কে জিজ্ঞাসা করি। এক ব্যক্তি হায়েয অবস্থায় তার স্ত্রীকে তালাক প্রদান করেছে। তখন তিনি জিজ্ঞাসা করেন, তুমি কি ইবন উমারকে চেন? আমি বলি, হ্যাঁ। তিনি বলেন, আবদুল্লাহ্ ইবন উমার (রাঃ) তার স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক প্রদান করে। তখন উমার (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে তাকে এতদসম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, তাকে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে বলো। এরপর সে যেন তাকে তার হায়েয আসার পূর্বে তালাক প্রদান করে। তখন আমি বলি, এটা হতে কি তার ইদ্দত গণনা করতে হবে? তখন জবাবে তিনি বলেন, হ্যাঁ। আর সে যদি এরূপ করতে অপারগ হয়, তবে সে আহমকের মত কাজ করবে। باب فِي طَلاَقِ السُّنَّةِ حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ - عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، حَدَّثَنِي يُونُسُ بْنُ جُبَيْرٍ، قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ قُلْتُ رَجُلٌ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ . قَالَ تَعْرِفُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قُلْتُ نَعَمْ . قَالَ فَإِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ . فَأَتَى عُمَرُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ فَقَالَ " مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ لْيُطَلِّقْهَا فِي قُبُلِ عِدَّتِهَا " . قَالَ قُلْتُ فَيُعْتَدُّ بِهَا قَالَ فَمَهْ أَرَأَيْتَ إِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ حدثنا القعنبي، حدثنا يزيد، - يعني ابن إبراهيم - عن محمد بن سيرين، حدثني يونس بن جبير، قال سألت عبد الله بن عمر قال قلت رجل طلق امرأته وهي حائض . قال تعرف عبد الله بن عمر قلت نعم . قال فإن عبد الله بن عمر طلق امرأته وهي حائض . فأتى عمر النبي صلى الله عليه وسلم فسأله فقال " مره فليراجعها ثم ليطلقها في قبل عدتها " . قال قلت فيعتد بها قال فمه أرأيت إن عجز واستحمق হাদিসের মানঃ সহিহ (Sahih) বর্ণনাকারীঃ ইবনু সীরীন (রহঃ) পুনঃনিরীক্ষণঃ সুনান আবূ দাউদ (ইসলামিক ফাউন্ডেশন) ৭/ তালাক (كتاب الطلاق
মহান আল্লাহ অন্ত্যন্দ দয়ালু। সব রকম গুনাহ তিনি ক্ষমা করে দেন। তালাকের বিষয়টা আমি ক্লিয়ার না, কেউ যদি না জেনে বুঝেই ৩ তালাক দেয় সেটা কার্যকর হয়ে যাবে। কিন্তু মানুষ তো ভুল করতেই পারে, কেনো পরে সেটা সমাধান করা যায় না।
উত্তর দিবেন আশা করি,, বিষয় টা যানা আমার খুব জরুরী,, প্রশ্ন হচ্ছে আমার সাথে আমার স্ত্রীর ঝগড়া হওয়ার পর আমার স্ত্রী আমার কাছে ডিভোর্স চায়,, কিন্তু আমি তাকে বলি যে আমি তোমাকে ছাড়ার জন্যে বিয়ে করিনি,, তোমার আমার সাথে ভালো লাগছেনা তো তুমি যা পারো করো,, পড়ে সে তার বাসায় গিয়ে আমাকে তালাক প্রদান করে,,, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা তালাক হয়েছে কি না,! যেনে থাকলে যানাবেন প্লিজ,,,
আছচালামু আলাইকুম হুজুর আমাকে একটা পশ্নের উওর দিবেন হুজুর আমি খুব বিপদে আছি হুজুর কথাটা হলো আমার স্বামির মাথায় কিছু সমস্যা আছে আমাকে প্রায় বলে তকে তালাখ দিব বা তিন তালাখ দিব সে দিন বলতাছে আমাকে তালাখ দিয়া দিছে আমি যেন কাল সকালে বাপের বাড়ি তে যাই তখন অ আমার স্বামি আর পাগলের মত হইয়া যায় তখন আমি প্রগনেন্ট ছিলাম পড়ে যখন আমি বুঝাই ই কথা কেন আমাকে বলছেনতকন বলেন কোন সময় বলছি আমার ত স্বরন অই নাই এখন কি হুজুর তালাখ হয়ে যাবে আমাকে দয়া করে জানাবেন প্লিজ
আমি অতি রাগের মাথায় আমার শশুর কে বলছি মে, আমি আপনার মেয়েকে তালাক দিয়েছি। শুধু একবার বলেছি। এতে কি আমার স্ত্রী তালাক হয়ে গেছে। কিন্তু আমরা দুজনেই সংসার করার ইচ্ছে আছে। দয়া করে জানাবেন।
আসসালামুয়ালাইকুম হুজুর। আমি আমার খুবই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান চেয়ে আপনাদের কে ইমেইল করেছিলাম, দয়া করে যদি এর প্রতিকার বা সমাধান করে সহযোগিতা করেন আমি কৃতজ্ঞ থাকবো।।
সন্মানিত মুফতি সাহেব,, একজনের স্ত্রীকে বিনা কারণে,, বিনা নিওয়তে,, তার পিতা ও চাচার উপর রাগ করে,, বলে যদি আমার অপরাধের জন্য আপনারা মার পিট করেন,, তাহলে আমার স্ত্রীকে তালাক দিব। এবং তালাক দিয়া দিল,, এখন সমাধান কি ?
