ডিজিটাল এই যুগ আমাদেরকে হয়তো অনেক কিছু দিয়েছে। হয়তো বা আরও দিবে। কিন্তু সেই মুহূর্ত গুলো দিতে পারবে কী আর? আসলেও সিমাহিনতার মাঝে শুধু বেদনাই পাওয়া যায়। সুখ তো কেবল সীমানার মধ্যে পাওয়া যায়....
amader kolkatar baarite dawaat roilo. Purono sob computer ghor bhorti rekhechi. Prochur dos game aache. ekhono kheli sei dos, windows 95 aar 98 e. purono sei crt tv monitor o dekhte paaben. amar ekta youtube channel o royeche purono computer game niye.
সত্যি বলছি ভাই বাংলা ভিশনে দেখা ... রিপোর্ট গুলোর মধ্যে এই রিপোর্ট টা ..আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে.. ধন্যবাদ বাংলাভিশন কে..মিষ্টি সেই শৈশব টাকে মনে করিয়ে দেয়ার জন্য। 🎉
জন্ম আমার 1988 সালের বন্যার পর কিন্তু আজকে মনটা ভরে গেল বাংলাদেশের প্রতিবেদনটা দেখে খুব ভালো লাগতেছে।মনে হচ্ছে শৈশবের কথা। সত্যিই আমরা 90 দশকের ছেলেপেলে অনেক ভাগ্যবান ছিলাম
১৯৮১ তে জন্ম তাই, যা কিছু দেখালেন তার চেয়েও অনেক বেশি উপভোগ করেছি,আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ বাংলাভিশন টিভি চ্যানেলকে, শৈশবের সৃতি মনে করিয়ে দেয়ার জন্য। সত্যি সত্যই শৈশবের দিনগুলো ছিল অনেক আনন্দের, যা এখনকার ছেলেমেয়েরা পায় না।
আমার জন্মও ১৯৮১ সালে। শৈশবে সেকি হুল্লোড়! গ্রামের মাঠ ঘাট চষে বেড়িয়েছি, কত খেলা! কত দৌড় ঝাপ! এখন শহরে চাকুরি করি। আমার এক ছেলে এক মেয়ে আবদ্ধ বাসায় বড় হচ্ছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত। স্কুলে যায়, বাসায় ফিরে মাস্টারের কাছে পড়তে বসে। রাতে স্কুলের পড়া তৈরি করতে হয়। আহা সেকি ব্যস্ততা!
আমার জন্ম ১৯৮৩ তে নিউজ টা দেখে মনের অজান্তে চোখের কোনে পানি চলে আসলো।এখনো বসে বসে মাইলস এর ফিরিয়ে দাও গান সুনছি সেই সময়ের আমাদের গান এখনো অনেক জনপ্রিয় সবার কাছেই😢
কতই না সুন্দর ছিল শৈশবের সেই দিন গুলো। আমি একজন ৯০ দশকের প্রত্যক্ষদর্শী।সাংবাদিক ভাই যখন কথাগুলি বলছিলেন, প্রতিটি কথা ও ছবিগুলো অতীতের দিনগুলো মনেতে দংশন করছিল। আর মনে হচ্ছিল আবারো সেই শৈশবের দিনগুলোতে ফিরে যাই। পরিশেষে, সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ।
1992 তে জন্ম। খুব মিস করি, ফিরে যেতে ইচ্ছা করে সেই দিনগুলোতে। ঐ সময়টাতে অভাব ছিল কিন্তু মানসিক শান্তি ছিল। নির্মল একটা জীবন ছিল,এত অবিচার,এত নষ্টামি সেই সময় ছিল না। সত্যিই খুব সুন্দর ছিল মোবাইল বিহীন সেই সময়টা। মাঝে মধ্যেই কল্পনাতে ফিরে যাই সেই সময়টাতে। এখনকার ছেলে মেয়েরা খুবই দূর্ভাগা, তাদের স্মৃতিচারণ করার মত কিছুই নেই।
এগুলো মনে পড়লে কলিজা আমচাম করে চোখে পানি এসে যায়।ছোট বেলায় ভাবতাম কবে বড়ো হবো!এখন বড়ো হয়ে ভাবি যদি আবার ফিরে যেতে পারতাম সেই সোনালী দিনে!কতো স্মৃতি পড়ে আছে যা কখনও ভোলার নয়। আমরাই সেই ভাগ্যবান প্রজন্ম,আলহামদুলিল্লাহ!!
ছোট বেলায় ভাবতাম কবে বড় হবো। আর এখন ভাবি আবার যদি ফিরে পেতাম হারিয়ে যাওয়া অতীতের ফেলে আসা সেই দিন গুলো। আমার জন্ম ১৯৭৪ইংসন।আমি আওলাদ হোসেন টঙ্গী তিস্তার গেট(মীরের পাড়া) বড় হয়েছি।
@@sujonbarua5914 আসলেই তো. আমার বয়স ৩১ আমার জন্ম ৯৩ সালে তাও নব্বই দশক পেয়েও যেনো পুরোটা ভালোভাবে পাইনি আর এ ২০০১ সালে জন্ম গ্রহণ করে ২৩ বছর হয়েও কিভাবে বলে সে নব্বই দশকের???
