La Riveria Resort & Park | লা রিভারিয়া রিসোর্ট | পূর্বাচল ঢাকা | ঢাকার কাছেই যে রিসোর্ট 🌿

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • La Riveria Resort & Park ।
    লা রিভারিয়া রিসোর্ট |এন্ড পার্ক। পূর্বাচল ঢাকা । ঢাকার কাছেই যে রিসোর্ট 🌿
    কর্ম ব্যাস্ত জীবনে, যারা চান খানিকটা বিরতী। যারা চান ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়েই ঢাকার আশেপাশে রাত কাটাতে কিংবা ডে ট্রিপে ঘুরে আসতে। যেখানে যেতে কিনা লাগবে খুবি কম সময়, একি সাথে থাকবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারে সুযোগ। তাদের জন্য কম খরচে সেরা এক রিসোর্টের খোজ দেব আজ।
    ঢাকার কুড়িল হতে মাত্র ১৫ কিলোমিটার দূরে পূর্বাচলেই। কাঞ্চন ব্রীজ পার করেই অবস্থিত - লা রিভারিয়া রিসোর্ট এন্ড পার্ক। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এই রিসোর্টে খুব সহজেই পূর্বাচলের ৩০০ ফিট রোড ধরে চলে যাওয়া যায়।
    নদীর ঐপাড় হওয়ায় কাঞ্চন ব্রীজ ক্রস করে হাতের বামদিক দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে যেতে পারবেন রিসোর্টে। আর বাসে করে আসলে কাঞ্চন ব্রীজের আগেই নেমে প্রথমে অটো কিংবা রিকশা নিয়ে রিসোর্ট বরাবর ঘাটে চলে আসবেন। সেখান থেকে নদী পার হলেই ওপারে লা রিভেরিয়া রিসোর্ট।
    ডে ট্রিপ থেকে শুরু করে শুধু নাইট স্টে অথবা ২৪ ঘণ্টার ফুল বোডিং প্যাকেজ সবই আছে এই লা রিভেরিয়া রিসোর্টে। শীতলক্ষ্যা নদীর কোল ঘেষেই প্রায় সবগুলো কটেজ যেগুলো রিভার ভিউ কটেজ নামেই পরিচিত। ঢাকার কাছের রিসোর্টগুলোর মধ্যে এই রিসোর্টই মোটামুটি রিজনেবল।
    আমরা প্রায় ৬০ জনের টিম ঘুরে এসেছিলাম এই রিসোর্ট থেকে। আমাদের সকালের নাস্তার আয়োজনে ছিল - পরাটা, ডিম, সবজি, ডাল, হালুয়া, ও চা।
    দুপুরের খাবারের আয়োজন ছিল পোলাও, মুরগীর রোস্ট, গরু মাংস, চাইনিজ ভেজিটেবল,
    প্রায় ১৬ বিঘা জায়গা নিয়ে গড়ে ওঠা এই রিসোর্টে ৬০০ জন মানুষের ডে লং অনুষ্ঠান আয়োজন সম্ভব। এই রিসোর্টে ডাইনিং এড়িয়াতে এক সাথেই প্রায় ২৫০ জনের খাবারের আয়োজন যেমন সম্ভব। একি ভাবে কটেজ গুলোতে ৪০ জন পর্যন্ত নাইট স্টে এর ব্যাবস্থা আছে এই রিসোর্টে।
    শীতলক্ষ্যা নদীর তীরে মনোরম পরিবেশে আপনার পরিবার ও প্রিয়জনদের নিয়ে সময় কাটানোর এটি একটি চমৎকার জায়গা। এয়ার কন্ডিশনড উডেন কটেজ গুলো নদীর খুব কাছে তৈরি করা। সাথে আছে আধুনিক রেস্টুরেন্ট যেখানে পাবেন বাংলা খাবারের আয়োজন।
    এই রিসোর্টে পাবেন
    • প্রাইভেট উডেন কটেজ
    • সুইমিং পুল
    • কার পার্কিং সুবিধা
    • বোট রাইডিং
    • রিভারভিউ ওপেন ডাইনিং স্পেস
    • বারবিকিউ/কাস্টমাইজড ডিনার
    • খেলার মাঠ
    • ওপেন স্টেজ
    স্পেশালি ছোট কর্পোরেট টিম বিল্ডিং গুলোর জন্য সুন্দর জায়গা এই রিসোর্ট। আর তাই কাপল কিংবা দলবল বেঁধে। যেভাবেই চান, ঘুরে আসতে পারেন এই রিসোর্ট থেকে। শেষ বিকেলে শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই।
    দেশবাসী, ট্যুরে যান। ট্রেকিং এ যান। যেখানে মন চায় যান। যেভাবে মন চায় যান। কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না প্লিজ। সময় পেলেই বেড়িয়ে পড়ুন। ঘুরতে থাকুন জানতে থাকুন জানাতে থাকুন। কিপ রোমিং
    #resort
    #purbachalresort
    #resortneardhaka

Комментарии • 6

  • @BBPROG
    @BBPROG 21 день назад +1

    😮

  • @footsteps_travelling
    @footsteps_travelling 21 день назад +1

    Well presentation 😊
    Worth sharing...

  • @kamruzzamanshojib4576
    @kamruzzamanshojib4576 20 дней назад +1

    অসাধারণ উপস্থাপনা। ধন্যবাদ ভাই। তবে খরচ এর বিষয়টা জানালে আরএকটু ভালো হতো। আবারও ধন্যবাদ ও শুভকামনা।

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  20 дней назад

      ২০০০ টাকা জন প্রতি থেকে খরচ শুরু। তাদের সাথে যোগাযোগের নাম্বার ০১৮১০০১১১৪২