হুজুর আমি আমার বোউরে কাজের পর্দা এলো মেলো হয়ার কারনে এরকম ভাবে বলছি জে কাজ কাম ছেড়ে দিলাম তোমার জা ভালো মনে হয় তাই করো এতে কি তালাক হবে হুজুর উত্তর চাই
আসসালামু ওয়ালাইকুম হযুর আপনার কাছে আমার প্রশ্ন আশা করি আপনি জানবেন,এক জায়গায় দাঁড়িয়ে কেউ যদি বলে তোমার আমি এক তালাক দুই তালাক তিন তালাক তালাকে বায়েন দিলাম তাহলে কি তালাক হয়ে যাবে,আর যাকে তালাক দিয়েছে সে মাসিক অবস্থায় ছিলো,বা মাসিক থেকে পবিত্র ছিলো না তাহলে কি তালাক হয়ে যাবে, দয়া করে জানাবেন খুব উপকৃত হতাম
Assalamualaikum wa rahmatullah, Islamic onusthan amar khub valo lage. Amra jara bangladesh-e boshobash kori tara, namaz, roza, other islamic dowa, sura ebong islamic other courtecy manar por amra, hazrst muhammed sallahu alaihe wasallam er moto hoye jabo dekhe, amader desh-e, middle east country gulor moto kore beshi kore shara desh baapy islam prochar koray na.
Stri pregnant thaka obosthay ak bod sami tar stri k ak sate 1talak 2talak 3talak bole talak dice . Eta ki talak hoye gece please please keu sothik t jene thakle janan eta jana khub joruri please keu janle ta janan.
আমার স্বামী রাগের মাথায় বলে তোকে তালাক দিলাম তিন বছর পর আবার এখনিশ্বাসে বলে তোকে তালাক দিলাম তালক তালক আবার একদিন বলে তুই বলেছিস তালাক হইছে তালক যা মায়ের বাড়ি থাক এর করণীয় কি আমার স্বামী নিতে চাই
আমি আমার বউ কে ডিভরস দিতে চাইনি জর করে দেওয়া হয়েছে লিখিতো ভাবে হয়েছে আবার কাজি বল্লো সরিয়াত হিসাবে কিছু বলতে হবে তার পর বল্লো আমি যা যা বলছি তুমি বলো তার পর বল্লো আমি আমার বউকে 1,2,3,তালাক দিলাম মুখ থেকে একবার উচ্চারন করেছি 1,2,3,গুনে তার পর বলেছি তালাক দিলাম এভাবে কি হবে আমি জানতাম না তালাক বিষয়ে তার পর একটা মাউলানা বল্লো যে তোমাদের তালাক হয়নি এক মাসের ভিতরে আমাদে আবার বিয়ে দিয়ে ছিলো আমাদের সারিরিক সম্পর্ক হয়েছে দুইদিন ছিলাম তার পর ওনেকে বলছে বউ হারাম অনেক সমস্যার মধ্যাআছি প্লিজ প্লিজ প্লিজ
আল্লাহ এই শায়েখের নেক হায়াত বাড়িয়ে দেন আমিন
Amin
Assalamualaikum. Alhamdulillah ami fast kazi ibrahim sir er daoyate nijeke change korte perechi. allah jeno mrittut age porjonto imandar hisebe tikiye rakhen
খুব খুব খুব সুন্দর আলোচনা
Hojur job houar jonno akta Dua dan
Husur apner owaz onk valo lage
Acha amr akta proshono ashe Bow opobritro thakle kii talak hoyeee jay nki sami jde tin talak diyaaaa thakeeee
আলহামদুলিললা
এক সাথে তিন তালাক দিলে যদি বিদাত হয়, বা গুনাহ হয় বা তালাক না হয় তাহলেত তালাক ই হবে না বরং গুনাহ হবে। তাইলে হুজুরেরা কোন রেফারেন্সের মাধ্যমে সংসার ভেঙ্গে গেছে বলে ফতোয়া দেয়??
বিদাত আর গুনাহই হবে কিন্তু তালাক হবেনা। সূরা তালাক এর তাফসীর পড়লেই স্পষ্ট হয়ে যায় এই বিষয়। হুজুর রা কিভাবে বলে তালাক হয়ে যায় সেটা আল্লাহ আর উনারাই ভালো জানেন।
Hmm vai amar oo same question?