কতো সুন্দর ছিলো সেই দিন গুলো। চোখে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে নিজের অজান্তে। এরকম ডিজিটাল লাইফের চেয়ে যদি সেই রুরাল জীবনে থাকতে পারতাম তবেই প্রকৃত বাচা বাচতে পারতাম। জান্নাতের সাথে সেই দিন গুলো তুলনা করলেও ভুল হবে না
পুরনো দিনগুলোতে যদি আবার ফিরে পাওয়া যেতো? ৯০ দশকের আমরা পৃথিবী বদলে যাওয়া সাক্ষী। কতো কিছুই বদলে গেলো আমাদের চোখের সামনে। খুব মিস করছি ছোট বেলার সেই সোনালী দিন গুলো।
90 দশকের কথা মনে হলে এখনো কলিজাটা চটপট করে ও বুকের বাম পাশে ব্যথা অনুভব করি । কারন সে স্মৃতি কখনো ভুলার নয় ।সেই ছোট্ট বেলার সন্ধ্যা হতে না হতেই ভাবতাম কখন TV তে নাটক , সিনেমা,আলিফ লায়লা,ও মজার মজার বিগগাপন দেখতাম। রাত সাড়ে আটটার সংবাদ ছিল যেনো অনেক কিছু জানবার । আরও কত কি যে ছিলো তা এখন ও গেতে রয়েছে মনেপ্রাণে।লাভ ইউ নব্বই দশক । তোমাকে কখনো ভুলা যাবে না 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
সাংবাদিক ভাই আজকে মনের কথাটা একবারে আপনি প্রকাশ করে বলছেন শৈশবে যদি ফিরে যেতে পারতাম টাইম মেশিন থাকতো তো মনের আবেগটা এখন প্রকাশ করতে পারতাম। সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে
২০০৪ এ জন্ম আমার। আলহামদুলিল্লাহ্ ৯০ দশকের প্রায় সকল জিনিসের স্বাদ পেয়েছি। এই অল্প ২০/২১ বছর বয়সে সেই সোনালী সময়গুলো আর বর্তমানের কথিত আধুনিক যুগ,দুটোই দেখছি।যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুর উন্নতি ঘটলেও মানুষের মাঝে ঘটেছে ব্যাপক অবনতি। ব্যাপক অবনতি এবং ব্যাপক অবনতি।
@@chittagongprincetutul7261 ভাই বোধহয় সহজ কথাটার মানে বুঝেননি। আমি কোথায় বললাম ২০০৪ ৯০ দশক। আমি বুঝিয়েছি গ্রামে বড় হয়ে উঠার কারণে ২০০৪ সালেও ৯০ দশকের জিনিস এর সাথে পরিচিত হয়েছি।
১৯৯০সালে আমরা এইসব সব চকলেট খাইসি। আর এইসব খেলনা দিয়ে খেলছি। তখন সময়টা ছিল অনেক অনেক বেশি আনন্দের। পুরানো দিনের সৃতির কথা কখনো ভুলা যায় না। আগের দিনগুলোকে অনেক অনেক বেশি অনেক মিস করি।
আমি ৯০ দশকের ছোট বাবু এখন ৩০ বছরের যুবক ❤️❤️ যেগুলো দেখিয়েছেন ভাই সবগুলোর সাথেই পরিচিত আমি, এতো সুন্দর একটি প্রতিববেদন করার জন্য সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ ❤❤।
এত ই ভাল লাগল যে video ta skip করতে পারলাম না। আমি খুব গর্বিত যে আমি সেই প্রজন্মের । আজ আমি 40 বছর কিন্তু আমার কেন যেন মনে হয় জীবনের সব থেকে ভালো সময় ছিল ঐ সময় । এখন ও ঐ স্মৃতি মনে পড়ে একটু অবসর এ চোখ বন্ধ করলেই। আমার মনে হয় ঐ সময় যারা বাংলাদেশে জন্মেছিল তারা সকলেই very very lucky. কোটি কোটি টাকা খরচ করলে ও ঐ আনন্দ একটুও ফিরে পাওয়া যাবে না।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আলহামদুলিল্লাহ সেই মধুর শৈশবও পেয়েছি এবং এই আধুনিক যুগও পেয়েছি কিন্তু সেই স্মৃতিমধুর শৈশবেই ফিরে যেতে ইচ্ছে করে। খুব মিস করি। আমার জন্ম ছিল ২০০০ সালে। মোটামুটি ২০১২ সাল পর্যন্ত ঠিক ছিল।
অনেক ধন্যবাদ এই ৯০ দশক তুলে ধরার জন্য,,,,,,, একটা নাটক বা সিনেমা দরকার যেটা হবে শুধু ৯০ দশক এর সবকিছু নিয়ে,,,,, অসম্ভব একটা সুন্দর মুহুর্ত ছিলো তখন,,,,,,,
