আমি পাঁচথুপীরই স্থায়ী বাসিন্দা। নাম:- অরজিৎ পাল। আপনাদের এই ভিডিও দেখার পরে আমার চোখ জুড়িয়ে গেল। পাঁচথুপী যে কতটা ঐতিহ্যময় এবং মনোরম স্থান তা আপনারা তুলে ধরেছেন। কত মানুষ আছে যারা এই গ্ৰামের ব্যাপারে কিছু জানেনা,তারা আজ আপনাদের এই পাঁচথুপী অভিযানের ভিডিওটি দেখে এই গ্ৰামের ব্যাপারে জানবে ও এখানকার বিখ্যাত স্থানগুলির ঐতিহ্যর কথা ছড়িয়ে দেবে দেশের বিভিন্ন প্রান্তে। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️❤️ পাঁচথুপী❤️❤️
আমি পাঁচথুপীর সিংহবাহিনী বাড়ীর মেয়ে / এখন ভারতবর্ষের বাহিরে থাকি / এই ভিডিও দেখে অনেক কথা মনে হচ্ছে - মনে হচ্ছে. ছুটে চলে যাই / দূর্গা পুজোর সময় পাঁচথুপীতেই বাড়ীর পুজো দেখতাম / আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিও উপহার দেবার জন্য /
যেমন সুন্দর নদীর নাম তেমন সুন্দর দৃশ্যাবলি সাথে আপনার সাবলীল ধারাবর্ণনা! সত্যি সত্যিই এইসব অতীত ইতিহাস দেখে মন ভারাক্রান্ত হোয়ে ওঠে। অজানা অচেনা মানুষগুলোর জন্য মন কেমন করে।
সত্যিই ভাই আপনি ঠিকই বলেছেন। আমার ও মন কেমন করে। আমি কলকাতা থেকে বলছি আমি পুরোনো স্মৃতি পুরনো মসজিদ পুরোনো ঐতিহ্য এবং রাজা মহারাজা নবাব সম্রাট সুলতান জমিদারের বাড়ী গল্প সুনতে বা দেখতে ভালো বাসি। আমি এতকিছু জানতে পারলাম মন খারাপ করে গেছে এবং তাদের ঐ ধরনের বাড়ী তে তারা যখন বস বাস করতে থাকতো তাহলে তখন কেমন লাগবে যদি দেখতে পেলাম এই কথা গুলো খুব মনে ভাসে।
নতুন করে আরও অনেক ইতিহাস জানলাম... আপনাকে অশেষ ধন্যবাদ । আর আপনার, সুমন ভাইয়ের উপস্থাপনা গুলো মানসম্মত হয়। এগিয়ে যান তাঁর জন্য প্রত্যাশা রইল সবসময়ই। ভাল থাকবেন, সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে। মানস দা নতুন বাইকের খাবার কিন্তু পাওয়ানা রয়ে গেল।
ঐ পুকুর পাড়ের জমিদার বাড়িতে সুনীল ধড় মেমোরিয়াল বি. পি .এড কলেজ চালু হয়েছিলো, যেখানে থেকে আমি ট্রেনিং করেছি। ঐ মসজিদ টাতে অনেক বার গেছি। এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে পাচথুপী দেখছি। খুব মিস করি জায়গাটাকে।
খুব সুন্দর লাগলো । পাঁচথুপি ও মধ্যম তরফের জমিদার বাড়ির সাথে আমার ২০১৩-১৪ সালে প্রায় এক বছরের সম্পর্ক ছিল , এই বাড়িতেই ছিল আমাদের কলেজ । Srijib বাবু কে দেখে খুব ভালো লাগলো , উনি ৭ বছর আগে যেমন ছিলেন , এখনও তেমনি আছেন । উনার সাথে কয়েকবার সাক্ষাৎ হয়েছে এবং গল্প ও হয়েছে । ৭ বছর পর এই জায়গা গুলো মনে হচ্ছে চোখের সামনে ভাসছে । স্মৃতি গুলো জাগ্রত হয়ে গেল । খেংড়ী মায়ের মন্দির টা দেখাতে পারলে আরও ভালো লাগতো । অনেক ধন্যবাদ ।
It’s awesome, can not complement enough to Manas Babu. I live in Chicago, my Borda (eldest brother) was married to a Raiji Bati girl, my Boro boudi, passed away few yrs back. During late 50,s and 60’s visited this Panchthupi numerous times, the entire village sort of relatives, was so majestic all around, origins Buddha stoops and rich Hindu culture pervaded while accommodating Muslims.
