দৈনিক ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল | Dhaka Metro Rail | Time Schedule | Ekhon TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 44

  • @runaamin4055
    @runaamin4055 Год назад +30

    শুক্রবারও মেট্রোরেল চালু রাখা প্রয়োজন। কারণ সেদিন অনেকের চাকরির পরীক্ষা থাকে মোহাম্মদপুর, মিরপুরে

  • @mdnizamuddinmefway2973
    @mdnizamuddinmefway2973 Год назад +16

    গন পরিবহনে কিসের ছুটি?

  • @sultanmahmudprodhan3954
    @sultanmahmudprodhan3954 Год назад +20

    সকল গন পরিবহনের ছুটির দিন বাতিল করা উচিৎ

  • @newkwt8833
    @newkwt8833 Год назад +4

    আলহামদুলিল্লাহ

  • @bipulkabir
    @bipulkabir Год назад +6

    শুক্রবার ও মেট্রোরেল চাই। কোনো বন্ধ নয়। ৩৬৫ দিনই মেট্রোরেল চলাচল করা উচিত।

  • @seyamsayedalam
    @seyamsayedalam Год назад +8

    সকাল ৬টা থেকে রাত ১২ টা পর্যন্ত ট্রেন চালু করা উচিত।

    • @HasiburRahman360
      @HasiburRahman360 Год назад

      Na

    • @seyamsayedalam
      @seyamsayedalam Год назад

      @@HasiburRahman360 তুমার মেট্রোতে না উঠলেও হবে?

    • @petromyzontida.
      @petromyzontida. Год назад +1

      ​@@seyamsayedalam24 ghontai choluk

  • @abdullahalmamun4999
    @abdullahalmamun4999 Год назад +3

    যাত্রীদের এত উচ্ছাস দেখে খুব খুশী লাগছে এবং শুক্রবার ও এক ঘন্টা পর পর করে হলে ও চালু রাখা দরকার।