দেখুন ভাই, গোনাহ হবে তার মানে এ-ই নয় যে তালাক হবেনা। উদাহরণ হিসেবে বলা যায় একজন ব্যাক্তি পরিক্ষায় নকল করে সার্টিফিকেট অর্জন করলো সেটি দিয়ে ইনকাম করে এখন এ-ই ইনকাম কি হালাল হবে? উত্তরঃ নকল করা হারাম তবে সে যে কাজ করছে সেটি যদি শরিয়া সম্মত হয় তাহলে তার পরিশ্রমের বিনিময়ে টাকা নিচ্ছি এ জন্য জায়েজ অর্থাৎ সার্টিফিকেট অর্জন হারাম কাজের বিনিময়ে কিন্তু কাজ সহিহ এজন্য ইনকাম হালাল।
আরেকটি উদাহরণ দেওয়া যাকঃ
হিল্লা বিয়ে হারাম তবে এই বিয়ের পরে কিন্তু প্রথম স্বামী আবারো বিয়ে করতে পারবে।
তালাকের মাসয়ালা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় ও জানার ব্যাপার। জাযাকাল্লাহ খাইরান
@@ZianurRahmanQA আমি হাদিস দেই? তালাক হবে না
@@hurayragang4270 ভাই, দুই পক্ষের দলীল আছে। উপরিক্ত ভাই সেই ভাবে বুঝিনি। দুইটা মত প্রসিদ্ধ আছে। সালাফি আলেমদের মধ্যে ও এ-ই বিষয়ে কথা বলার আগে অনেক ভাবে আপনার মতো চট করে বলেনা। আশাকরি বুঝতে পেরেছেন।
কার কথা বিশাস করবো একেক আলেম একেক বাবে বলে আর আমারা আছি বিপদে
Talak diben kano? Baddho hole 1 er beshi dibenna konodin, kokhono, konovabei na
1 ta diben
Akta dile bou ferot nite kono huzurer fotoa lagbena
1 talak bole rekhe diben
Zodi 3 maser vetor rag kome zay amnitei hat dhore tene nite parben
Onk upokari alochona
Hujur assamulaikum..... Hujur amr sami... Bidesh thek sms ey rager mathy 3 talak de....tahole ata ki hoye jabe😢😢😢😢😢
ruclips.net/video/YsOwrBON4Uw/видео.html
আমার প্রিয় হুজুর এবং ওস্তাদ আপনাদের নিকট আমার কিছু গুরুত্বপূর্ণ কথা না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি শশুর নামাজ পড়ে না এজন্য স্ত্রীর সাথে ঝগড়া করে রাগের মাথায় তীব্র রাগের মাথায় ওকে তিন কথা বলে ঘর থেকে বের হয়ে এসে চিন্তায় পড়ে গেলাম হায় হায় এটা আমি কি করেছি হুজুর আমার দুইটা মেয়ে আছে ছয় বছরের সংসার কোনদিনও ঝগড়া হয়নি আমাদের মধ্যে আমাদের সংসারটা এক কোটি সংসারের চাইতেও ভালো একটা সংসার অনেক সুখী একটা ফ্যামিলি আমরা হুজুর আমি যখন তিন কথা বলি তখন তোমারে বা তোরে এরকম কোন কিছু উচ্চারণ করি নাই আমি শুধু বলেছি তালাক তালাক তালাক এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে চলে এসেছি হুজুর এখন তো আমি বড় সমস্যায় পড়ে গেছি আমার মেয়েদের সাথে কথা বলতে পারতেছি না আমার স্ত্রীর সাথে দেখা করতে পারতেছি না হুজুর এটার কি করনীয় আমি এখন কি করবো হুজুর হুজুর পুরা ঘটনা হচ্ছে আমার শ্বশুর বাড়ির কাছেই আমি একটি গরুর ফার্মে কাজ করি কাজ শেষ করে শশুর বাড়িতে যাই রাত আটটা বাজে তখন আমার স্ত্রী আমাকে বাদ এনে দেয় তখন আমি ওরে বললাম ছয় বছর হয়েছে বিয়ে করেছি এখন পর্যন্ত তোমার বাবা মাকে নামাজ পড়তে দেখি নাই মামা কেন নামাজ পড়েন না নামাজ পড়তে হবে বলতো এই বিষয়টা নিয়ে আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া পর্যায়ে আমি ওকে বললাম যে তোমার বাবা যদি এক সপ্তাহের মধ্যে নামাজ পড়া শুরু না করে আমি তোমাকে তালাক দিয়ে দিব তারপর তীব্র রাগের মাথায় আমার স্ত্রী আমাকে বলল যে তুই আমাকে এখনই তালাক দিয়ে দে হুজুর বিশ্বাস করেন আমার মাথা তখন একেবারে গরম ছিল আমার হুশ ছিল না আমি কি বলতেছি না বলতেছি তখন আমি রাগের মাথায় বলেছি তালাক তালাক তালাক তুইবা তরে এরকম কোন কথা আমি উচ্চারণ করি নাই তালাকের