দারুন লাগলো। অনন্যসাধারণ ভিডিও। আবার ও এক অজানা ইতিহাস আলোয় এল। কত চাপা পরা ইতিহাস সামনে আসছে মানস বাংলার মাধ্যমে। স্থানীয় অধিবাসীদের অগ্রনী ভূমিকা প্রশংসনীয়। অনুসন্ধানের বিশেষ প্রয়োজন আছে। ঠিক মত হলে পাচথুপী ও হয়ে উঠবে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান। সর্ব ধর্মের চমৎকার সহাবস্থান। অনেক ধন্যবাদ এই অসাধারণ পরিবেশনার জন্য। ভালো থাকবেন সবদিক দিয়ে। এগিয়ে চলুন আরও সাফল্যের দিকে এই কামনা করি
Ki bolbo dada khub e mughdho r apluto vidio ta dekhe. Kichuta shomoy kothay je hariye gelam ! Oshongkho dhonnobad dada apnake. Apner jonno onek ashirbad.
Manas da apnake anek anek dhonnobad ae rokom ekta video amader upohar debar jonno, ki romancokor .Apni na dekhale hoy to konodin jantei partam na ae jaygar kotha.
Dada apnar video ato sundor j aktao miss korta icha kora na,,, mona hoy jano na thakao,, proti muhurta apnar sathei ghurchi r upovog korchi,, historical place gulo,, onak subho kamona apnar jonno,,
khub bhalo laglo......amader gramin jonopod koto samriddho seta apner video gulo dekhe aro besi kore bojha jay......evabei egie cholun....wish you all the best for manas bangla you tube channel.....and for manas da....
Kpanchthupi ekti bordhisnu gram ei gram nie Director Harisadhan Dasgupta ekti Documentary korechilen Adarsa gram hisab e. Gramer puro no itihas tule dhora jonyo dhyanobad .ADHIKARI bari der sange amader porichiti anek diner aar husband Pramathanath chattopadhyay ekhaner bhumiputro TINICALCUTTA HIGH COURT ER AKJON PROTITHOJOSA SR.ADVOCATE CHILEN THE. NO. INSTITUTION ER CHATRA PANCHTHUPI COLLEGE STAPON BRITISH HOECHILEN I2TH DEC. TRAILAKYANATHER MRITU BARINSIKIKI. TE SCHOOLERS PROTISTHA DIVAS HISAB E PALONG KORE SCHOOL KORTIS PAKSHA ADHIKARIDER protistha SHYAMRAIER MONDIRE AKHONO SARIKRA POOJO OF BHOG NIBEDITADITO HOI PALA KORE KHUB JAGRATA EI BIGROHA AMADER THAKURER MANDIRTI DAKHALE BHALO LAGTO ARO ANEK TOTHO JANAR APEKSHAY ROILAM ADHIKARIDER SABAI AKHON PURULIA BASI Receiver appoint koreche sab nosto hoi tari amole sab sampotti dekhbhler ababhabe nosto hoi thkurer stator sampotti anek I chilo oi barite gopesh adhikarir sange alapo hoechhilo .sie barir ei Dan you DASAMI dekhe mon ta bharakranto hoi amar sosur barite PANCHTHUPI PRONAM janai korlo Deborah SHYAMRAI KE SOKOLER DRISTIGOCHORE ANAR JONYO MANAS BABU KE ASHES DHANYOBAD
খুব সুন্দর হয়েছে অসাধারণ লাগলো কাকু এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের গ্রাম টাকে তুলে ধরার জন্য । ঐতিহ্যশালী বহু ইতিহাসের সাক্ষী পাঁচথুপী. সবাই আসুন, ঘুরে যান
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে পাঁচথুপীর ইতিহাস কে এত সুন্দর করে তুলে ধরার জন্য। আর আমার খুব ভাল লেগেছে আপনার সঙ্গে পরিচয় হয়ে। খুব সুন্দর হয়েছে স্যার ভিডিও টা।❤️❤️❤️
Manas babu osadharon presentation ....apni hariye jaoa itihas ke amader samne Notun kore bangla ke khuje bar kore, Notun amader samne tule dhorchen.....great.
Apni panchthupi onk story unknown..borotorof holo amr mamar bari. Boro torof gopinath mondir apni duklena .. aro onk kichu dekte peten Choto bala theke durga pujo dakhar jonno kolkata chere chole jetam.. pujo katate. aro onk kichu aprnar ojana roilo ei vedio te about panchthupi gram onk kichu information apnr still unknown.. thanks for covering this heritage village..
