যত শুনছি তত জানার ইচ্ছা বেড়েই চলছে। আপনি চালিয়ে যান আমরা শুনবো আমরা শুনতে চাই। এই জার্নি খুব কষ্টের ,,, তার কথা শুনলে মন ভারাক্রান্ত হয়ে যায়। আমাদের আসল হিরো নেতাজি আমাদের আদর্শ নেতাজি। আপনি আরও তথ্য উদঘাটন করুন। এগুলো মহা মূল্যবান তথ্য আমাদের দেশ স্বাধীনতার সত্য ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে।
সাহসী সাংবাদিক, দীর্ঘ জীবিত এই পথচলা, সত্য সত্য সব সময় সত্য,কোন রকম চাপের কাছে মাথা নত করবেন না। আপনার মত সাংবাদিক মাথা নত করার নয়। সত্য মানুষ জানতে পারল। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, এগিয়ে চলুন। ভগবান আপনাকে সাহস দেবেন। ধন্যবাদ
আমার একান্ত ইচ্ছা, আপনার চেষ্টা স্বার্থক হোক। নেতাজী আপামর দেশবাসীর কাছে, বিশেষ করে প্রতিটি বাঙ্গালীর কাছে সর্বশেষ সম্মান টুকু পান। জয় হিন্দ। বন্দেমাতরম 🙏।
" I am Bose " চ্যানেল মারফৎ নেতাজির অন্তর্ধান উন্মোচন ও গুমনামী বাবা সম্বন্ধীয় তথ্য জানতে পারছি। বড় আহত হই যখন এত তথ্য নেতাজি সুভাষচন্দ্র ভারতে ছদ্মবেশে ১১৯৮৪ অবধি ছিলেন এবং দেহত্যাগ করেন। দাদা আপনার গুমনামী বাবা নেতাজি ছিলেন রহস্যময় উদ্ধারের প্রচেষ্টাকে সাধুবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাই।
কুণাল বাবু, আপনার কারণেই সমৃদ্ধ হতে পারছি নেতাজী সম্পর্কিত গোপনীয় তথ্যগুলো উন্মোচনের প্রচেষ্টার মাধ্যমে । আপনি যে সাহসিকতা নিয়ে দুর্নিবার ভাবে এগিয়ে চলেছেন আপনাকে এই কর্মের জন্যে অসংখ্য ধন্যবাদ ও কুর্নিশ জানাই ।
আপনার এই প্রয়াসকে সম্পূর্ণ ভাবে সমর্থন জানাচ্ছি। নেতাজি আমাদের সম্পদ, আমাদের গৌরব, আমাদের পথপদর্শক, আমাদের শক্তি 🙏🙏🙏। তাই আপনি আরও এগিয়ে চলুন, আরও তথ্য আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন!
এটা আমাদের অর্থাৎ ভারতবাসীর লজ্জা যে , আমরা নেতাজির মতো মহান দেশনায়ককে তার যথাযথ সম্মান, শ্রদ্ধা দিতে পারি না। পুরো জাতির উচিত এই বিষয়ে আওয়াজ তোলা। আমরা চাই, ওনার সত্য সামনে আসুক । জয়তু নেতাজি সুভাষ ❤🙏
anuj dhar er reserch dekhechen. uni 30 year research korechen. gumnami baba cinema ba ranveer show er sobtheke demanding person or 100 podcast e onake daka hoyechilo.
মশাই আপনি প্রথম জানলেন তাই আপনার মনে হচ্ছে উনি প্রথম উন্মোচন করলেন। ব্যাপারটা হলো রাষ্ট্র। রাষ্ট্র এই কুনাল বাবুর মত বহু মানুষকে এই প্রকার রহস্য উন্মোচনের সুযোগ করে দিতে চাইছে। তাই....
