যিশুর জীবন, শিক্ষা ও দর্শন । The life & Teachings of Jesus
HTML-код
- Опубликовано: 26 дек 2024
- যিশুর জীবন, শিক্ষা ও দর্শন । The life & Teachings of Jesus
Jesus of Nazareth was a Jewish carpenter and teacher in the first century A.D. Jesus is the Christ or Messiah (Anointed One) of Israel. He was born as God in the flesh, lived among men, and taught a “new covenant” in the Jewish tradition. He was crucified by Roman authorities around A.D 30. After he died, Jesus was buried and rose on the third day to prove his power over death. His life, ministry, miracles, death, and resurrection point to his mission: Jesus Christ is both God and the Savior of the world.
In this video I talked about jesus's life, philosophy & insights with a great details and depth. Hope you find something beautiful. 😀😀😀
যারা আমার চ্যানেলকে স্পন্সর করতে চান ও আমার সাথে যুক্ত থাকতে চান তাদের জন্য আইডিয়াঃ
আমার ৪১ জন রুচিশীল, উদার ধনী ব্যক্তি প্রয়োজন। যারা প্রতিমাসে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে এর উর্ধ্বে যত পারেন সম্মানি প্রদান করবেন। আর এই কাজটা বিশেষ ৪১ জনই করতে পারবেন যাদের আর্থিক সামর্থ্য আছে এবং মাসে ১ হাজার টাকা জলে গেলেও যাদের কিছু আসে যায় না৷ আই গেস আপনি বুঝে গেছেন কারা অন্তর্ভুক্ত হবেন এই আইডিয়ায়।
আপনারা কী পাবেনঃ
১. এই অর্থ আপনারা নিঃস্বার্থভাবে দিবেন ও আমার চ্যানেলের মেরিট বিবেচনা করে দেবেন। এতে করে পরোক্ষভাবে আপনাদের বেনেফিট হবে৷ কারণ বাংলাদেশে জ্ঞানের আকাল চলছে। আর আপনার সাপোর্টের মাধ্যমে এইসব জিনিস আরও বেশি ছড়াবে।
২. উন্নতমানের কনটেন্ট নির্মাণ সম্ভব হবে। আমার হাতে প্রচুর কনটেন্ট জমে আছে যা আমি উপযুক্ত সাপোর্ট ও স্পন্সরের অভাবে বানাতে পারছি না। এইসব কনটেন্ট বানাতে পারলে বাংলাদেশের জ্ঞান ও সাংস্কৃতিক পরিমন্ডলে একটা ইমপ্যাক্ট তৈরী হবে। আর এতে আপনাদের অবদান থাকবে।
৩. সামাজিক স্ফিয়ারে ভালো কিছু তৈরী হবে। আর এদের পেছনে আপনাদের অবদান থাকবে৷ আপনারা অর্থ দিবেন, আমি শ্রম দিব। ভালো কিছু এমনি এমনি ছড়াবে না। এসব জিনিসকে উঠাতে হয়। আমার প্ল্যানিং অনেক বড়। এদেশের তরুণ সমাজ যেন দর্শন, মনোবিজ্ঞান, বিজ্ঞান, সাহিত্য ইত্যাদি চর্চা, বইপড়ায় উদ্বুদ্ধ হয়ে ওঠে এবং তাদের ক্রিটিক্যাল থিংকিং করার দক্ষতা যেন বৃদ্ধি পায় এজন্য আমি ধারাবাহিকভাবে পাঁচ বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছি। এখন আপনাদের অর্থনৈতিক সাপোর্ট পেলে আমি আমার ঘর সামলে সমাজ সামলানোর ব্যাপারে মনোযোগী হতে পারব। আমার ভিশন পূরণে অসংখ্য জিনিস আমাকে কাভার করতে হবে। তাই আমার প্রচুর সময় লাগবে। আমি চাইছি মাল্টি ডিসিপ্লিনারী ও মাল্টি পার্সপেক্টিভ মোডে আমাদের দেশের তরুণ-তরুণীরা বাস্তবতাকে দেখতে ও ভাবতে শিখুক এবং নিজের ও সমাজের সমস্যা সমাধানে এগিয়ে আসুক।
৪. যেহেতু আমার মেধা, শ্রম এসবে মাস্টেরি হয়ে গেছে। উপযুক্ত সাহায্য পেলে এখন হবে ফুল অন এক্সিকিউশন। তাই ৪১ জন মানুষ আমার প্রয়োজন। আপনারা যারা এই সুদূরপ্রসারী এই যাত্রায় আমার সাথে থাকবেন তাদের সাথে সময়, সুযোগ, পরিস্থিতি অনুসারে ঘনিষ্ঠ আড্ডা দিব ও ভিডিওতে আপনাদের প্রপার ক্রেডিট যাবে।
বিঃদ্রঃ যারা এই ৪১ জনের মধ্যে থাকতে চান তারা কমেন্টে বা আমার ফেসবুক প্রোফাইলে নক করে জানাবেন। তাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এড করে নিব।
For more video to watch - visit the psyche talk youtube channel :
/ psychetalk69
Pyche Talk English Channel -
/ @psychetalkenglish
Visit Our Exclusive Blog Website -
psychetalk69.com/
Follow Our Facebook Page -
/ psychetalk69
Follow Instagram -
/ psychetalk69
Follow Twitter -
/ talkpsyche
For Business Purpose Contact :
www.psychetalk59@gmail.com
For Psychological Counselling Session Visit My Profile :
www.facebook.c...