অসংখ্য ধন্যবাদ আপনাকে মহাশয়, 🙏❤ আমাদের এই ঐতিহ্যমন্ডিত গ্রামের দেওয়ালে আনাচে-কানাচে লুকায়িত ইতিহাসকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। 🥰 এই গ্রামের মাটিতে জন্ম নিয়ে সত্যিই গর্ববোধ করছি।♥️
মুর্শিদাবাদের আনাচে কানাচে শুধু ইতিহাস আর ইতিহাস আর তা যদি শুনা হয় মানস দা চ্যানেলে তা আরো জীবন্ত রূপ নেয়। ভালো থাকবেন দাদা,মা-মনির জন্য অফুরন্ত আর্শীবাদ রইলো। এ,গাফ্ফার ডেপ্টফোর্ড ব্রডওয়ে লন্ডন ইউ,কে ০১.১০.২১ইংরেজী
মানস বাবু আমী অধুনা ঝারখণ্ড দুমকা জেলা অন্তর্ভুক্ত সরাইয়াহাটের বাসীন্দা,আমাদের পৈতৃক বাসস্থান ছাতিনাকান্দী,যা কান্দী মহকুমা অন্তর্গত।আমরাও ওই পাঁচথুপীর ছোটো তরফথেকেই আসী তবে আপনার vdo দেখে খূব ভালো লাগলো ,একটু কষ্ট হোলো এই ছোটো তরফের কোন ও চর্চা না পেয়ে । যাক্ যেটুকু পেয়েছী তাতে অনেক কৃতগ্য । আপনার পরিশ্রম কে ধন্যবাদ জানায়। শেষে আমার প্রাণভরা নমস্কার ও শুভেচ্ছা ।।
অনেক দেরিতে দেখলাম দাদা। আপনার ভিডিও গুলো দেখলেই,স্বপ্নের সাগরে ভেসে যেতে হয়; কোনো এক অজানা স্মৃতিকে জড়িয়ে ধরতে। সবচাইতে, আমার কি ভালো লাগে ;জানেন দাদা? প্রতিটি ভিডিও তে দেখি আপনাকে, কত অজানা মানুষের সাথে কত মিত্রতা; কত সখ্যতা! যা দেখে আমি অভিভূত হয়ে যাই।হ্যাঁ এটাই--শিক্ষা ও জ্ঞান এবং মানবতার পরিচয়, শুধুই ভিডিও দৃশ্য নয়;অনেক শিক্ষনীয় বিষয় লুকিয়ে থাকে আপনার ভিডিও র মধ্যেই। চির শুভেচ্ছা ও ভালোবাসা জানাই, ভালো থাকবেন 🙏🌷💕
Wonderful left speechless . I don't have any idea whether our future get deep down the Earth to see the mystery of the five Buddhist stuppas.Manny thanks toMansbabu.
খুব সুন্দর উপভোগ করলাম আপনার এই শিক্ষামূলক ভ্রমণের তথ্যচিত্র, বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট তথ্যসূত্রসহ সুচারুভাবে বর্ণনা দিয়েছেন, সত্যি অনবদ্য, এভাবেই আমাদের নিত্য-নতুন তথ্যচিত্র উপহার দিতে থাকুন, ভালো থাকবেন
অনেক সুন্দর একটি প্রতিবেদন,, আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো দাদা,,
আমি পাঁচথুপীরই স্থায়ী বাসিন্দা।
নাম:- অরজিৎ পাল।
আপনাদের এই ভিডিও দেখার পরে আমার চোখ জুড়িয়ে গেল। পাঁচথুপী যে কতটা ঐতিহ্যময় এবং মনোরম স্থান তা আপনারা তুলে ধরেছেন। কত মানুষ আছে যারা এই গ্ৰামের ব্যাপারে কিছু জানেনা,তারা আজ আপনাদের এই পাঁচথুপী অভিযানের ভিডিওটি দেখে এই গ্ৰামের ব্যাপারে জানবে ও এখানকার বিখ্যাত স্থানগুলির ঐতিহ্যর কথা ছড়িয়ে দেবে দেশের বিভিন্ন প্রান্তে।
এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
❤️❤️ পাঁচথুপী❤️❤️
দারুন মানস দা৷ ঐ পাঁচথুপির দক্ষিন পাড়াতেই অামার স্রীর দেশের বাড়ি৷ খুব ভালো লাগল৷
Saptarshi ar Harano Bikel galpo ta shune neben Sunday suspense theke. Asadharon galpo Panchthupi niye.
Huge Love from Bethuadahari Nadia ❤️🌺🌺
Apnar vidio ami sobsomoy dekhi. Pachthupi vidio khub bhalo laglo.
Panchthupi niye khub sundor golpo Saptarshi ar Harano Bikel Sunday suspense theke shune niyo please.