এই কাজটা কতটা কঠিন এবং কতটা গুরুত্বপূর্ণ ভাবলে শিহরণ হয়। এটা যেকোনো গোয়েন্দা কাহিনীর থেকেও অনেক জটিল এবং পদে পদে পরিকল্পিত বাধা। আমার আধ্যাত্মিক জ্ঞান থেকে বলছি, ঈশ্বর চায় নেতাজীর রহস্যের সমাধান আপনার হাত ধরে হোক। আমার এই অনুভূতি কাউকে বোঝাতে পারবোনা।
ধন্যবাদ, তোমার মাধ্যমে অনেক কিছু জানতে ও দেখতে পেলাম (অনুশীলন ভবন)। সঠিক পথে চলেছো সেই জন্য বাধা আসছে আসবেও ওনার আশীর্বাদ আছে নিশ্চয়ই জানবে। জয় হিন্দ
দারুন সুন্দর একটি উপহার দিলেন। এই অমূল্য উপহারটি পেয়ে একদিকে যেমন ভীষণ ভালো লাগা কাজ করছে ঠিক তেমনি ভিতরে একটি খারাপ লাগাও কাজ করছে। তার কারণ একটাই, কেন তাঁর মতো একজন মহান ব্যক্তিত্বকে এই ভাবে আড়ালে রাখা হয়েছিল বা এখনও আড়ালেই রাখা হয়। কেন! কেন! এতো আড়াল এই একটি মাত্র বিষয়ে ??
আড়ালে রাখার কারণ ধর্ম বেবসা করার জন্য সাধারণ মানুষের মধ্যে কুসংস্কার ভোরে ধর্ম বেবসা করার জন্য এঁরা নরোকিট জাত নাটক অভিনয় করে ধর্ম নিয়ে কিন্তু কেউ ধর্ম মানে জানে না ঘটিবুজ ছাড়া কিছুই দিতে পারেন না
@@abhisheksarkar6546 আপনার যেমনই লাগুক, সত্য হলো এই যে, নেতাজীর রহস্য উন্মোচন করতে যাঁরাই সঠিক পথে এগিয়েছেন তাঁরা বিপুল বাধার সামনে পড়েছেন, এমনকি তাঁদের প্রাণসংশয় উপস্থিত হয়েছে। কুনালবাবু এটা জানেন।
No issues, no problem this guy is a hidden BJP/RSS propagandist. He is preaching the Bhaartiyaa Jhootiyaa Party and Reliance Sevaa Sangh propaganda. He is trying to create a sympathy wave for BJP/RSS, by manipulating the genuine love and respect for Netaaji (in the minds of an average Indian). BJP/RSS will save him.
অসাধারণ একটি ভিডিও দেখলাম...❤❤❤❤...আবারও অনেক কিছু নতুন নতুন তথ্য জানলাম...স্বাধীনতার ইতিহাস জানলাম...।। তুমি চেষ্টা চালিয়ে যাও ও এখনও ও...আবারও আবারও অনুশীলন ভবনের সদস্যদের সাথে ইটারভিউ নেওয়ার র সকলের র...!!!...এখানেই ই তো আবারও একদম ম প্রমাণিত...প্রমাণিত হয়েই ই গেলো লো...যে ভগবানজি বা গুমনামিবাবাই ই হচ্ছে চ্ছে নেতাজি...!!! হ্যাঁ হ্যাঁ...এটা আমারও অনেক বড় প্রশ্ন কেনো নো কেনো নো তোমাকে কে আবারও ইন্টারভিউ নেওয়া য়া আটকে কে দেওয়া য়া হলো লো...????!!!! একটি কথা বলছি সেখানকার র সদস্যদের র ইন্টারভিউ অন্যকোথাও ও নেওয়া য়া যায় য় না না...???!!! ৫২ সেকেন্ডস পরে দেখেছি...শুরুতেই ৩য় নম্বরে লাইক 👍 করেছি...।।...তারপরে কমেন্টস করলাম...।।
Baah Daroon laglo 👌❤️ Abaro Osaadharon Episode 🔥 Hats off to you ei ghotona gulo ke tule dhorar jonno..oneek kichhu janlam...Joy Netaji 🙏🙏 Jai Hind ❤️❤️🇮🇳🇮🇳
Apnar prottek ta episode sarir o mone sihoron jagaiye tole ...dada amr ektai icche j morar age amader vogobanen er prottek ta movement jodi jante pari , jibon ta sompurno hoye jabe ...