ভাই টাইম ট্রাভেল করালেন। সবসময় মিস করি এগুলো আর চোখ বেয়ে শুধু পানি ঝড়ে। আল্লাহর কাছে বেহেশতের পরীবর্তে শৈশব চাইতাম যদি সম্ভব হতো অথবা বেহেশতে যদি সেই সব আবার ফিরে পেতাম তাহলে কতই না ভাল হতো
সহমত প্রকাশ করতে পারলাম না। ২০০৭ সাল পর্যন্ত জন্ম নেয়া কমবেশি সকলেই এই সোনালী অতীতের স্বাদ পেয়েছি। তবুও ধন্যবাদ আপনাকে আবার পুরোনো স্মৃতি মনে করিয়ে দিলেন।❤
অসম্বব সুন্দর একটি কন্টেন্ট,,,ছেলেবেলার দৃশ্য গুলো মনে পড়লে বুকটা এখনও হাহাকার করে।।।সিসিমপুর দেখে ৫/৬ জন বন্দু মিলে স্কুলে গিয়ে হাতি বানানো সেকি অন্যরকম এক আনন্দ,,,,
২০০০ সালে জন্ম, অনেক অনেক সুখীময় ছিল দিন গুলা, অনেক অনেক মিস করি সেই দিন গুলা।😢 কালের বিবর্তনে এগুলো প্রায় ২০১৩ পরে সবই হারিয়ে যায়। আহারে দিন, এই আনন্দ এখনকার স্মার্ট ছেলে ফেলেরা বুঝবে না।
চুপ মূর্খ কোথাকার 😠,1995 সালের পর জন্ম যাদের তারা এসব স্মৃতির স্পর্শ পাইনি,আর তোর বয়স তো মাত্র 2000 সালে এটা অনেক পরেই, ভবিষ্যতে আর 90 দশকের ছেলে হওয়ার দুঃসাহস দেখাবি না 😏,, আমার বয়স 34 আমরাই কেবলমাত্র সোনালী দিনের ছেলেমেয়ে❤❤
ভাই যেসব কথা তুলে ধরেছেন সে কথা আমার যখন মনে পড়ে তখন আমার অনেক কষ্ট হয় এবং চোখে পানি আসে আল্লাহ পাক তখন অনেক ভালো রাখছিলেন আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি
আমার বয়স 30বছর। প্রতিবেদক খুবই নিখঁতভাবে আমাদের প্রজন্মের শৈশব তুলে ধরেছেন ধন্যবাদ😍😍😍
Amar ৩১ ❤
আহা স্মৃতি 🖤😭
Iam 36years
❤
Ami 21 😅😅😅
আমরাই সেই ভাগ্যবান প্রজন্ম। আলহামদুলিল্লাহ
আল্লাহমদুলিলহ
Alhamdulillah 🎉❤
Onek onek prio❤ time
1988 ame tokon six a poreuntill 2000 is golden time in my life ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
এখন তা অতিত😢😢
এগুলো মনে পরলে কলিজা আমচাম করে চোখে পানি এসে যায়
😅😅
আমারও একই অবস্থা হয় ভাই 😢😢😢
ডিজিটাল এই যুগ আমাদেরকে হয়তো অনেক কিছু দিয়েছে। হয়তো বা আরও দিবে। কিন্তু সেই মুহূর্ত গুলো দিতে পারবে কী আর?
আসলেও সিমাহিনতার মাঝে শুধু বেদনাই পাওয়া যায়। সুখ তো কেবল সীমানার মধ্যে পাওয়া যায়....
আহা! ঐ সময়ে সব ছিল বাবা -মা,আত্মীয়তার সম্পর্ক ;এখন সব হারিয়ে গেছে। এখন সামনে রয়েছে মহান আল্লাহর পরকাল।
হুম ভাইয়া😢😢
শৈশবের কথা মনে পড়ে গেল। আহারে কতোই না মধুর ছিলো ফেলে আসা সেই দিন গুলো!!!
আবারও যদি ফিরে পেতাম ফেলে আসা সেই দিন গুলো 😢😢
কি দেখালেন ভাই! চোঁখে পানি চলে আসলো। আবেগ ধরে রাখতে পারছি না। আহারে শৈশব!!! মনটা চলে গেছে সেই শৈশবে।
amader kolkatar baarite dawaat roilo. Purono sob computer ghor bhorti rekhechi. Prochur dos game aache. ekhono kheli sei dos, windows 95 aar 98 e. purono sei crt tv monitor o dekhte paaben.
amar ekta youtube channel o royeche purono computer game niye.
সত্যি আমার চুখে পানি চলে এসেছে সে দিন কথা মনে পরে গেল
সত্যি চোখে পানি চলে আসল
আপনার সাথে কিভাবে কথা বলা যাবে
@@MdRashed-e9q কার সাথে?
যদি টাইম মেশিন থাকতো
তবে ফিরে যেতাম আবার সেই সোনালী ৯০ এর দশকের অতীতে।
অনেক সুন্দর প্রতিবেদন,
মনে করিয়ে দিলো শৈশবের সেই ভুলে যাওয়া স্মৃতিগুলো।
Spellbinder pathabo naki?