সময় এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে এসে দুই মিনিট পর কান্নায় ভেঙে পড়লাম আর চিন্তা করতেছি আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি হে আল্লাহ আমি এটা কি করেছি আপনি আমাকে রক্ষা করুন এই বলে আমি আহাজারি কান্না করেছিলাম আজ চার দিন হয়ে গেছে আমি বাড়িতে যাইতে পারি না আমার পোলাপানগুলাকে দেখতে পারি না শুধু আল্লাহকে ভয় করে হুজুর এখন কি এটা সত্যি তালাক হয়ে গেছে কিনা যদি একটু বলতেন হুজুর আমি খুব সমস্যার মধ্যে আছি আমাদের ফ্যামিলিটা হুজুর অত্যন্ত সুখের একটা ফ্যামিলি আমরা মৃত্যু পর্যন্ত একসাথে থাকতে চাই আমাদের মধ্যে কখনো ঝগড়া হয় না হুজুর এখন আমি কি করবো যদি একটু বলতেন
সমাধান পাইছেন
ruclips.net/video/YsOwrBON4Uw/видео.html
সমাধান পেয়েছেন?
আমি অন্য আলমদের কাছে শুনছি যে এক সাথে তিন তালাক দিলে হয় না ৩ মাসে তিনটা দিতে হয়
আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আমার কিছু গুরুত্বপূর্ণ প্রস্ন ছিলো
Hujur amr sami amk quran dore 3Talak dice akhon abar amra ak hote caici tahole ki abar biye korte hobe plz hujur ans diyen
না, কখনোই না
Assalamu alaikum ami r amr samir jorgar mdde rager mathai ghum ar cokhe na jene bole dilam taile talak den r uni o talak talak talak msg dicilo taile ki amder talak hoiya gese r amder sokale ata mone cilo nah akhn amra na jene rager mathai ghum ar cokhe vul kore felci kintu amra songsar korte cai akhn amra ki korte pari plz help koren
আমি বউকে রাগের মাথায় দুই তালাক বলছি কিন্তু ফোনে বলছি কেউ শুনে নাম একমাত্র আল্লাহ সারা কিন্তু আমার বউ শুনছে আমি নাকি তিন বলছি আমি আল্লাহর কসম আমি পাচ হোকতো নামাজ পরি আমি দুই বলছি
এর মাসালা দিয়ে পারেন হুজুর ভালো হয় আমার একটা মেয়ে সন্তান আছে
আমি আর আমার জামাই একটু মজা মনোমালিন্য করতেছিলাম,আমি বাবার বাড়িতে বেড়াতে যাবো,তো ও একটু দুষ্টুমি করে বলতেসিল যে অশান্তি চইলা যাইবো,,সেই তো আবার কেয়েকদিন পর আইসা ই পড়বো,,,,তো আমি ও একটু অভিমান নিয়ে বলি যে যাতে না আস্তে পারি ওই ব্যাবস্থা করে দাও,ও ও মুখ ফসকে বলে ফেলছে যে না আসো,,এতে কি কোনো সমস্যা হবে?,
আমি যে শুধু বলি যে,,ইশারায় নাকি তালাক হয়ে যায়,,, তো ও কিন্তু তালাকের উদ্ধেশে বলে নাই,,আমার কথা ভালো ভাবে খেয়াল না করে ই বলে ফেলেছে যে না আসো।
পরে হুজুরদের মাসআলা শুনে বলে ফেলছে যে তাইলে তো একটা হয়ে ই গেলো,,, ওই যে হুজুর রা বলে যে ইশারায় নাকি হয়ে যায়,,, ভুলে বলে ফেললে নাকি হয়ে যায়,,নানান কথা,,,
এইগুলা কি কোনো সমস্যা??????😢😢😢
Masik ochtaye ki talk hobe na
না মাসিক অবস্থা তালাক দিলে তালাক হবেনা,,, আপনার স্ত্রী কে ফিরিয়ে আনতে পারবেন
২১৮১. আল্ কা-নবী ..... মুহাম্মাদ ইবন সিরীন (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইউনুস ইবন জুবায়র আমার নিকট বর্ণনা করেন যে, একদা আমি আবদুল্লাহ্ ইবন উমার (রাঃ)-কে জিজ্ঞাসা করি। এক ব্যক্তি হায়েয অবস্থায় তার স্ত্রীকে তালাক প্রদান করেছে। তখন তিনি জিজ্ঞাসা করেন, তুমি কি ইবন উমারকে চেন? আমি বলি, হ্যাঁ। তিনি বলেন, আবদুল্লাহ্ ইবন উমার (রাঃ) তার স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক প্রদান করে। তখন উমার (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে তাকে এতদসম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, তাকে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে বলো। এরপর সে যেন তাকে তার হায়েয আসার পূর্বে তালাক প্রদান করে। তখন আমি বলি, এটা হতে কি তার ইদ্দত গণনা করতে হবে? তখন জবাবে তিনি বলেন, হ্যাঁ। আর সে যদি এরূপ করতে অপারগ হয়, তবে সে আহমকের মত কাজ করবে।