Great information. It's the high time to spread this information amongst all who are interested to know about the where about of our great leader Netaji Subhash Chandra Bose. Your efforts are highly appreciated
Khub valo luglo aye vabe adding asol jenesh ta barobe boyki valo thakun sabuy apekhuy rohelum I love all netaji bhakti gd afternoon love joy hind pronum
Dada, with due respect bolchi aapni je approach ta kunal babu ke korchen seta aamader aabeg ar dik diye dekhchi tai bole.... Kintu aamar mone hoy na kuno rajniti te joriye thakha lok bodanyota dekhaben ai byapare... Unara maximum e rajnitir platform aasen udor purti korte..... Ara to desh premik kom godipriyo odhik...aajke Momota bannerjee e jodi trinomul chere diye bolen aami aar ai party korbona ... Aamio aajke theke bjp korbo.... Tokhon to sei bjp ar nayok e bolben Momota Bannerjee r moto valo lok r somosto Bharatborse nei... Setai to bortoman bharater politics ar identity.... Aamra sadharon manush ki pai unader godi te bosiye.... Unara Ac room a thakben r dami dami gari chorben , somosto control oder haate thakbe r oder kichu chela chamunda ra aanondo korbe r aamra nijer kormochape najehal hobo.... Aito bortoman politics ar definition
@@tathagatac1992 অদ্ভুত কথা! আমার বিশ্বাসে কি আসে যায়। আমি যদি মনে করি ভগবানজি ই নেতাজি তাহলে কি সেটা ভারত সরকার ঘোষণা করে দেবে! তার থেকে যদি স্মারক হিসেবেও এইসব ভবনকে টিকিয়ে রাখা যায় সেটাকেই আনন্দের বলে মেনে নিতে হবে
@@alankaralankar3130 সেটা আমিও বুঝি। সবকটা রাজনৈতিক দলই এখন চোর আর ক্ষমতালোভী। তার মধ্যে থেকেও যদি নিজেদের ইমেজ ভালো করার জন্যও এটাকে সংস্কার করে তাতেই ধন্য হয়ে যাবো
Thanks Kunal for your efforts, Gumnami Baba is Netaji was substantial proved beyond doubt if you read book of Chandrachur Ghosh and Anuj Dhar , the letters which was written to his followers can't be written by others. But the problem is no Govt is ready to disclose this . The political parties of Bengal are less interested, so if we really love Subhash we should create pressure on political parties, but unfortunately Bengalis aren't united😮
দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটি ভিডিও উপস্থাপনা করার জন্য আমরা প্রত্যেকেই জানি আপনি যে কাজটি করছেন সেটি মোটেও সহজ কাজ নয় তবুও আমার দেশকে ভালোবেসে এবং এই দেশ স্বাধীন করার জন্য যে সমস্ত বিপ্লবীরা জীবন দিয়েছিলেন তাদেরকে ভালোবেসে সর্বোপরি সেই মানুষটি যে মানুষটির জন্য আজকে আমরা মাথা উঁচু করে গর্ব করে আমরা বলি আমরা স্বাধীন ভারতের নাগরিক আজকে উনার মতন একজন মহান মানুষের এত অজানা কথা আমাদের কাছে তুলে ধরার জন্য আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ আপনি কাজ চালিয়ে যান ভগবান বলে যদি কিছু থাকে তার কাছে আমি এই প্রার্থনাই করবো তিনি যেন আপনাকে মঙ্গল করেন
যত শুনছি তত জানার ইচ্ছা বেড়েই চলছে। আপনি চালিয়ে যান আমরা শুনবো আমরা শুনতে চাই। এই জার্নি খুব কষ্টের ,,, তার কথা শুনলে মন ভারাক্রান্ত হয়ে যায়। আমাদের আসল হিরো নেতাজি আমাদের আদর্শ নেতাজি। আপনি আরও তথ্য উদঘাটন করুন। এগুলো মহা মূল্যবান তথ্য আমাদের দেশ স্বাধীনতার সত্য ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে।
কুনাল Sir, অনেক আগেই থেকেই বিশ্বাস গড়ে উঠেছে যে ভগবানজী বা গুমনামি বাবাই যে আমাদের ভগবান নেতাজি সুভাষ চন্দ্র বোস তাতে কোন সন্দেহ নেই। জয় হিন্দ।
ওরা ভয় পাচ্ছে তোমায়,তুমি নেতাজি রহস্যের অনেক কাছে এসে পড়ছো।God bless ভাই।
ওরা কারা
গুমনামি বাবাই আমাদের নেতাজী সুভাষচন্দ্র বসু। 🙏
আপনার জন্য আমরা এই সব কিছু জানতে পারছি।
সাহসী কুনাল বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
সাহসী সাংবাদিক, দীর্ঘ জীবিত এই পথচলা, সত্য সত্য সব সময় সত্য,কোন রকম চাপের কাছে মাথা নত করবেন না। আপনার মত সাংবাদিক মাথা নত করার নয়। সত্য মানুষ জানতে পারল। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, এগিয়ে চলুন। ভগবান আপনাকে সাহস দেবেন। ধন্যবাদ
কাহিনীকার হিন্দি সিরিয়ালে মতো। ব্লাডি ইউটিউবার একটা।
সত্য উদ্ঘাটন অত্যন্ত ঝুঁকিবহুল কাজ, আর আপনি সেই কাজটাই নিষ্ঠার সাথে করে চলেছেন। ঈশ্বর আপনাকে যেন সবসময় রাখা করেন এই প্রার্থনা জানাই। জয় হিন্দ।
Bjp kay bolo
আমার Hero নেতাজী,
ভাই তোমাকে অনেক ধন্যবাদ, একা একা লড়াই করছো।
আমার একান্ত ইচ্ছা, আপনার চেষ্টা স্বার্থক হোক। নেতাজী আপামর দেশবাসীর কাছে, বিশেষ করে প্রতিটি বাঙ্গালীর কাছে সর্বশেষ সম্মান টুকু পান। জয় হিন্দ। বন্দেমাতরম 🙏।
নেতাজী আমাদের মধ্যে ১৯৮৫ সাল অব্দি জীবিত ছিলেন অথচ আমরা জাতীয় জীবনে পাইনি স্বার্থপর কিছু মানুষের জন্য ।এটা ভাবলেই আমার মন খারাপ হয়ে যায়।
Aapnar mon kharap hoy, amader rokto gorom hoy. Choose carefully, sir.