চোখের কোনে পানি চলে এলো। আহারে আমার নব্বই দশক, আমি সত্যই ভাগ্যবান আমার জন্ম নব্বই দশকে আলহামদুলিল্লাহ
আহারে,,,,,,,,,
আবারও যদি ছোট বেলাটা ফিরে পেতাম কতোই আনন্দময় ছিলো। চোখের পানি চলে আসলো
😅
True😢😢
❤
সত্যি বলছি ভাই বাংলা ভিশনে দেখা ... রিপোর্ট গুলোর মধ্যে এই রিপোর্ট টা ..আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে.. ধন্যবাদ বাংলাভিশন কে..মিষ্টি সেই শৈশব টাকে মনে করিয়ে দেয়ার জন্য। 🎉
Same😢😢😢😢💔
❤️❤️❤️
ছেলেবেলায় ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাভিশনকে অসংখ্য ধন্যবাদ ছোটবেলার দিনগুলো আসলেই খুব স্মৃতিময় যা কখনোই ভোলা যায় না
ধন্যবাদ বাংলাভিশনকে শৈশবের স্মৃতি তুলে ধরার জন্য আমি সেই স্মৃতির সাক্ষী আছি
আমার বয়স ৩৭ বছর। প্রতিবেদক খুবই নিখঁতভাবে আমাদের প্রজন্মের শৈশব তুলে ধরেছেন ধন্যবাদ।
আমার বয়স ১৩ আপনার এত আনন্দ করতেন আমরা জানতাম না 😮😮😮😢❤❤❤
@@XxdgyrCfghhy 🤣
আমার ও বয়স এখন 37 বছর সত্যি অসাধারণ ছিল সেই সমসয় এখনো মন চায় সেই সুন্দর যুগ ফিরে যেতে
সত্যিই ভাই অনেক মিস করি
যদি আবার ফিরে যেতে পারতাম সেই সোনালী দেনে কত স্মৃতি পড়ে আছে যা কখনও ভোলার নয়। এই সংবাদ টি দেখে চোখের এক কোনে হঠাৎ পানি চলে আসলো ।
Right
Right.
সত্যি বলেছেন ভাই।আমরা যারা সেই সব সময় পাইছি তারা অনেক ভাগ্যবান।পরবর্তী আর কোন প্রজনম এমন আর পাবে না
বিশ্বাস করেন, এই প্রতিবেদন টা দেখে কত স্মৃতি মনে পরে গেলো😭😭😭।গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে 😢😢😢
Same here
right
Shame 😂
same
amar ah bhai 😢😢
জন্ম আমার 1988 সালের বন্যার পর কিন্তু আজকে মনটা ভরে গেল বাংলাদেশের প্রতিবেদনটা দেখে খুব ভালো লাগতেছে।মনে হচ্ছে শৈশবের কথা। সত্যিই আমরা 90 দশকের ছেলেপেলে অনেক ভাগ্যবান ছিলাম
আমার জন্মদিন ১৯৮৮। আপনার মতো আমিও আবেগে আপ্লুত।
Ami 92😊😊😊
Right ami 1996 tr jormo. Amra ai somoy ta onack opobok korci
আমিও ১৯৮৮
আমরা ছিলাম সে সোনালী সময়ের সৌভাগ্যবান প্রজন্ম।
আল-হামদুলিল্লাহ।
১৯৮১ তে জন্ম তাই, যা কিছু দেখালেন তার চেয়েও অনেক বেশি উপভোগ করেছি,আলহামদুলিল্লাহ।
অনেক ধন্যবাদ বাংলাভিশন টিভি চ্যানেলকে, শৈশবের সৃতি মনে করিয়ে দেয়ার জন্য। সত্যি সত্যই শৈশবের দিনগুলো ছিল অনেক আনন্দের, যা এখনকার ছেলেমেয়েরা পায় না।
আমার জন্মও ১৯৮১ সালে। শৈশবে সেকি হুল্লোড়! গ্রামের মাঠ ঘাট চষে বেড়িয়েছি, কত খেলা! কত দৌড় ঝাপ! এখন শহরে চাকুরি করি। আমার এক ছেলে এক মেয়ে আবদ্ধ বাসায় বড় হচ্ছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত। স্কুলে যায়, বাসায় ফিরে মাস্টারের কাছে পড়তে বসে। রাতে স্কুলের পড়া তৈরি করতে হয়। আহা সেকি ব্যস্ততা!