  • @gourkumershaha636
    @gourkumershaha636 Год назад +3

    শুক্রবারেও চালু রাখা প্রয়োজন

  • @newtonuzaal
    @newtonuzaal Год назад +2

    Good dicition 🇧🇩🤲✌

  • @MdAnik-eo4eo
    @MdAnik-eo4eo Год назад +3

    16hours kora uchit

  • @prince8157671
    @prince8157671 10 месяцев назад

    মোহাম্মদপুর বাসীর জন্য মেট্রোরেল সুবিধা চাই 😢

  • @asifvi4384
    @asifvi4384 Год назад

    আল্লাহ সবাই কে হেদায়েত দান করুন দেশ প্রেমিকের শিক্ষা নিয়ে দেশ ও দেশের অসহায় গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে সেবা করার তৌফিক দান করুন।ভালো লাগে দেশের ভালো কিছু শুনলে এখন এখন আমাদের ১৫০/২০০ বছরে চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে সকল উন্নয়নমূলক কাজগুলো আধুনিক শক্তিশালী টেকসই মানের সেবা ও কাজ করতে হবে কোন ছয়নয় বাজেট সময় বাড়ানো নকশা ভুল করা সহ যত রকম বাহানা চলবে না। সুন্দর ভাবে চারপাশে দেখে নকশা করতে হবে। শিক্ষায় শিক্ষিত দেশ প্রেমিক হতে হবে সকল সেবা মান নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে করতে হবে। জনগণ সহজে যাতায়াত করতে পারে গাড়ি বিমান বাস ট্রেন নৌযান যানজট মুক্তভাবে হয় । কোন টিকিট কাউন্টার ও বিমানবন্দরে যেন হয়রানি পেরেশানি না হয়। গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা, সড়ক ৬/৮ লাইনের অলিগলি গ্রামীণ রাস্তা ঘাটে মাটির নিচে দিয়ে সকল ইলেকট্রনিক তার ও ড্রেনসহ প্রশস্ত করতে হবে আন্ডারপাস রাস্তা ইর্উটান ব্যবস্থা করতে হবে। কমকর্তা ও নেতারা জড়িত হয়ে দখল করা জমি অবৈধভাবে দখল চাঁদাবাজি ফুটপাত মুক্ত করতে হবে। নদ নদী খাল বিল বেরিবাধ ব্লগ নির্মান ও নদী খাল দিয়ে ওয়াক ওয়ে ও যাতায়াত গাছের ব্যবস্থা করতে হবে। সরকারি হাসপাতালে অফিস বিশ্ববিদ্যালয়ের কলেজ হল এলাকার খেলার মাঠ পার্ক ও পর্যটন এলাকা শিল্প সংস্কৃতি সুন্দর ভাবে ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে পরিকল্পনা করে সাজাতে হবে নির্মান করতে হবে। অলিগলি সড়ক সিসিটিভি স্থাপন করা বাতি লাগাতে ট্যাফিক যানযট আধুনিক সিস্টেমের আওতায় আনতে হবে। চারপাশে পরিস্কার করা ময়লা পোস্টার মুক্ত করতে হবে।
    মূর্খ নেতারা আর মাথা মোটা চেয়ারে বসার জন্য মুখস্থ বিদ্যায় কমকর্তারা কত আরাম আয়েশ করে বাহানা করে মিথ্যা আশ্বাস দিয়ে অনিয়ম-দুর্নীতি করে দেশ ও বিদেশে সম্পদে পাহাড় গড়ে তুলা। সরকারের কত ক্ষতি করছে। কোন মায়া নেই দেশের প্রতি দেশ প্রেমিকের শিক্ষা নেই তাই মায়া নেই।বিশৃঙ্খলা অনিয়ম-দুর্নীতি ঘুষ তেলবাজি চুরি স্বজনপ্রীতি ভেজাল ঔষধ কাপড় খাদ্য করলে পন্য দাম বাড়ানো চোরাচালান মাদক নেশা নিয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করলে চিকিৎসা সেবা না করলে সড়ক দুর্ঘটনায় ও শৃঙ্খলা নিয়মকানুন না মানলে শিক্ষা নিয়ে ব্যবসা রাজনীতি করলে কঠোর শাস্তি দিতে হবে জরিমানা জবাবদিহিতা করতে হবে। নকল ঔষধ ভেজাল কাপড় খাবার অবৈধভাবে দখল চাঁদাবাজি করা দেখানো উচ্ছেদ অভিযান দেয় পরে আবার সিস্টেম করে নতুন ভাবে গড়ে তুলে তা বন্ধ করতে হবে। বড় পদ চাকরি টাকা লুটপাট করার জন্য মুখস্থ বিদ্যা অর্জন করা মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। একসঙ্গে সকল কাজ করতে হবে যেন বারে বারে কাজ করতে না হয় বাজেট টাকা লুটপাট সময় নষ্ট না হয় মানুষের কষ্ট ভোগান্তি না হয় সকল কাজ সঠিকভাবে বিশ্লেষণ করে করতে হবে। কঠোর আইন করে সকল সরকারি স্বায়ত্তশাসিত প্রশাসনের হাসপাতালে খেলাধুলা কমিটি যেন কোন অনিয়ম-দুর্নীতি ঘুষ তেলবাজি দেশ ও দলের নাম বিক্রি করে জনগণের কষ্ট টাকা লুটপাট অবৈধভাবে দখল চাঁদাবাজি যানজট সৃষ্টি করা ব্যাংক লুটপাট করা শিক্ষা নিয়ে রাজনীতি ব্যবসা,চিকিৎসা খাদ্য জনগণের সেবা নিয়ে ছয়নয় উপর থেকে নিচ পর্যন্ত সিন্ডিকেট মাধ্যমে চুরি মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে অনিয়ম-দুর্নীতির স্বজনপ্রীতি করতে না পারে। কেউ যেন হয়রানি পেরেশানি ভোগান্তিতে না ভোগে। তিন দল বিশিষ্ট কমিটি বদলি সাময়িক বরখাস্ত না করে সরাসরি তিন প্রজন্ম যেন কোন চাকরি না পায়। সুন্দর ভাবে সাজাতে হবে যারা নিয়ম-কানুন শৃঙ্খলা আইনকানুন ময়লা অর্বজনা নোংরা করবে নিয়ম ভাংঙবে তাদের কঠোর শাস্তি দিতে হবে যে কেউ হোক বড় লোক গরীব ভিআইপি সহ যে হোক আইন সবার জন্য সমান। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ছাড়া। সকল উন্নয়নমূলক কাজগুলো বড় ছোট কাঠামো অবকাঠামো কাজ গুলো সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে বা তাদের দায়িত্ব দিয়ে কাজ করতে হবে। সকল সরকারি স্বায়িত্বশাসিত প্রশাসনের খেলোয়াড়দের কমকর্তা বাধ্যতামূলক সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে ৫ মাস আগে দেশ প্রেমিক শিক্ষা তারপর দেশের অসহায় গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে সেবা কাজ করা।
    চোখের আড়ালে গোয়েন্দাদের আড়ালে কত কিছু করে। সকল অপরাধ অনিয়ম-দুর্নীতি ঘুষ চুরি অপকর্মে তদন্ত র‍্যাব সদস্য দিয়ে করাতে হবে। অন্য কোন সদস্য দিয়ে নয় কেননা যারা তদন্ত করে তারা-ও জড়িত অনিয়ম-দুর্নীতি ঘুষের সাথে। সব জায়গায় অফিসে সিন্ডিকেটে মাধ্যম অনিয়ম-দুর্নীতি করে নেতা ও কমকর্তারা। আমরা নিজের স্বার্থ সেবা আগে পরে ছয়নয় ভাবে কাজ সেবা করা।দেশ প্রেমিক হয়ে সততা সাথে ভবিষ্যতে প্রজন্মের কথা ভেবে সকল কাজ আধুনিক টেকসই মানের সেবা কাজ করতে হবে।,,