Huge Love from Bethuadahari Nadia ❤️🌺🌺🌺🌺
অসাধারণ উপস্থাপন শৈলী সেই সাথে তত্ত্ব নির্ভর ঐতিহাসিক ঐতিহ্যের ধুলোপড়া ইতিহাসের আলোচনা শুনে ভালোই লাগল
আমি পাঁচথুপীর সিংহবাহিনী বাড়ীর মেয়ে / এখন ভারতবর্ষের বাহিরে থাকি / এই ভিডিও দেখে অনেক কথা মনে হচ্ছে - মনে হচ্ছে. ছুটে চলে যাই / দূর্গা পুজোর সময় পাঁচথুপীতেই বাড়ীর পুজো দেখতাম / আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিও উপহার দেবার জন্য /
পাঁচথুপির ঐতিহাসিক মনিমানিক্যের সাক্ষী হলাম আপনার সাথে। মুগ্ধ হলাম।
যেমন সুন্দর নদীর নাম তেমন সুন্দর দৃশ্যাবলি সাথে আপনার সাবলীল ধারাবর্ণনা! সত্যি সত্যিই এইসব অতীত ইতিহাস দেখে মন ভারাক্রান্ত হোয়ে ওঠে। অজানা অচেনা মানুষগুলোর জন্য মন কেমন করে।
Saptarshi ar Harano Bikel galpo ta Sunday suspense e shune neben.
❤️❤️🌺🌺❤️🌺🌺🌺🌺
সত্যিই ভাই আপনি ঠিকই বলেছেন। আমার ও মন কেমন করে। আমি কলকাতা থেকে বলছি আমি পুরোনো স্মৃতি পুরনো মসজিদ পুরোনো ঐতিহ্য এবং রাজা মহারাজা নবাব সম্রাট সুলতান জমিদারের বাড়ী গল্প সুনতে বা দেখতে ভালো বাসি। আমি এতকিছু জানতে পারলাম মন খারাপ করে গেছে এবং তাদের ঐ ধরনের বাড়ী তে তারা যখন বস বাস করতে থাকতো তাহলে তখন কেমন লাগবে যদি দেখতে পেলাম এই কথা গুলো খুব মনে ভাসে।
খুব সুন্দর একটি পরিবেশন
আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏🙏 পাঁচথুপির ইতিহাস টাকে তুলে ধরেছে এটি সত্যিই একটি সুন্দর গ্রাম
খুব ভালো লাগলো আপনার ভিডিও টা দেখে মন ভরে গেলো ধন্যবাদ দাদা
আহা -কি হেরিলাম +মানুষের তৈরি কত রকম রাজবাড়ী ও সৌন্দর্য মনে রাখার মতো গুরুত্বপূর্ণ কিছু তথ্য
পাচথুপি গ্রাম সত্যই অনেক অজানা ইতিহাসে ভরা। মানস বাবু আপনার জন্য জানতে পারলাম ধন্যবাদ আপনাকে।
সুন্দর উপস্থাপন খুব ভালো লাগে ধন্যবাদ শুভকামনা
ভীষণ ভালো লাগল।বিশাল বড় ঐতিহ্যমন্ডিত গ্রাম।অনেক তথ্য জানার সুযোগ হল।
Khub bhalo laglo abar ekti notun jaega tomar jonno dekhte parlam..anek kichu na jana katha janlam dekhlam ..dhonnobad valo theko......
ভিডিও খুব ভালো লেগেছে।
অনেক সুন্দর হয়েছে
ধন্যবাদ
খুব সুন্দর হয়েছে কভারেজ আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন
Ei episode ta khub bhalo laglo. One notun toththo jantey parlaam. Onek dhonnobad.
আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের এই গ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য। সত্যিই ভিডিও টি অত্যন্ত সুন্দর হয়েছে।
Happy
Saptarshi ar Harano Bikel golpo ta shune niyo Sunday Suspense theke.
Panchthupi niye ekti asadharon golpo.
Huge Love from Bethuadahari Nadia
❤️🌺🌺🌺🌺🌺
Dada Ami berhrampore basi, apnar kaj khub valo laglo . Chalea Jan dada👍
অসাধারণ লাগলো দাদা। আমরা পাঁচথুপী বাসী হয়ে গর্বিত।
এইরকম একটি ঐতিহাসিক গ্ৰাম কে আমাদের সামনে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মানস বাবু ।
Khub valo laglo
Saptarshi ar Harano Bikel galpo ta shune niyo Sunday suspense theke. Panchthupi niye khub sundor golpo.
Huge Love from Bethuadahari Nadia ❤️🌺🌺🌺
আর একটি অজানা ঐতিহাসিক জায়গার কথা মানসবাবু আমাদের উপহার দিলেন যা উনি আমাদের দিতে পারেন
oshadharon video ta.. khub khub bhalo laglo ato ojana jaygar naam jene..