باب فِي طَلاَقِ السُّنَّةِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ - عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، حَدَّثَنِي يُونُسُ بْنُ جُبَيْرٍ، قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ قُلْتُ رَجُلٌ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ . قَالَ تَعْرِفُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قُلْتُ نَعَمْ . قَالَ فَإِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ . فَأَتَى عُمَرُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ فَقَالَ " مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ لْيُطَلِّقْهَا فِي قُبُلِ عِدَّتِهَا " . قَالَ قُلْتُ فَيُعْتَدُّ بِهَا قَالَ فَمَهْ أَرَأَيْتَ إِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ
حدثنا القعنبي، حدثنا يزيد، - يعني ابن إبراهيم - عن محمد بن سيرين، حدثني يونس بن جبير، قال سألت عبد الله بن عمر قال قلت رجل طلق امرأته وهي حائض . قال تعرف عبد الله بن عمر قلت نعم . قال فإن عبد الله بن عمر طلق امرأته وهي حائض . فأتى عمر النبي صلى الله عليه وسلم فسأله فقال " مره فليراجعها ثم ليطلقها في قبل عدتها " . قال قلت فيعتد بها قال فمه أرأيت إن عجز واستحمق
হাদিসের মানঃ সহিহ (Sahih) বর্ণনাকারীঃ ইবনু সীরীন (রহঃ) পুনঃনিরীক্ষণঃ সুনান আবূ দাউদ (ইসলামিক ফাউন্ডেশন) ৭/ তালাক (كتاب الطلاق
মহান আল্লাহ অন্ত্যন্দ দয়ালু। সব রকম গুনাহ তিনি ক্ষমা করে দেন। তালাকের বিষয়টা আমি ক্লিয়ার না, কেউ যদি না জেনে বুঝেই ৩ তালাক দেয় সেটা কার্যকর হয়ে যাবে। কিন্তু মানুষ তো ভুল করতেই পারে, কেনো পরে সেটা সমাধান করা যায় না।
কারণ এরা মনে করে মেয়ে মানুষ পুরুষের দাসী,, আর পুরুষ আল্লাহ গোলাম
😊😊😊
উত্তর দিবেন আশা করি,,
বিষয় টা যানা আমার খুব জরুরী,,
প্রশ্ন হচ্ছে আমার সাথে আমার স্ত্রীর ঝগড়া হওয়ার পর আমার স্ত্রী আমার কাছে ডিভোর্স চায়,,
কিন্তু আমি তাকে বলি যে আমি তোমাকে ছাড়ার জন্যে বিয়ে করিনি,,
তোমার আমার সাথে ভালো লাগছেনা তো তুমি যা পারো করো,,
পড়ে সে তার বাসায় গিয়ে আমাকে তালাক প্রদান করে,,,
ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা তালাক হয়েছে কি না,! যেনে থাকলে যানাবেন প্লিজ,,,
Islam a wife kkhno husband k talak Dita pare na..jotokkhn na porjnto Sami onumoti dai
@@akhiislam3107 এখন কি আমরা পুনরায় বিয়ে করে এক হতে পারবো,,?
@@sagorhossain5025 talak dile kisui hoyni karon meyera talak dile talak hoyna r jodi divorce dei taile abr biye kore songshar korte parben
@@sagorhossain5025 তালাক স্বামী কে দিতে হয়। তবুও আপনি ভালো হুজুরের কাছে যান
Massage a jhogra cholse tar majhei sami jdi wife k 3 talak dey tahole ki talak hobe? Ba talak hole o ki abar ek hote parbe?
Na
জাযাকাল্লাহ
হুজুর আমার ছেড়েদিব তিনচার বছর অনেক বার বলছে স্বামী স্ত্রী পবিত্র বন্ধ আছে কি
Amar Sami amak khola talak diyce masik obostai.ai talak ki hoyece?