আমার জন্ম ১৯৮৩ তে নিউজ টা দেখে মনের অজান্তে চোখের কোনে পানি চলে আসলো।এখনো বসে বসে মাইলস এর ফিরিয়ে দাও গান সুনছি সেই সময়ের আমাদের গান এখনো অনেক জনপ্রিয় সবার কাছেই😢
আমার জন্ম ১৯৮১ এর নভেম্বরে। এই শৈশব আমারও।
দারুন ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে আমিও সেই ৯০ দশকের ভাগ্যবান ব্যক্তি
Right. Amio
আমিও
Ameo
সোনালী দিনগুলি ভোলার নয়। স্কুল থেকে ফিরে পুকুরে গোসল, বিকেলে গোল্লা ছুট আর হৈচৈ, ভাবতেই ফিরে যেতে ইচ্ছে করে।। অসংখ্য ধন্যবাদ বাংলাভিশনকে।।
একদম ঠিক বলেছেন,বর্তমান ডিজিটালেরা আমাদের সেই আনন্দ মনে হয় না পাবে।
Onk miss korci bondu dar k
গোল্লাছুট আমার পছন্দের খেলা
এগুলো দেখলে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে। খুব মিস করি সেই সোনালী দিন গুলো যা কখনো ফিরে পাবো না।
বয়সটা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু মনটা পড়ে আছে এখনো সেই শৈশবে 😢
😢😢😢😢
শিশুকাল মনে পড়ে গেল৷ ধন্যবাদ এই প্রতিবেদককে৷❤
সত্যি 90 দশকের কথা মনে পড়লে চোখে পানি চলে আসে
😭😭😭😭
❤❤❤❤
Rat baigo
পুরনো স্মৃতিগুলো মনে করানোর জন্য অসংখ্য ধন্যবাদ
এই সোনালী অতীতের জিনিস গুলো দেখলে ছোট বেলার কথা মনে পড়ে যায়।
এই জিনিস গুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে।
কতই না সুন্দর ছিল শৈশবের সেই দিন গুলো। আমি একজন ৯০ দশকের প্রত্যক্ষদর্শী।সাংবাদিক ভাই যখন কথাগুলি বলছিলেন, প্রতিটি কথা ও ছবিগুলো অতীতের দিনগুলো মনেতে দংশন করছিল। আর মনে হচ্ছিল আবারো সেই শৈশবের দিনগুলোতে ফিরে যাই। পরিশেষে, সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ।
সত্যিই সোনালী যুগ ছিল। কই হারিয়ে গেলো সেই দিনগুলো 😭😭😭
অসাধারণ একটা রিপোর্ট। ধন্যবাদ বাংলাভিশনকে পুরনো সেই শৈশবকে আহ্লাদে ভেসে দেওয়ার জন্য ❤❤
❤❤
সত্যি চোখে পানি চলে আসলো ❤
1992 তে জন্ম। খুব মিস করি, ফিরে যেতে ইচ্ছা করে সেই দিনগুলোতে। ঐ সময়টাতে অভাব ছিল কিন্তু মানসিক শান্তি ছিল। নির্মল একটা জীবন ছিল,এত অবিচার,এত নষ্টামি সেই সময় ছিল না। সত্যিই খুব সুন্দর ছিল মোবাইল বিহীন সেই সময়টা। মাঝে মধ্যেই কল্পনাতে ফিরে যাই সেই সময়টাতে। এখনকার ছেলে মেয়েরা খুবই দূর্ভাগা, তাদের স্মৃতিচারণ করার মত কিছুই নেই।
Same bro 1992
ফ্রী ফায়ার পাবজি, সোশ্যাল মিডিয়া, এগুলোতে স্মৃতিচারণ হয় না
1992আমারও
১০০% রাইট ব্রো❤😥
Same bro 1992
সেই সময়টাই ভাল ছিল, মিস করি।
এগুলো মনে পড়লে কলিজা আমচাম করে চোখে পানি এসে যায়।ছোট বেলায় ভাবতাম কবে বড়ো হবো!এখন বড়ো হয়ে ভাবি যদি আবার ফিরে যেতে পারতাম সেই সোনালী দিনে!কতো স্মৃতি পড়ে আছে যা কখনও ভোলার নয়।
আমরাই সেই ভাগ্যবান প্রজন্ম,আলহামদুলিল্লাহ!!
আমি একটা কষ্ট যুক্ত সুখ অনুভব করছি যদি আবারো যেতে পারতাম সেই সময়, যদি আবারো হতে পারতাম ছোট। সেই সময় ছিল সত্যি কারের আনন্দ। ❤❤❤
মনে পড়ে গেল হারিয়ে যাওয়া শৈশব। হারানো সব স্মৃতি।কালের বিবর্তনে সব এখন স্মৃতি হয়েই রইল❤❤❤
ছোট বেলায় ভাবতাম কবে বড় হবো,,
এখন বড়ো হয়ে সেই সোনালী দিন গুলো খুব মিস করতেছি,
Right
ছোট বেলায় ভাবতাম কবে বড় হবো। আর এখন ভাবি আবার যদি ফিরে পেতাম হারিয়ে যাওয়া অতীতের ফেলে আসা সেই দিন গুলো। আমার জন্ম ১৯৭৪ইংসন।আমি আওলাদ হোসেন টঙ্গী তিস্তার গেট(মীরের পাড়া) বড় হয়েছি।
আমার বয়স ২৩ কিন্তু অনেক মিস করি এগুলো,,,,,,,,, চোখে পানি চলে আসে
১৯৮৮ সালে জন্ম আমার, পুরো নব্বই দশ পরিয়ে এসেছি, মনে চাই আবারো সেই সময়ে চলে যেতে।
তো আপনার জন্ম ৯০ দশকে কেমনে?? আপনি ২০০০
@@sujonbarua5914 আসলেই তো. আমার বয়স ৩১ আমার জন্ম ৯৩ সালে তাও নব্বই দশক পেয়েও যেনো পুরোটা ভালোভাবে পাইনি আর এ ২০০১ সালে জন্ম গ্রহণ করে ২৩ বছর হয়েও কিভাবে বলে সে নব্বই দশকের???