বহু দিন পর আর ও একটি ঐতিহাসিক স্হানের স্বাক্ষী হতে পেরে খুব ভাল লাগলো।ধন্যবাদ।
খুব সুন্দর উপস্থাপনা।ধন্যবাদ আপনাকে।
আপনার সঙ্গের ছেলেটা আমার ক্লাসমেট শুভ্রজ্যোতি।✌️✌️
Manos beta darun laglo amar harano jinis panch thupi mondir amar dekha ami madhimik prikha diechi ei school
Panchthupi niye khub sundor golpo Saptarshi ar Harano Bikel Sunday suspense theke shune neben.
Huge Love from Bethuadahari Nadia
❤️🌺🌺🌺🌺
নতুন করে আরও অনেক ইতিহাস জানলাম... আপনাকে অশেষ ধন্যবাদ । আর আপনার, সুমন ভাইয়ের উপস্থাপনা গুলো মানসম্মত হয়। এগিয়ে যান তাঁর জন্য প্রত্যাশা রইল সবসময়ই। ভাল থাকবেন, সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে।
মানস দা নতুন বাইকের খাবার কিন্তু পাওয়ানা রয়ে গেল।
SOTYE , ATO SUNDOR VIDEO TA DAKHA AMAR MON VORA GALO ❤️❤️❤️❤️❤️❤️ KHUB VALO LAGLO , ANOKE KICHU JANLAM 🙏🙏🙏🙏🙏 ANOKE DHONNO BAD
ঐ পুকুর পাড়ের জমিদার বাড়িতে সুনীল ধড় মেমোরিয়াল বি. পি .এড কলেজ চালু হয়েছিলো, যেখানে থেকে আমি ট্রেনিং করেছি। ঐ মসজিদ টাতে অনেক বার গেছি। এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে পাচথুপী দেখছি। খুব মিস করি জায়গাটাকে।
Asadharon udyog niyechho. Panchthupi niye Taradas banerjee er ekti asadharon galpo achhe ❤️ Saptarshi ar Harano Bikel - Sunday suspense e. Huge Love from Bethuadahari Nadia ❤️🌺🌺🌺🌺🌺🌺🌺
খুব সুন্দর লাগলো । পাঁচথুপি ও মধ্যম তরফের জমিদার বাড়ির সাথে আমার ২০১৩-১৪ সালে প্রায় এক বছরের সম্পর্ক ছিল , এই বাড়িতেই ছিল আমাদের কলেজ । Srijib বাবু কে দেখে খুব ভালো লাগলো , উনি ৭ বছর আগে যেমন ছিলেন , এখনও তেমনি আছেন । উনার সাথে কয়েকবার সাক্ষাৎ হয়েছে এবং গল্প ও হয়েছে । ৭ বছর পর এই জায়গা গুলো মনে হচ্ছে চোখের সামনে ভাসছে । স্মৃতি গুলো জাগ্রত হয়ে গেল । খেংড়ী মায়ের মন্দির টা দেখাতে পারলে আরও ভালো লাগতো । অনেক ধন্যবাদ ।
Pp
It’s awesome, can not complement enough to Manas Babu. I live in Chicago, my Borda (eldest brother) was married to a Raiji Bati girl, my Boro boudi, passed away few yrs back. During late 50,s and 60’s visited this Panchthupi numerous times, the entire village sort of relatives, was so majestic all around, origins Buddha stoops and rich Hindu culture pervaded while accommodating Muslims.
অনেক সুন্দর একটি প্রতিবেদন
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ❤❤
আপনি খুব ভালো video বানিয়ে দিয়ে যাচ্ছেন তাই আপনাকে ধন্যবাদ জানাই 😍😍😘😘👍👍🥰🥰🥰🥳
দারুন লাগলো। অনন্যসাধারণ ভিডিও। আবার ও এক অজানা ইতিহাস আলোয় এল। কত চাপা পরা ইতিহাস সামনে আসছে মানস বাংলার মাধ্যমে। স্থানীয় অধিবাসীদের অগ্রনী ভূমিকা প্রশংসনীয়। অনুসন্ধানের বিশেষ প্রয়োজন আছে। ঠিক মত হলে পাচথুপী ও হয়ে উঠবে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান। সর্ব ধর্মের চমৎকার সহাবস্থান। অনেক ধন্যবাদ এই অসাধারণ পরিবেশনার জন্য। ভালো থাকবেন সবদিক দিয়ে। এগিয়ে চলুন আরও সাফল্যের দিকে এই কামনা করি
চমৎকার ভিডিও। এই সুপ্রাচীন জনপদের শুধু নামই জানতাম। আজ চক্ষু-কর্ণে দেখাশোনার সুযোগ হলো। আগমনীর প্রাক্কালে এটা সুন্দর অডিও-ভিসুয়াল গিফ্ট। শেষদৃশ্যে ওই জীর্ণ খন্ডহর রীতিমতো অ্যাডভেঞ্চারের আমেজ দিয়েছে।
চলতে থাকুক মানসের অভিযান। সদা সহচর হয়ে পাশেই রয়েছি। 🌷🌷🌷
অসাধারন বাবু আপনার উপস্থাপনা ,একটা সত্যই ইতিহাস দেখলাম........