Mashik jaba o boss tay tin talak diye chi talak ki hobe
Masahallah
Amr bor amk bidesh teke talak dise akon ki korbo
ইস্তেখারা নামাজ আদায় করুন আপনাদের সম্পর্কে হালাল আছে কিনা জানতে পারবেন ইনশাআল্লাহ
স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়ে যায়। আমার প্রশ্ন স্বপ্নদোষ হলে বিছানায় লেগে গেলে পরে সেই বিচানায় শুলে। শরীর অপবিত্র হবে নাকি। উপকৃত হব
Amio follow kori . Ei proshner jowab chai. Amaro lagbe
দোয়ে ফেলা ওতম
আছচালামু আলাইকুম হুজুর আমাকে একটা পশ্নের উওর দিবেন হুজুর আমি খুব বিপদে আছি হুজুর কথাটা হলো আমার স্বামির মাথায় কিছু সমস্যা আছে আমাকে প্রায় বলে তকে তালাখ দিব বা তিন তালাখ দিব সে দিন বলতাছে আমাকে তালাখ দিয়া দিছে আমি যেন কাল সকালে বাপের বাড়ি তে যাই তখন অ আমার স্বামি আর পাগলের মত হইয়া যায় তখন আমি প্রগনেন্ট ছিলাম পড়ে যখন আমি বুঝাই ই কথা কেন আমাকে বলছেনতকন বলেন কোন সময় বলছি আমার ত স্বরন অই নাই এখন কি হুজুর তালাখ হয়ে যাবে আমাকে দয়া করে জানাবেন প্লিজ
একসাথে এক বৈঠকে তিন তালাক দেওয়ার পর কিছুদিন পর যদি স্বামী-স্ত্রী তাদের ভুল বুঝতে পেরে আবার ফিরে আসতে চায় তাহলে করণীয় কি
ruclips.net/video/YsOwrBON4Uw/видео.html
Stree jodi osustho thake ba stree jodi talak suntai panni tahole ki talak hobe????
Ami o jante cai
Ata amaro prosno
খোলা তালাকের পর যদি দেখে স্ত্রী প্রেগন্যান্ট,, আর তালাক দিতে রাজি না,,তাহলে কি তালাক বাতিল করা যাবে?
আমি কিছু বলতে চাই
Hi
গভ অবস্থায় তিন তালাক দিলে কি তালাক হবে ?? 👈👈
Hujur assalamualaikum Amar akta porblem ase
Jodi ek sathe 3 talak dey tahole tar koronio ki
হুজুরে নাম্বারটা হবে?
এক সাথে তিন তালাক দিছে কিন্তু বাইন বলেনা কয় তালাক হবে হুজুর
তালাক শব্দের সঠিক আরবি
উচ্চারণ কি হবে?
Pregnant obostay Ki talak Dewa jabe
Bicced jadu kore divorce korale seta karjokor hobe ki?
Ami amar stiri k bolechi aktalak dui talak tin talak ar kisu molini jemon ami tumay talak dilam ata boni ni koronio ki
Apni somadan paicen ki vai.apnara ki songsar koren plz janaben
আমি অতি রাগের মাথায় আমার শশুর কে বলছি মে, আমি আপনার মেয়েকে তালাক দিয়েছি। শুধু একবার বলেছি। এতে কি আমার স্ত্রী তালাক হয়ে গেছে। কিন্তু আমরা দুজনেই সংসার করার ইচ্ছে আছে। দয়া করে জানাবেন।
কত তালাকের নিয়ত করে ছিলেন তখন?
আমি রাগের মাথায় এক সাতে ৩ বলে দিচ্চি তালাক কি হয়ে গেছে @@hmruhulaminsadiofficial534
মন থেকে চাইনি
আসসালামুয়ালাইকুম হুজুর। আমি আমার খুবই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান চেয়ে আপনাদের কে ইমেইল করেছিলাম, দয়া করে যদি এর প্রতিকার বা সমাধান করে সহযোগিতা করেন আমি কৃতজ্ঞ থাকবো।।
Akhon ami ki korbo bolban pls
এ অনুষ্ঠানটি কি বারে সরাসরি অনুষ্ঠিত হয়?
সন্মানিত মুফতি সাহেব,, একজনের স্ত্রীকে বিনা কারণে,, বিনা নিওয়তে,, তার পিতা ও চাচার উপর রাগ করে,, বলে যদি আমার অপরাধের জন্য আপনারা মার পিট করেন,, তাহলে আমার স্ত্রীকে তালাক দিব। এবং তালাক দিয়া দিল,,
এখন সমাধান কি ?
3 month pregnant obostay jodi talak dewa hoy
Aksathe 3 talak
Tahole tar iddoth kotodin
Hujur ami amer sami k rager mathay kajir barita giya talak diya cilam.akon ki ami amer samer kase jate parbo..
যদি কোন কেউ তালাক দেওয়ার নিয়ম যানে না।কিনতু এক সাথে তিন তালাক দিয়ে দেয়।এই বেপারে কোনো সমাধান আছে কি
নাই,জানেনা এইটা আরেক টা ওপরাদ
Quran ki bole ta na jene,Sahabira ki bolche ta niye matamati
Vaiya somadhan paichen
Vaiya apni ki somadhan peyechen
ruclips.net/video/ymYj8RR4Ezw/видео.htmlsi=mhqsML2qqvXjfGn1
Kichu khabarer packeter oopor murtir photo lage thakle oii khabar khaya jabe ki na.....?