  • @shawonbabu5285
    @shawonbabu5285 Год назад +6

    দূতো মতিঝিল পর্যন্ত চালু করার অনুরোধ জানাই সরকারকে।

  • @ronibp567
    @ronibp567 Год назад

    Sodor gat theke.. Airport jawa jabe ki...ar time ta bolben

  • @JakirFrance-wr7on
    @JakirFrance-wr7on Год назад +2

    শুক্রবার বন্ধ রাখাটা উচিৎ হয়নি
    কারন অনেক চাকরিজিবিদের শুক্রবার অফিস বন্ধ থাকে সে সুবাদে ফ্যামেলি নিয়ে ঘুরার সুযোগ ছিল।

  • @salehatrading8992
    @salehatrading8992 Год назад +2

    Prime minister sheikh hasina
    Tume Bangladesh er garbo
    Thank you toma k

  • @SA-nx4we
    @SA-nx4we Год назад +1

    সকাল ৭ টা থেকে রাত ১০ পর্যন্ত মেট্রোরেল চালু রাখা উচিত ছিলো।

  • @sopnerrani1148
    @sopnerrani1148 Год назад

    ভাই কত তারিখ থেকে এই নিয়ম চালু হইছে প্লিজ বলবেন অনেক উপকার হবে

  • @raselahmedakash4198
    @raselahmedakash4198 Год назад

    সুন্দর সিদ্ধান্ত 😊

  • @Alifvlg12
    @Alifvlg12 Год назад

    Very good decision.sokol service desh er 24/7 service dewa hoq plz.koti koti manosh shob kisu 24 hrs hoq plz

  • @himohimel6582
    @himohimel6582 Год назад

    সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত করা উচিত

  • @lovebangladeshanna1747
    @lovebangladeshanna1747 Год назад +4

    অফিস সুরু আটটায় রেল শুরু আটটায় ব্যাপারটা তামাশার

    • @WahedAziz-bd2ur
      @WahedAziz-bd2ur Год назад +1

      সরকারি অফিস শুরু ৯টায় ও বেসরকারি অফিস ১০টায়।

    • @fayzulislamirfan632
      @fayzulislamirfan632 Год назад

      প্রায় স্কুল কলেজ এর ক্লাস শুরু হয় ৮ টায়

  • @muntaserrahman5923
    @muntaserrahman5923 Год назад

    রাত ১০ টা পর্যন্ত করলে ভালো হয়

  • @mdsajibhosen7651
    @mdsajibhosen7651 Год назад

    যদি মেট্রো রেলের সার্ভিসিং এর জন্য শুক্রবার বন্ধ রাখা হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু তাছাড়া সব দিন ই চালু রাখলে ভালো হতো।
    সেই সাথে আশা করি রাত ১১ টা পর্যন্ত চালু থাকবে খুব শীগ্রই।
    এতে করে বাস মালিক গুলোও একটু শায়েস্তা হবে, আর সাধারণ জনগণের কত যে উপকার হবে সেটা বলে বোঝানো সম্ভব না।
    গাজীপুর থেকে ঢাকা যেতেই মানুষ অসুস্থ হয়ে যায় বাসে।