অজানা ইতিহাস জনসমক্ষে তুলে ধরার জন্য ধন্যবাদ, দারুণ লাগলো আজকের ব্লগ ।
খুব ভালো লাগলো
এই রকম আরো ঐতিহ্যবাহী ভিডিও দেখার আশায় রইলাম
ভালো থাকবেন
Khub valo laglo, tobe sob theke boro bepar jeta holo apni pujor agei agomoni gan suni yea mon ta duliyea diye gelen, onek onek dhanyabad
বাংলার আরও কত ছোটো ছোটো গ্রামে আরো কত কি ইতিহাস লুকিয়ে আছে কে জানে .... ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে আরও বেশি ভিডিও চায়।
অসাধারণ একটি তথ্যসমৃদ্ধ ভিডিও। আপনার ভরাট কন্ঠের উপস্থাপনা দারুণ লেগেছে। ঋজু নামের ছেলেটিও চমৎকার।
Amader ai jaiga ta pri onek ar ka6e e ojane manash da apnake onk dhonnobad amader sokoler ai oitihasik sthan ti tule dhorar jonno 😊
Advut bhalo laglo mone holo harie gelam sei samaye tumi valo thakp baba ato darod die vdo korar janyo
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাঁচ্থুপীকে এত সুন্দর করে সকলের সামনে তুলে ধরার জন্য❤️
Ki bolbo dada khub e mughdho r apluto vidio ta dekhe. Kichuta shomoy kothay je hariye gelam ! Oshongkho dhonnobad dada apnake. Apner jonno onek ashirbad.
তথ্য সমৃদ্ধ পরিবেশনা । ভালো লাগলো ।
Khoobh bhalo laglo video ta.
আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏 পাঁচথুপী গ্রামের ইতিহাস গুলো তুলে ধরার জন্য 🙏
Khub sundor laglo Dada.
আমি গর্বিত আমি পাঁচথুপীর ছেলে
Saptarshi ar Harano Bikel galpo ta shune niyo Sunday suspense e.
Huge Love from Bethuadahari Nadia ❤️🌺🙏
Manas da apnake anek anek dhonnobad ae rokom ekta video amader upohar debar jonno, ki romancokor .Apni na dekhale hoy to konodin jantei partam na ae jaygar kotha.
সুন্দর উপস্থাপনা
pastupir murshidabad,alakati dekhe prachin sundor porichito mone holo,,,,hoyto amader purbopurus keu sekhane bosobas korese hoyto,,,
আমি বাংলাদেশের থেকে দেখছি আপনার সব গুলা ভিডিও দেখছি অনেক ভালো লাগে আপনাকে আর আপনার উপস্থাপন ♥️🥀
Sattiy opurbo gram amader , r apnake ank dhonyobad amdr Panchthupi k aaiii video r modhye diye tule dhora jnyo , Thank You Sir ♥️
Dada apnar video ato sundor j aktao miss korta icha kora na,,, mona hoy jano na thakao,, proti muhurta apnar sathei ghurchi r upovog korchi,, historical place gulo,, onak subho kamona apnar jonno,,
Mashallah khub sundor
খুব সুন্দর একটা প্রতিবেদন তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন মানস বাবু।
Excellent. I am proud to see your video graphy . I hope you will continue such type program farther and iam waiting for that.
খুব ভালো লাগলো।অনেক কিছু জানতে পারলাম।
I love panchthupi 💝💝💝i lived in panchthupi 💝💝💝💝
khub bhalo laglo......amader gramin jonopod koto samriddho seta apner video gulo dekhe aro besi kore bojha jay......evabei egie cholun....wish you all the best for manas bangla you tube channel.....and for manas da....