আমি ৯০ দশকের১৯৯১
@@sujonbarua5914 ২০দশকের ছেলেমেয়েরাও এসব কিছু পেয়েছিলো ভাই
কতো সুন্দর ছিলো সেই দিন গুলো। চোখে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে নিজের অজান্তে। এরকম ডিজিটাল লাইফের চেয়ে যদি সেই রুরাল জীবনে থাকতে পারতাম তবেই প্রকৃত বাচা বাচতে পারতাম। জান্নাতের সাথে সেই দিন গুলো তুলনা করলেও ভুল হবে না
আহা কত মজার ছিলো দিনগুলো।
আর কখনো ফিরে আসবে না।
আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি।
Best comment... বাস্তবতা মনে করে দম বন্ধ হয়ে আসছে
😢😢😢😢😢😢
আমাদের ৯০ দশকের আবেগ তুলে ধরার জন্য। বাংলাভিশন কে ধন্যবাদ। 😢🥰
এতো পুরনো সৃতি সবই গ্রামের আমরা সবই করেছি।কিন্তু বাংলাভিশন কিভাবে জানে?অসংখ্য ধন্যবাদ বাংলাভিশন টিভি চ্যানেল এবং কলাকৌশলী দের....
কান্না করে দিলাম জাস্ট ভিডিওটা দেখে। পুরানো দিনের কথা মনে পড়ে গেল। কত না ভালো ছিল দিন গুলা সে সময়। আর কখনো পাবোনা ফিরে। আজ শুধু স্মৃতি এগুলা। 😢😢😢
পুরনো দিনগুলোতে যদি আবার ফিরে পাওয়া যেতো? ৯০ দশকের আমরা পৃথিবী বদলে যাওয়া সাক্ষী। কতো কিছুই বদলে গেলো আমাদের চোখের সামনে। খুব মিস করছি ছোট বেলার সেই সোনালী দিন গুলো।
Hmm, right
রিপোর্টটি নিজেদের অতীতের কথা মনে করিয়ে দিলো। ধন্যবাদ আপনাদেরকে ❤
এই স্মৃতি গুলো মনে হলে চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসে
আহারে কি মধূর শৈশব ছিলো 😢😢😢
সেরা প্রতিবেদন।।।❤❤❤❤
এই প্রতিবেদন দেখে (বাংলাভিশনের) প্রেমে পড়ে গেলাম।
শৈশবের কথা মনে পড়লে চোখে পানি চলে আসে,, আর আপসোস করি কেন বড় হলাম,, আগেই তো ভালো ছিলাম
90 দশকের কথা মনে হলে এখনো কলিজাটা চটপট করে ও বুকের বাম পাশে ব্যথা অনুভব করি । কারন সে স্মৃতি কখনো ভুলার নয় ।সেই ছোট্ট বেলার সন্ধ্যা হতে না হতেই ভাবতাম কখন TV তে নাটক , সিনেমা,আলিফ লায়লা,ও মজার মজার বিগগাপন দেখতাম। রাত সাড়ে আটটার সংবাদ ছিল যেনো অনেক কিছু জানবার । আরও কত কি যে ছিলো তা এখন ও গেতে রয়েছে মনেপ্রাণে।লাভ ইউ নব্বই দশক । তোমাকে কখনো ভুলা যাবে না 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
আমরাই সেই ৯০ দশকের সৌভাগ্যবান প্রজন্ম। আলহামদুলিল্লাহ। ❤
খুব মিস করছি সোনালী অতীত মনে পরে গেল। ❤❤❤❤
আহা কুথায় গেলো সেই সোনালী দিন গুলি আমার কান্না আসতাছে ।
কি কথা মনে করিয়ে দিলেন। মনের অজান্তেই চোখ বেয়ে পানি চলে আসলো। আহারে কত স্মৃতি এখনো মনে পড়ে
অনেক কিছুর সামান্য চিত্র।।।
ভলো লাগল।।
এই সোনালী শৈশবের কথা মনে পড়লে শরীরের পশম নাড়া দিয়ে ওঠে। কলিজার ভেতরটা ও নাড়া দিয়ে ওঠে। চোখের কোনে পানি চলে আসে। আহারে মধুর স্মৃতি
❤
সত্যিই যেন অতীতে ফিরে গেলাম,,
আমরা নব্বই দশকের ছেলে মেয়েরা সত্যিই অনেক অনেক ভাগ্যবান,,🥰🥰🥰
না চাইতেও আর ফিরে পাবো না সেই হারানো দিন গুলি 😢
ছবি এবং বাস্তব কথা, ধন্যবাদ সাংবাদিক ভাইকে।
আলহামদুলিল্লাহ সেই সোনালী দিনের মানুষ❤️❤️
সাংবাদিক ভাই আজকে মনের কথাটা একবারে আপনি প্রকাশ করে বলছেন শৈশবে যদি ফিরে যেতে পারতাম টাইম মেশিন থাকতো তো মনের আবেগটা এখন প্রকাশ করতে পারতাম। সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে
শৈশবের কথা মনে পড়ে গেল, এমন একটি প্রতিবেদন করার জন্য বাংলাভিশন টেলিভিশন ও প্রতিবেদককে ধন্যবাদ 💞
২০০৪ এ জন্ম আমার। আলহামদুলিল্লাহ্ ৯০ দশকের প্রায় সকল জিনিসের স্বাদ পেয়েছি।