Na uni akhono jibito ace😂
Mane akhon uni mara gachen ?
তিনি যে এখন বেঁচে নেই, সেটা আপনি জোর দিয়ে বলতে পারবেন না
@@Chinuchoronkhosnobis hmm.uni akhono beche acen..amader comment dekhsen..hoito comment o krsen..uni ghure beran rate
অসংখ্য ধন্যবাদ কুনাল এই ভাবে সত্য উৎঘাটন করে ইতিহাস তৈরী করো ভাই 🎉🎉🎉🎉🎉🎉 জয় হিন্দ বন্দেমাতরম।
" I am Bose " চ্যানেল মারফৎ নেতাজির অন্তর্ধান উন্মোচন ও গুমনামী বাবা সম্বন্ধীয় তথ্য জানতে পারছি। বড় আহত হই যখন এত তথ্য নেতাজি সুভাষচন্দ্র ভারতে ছদ্মবেশে ১১৯৮৪ অবধি ছিলেন এবং দেহত্যাগ করেন। দাদা আপনার গুমনামী বাবা নেতাজি ছিলেন রহস্যময় উদ্ধারের প্রচেষ্টাকে সাধুবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাই।
আমি নিশ্চিত গুমনামি বাবাই সুভাষ চন্দ্র। আপনাকে অনেক ধন্যবাদ এই সত্য আমাদের সামনে আনার জন্য ।
আপনি নেতাজির জন্য যা করছেন বা ভবিষ্যতেও যেটা করবেন তার জন্য আপনাকে "হেটস অফ"❤❤❤
কুণাল বাবু, আপনার কারণেই সমৃদ্ধ হতে পারছি নেতাজী সম্পর্কিত গোপনীয় তথ্যগুলো উন্মোচনের প্রচেষ্টার মাধ্যমে । আপনি যে সাহসিকতা নিয়ে দুর্নিবার ভাবে এগিয়ে চলেছেন আপনাকে এই কর্মের জন্যে অসংখ্য ধন্যবাদ ও কুর্নিশ জানাই ।
আপনার এই প্রয়াসকে সম্পূর্ণ ভাবে সমর্থন জানাচ্ছি।
নেতাজি আমাদের সম্পদ, আমাদের গৌরব, আমাদের পথপদর্শক, আমাদের শক্তি 🙏🙏🙏। তাই আপনি আরও এগিয়ে চলুন, আরও তথ্য আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন!