Kpanchthupi ekti bordhisnu gram ei gram nie Director Harisadhan Dasgupta ekti Documentary korechilen Adarsa gram hisab e. Gramer puro no itihas tule dhora jonyo dhyanobad .ADHIKARI bari der sange amader porichiti anek diner aar husband Pramathanath chattopadhyay ekhaner bhumiputro TINICALCUTTA HIGH COURT ER AKJON PROTITHOJOSA SR.ADVOCATE CHILEN THE. NO. INSTITUTION ER CHATRA PANCHTHUPI COLLEGE STAPON BRITISH HOECHILEN I2TH DEC. TRAILAKYANATHER MRITU BARINSIKIKI. TE SCHOOLERS PROTISTHA DIVAS HISAB E PALONG KORE SCHOOL KORTIS PAKSHA ADHIKARIDER protistha SHYAMRAIER MONDIRE AKHONO SARIKRA POOJO OF BHOG NIBEDITADITO HOI PALA KORE KHUB JAGRATA EI BIGROHA AMADER THAKURER MANDIRTI DAKHALE BHALO LAGTO ARO ANEK TOTHO JANAR APEKSHAY ROILAM ADHIKARIDER SABAI AKHON PURULIA BASI Receiver appoint koreche sab nosto hoi tari amole sab sampotti dekhbhler ababhabe nosto hoi thkurer stator sampotti anek I chilo oi barite gopesh adhikarir sange alapo hoechhilo .sie barir ei Dan you DASAMI dekhe mon ta bharakranto hoi amar sosur barite PANCHTHUPI PRONAM janai korlo Deborah SHYAMRAI KE SOKOLER DRISTIGOCHORE ANAR JONYO MANAS BABU KE ASHES DHANYOBAD
Koolodebota SHYAMRAI KE
অনবদ্য উদ্যোগ,,, খুব ভালো লাগলো আমাদের জেলার ইতিহাস জানতে পেরে 💝💝💝। ধন্যবাদ
খুব সুন্দর হয়েছে অসাধারণ লাগলো কাকু এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের গ্রাম টাকে তুলে ধরার জন্য ।
ঐতিহ্যশালী বহু ইতিহাসের সাক্ষী পাঁচথুপী.
সবাই আসুন, ঘুরে যান
আপনার ভিডিও গুলি দেখতে খুব ভালো লাগে। অনেক অনেক শুভেচ্ছা রইল
মুর্শিদাবাদে আনাচে কানাচে ছড়িয়ে থাকা ইতিহাস তোমার জন্যই সকলের সামনে প্রকাশ পাচ্ছে🙏🙏।। অনেক ভালোবাসা নিও🌼🌼।। ধন্যবাদ দিয়ে ছোট করব না 🌻🌻❤
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে পাঁচথুপীর ইতিহাস কে এত সুন্দর করে তুলে ধরার জন্য। আর আমার খুব ভাল লেগেছে আপনার সঙ্গে পরিচয় হয়ে। খুব সুন্দর হয়েছে স্যার ভিডিও টা।❤️❤️❤️
Sir r o onek kichu chhilo amader grame
মুগ্ধ হলাম
দারুন উপস্থাপনা, অনেক ভালো লাগা জানালাম
Manas babu osadharon presentation ....apni hariye jaoa itihas ke amader samne Notun kore bangla ke khuje bar kore, Notun amader samne tule dhorchen.....great.
Osadarun video Manas da arokom history jananor jonno asongko donnobad🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💗💗
Amader bari ❤️ Puraton bati 🙏 dekhe ki anondo hochchhe. Dhonyobad 🙏
খুব ভালো লাগলো 👌👍🌹🌹💓💓🥰🥰
Please Sunday suspense theke Saptarshi ar Harano Bikel galpo ta shune niyo. ❤️🌺🌺🌺🌺🌺
Apni panchthupi onk story unknown..borotorof holo amr mamar bari. Boro torof gopinath mondir apni duklena .. aro onk kichu dekte peten Choto bala theke durga pujo dakhar jonno kolkata chere chole jetam.. pujo katate. aro onk kichu aprnar ojana roilo ei vedio te about panchthupi gram onk kichu information apnr still unknown.. thanks for covering this heritage village..
সেই জন্যই ভিডিও শেষ করার আগে বলেছি "শেষ হয়েও হইলো না শেষ " যাইহোক ভবিষ্যতে আবার যাওয়ার ইচ্ছে রইলো। ভালো থাকবেন।
Thanks a lot for your valuable post
অসংখ্য ধন্যবাদ আপনাকে মহাশয়, 🙏❤ আমাদের এই ঐতিহ্যমন্ডিত গ্রামের দেওয়ালে আনাচে-কানাচে লুকায়িত ইতিহাসকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। 🥰
এই গ্রামের মাটিতে জন্ম নিয়ে সত্যিই গর্ববোধ করছি।♥️
Asha korchhi Saptarshi ar Harano Bikel galpo ti shunechho. Tomader gram niye ekta asadharon galpo.