এই অল্প ২০/২১ বছর বয়সে সেই সোনালী সময়গুলো আর বর্তমানের কথিত আধুনিক যুগ,দুটোই দেখছি।যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুর উন্নতি ঘটলেও মানুষের মাঝে ঘটেছে ব্যাপক অবনতি। ব্যাপক অবনতি এবং ব্যাপক অবনতি।
আমার বয়স 17 আমিও দেখছি এগুলো সব😪
2004 আর 90শতক আলাদা
@@chittagongprincetutul7261 ভাই বোধহয় সহজ কথাটার মানে বুঝেননি। আমি কোথায় বললাম ২০০৪ ৯০ দশক। আমি বুঝিয়েছি গ্রামে বড় হয়ে উঠার কারণে ২০০৪ সালেও ৯০ দশকের জিনিস এর সাথে পরিচিত হয়েছি।
১৯৯০সালে আমরা এইসব সব চকলেট খাইসি। আর এইসব খেলনা দিয়ে খেলছি। তখন সময়টা ছিল অনেক অনেক বেশি আনন্দের। পুরানো দিনের সৃতির কথা কখনো ভুলা যায় না। আগের দিনগুলোকে অনেক অনেক বেশি অনেক মিস করি।
অমূল্য এক শৈশব। চোখের কোণে চলে আসলো অজান্তেই পানি।আহঃ কি সুন্দর ছিল সেই দিনগুলো। শুধুই স্মৃতি হয়ে থাকলো এখন।❤❤❤
আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা সত্যিই অনেক লাকি।
আমাদের শৈশব নিয়ে চমৎকার রিপোর্ট করে মনের অজান্তেই শৈশবে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাভিশনকে আন্তরিক ধন্যবাদ।
আমি ৯০ দশকের ছোট বাবু এখন ৩০ বছরের যুবক ❤️❤️ যেগুলো দেখিয়েছেন ভাই সবগুলোর সাথেই পরিচিত আমি, এতো সুন্দর একটি প্রতিববেদন করার জন্য সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ ❤❤।
ধন্যবাদ এমন একটি প্রতিবেদন তৈরি করার জন্য। কিছুটা সময়ের জন্য শৈশবটা মনে পড়ে গেল।
আমি নিজেকে ভাগ্যমান মনে করি।।।।।
এখনো প্রতিটা স্মৃতি মনে পড়ে
খুব মিস করি
অতীতের দিনগুলি
ধন্যবাদ
উপস্থাপক ভাইকে
আগের দিনগুলো মধুর ও শান্তির ছিল।
এতো সুন্দর ভাবে অতিতকে মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ,সত্যিই অসাধারণ ছিলো সেই সময় গুলো❤
মনে চায় আবার ফিরে যাই ৯০ দশকে। অনেক প্রশান্তির ছিল। অনেক শান্তির ছিল।
খুব মনে পড়ে সেদিনের স্মৃতিগুলো,ধন্যবাদ জানাই বাংলাভিশনকে এমন একটি প্রতিবেদন করার জন্য ❤❤❤
এত ই ভাল লাগল যে video ta skip করতে পারলাম না। আমি খুব গর্বিত যে আমি সেই প্রজন্মের । আজ আমি 40 বছর কিন্তু আমার কেন যেন মনে হয় জীবনের সব থেকে ভালো সময় ছিল ঐ সময় । এখন ও ঐ স্মৃতি মনে পড়ে একটু অবসর এ চোখ বন্ধ করলেই। আমার মনে হয় ঐ সময় যারা বাংলাদেশে জন্মেছিল তারা সকলেই very very lucky. কোটি কোটি টাকা খরচ করলে ও ঐ আনন্দ একটুও ফিরে পাওয়া যাবে না।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আলহামদুলিল্লাহ সেই মধুর শৈশবও পেয়েছি এবং এই আধুনিক যুগও পেয়েছি কিন্তু সেই স্মৃতিমধুর শৈশবেই ফিরে যেতে ইচ্ছে করে। খুব মিস করি। আমার জন্ম ছিল ২০০০ সালে। মোটামুটি ২০১২ সাল পর্যন্ত ঠিক ছিল।
আমার ও ২০০০ এ
আমার জন্ম ১৯৯৭ সালে এগুলোর সাথে আমার অনেক সৃতি জরিয়ে আছে।
২০০০ এ জন্মে অর্ধেক মজা মিস করেছেন
আহা সেই সোনালী শৈশব ❤❤❤একটা কমেন্ট করে রেখে দিলাম❤
সুন্দর প্রতিবেদন।
অনেক ধন্যবাদ এই ৯০ দশক তুলে ধরার জন্য,,,,,,, একটা নাটক বা সিনেমা দরকার যেটা হবে শুধু ৯০ দশক এর সবকিছু নিয়ে,,,,, অসম্ভব একটা সুন্দর মুহুর্ত ছিলো তখন,,,,,,,
শৌশব এর স্মৃতি জাগ্রত করার জন্য সেই সাথে নানা স্মৃতি বিজড়িত করার জন্য বৈশাখী টেলিভিশন কে ধন্যবাদ।
ভাই এটা বৈশাখী টেলিভিশন নাই এটা বাংলাভিশন টেলিভিশন