গায়ে কাঁটা দিয়ে উঠলো।দারুন দারুণ প্রচেষ্টা,সাবধানে এগোবেন,পাশে আছি।
সামনে আসুক আর না আসুক মহান নেতাজি আমাদের মধ্যে ই ছিলেন। এটা প্রমাণিত। আপনাকে অনেক ধন্যবাদ।
I AM BOSE যে কাজ করছে যেভাবে ডিজিটাল মাধ্যমে রেখে যাচ্ছে এত গুরুত্বপূর্ণ উপাদান কি আর বলি। অনেক ধন্যবাদ দাদা আপনাকে।
ধন্যবাদ কুনাল বাবু , জয় হিন্দ।
এটা আমাদের অর্থাৎ ভারতবাসীর লজ্জা যে , আমরা নেতাজির মতো মহান দেশনায়ককে তার যথাযথ সম্মান, শ্রদ্ধা দিতে পারি না। পুরো জাতির উচিত এই বিষয়ে আওয়াজ তোলা। আমরা চাই, ওনার সত্য সামনে আসুক । জয়তু নেতাজি সুভাষ ❤🙏
অসংখ্য ধন্যবাদ মূলবান তথ্য দেওয়ার জন্য।
অজস্র ধন্যবাদ কুনাল তোমাকে এই কঠিন ব্রতে ব্রতী হওয়ার জন্য তোমার প্রতি দিন দিন শ্রদ্ধা বেড়েই চলেছে। সাবধানে থেকো।
*আপনার প্রতিবেদনটা শুনছি। শুনতে শুনতে কেমন যেন আবেগ বিহ্বল হয়ে পড়ছি। ঈশ্বর আপনার ওপর অঝোরে আশীর্বাদ বর্ষণ করুন।*
পৃথিবীর মধ্যে আপনি প্রথম ব্যক্তি যে নেতাজী সুভাষচন্দ্র বসুর মৃত্যুর রহস্য উন্মোচন করলেন।
না অনুজ ধর ও চন্দ্রচূড় ঘোষ উন্মোচন করেছেন
anuj dhar er reserch dekhechen. uni 30 year research korechen. gumnami baba cinema ba ranveer show er sobtheke demanding person or 100 podcast e onake daka hoyechilo.
Apner dharona sompurno bhul
মশাই আপনি প্রথম জানলেন তাই আপনার মনে হচ্ছে উনি প্রথম উন্মোচন করলেন। ব্যাপারটা হলো রাষ্ট্র। রাষ্ট্র এই কুনাল বাবুর মত বহু মানুষকে এই প্রকার রহস্য উন্মোচনের সুযোগ করে দিতে চাইছে। তাই....
😊😊@@SoumyaSarkar
সত্য কখনও চাপা থাকেনা , থাকবেওনা ।🙏 আপনাদের নিরলস প্রচেষ্টায় পরিশ্রমে আগ্রহে নেতাজি সত্য সামনে আসবেই 🙏🙏🙏
সত্যই সুন্দর /// সত্য সামনে আসবেই
কিন্তু আমাদের প্রজন্ম কি দেখে যেতে পারবে.
@@saumyasarkar4489 আমি আশাবাদী ///
ধন্যবাদ কুনাল বাবু। অনেক কিছু জানালেন।অপেক্ষায় থাকলাম আরও জানার জন্য।
কুনাল বাবু আপনার চেস্টা সার্থক হবে আর আমাদের নেতাজি সুভাষচন্দ্র এক সময় সর্বশেষ সন্মান পাবেন জয় হিন্দ বন্দেমাতরম
Netaji = Bhagwanji = Manush rupe Bhagaban ❤
এই কাজটা কতটা কঠিন এবং কতটা গুরুত্বপূর্ণ ভাবলে শিহরণ হয়। এটা যেকোনো গোয়েন্দা কাহিনীর থেকেও অনেক জটিল এবং পদে পদে পরিকল্পিত বাধা। আমার আধ্যাত্মিক জ্ঞান থেকে বলছি, ঈশ্বর চায় নেতাজীর রহস্যের সমাধান আপনার হাত ধরে হোক। আমার এই অনুভূতি কাউকে বোঝাতে পারবোনা।
ধন্যবাদ, তোমার মাধ্যমে অনেক কিছু জানতে ও দেখতে পেলাম (অনুশীলন ভবন)। সঠিক পথে চলেছো সেই জন্য বাধা আসছে আসবেও ওনার আশীর্বাদ আছে নিশ্চয়ই জানবে। জয় হিন্দ
এই ভবনটি কে সরকারি ভাবে দ্বায়িত্ব নিয়ে জাতীয় সংগ্রহ সারা হিসেবে আপামর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত,,। জয়তু নেতাজী।।
এই তথ্য টি খুব গুরুত্বপূর্ণ।
এবারের ভোটেওতো কোনো দলকে বলতে শুনলাম না যে নেতাজির ফাইল গুলো ওপেন করা দরকার!
