বাউল এম এস রহমান

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 1

  • @TamimTalukdar-q5o
    @TamimTalukdar-q5o Месяц назад +1

    প্রেম অনলে অঙ্গ জ্বলে যায়,
    প্রাণ ও সখি লো........
    চিও কালা বন্ধুয়ার চিন্তায় আয়।
    প্রাণ ও সখি লো, সোনার যৌবন দিল উকি,
    বান্ধিয়া কেমন করে রাখি,
    বলনা তুই কি? করি উপায়।
    সহেনা বিষের দহন, সদায় করে উচাটন,
    দিবানিশি জাগে শুধু সংশয়।
    প্রাণ ও সখি লো, প্রথম প্রেম নতুন বয়সে,
    প্রাণেশ্বর রইল দূর বৈদেশে,
    জাতি কূল মান অর্পণ করি বন্ধুয়ার ঔ রাঙা পায়।
    এ যুগে কত নারী, পথী লইয়া চলছে গৌরব করি,
    মহানন্দে হাট বাজারে যায়।
    প্রাণ ও সখি লো, একদিন মাত্র দিল দেখা,
    কেহ ছিলনা ছিলাম একা,
    প্রতিজ্ঞা দুকা, আবদ্ধ থেকে আছে কোথায়।
    এই দিল প্রতিদান সম্বল, বুকে আগুন আর দু চোখের জল,
    একলা গৃহে ভাবে বসে অনুরাগ সাজ শয্যায়।
    প্রাণ ও সখি লো, সুখ বসন্ত সুখের কালে,
    বিরহ আগুনের চিতা হিয়ার ব্যাথা সুলে,
    ঝাপ দিয়া মরিব যমুনায়।
    বলিস তোরা শ্যাম উদ্দেশ্যে, আব্দুল মুকিম শাহ্ রে যদি ভালোবাসে,
    অপার পন্ত আশে রই নিরাশায়।
    প্রেম অনলে অঙ্গ জ্বলে যায়,
    প্রাণ ও সখি লো
    চিও কালা বন্ধু আর চিন্তায় আয়।