Khawa jabe .
Jabe
I love jaji Ibrahim hujur
হুজুর আমি আমার বোউরে কাজের পর্দা এলো মেলো হয়ার কারনে এরকম ভাবে বলছি জে কাজ কাম ছেড়ে দিলাম তোমার জা ভালো মনে হয় তাই করো এতে কি তালাক হবে হুজুর উত্তর চাই
দুই তিন বার বলেছি
Nesha obostai talak dile hobe?
না। পাগল আর নেশা অবস্থায় তালাক দিলে সে তালাক হয় না।
Husband divorce dile o wife Jodi sangsar Korte chai ki koronio?
Sopne talak namaye sain korle sorioter bidhan ki plz janaben
Nesha kore matal obosthay talak dile ki talak hobe?
গর্ভবতী অবস্থায় আমার স্ত্রী কে রাগের মাথায় আমি ১,২,৩, তালাক দিয়েছি
তালাক কি হয়ে গেছে
কেও জেনে থাকলে জানাবেন
গর্ভ অবস্থায় হবে না এটা ক্যানসেল হবে
Thik
আসসালামো আলাইকুম..
আমি আমার বউ কে তালাক দিছি রাগের মাথায় বাবের নাম ধরে এক এক করে তিন তালাক দিছি তালাক কি পরচে বলেন?
1 talak hobe surah talak
Ek mashe 2talak dile koy talak hobe
Asslemalekum hujur wife ke phone talaq dile seta Sotik na vul jante chai
তিন বৎসরে তিন তালাক রাগ করে দিলে কি তালাক হয় ।
Hmmm hobe
Humm hoye geche
সহবাসের পর তালাক দিলে কি তালাক হয়
কেউ যদি তার স্এীকে বলে যে, আমার চেয়ে ভালো স্বামী পেলে তুমি চলে যাও, আমি তোমাকে সব দিয়ে দেব, এ কথা বললে কি তালাক হবে ?
বিনাকারনে জদি তালাক দেয় তাহলে কি সাস্তি হবে
Amar o poshno
Ami amar stri ke aksathe 3 talak diyeci akhon ki talak hye gece
Ha
আজ আমি বউকে ফোনে তিন তালাক দিয়েছি। এটা কি তালাক হয়ে গেছে কি
স্বামী স্ত্রী উভয়ে তালাক দেওয়ার পর কি আবার সংসার করতে পারবে
কোন স্ত্রী যদি তার সশুরের কারনে তার সামিকে তালাক দিতে বলে তাহলে কি তালাক হয়ে যাবে 😢
এক বৈঠকে যদি তিন তালাক দেওয়া হয় তাহলে কি তালাক হবে??
কাট মোল্লা কোরানে যা আছে তাই বলেন। 1একতালাকে মিলক বা না মিলক। এক তালাক দিয়ে 5 মাস পরে মিলেকে জায়েজ না জায়েজ
Wife pregnant taka obostay talak hobe ki
Hmmm hobe
আমার স্বামী রাগের মাথায় এক তালাক দুই তালাক তিন তালাক তোকে তালাক দিয়ে দিলাম বলছে এতে কি সত্যি তালাক হয়ে গেছে বলেন প্লিজ প্লিজ প্লিজ 😢😢😢
এখন কি আপনারা এক সাথে আছেন
আসসালামু ওয়ালাইকুম হযুর আপনার কাছে আমার প্রশ্ন আশা করি আপনি জানবেন,এক জায়গায় দাঁড়িয়ে কেউ যদি বলে তোমার আমি এক তালাক দুই তালাক তিন তালাক তালাকে বায়েন দিলাম তাহলে কি তালাক হয়ে যাবে,আর যাকে তালাক দিয়েছে সে মাসিক অবস্থায় ছিলো,বা মাসিক থেকে পবিত্র ছিলো না তাহলে কি তালাক হয়ে যাবে, দয়া করে জানাবেন খুব উপকৃত হতাম
আমার প্রশ্ন
হুজুর আমার স্বামি আমাকে তিন তালাক দিচে আমার বাবু হওয়ার ২ মাস পর এখন ২ বছরের বেশি হয়চে আমরা কি আবার এক সাথে থাকতে চাই এখন থাকতে পারব
মুখে না বলে মেসেজে তালাক দিলে কি তালাক হবে?
এখনকার ক্ষেতের কামলারা ৬ঘন্টা কাজ করে চলে যায়। আর যদি সময় বুঝে নিতে চায় তাহলে ঔ ৬ঘন্টায় কাজ করত সেটাও করেনা।কাজে ফাকি দেয়।
বাংলাদেশের উজ্বল নক্ষত্র, মুফতি কাজি ইব্রাহিম
Na buja talak dile talak hoba ki
Apni ki somadhan paichen??