খুব ভাল লাগল যতই লুকানো হোক দেশের জনগণ সবই বোঝেন। ❤❤❤
আপনার প্রচেষ্টা
সার্থক হোক দাদা।
জয় নেতাজি
Kunal da আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ। সাবাস। আপনাকে সাহায্য করতে পারলে খুবই ভাল লাগত। ভগবান আপনার মঙ্গল করুন। জয় হিন্দ।
Asadharon anobadya excellent.ami moneprane biswas kori Netaji asole gumnamibaba.🙏🙏🙏jayatu Netaji jaihind 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
এই ভবন সংরক্ষণ খুব প্রয়োজন।
দারুন সুন্দর একটি উপহার দিলেন। এই অমূল্য উপহারটি পেয়ে একদিকে যেমন ভীষণ ভালো লাগা কাজ করছে ঠিক তেমনি ভিতরে একটি খারাপ লাগাও কাজ করছে। তার কারণ একটাই, কেন তাঁর মতো একজন মহান ব্যক্তিত্বকে এই ভাবে আড়ালে রাখা হয়েছিল বা এখনও আড়ালেই রাখা হয়। কেন! কেন! এতো আড়াল এই একটি মাত্র বিষয়ে ??
আড়ালে রাখার কারণ ধর্ম বেবসা করার জন্য সাধারণ মানুষের মধ্যে কুসংস্কার ভোরে ধর্ম বেবসা করার জন্য এঁরা নরোকিট জাত নাটক অভিনয় করে ধর্ম নিয়ে কিন্তু কেউ ধর্ম মানে জানে না ঘটিবুজ ছাড়া কিছুই দিতে পারেন না
No one can stop the truth . All will come out n salute to u ❤❤❤❤❤
দাদা এইটা হিন্দিতে করুন, সকল দেশবাসীর জানা দরকার
কুনাল বাবু ,,আপনাকে একটা অনুরোধ করি,নেতাজী সম্পর্কে সব ভিডিওগুলো এক করে একটা ডকুমেন্টারি তৈরী করুন।
ভগবান রাম বহু বছর তাঁবুতে ছিলেন। তিনি স্বগৃহে অধিষ্ঠিত হয়েছেন। নেতাজিও আজ অন্তরালে, তিনিও সম্মানের সাথে স্বদেশে অধিষ্ঠিত হবেন।
Apnar sab vedio dekhar por ami nischit gumnami babai amader adorer Netaji 🙏🏻🙏🏻❤❤
Incredible video Kunal ..
ধন্য ধন্য
Apni je parben sotti udghaton korte amar biswas chilo pronam janai apnake
আপনার কিন্তু শত্রুর সংখ্যা বাড়ছে। বুঝতেই পারছেন কেন বলছি। তাই অনুরোধ, সাবধানে থাকবেন, অনন্ত আমাদের জন্য। আপনাকে প্রণাম।
Ei comment ta kemon jeno KgB ba MOSSAD er moto lagche....oops sorry MOSSAD noi CIA er moto..
@@abhisheksarkar6546ini thik kothai bolechhen..
@@abhisheksarkar6546 আপনার যেমনই লাগুক, সত্য হলো এই যে, নেতাজীর রহস্য উন্মোচন করতে যাঁরাই সঠিক পথে এগিয়েছেন তাঁরা বিপুল বাধার সামনে পড়েছেন, এমনকি তাঁদের প্রাণসংশয় উপস্থিত হয়েছে। কুনালবাবু এটা জানেন।
Je sotru r katha bolchen Tara aj beche thakto na, na apnar moto janoyar beche thakto jodi na Netaji r jnno ar bhoi e british ra desh charto.
No issues, no problem this guy is a hidden BJP/RSS propagandist.
He is preaching the Bhaartiyaa Jhootiyaa Party and Reliance Sevaa Sangh propaganda. He is trying to create a sympathy wave for BJP/RSS, by manipulating the genuine love and respect for Netaaji (in the minds of an average Indian).
BJP/RSS will save him.
অনেক ভালো লাগলো , একটা কথাই বলব সত্য কখনও চাওয়া থাকবার নয়, আশা করি একদিন সামনে আসবেই । জয় হিন্দ ।
Thank you so much 🥺🥺
Hare Krishna 🙏
Are Kunal da jio jio jio again salute 🙌❤❤❤❤❤❤❤
❤PRONAAM KUNAL DA AND INQUILAB ZINDABAD ❤
অসাধারণ একটি ভিডিও দেখলাম...❤❤❤❤...আবারও অনেক কিছু নতুন নতুন তথ্য জানলাম...স্বাধীনতার ইতিহাস জানলাম...।।
তুমি চেষ্টা চালিয়ে যাও ও এখনও ও...আবারও আবারও অনুশীলন ভবনের সদস্যদের সাথে ইটারভিউ নেওয়ার র সকলের র...!!!...এখানেই ই তো আবারও একদম ম প্রমাণিত...প্রমাণিত হয়েই ই গেলো লো...যে ভগবানজি বা গুমনামিবাবাই ই হচ্ছে চ্ছে নেতাজি...!!!