❤️❤️❤️🌺🌺🌺
From Bethuadahari Nadia.
Khub sundor akta puratan traditional family dekh lam
অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো অনবদ্য ভাবে আমাদের গ্রামকে উপস্থাপনা করার জন্য🙏......নতুন কিছুর অপেক্ষায় রইলাম
দারুন মানস দা । অনেক তথ্য সমৃদ্ধ ভিডিও। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ এত সুন্দর জীবন্ত ইতিহাস দেখানোর জন্য।
মুর্শিদাবাদের আনাচে কানাচে শুধু ইতিহাস আর ইতিহাস আর তা যদি শুনা হয় মানস দা চ্যানেলে তা আরো জীবন্ত রূপ নেয়। ভালো থাকবেন দাদা,মা-মনির জন্য অফুরন্ত আর্শীবাদ রইলো।
এ,গাফ্ফার
ডেপ্টফোর্ড ব্রডওয়ে
লন্ডন
ইউ,কে
০১.১০.২১ইংরেজী
Bahhh khub darun
আপনার ভিডিও খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর উপস্থাপন করলেন খুব ভালো লাগল
Thanks for exploring important attractive historical events. Go ahead.
We enjoy it.
From
New York
ঘোষরায়,আর,ঘোষহাজরারা আমার আত্মীয়, অনেকবারই গেছি
Anek information pelam.thanks
মানস বাবু আমী অধুনা ঝারখণ্ড দুমকা জেলা অন্তর্ভুক্ত সরাইয়াহাটের বাসীন্দা,আমাদের পৈতৃক বাসস্থান ছাতিনাকান্দী,যা কান্দী মহকুমা অন্তর্গত।আমরাও ওই পাঁচথুপীর ছোটো তরফথেকেই আসী তবে আপনার vdo দেখে খূব ভালো লাগলো ,একটু কষ্ট হোলো এই ছোটো তরফের কোন ও চর্চা না পেয়ে । যাক্ যেটুকু পেয়েছী তাতে অনেক কৃতগ্য ।
আপনার পরিশ্রম কে ধন্যবাদ জানায়।
শেষে আমার প্রাণভরা নমস্কার ও শুভেচ্ছা ।।
খুব ভালো লাগলো।।।।। আপনার উপস্থাপনা তুলনাহীন।।।।। অনেক শুভেচ্ছা।।।।
Abr eakta khub sundor vlo video deaktea pelam apnar jonno dada,vlo thakbean apne
অনেক দেরিতে দেখলাম দাদা। আপনার ভিডিও গুলো দেখলেই,স্বপ্নের সাগরে ভেসে যেতে হয়; কোনো এক অজানা স্মৃতিকে জড়িয়ে ধরতে। সবচাইতে, আমার কি ভালো লাগে ;জানেন দাদা? প্রতিটি ভিডিও তে দেখি আপনাকে, কত অজানা মানুষের সাথে কত মিত্রতা; কত সখ্যতা! যা দেখে আমি অভিভূত হয়ে যাই।হ্যাঁ এটাই--শিক্ষা ও জ্ঞান এবং মানবতার পরিচয়, শুধুই ভিডিও দৃশ্য নয়;অনেক শিক্ষনীয় বিষয় লুকিয়ে থাকে আপনার ভিডিও র মধ্যেই। চির শুভেচ্ছা ও ভালোবাসা জানাই, ভালো থাকবেন 🙏🌷💕
দাদা বাংলাদেশ থেকে।ভিডিওটা ভালো লাগল
দাদা আপনাকে ধন্যবাদ আপনি সর্বধমীয় ভিডিও উপস্থাপন করেন.. খুব ভালো লাগে...
Excellent Presentation.
Wonderful left speechless . I don't have any idea whether our future get deep down the Earth to see the mystery of the five Buddhist stuppas.Manny thanks toMansbabu.
আপনার বর্ণনা খুবভালো লাগলো । Panchthupi র দুর্গাপুজোর বিশেষত্ব মোষ বলি, যেটা আপনি উল্লেখ করেননি ! .. ড. সুভদ্র বিকাশ করণ, উত্তরপাড়া,হুগলি ।
খুব সুন্দর উপভোগ করলাম আপনার এই শিক্ষামূলক ভ্রমণের তথ্যচিত্র, বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট তথ্যসূত্রসহ সুচারুভাবে বর্ণনা দিয়েছেন, সত্যি অনবদ্য, এভাবেই আমাদের নিত্য-নতুন তথ্যচিত্র উপহার দিতে থাকুন, ভালো থাকবেন