Pls janaben
কেউ যদি না জেনে বুঝে তালাক দেয়।তালাক বলে যে তালাক হয়ে যায় তা না জেনে তালাক দেয় তাহলে কি তালাক হবে।
Apu somadhan paichen?? Pls janaben
Apu apner Sathe kotha bolte chai
Phn number ta diben??
Namazer gurutta
Assalamualaikum wa rahmatullah, Islamic onusthan amar khub valo lage. Amra jara bangladesh-e boshobash kori tara, namaz, roza, other islamic dowa, sura ebong islamic other courtecy manar por amra, hazrst muhammed sallahu alaihe wasallam er moto hoye jabo dekhe, amader desh-e, middle east country gulor moto kore beshi kore shara desh baapy islam prochar koray na.
Stri pregnant thaka obosthay ak bod sami tar stri k ak sate 1talak 2talak 3talak bole talak dice . Eta ki talak hoye gece please please keu sothik t jene thakle janan eta jana khub joruri please keu janle ta janan.
কাজীর কাছে গিয়ে সরকারি নিয়মে তালাক দিলে কি তালাক হবে? (কোন স্বাক্ষী ছিল না।)
জোর পুর্বক তালাকে সাইন নিলে কি তালাক হয়ে যাবে.?
হুম,,,সর্বাবস্থায়
jobordosti vabe talak karjokor hoyna..ami jotota jani
আমার স্বামী রাগের মাথায় বলে তোকে তালাক দিলাম তিন বছর পর আবার এখনিশ্বাসে বলে তোকে তালাক দিলাম তালক তালক আবার একদিন বলে তুই বলেছিস তালাক হইছে তালক যা মায়ের বাড়ি থাক এর করণীয় কি আমার স্বামী নিতে চাই
Hi
তালাক দেওয়ার পরে ইনশাআল্লাহ বললে কি তালাক হবে
না
আমি আমার বউ কে ডিভরস দিতে চাইনি জর করে দেওয়া হয়েছে লিখিতো ভাবে হয়েছে আবার কাজি বল্লো সরিয়াত হিসাবে কিছু বলতে হবে তার পর বল্লো আমি যা যা বলছি তুমি বলো তার পর বল্লো আমি আমার বউকে 1,2,3,তালাক দিলাম মুখ থেকে একবার উচ্চারন করেছি 1,2,3,গুনে তার পর বলেছি তালাক দিলাম এভাবে কি হবে আমি জানতাম না তালাক বিষয়ে তার পর একটা মাউলানা বল্লো যে তোমাদের তালাক হয়নি এক মাসের ভিতরে আমাদে আবার বিয়ে দিয়ে ছিলো আমাদের সারিরিক সম্পর্ক হয়েছে দুইদিন ছিলাম তার পর ওনেকে বলছে বউ হারাম অনেক সমস্যার মধ্যাআছি প্লিজ প্লিজ প্লিজ
Amar o seme kew jana takle plz bolen
Istrir hayez obosthai sami rage talak dile ki oe obostha talak dile ki talak hoy
বর্তমানে একসাথে ৩ তালাকই দিয়ে দেয় 😭
Ek sathe 3 talak Dile 1 talak hobe
শুধু তালাক তালাক বললেই তালাক হয়ে যায়?উওর জানতে চাই।
Apni ki somadan paicen
আসসালামু আলাইকুম।
আমি মাসিক চলা অবস্থায় তিন তালাক দিলে কি হবে আমার।
মাসিক অবস্থায় তালাক দেওয়া হারাম, এই অবস্থায় তালাক কার্যকর হয় না
না জেনে কথা কেনো বলেন তালাক হয়ে যায় ভালো করে ওয়াজ শুনুন
@@kamrunnaherpanna4941ওয়াজ না শুনে কোরআন এ সুরা তালাক এ দেখুন
আমার সামী আমাকে তালাক দেয় নি ডিবোস দিয়েচে একন কি আমার তালাক হয়ে গেছে
তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো ও
3talak ak satha dila ,talak hoba?
হবে না আমার জানামতে
হবে এক তালাক হয় কারো মতে আবার ৩ তালাকেই হয়ে যায় মানুষ,না জেনে কেনো ভুল ফতোয়া বলে
হুজু আমার সামীরাগে মাথাই তিনতালাক দিছে আমি কি করব
tly korar kcu nai apni akhon r wife nai apnr samir
নিজে নিজে তালাক দিলে তালাক হবে কি? বউকে ছাড়া বউ শুনে নাই,
আমারো একি প্রশ্ন
Amaro aki prosno
আমারো একি কথা
Ami o jante chai
Ha...potito hoye jabe...😢
হুজু রাগে মাথা তিন তালাক দিলে কি তালাক হবে
Masik o bchtaye talk hobe