হ্যাঁ হ্যাঁ...এটা আমারও অনেক বড় প্রশ্ন কেনো নো কেনো নো তোমাকে কে আবারও ইন্টারভিউ নেওয়া য়া আটকে কে দেওয়া য়া হলো লো...????!!!!
একটি কথা বলছি সেখানকার র সদস্যদের র ইন্টারভিউ অন্যকোথাও ও নেওয়া য়া যায় য় না না...???!!!
৫২ সেকেন্ডস পরে দেখেছি...শুরুতেই ৩য় নম্বরে লাইক 👍 করেছি...।।...তারপরে কমেন্টস করলাম...।।
Liberator of our country. Jai Hind !
Brevo Kunal daa.we are with you.
অসংখ্য ধন্যবাদ আর শ্রদ্ধা আপনাকে বাঙালির স্বার্থে এমন কাজ করার জন্য। জয়তু নেতাজি 🙏🏻জয় হিন্দ 🙏🏻জয় বাংলা 🙏🏻জয় ভারত 🙏🏻🇮🇳
Thank you very much! Apnar sathe sorasori jogajog korar icche roilo! Valo thakben! Aar sese ekta kotha bolbo, Sahos rakhun egie jan...sotyo konodin chapa thake naa!
আমি गुमनामी বাবার সমাধি দেখে এসেছি
অযোধ্যা सरयू নদীর তীরে অবস্থিত गुप्तार घाटे (UP) 🙏
Baah Daroon laglo 👌❤️ Abaro Osaadharon Episode 🔥 Hats off to you ei ghotona gulo ke tule dhorar jonno..oneek kichhu janlam...Joy Netaji 🙏🙏 Jai Hind ❤️❤️🇮🇳🇮🇳
দারুন একটা খবর 😢🇮🇳🙏
Apnar prottek ta episode sarir o mone sihoron jagaiye tole ...dada amr ektai icche j morar age amader vogobanen er prottek ta movement jodi jante pari , jibon ta sompurno hoye jabe ...
Satti apnar ai chesta r kono tulana hoy na... Hats off
Great information. It's the high time to spread this information amongst all who are interested to know about the where about of our great leader Netaji Subhash Chandra Bose. Your efforts are highly appreciated
Egiye cholun ..apnar procheshta aar amader prarthona sarthok hok . Sotyo udghatito hok . Jai Hind . Jayotu Netaji .
আপনি শ্রদ্ধেয়। সাবধানে থাকবেন।
Carry on KUNAL BOSE.
Thanks for response.
Darun kaj korchen. Netaji amader antaratma tai apnake dhannabad.
Onek onek dhonnobad sir.we love netaji♥️🙏. Joy hind✊✊🇮🇳🇮🇳.
আপনার পরিশ্রম , মনের আবেগ সার্থক হোক এই প্রার্থনা করি মহাকালের কাছে🙏
Khub valo luglo aye vabe adding asol jenesh ta barobe boyki valo thakun sabuy apekhuy rohelum I love all netaji bhakti gd afternoon love joy hind pronum
সাহসী সুন্দর উপস্থাপনা।আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
দারুণ কুণাল। প্রাউড অফ ইউ। মার্চ অন।
আপনার সঙ্গে নিশ্চয়ই কর্মসূত্রে কিছু ভালো রাজনীতিকের যোগাযোগ আছে। যদি সম্ভব হয় তাহলে তাদের নজরে এটা আনুন যদি সংস্কার করা যায় ভবনটা।
Eta mone elo r Netaji beche chilen seta elona??sotti ei jnno uni bangla e asenni hyto
Dada, with due respect bolchi aapni je approach ta kunal babu ke korchen seta aamader aabeg ar dik diye dekhchi tai bole.... Kintu aamar mone hoy na kuno rajniti te joriye thakha lok bodanyota dekhaben ai byapare... Unara maximum e rajnitir platform aasen udor purti korte..... Ara to desh premik kom godipriyo odhik...aajke Momota bannerjee e jodi trinomul chere diye bolen aami aar ai party korbona ... Aamio aajke theke bjp korbo.... Tokhon to sei bjp ar nayok e bolben Momota Bannerjee r moto valo lok r somosto Bharatborse nei... Setai to bortoman bharater politics ar identity.... Aamra sadharon manush ki pai unader godi te bosiye.... Unara Ac room a thakben r dami dami gari chorben , somosto control oder haate thakbe r oder kichu chela chamunda ra aanondo korbe r aamra nijer kormochape najehal hobo.... Aito bortoman politics ar definition
Kunal babu thank you for this episode...We are ever greateful to you ....Jai Hind.