  • @syedali-kr1fj
    @syedali-kr1fj Год назад

    প্রথমেই বলে রাখি বাংলাদেশের পরিস্থিতির জন্য double deck মেট্রো / ট্রেন এর বিকল্প নাই। ঢাকা মেট্রো রেলকে যদি লাভজনক করতে হয় তবে যাত্রীর পরিমান বাড়াতে হবে। যাত্রীর পরিমান কি ভাবে বাড়াবে ? যাত্রীরা কেন গণপরিবহনের জন্য মেট্রো-রেলকেই বেছে নেবে ? ঢাকাবাসীদেরকে যথেস্ট কারণ দিতে হবে যেন তারা মেট্রো-রেলকে primary transport হিসেবে বেছে নেয়। সেই কারণ গুলো কি কি ? যে সমস্ত amenities মানুষের জীবনের সঙ্গে অতোপ্রতো ভাবে জড়িত সেই সব কিছু মেট্রো-রেল এর নিকটতম হতে হবে। যেমন ধরেন , shopping mall , Cinema, restaurants , passport office , বিদ্যুৎ , WASA , GAS অফিস etc . metro station গুলোর বিশেষ কিছু station কে যদি টার্গেট করে সেই স্টেশন গুলিকে ১৪ / ১৫ তলা বিল্ডিং করে প্রধম তিন (৩) তলা পর্যন্ত metro rail এর জন্য বরাদ্ধ করে বাকি ১০ / ১১ টা ফ্লোর যদি বাণিজ্যিক অফিস বা শপিং সেন্টার করে ভাড়া দিতো তবে কোটি কোটি টাকা মুনাফা আসতো এই সব ব্যাবসা থেকে। এবং জনগণ বিপুল পরিমানে লাভবান হতো মেট্রোর ভিতরে তাদের প্রয়োজনীয় সার্ভিস পাওয়ার কারণে। এই সমস্ত সার্ভিস এর জন্য মানুষ মেট্রোকে priority দিতো। উত্তরার বাইরে ৫৯ একর { One Acre = 3 বিঘা }জায়গা নিয়ে তৈরী এই বিশাল মেট্রো রেল ডিপো। বাংলাদেশ সরকার একবারো ভাবলো না জে এই বিশাল ৫৯ একর জায়গাকে মেট্রো রেল এর ডিপো বানিয়ে আর কি-কি সুবিধা পাওয়া যায় ? একই সঙ্গে এই ৫৯ একর জায়গা তে আমরা আর কি তৈরী করতে পারি? ৫৯ একর অথবা ১৭৭ বিঘা জমিতে at least ৫০ টা ১৫ তলা building তৈরী করা যায়। Bangladesh is running out of space, whether it's residential or commercial purpose. We must think about multiple projects for a single investment. Metro Rail Depot ওপর তৈরী করা উচিত ছিল high rise buildings এবং building এর নিচের ফ্লোর টা হবে মেট্রো রেল ডিপো। ওপরের floors গুলো হবে বিভিন্ন সরকারি অফিস। এই metro rail এর depot ওপরে যদি সব সরকারী অফিস গুলো ইস্থাপন করা হয় তবে জনগণ একটা অতিরিক্ত সুবিধা পেতো। এই সুবিধা টা অনেকটা one-stop shopping এর মতন হতো। যে কোনো সরকারি কাজের লেনদেনের জন্য ( Head office of Biman, Head office of BRTC, Head office of Metro Rail, Head office of telephone, National ID card office, Head office of driving license, Passport office, Dhaka school board office, Import export license office, Legal Aid office if there's one, Electricity, Gas bill related issue etc) last stop এ এলেই হতো। এমন কি এই মেট্রো রিলেটেড যত অফিস আছে সবগুলো অফিস এখানেই করতে পারতো, মেট্রো ডিপোর উপরেই। বিভিন্ন সরকারি অফিস খোঁজার জন্য বিভিন্ন এলাকাতে দৌড়াতে হতো না। মেট্রো থেকে আপনি বের হয়েই দেখবেন বড় map এবং সেই map এ clearly আঁকা থাকবে কোন দিকে গেলে gas office , কোন দিকে বিদ্যুৎ office এগুলো সব পরিষ্কার arrow signs দিয়ে উল্লেখ করা থাকবে। সেকানে public library ও থাকবে। আরো থাকবে সরকারি bank গুলোর head office গুলো। এই ৫৯ একর জায়গাতে কত বড়ো বা কত গুলো buildings তৈরী করা যাবে এক বার ভেবে দেখুন। এই ৫৯ একর জায়গা যে নষ্ট করলো এটা সারা জীবনের জন্য নষ্ট করলো। কারণ এটা undo করে আবার নতুন করে করা সম্ভব না। সরকারের plan constructive না, সব কিসুতে planning এ ভুল যার করণে কিসু দিন পর আবার নতুন করে সংস্করণের পদক্ষেপ নিতে হয়। একই কাজ বাড়ে বাড়ে করতে হয় ভুল চিন্তা-ভাবনা এবং lack of education এর কারণে। Bangladesh needs a leader who has civic sense, who's educated and has the ability to think constructively. নয়তো কোনো দিন দেশের কোনো সমস্যার সমাধান হবে না। সরকার জগগনের টাকা নষ্ট করছে বাড়ে বাড়ে ভুল প্ল্যানিং এবং ভুল decision নিয়ে। THE BANGLADESH WE'VE CREATED TODAY IS THE RESULT OF OUR THINKING, WE CAN NOT CHANGE THIS COUNTRY WITHOUT CHANGING OUR THINKING. প্রকাশ DEC 30, 2022