ওশোর "পরিবর্তন" বইটি কিনতে অর্ডার করুন এখানে -
www.rokomari.c...
চ্যানেলকে সাপোর্ট করতে বিকাশ করুন -
01642417096
#jesus #philosophy #mysticism
তিনি একজন আল্লাহ প্রেরিত নবী ছিলেন ❤❤
সুন্দর আলোচনা দাদা🌸
আপনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল।
অসাধারণ 😊। ভাইজান এরকম লং ভিডিও দিবেন প্লীজ ❤
💯❣
❤️🙏❤️
লালস কে? তার সম্পর্কে বিস্তারিত কোথায় পাব?
লাওৎসুর দর্শন - ruclips.net/video/w88G1dnGLb4/видео.htmlsi=nisl99Ps1jhHBIQa
Apni kon dhorme believe koren
অয় নাস্তিক
ভাইয়া বিতর্কের ব্যাপারটি যে বললেন না। বললে ভাললাগতো।
কোন বিতর্ক?
জন ব্যাপ্টিস্ট নিজে নবী হলেন না বা তার মাধ্যমে ব্যাপটাইজড হওয়া অন্য কেউ নবী হলেন না। কেবল যীশু নবী হলেন! এটা কেনো ও কীভাবে?
এরকম কিছু বাইবেলে নাই ভাই। আমি নিজে বাইবেল পড়েছি, যেখানে তিনি জন থেকে ব্যাপ্টিস্ট হলেন এমন কিছু ছিল না অন্তত গসপেল-গুলোতে নেই।
ব্যাপ্টিস্ট তো ক্রুশবিদ্ধ হননি।
আপনাদের উচিত হবে সত্য মিথ্যা যাচায় করে সেটি প্রকাশ করা। যদি সবার কাছে ভালো থাকতে চান তাহলে সত্য মিথ্যা যাচায় করতে পারবেন না। অবশ্য আপনারা সেটা করেনও না। ত্রিত্তবাদের ধারণা অরিজিনাল বাইবেলের বিকৃত ধারণা।
প্রথমত বাইবেল বলে "যোহন 1:6-7 SBCL
[6] ঈশ্বর যোহন নামে একজন লোককে পাঠিয়েছিলেন। [7] তিনি আলোর (যীশু খ্রীষ্ট) বিষয়ে সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে এসেছিলেন যেন সকলে তাঁর সাক্ষ্য শুনে বিশ্বাস করতে পারে। "
যেন প্রায় ৭০০ বছর আগে নবী ঈশাইয়ার (Isaiah) মাধ্যমে কৃত এই ভবিষ্যদ্বাণী সত্য হয় যিশাইয় 40:3-5 SBCL
[3] একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, “তোমরা মরু-এলাকায় সদাপ্রভুর পথ ঠিক কর; মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য একটা রাস্তা সোজা কর। [4] প্রত্যেক উপত্যকা ভরা হবে, পাহাড়-পর্বত সমান করা হবে, পাহাড়ী জায়গা সমতল করা হবে, আর অসমান জমি সমান করা হবে। [5] তখন সদাপ্রভুর গৌরব প্রকাশিত হবে, আর সমস্ত মানুষ তা একসংগে দেখবে; সদাপ্রভুই এই সব কথা বলেছেন।”
নবি শব্দের অর্থ বার্তাবাহক। অতএব John the baptist নবী ছিলেন। কারণ তিনি বিশেষ বার্তা নিয়ে এসেছিলেন।।
দ্বিতীয়ত নবি হওয়ার বিষয় টা সম্পর্কে বলব - আমি আর আমার x,y,z ভাইয়েরা RUclips স্ক্রল করে। কিন্তু কারো সামনে এই ভিডিও আসল না কিন্তু আমার সামনেই আসল আবার আমি আপনার কমেন্ট টাই আগে পড়লাম।।
এইটা ঈশ্বর এর পরিকল্পনা ছিল তিনি প্রত্যেকের হৃদয় ও সক্ষমতা জানেন কিন্তু প্রত্যেক্কে সুযোগ দেন।। এবং তিনি যে শেষ পর্যন্ত জানেন কি হতে চলেছে। তিনি এটিও জানেন তিনি আজকে আমাদের সুযোগ দিচ্ছেন। আবার এটিও জানেন তঁার সুযোগ আমি গ্রহণ করেছি কিনা। এবং শেষ পর্যন্ত কি হবে।।
জন ব্যাপ্টিস্ট নিজেও নবী। নবী ইয়াহিয়া (আ) ই জন দ্যা ব্যাপ্টিস্ট
আপনি ভুলের স্বর্গে বাস করছেন
কেন?