@@tathagatac1992 অদ্ভুত কথা! আমার বিশ্বাসে কি আসে যায়। আমি যদি মনে করি ভগবানজি ই নেতাজি তাহলে কি সেটা ভারত সরকার ঘোষণা করে দেবে! তার থেকে যদি স্মারক হিসেবেও এইসব ভবনকে টিকিয়ে রাখা যায় সেটাকেই আনন্দের বলে মেনে নিতে হবে
@@alankaralankar3130 সেটা আমিও বুঝি। সবকটা রাজনৈতিক দলই এখন চোর আর ক্ষমতালোভী। তার মধ্যে থেকেও যদি নিজেদের ইমেজ ভালো করার জন্যও এটাকে সংস্কার করে তাতেই ধন্য হয়ে যাবো
Hats off apnake
অনেক ধন্যবাদ কুনাল দা
ধন্যবাদ! সত্যের জয় হোক, জয় হিন্দ 🙏🏻
জয় হিন্দ।
Thank you very much for all of your efforts.
Excellent!!! Very much informative.
অসংখ্য ধন্যবাদ কুনাল দা আপনাকে এভাবে সত্য উঠঘাটন করে আমাদের সবার মধ্যে তুলে ধরার জন্য। ভালো থাকবেন দাদা। জয় হিন্দ 👍
I am really proud of you,my dear Kunal Babu.
Thanks Kunal for your efforts, Gumnami Baba is Netaji was substantial proved beyond doubt if you read book of Chandrachur Ghosh and Anuj Dhar , the letters which was written to his followers can't be written by others. But the problem is no Govt is ready to disclose this . The political parties of Bengal are less interested, so if we really love Subhash we should create pressure on political parties, but unfortunately Bengalis aren't united😮
অনুশীলন ভবন দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো।
আপনাকে ধন্যবাদ এই তথ্য তুলে ধরার জন্য 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
দাদা আমি আপনার কাজের প্রচেষ্টায় অভিভূত।
Osadharon Kunal da❤
দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটি ভিডিও উপস্থাপনা করার জন্য আমরা প্রত্যেকেই জানি আপনি যে কাজটি করছেন সেটি মোটেও সহজ কাজ নয় তবুও আমার দেশকে ভালোবেসে এবং এই দেশ স্বাধীন করার জন্য যে সমস্ত বিপ্লবীরা জীবন দিয়েছিলেন তাদেরকে ভালোবেসে সর্বোপরি সেই মানুষটি যে মানুষটির জন্য আজকে আমরা মাথা উঁচু করে গর্ব করে আমরা বলি আমরা স্বাধীন ভারতের নাগরিক আজকে উনার মতন একজন মহান মানুষের এত অজানা কথা আমাদের কাছে তুলে ধরার জন্য আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ আপনি কাজ চালিয়ে যান ভগবান বলে যদি কিছু থাকে তার কাছে আমি এই প্রার্থনাই করবো তিনি যেন আপনাকে মঙ্গল করেন
Hat's off to you Kunalda for your enormous contribution to Our National Hero Netaji (Gumnami Baba) ,bhalo thakben❤
Jai Hind Netajee Jindabad🙏
Kunal da apkake onek onek dhanyabad. Apner hoy to eaijonyo prithibi te asha eai totthaya gulo apner haat diye manusher samne ashbe . Amra to Bangali jati sob kichhu niye politics korte valo bashi. Ami samridha holam amer na janen gaaye kata dichhe . Jodi ekbar chhute partam eai mahan sanggrami chithi gulo. Jak onek likhe fellam apni chalie jan. Onek dhanyabad
আরও অনেক কিছুই জানার অপেক্ষায় রইলাম
মহাকালের জয় হোক 🙏🙏🙏 ভগবানজীর জয় হোক 🙏🙏🙏
Great effort.salute to u.
আপনি এগিয়ে যান। জনতা আপনার পাশে।
Thik, sabdhane thakben.
Onek dhonnobad..
Darun kaaj Kunal da :)
Kunal tomar ai aklanto. Porisrom jeno Sarthak hoy ai Prarthana kori.....
Love you Netaji sir🥺❤️ 🇮🇳 jai hind ✊️✊️✊️