  • @KaziMahbubulAlamJewel
    @KaziMahbubulAlamJewel Год назад

    Metro rail not only for office staff. So, need to run friday also.

  • @NusratJahan-ho5we
    @NusratJahan-ho5we Год назад

    Ooo vai Friday off ka....😡😡😡

  • @ঝরাপাতা-ত৮ত

    সুধু সময় দেখলেই হবে না টাকার দিকে তাকাতে হবে

  • @tarekmeet6953
    @tarekmeet6953 Год назад

    সকাল ৭.৩০ হতে রাত ১০.৩০ পর্যন্ত চালুর দাবি জানাই।

  • @obaidulhmilon
    @obaidulhmilon Год назад

    আহারে মেট্রো, তর ছুটির প্রয়োজন।

  • @ginfotv72
    @ginfotv72 Год назад +2

    মেট্রোরেলের জনপ্রিয়তা ও যাত্রী পেতে হলে টঙ্গি পর্যন্ত বাড়ানো দরকার। সরকারের প্রতি আবেদন রইল।

    • @JahidulIslam
      @JahidulIslam Год назад +1

      টঙ্গী পর্যন্ত করবে, তবে সেটা আরো দেরি হবে।

  • @KamrulHasan-gp3np
    @KamrulHasan-gp3np Год назад

    Matro rale konochoti nai

  • @sksk-544
    @sksk-544 Год назад

    ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা জেলা, ঢাকা বিভাগ বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে আর কোন হাউজিং প্রজেক্ট হচ্ছে না যেমন বনশ্রী আফতাবনগর মহানগর মিরপুর ইস্টার্ন হাউজিং ও বসুন্ধরার মত এত বড় জমি পাওয়া দুঃসাধ্য ব্যাপার এখন যেই জমিগুলো আছে এগুলোই শেষ 😅

  • @toy9801
    @toy9801 Год назад +2

    ২৪ ঘন্টা চালো কারা উচিত ছিল

    • @JahidulIslam
      @JahidulIslam Год назад +1

      24 ঘন্টা বেশিরভাগ জায়গায় চলে না। এখানেও চলবে না। 17-18 ঘণ্টা চলতে পারে

  • @sarafnawar77
    @sarafnawar77 Год назад

    আপনারা তেল ও দিতে পারেন😂😂😂😂😂😂😂😂