আমরা যারা নব্বই দশকের তারা সত্যিই ভাগ্যবান এমন নির্মল ও সুস্থ কৈশোর পেয়েছিলাম বলে।❤❤❤
প্রতিবেদন টি এক্কেবারে সঠিক হয়েছে। ঐসময় গুলো অনেক সুন্দর ছিল। হয়তো আজকের এই আধুনিকতাও একসময় অতীত হয়ে যাবে।😊😊
আমার শৈশবকে আবার আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাভিশনকে মন থেকে জানাই ধন্যবাদ। অসাধারণ একটি সংবাদ পরিবেশনা ছিল এটি
চোখে পানি এসে গেল,😢আহা্ সেই শৈশব কোথায় হারিয়ে গেল এক নিমেষেই। কতোই না মধুর ছিলো সেই দিনগুলো। এখন আর ফিরে পাবার নয়। শুধু একবুক আফসোস নিয়েই বেঁচে থাকা।
কোথায় হারিয়ে গেল দিন গুলো, আবার ফিরে পেতে চাই 😔😔
আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় পার করেছি,,, যা ভূলার মতো না
খুব কান্না পেল _ কেন বড় হলাম _ ডতদিন দিন যাচ্ছে মানষিব কস্ট বেড়েই যাচ্ছে __ আহ ছোটতে কত মজা করেছি 😢😢 কেন চলে গেল সেই দিনগুলা
ভিডিওটি দেখে অনেক কষ্ট লাগলো । সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যায়😢 যদি পেতাম সেই সময়গুলো আবার ফিরে😢
ফিরে পাওয়া যাবে জান্নাতে
ভাই টাইম ট্রাভেল করালেন। সবসময় মিস করি এগুলো আর চোখ বেয়ে শুধু পানি ঝড়ে। আল্লাহর কাছে বেহেশতের পরীবর্তে শৈশব চাইতাম যদি সম্ভব হতো অথবা বেহেশতে যদি সেই সব আবার ফিরে পেতাম তাহলে কতই না ভাল হতো
সহমত প্রকাশ করতে পারলাম না। ২০০৭ সাল পর্যন্ত জন্ম নেয়া কমবেশি সকলেই এই সোনালী অতীতের স্বাদ পেয়েছি। তবুও ধন্যবাদ আপনাকে আবার পুরোনো স্মৃতি মনে করিয়ে দিলেন।❤
Nah bro 90 to 95 amader childhood onno rokom silo. 2000 er por Onek Kiso change hoa soro hoise but Kiso Kiso flavour hoyto ora paise
আমার জন্ম 1998 এ ভাই আমি মোটামুটি এগুলো সবই পাইছি@@tahsanshoyeb3580
অসম্বব সুন্দর একটি কন্টেন্ট,,,ছেলেবেলার দৃশ্য গুলো মনে পড়লে বুকটা এখনও হাহাকার করে।।।সিসিমপুর দেখে ৫/৬ জন বন্দু মিলে স্কুলে গিয়ে হাতি বানানো সেকি অন্যরকম এক আনন্দ,,,,
ভাই চোখে জল আনায় ছারলেন ❤
সেই পুরানো দিন গুলো এখনো মিস করি.... মনে যেন আবার যেন ফিরে যাই অতীতে 😢😢😢
২০০০ সালে জন্ম, অনেক অনেক সুখীময় ছিল দিন গুলা, অনেক অনেক মিস করি সেই দিন গুলা।😢
কালের বিবর্তনে এগুলো প্রায় ২০১৩ পরে সবই হারিয়ে যায়। আহারে দিন, এই আনন্দ এখনকার স্মার্ট ছেলে ফেলেরা বুঝবে না।
চুপ মূর্খ কোথাকার 😠,1995 সালের পর জন্ম যাদের তারা এসব স্মৃতির স্পর্শ পাইনি,আর তোর বয়স তো মাত্র 2000 সালে এটা অনেক পরেই, ভবিষ্যতে আর 90 দশকের ছেলে হওয়ার দুঃসাহস দেখাবি না 😏,, আমার বয়স 34 আমরাই কেবলমাত্র সোনালী দিনের ছেলেমেয়ে❤❤
আলহামদুলিল্লাহ ❣️
আগে কি সুন্দর মানুষ এবং প্রাকৃতিক সৌন্দর্য ছিল।
তাইতো বলে,,,, আগি কি সুন্দর দিন কাটাইতাম।।।
খুব বেশি মিস করি শৈশবের সেই দিনগুলো।
২০২৪ এসে আমার শৈশবের কথা মনে পড়ে গাঁ শিউরে উঠে ❤
অনেক miss করি
সত্যি কথা
ভাই যেসব কথা তুলে ধরেছেন সে কথা আমার যখন মনে পড়ে তখন আমার অনেক কষ্ট হয় এবং চোখে পানি আসে আল্লাহ পাক তখন অনেক ভালো রাখছিলেন আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি
কোথায় হারিয়ে গেলো সেই সোনালী শৈশবের দিনগুলো 😢😢
১৯৮-২০১০
ভাই আপনি শৈশবের অনেক স্মৃতি মনে করিয়ে দিলেন৷
খুবই মনে পরে সেই দিন গুলো আর ফিরে পাওয়া যাবে না সেই দিন
খুব মনে পড়ে ফেলে আসা দিন গুলো
আর কি ফিরে পাবো----
ওরে যা হারা -য়েছি এই জীবনে এ ❤